Finge IT.Com

The World needs skilled designers and I am expert graphic designer. I am master of Adobe Photoshop a I am having 2 years experience in design industry.

I am a graphic designer and i am very confident on my design. Feel free to contact any time. I am available 24/16. My Skills :

#. Graphic Design
#. T-shirt Design
#. Book Artist
#. Stationary Design
#. Caricature and Cartoons
#. Video service
#. Corporate Identity
#. Banner Design
#. Logo Design
#. Photoshop
#. Illustrator
#. Illustration
#. Photo Editing
#. Covers & Packaging
#. Photoshop Desig

09/07/2022
07/06/2022

আসুন জেনে নেই কিভাবে page কে Messenger এর সাথে Add করবেন ???

☘️ ফেজবুক মেসেঞ্জারের মাধ্যমে এখন গ্রাহক সেবা দেওয়া খুব সহজ। নতুন এই ফিচারের মাধ্যমে মেসেঞ্জার থেকে পেজ এর বন্ধুদের সঙ্গে চ্যাটিংয়ের সুযোগ চালু হয়েছে। নতুন এই ফিচারে মেসেঞ্জার থেকে ফেজবুক পেজ এর বার্তা পাঠানোর নতুন একটি পথ খুলেছে যার পেজের বন্ধুদের সঙ্গে আলাপচারিতা অনেক বেশী সহজ হবে।
☘️ কি কি সুবিধা পাবেনঃ
✅ ফেজবুক পেজ ওপেন না করেই মেসেঞ্জার থেকে Message এর উত্তর দেওয়া যাবে।
✅ পেজে বার্তা আসার সাথে সাথে মেসেঞ্জার থেকে নটিফিকেশ পাওয়া যাবে।
✅ পেজের বন্ধুদের সঙ্গে দ্রুত চ্যাটিং এবং রিপ্লাই দেওয়ার সুবিধা পাওয়া যাবে।
☘️ কি ভাবে পেজ কানেক্ট করবেনঃ
মেসেঞ্জার থেকে এই সুবিধাটি পেতে আপনার মেসেঞ্জার সফটওয়্যারটি আপডেট করে নেন। মেসেঞ্জার এ্যাপটি ওপেন করলে উপরে বামপাশে প্রোফাইল ছবির উপরে ক্লিক করলেই Switch Account অপশনটি পেয়ে যাবেন। এবার Switch Account অপশনটিতে ক্লিক করলে আপনার পেজ এর নামটি চলে আসবে এখন মেসেঞ্জারের সাথে আপনার পেজটি কানেক্ট করে নেন।
📣 কি এখন ভাবছেন মেসেঞ্জার দিয়ে পেজ এর কানেক্ট করলে আমার ফেজবুক ফ্রেন্ডস দের সাথে চ্যাটিং করবো কিভাবে ❓❓❓ আবার মেসেঞ্জারে একটির বেশী একাউন্ট তো কানেক্ট করা যাবে না। কিন্ত এর সমাধান ও আছে।
☘️ কি ভাবে Dual App চালু করবেনঃ
Dual App চালু করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলফোনের সেটিং অপশনে। এর পর সেটিং অপশনের উপরে থাকা সার্চ বারে Dual App লিখে সার্চ করুন। Dual App অপশন চলে আসবে এবার Messanger অপশনটি অন করে দেন। এখন আপনি মোবাইলে দুইটি Messanger সফটওয়্যার পেয়ে যাবেন | ধন্যবাদ।।

Facebook – log in or sign up 20/04/2021

আপনার ফেসবুক অ্যাকাউন্টে কেউ নজর রাখছে কি-না বুঝবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০৩:৫০ পিএম, ১৯ এপ্রিল ২০২১



কারণে অকারণে কারো কারো ফেসবুক একাউন্টে কেউ কেউ নজর রাখেন। এবার জানতে পারবেন কে বা কারা আপনার ফেসবুক একাউন্টে নজর রাখছেন।

