Rofiqul R. Islam

❝আমাকে পথ দেখাবে,আমার সত্য❞🤲☝
Rofiqul R. Islam 󱢏

24/10/2023
Photos from Rofiqul R. Islam's post 21/10/2023

আহাগো🥱

20/10/2023

মানবাধিকার 🤫

20/10/2023

ফিলিস্তিনিদের প্রশ্নে নীরব কেন বিএনপি?

এখন ফিলিস্তিন কেন তাদের ইস্যু নয়?
প্রভুরা রাগ করবে?

একবার চিন্তা করুন, দেশকে কোন শক্তির হাতে তুলে দিতে প্রস্তুতি নিয়েছে বিএনপি!
#ফিলিস্তিন

19/10/2023

বন্ধু থেকে শএু,
ভারত কার পক্ষে

09/10/2023
08/10/2023

১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির একতরফা নির্বাচন।
#বিনোদনপার্টি

07/10/2023

খালিস্থানের আদ্যপান্থ।

06/10/2023

বিএনপির বিদ্যুৎনামার আলামত🥱
একটু দেখেই যান😀

05/10/2023

কে এই মুশফিক ফজল আনসারী,তথা কথিত সাংবাদিক নাকি এজেন্ডা বাস্তবায়নকারী।
.

01/10/2023

শেষ রক্ষা হলো না মোদির,
এবার মোদিকে দেখে নিবে পশ্চিমারা।

28/09/2023

Good night all🥱

26/09/2023

বিসিবির নতুন লগো😂🤭😎

26/09/2023

23/09/2023

নির্বাচনের আগে আর কোনো নিষেধাজ্ঞা আসবে না -------পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

22/09/2023

যারা জিজ্ঞাসা করেন "পড়ালেখা কেমন চলে?" তাদের বলি, আমি আজকেই জানলাম কলমের দাম ৫ টাকা থেকে ৮ টাকা হয়েছে.!🙂

22/09/2023

[বিসিবির সাবেক সভাপতি আ হ ম মোস্তফা কামালের সাথে সাকিবের এই ছবিটির পেছনের গল্প]

সাকিব আল হাসান, মোস্তফা কামালের পায়ের কাছে বসে ক্ষমা চাওয়ার মতো হাত ধরে কথা বলছেন এমন একটা ছবি আবারও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দীর্ঘ ১৪ বছর আগের ঘটনা অনেকের কাছেই নতুন আবার ঐসময়ে যারা ক্রিকেট ফলো করতেন তাদের স্মৃতিতেও হয়তো আবছা হয়ে আসছে। তাই ভাবলাম ভুল ভ্রান্তিগুলো ক্লিয়ার করা যাক।

শুরু থেকেই শুরু করি, ২০০৯ সালে হুট করে ক্যাপ্টেন্সি পাওয়ার পরেও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে দারুণ নৈপুণ্য দেখিয়েছিলো সাকিব এবং সাকিবের লাল-সবুজের বাংলাদেশ। এরপর জিম্বাবুয়ে সিরিজেও দারুণ পারফর্ম করায় বিসিবি খেলোয়াড়দের পুরষ্কারের ঘোষনা দেয়।

পুরষ্কারের ডেট ছিলো ২০১০ সালের জানুয়ারিতে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট শেষে দ্বিতীয় টেস্টের আগে। প্রথম টেস্ট এ ব্যক্তিগত নৈপুণ্য দেখানোয় পাঁচ খেলোয়াড়কে এরই মাঝে পুরষ্কৃত করেছিলেন বিসিবি সভাপতি। কিন্তু পূর্বঘোষিত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানেই ভোল পাল্টে যায় বিসিবি সভাপতির।
অনুষ্ঠানের মাঝেই মাইক্রোফোন কড়া সমালোচনা করেন খেলোয়াড়দের। এমনকি প্রশ্ন তোলেন খেলার মাঠে খেলোয়াড়দের ডেডিকেশন নিয়ে ও।

সেসময় মঞ্চে স্বাভাবিকভাবেই উপস্থিত ছিলেন ক্যাপ্টেন সাকিব। নিজের সহযোদ্ধাদের নিয়ে সবার সামনে এমন কথা বলা একদমই পছন্দ হয়নি সাকিবের। তিনিও স্বভাবসুলভ-ভাবে জবাব দেন খোলামেলাভাবেই।
সাকিব ঐ মুহুর্তে মাইক্রোফোন হাতে নিয়ে বলেন, খেলার মাঠে সবাই শতভাগ দিয়েই খেলে এবং যদি কেউ সন্দেহ করে তবে সেটা তার ভুল।

