Hijabi Girl Afsana

Welcome to my Hijabi Girl Afsana page.

11/11/2023

অনেক বড় বিপদ কাটিয়ে আসলাম।
আজ ব্যাথাটা
কলিজায় লাগছে 😭😭

11/11/2023

কোন একদিন ইনশাআল্লাহ ❤️❤️❤️🥰🥰

07/11/2023

আমি যাদের বিপদে পাশে দাঁড়িয়েছি
তারা আমার পিছনে সব সময় বদনাম করছে।
আল্লাহ হেদায়েত দান করুক তাদের।

31/10/2023

হবে কি কোন দিন স্বপ্ন পূরণ🤲🤲

13/10/2023

বাঁশ রান্না করার রেসিপি

12/10/2023

কি কেউ কি ইচ্ছে করে বাঁশ খায়😂😂

12/10/2023

আমরা হয়তো ফিলিস্তিনি বাস করি না।😢😢কিন্তু ফিলিস্তিনি আমাদের হৃদয়ে বাস করে।
লিল্লাহি তাকবীর-আল্লাহ আকবার । 😍😍

11/10/2023

কোথায় কোথায় চলে যাই

10/10/2023

এই খাঁচাটার কি করা যায়

09/10/2023

আচ্ছা আমি ব্যাক্তি হিসাবে কেমন
১০এ কত পাবো ❤️❤️

09/10/2023

এই সকালে কোথায় চলে গেলাম

07/10/2023

এক পেরা 😁🤣দুইপেরা একপেরার অধেক পেরা

06/10/2023

চলে গেলাম ভুতের বাড়ি 😭😭😭

05/10/2023

#সংসার #মনেরকথা (Please share🙏)
আমার একটা নিজের সংসারের খুব শখ,সম্পূর্ণ আমার অধিকার থাকবে যে সংসারে।

যদি কখনো মাঝরাতের ঝুম বৃষ্টিতে ইচ্ছে করে খিচুরী খেতে, তবে বিনা দ্বিধায় যা করা যাবে,
কিংবা কোন সন্ধ্যাবেলায় যদি ইচ্ছে করে ফুচকা খেতে, তা যেন বানিয়ে খেতে পারি, কোন কৈফিয়ত দেয়া ছাড়া।

যেখানে কখনো হিসেব দিতে হবে না যে, চিনি কেন মাসের আগে শেষ হয়ে গেল,তেল কেন বেশী খরচ করি।

যেখানে কোনো নতুন রেসিপি বানানোর সময় ভয়ে ভয়ে থাকতে হয় যে, যদি ভাল না হয়, অপচয়ের অপবাদ গায়ে মাখতে হবে।

যেখানে গোসলের আগে চুল আচড়ানো নিয়ে কিংবা পানি বেশী খাওয়া নিয়ে কথা শুনতে হবে না ( হাস্যকর শুনতে হলেও এসব সত্যি)

যে সংসারে ইচ্ছে মতো মেহমানদারী করা যাবে, মেহমানদের সাথে হেসে কথা বলা নিয়ে কৈফিয়ত দিতে হবে না।

বিকেলের অবসরে ছাদে যাওয়া নিয়ে কোন কথা শুনতে হবে না, কিংবা কোনদিন জোস্নারাতে খুব মন কেমন করা নিয়ে ঘুমোতে যেতে হবে না।

সকালের ঘুম দেরিতে ভাংলে কিংবা দুপুরের ঘুম সময়মতো না ভাঙলে ভয়ে ভয়ে থাকতে হবে না।

যেখান সাধারন অসুস্থতার সময় কিংবা পিরিয়ড এর যন্ত্রণাময় দিনগুলোতে কাজ একটু কম করলে, কেউ মুখ কালো করে কথা শোনাবে না।

প্রতিটি মেয়ের মনের ভেতর আজীবন লালিত হয়, নিজস্ব একটা সংসারের, Universal Truth এর মতো সত্যি এটা। অধিকাংশ মেয়েই সেটা পায় না, আমাদের সমাজ ব্যবস্থাটাই এমন,যেখানে আলাদা সংসার করাটা বাঁকা চোখে দেখা হয়।
কিন্তু যৌথ পরিবারে ঠিক কতটা সংসার করা হয়, মানসিক শান্তিতে থাকা হয়, সেটা কেউ তলিয়ে দেখে না।
দাম্পত্য জীবনে প্রাইভেসি টা অনেক বড় জিনিস, যেটা অধিকাংশ মেয়েই পায় না।