আপনার ফেসবুক অ্যাকাউন্টের কেউ পিছু নিয়েছে কি না, তা বোঝার জন্য বেশ কয়েকটি বিষয়ের উপর নজর রাখতে হবে। এর পাশাপাশি একটি সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হবে। প্রথমেই নিজেদের ডেস্কটপের ব্রাউজারে গিয়ে Facebook.com খুলতে হবে।

বিজ্ঞাপন

ফেসবুকের হোম পেইজ খুলে গেলে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে নিজের অ্যাকাউন্টে লগ-ইন করতে হবে। লগ-ইন করার পর হোম পেইজের যে কোনও জায়গায় রাইট ক্লিক করতে হবে। এবার ভিউ পেইজ সোর্স (View Page Source) অপশন দেখা যাবে। এই অপশনে ক্লিক করতে হবে। এক্ষেত্রে ফেসবুক হোম পেইজের জন্য একটি সোর্স কোড খুলে যায়।

এবার এই সোর্স কোড থেকে 'BUDDY_ID' সার্চ করে নিতে হবে। এখানেই পাওয়া যাবে BUDDY_ID ট্যাগ। এক্ষেত্রে ব্যবহারকারীরা একটি ১৫ সংখ্যার কোড দেখতে পাবেন। আর এই ১৫ সংখ্যার কোডই হল সেই সমস্ত বন্ধুর প্রোফাইল ID, যারা আপনার প্রোফাইল ভিজিট করেছে।

Facebook – log in or sign up Create an account or log in to Facebook. Connect with friends, family and other people you know. Share photos and videos, send messages and get updates.

