Muhammad Forhad Qaderi

Muhammad Forhad Qaderi

❝Prophet love is a prerequisite for faith❞ Even if the whole world is against us Can't support oppres

25/06/2024

১৮ ই জিলহজ্ব রোযা নিয়ে বিভ্রান্তির নিরসন

আল্লামা মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রযভী

25/06/2024
25/06/2024

হ্যাঁ মুর্শিদ তোমার দেখানো পথে, হেঁটে • আমি কখনো ক্লান্ত হইনি

মাওলানা রুমি (রঃ)

25/06/2024

তৈয়্যব শাহ হুজুর কিবলা (রহঃ) এর জীবনি আলোচনা

24/06/2024

ইয়া রাসুলুল্লাহ ﷺ

23/06/2024

ঈদে গাদিরে খুম’ ধর্মচ্যুত শিয়াসম্প্রদায়ের মনগড়া আচার অনুষ্ঠান।
[শিয়া পরিচিতি, পৃষ্ঠা : ৪০]

22/06/2024

নামাজের গুরুত্ব।
যুদ্ধের ময়দানেও নামাজ পড়তে হয়!
🎙 হাফেজ মাওলানা মুহাম্মদ আনিসুজ্জামান আল কাদেরী

22/06/2024

হজ্ব শেষে মাদিনা শরীফ যাওয়ার পথে বাস কন্ট্রাক্টর হাজীগণের উদ্দেশ্যে ইশকে মুস্তাফা ﷺ জাহির করছেন। فداك أبي وأمي يا رسول الله ﷺ

21/06/2024

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল ﷺ বলেন, ‘যে ব্যক্তি সকাল-সন্ধ্যা এই দোয়া তিনবার পড়বে, আল্লাহ তাআলা তাকে সমস্ত প্রাণী, বিশেষ করে সাপ, বিচ্ছু প্রভৃতি বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন।’ (তিরমিজি, হাদিস : ৩৬০৪)
দোয়াটি হলো (আরবি) :

أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ شَرِّ مَا خَلَقَ

উচ্চারণ : আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক।

অর্থ : আমি আল্লাহর পরিপূর্ণ কলেমার দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাইছি।

Photos from Muhammad Forhad Qaderi's post 21/06/2024

#দেওবন্দীদের দৃষ্টিতে #ওহাবীদের পরিচয়৷
***************************************
1• দেওবন্দের মান্যবর, মাও খলীল আহমদ সাহারানপুরী তার লিখিত "আকাঈদে উলামায়ে দেওবন্দ" (المهند علي المفند) নামক কিতাবের 12 নং প্রশ্ন-উত্তরে বলেন-
وقال الشامي في حاشيته: كما وقع في زماننا اتباع عبد الوهاب اللذين خرجوا من نجد وتغلبوا علي الحرمين. وكانوا ينتحلون مذهب الحنابلة لكنهم اعتقدوا انهم هم المسلمون وان من خالف اعتقادهم مشركون. واستباحوا بذالك قتل اهل السنة وقتل علمائهم حتي كسر الله تعالي شوكتهم.
অর্থঃ আল্লামা আবেদীন শামী বলেন: যেমন আমাদের সময়ে "আব্দুল ওহাব নজদীর অনুসারীদের ঘটনা সংঘটিত হয়েছে৷ তারা #নজদ থেকে বের হয়ে পবিত্র হারামাঈন তথা মক্কা ও মদীনা শরীফের উপর আধিপত্য বিস্তার করেছে৷ তারা নিজেদের হাম্বলী মাজহাবের অনুসারী বলে দাবী করছে কিন্তু তাদের আকীদা বা বিশ্বাস হলো- "তারাই একমাত্র মুসলমান, আর যারা তাদের আকীদার বিপরীত তারা সবাই মুশরিক৷" এজন্যই তারা "আহলে সুন্নাত ওয়াল জামাত" এবং তাদের উলামায়ে কেরামদেরকে হত্যা করা বৈধ মনে করতো৷
অবশেষে আল্লাহ তায়ালা তাদের শক্তিকে চূর্ণ করে দেন৷