স্বামীদের দায়িত্ব এখানে বিশাল, সদ্য পরিবার ছেড়ে আসা মেয়েটা তার সবটুকু ছেড়ে আপনার কাছেই কিন্তু আসে, আর আপনি, পরিবারের সবার সাথে বসে তাকে জাজ করেন ( অবশ্য সবাই এমন না)

প্রতিটি মেয়ের যেন নিজের একটা সংসার হয়, খুব করে চাই আমি, এই বৃষ্টি মুখর বিকেলের প্রার্থনায়।
যেন তার বৃষ্টিভেজা ছাদে গিয়ে চা খাওয়া কিংবা সময় কাটানো নিয়ে কারো প্রশ্নের সম্মুখীন হতে না হয়।
লেখা:কোন এক অবহেলিত নারী

04/10/2023

আমি কখন এতো বড় হয়ে গেলাম(please share 🙏)

03/10/2023

ফুচকা কার কার পছন্দ

02/10/2023

মাকে নিয়ে কোথায় চলে গেলাম

30/09/2023

#ভোরের সকালে মিষ্টি বাতাস

30/09/2023

চলেন পরিচিত হই
আমি মুন্সীগঞ্জের
আপনি কোণ
জায়গার?

29/09/2023

রুই মাছের মাথা দিয়ে মুগডাল

29/09/2023

😁😁😁😁😁

22/09/2023

আমি বুঝি না পরীক্ষা আামর,,
চুল এতো পরে কেন 📚📑📖?

22/09/2023

দুনিয়ার মানুষগুলো স্বাথবাজ

20/09/2023

২০১৮ সালে এই দিনটায়
বাবা পাশে ছিল। ❤️
আর আজ আমি আর
আমরা বই 📖ছাড়া পাশে কেউ নেই😭miss u (Baba)

Photos from Hijabi Girl Afsana's post 16/09/2023

আমি সব সময় ভাবতাম,,,,,
তাদের দুই জনকে একসাথে অনেক ভালো মানাবে❤️❤️❤️
কিন্তু এটা ভাবতে পারি নাই #মাশাল্ল

14/09/2023

জীবনটা একটা যুদ্ধের
ময়দান,, যেখানে
প্রতিনিয়তো সংগ্রাম করতে হয়

09/09/2023

মেলা মেলা

08/09/2023

বাবা ছাড়া পৃথিবীটা
বিষণ রকম
ভয়ংকর 😭😭

07/09/2023

আমি আর তাদের পোস্ট দেখবো না😭😭😭
কে দেখবে জানাচ্ছি 😁😁

05/09/2023

#বাড়ি

ছোট হউক তবুও আমার একটা বাড়ি হউক।
যেখানে থাকবে না কোন বাধা,,, কেউ বলবে না এই বাড়ি থেকে চলে যা 😭😭
যেখানে থাকবে শুধু আমার ভালবাসা।
Plz following my page

03/09/2023

অসহায় এক বৃদ্ধার ভাঙ্গাচুরা ঘরকে ঐ মহল্লার সবথেকে সুন্দর ঘর বানিয়েছেন লিখন ভাই!

কাউকে একবেলা পেট ভরে খাওয়ানো আর তৃপ্তি সহকারে খাওয়ানোর পার্থক্য এখানেই!