06/09/2020

আপনার বিজনেস পেজটি কি প্রফেশনালি সাজানো?
প্রথমেই জানবো আপনার ফেইসবুক বিজনেস পেইজ কেন প্রফেশনাল হওয়া প্রয়োজন?
বর্তমানে এফ কমার্স ভিত্তিক বিজনেসে একই প্রোডাক্ট নিয়ে বিজনেস করছে এমন শত শত ফেইসবুক পেইজ ক্রেতারা পাচ্ছে। তাহলে খুব স্বাভাবিকভাবেই প্রোডাক্ট কেনার ক্ষেত্রে তারা সেই পেইজ থেকেই কিনবে যেটা দেখে প্রফেশনাল মনে হয় এবং যে পেইজের সবকিছু সাজানো গোছানো। আর এছাড়া অনলাইনেতো প্রতারণা হরহামেশাই হচ্ছে সেই জায়গায় থেকে প্রফেশনালি এবং সুন্দরভাবে সাজানো পেইজ ছাড়া ক্রেতারা আস্থা রাখতে পারেনা।
আর যেকোনো খাতেরই নিয়ম হলো প্রতিযোগী যত বাড়বে আপনাকে টিকে থাকতে তত বেশি যোগ্যতার প্রমাণ দিতে হবে, ফেইসবুক বিজনেসের ক্ষেত্রে তাই ঘটছে। একটা তথ্য তুলে ধরলে খুব সহজে আপনারা বুঝতে পারবেন এই সেক্টরে প্রতিযোগীতা কতটা বেড়েছে। ২০১৭ সালে একটা গবেষণা সংস্থার জরিপে উঠে এসেছিলো বাংলাদেশে ফেইসবুক ভিত্তিক বিজনেসের সংখ্যা ৮ – ১০ হাজারের মতো। আবার একই গবেষণাকারী প্রতিষ্ঠান ২০১৯ এর শেষের দিকে আরেকটি জরিপ পরিচালনা করে এবং তার ফলাফল অনুসারে বর্তমানে বাংলাদেশে ফেইসবুক ভিত্তিক বিজনেসের সংখ্যা ছোট-বড় মিলিয়ে ৩ লক্ষ্যের মতো। এবং এই জরিপে আরো কিছু তথ্য উঠে আসে তা হলো এই ফেইসবুক ভিত্তিক বিজনেসগুলোর ক্ষেত্রে একটা কমন ব্যাপার হলো নতুন করে শুরু করা বিজনেসগুলোর মধ্যে শতকরা ৮০- ৯০ ভাগ বিজনেসই শুরুর এক বছরের মধ্যেই ঝরে পড়ে শুধুমাত্র বেশ কিছু কৌশলগত বিষয় অবলম্বন না করা এবং প্রফেশনালিজমের অভাবে।
তাই এই সেক্টরে আমাদের টিকে থাকতে হলে নিজের বিজনেসের লয়াল্টি এবং প্রফেশনালিজম এর স্বাক্ষর রাখা খুবই জরুরী । আর এক্ষেত্রে আপনার বিজনেস যেহেতু গড়ে উঠবে ফেসবুক পেজকে কেন্দ্র করে তাই প্রথমে ফেসবুক পেজের প্রফেশনাল লুক খুবই গুরুত্বপূর্ণ।
এখন প্রশ্ন হলো একটা ফেইসবুক বিজনেস পেইজ প্রফেশনাল হতে হলে তা কেমন হওয়া উচিত?
আসলে একটা ফেইসবুক বিজনেস পেইজকে প্রফেশনাল লুক দিতে বেশ কিছু বিষয়ের প্রতি নজর দিতেই হবে তাই সে বিষয়গুলো নিয়েই নিচে আলোচনা করা হবে
পেইজ নেইম / ব্র্যান্ড নেইমঃ
বিজনেস অনলাইন ভিত্তিক হোক আর অফলাইন ভিত্তিক হোক নাম খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর ফেইসবুক ভিত্তিক বিজনেসের ক্ষেত্রে শ্রুতিমধুর, সহজ বানান এবং সহজে মনে রাখা যায় তবে কিছুটা আনকমন এই ধরণের একটা নাম নির্বাচন করা উচিত। সহজ বানান এবং সহজে মনে রাখা যায় এই ধরণের নাম এই জন্য নির্বাচন করা উচিত যেনো ক্রেতারা সার্চ করে সহজে আপনার বিজনেস পেইজটি খুঁজে পায়।
প্রফেশনাল লোগোঃ
লোগো এমন একটা চিহ্ন যেটা সবজায়গায় আপনার বিজনেসকে রিপ্রেজেন্ট করে তাই লোগোটা হওয়া উচিত প্রফেশনাল। এবং আপনার বিজনেস পেইজের প্রোফাইল ফটোতে আপনার বিজনেসের লোগো দিয়ে রাখুন। অনেকের বিজনেস পেইজেই দেখেছি প্রোফাইলে লোগো দেয়া নেই আবার অনেকের দেয়া রয়েছে কিন্তু সেটা কোনোভাবেই একটা প্রফেশনাল লোগো না। এমনও দেখা যায় অনেকে মোবাইল ফোন দিয়ে কোনোভাবে একটি লোগো নিজে তৈরি করে পেইজে দিয়ে রেখেছেন যেটা মোটেও প্রফেশনাল না এবং ক্রেতারা এই ধরণের বিজনেস পেইজের উপর তেমন একটা আস্থা রাখতে পারেনা। তাই এটা নিশ্চিত করবেন যে আপনার পেইজ প্রোফাইলে যেনো প্রফেশনালি ডিজাইন করা লোগো দেয়া থাকে এক্ষেত্রে প্রয়োজনে দক্ষ এবং অভিজ্ঞদের সাহায্য নিন।
প্রফেশনাল কভার ফটো/ভিডিওঃ
