Ahmadullah Ashraf
সুখ,দুঃখ মিলিয়েই জীবন। শত কষ্টের পরও; পৃথিবীর বুকে স্মৃতি হয়ে থাকতে চাই আজীবন।
#ahmadullah
তোমার প্রেমে!!
সকাল আমার!!
মায়ের ভালোবাসার অতুলনীয়!!
💝💝💝
একদিন সব আপনই পর হবে
মৃত্যুর ডাক আসবে,আর কবরে চলে যাবো!
শুধু আপন থাকবেন আল্লাহ ও রাসূল!!
—এটাই কারেক্ট
💯💯
~প্রয়োজন মানুষকে অনেক দূর নিয়ে যায়!!
তবুও ক্লান্তি অনুভব হয় না,যতক্ষণ না—প্রয়োজন শেষ হয়!!
#লেখককণ্ঠ
মানুষ যা পেয়েছে,তার জন্য তাঁকে সম্মান জানানো হয় না,
মানুষ পৃথিবীকে যা দিয়েছে তার জন্যই তার সম্মান।
____Calvin Coolidge
ঈদ মোবারক!!
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!!
____ভালোবাসা। ❣️❣️
ঈদ মোবারক
শুভ সকাল!!
২৬ই রামাদান ১৪৪৪হিজরি
১৮ই এপ্রিল ২০২৩ঈসায়ী
রোজ মঙ্গলবার।।
আল্লাহ!! তুমি রহমতের বৃষ্টি দাও!!
~গরমকে ঠাণ্ডা করতে পারেন একমাত্র আল্লাহ তায়ালা!!
দিনলিপি [৪]
১৭-০৪-২৩ইং,
নতুন☞@প্রতিবাদী কলম
আরো পড়ুন ☞ াইরি
অনেক সময় হয় কি জানেন!! আমরা হতাশ হয়ে পড়ি।নিরাশ হয়ে ইসলামকে দোষযুক্ত করি। হেয়, প্রতিপন্ন করি।মনে হয়—ইসলাম মানি।তবে ইসলামের মাঝে আছে,ইসলামই পূর্নাঙ্গ জীবনব্যবস্থার নিশ্চয়তা। কোরআনে আছে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা বলেছেন—
❝আল-ইয়াউমা আকমালতু লাকুম দ্বীনাকুম,ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দ্বীনা।[সূরা মায়েদা আয়াত নাং ০৩]❞
বিদায় হজ্জের দিন এই আয়াত অবতীর্ণ হয়।অর্থাৎ বলা হয়েছে, আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম,এবং তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণ করলাম।এবং তোমাদের জন্য ধর্ম হিসেবে মনোনীত করলাম ইসলামকে।
তো বলতে পারেন—ইসলাম ধর্ম যদি পরিপূর্ণই হয়ে থাকে, তবে আমাদের জীবনে এতো হতাশা কেন! এতো ব্যর্থতা দেখা দেয় কেন!!
এর উত্তরে বলবো—সত্যিই ইসলাম একটি পরিপূর্ণ ধর্ম। যে ধর্ম মানবজাতিকে নিশ্চিত সাফল্যের দিকে আহ্বান করে।অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে।সঠিকটাই সবাইকে জানান দেয়।
তবে এইযে আপনার জীবনে এতো ব্যর্থতা আর হতাশা! এর জন্য আপনিই দায়ী। এর জবাব আপনাকেই দিতে হবে। বলতে পারেন—আমিই এর জন্য কেন দায়ী হবো,সাফল্য তো স্বয়ং আল্লাহর হাতে। তিনি দিলে তো পাবো!!
আমি বলবো—আপনার আমলে কমতি,জানায় কমতি,তাই এতো হতাশা,এতো ব্যর্থতা। কারণ; চেষ্টা না করেই যদি ফলের আশা করেন,তাহলে তো হলো না। আপনাকে চেষ্টা করতে হবে। জানার জন্য সফর করতে হবে। আলেমদের নিকট পরামর্শ করতে হবে। কীভাবে কী করা যায়?? কখনোও করেছেন?? করেন নি। কারণ; এটাকে আপনি গুরুত্বহীন ভেবেছেন। অথচ; আপনার জীবন আপনাকেই গড়তে হবে,প্রয়োজনে জীবন বিলিয়ে দিতে হবে। তো আপনি কী করেছেন এর জন্য?? কিছুই করেন নি!
