Global Architect & Engineering Consultant
Since 2018 Global Architect & Engineering Consultant has been provided Structural & Architectural de
# নতুন প্রজেক্ট
# ছয় তলা আবাশিক ভবন এর জন্য মাটি পরীক্ষার কাজ চলছে ৷
ক্লায়েন্ট:
১/মোঃ সিরাজ উদ্দিন ৷
২/ মোঃ উজ্জল মিয়া |
৩/ মোঃ মোফাজ্জল হোসেন ৷
৪/ মোঃ তোফাজ্জল হোসেন মেম্বার ৷
লোকেশন:
আরিফ ৩ নং গেইট সংলগ্ন জামিরদিয়া, ভালুকা , ময়মনসিংহ |
Project
test
Location: Shamgang, Netrokona
Project
# Soil Test
Slab Casting
Location: Dobalia para
Project
test
# Four Storied Residential Building
# Location: Dubalia para, Jamirdia,
Valuka, Mymensingh.
নতুন প্রজেক্টের মাটি পরীক্ষার কাজ চলছে ।
তারিখ-২৬/১২/২০২১
নতুন প্রজেক্টের মাটি পরীক্ষার কাজ চলছে ।
ছাদ ঢালাই চলছে ।
প্রজেক্ট: আ: ছালাম ভিলা
লোকেশন: জামিরদিয়া ডুবালিয়া পাড়া,
ভালুকা, ময়মনসিংহ।
Kashem Villa
Slab Casting Progress..
Date-04/10/21
নতুন প্রজেক্ট এ
পাঁচ তলা বিল্ডিং এর
মাটি পরীক্ষার কাজ চলছে ।
** #মোট ১৮৫০ স্কয়ার ফুটের ৩ তলা বাড়ির_ডিজাইন**
#প্রজেক্টের নামঃ প্রধান ভিলা ।
প্রজেক্টের ঠিকানাঃ আইডিয়াল মোর ।
জামিরদিয়া, ভালুকা, ময়মনসিংহ।
#ক্লায়েন্টঃ মোঃ জহিরুল ইসলাম প্রধান ।
এরিয়াঃ মূলবাড়িটি সর্বমোট ১৮৫০ স্কয়ার ফিট বা সোয়া ৪ শতক জমির উপর করা ।
খরচ:- আনুমানিক খরচ ৮০ লক্ষ টাকা ।
#বাড়িটির ডিটেইলস
বাড়িটির নিচ তলা থেকে তিন তলা পর্যন্ত মোট ১৬ টি রুম রয়েছে ।
*নিচ তলায় ৩ টি রুম এবং ১ টি দোকান রয়েছে ।
* দ্বিতীয় এবং তৃতীয় ফ্লোরে সেমি সিঙ্গেল ইউনিট করা হয়েছে ।
* প্রতি টি রুমের সাথে এটাচ বাথরুম ও একটি কিচেন এবং
একটি বারান্দা রয়েছে।
#যেকোন ধরনের ডিজাইন পেতে যোগাযোগ করুন—
🖊Engr. Md. Nazmul Islam, BSc Engineer (Civil)
☎Cell: +8801721-028350, 01914-790980
📧Email: [email protected]
☑ # Global Architect & Engineering Consultant.
🏫Address: Abul kashem Market, Jamirdia Square Masterbari, Bhaluka, Mymensingh.