পেইজে ঢোকার পর প্রথমে যেটা চোখে পড়ে সেটা হলো পেইজের কভার ফটো। রাস্তা দিয়ে হাঁটার সময় কোন বিলবোর্ড দেখলে আপনি যেমন দাড়িয়ে দেখেন এখানেও তেমন। একটা প্রফেশনাল বিজনেস পেইজের কভার ফটো হবে ক্লিয়ার এবং গ্রাফিক্যালি স্মুথ। এবং কভার ফটোতে আপনার প্রোডাক্ট বা সার্ভিসগুলো উল্লেখ থাকতে পারে বিভিন্ন অফার উল্লেখ থাকতে পারে। এবং এই কভার ফটো কিছুদিন পরপরই পরিবর্তন করা উচিত এছাড়াও কভারে ছবি না ব্যবহার করে এনিমেশন ভিডিও ও ব্যবহার করা যেতে পারে এবং এটা অনেক বেশি প্রফেশনাল। কিন্তু নতুন উদ্যোক্তাদের বেশিরভাগের ক্ষেত্রেই দেখা যায় বিজনেস পেইজের কভার ফটোতে ঝাপসা কোনো ছবি দেয়া অথবা ইন্টারনেট থেকে ডাউনলোড করা কোনো ছবি দেয়া। যেটা দেখে বেশিরভাগ ক্ষেত্রে ক্রেতারা আস্থা হারিয়ে ফেলে তাই সবসময় চেষ্টা করুন একটা প্রফেশনাল কভার ফটো ডিজাইন করে তা ব্যবহার করতে এবং কিছুদিন পর পর সময়ের সাথে তাল মিলিয়ে তা পরিবর্তন করতে। নিজে না পারলে অভিজ্ঞ কারো সাহায্য এবং পরামর্শ নিন।
এবাউট সেকশন ফিলআপঃ
আপনার বিজনেস পেইজের এবাউট সেকশনে সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখুন আপনার বিজনেস নিয়ে। এছাড়াও এবাউট সেকশনে ঠিকানা, কন্টাক্ট নাম্বার এবং ই-মেইল অবশ্যই যুক্ত করুন, এছাড়াও অবশ্যই আপনার বিজনেসের নামের সাথে মিল রেখে একটা ইউজার নেইম যুক্ত করুন পেইজের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার পেইজের লিঙ্কটা কেমন হবে তা নির্ভর করে এই ইউজার নেইমের উপর। সতর্কতার সাথে এই এবাউট সেকশনটা কমপ্লিট করুন নিজে নিজে না পারলে অভিজ্ঞ কারো সাহায্য নিন।
টেমপ্লেট সিলেকশনঃ
ফেইসবুক পেইজে তথ্যগুলো উপস্থাপনের জন্য ফেইসবুকের বেশ কিছু টেমপ্লেট রয়েছে যেগুলো বিভিন্ন ধরণের অর্গানাইজেশনের জন্য প্রযোজ্য। কিন্তু আমরা যারা প্রোডাক্ট নিয়ে বিজনেস করছি তাদের উচিত শপ টেমপ্লেট সিলেক্ট করা এবং শপ টেমপ্লেট ইউজ করে আপনি খুব সহজে আপনার প্রোডাক্ট গুলো পেইজে প্রেজেন্ট করতে পারবেন। যে কেউ আপনার পেইজে প্রবেশ করেই আপনার প্রোডাক্ট গুলো মূল্য সহ দেখতে পাবে এবং ঐ প্রোডাক্টে ক্লিক করে চাইলে বিস্তারিত দেখতে পাবেন এছাড়া যারা সার্ভিস রিলেটেড বিজনেস করেন তারা ইউজ করতে পারেন সার্ভিস টেমপ্লেটটি, যা আপনার সেবা সমূহকে প্রথমেই সুন্দরভাবে ধারাবাহিকভাবে প্রেজেন্ট করবে।
স্মার্ট এমাউন্ট ফলোয়ারঃ
স্বাভাবিকভাবেই আমরা যখন কোনো পেইজে ঢুকি তখন প্রথমেই দেখি পেইজে কয়টা লাইক রয়েছে বা ফলোয়ার রয়েছে এবং যদি একটা ভালো পরিমাণ লাইক থাকে তাহলে সহজেই ক্রেতা আস্থা রাখতে পারে। কিন্তু লাইক খুবই কম থাকলে অনেক ক্ষেত্রেই ক্রেতা আস্থা হারিয়ে ফেলে। এটা আপনি পেইজ প্রমোট করে নিয়ে আসতে পারেন বা অরগানিকলি আনতে পারেন। নিজে না পারলে অভিজ্ঞ কারো সাহায্য নিয়ে হলেও করুন।
প্রফেশনাল কন্টেন্ট আপলোডঃ
পেইজে যেসব কন্টেন্ট আপলোড দিবেন সেটা সেল পোস্ট হোক আর নরমাল পোস্ট হোক তার টেক্সট গুলো এবং গ্রাফিক্যাল কন্টেন্ট যেনো প্রফেশনাল হয় সেদিকে নজর রাখবেন। ক্রেতা আপনার পেইজে এসে যদি আপনার কন্টেন্টগুলো নিতান্তই আনপ্রফেশনাল পায় তাহলে কিন্তু আস্থা হারিয়ে ফেলবে এবং আপনি ক্রেতা হারাতে থাকবেন।
পোস্টের ধারাবাহিকতা
ধরুন, এখন আগস্ট মাস চলছে আপনি কোনো একটা পেইজে কিছু কেনার জন্য প্রবেশ করলেন দেখলেন তাদের সর্বশেষ পোস্ট দেয়া এপ্রিল মাসে, তখন খুব স্বাভাবিকভাবেই আপনার মনে হবে এই পেইজের কোনো একটা সমস্যা আছে অথবা তারা বিজনেস অফ করে দিয়েছে এবং স্বাভাবিকভাবেই এখান থেকে কেনাকাটা করাটা আপনার কাছে নিরাপদ মনে হবেনা। তাই আপনার বিজনেস পেইজে নিয়মিত পোস্ট করুন এবং অডিয়েন্সের কমেন্ট এবং মেসেজের রিপ্লাই দিন।

