One Dove 1

আসসালামু আলাইকুম।
One Dove 1 পেজে আপনাকে স্বাগতম।

02/09/2022

𝙇𝙤𝙫𝙚𝙡𝙮 𝙛𝙖𝙢𝙞𝙡𝙮 ❤

02/09/2022

তারা দুজন সবসময় একসাথে থাকা পছন্দ করে। 🥰

02/09/2022

আপনার ঘুঘুর স্বাস্থ্য সবসময় ভালো রাখতে যেসব খাদ্য অবশ্যই খেতে দিতে হবে সেগুলো হলো-
1⃣ চিনা
2⃣ কাউন
3⃣ মিলেট
4⃣ বাজরা
5⃣ ভুট্টা ভাঙ্গা
6⃣ গম
7⃣ ধান

01/09/2022

বাচ্চা ঘুঘুটা প্রতিবেশীর সাথে দেখা করতে গিয়েছিল। তাকে দেখে প্রতিবেশীর এক্সাইটমেন্টের সীমা নেই। 🤩

01/09/2022

কতো তাড়াতাড়ি বাচ্চা ঘুঘুটা বড়ো হয়ে গেলো। এখন সে নিজে নিজেই ডালে উঠে বসতে পারে।

22/08/2022

তাদের ঝগড়া সারাদিন লেগেই থাকে🥱

22/08/2022

সেও গতকাল ডিম পেরেছে🥰

20/08/2022

সমবয়সীদের খুনসুটি 🥰

20/08/2022

মা পাখি তার বাচ্চাগুলোকে খাইয়ে দিচ্ছে

16/08/2022

সে তাকে ইম্প্রেস করতে চেষ্টা করছে 😃

15/08/2022

Ma Sha Allah 🥰🤍

14/08/2022

Love rewards 🤍💞

14/08/2022

Love is here. 🥰

03/08/2022

যখন সংসারে এডজাস্টমেন্টের সমস্যা হয় 🙂

04/04/2022

“ Great ideas come into the world as gently as doves.”

08/12/2021

🚫দেশি ঘুঘু পাখি পালন ও দেশীয় আইন❎
আমাদের দেশে যে ঘুঘু পাখি সবচেয়ে বেশি দেখা যায় তার নাম তিলা ঘুঘু (বৈজ্ঞানিক নাম: Streptopelia chinensis) Columbidae (কলাম্বিডি) গোত্র বা পরিবারের অন্তর্গত Streptopelia (স্ট্রেপ্টোপেলিয়া) গণের অন্তর্গত অত্যন্ত সুলভ এক প্রজাতির ঘুঘু। খুব বেশি সুলভ পাখি হওয়ায় এদের অনেকগুলো নাম: তিলা ঘুঘু, তেলিয়া ঘুঘু, ছিটে ঘুঘু ইত্যাদি। তিলা ঘুঘুর বৈজ্ঞানিক নামের অর্থ চীনের কণ্ঠীঘুঘু (গ্রিক: streptos = কণ্ঠী, peleia = ঘুঘু, chinensis = চীনের)। তিলাঘুঘুর পালকের রং বাদামী, বুকের নিচে ধূসর, গলায় কালোর মধ্যে সাদা ফোঁটা ফোঁটা, ঠোট বাদামী কালো। লম্বায় সাধারণত ঘুঘুর আকার ২৮ থেকে ৩০ সেন্টিমিটার হয়ে থাকে। এদের লেজ বেশ লম্বা।পাখিটি বাংলাদেশ, ভারত ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায়।

আমাদের দেশে তিলাঘুঘু বণ্যপাখি হওয়ায় এটি খাঁচায় পালন আইনত দণ্ডনীয় অপরাধ। কিন্তু প্রজন্ম থেকে প্রজন্ম ধরে খাঁচায় জন্ম নেয়া আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও শুল্ক পরিশোধ করে আমদানিকৃত বৈধ খাঁচার পোষা ঘুঘুপাখি লালন-পালন ও প্রজনন করানো সম্পূর্ণরূপে বৈধ।