#স্ট্রাকচারাল #আরকিটেকচার #ইলেকট্রিক্যাল #প্ল্যাম্বিং #বাড়িরপ্ল্যান #বাড়িরডিজাইন #ফ্লোরপ্ল্যান #আর্কিটেকচারফার্ম #ডিজাইনফার্ম #সুন্দরবাড়িরডিজাইন #আকর্ষণীয়বাড়িরডিজাইন #ডুপ্লেক্সডিজাইন #ল্যান্ডস্কেপডিজাইন #ইন্টেরিয়রডিজাইন #আধুনিকবাড়িরডিজাইন #মডার্নডিজাইন #নকশা #
** #মোট ১৪০০ স্কয়ার ফুটের ৩ তলা বাড়ির_ডিজাইন**
#প্রজেক্টের নামঃ এনামুল ভিলা
প্রজেক্টের ঠিকানাঃ আকন্দ বাড়ি মোর,
সিডসটোর বাজার, ভালুকা, ময়মনসিংহ।
#ক্লায়েন্টঃ মোঃ এনামুল হক ।
এরিয়াঃ মূলবাড়িটি সর্বমোট ১৪০০ স্কয়ার ফিট বা সোয়া ৩ শতক জমির উপর করা ।
খরচ:- আনুমানিক খরচ ৬০-৬৫ লক্ষ টাকা ।
#বাড়িটির ডিটেইলস
বাড়িটির নিচ তলা থেকে তিন তলা পর্যন্ত মোট ১২ টি রুম রয়েছে ।
*প্রতিটি ফ্লোরে ৪ টি করে রুম রয়েছে ।
* প্রতিটি ফ্লোরে 2 টি ইউনিট করা হয়েছে ।
* প্রতি ইউনিট এ 2 টি রুম সাথে এটাচ বাথরুম ও একটি কিচেন এবং
একটি বারান্দা রয়েছে।
#যেকোন ধরনের ডিজাইন পেতে যোগাযোগ করুন—
🖊Engr. Md. Nazmul Islam, BSc Engineer (Civil)
☎Cell: +8801721-028350, 01914-790980
📧Email: [email protected]
☑ # Global Architect & Engineering Consultant.
🏫Address: Abul kashem Market, Jamirdia Square Masterbari, Bhaluka, Mymensingh.
#স্ট্রাকচারাল #আরকিটেকচার #ইলেকট্রিক্যাল #প্ল্যাম্বিং #বাড়িরপ্ল্যান #বাড়িরডিজাইন #ফ্লোরপ্ল্যান #আর্কিটেকচারফার্ম #ডিজাইনফার্ম #সুন্দরবাড়িরডিজাইন #আকর্ষণীয়বাড়িরডিজাইন #ডুপ্লেক্সডিজাইন #ল্যান্ডস্কেপডিজাইন #ইন্টেরিয়রডিজাইন #আধুনিকবাড়িরডিজাইন #মডার্নডিজাইন #নকশা #
O P C এবং P C C সিমেন্টের মধ্যে পার্থক্য :
OPC:
1. OPC এর পূর্ণরূপ হলো ordinary portland cement.
2. OPC তে clinker এর পরিমান 95%- 100%.
3.পানি যোজিত এলাকায় কাঠামো নির্মাণে OPC cement ব্যবহার করা হয়।
4. জমাট বাধার সময় সময় প্রাথমিক 30 মিনিট এবং চুড়ান্ত 10 ঘন্টার কম।
5. OPC Cement এর শক্তি PCC Cement এর চেয়ে 100 psi বেশি।
PCC:
1. PCC এর পূর্ণরূপ হলো Portland composite cement.
2. PCC তে clinker এর পরিমাণ 65%-79%.
3. সাধারণ কাঠামো নির্মাণে PCC Cement ব্যবহার করা হয়।
4. জমাট বাধার প্রথমিক সময় 30 মিনিট এবং চুড়ান্ত 10 ঘন্টা।
5. PCC Cement এর শক্তি OPC এর চেয়ে 100 Psi কম।
HAPPY ENGINEER'S DAY
আজ ২০/০৩/২০২১ তারিখে প্রধান বাড়ি জামে মসজিদের Footing Casting হয়েছে ।
Footing Casting চলছে ।
প্রজেক্ট : ডুবালিয়া পাড়া ।
** #মোট ২৯০০ স্কয়ার ফুটের ৬ তলা বাড়ির_ডিজাইন**
#প্রজেক্টের নামঃ কাশবন ভিলা
প্রজেক্টের ঠিকানাঃ ডোবালিয়া পাড়া,
জামিরদিয়া, ভালুকা, ময়মনসিংহ।
#ক্লায়েন্টঃ মোঃ আব্দুল মতিন ।
এরিয়াঃ মূলবাড়িটি সর্বমোট ২৯০০ স্কয়ার ফিট বা পোনে ৭ শতক জমির উপর করা ।
খরচ:- আনুমানিক ২ কোটি ২০ লক্ষ টাকা ।
#বাড়িটির ডিটেইলস
বাড়িটির নিচ তলা থেকে ছয় তলা পর্যন্ত মোট ৪৮ টি রুম রয়েছে ।
*প্রতিটি ফ্লোরে ৮ টি করে রুম রয়েছে ।
* প্রতিটি রুম সেমি ইউনিট করা হয়েছে ।
* প্রতিটি রুমে এটাচ বাথরুম একটি কিচেন এবং একটি বারান্দা রয়েছে।
#যেকোন ধরনের ডিজাইন পেতে যোগাযোগ করুন—
🖊Engr. Md. Nazmul Islam, BSc Engineer (Civil)
☎Cell: +8801721-028350, 01914-790980
📧Email: [email protected]
☑ # Global Architect & Engineering Consultant.