আর হ্যাঁ কিছু কিছু সময় এমন হয়—আমল করে চললেও ব্যর্থতা দেখা দেয়। হতাশায় ভুগতে হয়।এর জন্য ইসলামকে দোষযুক্ত করবেন না। সবর করবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার পক্ষ হতে পরিক্ষা। তিনি দেখতে চাচ্ছেন আপনি কাচ্চা না পাক্কা।
নিজেকে গড়তে হলে সদা কোরআন সুন্নাহ আঁকড়ে ধরুন। আলেমদের কাছে ব্যখ্যা বুঝুন!! নিজের শতযুক্তিকে ফেলে তাদেরটাই প্রধান্য দিন।এতেই জীবনের সাফল্য। আপনি বুঝুন আর না বুঝুন!! কারণ; নিজের কারনে নিজে হতাশায়, নিরাশায় ভোগার কারণে ইসলামকে দোষযুক্ত করবেন না। না-বোঝা এটা আপনার কমতি। তার কারণে ইসলামকে কলুষিত করবেন না। নতুবা কী হবে জানেন? আপনার কারনেই বিধর্মীরা ইসলামের কটুক্তি করার সুযোগ পাবে। মুসলিমদেরকে উপহাস করবে।
তাই; আসুন সঠিকটা বুঝি। ইসলামকে আঁকড়ে ধরি। বা,তি,লে,র বি,রু,দ্ধে রুখে দাঁড়াই!!
তাহলেই স্বার্থক হবে আমাদের জীবন। সুখে থাকবো আজীবন।
🖊️প্রতিবাদী কলম
~আরো পড়ুন!!☞ াইরি
~তোমার খোঁজে~
*
তুমি কোথায়!
আমি তোমাকেই খুঁজে বেড়াই!
রাত নাই,দিন নাই সদা তোমাকেই খুঁজি
অপেক্ষায় যেন হবে জীবনের ইতি আজি
তবুও তোমাকেই খুঁজি
তোমার কথা, তোমার হাসি
এ সবই ছিল মন জুড়ানো
তুমি নেই,তবুও ভালোবাসি
তোমার স্মৃতিগুলো যায় না এড়ানো
তুমি কোথায়!!
আমি তোমাকেই খুঁজে বেড়াই!!
*
🍁আহমাদুল্লাহ আশরাফ
~১৭-০৪-২৩ইং,সোমবার।
~সালামি দিলাম!!
❤️❤️
আমার প্রিয় একটি বই
আরিফ আজাদ
কত সুন্দর!!
*
ফুল কত সুন্দর!!
কত মধুর!!
জীবনটাও যদি হতো এমন
সাফল্য থাকতো এতো দূর!!!
*
🍁আহমাদুল্লাহ আশরাফ
[১]
~টাকার মোহ~
*
ভালোবাসার বড় মাধ্যম টাকা
মাথা নষ্ট পকেট থাকলে ফাঁকা
পরিচিত হয় অপরিচিত
মায়ের হৃদয়ে দেয় ক্ষত
যত প্রেম-ভালোবাসা
এ টাকারই লাগি
এতো কষ্ট করিলেন
বলো! কার লাগি!!
এটাই দুনিয়া,
দুনিয়ার রীতি
টাকা নেই তো
নেই কোন প্রীতি!!
*
আরো পড়ুন ☞ #রঙিন_শিকল
#রঙিন_শিকল
'
ওগো মদিনাওয়ালা!!
তোমারই প্রেমে এ মন দিওয়ানা!!
'
#আহমাদুল্লাহ_আশরাফ
ফুল মানুষের এতো প্রিয় কেন!!
*
ফুল মানুষের এতো প্রিয় কেন
ভালোবাসায়, সম্বোধনে—
সব জায়গাতেই ফুল কেন!
ফুল মানুষকে দেয় সৌন্দর্য
আর—দেখায় সুন্দর স্বপ্ন
কলি থেকে মরে যাওয়া পর্যন্তই
সুবাস ছড়ায়,সুবাসিত করে
বিনিময়ে—ফুল পায় প্রিয়তা
মানুষের জীবনটাও যখন ফুলের মতো হবে
শত হিংসা বিদ্বেষ ভুলে—
দুরের,কাছের মানুষগুলোকে আপন করে নিবে,
তখন সেও পাবে—প্রিয়তা।
🍁
#আহমাদুল্লাহ_আশরাফ
১৪-০৪-২৩ইং, শুক্রবার।
শুভ সকাল!!
~আজকে অতিরিক্ত হেসে ফেলেছি।।
😄😄😄😄
.
আলহামদুলিল্লাহ!! সেহরি খেলাম!!
আপনি খেয়েছেন??
.
~হে আল্লাহ!! জীবনের ইতিটা যেন সুন্দর হয়!! আমীন!!
~মানুষকে আ,গু,নে পুড়ালেও
ততটা দুঃখ পায় না
যতটা দুঃখ পায়
প্রেমের আ,গু,নে পুড়ালে!!
~মানুষের জীবনটাই প্রেমময়।
❤️❤️❤️
~বিদায়ের ক্ষণে, তোমারই রহমতে,
আমার—হয় যেন কালিমা নসিব,
হাশরের ময়দানে,হিসেবের সময়ে
করিও রহমত—তুমিই যে হাসিব।
ও প্রভূ! ও প্রভূ! তুমি যে মহান
তোমারই কাছে সবই যে সমান!