24/08/2020

আজ থেকে আর মাত্র 20 বছর পর অবস্থা যেমন হতে পারেঃ-

: হ্যালো ! এটা কি পিৎজা হাট?
– না স্যার, গুগল’স পিৎজা।

: আমি কি তাহলে ভুল নাম্বারে ফোন করেছি?
– না স্যার, দোকানটা কিনে নিয়েছে গুগল !

: ওকে, আমি কি পিজার অর্ডার দিতে পারি?
– স্যার, সাধারণত যে পিৎজার অর্ডার দেন আজকেও কি ওটাই দিবেন?

: আমি সাধারণত যে পিৎজার অর্ডার দেই সেটা আপনি কিভাবে জানেন?
– আপনার ফোন নাম্বার অনুযায়ী , আপনি শেষ ১৫ বার ডাবল চিজ বারো স্লাইস সসেজ পিৎজা অর্ডার করেছেন।

: আমি এবারও ওটাই চাই।
– কিন্তু স্যার, কলেস্টেরল যেহেতু হাই তাই আমি ৮ স্লাইজ ভেজিটেবল পিৎজা অর্ডার করতে পরামর্শ দিচ্ছি।

: আমার কলেস্টেরল হাই এটা আপনি কিভাবে জানেন?
– সাবস্ক্রাইবার গাইড থেকে। আমাদের কাছে আপনার গত ৭ বছরের ব্লাড টেস্টের রিপোর্ট আছে।

: আমি ভেজিটেবল পছন্দ করি না, যেটা চাইছি ঐটাই দেন । কলেস্টেরল এর জন্য আমি ঔষধ খাই।
– কিন্তু আপনি তো নিয়মিত ঔষধ খান না। ৪ মাস আগে লাজ ফার্মা থেকে ৩০টা ট্যাবলেটের একটা বক্স কিনেছিলেন।

: আমি অন্য আরেকটা দোকান থেকে বাকিগুলা নিয়েছি।
– কিন্তু আপনার ক্রেডিট কার্ড তো তা বলছে না!

