Mymensingh songbadh Bangladesh

সংবাদকে তথ্য দিন ;

03/03/2023

https://photos.app.goo.gl/rzw3SDXY8e8ShRPv7
ময়মনসিংহের উপজেলা ফুলবাড়িয়ায় বসত বাড়িতে আগুনে দগ্ধ হয়ে এক যুবকের মৃত্যু।
আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

03/03/2023

১৯৯৮- নির্মাণ করা হয় বড়বিলা বাজার টু জাবেদ মন্ডল ঘাট পর্যন্ত রাস্তা।
সেই কাঁচা রাস্তায় কিলোমিটার দূরত্ব খুঁটি দাঁড়িয়ে আছে দীর্ঘ দিন ধরে।
ময়মনসিংহের উপজেলা ফুলবাড়িয়ায় ভবানীপুর জয়পুর।

New item by songbadh bd সংবাদ 02/03/2023

উপজেলা ফুলবাড়িয়ার জয়পুর উরপা গ্রামে, গতকাল রাতে, ঘুমের মধ্যে ঘরে আগুন লেগে'চান মিয়া(চানু)র ছেলে,, মোঃ সাইদুল (৩৫)নামে এক ব্যক্তির আগুনে পুড়ে ছাই হয়ে মৃত্যু। সাইদুল একাই ঐ ঘরে থাকত, বলে জানা গেছে। তবে আগুন লাগার কারণ এখনো যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ নিকট হস্তান্তর করে।

New item by songbadh bd সংবাদ

01/03/2023

লাল চিহ্ন রয়েছে ঐ প্রতীকটা দেখে কিছু বুঝতে পারছেন।

22/01/2023

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের নতুন সভাপতি মো. ইমদাদুল হক (সেলিম)ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ (বাম থেকে)

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের নতুন সভাপতি হয়েছেন মো. ইমদাদুল হক ও সাধারণ সম্পাদক হয়েছেন হারুন অর রশিদ। গতকাল শনিবার সম্মেলনের পর রাত ১০টার দিকে সভাপতি, সাধারণ সম্পাদকসহ আরও কয়েকটি পদের নাম প্রকাশ করা হয়। এ কমিটির মাধ্যমে ১৯ বছর পর ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগে নতুন নেতৃত্ব এল।

22/01/2023

জামিনে মুক্তি পাওয়ার পর আবারো ফিরেছে পূর্বে র রূপে। মুমিন মুসলমান নামক ফেসবুক পেজে প্রতারণায়, সারোয়ার।
------------------------------------------------------------ জিন-ভূতের চিকিৎসা সেবা প্রদান করে সহজ সরল মানুষের সরলতার সুযোগ নিয়ে
নানা ভাবে জিম্মি করে হাতিয়ে নেয় কোটি টাকা ।এমন অভিযোগে গত ২০২২ সালের মার্চ মাসে গ্রেফতার দেখানো হয় সারোয়ার কে।( আরটিভি-প্রকাশ) তিনি ফেসবুক পেজ,ইউটিউব, play story; momin musalman apps ব্যবহার করে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এসব কোনটিই গ্রেপ্তার হওয়ার পর বন্ধ হয় নি। বরং পরে জামিনে বের হয়ে নিজের জন্ম স্থান পঞ্চগড়ে চলে য়ায়, সেখানে গিয়ে আবারো চালানো হয় জিন ছাড়ানোর প্রতারক ব্যবসা।

13/01/2023

এইমাত্র পাওয়া ::::
ফুলবাড়ীয়ায় নির্মমভাবে হাত পা বেঁধে বস্তায় করে খাসি চুরি করে নিয়ে যাওয়ার সময় যুবক আটক।
বিস্তারিত ------
শেষ খবর পাওয়া পর্যন্ত যুবক স্বীকার করেনি খাসির মালিকের ঠিকানা ।
যুবকটি পেশাদার চোর না ।তিনি একজন স্কুল পড়ুয়া বললেন। এনয়েতপুর ইউপি সদস্য ৯নং ওয়ার্ড,,কাহালগঁাও ---গ্রামের মেম্বার।
#অবশেষে খাসি সহ যুবককে হস্তান্তর করে ।
ভবানীপুর ইউনিয়নের জয়পুর গ্রামে ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য সহ ক্ষিপ্ত জনগণ।
যুবকের প্রতি সাধারণ ক্ষমা চেয়ে জনগণের হাত থেকে নিয়ে যায় যুবকের ওয়ার্ডের মেম্বার। যুবকের পরিচয় তিনি এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও গ্রামের বাসিন্দা।
নাম না প্রকাশের শর্তে।
স্টাফ রিপোর্ট -- ময়মনসিংহ ফুলবাড়ীয়া প্রতিনিধি।