Salute Likhon Tajul Bhai, Respect 🩵

03/09/2023

সবাই মিলে একটু ঘুরে এলাম

01/09/2023

#মা girl
"মা" এখন বাজে রাত ১:৩০ এই গভীর রাতে তোমার কথা ভীষণ মনে পরছে। তোমার জন্য কিছুই করতে পারলাম না। এই অভাবের বাজারে... না পারছি বাচতে না পারছি ম*রতে। জানি তোমার অনেক কষ্ট হচ্ছে , কিন্তু কি করব বল "মা" । আমি যে অভাগা। তোমার কাছ থেকে অনেক দূরে। জানি কখনো হয় নিরবে কাঁদ এখন হয়ত কেউ শুনে না তোমার কান্না। যখন ছোট ছিলাম আমার কান্নায় তুমি দৌড়ে এসে বুকে টেনে নিতে। কত দুপুর কত বিকাল তুমি আর আমি , বড়ে বাড়ির নানান ফল খেতাম দুজনে মিলে। বাবা বাজার সারাদিন মাঠে কাজ করে যখন বাজার যেতে একাই থাকতে জঙ্গলে ভরা বাড়িতে বসে। মনে আছে তোমার একদিন আমি বিকাল বেলা বাইরে থেকে খেলে সন্ধ্যার আগর যখন বাড়িতে আসি এসে দেখি তুমি বাড়িতে নেই কোথায় জানি বাড়িতে তালা দিয়ে গিয়েছিলে, তোমাকে গলা ফাটিয়ে ডাকতে ডাকতে কতই না কান্না করাছিলাম। পরে তুমি আমার কান্না শুনেই দৌড়ে এসে কতই না রাগ হয়ে কাদছিলে যে অভাবের সংসার তাই পাশের বাসা লবন আনতে গিয়েছিলে। এভাবে কষ্ট করতে করতে যখন বাবা আর তুমি সংসার গোছালে আমি বড় হয়ে গেলাম। তখনই তুমি একটু একটু অসুস্থ , আমাদের ভবিষৎ চিন্তা করে ভাল চিকিৎসা করলে না। তখন তেমন বুঝতামও না। আর আজ মা আমি বড় হয়ে, তোমার পাশে নাই। আমার কথা গুলো শুনতে পাচ্ছ না। পারছি না তোমার চিকিৎসা করে ভাল করতে। তোমার চিকিৎসার জন্য সবি শেষ । তারপরও সুস্থ হচ্ছ না। নিজেকে আজ বড় অপরাধী লাগে "মা" ইচ্ছে করে তুমি যেভাবে আগলে রেখে ছিলে সেভাবে রাখতে কিন্তু পারছি না দরিদ্রতার পিছু টানের কারণে, সব টুকু দিয়ে চেষ্টা করতেছি "মা" কিন্তু অসহায় আমি কারণ এই শহরে আমার যে কেউ নেই সেটাতো জানই তুমি, কেউ যে এখানে তার মুখের কথা দিয়ে সহযোগীতা করে না "মা" । ভাল থাক মা। তোমার হাতের খাবার খুব মিস করি। মা কথা ফাটিয়ে চিৎকার করে কাদতে ইচ্ছে করে মা, শুধু বলতে ইচ্ছে করে মা যে তুমি ছাড়া এই দুনিয়া একটা কবরের মত।

কোন এক ভাইয়ের : বুকফাটা কষ্ট 😭😭😭🥲🥲

31/08/2023

আচ্ছা ডিম এরকম সিদ্ধ খেতে চাইলে ঠিক কতো মিনিট সিদ্ধ করতে হবে 😭
কেউ কি জানাবেন প্লিজ
আমি চাইলেও এরকম হয় না কেনো❓

23/08/2023

নিজের ভাগ্যেকে বিশ্বাস করতে শিখুন ।ভাগ্য আপনাকে যেখানে নিয়ে যাবে, সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ুন।নিজেকে বলুন আমি ঠিক আছি । তারপর চারদিকে তাকান, ভালো করে দেখুন, আর নিজেকে মানিয়ে নিন। নিজেকে আরো বলুন, এটা আপনার নিয়তি।এখানেই থাকতে হবে, এখানেই বাঁচতে হবে।

সুতরাং কাঁদা যাবে না। মন খারাপ করা যাবে না। আর যদি ভালো থাকা সম্ভব না হয় , তাহলে অভিনয় করে হলেও যন্ত্রণার মধ্যে সৃষ্টিকর্তার জন্য বাঁচুন, তবুও বেঁচে থাকুন।

22/08/2023

স্বামীর মাঝে কখনো প্রেমিকের
প্রতিচ্ছবি খুঁজবেন না,,
ছেলে সংসারের দায়িত্ব কাঁধে নিলে পারফিউম দিতেও
ভুলে যায়😭😭😭

20/08/2023

#বিচ্ছেদ

বাচ্চা হয়ে যাওয়া আমি নাকি বুড়ি হয়ে গেছি বাবার বাড়ি থেকে হাজার হাজার টাকা আনতে পারিনা ওনার নাকি আমার সাথে শারীরিক সম্পর্ক করতে ভালো লাগে না । আমি ভাড়া বাসায় থাকি তো মাসের দশ তারিখ ভাড়া দিতে হয় ইদানিং ভাড়া দেয় না চাইলে বলে আজ দিবো কাল দিব এই দিয়ে কিছু বলতে গেলেই বলে আমি নাকি শান্তি দেয় না । আমার ছোট দুইটা বাচ্চা আছে এদের সামলে আমি ওনার তেমন সেবা যত্ন করতে পারিনা, বেশিরভাগ সময় ই বাচ্চারা অসুস্থ থাকায় রাতে প্রায়‌ই কান্না করে আর তখনি বলে উঠে এই সংসারে শান্তি নাই নিজের সুখ খুঁজতে হবে । আর এমনিতেও ওনি পর্নোগ্রাফি তে আসক্ত সব সময় বিভিন্ন অল্প বয়সী মেয়ে নিয়ে বিভিন্ন রিসোর্ট এ যায় ফুর্তি করে , আর আমার সাথে কোথাও গেলে পাশ দিয়ে কোন মেয়ে গেলে ফেলফেল করে চেয়ে দেখে আর আমায় বলে মেয়টা কত সুন্দর এখানে আমার কি দোষ আমি কি করবো ছোট ছোট বাচ্চা নিয়ে যেখান বাবার বাড়ি তেমন উন্নত না তার উপর বাবা নেই আল্লাহ আমাকে ধৈর্য দেন উনি হয়তো আর আমাদের খরচ ও বহন করবে না