2• ছদরে দেওবন্দ, মাও হোসাইন আহমদ মাদানী
সাহেব "আশশিহাবুচ্ছাক্বিব" (الشهاب الثاقب) নামক পুস্তকের 50 পৃষ্টায় লিখেন-
ﺻﺎﺣﺒﻮ ! ﻣﺤﻤﺪ ﺑﻦ ﻋﺒﺪﺍﻟﻮﮬﺎﺏ ﺗﯿﺮﻭﯾﮟ ﺻﺪﯼ ﻣﯿﮟ ﻧﺠﺪ ﻋﺮﺏ ﺳﮯ ﻇﺎﮨﺮ
ﮨﻮﺍ ﺍﻭﺭ ﭼﻮﻧﮑﮧ ﮦ ﺧﯿﺎﻻﺕ ﺑﺎﻃﻠﮧ ﺍﻭﺭ ﻋﻘﺎﺋﺪِ ﻓﺎﺩﮦ ﺭﮐﮭﺘﺎ ﺗﮭﺎ — ﺍﺱ ﻟﯿﺌﮯ
ﺍﺱ ﻧﮯ ﺍﮨﻞ ﺳﻨﺖ ﻭ ﺍﻟﺠﻤﺎﻋﺖ ﺳﮯ ﻗﺘﻞ ﻭ ﻗﺘﺎﻝ ﮐﯿﺎ۔ ﺍﻭﺭ ﺍﻧﮑﻮ ﺑﺎﻟﺠﺒﺮ
ﺍﭘﻨﮯ ﺧﯿﺎﻻﺕ ﮐﯽ ﺗﮑﻠﯿﻒ ﺩﯾﺘﺎ ﺭﮬﺎ ۔۔ﺍﻥ ﮐﮯ ﺍﻣﻮﺍﻝ ﮐﻮ ﻏﻨﯿﻤﺖ ﮐﺎ ﻣﺎﻝ
ﺍﻭﺭ ﺣﻼﻝ ﺳﻤﺠﮭﺎ ﮔﯿﺎ— ﺍﻥ ‏(ﺍﮬﻞ ﺳﺒﺖ ‏) ﮐﮯ ﻗﺘﻞ ﮐﻮ ﺑﺎﻋﺖ ﺛﻮﺍﺏ ﻭ
ﺭﺣﻤﺖ ﺷﻤﺎﺭ ﮐﺮﺗﺎ ﺭﮬﺎ— ﺍﮬﻞ ﺣﺮﻣﯿﻦ ﮐﻮ ﺧﻀﻮﺻﺎ ﺍﻭﺭ ﺍﮬﻞ ﺣﺠﺎﺯ ﮐﻮ
ﻋﻤﻮﺍﻝ ﺍﺱ ﻧﮯ ﺗﮑﻠﯿﻒ ﺷﺎﻗﮧ ﭘﮩﻨﭽﺎ ﺋﯿﮟ— ﺳﻠﻒ ﺻﺎﻟﺤﯿﻦ ﺍﻭﺭ ﺍﺗﺒﺎّﻉ ﮐﯽ
ﺷﺎﻥ ﻣﯿﮟ ﻧﮩﯿﺎﺕ ﮔﺴﺘﺎﺧﯽ ﺍﻭﺭ ﺑﮯ ﺍﺩﺑﯽ ﮐﮯ ﺍﻟﻔﺎﻅ ﺍﺳﺘﻤﻌﻤﺎﻝ ﮐﺌﮯ—
ﺑﮩﺖ ﺳﮯ ﻟﻮﮔﻮﮞ ﮐﻮ ﺑﻮﺟﮧ ﺍﺳﮑﮯ ﺗﮑﺎﻟﯿﻒ ﺷﺪﯾﺪﮦ ﮐﮯ ﻣﺪﯾﻨﮧ ﻣﻨﻮﺭﮦ ﺍﻭﺭ
ﻣﮑﮧ ﻣﻌﻈﻤﮧ ﭼﮭﻮﮌﻧﺎ ﭘﮍﺍ— ﺍﻭﺭ ﮨﺰﺍﺭﻭﮞ ﺍﺩﻣﯽ ﺍﺱ ﮐﮯ ﺍﻭﺭ ﺍﺳﮑﮯ ﻓﻮﺝ
ﮐﮯ ﮬﺎﺗﮭﻮﮞ ﺷﮭﯿﺪ ﮨﻮﮔﺌﮯ— ﺍﻟﺤﺎﺻﻞ ﻭﮦ ﺍﯾﮏ ﻇﺎﻟﻢ ﻭ ﺑﺎﻏﯽ ﻭ ﺧﻮﻧﺨﻮﺍﺭ
ﻓﺎﺳﻖ ﺷﺨﺺ ﺗﮭﺎ۔ ﺍﺳﯽ ﻭﺟﮧ ﺳﮯ ﺍﮬﻞ ﻋﺮﺏ ﮐﻮ ﺧﺼﻮﺻﺎ ﺍﺱ ﺳﮯ ﺍﻭﺭ
ﺍﺳﮑﮯ ﺍﺗﺒﺎﻉ ﺳﮯ ﺩﻟﯽ ﺑﻌﺾ ﺗﮭﺎ ﺍﻭﺭ ﮬﮯ ﺍﻭﺭ ﺍﺱ ﻗﺪﺭ ﮬﮯ ﮐﮧ ﺗﻨﺎ ﻗﻮﻡ
ﯾﮩﻮﺩ ﺳﮯ ﮬﮯ ﻧﮧ ﻧﺼﺎﺭﯼ ﺳﮯ ﻧﮧ ﻣﺠﻮﺱ ﻧﮧ ﮬﻨﻮﺩ ﺳﮯ— ﻋﺰ ﺿﯿﮑﮧ
ﻭﺟﻮﮬﺎﺕ ﻣﺬﮐﻮﺭﺓ ﺍﻟﺼﺪﺭ ﮐﯿﻮ ﺟﮧ ﺳﮯ ﺍﻧﮑﻮ ﺍﺳﮑﮯ ﻃﺎﺋﻔﮧ ﺳﮯ ﺍﻋﻠﯽ
ﺩﺭﺟﮧ ﮐﯽ ﻋﺪﺍﻭﺕ ﮨﮯ — ﺍﻭﺭ ﺑﮯﺷﮏ ﺟﺐ ﺍﺳﻨﮯ ﺍﯾﺴﯽ ﺍﯾﺴﯽ ﺗﮑﺎﻟﯿﻒ
ﺩﯼ ﮨﯿﮟ ﺗﻮ ﺿﺮﻭﺭ ﮨﻮﻧﺎ ﺑﮭﯽ ﭼﺎﮬﺌﮯ … … ‏
(ﺍﻟﺸﮩﺎﺏ ﺍﻟﺜﺎﻗﺐ ﺹ ٥٠ )