🏫Address: Abul kashem Market, Jamirdia Square Masterbari, Bhaluka, Mymensingh.
#স্ট্রাকচারাল #আরকিটেকচার #ইলেকট্রিক্যাল #প্ল্যাম্বিং #বাড়িরপ্ল্যান #বাড়িরডিজাইন #ফ্লোরপ্ল্যান #আর্কিটেকচারফার্ম #ডিজাইনফার্ম #সুন্দরবাড়িরডিজাইন #আকর্ষণীয়বাড়িরডিজাইন #ডুপ্লেক্সডিজাইন #ল্যান্ডস্কেপডিজাইন #ইন্টেরিয়রডিজাইন #আধুনিকবাড়িরডিজাইন #মডার্নডিজাইন #নকশা #
# Grade Beam Casting চলছে ।
Footing Casting চলছে ।
নতুন বিল্ডিং এর মাটি পরীক্ষার কাজ চলছে ।
# আজ ৩০/১০/২০২০ তারিখে পবিত্র শুক্রবারে জুমার নামাজের পর জামিরদিয়া উওর পাড়া প্রধানবাড়ী জামে মসজিদের পাঁচ তলা ফাউন্ডেশনের শুভ উদ্ভোধন করা হয় । উক্ত কাজে উপস্থিত ছিলেন ১০ নং হবিরবাড়ীর সম্মানীত চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু ও ৫ নং ওয়ার্ডের মেম্বার মোঃ আবুল হাসেম এবং হাজী মোঃ বিল্লাল হোসেন সহ এলাকার আর অনেক সম্মানিত ব্যক্তি বগ উপস্থিত ছিলেন ।
# Five (5) Storied Mosjid Building.
# Design By:
Global Architect & Engineering Consultant.
# Location: Jamirdia, Bhaluka, Mymensingh
মাটি পরিক্ষার রিপোর্ট চেনার সহজ উপায়।
খুব সহজেই Soil Test এর N ভেল্যু দেখে জেনে নিন মাটির অবস্থা....
✅ N value 2 বা এর কম হলে Very Soft মাটি বুঝতে হবে , যার ভার বহন ক্ষমতা প্রতি বর্গমিটারে মাত্র 2 টন।
✅ N value 2-5 হলে Soft মাটি, ভারবহন ক্ষমতা 2-5 Ton/ Sqm.