13/01/2023

ময়মনসিংহের উপজেলা ফুলবাড়ীয়ায় বস্তায় হাত পা বেঁধে খাসি চুরি করে নিয়ে যায় কাহালগঁাও এর যুবক।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
Next News

08/01/2023

মধুর সাথে ৩০'প্রকার কেমিক্যাল মিশিয়ে তৈরি করা হয় অজ্ঞান করার ঔষধ। এরপর টার্গেট করা হয়,,মক্কেল

07/01/2023

শীত যেন শেষ হয় না। ঘরহীন মানুষের স্থান এই ফুটপাতে,,, শহরের কুকুর আর মানুষের রাত কাটানোর দৃশ্য।
ছবিঃ সংগৃহীত।

23/12/2022

অতীতে উঁকি দিলে আশরাফ হাকিমি দেখতে পান শুধুই দারিদ্র্য। এখন তিনি ফুটবলের মহাতারকা। ঝলমলে ক্যারিয়ার তার। চারপাশে নৃত্য করে সাফল্য। স্পেনের বিপক্ষে বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে টাইব্রেকারে শেষ শটটা নেন তিনি। গোল করে ছুটে যান গ্যালারিতে মায়ের কাছে। ছেলের মা-ভক্তি দেখে দর্শকরা আপ্লুত হন। হাকিমি তার জার্সি খুলে মা’কে উপহার দেন। পিএসজির ডিফেন্ডারের ফুটবলযাত্রা রূপকথার গল্পকেও হার মানায়।

হাকিমির জন্ম আফ্রিকায়। তার বাবা হাসান ও মা সাঈদা আফ্রিকা ছাড়েন সুখের সন্ধানে। মা কাজ নেন গৃহকর্মীর। বাবা পথে ফল বিক্রি করেন।

14/12/2022

TODAY 15/12/022
FIFA WORLD CUP 2022
Semi final match 2
MOROCCO BS FRANCE
BANGLADESH TIME 1:00

14/12/2022

মেসিদের ফাইনাল খেলার উল্লাস বাংলাদেশে-
সেমিফাইনাল ওয়ান জয়-- করে
অবশেষে ফাইনাল খেলবে আর্জেন্টিনা।

14/12/2022

আমাদের প্রিয় কন্ঠ শিল্পী মনির খান,,
কাতার বিশ্বকাপ থেকে।

13/12/2022

কাতার বিশ্বকাপে হাত বাড়িয়ে আছে মরক্কো। (২০২২)
আফ্রিকান মহাদেশের মুসলিম দেশ হিসেবে পরিচিত মরক্কো যা বিশ্বের কাছে ছিল অনেকটাই অপরিচিত।

26/11/2022

ফুলবাড়ীয়ার কাহালগাঁও বাজার সংলগ্ন এক যুবকের লাশ মিলল।

পরিচয় সনাক্ত করে জানানা গেছে নিহত ব্যক্তির নাম সাইফুল, তাহার বাড়ী বাজার সংলগ্ন। এলাকার বরাত দিয়ে জানা গেছে সকালে আনুমানিক ৮টার দিকে এক মহিলা দেখতে পায়। প্রাথমিক ধারণা করা যাচ্ছে আঘাত জনিত কারণে তার মৃত্যু হয়েছে। শরীরের আঘাতের চিহ্ন রয়েছে --
আরো আলামত সংগ্রহ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ শুরু করছে।
-সংগৃহীত সংবাদ ময়মনসিংহ ফুলবাড়ীয়া।

26/11/2022

কাতার বিশ্বকাপে দর্শক পরিচিতি, আমাদের প্রিয় কন্ঠ শিল্পী মনির খান।

26/10/2022

কোন ভাবেই মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।
প্রশাসনের হস্তক্ষেপে মাদক।

08/10/2022

এক দমে সুরা পাঠ।
আফ্রিকা #মুসলিম

08/10/2022

বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া র, পাসপোর্ট।

04/10/2022

জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ ত্রুটির কারণে ময়মনসিংহ সহ্ দেশের ৫টি বিভাগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল( ৫ ঘন্টা).. ধীরে ধীরে সরবরাহ স্বাভাবিক হয়ে আসছে। এখনো পুরোপুরি না-
আগামীকাল ও মেরামত কাজ চলে শেষ না হতে পারে ।

03/10/2022

সংরক্ষিত এই ছবিটির ব্যক্তির নাম রহুল আমিন (কেউ পাগলা বলে) কিন্তু এর সাথে কথা বলে পাগল হওয়ার কোনো কারণ খুঁজে পাওয়া যায় নি বরং তিনি ছিলেন একজন কলেজ পড়ুয়া। শিক্ষিত পরিবারের ছেলে --এর
জীবনের গল্প পড়ুন
বিস্তারিত next week