03/12/2021

আমাদের যাদের কাছে ঘুঘু পাখি বেশি আছে তাদের সীড মিক্সড একটু বেশি করেই বানিয়ে নিতে হয় যাতে মোটামুটি মাসখানেক এর মতো চলে যায়। তাই আজকে প্রায় ৭ কেজি ঘুঘু পাখির সীড মিক্সড কিভাবে অল্প খরচে তৈরি করবেন তার একটি তালিকা দিয়ে দিলাম।
এই সিড মিক্সড বানাতে আপনার যা যা উপকরণ প্রয়োজন হবে-
চিনা – ৩ কেজি
ভুট্টা ভাঙ্গা – ১ কেজি
গম(জিরা গম) – ১×১/২ কেজি
সাদা/সবুজ বাজরা – ৫০০ গ্ৰাম
মসুর ডাল – ২৫০ গ্ৰাম
সূর্যমুখীর বীজ – ২৫০ গ্ৰাম
কুসুম ফুলের বীজ – ২০০ গ্ৰাম
সাদা সরিষা – ১০০ গ্ৰাম
ধান (পোলাও ধান) – ১০০ গ্ৰাম
ডিমের খোসা – ১০ টি
(বি.দ্র: ডিমের খোসা রোদে ভালোভাবে শুকিয়ে এরপর ছোট ছোট আকারে ভাঙ্গতে হবে। এমন আকৃতি হবে যাতে ঘুঘু পাখি খেতে পারে এবং গলায় আটকিয়ে না যায়)
উপরোক্ত উপকরণ গুলোর মধ্যে ঘুঘু পাখির প্রয়োজনীয় সকল পুষ্টি গুণাগুণ বিদ্যমান। তাছাড়া এসব উপকরণ দিয়ে সীড মিক্সড তৈরি করতে খরচও কম হয়। আর যারা এসব উপকরণ এরসাথে আরো কিছু উপকরণ এড করতে চান তারা নিম্নোক্ত উপকরণ গুলো এড করতে পারেন।
কাউন – ২ কেজি
মিলেট – ১ কেজি
ক্যানারি – ৫০০ গ্ৰাম
রেজা – ৫০০ গ্ৰাম

30/10/2021
17/10/2021

যারা ঘুঘু পালন শুরু করতে চাই তারা প্রথম দিকে বুঝতে পারি না কোনটি নর ঘুঘু ও কোনটি মাদি ঘুঘু। আর সঠিকভাবে চিনতে না পারায় পরবর্তীতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।
পর্ব-3️⃣ ঘুঘু পাখির নর ও মাদি চেনার উপায়🐦

ঘুঘু পাখির নর ও মাদি চিনতে হলে কমপক্ষে ঘুঘু পাখির বয়স ৩-৪ মাস হতে হয়। এরপর নর ও মাদি খুব সহজেই চিনা যায়। তবে অভিজ্ঞতা থাকলে তার আগেও আপনি চিনতে পারবেন। প্রাথমিক পর্যায়ে আপনি যেভাবে নর ও মাদি ঘুঘু চিন্থিত করতে পারবেন সেদিকগুলো উল্লেখ করছি।
🕊️ নর(পুরুষ): সাধারণত গলা ফুলিয়ে, মাথা নিচু করে ডাকে। এদের কন্ঠ মোটা ও ভারি হয়ে থাকে তাই এদের ডাক শুনতে খুবই মিষ্টিমধুর লাগে। এদের চোখের রিং গাঢ় লাল হয়ে থাকে।
🕊️ মাদি(স্ত্রী): এরা সাধারণত ডাকে না, তবে নর ঘুঘু ডাকলে ১-২বার ডাকে সাড়া দিয়ে থাকে। এদের চোখের রিং পুরুষ পাখির তুলনায় কম লাল হয়ে থাকে।

17/10/2021

আমরা যারা ঘুঘু পালন শুরু করতে চাই তাদের কিছু বিষয় সম্পর্কে জ্ঞান থাকা জরুরি।
পর্ব-2️⃣ ঘুঘু পাখি খাবার🐦

ঘুঘু পাখি সব ধরনের খাবার খায় না। তাছাড়া সব ধরনের খাবার ঘুঘুর স্বাস্থ্যের জন্য ভালোও হবে না।তাই ঘুঘুর জন্য যেসব খাদ্য সবচেয়ে উপযুক্ত সেসব খাদ্য খেতে দিতে হবে। এতে ঘুঘুর স্বাস্থ্যে ভালো থাকবে। তাই সঠিকভাবে ১কেজি খাবার তৈরি করার পদ্ধতি দিয়ে দিচ্ছি।
🕊️ গম···················২৫০ গ্ৰাম
🕊️ ভূট্টা ভাঙ্গা·········২৫০ গ্ৰাম
🕊️ ধান··················২৫০ গ্ৰাম
🕊️ মসুর ডাল·········১৫০ গ্ৰাম
🕊️ সরিষা················৫০ গ্ৰাম
🕊️ চিনা···················৫০ গ্ৰাম
🕊️কাউন·················৫০ গ্ৰাম