✅ N value 5-9 হলে Medium মাটি, ভারবহন ক্ষমতা 5-10 T/ Sqm
✅ N value 9-17 হলে Stiff বা শক্ত মাটি, ভারবহন ক্ষমতা 10-20T/ Sqm
✅ N value 17-33, Very Stiff বা খুবই শক্ত মাটি, ভারবহন ক্ষমতা 20-40 T/ Sqm
✅ N value 33 এর উপরে হলে Hard বা খুবই কঠিন মাটি বুঝতে হবে, যার ভার বহন ক্ষমতা বর্গমিটার 40 Ton এর উপরে
⏩Reff.......BNBC, Soil & Foundation⏪
কতটুকু জমির জন্য কতটি বোরহোল করতে হবে❓
✅ ৩ কাঠা পর্যন্ত জমির জন্য ৩ টি।
✅ ৩-৫ কাঠার জন্য ৫টি।
✅ ৫-১০ কাঠার জন্য ৮ টি বোরহোল প্রযোজ্য।
⏩Reff..BUET, TESTING OF MATERIALS AND SERVICES.⏪
Soil Test কি❓
সয়েল টেস্ট’ এর বাংলা অর্থ হলো মাটি পরীক্ষা, তবে ইঞ্জিনিয়ারিং ভাষায় স্থাপনা বা বিল্ডিং এর ভূনিন্মস্থ মাটির পরীক্ষা করাকে ‘সয়েল টেস্ট’ বা ‘সাব-সয়েল ইনভেস্টিগেশন’ বলে।
Soil Test কেন করা হয়❓
ভূনিন্মস্থ মাটির নিরাপদ #ভারবহন ক্ষমতা নিরুপণের জন্য সয়েল টেস্ট করা হয়। মনে রাখবেন যে কোন ধরনের স্থাপনা যেমন, আবাসিক ভবন, বাণিজ্যিক ভবন, স্কুল-কলেজ, মসজিদ-মন্দির, হাসপাতাল, শপিং কমপ্লেক্স, ব্রিজ-কালভার্ট, সড়ক-মহাসড়ক, রেললাইন, এয়ারপোর্ট, পাওয়ার প্লান্ট ইত্যাদি ডিজাইনের জন্য সয়েল টেস্ট অপরিহার্য।
তবে আমাদের দেশের মাটির নিরাপদ ভার বহন ক্ষমতা বর্গমিটারে ৯-১০ টন থাকে বলে প্রকৌশলীগন সাধারনত Structure (এক দুইতলা ভবন) এর জন্য সয়েল টেস্ট রেফার করেন না, এই হালকা ভবনগুলোর ফাউন্ডেশনে এর থেকে বেশি লোড আসে না। তবে অবশ্যই তিনের অধিক ভবনের জন্য সয়েল টেস্ট জরুরী।
মনে রাখবেন সয়েলটেস্ট ছাড়া ডিজাইন করা আর ডাক্তারের #প্রেসক্রিপশন ছাড়া ঔষধ খাওয়া একই কথা। ইহা ছাড়া ভূনিন্মস্থ মাটির বৈশিষ্ট্য জানা কারও পক্ষে সম্ভব নয়, একমাত্র সয়েল টেস্ট রিপোর্ট দেখেই একজন প্রকৌশলীর পক্ষে বলা সম্ভব স্থাপনা সুরক্ষার জন্য কি ধরনের ফাউন্ডেশন প্রয়োজন ।
Soil Test কিভাবে করা হয়❓
আমাদের দেশে সাধারনত ওয়াশ বোরিং পদ্ধতিতে সয়েল ইনভেস্টিগেশনের কাজ করা হয়। এই পদ্ধতিতে পানির সাহায্যে ২” ব্যাসের পাইপকে হ্যামারিং করে মাটির অভ্যন্তরে প্রবেশ করানো হয়। প্রতি ৫ ফুট বা ১.৫ মিটার পর পর মাটির নমুনা এবং ঘাতের সংখ্যা (N) কাউন্ট করা হয়।
প্রতি ৫ ফুট পর পর পরবর্তী ১.৫ ফুট বা ১৮ ইঞ্চি পাইপ মাটির অভ্যন্তরে প্রবেশ করানো সময় N এর মান লিপিবদ্ধ করতে হয়, তবে এই ১৮ ইঞ্চির মধ্যে প্রথম ৬ ইঞ্চির জন্য ঘাত সংখ্যা বিবেচনায় নেওয়া হয়না।
অর্থাৎ পরবর্তী ১২ ইঞ্চি প্রবেশের জন্য যতগুলো আঘাতের প্রয়োজন হয় সেই সংখ্যাই হলো N এর মান। যদি ১২ ইঞ্চি ঢুকাতে ১৫ বার ঘাতের প্রয়োজন হয় তবে N এর মান হবে ১৫। এই N এর মান মাটির লেয়ার ভেদে ভিন্ন ভিন্ন হয়, যেমন প্রথম ১০-১৫ ফুটের মধ্যে N এর মান থাকে খুবই কম হয়।
⏩ N এর মান ১৫ এর উপরে পেলে বুঝতে হবে শক্ত মাটি লেয়ার⏪
Soil Test করার সময় সর্তকতা সমূহ কি কি❓
✅ হ্যামারের ওজন ৬৩.৫ কেজি কিনা নিশ্চিত করতে হবে এবং ইহা ৩০ ইঞ্চি উচ্চতা থেকে ড্রপিং হচ্ছে কিনা?
