Rubel Digital Service Center
#অনলাইন পয়েন্টঃ #স্টুডিও #স্টেশনারি #ম?
https://www.facebook.com/100050476990088/posts/905052217854003/?mibextid=CDWPTG
২০২৩ সালের এস.এস.সি./সমমান পরীক্ষায় উত্তীৰ্ণ সকল ছাত্র-ছাত্রীদের অভিনন্দন।
ডাচ্-বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যায়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে আসছে। এই ধারাবাহিকতায় ২০২৩ সালের এস.এস.সি./সমমান পরীক্ষায় উত্তীৰ্ণ মেধাবী শিক্ষার্থী, শিক্ষা ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
আবেদনের ঠিকানা: https://app.dutchbanglabank.com/DBBLScholarship/
ভর্তি বিজ্ঞপ্তি
ইংরেজি ভাষা শিক্ষা কোর্সে প্রশিক্ষণের সুযোগ
2022-2023 শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপে অনলাইন আবেদন সম্পর্কিত জরুরী বিজ্ঞপ্তি
“রুবেল“ ডিজিটাল সার্ভিস সেন্টার
গোপালপুর বাজার, তারাকান্দা, ময়মনসিংহ।
আমাদের সেবাসমূহ:
অনলাইন পয়েন্টঃ
স্কুল/ কলেজ/ মেডিকেল/ বিশ্ববিদ্যালয়সহ সকল ভর্তির আবেদন
ও ফরম পূরণ, সরকারি বেসরকারী সকল চাকুরির আবেদন, নতুন জন্ম নিবন্ধন ফরম পূরণ/ভূল সংশোধনের আবেদন, নতুন এন-আইডি/জাতীয় পরিচয়পত্রের আবেদন/উত্তোলন/ সংশোধন, ট্রেন ও বিমান এর টিকেট, ভিসা, ই-পাসপোর্ট ফরম পূরণ, ই-টিন, ভ্যাট রেজিষ্ট্রেশন, কোভিড-১৯ টিকার আবেদন/সনদ/টিকা কার্ড প্রিন্ট, প্রশ্ন, সিভি/বায়োডাটা, চারিত্রিক সনদ, জিডি ও চুক্তিপত্রসহ সকল প্রকার কম্পিউটার কম্পোজ।
মোবাইল ব্যাংকিং:
বিকাশ, রকেট,নগদ, শিওর ক্যাশ, টেপ, উপায় ইত্যাদি (বিদ্যুৎ, গ্যাস, টিভি ও ইন্টারনেটসহ সকল প্রকার বিল পরিশোধ করা যায়)।
টেলিকম সেবাঃ
সকল প্রকার মোবাইল অপারেটর সিম বিক্রয়/রিপ্লেস/রিচার্জ/ ও মালিকানা পরিবর্তন করা হয়।
ষ্টুডিও:
নতুন ছবি, ছবি থেকে ছবি, মোবাইল/ মেমোরী থেকে ছবি, স্ক্যান, রঙিন/সাদা-কালো প্রিন্ট, এবং লেমিনেটিং করা যায়।
স্টেশনারিঃ
খাতা, কলম, রাবার, পেন্সিল, ফাইল, পেপারসহ সকল প্রকার প্রয়োজনীয় স্টেশনারি মালামাল পাওয়া যায়।
প্রোপাইটরঃ
ফয়জুর রহমান (রুবেল)
মোবাইল: 01874627231
ই-মেইল : [email protected]
page: https://www.facebook.com/rubeldigitalservicecenter/
Facebook Group: গোপালপুর ডিজিটাল সার্ভিস সেন্টার
বিঃদ্রঃ নিয়মিত সকল চাকুরির আবেদনের তথ্য এবং রিচার্জ অফার পেতে উপরোক্ত পেইজ ও গ্রুপে যুক্ত থাকুন।
New ⌚
ভর্তি চলছে
#ময়মনসিংহ_কারিগরি_প্রশিক্ষণ_কেন্দ্র
Xl*➡️কাজের তালিকা⬅️*
এনআইডি সংশোধন
➡️নাম,ঠিকানা,বয়স--১/৭ দিনে কাজ হবে
কোভিড-১৯ যেকোনো কাজ
➡️টিকা এন্ট্রি,ব্যাকডেট সার্টিফিকেট,যেকোনো সংশোধন--১দিনে কাজ হবে
নেটওয়ার্ক সার্ভিস
➡️যে কোন নাম্বারের কল লিস্ট-৩ মাস - ⏰২৪ ঘন্টা*
➡️যেকোনো নাম্বার থেকে লাস্ট লোকেশন - ⏰১ঘন্টা*
➡️হারিয়ে বা পালিয়ে যাওয়া ব্যক্তির লোকেশন -⏰১ঘন্টা*
➡️Imei দিয়ে হারানো ফোনের লোকেশন -⏰২৪ ঘন্টা*
➡️যে কোন নাম্বারের বায়োমেট্রিক তথ্য /কোন এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা তা বের করা যাবে*
জিপি-
বাংলালিংক-
টেলিটক-
রবি-
এয়ারটেল-
যাদের লাগবে দ্রুত ইনবক্স করুন (চার্জ প্রযোজ্য)।
হজযাত্রীদের-বয়সসীমা-সংক্রান্ত-বিজ্ঞপ্তি।
