Qawmi Education
Nearby schools & colleges
Mymensingh 2202
Mymensingh 2200
ময়মনসিংহ, Mymensingh
Mymensingh 2202
Mymensingh 2202
Bangladesh Agricultural University, Mymensingh
Mymensingh, Mymensingh
Mymensingh
Mymensingh 2202
mymensingh, Mymensingh
Mymensingh 2200
Dhaka ২২০০
ময়মনসিংহ, Mymensingh
Shafia Tower 3rd Floor, Mymensingh
Konapara,Ishwargong,Mymensingh, Mymensingh
প্রজন্মের আধুনিক পাঠশালা।
কোর্স পরিচালনায় : হাফেজ আব্দুল্লাহ আবু সাঈদ
ছাত্র : হাটহাজারী মাদ্রাসা
ইনশাআল্লাহ কোর্স সম্পর্কে নতুন ঘোষণা আসছে...
কুরআনের ভাষা কি সহজ? ৬টি কারণ
অনেকে মনে করেন কুরআনের ভাষা আরবি শেখাটা খুব কঠিন। কিন্তু আসলে তা না। কুরআনের ভাষা আরবি যে সহজ, তার ৭টি কারণ আজকে আমরা দেখবো।
১.
আরবি ভাষা শব্দ আছে ১২ মিলিয়ন বা ১ কোটি ২০ লক্ষ শব্দ। কিন্তু কোরআনে আছে মাত্র ৫ হাজার শব্দ। সাধারন আরবি ভাষার চেয়ে কুরআনের ভাষা অনেক সহজ।
২.
কুরআনে যে ৫ হাজার শব্দ এসেছে, এরমধ্যে মাত্র ১৫০০ শব্দ কুরআনে অনেকবার এসেছে। কিন্তু বাকি সাড়ে ৩ হাজার শব্দ কুরআনে একবার বা দুইবার এসেছে। আপনি যদি এ ১৫ শ শব্দ শিখেন তাহলে আপনি ৯৫% কুরআনের অর্থ বুঝবেন। আর বাকি সাড়ে ৩ হাজার শব্দ শিখলে শতভাগ কুরআন বুঝতে পারবেন ইনশাআল্লাহ।
৩.
আমরা বিদেশ যাবার জন্যে ৫ হাজারের চেয়ে বেশি ইংরেজি শব্দ শিখি। কুরআন বুঝে আল্লাহর সাথে সাক্ষাত করতে যাবার জন্যে ৫ হাজার শব্দ শেখা কঠিন কিছু না।
আমরা যদি প্রতি নামাজের পরে ৫ টা করে শব্দ শিখি, দিনে ২৫ টা শব্দ শেখা হয়ে যাবে। আর প্রতিদিন ২৫ টা করে শব্দ শিখলে ২০০ দিনে বা মাত্র ৭ মাসে সম্পূর্ণ কুরআনের অর্থ বুঝতে পারবেন ইনশাআল্লাহ।
৪.
কুরআনের ৫ হাজার শব্দের মধ্যে অনেক শব্দ আছে, যেগুলো আপনি অলরেডি জানেন। যেমন, আল্লাহ, রাসুন, জান্নাত, জাহান্নাম, কালেমা, সালত, হজ, যাকাত, সাদকা, সিয়াম ইত্যাদি। এ শব্দগুলো বাদ দিলে কুরআনে ৫ হাজার থেকে আরও অনেক কম শব্দ আমাদের শিখতে হবে।
৫.
কুরআনে শব্দ শেখার অনেক বই, মোবাইল এপ আছে। সেগুলো থেকে খুব সহজেই এখন কুরআনে ভাষা শেখা যায়। যেমন ধরুন, কুরআনের শব্দাবলি এ বইতে কুরআনের শব্দগুলো দেওয়া আছে। যে শব্দগুলো কুরআনে সবচেয়ে বেশি এসেছে, সেগুলো সবার আগে দেওয়া আছে। আর যে শব্দগুলো কুরআনে কম ব্যবহার হয়েছে, সেগুলো বইয়ের শেষের দিকে দেওয়া আছে।
এ বইয়ের শব্দ গুলো শেখার জন্যে কুরআনিক এরাবিক ইউটিউব চ্যানেলে সবগুলো শব্দের অডিও ভিডিও দেওয়া আছে।
আপনি হয়তো গাড়ির জন্যে দাঁড়িয়ে আছেন, বা কারো জন্যে অপেক্ষা করছেন। অথবা ধরুন, হাটছেন বা কোনও কাজ করছেন। একপাশে এ শব্দগুলো মোবাইলে শুনতে থাকলে কয়েকদিনের মধ্যেই শব্দগুলো আপনার শেখা হয়ে যাবে।
৬.
কেবল শব্দ শিখলে কি আর কুরআন বুঝা যাবে? গ্রামার শিখতে হবে না? ঠিক, গ্রামার শিখতে হবে। তবে মজার বিষয় হলো মাত্র ১৫ থেকে ২০ টি গ্রামারের নিয়ম শিখলে আপনি কুরআনের অর্থ করতে পারবেন ইনশাআল্লাহ। কুরআনিক এরাবিক কোর্সের লেভেল ১ খুব সহজে এ নিয়মগুলো শেখানো হয়।
হজরত জায়েদ রাদিয়াল্লাহু আনহু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছেন, যে ব্যক্তি এ দোয়া পড়ে, তাকে ক্ষমা করে দেওয়া হয়; যদি সে রণক্ষেত্রও থেকে পলায়ন করে থাকে; দোয়াটি হলো-
أَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيْم الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ
উচ্চারণ: ‘আসতাগফিরুল্লাহাল আজিম, আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুমু ওয়া আতুবু ইলাইহি।’
অর্থ: ‘মহান আল্লাহর কাছে আমি ক্ষমা চাই, যিনি ছাড়া কোনো উপাস্য নেই; যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং আমি তাঁর কাছে তওবা করি।’ (তিরমিজি ৩৫৭৭)
এবং আমরা অনর্থক আলাপ কারীদের সাথে বেহুদা আলাপে মগ্ন থাকতাম। [সূরা মুদ্দাসসির]
কুরআন থেকে শিখুন!
শিখন থেকে ভাবুন!
#কওমী_এডুকেশন
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Website
Address
Mymensingh
Mymensing