Islam_Inside
Nearby media companies
Barhatta
2200
2270
2220
Mymensingh Baghara
Sherpur
Mymensingh Baghara 2220
2200
Dhaka
তোমরা তাদের মতো হইও না,
যারা আল্লাহকে ভুলে গেছে।
(সূরা আল-হাশর আয়াত:- ১৯)
😢
বিদায় নিতে চায় না কেউ তবুও নিতে হয়,
আহা কেমন হবে সেই রাত কবরের! 🙂💔
এখনো সময় আছে ফিরে আসুন রবের দিকে।
যেই খাবার আপনার আমার কাছে বর্জিত, সেই'টা খেয়েই অনেকে তার ক্ষুধা মিটায়। 😪সুতরাং, অপচয়ে মিতব্যয়ী হওয়া উচিত ? আল্লাহ আমাদের সবাই'কে সামর্থ দিক কিছু অসহায় মানুষ'কে সহযোগিতা করার তোফিক দান করুক আমিন, ❣️
বলুন জাহা*ন্নামের আ*গুন অধিকতর গরম যদি তারা বুঝতো 🔥😭
ফুটবল প্রেমীদের কুরআন তিলাওয়াত শুনিয়ে অবাক করে দিলো একজন হাফেজ।
আল্লাহ ছাড়া আপন বলতে কেউ নাই!🖤🌸
কিয়ামতের দিনে মানুষ যেসব বিষয় নিয়ে আফসোস করবে!
কুরআনের ৯টি আয়াত সম্বলিত। 🥀
তারা ভুলে গেছে আল্লাহ্কে
তাই তিনিও তাদের ভুলে গেছেন।
(সূরা- তওবা; আয়াতঃ৬৭)
অচিরেই তোমার প্রতিপালক তোমাকে এমন কিছু দান করবেন, যাতে তুমি সন্তুষ্ট হয়ে যাবে।
-[সূরা আদ-দোহা; ০৫]
দুনিয়ার জীবন টা কিচ্ছু না ভাই! 🙂
🎙আবু ত্বহা মুহাম্মাদ আদনান
Follow~Islam_Inside
_নিশ্চয়ই তোমার রবের নিকটই শেষ গন্তব্য!
(সূরা আন-নাজম, আয়াত ৪২)
ধর্ম যার যার, উ*ৎসব তার তার!
সাবধান!!!
মন খারাপের দিনে তুমি
মুচকি হেসে দিও
দুঃখ যতোই থাকনা কেন
সহ্য করে নিও।
চার দেয়ালের যন্ত্রণা সব
তোমার মাঝেই রাখো
জায়নামাজে চুপটি মেরে
রবকে তোমার ডাকো।
কিভাবে??
বন্ধুত্ব ব্যাপারটাই নেয়ামত যদি তা সৎ ও নেক কাজে লাগোয়া থাকে।দেখবেন, একটা সার্কেলের প্রায় বেশিরভাগ সবার মেন্টালিটি সেইম থাকে।একইরকম চিন্তা করে।অর্থাৎ বন্ধুত্ব জিনিসটা প্রভাববিস্তার করে।যে যেমন তার সংগও তেমন।একজন যদি গানের প্রতি আসক্ত হয় বা দেখা গেলো গিটার, মিউজিক ইন্সট্রুমেন্ট নিয়ে খুব আগ্রহী ও দক্ষ তাহলে সার্কেলের বাকি ফ্রেন্ডগুলাও ধীরে ধীরে ওমন হয়ে যায়।সাধারণ একটা সার্কেল গানের ব্যান্ডে পরিণত হয়ে পরে।আবার বিপরীত দিকে কেউ নিয়মিত সালাত আদায়কারী, ওয়াক্তে ওয়াক্তে সুযোগের অপেক্ষা করে কীভাবে ক্লাসটা গ্যাপ দিয়ে বা টিফিন টাইমে মসজিদে গিয়ে সালাত সেরে নেওয়া যায়।আস্তে আস্তে তার সাথে চলা একটার পর একটা বন্ধুর মধ্যে চ্যাঞ্জ লক্ষ্য করা যায়।প্রথমে প্রথমে ক্লাস বাংক দিয়ে পড়ায় ফাঁকি বা উত্তেজনা নিতে মসজিদে গেলেও পরবর্তীতে মসজিদে যেতে যেতে হৃদয় জুড়ে যায় মসজিদের সংগে।দ্বীনি ভাই জুটে।প্যান্ট ও টাখনুর উপরে উঠে, মুখে গজায় ছোট ছোট দাঁড়ি।কেউবা এতই আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে যায় যে জেনারেল লাইন ছেড়ে মাদ্রাসায় চলে যায়।তাহলে একটাবার চিন্তা করা যাক, এই বন্ধুত্ব কতটা ইফেক্টিভ দ্বীনের পথে।