26/09/2022

প্রকাশিত: সংবাদ --
পুলিশ, সাংবাদিক ও বিত্তবানরাও মাদক সাপ্লাই (সরবরাহ) করেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, যারা করেন তাদের সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসি। কেউ বাদ যায় না।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘মাদকাসক্তি নিরাময়ে বেসরকারি খাতের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনি জেলখানায় গিয়ে দেখুন, মাদকের মামলায় পুলিশের সদস্য যেমন আছেন, র্যাবের সদস্যও আছেন, তেমনি অন্য ব্যবসায়ীরাও রয়েছেন। পুলিশ বলে তার জন্য আইন আলাদা হবে, বিষয়টি এমন নয়।

ডোপ টেস্টের প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বলেন, পুলিশে যারা মাদক নেয়, তদের ডোপ টেস্ট করা হচ্ছে। ডোপ টেস্টে পজিটিভ হলে তাকে সাসপেন্ড করা হচ্ছে। এই জায়গাটাতে আমরা খুব কঠিন অবস্থানে চলে আসছি।

মন্ত্রী আরও বলেন, চাকরির শুরুতে যারা সিলেক্টেড হবে, তাদের ডোপ টেস্ট করার প্রচলন পুরোপুরি নিতে যাচ্ছি। পুলিশ-বিজিবি সব জায়গায় ডোপ টেস্টের প্রচলন রয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাদকাসক্ত হচ্ছে কি না, সেখানেও মনে হলে আমরা ডোপ টেস্ট করবো।

তিনি বলেন, চিকিৎসরা নাকি সবচেয়ে বেশি মাদক গ্রহণ করেন। তবে বিষয়টি আমার জানা নেই। নেশা করে মাদক নেয় চিকিৎসক, সাংবাদিক, ইঞ্জিনিয়ার ও আমরাও নিয়ে থাকি। চিকিৎসারা মাদক নেবে না এমনতো কথা নেই। তারা তো আলাদা জাতি না। দু/একজন পথভ্রষ্ট হতে পারে।

মাদকের চাহিদা হ্রাসে সবাইকে এগিয়ে আসতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, মাদকের কুফল সম্পর্কে সচেতন হতে হবে। আমরা ২০৪১ সালের মধ্যে যে স্বপ্ন দেখছি, এই যে আমাদের উন্নয়ন, তার সব বরবাদ হয়ে যাবে যদি মাদকের ভয়াবহতা থেকে আমাদের ভব্যিষৎ প্রজন্মকে রক্ষা করতে না পারি।

তিনি বলেন, আমাদের সন্তানেরা অত্যন্ত মেধাবী। সেই প্রজন্মকে যেদি মাদকাসক্তি থেকে রক্ষা করতে না পারি, তাহলে আমাদের স্বপ্ন অবাস্তবই থেকে যাবে। মাদকের চাহিদা কমাতে হলে মিডিয়ার অনেকখানি গুরুত্ব রয়েছে।

আসাদুজ্জামান খান বলেন, আমরা মাদকের চাহিদা হ্রাসে শুধু ক্রোড়পত্র দেই না, আমরা ছোট ছোট টিভিসি বানাচ্ছি।

26/09/2022

একনজরে বিস্তারিত।
পুলিশ, সাংবাদিক ও বিত্তবানরাও মাদক সাপ্লাই (সরবরাহ) করেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, যারা করেন তাদের সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসি। কেউ বাদ যায় না।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘মাদকাসক্তি নিরাময়ে বেসরকারি খাতের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনি জেলখানায় গিয়ে দেখুন, মাদকের মামলায় পুলিশের সদস্য যেমন আছেন, র্যাবের সদস্যও আছেন, তেমনি অন্য ব্যবসায়ীরাও রয়েছেন। পুলিশ বলে তার জন্য আইন আলাদা হবে, বিষয়টি এমন নয়।

ডোপ টেস্টের প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বলেন, পুলিশে যারা মাদক নেয়, তদের ডোপ টেস্ট করা হচ্ছে। ডোপ টেস্টে পজিটিভ হলে তাকে সাসপেন্ড করা হচ্ছে। এই জায়গাটাতে আমরা খুব কঠিন অবস্থানে চলে আসছি।

মন্ত্রী আরও বলেন, চাকরির শুরুতে যারা সিলেক্টেড হবে, তাদের ডোপ টেস্ট করার প্রচলন পুরোপুরি নিতে যাচ্ছি। পুলিশ-বিজিবি সব জায়গায় ডোপ টেস্টের প্রচলন রয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাদকাসক্ত হচ্ছে কি না, সেখানেও মনে হলে আমরা ডোপ টেস্ট করবো।