সেসময় বিসিবি সভাপতির এমন বক্তব্যে মন্তব্য করেছিলেন ধোনি। তিনি মোস্তফা কামালের উদ্দেশ্যে বলেন,'এ ধরনের মন্তব্য করা কখনোই ঠিক নয়।'

এই ব্যাপারটি মিডিয়াপাড়ায় প্রচার করা হয় সাকিবের সাথে কামালের স্নায়ুযুদ্ধ নাম দিয়ে। এসময় মোস্তাফা কামালের পায়ের কাছে বসে থাকা সাকিবের একটি ছবি নিয়ে দৈনিক কালের কন্ঠ সংবাদ করে ক্ষমা চাচ্ছেন সাকিব।
এখান থেকেই মূলত গুজবের সৃষ্টি হয় এবং ব্যাপরটা অনেকদূর গড়ায়।
অনেকদূর গড়ালেও ব্যাপারটা নিয়ে দ্রুতই মুখ খোলেন সাকিব এবং মোস্তফা কামাল। কালের কন্ঠ যে গুজব রটিয়েছে তা এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশ করে বিসিবি।

এই ব্যাপারটা নিয়ে সাকিব বলেন, 'এটা সম্পূর্ণ ভুল। ক্ষমা চাওয়ার কোনো ঘটনাই ঘটেনি। আমি তো ক্ষমা চাওয়ার মতো কিছু বলিনি। শেষ পর্যন্ত ক্ষমাই যদি চাইব তাহলে তো তখন ওনার কথার প্রতিবাদ করতাম

20/09/2023

একজন অভিনেত্রী পরীমনির স্বামী এবং দাম্পত্যকাল :

১. ইসমাইল হোসেন (২০১০ - ২০১২)
২. ফেরদৌস কবীর সৌরভ (২০১২ - ২০১৪)
৩. তামিম হাসান (২০১৯ - ২০২০)
৪. কামরুজ্জামান রনি (২০২০ - ২০২০)
৫. শরিফুল রাজ (২০২১ - ২০২৩)

বিগত ১৩ বছরে পরীমনি বিয়ে করেছেন ৫ টা। স্ট্রাইক রেট : ৩৮ ~ যা শামীম পাটোয়ারীর এশিয়া কাপের স্ট্রাইক রেটের চেয়ে বেশি।

20/09/2023

তানজিম হাসান সাকিবকে সমর্থন করে ফেসবুকে পোস্ট করেন মেহেদী হাসান মিরাজ। ৩ ঘন্টায় পোস্ট ভাইরাল হয়, এরপর পোস্ট সরিয়ে নেয়া হয় ফেসবুক থেকে। এবং এখন মিরাজের ফেসবুক পেইজও নাই। ঘটনা কি মনে হয়? কলেও কেউ পাচ্ছে না ওনাকে,,,

19/09/2023

হঠাৎই এনআইডি সেবা বন্ধ।
সার্ভার রক্ষনাবেক্ষনের জন্য কাল দুপুর দুইটা পর্যন্ত সার্ভার বন্ধ থাকবে- মহাপরিচালক

15/09/2023

‘আলহামদুলিল্লাহ, কবুল’ বলে বিয়ের সম্মতি দিলেন আয়মান সাদিক। তাতেও যেন মন ভরলো না কারও। আরও একবার শুনতে মুখের কাছে এগিয়ে দেওয়া হলো মাইক্রোফোন। এবার বেশ জোরেশোরে ‘কবুল’ বললেন আয়মান। কবুল বললেন মুনজেরিন শহীদও। আনুষ্ঠানিক গাঁটছড়া বাঁধলেন তরুণ প্রজন্মের গন্ডি ছাড়িয়ে সব মহলে জনপ্রিয় হয়ে ওঠা এ জুটি।

08/09/2023

উন্নয়নের মহাসড়কে আরো একধাপ এগিয়ে বাংলাদেশ। পদ্না সেতুতে চললো ট্রেন❤️❤️

02/09/2023

জানুয়ারির প্রথম সপ্তাহেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন--- ইসি