https://hajj.gov.bd/wp-content/uploads/2023/03/%E0%A6%B9%E0%A6%9C%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A7%9F%E0%A6%B8%E0%A6%B8%E0%A7%80%E0%A6%AE%E0%A6%BE-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A5%A4.pdf
Rubel Digital Service Center
৯১তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের অনলাইন-এ আবেদন গ্রহণ শুরু
৯১তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের অনলাইন-এ আবেদন গ্রহণ শুরু হয়েছে। বিস্তারিত নির্দেশাবলী এবং অনলাইনে আবেদন করার জন্য 'Current Circulars' অংশ দেখুন।
৯১তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স
আবেদনের সময়কাল: ২৪ ফেব্রুয়ারি ২০২৩ হতে ২৪ এপ্রিল ২০২৩
শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করার জন্য অনুরোধ করা হলো।
বিশেষভাবে লক্ষ্যনীয়ঃ এই ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাত্র কমিশন্ড অফিসারের নিয়োগ আবেদন গ্রহণ করা হয়। সৈনিক / জেসিও বা অন্যান্য পদের আবেদনের জন্য http://army.teletalk.com.bd/ লিঙ্কে ক্লিক করুন।
বিশেষ নির্দেশনা:
১. বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর অধীনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন না।
আবেদনকারীর ধরন
বিশেষভাবে লক্ষ্যনীয়, আবেদন শুরুর পূর্বে আবেদনকারীর ধরণ অংশটি পড়ে আপনার প্রার্থীতার ধরণ নির্ধারণ করুন।
ক্যাটাগরী প্রার্থীর বিবরণ
সাধারণ (General) ১২ ক্যাডেট কলেজ, এমসিএসকে, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ক্যাটাগরী ব্যতিত আবেদনকারীগণ সাধারণ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।
ক্যাডেট কলেজ (Cadet College)
(স্ব স্ব কলেজের মাধ্যমে আবেদন করতে হবে) শুধুমাত্র ১২ ক্যাডেট কলেজ এর আবেদনকারী প্রার্থীগণ ক্যাডেট কলেজ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। এ ক্ষেত্রে প্রার্থীকে ক্যাডেট নাম্বার, ব্যাচ নাম্বার এবং ক্যাডেট কলেজের নাম উল্লেখ করতে হবে।
এমসিএসকে (MCSK) প্রার্থী
(স্ব স্ব কলেজের মাধ্যমে আবেদন করতে হবে) শুধুমাত্র মিলিটারী কলেজিয়েট স্কুল, খুলনা (এমসিএসকে) এর আবেদনকারী প্রার্থীগণ এমসিএসকে প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। এ ক্ষেত্রে প্রার্থীকে এমসিএসকে নাম্বার, ব্যাচ নাম্বার উল্লেখ করতে হবে।
বিএনসিসি প্রার্থী (BNCC)
(স্ব স্ব রেজিমেন্টের মাধ্যমে আবেদন করতে হবে) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সদর দপ্তরের আওতাধীন ০৫টি রেজিমেন্টের আবেদনকারীগণ বিএনসিসি প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। এ ক্ষেত্রে প্রার্থীকে বিএনসিসি ক্যাডেট নাম্বার এবং রেজিমেন্ট এর নাম উল্লেখ করতে হবে।
সশস্ত্র বাহিনীর প্রার্থী (Sainik) বর্তমানে যে সকল আবেদনকারী প্রার্থীগণ সশস্ত্র বাহিনীতে (সেনা/নৌ/বিমান বাহিনী) কর্মরত আছেন শুধুমাত্র সে সকল আবেদনকারী প্রার্থীগণ সশস্ত্র বাহিনী প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। এ ক্ষেত্রে প্রার্থীকে সৈনিক নাম্বার, বর্তমানে কর্মরত ইউনিটের নাম এবং যোগদানের তারিখ উল্লেখ করতে হবে।
বয়স:
০১ জানুয়ারি ২০২৪ তারিখে ১৬ বছর ৬ মাস হতে ২১ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়); সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য ০১ জানুয়ারি ২০২৪ তারিখে ১৮-২৩ বছর।
শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম):
(১) জাতীয় মাধ্যম: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় যে কোন একটিতে জিপিএ ৫.০০ ও অন্যটিতে জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ।
(২) ইংরেজী মাধ্যম: 'ও' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে 'এ' গ্রেড, ৩টিতে 'বি' গ্রেড এবং 'এ' লেভেলে ২ টি বিষয়েই ন্যুনতম 'বি' গ্রেড পেয়ে উত্তীর্ণ।
অথবা,
'ও' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ২টিতে 'এ' গ্রেড, ৩টিতে 'বি' গ্রেড ও ১টিতে 'সি' গ্রেড এবং 'এ' লেভেলে ২ টি বিষয়েই ১টিতে 'এ' গ্রেড ও ১টিতে 'বি' গ্রেড পেয়ে উত্তীর্ণ।
(৩) সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য: এইচএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যুনতম জিপিএ ৪.০০ পেয়ে উত্তীর্ণ।
(৪) ২০২৩ সালের নিয়মিত এইচএসসি/'এ' লেভেল পরীক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া: বিশেষভাবে উল্লেখ্য, ২০২৩ সালের নিয়মিত এইচএসসি/'এ' লেভেল পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন; এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি জিপিএ-৫.০০/'ও' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে 'এ' গ্রেড, ৩টিতে 'বি' গ্রেড/সমমান ফলাফল থাকতে হবে। নির্বাচিত প্রার্থীগণ এইচএসসি/'এ' লেভেল পরীক্ষায় অংশগ্রহণের পরই আইএসএসবি'তে অংশগ্রহণ করতে পারবেন। উভয় মাধ্যমের ক্ষেত্রে বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই এইচএসসি/'এ' লেভেল পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে হবে; ফলাফল ব্যতীত কোন প্রার্থী বিএমএ-তে যোগদান করতে পারবে না।
শারীরিক যোগ্যতা (ন্যূনতম)
শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের জন্য মহিলা প্রার্থীদের জন্য
উচ্চতা ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) ১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি)
ওজন* ৫৪ কিলোগ্রাম (১২০ পাউন্ড) ৪৭ কিলোগ্রাম (১০৪ পাউন্ড)
বুক স্বাভাবিক-৩০ ইঞ্চি, প্রসারণ-৩২ ইঞ্চি স্বাভাবিক-২৮ ইঞ্চি, প্রসারণ-৩০ ইঞ্চি
*উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্রবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
জাতীয়তা: জন্ম সূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে।
জাতীয় পরিচয়পত্র: চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বিএমএ'তে যোগদানের পূর্বে জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করার জন্য পরামর্শ দেয়া হলো।
ফ্রী অফার!
★"কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন" কোর্স টি পারফেক্ট কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট থেকে সম্পূর্ণ ফ্রী করতে পরবেন, শুধু মাত্র একটি পরীক্ষার মাধ্যমে।
★পরীক্ষা দিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীই ফ্রী ক্লাস করতে পারবেন।
★আসন সংখ্যা মেধা তালিকায় প্রথম ৫০ জন।
★পরীক্ষার বিষয় বস্তু : বাংলা -১৫, সাধারণ জ্ঞান -১৫, ময়মনসিংহ বিভাগ -১৫, কম্পিউটার বেসিক -১৫.
★৬০ মার্কের MCQ পরীক্ষা হবে। পাশ মার্ক ৩০.
★পাশ করা শিক্ষার্থীরাই কেবল ফ্রী ক্লাস করার সুযোগ থাকবে।
★যারা পাশ করতে পারবে না তাদের জন্য থাকবে সহজ এবং বিশেষ অফার!
★আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করতে পারেন,
পারফেক্ট কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট
মাসকান্দা, পলিটেকনিক মোড়ে, মসজিদ মার্কেটের দ্বিতীয় তলা,ময়মনসিংহ।
ফোন :০১৭৫৭-৬৭৪৩৯৮
একটি ঠিকাদারী কোম্পনীর প্রধান কার্যালয়ের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি:
পোস্ট: ফ্রন্ট ডেস্ক অফিসার কাম কম্পিউটার অপারেটর ।
যোগ্যতা: কমপক্ষে HSC ও কম্পিউটার অপারেটর হিসাবে ০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অফিস ঢাকা সিটির মধ্যে, নির্বাচিত প্রার্থীগণকে অফিসের সম্পূর্ণ ঠিকানা জানিয়ে দেওয়া হবে।
অভিজ্ঞ প্রার্থীগণকে নিম্নের ই-মেইল আইডিতে CV পাঠানোর জন্য অনুরোধ জানাচ্ছি:
[email protected]
চাকরি: সিনিয়র স্টাফ নার্স
লেক ভিউ ক্লিনিক
খালি পদ: নির্দিষ্ট নয়
চাকরির ধরন: ফুল টাইম
অভিজ্ঞতা: ২ থেকে ৬ বছর
কর্মস্হল: ঢাকা (গুলশান)
বেতন: আলোচনা সাপেক্ষ
আবেদনের শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারী ২০২৩
উৎস
বিডিজবস.কম অনলাইন জব পোস্টিং
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস/ডিগ্রী) ভর্তি কার্যক্রম অনলাইন প্রাথমিক আবেদন ১৮সেপ্টেম্বর বিকাল ৪টা থেকে শুরু হয়ে ১১ অক্টোবর ২০২২ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীরা রুবেল ডিজিটাল সার্ভিস সেন্টারে এসে অথবা অনলাইনের মাধ্যমেও ভর্তির আবেদন করতে পারবেন।
সরকারি প্রশিক্ষণ
Xiaomi Mi A3
এই মোবাইল টি বিক্রয় করা হবে। যারা নিতে আগ্রহী সরাসরি গোপালপুর বাজার রুবেল ডিজিটাল সার্ভিস সেন্টার এ যোগাযোগ করুন। অযথা বিরক্ত করবেন না।
MAIN CAMERA = Triple 48 MP, f/1.8, (wide), 1/2.0", 0.8µm, PDAF
8 MP, f/2.2, 13mm (ultrawide), 1/4.0", 1.12µm
2 MP, f/2.4, (depth)
Features LED flash, HDR, panorama
Video 4K@30fps, 1080p@30/60/120fps
SELFIE CAMERA = Single 32 MP, f/2.0, 26mm (wide), 1/2.8", 0.8µm
Features HDR
Video 1080p@30fps
MEMORY Internal= 64GB 4GB RAM
BATTERY Type = Li-Po 4030 mAh, non-removable
Charging Fast charging 18W
Quick Charge 3
যোগাযোগ: 01690-194049
এসএসসি পরীক্ষা- ২০২২ এর সংশোধিত সময়সূচী
PDF LINKhttps://www.mymensingheducationboard.gov.bd/public/notice/post-0ce69cb592ebb26fe56476b83e028746.pdf
শিক্ষাবৃত্তির জন্য অনলাইনে আবেদন চলছে...
