Munshiganj Voice
The online reported service, Its basically catch munshiganj people voice
বিদ্যুতের নামে ডাকাতি করছে পল্লি বিদ্যুৎ। মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। তার একটি প্রমান দেখুন ১০০০ টাকা ভরিলে ২৬৪ টাকা কেটে নিচ্ছে পল্লি বিদ্যুৎ।
ফয়সাল বিপ্লবের কেচি
আমাদের নেতা বঙ্গবন্ধুর মহিউদ্দিন মুন্সিগঞ্জের সম্পদ
সারাদেশে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাব ও মুন্সীগঞ্জ রিপোটার্স ইউনিটের মানববন্ধন
কাজি বিপ্লব হাসান : বরাবরের মতো এবারও মুন্সীগঞ্জে সাংবাদিকদের উপর হামলা এবং গাড়ি ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে। সাংবাদিকগণ কোনো মতেই রেহাই পাচ্ছে না। কারণ শুধু একটাই, সাংবাদিক হলো সমাজের দর্পণ। সে জন্যই সকল অপরাধিরাই সাংবাদিকের শত্রæ। সুদখোর, ঘুষখোর, দুর্নীতিকারী, সরকারী ও বিরোধী দল এমনকী প্রশাসনও সাংবাদিকের কেউই বন্ধু নয়। সৎ ও নিষ্ঠার সাথে সংবাদ পরিবেশনের জন্য ই সবার শত্রæ। সত্যের সাথে সাংবাদিকতা করা অনেক কঠিন হয়ে পড়েছে। এমন কী কিছু সাংবাদিক অপর সাংবাদিককে বন্ধু হিসেবে মেনে নিতে পারছে না। কিন্তু তাই বলে কী সাংবাদিকতা কী ছেড়ে দিবে? না ছেড়ে দিবে না। সত্যি কারের সাংবাদিকতা করেই যাবে। সাংবাদিকের উপর হামলা এইতো নতুন কিছু নয়। এখনও সাংবাদিকরা সত্যে তথ্য তুলে ধরে বলেই আজও সাংবাদিকদের অনেকেরই ভালো চোখে দেখে না। কিন্তু সাংবাদিকতা বা সংবাদকর্মী আছে বলেই সমাজের অনেক কিছুই তুলে ধরে।
এছাড়াও ডিজিটাল নিরাপত্তা আইন, জেল জরিমানা আইন করা হয় সাংবাদিকদের বিরুদ্ধে। তাই সাংবাদিগণ গত ২৬/০৯/২০২২ তারিখে সকাল ১১:৩০ মিনিটে মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের সামনে সবাই মিলে প্রতিবাদ ও মানববন্ধন করেন। এই মানববন্ধনে উপস্থিত থেকে আলোচনা করেন, মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি কাজী বিপ্লব হাসান, সাবেক সভাপতি শাসছুল হুদা হিটু, সোহাগ চোকদার, ফরহাদ হোসেন, শাহানাজ বেগম হিরা, নাসিমা সুলতানা রিতা। অনুষ্ঠানটি সঞ্চালন করেন- মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক তুষার আহম্মেদ, সালমান হাসান, লিটন মাহমুদ, আনিসুর রহমান রনি, মোহাম্মাম মাসুদ খান, ফয়সাল আহম্মেদ, ফরহাদ মোল্লা, শামীম হোসেন, ফরহাদ সরদার, সাকিব হাসান, রুপা বেগম, সাইদুল ইসলাম, রায়হান সরদার, সাজ্জাদ হোসাইন, কাজী আনসার, গাজী আসাদুজ্জামান বাবু, মিনহাজুল ইসলাম সহ আরো অনেকেই । গাড়ি ভাঙচুর, সংবাদ সংগ্রহে বাধা, মিথ্যা মামলার শাস্তি, জেল-জরিমানা ও ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের দাবিতে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটি ও মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের নৌভ্রমন মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাব ও মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মুন্সীগঞ্জের ঐতিহাসিক স্থান আড়িয়ল বিলে নৌ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ আনন্দ ভ্রমন অনুষ্ঠিত হয়। মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী আড়িয়াল বিলে সংগঠন দুইটির প্রায় ৩০ জন
সাংবাদিক অংশগ্রহণ করেন। ভ্রমনের সময় মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাব ও মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলাটি অনুষ্ঠিত হয়। এ সময় খেলায় মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাব ২-১ গোলে বিজয়ী হয়। খেলা শেষে সাংস্কৃতিক
অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সংগীতানুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী শাহনুর ও বাউল ইউনুছ। আনন্দ ভ্রমনটির ব্যবস্থাপনা করেন মুন্সিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি নাজমুল হাসান মিলন, অনলাইন প্রেসক্লাবের সভাপতি কাজী বিপ্লব হাসান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। সার্বিক সহযোগিতা করেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি হোসনে হাসানুল কবীর, রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মোঃ রুবেল ও অন্যান্য সদস্যরা।
আপন সুইটস্ এন্ড বেকারী ২য় শো-রোম এর প্রথম ক্রেতা মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি কাজী বিপ্লব হাসান, সাবেক সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির , বর্তমান ভারপ্রাপ্ত সহ-সভাপতি নাজমুল হাসান মিলন ও তার ছেলে, এবং আওলাদ হোসেন ভাই ।
কাজী বিপ্লব হাসান: মুন্সীগঞ্জ আপন সুইটস্ এন্ড বেকারী ২য় শো-রোম এর শুভ উদ্বোধন হয়েছে। গত সোমবার ১২ ই সেপ্টেম্বর ২০২২ সকাল ১১ টায় মিলাদ মাহফিল ও মুনাজাত এর মাধ্যমে আপন সুইটস্ এন্ড বেকারী এর শুভ উদ্বোধন করা হয়। এই সুইটস্ এন্ড বেকারী এর মালিক বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হাসান মিলন বলেন, আমার এই দোকানে উন্নতমানের সব ধরনের মিষ্টি, দই, কেক ও বিস্কুট পাওয়া যাবে। নিজের বেকারিতে তৈরি করে নিজের দোকানেই তিনি এসব খাবার বিক্রি করবেন। মুন্সিগঞ্জ তথা বিক্রমপুরের মিষ্টি ও দই এক সময় সারা দেশে প্রসিদ্ধ ছিল। ঠিক সে ধরনের মিষ্টি ও দই পাওয়া যাবে আপন সুইটস্ এন্ড বেকারীর ২টি শো-রোমে । তিনি আরো বলেন, তার দোকানে উন্নত মানের মিষ্টি, দই, ছানা, রসমালাই, ক্ষির চপ, মালাই চপ ও রাজভোগ পাওয়া যাবে। এছাড়া অর্ডারকৃত উন্নতমানের কেক ও বিস্কুট পাওয়া যাবে তার ২টি শো-রোমে । মুন্সীগঞ্জের এম ভি কে সেন্টার, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সড়ক, খালইস্ট, মুন্সিগঞ্জে স্থাপিত হয়েছে আপন সুইটস্ এন্ড বেকারী ২য় শো-রোম । আপন সুইস্ট এর প্রতিষ্ঠাতা নাজমুল হাসান মিলন এর আরো ব্যবসা প্রতিষ্ঠান আছে সেগুলো ভাড়া চলছে। এই প্রসঙ্গে তিনি বলেন, এই ব্যবসা প্রতিষ্ঠান শুধু আমার একা উপকার হচ্ছে না শতাধিক লোকের উপকার হচ্ছে। তারা একটি করে দোকান ভাড়া নিয়ে তা দিয়ে ব্যবসা চালাচ্ছে। এ দিয়ে তাদের সংসার চলছে।
ফাইভ স্টার গ্রুপের একটি প্রতিষ্ঠান আপন সুইটস্ এন্ড বেকারী ২য় শো-রোম এর উদ্বোধন কালে সেখানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ এর দোকান কমিটির বিশিষ্ট ব্যবসায়িগন। এছাড়া সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, কাজী বিপ্লব হাসান, জাহাঙ্গীর আলম,ফরহাদ মিয়া, লিটন মাহমুদ ,আনিছুর রহমান রনিং, সহ অনান্য সাংবাদিকবৃন্দ।
Click here to claim your Sponsored Listing.
Munsiganj Voice Online Newspaper
The one of reported service, Its basically catch the peoples MunshiganjVoice.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Address
22, Stadium Market, College Road, Munshiganj Sadar
Munshiganj
1500
Munshiganj
For those who are studying textiles and want to do self-study on this subject, the ideal website is
Malkhanagar Kusumpur
Munshiganj, ICHHAPURA1542
হ্যালো বিক্রমপুর জনগণের কথা বলে