28/08/2023

আওয়ামী রাজনীতির বটবৃক্ষ, সাবেক সফল ধর্ম মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান স্যার ইন্তেকাল ফরমাইয়াছেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন।
মহান আল্লাহপাক যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

27/08/2023

ময়মনসিংহের বেহাল দশা,যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দূঘর্টনা😥

25/08/2023

আর পেইজ চালাবো না,কে চালাবে জানাচ্ছি😄

22/08/2023

গ্রাহকের টাকা মেরে এমটিএফই'র দুই কর্মকর্তা গেলো ওমরা পালন করতে🤔

21/08/2023

21/08/2023

যেভাবে সাজানো হয়ছে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় মূল পরিকল্পনা।

18/08/2023

স্ত্রী সন্তানকে মে*রে স্বামীর আ*ত্মহ*ত্যা🤔

17/08/2023

কে কতটা সত্যবাদী,কে কতটা নির্দোষ🤔

16/08/2023

দেলোয়ার হোসেন সাইদী সাহেব মারা যাওয়া আর কাকতালীয় ভাবে একই রাতে এই ভূমিকম্প হওয়ায় টাইমলাইনে দেখলাম অনেকেই এই ভূমিকম্পকে সাইদী সাহেবের দুনিয়া ত্যাগকালীন সময়ের নিদর্শন বলে আখ্যা দিচ্ছেন। এটি তাদের নিজেদের দূর্বল ইমান ও অজ্ঞতার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই না।
রাসূল (সা:) এর পুত্র ইবরাহীম এর মৃত্যুর দিনে সূর্যগ্রহণ হয়েছিল। তখন সাহাবীগণ বলাবলি করছিল নবীপুত্রের মৃত্যুর কারণেই সূর্যগ্রহণ হয়েছে। এসব কথা শুনে রাসূল পাক (স:) বলেন "সূর্য ও চন্দ্র আল্লাহ তায়ালার অগণিত নিদর্শনের দুটি। কারো মৃত্যু বা জন্মের কারণে সূর্যগ্রহণ হয় না। (সহিহ বুখারি: ১০৪৩)
কারো জন্ম বা মৃত্যুতে যেমন সূর্য বা চন্দ্র গ্রহণ হয় না, তেমনি ভূমিকম্প ও হয় না। এটিও আল্লাহ তায়ালার পক্ষ হতে আসা নিদর্শন।

ইসলামে আন্দাজ অনুমানে কথা বলা হারাম।
মহান আল্লাহ্ পাক বলেন,
“ধ্বংস হোক তারা, যারা আন্দাজে কথা বলে”
(সূরা যারিয়াত: ১০)

রাসূল (সাঃ) বলেছেন,
“তোমরা ধারণা- অনুমান থেকে বেঁচে
থাক, কারণ ধারণা- অনুমান সর্বাপেক্ষা মিথ্যা কথা।
(বুখারী হা/৬০৬৬,৬৭২৪; মুসলিম হা/৬৪৩০)

©

14/08/2023

❝জননন্দিত মুফাসসিরে কুরআন মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!!

বাংলা ভাষায় ইসলাম প্রচারে তাঁর অবদান অবিস্মরণীয়। মহান আল্লাহ তাঁর নেক আমলগুলো কবুল করে নিন এবং ত্রুটি-বিচ্যুতি মার্জনা করে জান্নাতুল ফিরদাউস দান করুন। এদেশের দীনপিপাসু মানুষের জন্য তাঁর উত্তম বিকল্পের ব্যবস্থা করে দিন, আমীন❞

©

14/08/2023

দেলোয়ার হোসেন সাইদী আর নেই😢

13/08/2023

ময়মনসিংহ রেলস্টেশনে বসে বই পড়া মানুষটি হলেন সৈয়দ নজরুল কলেজের রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক সুভাষ স্যার।

যারা উনার ক্লাস করার সুযোগ পেয়েছেন তারা নিঃসন্দেহে নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন।
এই বয়সে তিনি গফরগাঁও থেকে ট্রেনে এসে(প্রায় ৪০কিমি) ক্লাস নিয়ে আবার ট্রেনে চলে যান। টিফিন বক্সে খাবার নিয়ে আসেন নাকি শুধু ভাত আর সবজি।

এমন হয়েছে ক্লাসে কেউ বুঝতে পারেনি শুনলে উনি ক্লাস শেষে অফিসে নিয়ে পাশে বসিয়ে বুঝিয়েছেন। শুনেছিলাম স্টেশনে কেউ একজন তাকে কোন প্রশ্ন করায় তাকে বোঝানোর জন্য উনি ট্রেন ছেড়ে দিয়েছিলেন।

উনার মত মহান মানুষদের জন্যই হয়ত পৃথিবীটা আজও অনেক সুন্দর! 🤲💚

©️collected

13/08/2023

মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়াই ঘোষিত হলো একাংশ।
...