বি.দ্র.: ঘুঘুকে অবশ্যই গ্ৰীট খেতে দিতে হবে। এটি ঘুঘুর দৈহিক গঠন বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা রাখে।

17/10/2021

আমরা যারা ঘুঘু পালন শুরু করতে চাই তাদের কিছু বিষয় সম্পর্কে জ্ঞান থাকা জরুরি।
পর্ব-1️⃣ ঘুঘু পাখি পালন পদ্ধতি🐦

ঘুঘু পাখি সঠিক নিয়মে পালন পদ্ধতি জানা আবশ্যক। কারণ নিয়মে আপনি পালন না করতে পারলে আপনার ঘুঘু পাখি ঠিকমতো ডিম দিবে না, আর তাছাড়া ঠিক মতো খাবারও খাবে না।
🕊️ঘুঘু যেহেতু একটু বড়ো আকারের পাখি তাই অবশ্যই বড় খাঁচায় ঘুঘু পাখি পালন করতে হবে। ঘুঘু পাখির জন্য আদর্শ একটি খাঁচার মাপ হলো (২৪"×২৪"×৩৬")। তাই চেষ্টা করবেন এই মাপের খাঁচায় ঘুঘু পালন করার। তাহলে আপনার ঘুঘুর লেজের সৌন্দর্য নষ্ট হবে না। আর আপনার ঘুঘু পাখি যদি এই দিক থেকে সেই দিকে একটু উড়তে পারে তখন তার মন ভালো থাকে ঠিক মতো খাবার খায় এমনকি ডিম পারতেও কোন সমস্যা হয় না।
🕊️ঘুঘু পাখিকে বেশি ঠান্ডা যায়গায় রাখা যাবে না। ঘুঘু পাখি একটু গরম যায়গায় থাকতে পছন্দ করে। শীতকালে ঘুঘুর খাঁচার ভিতর গরম রাখতে যেকোন গরম কাপড় দিয়ে ঢেকে দিবেন কিংবা অন্যকোন উপায়ে যাতে খাঁচার ভিতর গরম থাকে সেরকম ব্যবস্থা করে দিবেন।
🕊️ খাঁচার ভিতর যেসব প্রয়োজনীয় ব্যবস্থা রাখতে হবে সেগুলো হলো- খাঁচার ঠিক মাঝামাঝি একটি লাঠি দিতে হবে যাতে ঘুঘু বসতে পারে(ভাঙ্গা সরু গাছের ডালা হলে বেশি ভালো হয়)। একটি খাবার বাটি(অবশ্যই বড় বাটি দিবেন। তা না হলে খাবার বেশি অপচয় হবে)। পানির জন্য একটি মধ্যম সাইজের বাটি দিবেন। একটি মধ্যম সাইজের (বেশি বড় কিংবা ছোট নয়) মাটির পাত্রে কিছু নলখাগড়া দিয়ে বাসা তৈরি করে দিবেন, সেখানে ঘুঘু ডিম পারবে।

Want your business to be the top-listed Business in Munshiganj?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

সমবয়সীদের খুনসুটি 🥰
যখন সংসারে এডজাস্টমেন্টের সমস্যা হয় 🙂#OneDove1

Website

Address


Munshiganj

Other Business Supply Services in Munshiganj (show all)
মুন্সিয়ানা মুন্সিয়ানা
Munshiganj, UTTORCOURTGAON

,

I AM MARUF I AM MARUF
Munshiganj
Munshiganj, 1500

দিলাম না

Amader Shop Amader Shop
Dhaka, Bangladesh, Kalma, Louhajang, Munshiganj
Munshiganj, 1530

Amader Shop এ পাবেন বিভিন্ন ধরনের ইলেকট্রনি?

Noor Buy.com Noor Buy.com
Talukder House
Munshiganj, 1522

Life goes on without buying and selling,and NoorBuy come to make easier

Bondhun Fishing Net বন্ধন ফিসিং নেট Bondhun Fishing Net বন্ধন ফিসিং নেট
Munshiganj Sadar
Munshiganj, 1500

বাজারের সেরা মাছ ধরার সকল প্রকার নেট পাওয়া যায়।