অর্থঃ ভাইয়েরা! "মুহাম্মদ বিন আবদুল ওহাব নজদী হিজরী তেরশত শতাব্দীর প্রারম্ভে আরবের নজদ
থেকে আবির্ভূত হয় ৷ যেহেতু বাতিল ধ্যান - ধারণা
এবং গলদ আক্বিদা পোষণ করতো, তাই "আহলে
সুন্নাত ওয়ালা জামাত" এর বিরুদ্ধে যুদ্ধ - বিগ্রহে লিপ্ত
হয় ৷ জোর পূর্বক তার ভ্রান্ত ধারণাগুলো তাদের
মানতে বাধ্য করে ৷ সুন্নি সহায় - সম্পদকে
গণিমতের মাল ঘোষণা করে দখল করে নেয় ৷
"সুন্নিদের" হত্যা করাকে সওয়াব এবং রহমত লাভের
মাধ্যম মনে করতো ৷ সর্বসাধারণ হেজাযবাসী
বিশেষ করে হারমাইন শরীফানের বাসিন্দাদের
মারাত্মক কষ্ট দিয়েছে ৷ সালফে সালেহীন এবং
তাঁদের অনুসারীদের ব্যাপারে যারপরনাই ধৃষ্ঠতা ও
বেয়াদবীপূর্ণ উক্তি করেছে ৷ অনেকেই তার
অত্যাচারে অতিষ্ঠ হয়ে হারমাইন শরীফাইন ত্যাগ
করতে বাধ্য হয়েছে ৷ হাজার হাজার "সুন্নি মুসলমান"
তার ও তার বাহিনীর হাতে শাহাদত বরণ করেছে ৷
মোদ্দাকথা, সে একজন জালিম (অত্যাচারী) বাগী
(সত্যচ্যুত) রক্তপিপাসু ও বাতিল আক্বিদা সম্পন্ন
ফাসেক ব্যক্তি ছিল ৷ সে কারণে আরবের
লোকেরা তার এবং তার অনুসারীদের প্রতি
আন্তরিক ঘৃণা পোষণ করতো এখনো করে ৷
যেমনটি তারা ইহুদী - খ্রীষ্টান, অগ্নিপূজারী,
মুর্তিপূজারিদেরও করতো না ৷ এটা নিঃসন্দেহে তার
বর্ণিত অত্যাচারীদের কারণে প্রয়োজন ছিল ৷