২০২১-২০২২ অর্থবছরের জন্য সরকারের অসামরিক খাতের ১৩ হতে ২০ গ্রেডে কর্মরত কর্মচারীর (ডাক, তার ও দূরালাপনী, বাংলাদেশ রেলওয়ে, বিজিবি ও বাংলাদেশ পুলিশ বিভাগে নিযুক্ত কর্মচারীগণ ব্যতীত) ও বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত (১৩ হতে ২০ গ্রেড) কর্মচারীর সন্তানদের ‘শিক্ষাবৃত্তি’ সরকারি ও বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার সকল গ্রেডের অক্ষম, অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীর সন্তানদের ‘শিক্ষাবৃত্তি’র জন্য অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
শর্ত ও দরখাস্ত করার নিয়মাবলী
(শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে, আবেদনের কোন হার্ডকপি গ্রহণ করা হবে না।):
১। ১৩-২০ গ্রেডে কর্মরত সরকারি ও বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার কর্মচারীর সন্তানদের ৬ষ্ঠ শ্রেণি থেকে সর্বোচ্চ পর্যায়ে অধ্যয়নরত অনধিক ২ (দুই) সন্তানের জন্য ‘শিক্ষাবৃত্তি” এবং সরকারি ও বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার সকল গ্রেডের অক্ষম, অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীর ৯ম শ্রেণি থেকে সর্বোচ্চ পর্যায়ে অধ্যয়নরত অনধিক ২ (দুই) সন্তানের জন্য ‘শিক্ষাবৃত্তি’র আবেদন করতে পারবেন;
২। ঢাকা মহানগরীতে কর্মরত কর্মচারীদের ক্ষেত্রে ঢাকা মহানগর ও বিভাগের কর্মচারীদের ক্ষেত্রে নিজ নিজ বিভাগীয় কার্যালয়ে অনলাইনে আবেদন করতে হবে;
৩। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ওয়েব সাইট (www.bkkb.gov.bd ) এর “শিক্ষাবৃত্তির অনলাইন আবেদন” লিংকটিতে ক্লিক করে অথবা ব্রাউজারের এড্রেস বারে eservice.bkkb.gov.bd টাইপ করে Enter চাপুন;
৪। হোম পেজ থেকে রেজিস্ট্রেশন” বাটনে ক্লিক করলে একটি পাতা আসবে। ১৩-২০ গ্রেডে কর্মরত সরকারি কর্মচারীর সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন করার জন্য কর্মচারীর ধরণ কর্মরত এবং কর্মচারীর কর্মক্ষেত্রের ধরণ পছন্দ করতে হবে। উল্লেখ্য কর্মচারীর ধরণ “কর্মরত এবং কর্মচারীর কর্মক্ষেত্রের ধরণ “রাজস্বখাতভুক্ত” বাছাই করলে পে-ফিক্সেশন নম্বর ও জাতীয় পরিচয় পত্রের নম্বর দিতে হবে।
৫। সরকারি ও তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার সকল গ্রেডের অক্ষম/ অবসরপ্রাপ্ত/ মৃত কর্মচারীর সন্তানদের শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে “অক্ষম/ মৃত/ অবসরপ্রাপ্ত পছন্দ করতে হবে। উল্লেখ্য কর্মচারীর ধরণ অক্ষম/ মৃত/ অবসরপ্রাপ্ত বাছাই করলে কোন পে-ফিক্সেশন নম্বর লাগবে না, শুধু জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে হবে;
৬। ১৩-২০ গ্রেডে কর্মরত সরকারি কর্মচারীগণকে অর্থ বিভাগের পে-ফিক্সেশন এর ভেরিফিকেশন নম্বর ও বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্কার কর্মচারীগণ জাতীয় পরিচয়পত্র নম্বর (১০ অথবা ১৭ ডিজিটের), মোবাইল নম্বরসহ অন্যান্য তথ্যাদি দিয়ে “রেজিস্ট্রেশন করুন” বাটনে ক্লিক করার পর আপনার মোবাইল নম্বরে ৬ ডিজিটের একটি ভেরিফিকেশন কোড যাবে। এই কোড নম্বরটি দিয়ে “Submit বাটনে ক্লিক করলে অভিনন্দন, আপনার নিবন্ধন সফলভাবে সম্পূর্ন হয়েছে। এই ম্যাসেজ টি দেখাবে। কোড প্রদানের সময়সীমা ১৫ মিনিট। অনলাইনে আবেদন করার জন্য বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে একবারই রেজিস্ট্রেশন করতে হবে।