ভোক্তভোগী: ফুয়াদের আম্মু😭😭😭

20/08/2023

বাবারা তো সবসময়ই সংগ্রামী হয়😭😭😭

19/08/2023

#দেশেফেরারগল্প #
দীর্ঘ ৮বছর পর একটা বউ স্বামীকে দেশে আসতে বলছে।🥲🥲 উওরে ছেলেটার পরিবারের কথাছিল এখন কেন আসবো।। মেয়েটা অবাক চোখে তাদের দিকে তাকিয়ে ছিলো,,আর ভাবতে ছিল কাদের জন্য 😭😭😭এতো দিন করলো। তারা কি বলে জানেন,,

ও আসলে ওরে কে খাওয়াইবো,,, বউটা অবাক চোখে তাদের দিকে তাকি বললো,,, আপনাগো খাওয়ানো লাগবো না।।

বউটাকে স্বামীর মা বললো তুই আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট করে দিলি কালনাগিনী,,,, তুই মর,,, তুই আমার বাড়িতে কোনদিন পাঁ দিলে তোর বাবার 😭😭সাথে জীনা করোছ।।
আরো বলে তোর মা বাবা মল মূএ খায় আরো কতো কি। (কোন এক প্রবাসীর বউ এর গল্প)

তাহলে এটাই কি মেয়ের জীবন 😭😭😭

বানীতে: কোন এক মেয়ের আত্মা প্রকাশ

Want your business to be the top-listed Media Company in Munshiganj?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

#ডায়াবেটিস রোগীর খাবার
বাঁশ  রান্না করার রেসিপি
কি কেউ কি ইচ্ছে  করে বাঁশ  খায়
কোথায় কোথায় চলে যাই🤔🤔🤔🤔
এই খাঁচাটার কি করা যায়
এই সকালে কোথায় চলে গেলাম
#আমিহীনদুনিয়া#hijabi girl afsana
এক পেরা 😁দুইপেরা একপেরার অধেক পেরা
#ছাএ আমার ফাঁকি বাজ#
চলে গেলাম ভুতের বাড়ি
মা ছারা পুরো বাসাটা ফাকা
#সংসার। প্রতিটি নারীর মনের কথা 🥲🥲🥲

Category

Address


Munshiganj
1500

Other Video Creators in Munshiganj (show all)
Local Squad Local Squad
Munshiganj

Local Squad

Fishing Life Bd Fishing Life Bd
Sreenagar
Munshiganj, 1541

Welcome to Our Page Fishing Life Bd.

Ashik Ahmed Ashik Ahmed
Jeddah Saudi Arabia
Munshiganj, 22230

Assalamualaikum Welcome everyone to my page. I want your love and support. Love to all my friends.

Siyam Ahamed Aziz Siyam Ahamed Aziz
Munshiganj, 999

Islamic World Islamic World
Munshiganj, 2020

Like the islamic page

𝖣𝖺𝗋𝗄  𝙵 𝚎 𝚎 𝚕 𝚒 𝚗 𝚐' 𝚜ツ 𝖣𝖺𝗋𝗄 𝙵 𝚎 𝚎 𝚕 𝚒 𝚗 𝚐' 𝚜ツ
Munshiganj

Follow me by liking this small page

Mohammad tasin Mohammad tasin
Munshiganj

Thanks for every thing allhumduliallah

Food Vloger Food Vloger
Munshiganj

Insha Allah, I will be successful one day

নোয়াখাইল্লা আফু নোয়াখাইল্লা আফু
Munshiganj

I am Priya From, Arob Emeritus, I am a Bangladeshi YouTuber. Like to make Bangladeshi Vlog Video

Akhi Afrose Akhi Afrose
Munshiganj

কিছু বলার নাই নিজ চোখে দেখে নেন

𝟏𝟎𝟎% 𝙇𝙤𝙫𝙚シ 𝟏𝟎𝟎% 𝙇𝙤𝙫𝙚シ
Munshiganj
Munshiganj

আসসালামু আলাইকুম