3• দেওবন্দ মাদরাসার শায়খুল হাদিস, মাও আনোয়ার শাহ কাশ্মিরী তাঁর লিখিত "ফয়জুল বারী ফি শরহে বুখারী " গ্রন্থের ভূমিকায় লিখেন ৷
ﺍﻣﺎ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﻋﺒﺪ ﺍﻟﻮﻫﺎﺏ ﺍﻟﻨﺠﺪﻯ ﻓﺎﻧﻪ ﻛﺎﻥ ﺭﺟﻼ ﺑﻠﻴﺪﺍ ﻗﻠﻴﻞ ﺍﻟﻌﻠﻢ ﻓﻜﺎﻥ ﻳﺴﺎﺭﻉ ﺍﻟﻰ ﺍﻟﺤﻢ ﺑﺎﻟﻜﻔﺮ .
" মুহাম্মদ বিন আবদুল ওহাব নজদী একজন স্বল্প
জ্ঞানী ও বলদ(নির্বোধ) ব্যক্তি ছিল ৷ যদ্দরুন নির্বিঘ্নে কুফরী ফতওয়া দিত "৷

চয়ন পোস্ট

Photos from Muhammad Forhad Qaderi's post 21/06/2024

কওমীরা কেন সমকামী তথা বলাৎকার জানেন ?
************************************

’’ایک بار ارشاد فرمایا میں نے ایک بار خواب دیکھا تھا کہ مولوی محمد قاسم صاحب عروس(دلھن) کی صورت میں ہیں اور میرا اُن سے نکاح ہوا ہے سو جسطرح زن و شوہر میں ایک کو دوسرے سے فائدہ پہونچتا ہے اِسی طرح مجھے اُن سے اور اُنہیں مجھ سے فائدہ پہونچا ہے اُنہوں نے



আশেক ইলাহ মিরাঠি রচিত “তাজকিরাতুর রশীদ” নামক গ্রন্থে বর্ণনা করেন-
“মৌং রশীদ আহমদ গাঙ্গুহী একদা বলেন, আমি একবার স্বপ্নে দেখেছিলাম যে, মৌং কাসেম (নানুতুবী) কনে রূপে সজ্জিত। তার সাথে আমার নিকাহ (বিবাহ) হয়েছে। অতএব স্বামী-স্ত্রী যেমন একে অন্যকে ফায়দা দেয় (ফায়দা টা কি বুঝে নেন), আমরাও পরস্পর ফায়দা পাচ্ছিলাম।
(তাজকিরাতুর রশীদ, ২য় খন্ড, ২৮৭ পৃষ্ঠা)

এই হলো কওমীদের সমকামী গল্প ৷

21/06/2024

ওহাবি আক্বীদা। জিয়ারতে মদিনা । রাসুল ﷺ কে কিভাবে কষ্ট দেওয়া হয় ? (পর্ব ৮) | সূরা আল-আহযাব আয়াত ৫৭ এর তাফসীর

18/06/2024

আরশে মুয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভুমি হও, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদীনা।

18/06/2024

আলহামদুলিল্লাহ্ চট্টগ্রাম গাউসিয়া কমিটি বাংলাদেশ ১ লক্ষ চামড়া কালেকশন করছে

16/06/2024

ফেসবুক ষায়খ আহমাদুল্লাহ বলেছেন অন্ডকোষ খাওয়া জায়েজ! 😀
+++++++++++++++++++++++++++++++

এই লোকটার কি হলো বুঝলামনা। ইদানিং এমন উদ্ভট কথা কেনো বলতেছেন আল্লাহ তায়ালাই জানেন।

অথচ হালাল প্রাণীর অণ্ডকোষ খাওয়া মাকরুহে তাহরিমি। (আহসানুল ফাতাওয়া ৭/ ৪০৭)

আল্লাহ তায়ালা বলেন,
وَ یُحَرِّمُ عَلَیۡهِمُ الۡخَبٰٓئِثَ
অর্থ:- আর অপবিত্র বস্তু হারাম করে। (সূরা আরাফ-১৫৭)

মুজাহিদ রহ. থেকে বর্ণিত,

كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يَكْرَهُ مِنَ الشَّاةِ سَبْعًا : الدَّمَ ، وَالْمَرَارَ ، وَالذَّكَرَ ، وَالأُنْثَيَيْنِ ، وَالْحَيَا ، وَالْغُدَّةَ ، وَالْمَثَانَةَ