তিনি বলেন, চিকিৎসরা নাকি সবচেয়ে বেশি মাদক গ্রহণ করেন। তবে বিষয়টি আমার জানা নেই। নেশা করে মাদক নেয় চিকিৎসক, সাংবাদিক, ইঞ্জিনিয়ার ও আমরাও নিয়ে থাকি। চিকিৎসারা মাদক নেবে না এমনতো কথা নেই। তারা তো আলাদা জাতি না। দু/একজন পথভ্রষ্ট হতে পারে।

মাদকের চাহিদা হ্রাসে সবাইকে এগিয়ে আসতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, মাদকের কুফল সম্পর্কে সচেতন হতে হবে। আমরা ২০৪১ সালের মধ্যে যে স্বপ্ন দেখছি, এই যে আমাদের উন্নয়ন, তার সব বরবাদ হয়ে যাবে যদি মাদকের ভয়াবহতা থেকে আমাদের ভব্যিষৎ প্রজন্মকে রক্ষা করতে না পারি।

তিনি বলেন, আমাদের সন্তানেরা অত্যন্ত মেধাবী। সেই প্রজন্মকে যেদি মাদকাসক্তি থেকে রক্ষা করতে না পারি, তাহলে আমাদের স্বপ্ন অবাস্তবই থেকে যাবে। মাদকের চাহিদা কমাতে হলে মিডিয়ার অনেকখানি গুরুত্ব রয়েছে।

আসাদুজ্জামান খান বলেন, আমরা মাদকের চাহিদা হ্রাসে শুধু ক্রোড়পত্র দেই না, আমরা ছোট ছোট টিভিসি বানাচ্ছি।

06/08/2022

সরল অংক মিলেছে, দাম বাড়ছে বিদ্যুতের।

05/08/2022

Google.com

Mymensingh songbadh Bangladesh সংবাদকে তথ্য দিন ;

05/08/2022

রিক্সায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

01/08/2022

উপজেলা ফুলবাড়ীয়ায় বাড়ছে মাছের চাষ।
ভবানীপুর ফুলবাড়ীয়ায় ময়মনসিংহ।

01/08/2022
29/07/2022

প্রধানমন্ত্রীর এলবাম থেকে সংগৃহীত।
শেখ হাসিনা ও তার বোন এবং মা।

20/07/2022

চট্টগ্রামে ইউরিয়া সার কারখানায়, গ্যাস সংকটে উৎপাদন বন্ধ।

17/07/2022

কোন ভাবেই কাটছে না রাত।
লম্বা লোডশেডিংয়ে ভুগান্তিতে লাখো মানুষ।
ময়মনসিংহের কয়েকটি উপজেলায় এমন হচ্ছে।
ফুলবাড়ীয়া,ভালুকা,, গফরগাঁও,,সহ্য।
আরো উল্লেখ্য।

22/05/2022

জনপ্রিয় কৌতুক অভিনেতা আহসান আলী ভাদাইমা আর নেই। আজ ঢাকার একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন ।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

Want your business to be the top-listed Media Company in Mymensingh?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address

Https://samim-cabal-network. Business. Site/?utm_source=gmb&utm_medium=referral
Mymensingh
222

Other News & Media Websites in Mymensingh (show all)
BD MD MONIR BAI BD MD MONIR BAI
ময়মনসিংহ
Mymensingh, MONIRAAMU

MONIR BAI

A.S.Sabbir A.S.Sabbir
Mymensingh

Sarakkhon Sarakkhon
MASKANDA
Mymensingh, 2200

একটি জাতীয় অনলাইন নিউজ পোর্টাল

Khurshad Alom Madani Khurshad Alom Madani
Fulbaria
Mymensingh

আস্সালামু আলাইকুম আমার Madani Islam পেইজে আপ?

Ajker news 18 Ajker news 18
Mymensingh

সত্যের পথে আমরা অন্যায়ের বিরুদ্ধে প?

GARO News 24 GARO News 24
Sadar Mymensingh
Mymensingh, 2200

This is Independent Media Center. Follow us. Thanks!!

Netrakona Live Netrakona Live
Netrakona
Mymensingh, 2400

নেত্রকোণা জেলা সহ দেশ বিদেশের গুরুত্বপূর্ণ তথ্য গুলো সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ

Salim Hasan TV Salim Hasan TV
Mymensingh

Hello বন্ধুরা কেমন আছো আমার একটি নতুন পেইজ

Liza Digital Liza Digital
Gafargaon
Mymensingh, GAFARGAON

প্রতিমুহূর্তের সংবাদ.....

Islam_Inside Islam_Inside
Mymensingh

তোমরা তাদের মতো হইও না, যারা আল্লাহকে ভুলে গেছে। (সূরা আল-হাশর আয়াত:- ১৯)

Instant News.Press Instant News.Press
Mymensingh

We provide all types of news instantly & Honestly. Here you'll be able to watch video content from local and international issues. We never compromise with authentic news and never...