✅ প্রতি ৫ ফুট পর পর আলাদা আলাদ প্যাকেটে নমুনা মাটি সংরক্ষন করছে কিনা?
✅ N Value সঠিকভাবে কাউন্ট এবং লিপিবদ্ধ করা হচ্ছে কিনা?
মাটি ভাল থাকলেও কমপক্ষে ৬০ ফুট পর্যন্ত স্যাম্পল কালেকশন করা উত্তম।
# মাটি পরীক্ষা (Soil Test) করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন।
ঠিকানা (Office Address):
© Global Architect & Engineering Consultant.
ঢাকা-ময়মনসিংহ রোড সংলগন তেপান্তরের উওর পাশে
আবুল কাশেম মাকেট।
জামিরদিয়া, ভালুকা, ময়মনসিংহ।
নতুন বিল্ডিং নির্মাণ করার ক্ষেত্রে করণীয়:...................................................................................
১। যে কোন বিল্ডিং-এর নকশা তৈরি করার পূর্বেই স্ট্রাকচারাল নকশার বিধিগুলোর অনুসরণ করতে হবে। মনে রাখতে হবে সঠিক স্ট্রাকচারাল নকশা না হলে ভূমিকম্পরোধক বিল্ডিং হবে না।
২। বিল্ডিং ডিজাইনের আগেই অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা মাটির গুনাগুণ বিশ্লেষণ ও মাটির ধারণক্ষমতা নির্ভুলভাবে নির্ণয়পূর্বক রিপোর্ট তৈরি করতে হবে।
৩। বিল্ডিং নির্মাণের সময় অভিজ্ঞ প্রকৌশলীদের (সিভিল ইঞ্জিনিয়ার) তদারকি রাখতে হবে যাতে গুণগত মান ঠিক থাকে।
৪। সঠিক অনুপাতে গুনগতমানের সিমেন্ট, রড, বালির ব্যবহার হচ্ছে কিনা দেখতে হবে। কংক্রিটের চাপ বহন ক্ষমতা কোনো অবস্থাতেই ৩০০০ পিএসআই-এর নিচে নামানো যাবেনা । তার জন্য সার্বক্ষণিকভাবে নির্মানাধীন সাইটে দায়িত্বে নিয়োজিত সিভিল ইঞ্জিনিয়ারদেরকে কিউব অথবা সিলিন্ডার টেস্ট করতে হবে। কংক্রিটের মিক্সাচারে অতিরিক্ত পানি ব্যবহার থেকে বিরত থাকুন। ঢালাইর পরে পানির ব্যবহার করে কংক্রিটের কিউরিং করতে হবে।
৫। উচ্চ ক্ষমতা সম্পন্ন রড পরীক্ষাপুর্বক ব্যবহার করতে হবে। রডের বহন ক্ষমতা ৬০ হাজার পিএসআই-এর কাছাকাছি থাকতে হবে। স্ক্র্যাপ বা গার্বেজ থেকে প্রস্তুতকৃত রড ব্যবহার থেকে বিরত থাকতে হবে ।
৬। বিল্ডিং-এর প্ল্যান ও এলিভেশান দুই দিকই সামাঞ্জ্য থাকতে হবে।
৭। নির্ধারিত ডিজাইনের বাইরে গিয়ে অতিরিক্ত ফ্লোর নির্মাণ করবেন না। বিল্ডিং কোড অনুসারে এক্সপানশান ফাঁক রাখতে হবে।
৮। বেশি পরিমান সরু ও উঁচু বিল্ডিং-এর পাশ হঠাৎ করে কমাবেন না। যদি কমাতে হয় তাহলে ত্রিমাত্রিক ডাইনামিক বিশ্লেষণ করে ডিজাইন করতে হবে।