রাসূলুল্লাহ ﷺ বকরির রক্ত, পিত্ত, পুরুষ লিঙ্গ, অন্ডকোষ, স্ত্রী লিঙ্গ, চামড়ার নিচের টিউমারের মতো উঁচু গোশত, মুত্রথলি ঘৃণা করতেন। (আসসুনানুল কুবরা ১৮১৩০)

ফাতওয়ায়ে হিন্দিয়া ও রুদ্দুল মুহতারে এসেছে,
হালাল পশুর ৭টি অঙ্গ হারাম। যথা-

১- প্রবাহিত রক্ত।

২- নর প্রাণীর পুং লিঙ্গ।

৩- অন্ডকোষ।

৪- মাদী প্রাণীর স্ত্রী লিঙ্গ।

৫- মাংসগ্রন্থি।

৬- মুত্রথলি।

৭- পিত্ত।

এছাড়া বাকি সবই খাওয়া জায়েজ।

وَأَمَّا بَيَانُ مَا يَحْرُمُ أَكْلُهُ مِنْ أَجْزَاءِ الْحَيَوَانِ الْمَأْكُولِ فَاَلَّذِي يَحْرُمُ أَكْلُهُ مِنْهُ سَبْعَةٌ: الدَّمُ الْمَسْفُوحُ، وَالذَّكَرُ، وَالْأُنْثَيَانِ، وَالْقُبُلُ، وَالْغُدَّةُ، وَالْمَثَانَةُ، وَالْمَرَارَةُ لِقَوْلِهِ عَزَّ شَأْنُهُ {وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِثَ} [الأعراف: 157] وَهَذِهِ الْأَشْيَاءُ السَّبْعَةُ مِمَّا تَسْتَخْبِثُهُ الطِّبَاعُ السَّلِيمَةُ فَكَانَتْ مُحَرَّمَةً. (بدائع الصنائع، كتاب التضحية، باب صفة التضحية، فَصْلٌ فِي بَيَانُ مَا يَحْرُمُ أَكْلُهُ مِنْ أَجْزَاءِ الْحَيَوَانِ الْمَأْكُولِ-5/61، وكذا فى الفتاوى الهندية-5/290، وفى رد المحتار، كتاب الأضحية

الغُدَّةُ والغُددَةُ: كُلُّ عُقْدَةٍ فِي جَسَدِ الإِنسان أَطاف بِهَا شَحْم. والغُدَدُ: الَّتِي فِي اللَّحْمِ، (لسان العرب، فصل الغين المعجمة

সুতরাং রগজাতীয় যাবতীয় বস্তুই খাওয়া বিরত থাকতে হবে।

©والله أعلم بالصواب

15/06/2024

হজ্জ ও উমরা পালনকারীকে আল্লাহ তা‘আলা কি প্রতিদান দেবেন?

14/06/2024

কুর বা নির অংশীদার সম্পর্কিত বিভ্রান্তির জবাব।

13/06/2024

১। প্রশ্ন :কার উপর কুরবানী ওয়াজিব?
**************************************
مكلف بالشرع
সুস্থমস্তিষ্ক সম্পন্ন প্রাপ্ত বয়স্ক প্রত্যেক মুসলিম নর-নারী, যে ১০ যিলহজ্ব ফজর থেকে ১২ যিলহজ্ব সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজন অতিরিক নেসাব পরিমা সম্পদের মালিক হবে তার উপর কুরবানী ওয়াজিব। টাকা-পয়সা, সোনা - রূপার অলঙ্কার, বসবাস ও খোরাকির প্রয়োজনে আসে না এমন জমি, প্রয়োজন অতিরিক্ত বাড়ি অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কুরবানীর নেসাবের ক্ষেত্রে হিসাব করতে হবে।

আর নিসাব হল স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত (৭.৫) ভরি, রূপার ক্ষেত্রে সাড়ে বায়ান্ন (৫২.৫) ভরি, টাকা-পয়সা ও অন্যান্য বস্ত্তর ক্ষেত্রে নিসাব হল এর মূল্য সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্যের সমপরিমাণ হওয়া। আর সোনা বা রূপা কিংবা টাকা-পয়সা এগুলোর কোনো একটি যদি পৃথকভাবে নেসাব পরিমাণ না থাকে কিন্তু প্রয়োজন অতিরিক্ত একাধিক বস্ত্ত মিলে সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্যের সমপরিমাণ হয়ে যায় , তাহলেও তার উপর কুরবানী করা ওয়াজিব।-المحيط البرهانى ৮/৪৫৫; تاتارخانبة ১৭/৪০৫