03/01/2023

অযোগ্যরাই যোগ্যদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে😬

02/01/2023
01/01/2023

পহেলা জানুয়ারি মানেই ৮০% ফেসবুক ইউজারের জন্মদিন🥴😷😀

Photos from RofiQul's post 31/12/2022

নবরুপে সাজো😍
সাঁজাও মনটা নতুন রঙে🤩
মুছে ফেলো মন থেকে দুঃখ বেদনার😍 সৃতি। নব ছন্দে এগিয়ে চলো।🤩
নতুন বছরে সবার জন্য রইলো শুভ কামনা😍
💥 HAPPY NEW YEAR 💥
💥2023💥

Want your public figure to be the top-listed Public Figure in Mymensingh?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচন।
খালিস্তানের আদ্যোপান্থ।
কে এই মুশফিক ফজল আনসারী,
উন্নয়নের মহাসড়কে আরো একধাপ এগিয়ে বাংলাদেশ। পদ্না সেতুতে চললো ট্রেন❤️❤️ #followforfollowback #fo
মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়াই ঘোষনা হলো দল।
ছাএদের আন্দোলনে হঠাৎ এলিয়েনের দেখা।🤣
এলাকায় হঠাৎ এক আগন্তুকের আগমন।।পরে ব্যাগ থেকে যা খোঁজে পেলাম😱 #viralvideo #viral #dance #viralpage #1mchanenge #foryou #...
ভারত,আম্পায়ার ও আইসিসির দুনীর্তি স্পষ্ট ভারত - বাংলাদেশ ম্যাচে।।
হিরো আলমের কবিতা আবৃত্তি এন্ড পাবলিক রিয়াক্টশন😁

Category

Telephone

Address


Mymensingh Sader
Mymensingh
2200

Other Politicians in Mymensingh (show all)
ISHTIAQ IFTU ISHTIAQ IFTU
Bangladesh Agricultural University (BAU)
Mymensingh, 2202

সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ২১ নং ওয়ার্ড আওয়ামীলীগ, ময়মনসিংহ মহানগর।

Sazzad Ahammed Rasel Sazzad Ahammed Rasel
Bhaluka
Mymensingh, 2240

Welcome To Official Facebook Fan Page Of "Sazzad Ahammed Rasel"

Rakib Ahamed Rakib Ahamed
Mymensingh

এমদাদুল ইসলাম ফকির এমদাদুল ইসলাম ফকির
Chonatia, Goatala, Dhobaura
Mymensingh, 2410

সদস্য at বাংলাদেশ আওয়ামী যুবলীগ গোয়াতলা ইউনিয়ন শাখা।

MD Sabbir Hosen MD Sabbir Hosen
Mymensingh

সহ-সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, ময়মনসিংহ জেলা শাখা।

Nurulbaki Khan Nurulbaki Khan
Mymensingh

Official page of Nurulbaki Khan #NurulbakiKhan

Jonaid  Morol Jonaid Morol
Mymensingh

"You have to keep dreaming until the dream is realized"

Saiful islam Nayan Saiful islam Nayan
Mymensingh

হার মেনে নেওয়ার নাম জীবন নয়, লড়াই করে বেঁচে থাকার নামই জীবন 🔥

Amdadul Haque Bhuiyan Amdadul Haque Bhuiyan
Bashati, Nandail
Mymensingh

Chairman, 4no Chandipasha Union Parishad, Nandail, Mymensingh. Science & Technology Editor, Upazila

Anisur Rahman Anisur Rahman
Haluaghat Mymenshing
Mymensingh, 2260

Hi,im anisur rahman, its my page, follow my page and support me.Thank you.

Rashad Beg Rashad Beg
Mymensingh

Mehedi Hasan Murad Mehedi Hasan Murad
Mymensingh

আল্লাহ সর্বশক্তিমান