৯। বিল্ডিং-এর উচ্চতা যদি ভবনের প্রস্থের ৪ (চার) গুণের অধিক হয় তাহলে ত্রিমাত্রিক ডাইমানশন বিশ্লেষণ করে ডিজাইন করতে হবে।
১০। সেটব্যাক বা হঠাৎ করে বিল্ডিং-এর পাশের মাপঝোপ কমানো যাবেনা। যদি কমাতেই হয় তাহলে ত্রিমাত্রিক বিশ্লেষণ করে সাইট অ্যাফেক্ট জেনে ডিজাইন করতে হবে।
১১। জটিল কাঠামোগত প্লানের জন্য অবশ্যই ত্রিমাত্রিক ভূমিকম্প বিশ্লেষণ করে ডিজাইন করতে হবে।
১২। শেয়ার ওয়াল বা কংক্রিটের দেয়াল সঠিক স্থানে বসিয়ে ভূমিকম্পরোধ শক্তির পরিমাণ বাড়াতে হবে।
১৩। সাপ্রতিক সময়ে যে হারে বিল্ডিং তৈরি হচ্ছে, তা মাঝারি ধরনের ভূমিকম্প হলেই ধ্বসে যাবে। সুতরাং বিম, কলাম ও স্ল্যাব বিশিষ্ট বিল্ডিং তৈরি করতে হবে।
১৪। দায়িত্বরত ইঞ্জিনিয়ারকে বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড অনুসরণ করে বিল্ডিং-এর প্ল্যান/ ডিজাইন করে ভূমিকম্প রোধক বিল্ডিং নির্মাণ করতে হবে।
১৫। নিচের তলা পার্কিং-এর জন্য খালি রাখতে হলে, ঐ তলার পিলারগুলো বিশেষভাবে ডিজাইন করতে হবে। প্রয়োজনমতো কংক্রিটের দেওয়াল দিয়ে পিলারগুলোতে বেষ্টনীবদ্ধ করতে হবে।
১৬। বিল্ডিং-এর বিমের থেকে পিলারের শক্তি বেশি করে ডিজাইন করতে হবে। কমপক্ষে ২০% বেশি করতে হবে।
১৭। মাটির গুণাগুণের ওপর ভিত্তি করে যথাযথ ফাউন্ডেশন প্রকৌশলগতভাবে যাচাই বাছাই করে ডিজাইন করতে হবে।
১৮। ৫ ইঞ্চি ইটের দেয়ালগুলো ভূমিকম্পের জন্য আদৌ নিরাপদ নয়। তাই এই দেয়ালগুলো ছিদ্রযুক্ত ইটের ভিতরে চিকন রড দিয়ে আড়াআড়ি ও লম্বালম্বিভাবে তৈরি করে লিন্টেলের সাথে যুক্ত করে দিতে হবে। সবদিকে লিন্টেল দিতে হবে। বিশেষ করে দরজা বা জানালার খোলা জায়গায় চিকন রড দিয়ে ৫ ইঞ্চি ইটের দেয়াল যুক্ত করতে হবে।
১৯। মনে রাখতে হবে, নতুন বিল্ডিং নির্মাণে ভূমিকম্প-প্রতিরোধক নিয়মাবলি প্রয়োগ করলে, শুধুমাত্র ২-৩% নির্মাণ খরচ বৃদ্ধি পায়।
# Collected (Design Integrity)
# নতুন বাড়ী নিমান করবেন ভাবছেন ?
# কোন কন্টাকটার বা রাজমিস্ত্রি এর কথায় কান না দিয়ে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার এর পরামর্শ নিন।
Project
# Prodhan Bari Jame Mosjid
# Soil Test
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Contact the business
Telephone
Website
Address
Jamirdia, Vhaluka
Mymensingh
2240