13/06/2024

—এই হাদীসটি আকাশ পরিমাণ স্বস্তি দেয়, "যাকে দোয়া করার তৌফিক দেওয়া হয়েছে, কবুল হওয়ার নেয়ামত থেকে তাকে বঞ্চিত করা হয় না!"😊🤍

-(শুআবুল ঈমান হাদিস:৪৫২৮)

13/06/2024

যদি কোনো মুমিন বান্দাকে খুশি করেন।

-শায়খ আজমল রেজ্বা কাদ্বেরী

12/06/2024

রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাক্কী জীবন | আলোচনায়- মাওলানা বাহাউদ্দীন নক্সবন্দী

11/06/2024

যে ধরনের পশু দিয়ে কুর বা নি হবে না। পশু কেনার আগেই জেনে নিন।

11/06/2024

না'তে মোস্তফা ﷺ

10/06/2024

কোটি টাকার পশু কিনলেও যাদের কু*রবানী কবুল হবে না।

10/06/2024

জিলহজ্জ মাসের প্রথম ১০ দিনের আমল ও গুরুত্ব | মুফতি আবুল হাসান ওমাইর রজভী | তাকওয়া টিভি

Want your public figure to be the top-listed Public Figure in Muradpur?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

১৮ ই জিলহজ্ব রোযা নিয়ে বিভ্রান্তির নিরসনআল্লামা মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রযভী
তৈয়্যব শাহ হুজুর কিবলা (রহঃ) এর জীবনি আলোচনা
ইয়া রাসুলুল্লাহ ﷺ
নামাজের গুরুত্ব।যুদ্ধের ময়দানেও নামাজ পড়তে হয়!🎙 হাফেজ মাওলানা মুহাম্মদ আনিসুজ্জামান আল কাদেরী
হজ্ব শেষে মাদিনা শরীফ যাওয়ার পথে বাস কন্ট্রাক্টর হাজীগণের উদ্দেশ্যে ইশকে মুস্তাফা ﷺ জাহির করছেন। فداك أبي وأمي يا رسول ا...
ওহাবি আক্বীদা। জিয়ারতে মদিনা । রাসুল ﷺ  কে কিভাবে কষ্ট দেওয়া হয় ? (পর্ব ৮) | সূরা আল-আহযাব আয়াত ৫৭ এর তাফসীর
ফেসবুক ষায়খ আহমাদুল্লাহ বলেছেন অন্ডকোষ খাওয়া জায়েজ! 😀+++++++++++++++++++++++++++++++এই লোকটার কি হলো বুঝলামনা। ইদানিং এম...

Category

Telephone

Website

Address

Muradpur

Other Public Figures in Muradpur (show all)
Salamat Reza Qudery Salamat Reza Qudery
Sholoshar(ষোলশহর)জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলীয়া সংলগ্ন।
Muradpur

সত্যের বাণী সর্বত্র ছড়িয়ে দিতে সহযোগিতা চাই।

MOHAMMAD RABIUL HOSSEN SHAHROUF MOHAMMAD RABIUL HOSSEN SHAHROUF
Muradpur, Chittagong
Muradpur, 4317

I'm Mohammad Rabiul Hossen Shahrouf. Telecom/Network System And Security Engineer. Security Research

Hafiz Nezam Qadri azizi Hafiz Nezam Qadri azizi
Muradpur

Islamic Content Creator

Mohammad Abdul Malek Chowdhury Mohammad Abdul Malek Chowdhury
Muradpur

My goal is to establish Peace and order in society by propagating the peaceful rules of Islam.

Md Sayeed Hossain Md Sayeed Hossain
Muradpur Chittagong
Muradpur

YouTube - Md sayeed Hossain. Instagram - Md Sayeed Hossain Subscribe my Chenla....

Meem's collection Meem's collection
Muradpur

design & products , skincare products /personal information

Mɽ Pèŗfècţ Mɽ Pèŗfècţ
Muradpur

নতুন নতুন আপডেট পেতে আমার এই পেজটি ফল?

MezbaH SakiB MezbaH SakiB
Muradpur

》SO GratefuL To Be SharinG My World witH YoU

Naate Mustafa-"ﷺ" Naate Mustafa-"ﷺ"
Muradpur

�السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته� Let's do something excellent. ��

Habib Rasel Habib Rasel
Muradpur, 4200

চির স্থির হয়ে যাবার আগে, ভালো কিছু করে যেতে হবে, যাতে বিস্ময় জাগে!!� want to show my creativity.