তোমারই কাছে সবই যে সমান!!
🍁আহমাদুল্লাহ আশরাফ
১১-০৪-২৩ইং, মঙ্গলবার।
কিছু রাত স্বপ্নের
কিছু স্মৃতি কষ্টের
কিছু কথা আবেগের
কিছু মানুষ মনের
তুমি বন্ধু চিরদিনের।
🍁আগের মুখস্থ ছিল।
১১-০৪-২৩
আদর করে দিলাম রুমাল
যত্ন করে রেখো
আমার কথা মনে পড়লে
রুমাল খুলে দেখো
🍁আগের মুখস্থ করছিলাম!!
১১-০৪-২৩
~সাহরি রোজাদারদের জন্য এক বরকতময় জিনিস। যা সাওয়াব নিয়ে আসে।যার কারণে মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা জীবনে বরকতের বারি বর্ষণ করেন—
নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন — تسحروا فإن فى التسحر بركة
অর্থাৎ —তোমরা সেহরি খাও! কেননা সেহরিতে বারাকাহ রয়েছে।
—আল্লাহ! তুমি আমাদেরকে হালাল খাবার থেকে,উত্তম পদ্ধতিতে সেহরি খাওয়ার তৌফিক দান করো!! আমিন!!!
১১-০৪-~২৩
~একটা সময় খুব ভালো লাগে যখন প্রিয়জনেরা কাছে থাকে।।
আরেকটা সময় খুব মন খারাপ লাগে যখন প্রিয়জনেরা দূরে কোথাও চলে যায়! হারিয়ে যায় জীবন থেকে চিরতরে!!
😭😭
🍁আহমাদুল্লাহ আশরাফ
দশ।চার।তেইশ।।
সোমবার।।
~হা,রা,ম রিলেশন থেকে দূরে থাকুন!!
আল্লাহ খুশি হবেন!!
~নিরবতা বড়ই প্রিয় সবাই,,
নিরবতা রবের সাথে সম্পর্ক করার উত্তম সময়।।
তাই আমি নিরবতাকে ভালোবাসি!!
❤️❤️❤️
~আপনিও কি তার মতো হবেন—
যে শুধু রাগ করে,হিংসা করে, সমাজে বিশৃঙ্খল করে!!
নাহ্!! আপনার হতে হবে তার উলটা,
সৎ,মিশুক, তবেই জাতি পাবে একটি সুষ্ঠু সমাজ!!
১০-০৪-২৩,সোমবার
~আমার ছোট্ট ভাই! বড় আদরের!
⚪মদিনার প্রেমে⚪
_______আহমাদুল্লাহ আশরাফ
ঐ মদিনার পথে যেতে চায় এ মন
তারই লাগি জরাবো কাফন
সে-ই যে আমার চির আপন
ঐ মদিনার পথে যেতে চায় এ মন।
দিনেরাতে খুঁজে বেড়াই তোমাকে
দেখেনি কভু,তবু্ও ভালোবেসেছি ছোট থেকে
তুমি ছাড়া ভুবনজুড়ে নেই যে আপন
ঐ মদিনার পথে যেতে চায় এ।
আকাশে বাতাসে, প্রতিটি হৃদয়ে, শুধু তুমিই তুমি
তোমারই প্রেমে, দিবো জীবন, দিবো আমি
তোমারই লাগি, মরবো আমি, জরাবো কাফন
ঐ মদিনার পথে যেতে চায় এ মন।
🍁১৭ই রামাদান ১৪৪৪হিজরি
০৯-০৪-২০২৩ঈসায়ি।
রবিবার।।
১৭ই রামাদান মুসলিমদের বিজয় দিবস
⚪স্বপ্ন⚪
স্বপ্ন দেখা মানুষের এক প্রিয় বিষয়। প্রিয় শখ। যা দিয়ে সে বাঁচতে শিখে।সামনে চলার অনুপ্রেরণা পায়। তাই স্বপ্ন দেখতে ভালোবাসে।
—শুভ হোক স্বপ্ন দেখা।শুভ হোক স্বপ্নের বাস্তবতা!!
🍁আহমাদুল্লাহ আশরাফ
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Address
Mymensingh Baghara
লা ইলাহা ইল্লাল্লাহু কিছুই হারিয়ে যায়নি. আল্লাহ সরিয়ে নিয়েছেন কারণ এর চেয়েও উত্তম কিছু আপনার প্রাপ্য
Mymensingh Baghara
❤আস্সালামু আলাইকুম.❤️ নিশ্চই নিজের সন্তানকে উত্তম ব্যবহার শেখানো, গরিবকে শস্য দান করার চেয়েও উত্তম
Mymensingh Baghara, ..................
Once you lose me, I will be unreachable, unavailable and uninterested.🥹