এই ছবিটা কালেক্ট করা।দেখলেই সূকুণ লাগছে।মনের কোণে ক্ষনে ক্ষনে বাজছে, "আমি আমার একটা বন্ধুর হাত'ই বা ছেড়ে দিব কেন? শক্ত করেই ধরব যেন ছুটে যেতে চাইলেও ছুটতে না পারে।টেনে হিচড়ে হলেও ওই জান্নাতের লোভ দেখিয়ে মাসজিদে নিয়ে আসব, বুঝাবো এই দেখ চোখ বুঝলেও কতটা প্রশান্তি।বন্ধুত্ব করেছি কি খালি দুনিয়ার জন্যই?তাহলে আখিরাতে আমার নাজাতের উছিলা কে হবে? এই হাত যখন ধরেছি ছাড়ব না, কখনোই না'।
আখিরাতে সবাই সবার বিপক্ষে চলে যাবে শুধুমাত্র নেককার বন্ধু ব্যতীত।তাই সহোবত জুটান ও বাড়ান।
নামাজ‼️
সুন্দর❤️
দৈহিক নয় বরং অন্তরের সৌন্দর্যকেই গুরুত্ব দেওয়া উচিত! তারচেয়েও মূল্যবান হচ্ছে বিশ্বস্ত দ্বীনদার জীবনসঙ্গী!
এক ব্যাক্তি কে জিজ্ঞেস করা হলো আপনার স্ত্রী এতো কালো তারপরও আপনি কিভাবে তার সাথে সংসার করেন..?
কিভাবে তার হক আদায় করেন..?
আপনাদের মধ্যে কি ভালোবাসা বলতে আদৌও কিছু আছে..?
লোকটা হাসিমুখে উত্তর দিলো, আমার স্ত্রী দুনিয়াতে কালো হলেও আশা করি জান্নাতে সে কালো থাকবে না! আমি তাকে আল্লাহর জন্যই ভালোবাসি এবং আল্লাহর জন্যই আমি তার হক আদায় করি। আমার স্ত্রী কালো হলেও প্রতিদিন তার কপালে চুমু খেতে হয়, দিন শেষে বাড়ি ফেরার সময় তার জন্য ছোট্ট একটি উপহার নিয়ে আসতে হয়.!
আমি এগুলো এজন্যই করি যে আল্লাহ তায়ালা আমার উপর সন্তুষ্ট হবেন।
রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যাক্তি সেই যে তার স্ত্রীর কাছে উত্তম। (তিরমিজি)❤️
আমিও এই হাদিসের উপর আমল করি, স্ত্রীর কাছে উত্তম হওয়ার চেষ্টা করি। আশা করি আল্লাহ তায়ালা আমাকে কবুল করবেন এবং তাকে ও আমাকে একসাথে জান্নাতে রাখবেন! ইনশাআল্লাহ্ 🥰
এমনই হোক স্বামী স্ত্রীর ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য!🤍🌸
হুম🤍
সময়ের কসম!
নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত 🖤
(সূরাঃআসর । ১-২)
رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا
রাব্বির হামহুমা কামা রব্বায়ানি ছগিরা,
আপনার নাম্বারে এখনো যদি এই মানুষটার কল আসে, তাহলে নিশ্চিত পৃথিবীর সেরা ভাগ্যবান মানুষগুলোর মধ্যে একজন আপনি ❤
এই মানুষটা কল দিলে ইগনোর করবেন না৷ শত বিজি থাকলেও অল্প সময় হলেও কথা বলুন৷ অনেক মানুষ আছে যাদের এ নাম্বার থেকে আর কোনো-দিন কল আসবে না।🙂
🖤
জাহান্নাম ‼️
দৃষ্টিকে হেফাজত করতে শিখুন
বেগানা নারী দেখলে দৃষ্টি নিঁচু করে ফেলুন হোক সে আপনার পরিচিত বা অপরিচিত কেউ!
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Website
Address
Mymensingh
Dhaka
Mymensingh, UTHURA
নিজেকে কিছুটা ঘড়ির মতো লাগে-😅 প্রয়োজন ছাড়া কেউ ফিরেও তাকায় না-!🙂🖤
Https://samim-cabal-network. Business. Site/?utm_source=gmb&utm_medium=referral
Mymensingh, 222
সংবাদকে তথ্য দিন ;