৭। সফটওয়্যারে লগইন করার জন্য হোম পেজ থেকে “দগইন” বাটনে ক্লিক করে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে;
৮। শিক্ষাবৃত্তির আবেদন করার জন্য শিক্ষাবৃত্তির আবেদন করতে এইখানে ক্লিক করুন এই লিংকটিতে ক্লিক করে নির্দেশাবলী অনুযায়ী পরবর্তী খাপে আবেদন ফরম পূরণ করতে হবে;
৯। আবেদন ফরমের প্রতিটি কলাম যথাযথভাবে পূরণ করে কর্মচারীর ছবি ও স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে।
১০। ফরম যথাযথভাবে পূরণ করে “সংরক্ষণ করুন” বাটনে ক্লিক করে আবেদন প্রিন্ট করুন, সংশোধন করুন, ডাউনলোড করুন ৩টি বাটন পাবেন;
১১। আবেদন ফরম প্রিন্ট করার পর শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর ও সীল, অফিস কর্তৃপক্ষের স্বাক্ষর ও সীল এবং স্মারক নং ও তারিখ দিয়ে পূর্ণাঙ্গ পুরণকৃত ফরমের স্ক্যান কপি ও ছাত্র/ছাত্রী বিগত বাৎসরিক/ বোর্ড/ সেমিস্টার/ টার্ম ফাইনাল যে পরীক্ষায় পাস করেছে তার মূল মার্কশীট এর ফটোকপি ১ম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক/ শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক কর্তৃক সত্যায়িত করে স্ক্যান কপি এবং কর্মচারী অবসরপ্রাপ্ত হলে অবসর গ্রহনের আদেশের অথবা মৃত হলে মৃত্যুসনদের সত্যায়িত স্ক্যান কপি চূড়ান্তভাবে দাখিল” বাটনে ক্লিক করে দাখিল করতে হবে। আবেদনটি সফলভাবে দাখিল হলে আবেদনকারী তাঁর মোবাইল ফোনে আবেদন গ্রহণের ডায়েরি নম্বর ও তারিখ সম্বলিত একটি ক্ষুদেবার্তা পাবেন এবং পরবর্তীতে অনলাইনে লগইন করে তার আবেদনের অবস্থা সম্পর্কে জানতে পারবেন;
১২। স্বামী/স্ত্রী উভয়ই সরকারি চাকরিতে কর্মরত হলে কেবল একজনই সন্তানদের শিক্ষাবৃত্তি’ লাভের জন্য আবেদন করতে পারবেন;
১৩। চাকরিরত, অনিয়মিত এবং বিবাহিত এরুপ ছাত্র/ছাত্রীগণ এ ‘শিক্ষাবৃত্তি’ লাভের যোগ্য নন;
১৪। ১৩-২০ গ্রেডে কর্মরত সরকারি কর্মচারীর সন্তানদের শিক্ষাবৃত্তি পাওয়ার জন্য বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র/ ছাত্রীকে পূর্ববর্তী বাৎসরিক / বোর্ড/ সেমিস্টার/ টার্ম ফাইনাল পরীক্ষায় প্রত্যেক বিষয়ে উত্তীর্ণ হয়ে নিম্নবর্ণিত জিপিএ/সিজিপিএ অর্জন করতে হবে।
শ্রেণী শিক্ষাবৃত্তি পাওয়ার যোগ্যতা
মাধ্যমিক (৬ষ্ঠ-১০ম শ্রেণি) জিপিএ ৩ অথবা গড়ে ৫০% নম্বর
উচ্চ মাধ্যমিক (একাদশ-দ্বাদশ) জিপিএ ৩ অথবা গড়ে ৫০% নম্বর
উচ্চশিক্ষা (স্নাতক-স্নাতকোত্তর) নুন্যতম সিজিপিএ ২.৫
১৫। সরকারি ও তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার অক্ষম/ অবসরপ্রাপ্ত/মৃত কর্মচারীর সন্তানদের শিক্ষাবৃত্তি পাওয়ার বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র/ছাত্রীকে পূর্ববর্তী বাৎসরিক/বোর্ড/সেমিস্টার/ টার্ম ফাইনাল পরীক্ষায় বিষয়ে উত্তীর্ণ হয়ে নিম্নবর্ণিত জিপিএ/ সিজিপিএ অর্জন করতে হবে:
শ্রেণী শিক্ষাবৃত্তি পাওয়ার যোগ্যতা
মাধ্যমিক (নবম দশম শ্রেণি) জিপিএ ৩ অথবা গড়ে ৫০% নম্বর
উচ্চ মাধ্যমিক (একাদশ-দ্বাদশ) জিপিএ ৩ অথবা গড়ে ৫০% নম্বর
উচ্চশিক্ষা (স্নাতক, স্নাতকোত্তর) নুন্যতম সিজিপিএ ২.৫
আবেদনের শেষ সময়ঃ
২৭ এপ্রিল ২০২২ তারিখ সকাল ৯.০০টা থেকে ২০ মে ২০২২ বিকাল ৫.০০ টার মধ্যে দাখিলকৃত আবেদনসমূহ বিবেচনার জন্য গৃহীত হবে।
আমরা প্রতিনিয়ত শিক্ষা ও সরকারি-বেসরকারি চাকরির সর্বশেষ আপডেট সবার আগে প্রকাশ করে থাকি। শিক্ষা ও সরকারি-বেসরকারি চাকরির সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
গোপালপুর বাজার, তারাকান্দা, ময়মনসিংহ
Mymensingh
2203