: আমি নগদ ক্যাশ দিয়ে কিনেছি।
– আপনার ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী সে পরিমান টাকা আপনি উঠাননি।

: আমার অন্য আয়ের উৎস আছে।
– আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্মে সে তথ্য নাই।

: ধুর মিয়া, আপনার পিজার গুষ্টি কিলাই। পিজাই খামু না। গুগল, ফেসবুক, হোয়াটস অ্যাপ, সেলফোন, ইন্টারনেট ছাড়া দ্বীপে চলে যামু যেখানে আমার উপর কেউ এত নজরদারি করতে পারবে না।

– জ্বী স্যার বুঝতে পেরেছি, তার আগে আপনার পাসপোর্ট রিনিউ করতে হবে , ৫ সপ্তাহ আগে মেয়াদ শেষ হয়ে গেছে!!🤣🤣🤣

( সংগৃহিত)

23/08/2020

নতুন অনেকে পেইজ খুলেছেন বা খুলতে চান তাদের জন্য কাজে আসতে পারে।

শুধু ফেসবুক অ্যাপ বা ফেসবুক লাইট থেকে পেইজ চালানো একটু অসুবিধা হয় যেমন -

▪এলবাম ক্রিয়েট করা যায় না
▪কাস্টমার কে ইনবক্সে ছবি দিতে সমস্যা হয়
▪একসাথে অনেক ছবি একবারে দিতে সমস্যা হয়, লোড দেরিতে হয়
▪আগের পোস্টের কিছু বা কোনো মোবাইল নাম্বার বা যে কোনো কিছু কপি করে মেসেজে পেস্ট করা যায় না

তাই চাইলে আপনারা "pages Manager " app টা ইউজ করতে পারেন।
সব সমস্যার সুন্দর সমাধান পেয়ে যাবেন আশা করি। কারন এটা অনেকটা মেসেঞ্জার টাইপ।

সুবিধাগুলো কি কিঃ
🌸একসাথে অনেক ছবি ফোন এলবাম থেকে সিলেক্ট করে দিতে পারবেন মেসেজে
🌸এপয়েন্টমেন্ট ক্রিয়েট করতে পারবেন।
🌸ফটো এলবাম করতে পারবেন।
🌸 মেসেঞ্জারের মতো ছবি মেসেজ দেয়ার টাইম ছবির উপরে কিছু মার্ক বা লিখে দিতে পারবেন
🌸খুব সহজে পেইজ নাম চেঞ্জ করতে পারবেন বা মডিফাই করতে পারবেন

অ্যাপটি ডাউনলোড করবেন গুগল প্লেস্টোর থেকে
সার্চ দিবেন পেইজ মেনেজার চলে আসবে।
হলুদ রঙা একটা পতাকা থাকবে অ্যাপটিতে।

আশা করি কাজে লাগবে।

Want your business to be the top-listed Computer & Electronics Service in Mymensing?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Mymensing

Other Graphic Design in Mymensing (show all)
Smart Design I Four Smart Design I Four
Mymensing
Mymensing, 2240

Professional Graphic Designer

Bangla Borno - বাংলা বর্ণ Bangla Borno - বাংলা বর্ণ
Bhaluka/2240
Mymensing

এবার ব্র‍্যান্ডিং হবে নিজের ভাষায়, আপনার প্রতিষ্ঠানের লোগো, ব্র‍্যান্ডিং করতে ইনবক্স করুন!

Indigenous Students Association, Jkkniu Indigenous Students Association, Jkkniu
Mymensing, 2220

It is an organization of indigenous students studying in Jatiya Kabi Kazi Nazrul Islam University.