Inayar Ma Zone

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Inayar Ma Zone, Blogger, Corpara, Mymensingh.

20/11/2023

যারা বলেন ৪-৫মাস বয়স থেকে সুজি সাবু দিলে কিছু হয়না।সেই আপনারাই বলেন আপনাদের বেশি বুঝার ফল এই নিষ্পাপ বাচ্চারা কেন ভোগবে।৬মাস শেষ হয়ার আগে সামান্য পানি টুকুও খাওয়ানো প্রয়োজন নাই।মায়ের বুকের দুধ ই যথেষ্ট আর এর কোনো বিকল্প নাই।

19/11/2023

একটি পাগলি মেয়ে আর আইসকিম কাহিনী

19/11/2023

আলহামদুলিল্লাহ

Photos from Inayar Ma Zone's post 18/11/2023

গতকাল ময়মনসিংহ বানিজ্য মেলা তে গেছিলাম।ওয়েদার অনুকুলে ছিল না তাও আলহামদুলিল্লাহ ভালই কেটেছে।ইনায়া রাইড গুলো তে চড়েও বেশ মজা পেয়েছে।তবে রাত হয়ে যাওয়ার কারনে ভিডিও তেমন করতে পারি নি।
#ময়মনসিংহ
#বানিজ্যমেলা
#ময়মনসিংহবানিজ্যমেলা

Photos from Inayar Ma Zone's post 16/11/2023

০-১বছর শিশুর মাইলস্টোন। অনেক বাবা মায়ের কাজে লাগবে।স্পেশালি যারা নতুন মা বাবা।সুখময় হোক বেবির নতুন পথচলা।

কলা খেলে কি বাচ্চার ঠান্ডা লাগে? শীতে কি বাচ্চাকে কলা দেওয়া যাবে? 15/11/2023

কলা খেলে কি বাচ্চার ঠান্ডা লাগে?বাচ্চার ঠাণ্ডা লাগলে কি কলা খাওয়ানো যাবে?শীতে কি বাচ্চাকে কলা দেওয়া যাবে?এসব প্রশ্নের উত্তর পাবেন নিচের ভিডিও তে

কলা খেলে কি বাচ্চার ঠান্ডা লাগে? শীতে কি বাচ্চাকে কলা দেওয়া যাবে? অনেক মায়েরাই শীতে বাবু কে কলা খেতে দিতে চাই না, বাবুর ঠান্ডা লাগার ভয়ে। কলা খেলে কি সত্যিই ঠান্ডা লাগে? আজ কথা বলবো .....

14/11/2023

একদম যেন আমার মনের কথা।আমার মনে হয় এটা সব নতুন মা বাবারি হয়।আমার মেয়ে তো একদম কোনো জিনিস গোছানো দেখতেই পারে না।

14/11/2023

২থেকে ৫বছর বাচ্চার সারাদিনের খাবার রুটিন

13/11/2023

🗨শিশুর খাবার ব্লেন্ডার বা মিহি করা থেকে বিরত থাকুন!

➡শিশুর বয়স ছয় মাস পেরোলে তাকে বাড়িতে তৈরি খাবার দিন, দোকান থেকে কেনা সিরিয়াল নয়। অতিরিক্ত চালের গুঁড়া, সুজি, বার্লি ইত্যাদি খাওয়াবেন না। সব ধরনের খাবারই দেবেন, কিন্তু ব্লেন্ডারে মিহি করার প্রয়োজন নেই। ভাত বা খিচুড়ি, সবজি, মাছ, ডাল, তেল মিশিয়ে নরম করে রান্না করতে হবে।

➡ব্লেন্ডারে তৈরি খাবার খেলে শিশুর স্বাদগ্রন্থির বিকাশ বাধা পায়। তাকে জোর করে খাওয়ানো ঠিক নয়। খাবার নিয়ে শিশুর পেছনে দৌড়ানো এবং টিভি দেখিয়ে, গেম খেলতে বসিয়ে মনোযোগ সরিয়ে খাওয়ানো ঠিক নয়। খিদে পেলে সে এমনিতেই খাবে।

➡একসঙ্গে অনেক পদের খাবার পরিবেশন করলে শিশু দ্বিধায় পড়ে যায়। আবার সব সময় শুধু তার পছন্দের খাবার দিতে হবে, তা-ও ঠিক নয়। এতে অন্য খাবারের প্রতি আগ্রহ জন্মাবে না।

©️ অধ্যাপক মো. আবিদ হোসেন মোল্লা, শিশু বিভাগ, বারডেম হাসপাতাল

12/11/2023
বাচ্চাদের ডায়াপার কোনটা ভালো। বাচ্চাদের ডায়াপার পরানোর নিয়ম। Baby diaper review 12/11/2023

বাচ্চাদের ডায়াপার কোনটা ভালো। বাচ্চাদের ডায়াপার পরানোর নিয়ম। Baby diaper review শীতের সময় শিশুর সবচেয়ে বেশি প্রয়োজনীয় একটি জিনিস ডায়াপার। মায়েদের ডায়াপার নিয়ে অনেক প্রশ্ন থাকে। সব প্রশ্নের উত....

07/11/2023

যে বাপের খায় আর যে পাপের খায়, তার কাছে কখনোই দ্রব্যমূল্যের দাম বেশি মনে হবে না।

06/11/2023
05/11/2023

মা একটু রেস্ট নিতে গেলেই হলো😒
তখন তার সকল খেলা ধূলা বারে

04/11/2023

➡️❤️➡️ solid starting এ যে ভুলগুলো আমরা মায়েরা করে থাকি!

🔸 বাচ্চা ১০০ মিলি খাবে মনে করে বেশি খাবার রান্না করি।
কিন্তু বাচ্চা খাবে ১ চামচ, কারন তার কাছে খাবারটা অপরিচিত।

🔸 অন্য বাচ্চা এক বাটি খেলো, আমার টা খাবে না কেন? আমি জোর করেই খাওয়াবো!
অন্য শিশুটির হয়তো মা-বাবা ও বেশ খানেওয়ালা, শৌখিন, সব খায়, হয়তো সে বাবা-মা এর মত সব খাবার পছন্দ করে।

🔸 না খেলে শোয়ায়ে blend করে গিলাবো।
শিশুকে এভাবে খাওয়ালে প্রাথমিক ভাবে হয়ত একটু গোলগাপ্পা‌ লাগবে, পরে এই শিশু কোন খাবার ইচ্ছা মত খাবে না। কারন সে খাবারের স্বাদ, গন্ধ কিছুই বুঝলোনা।

🔸 নরমাল খাবার খাচ্ছে না ঠিক আছে, সেরেলাক বানিয়ে দিই। সুজি দিই!
সেরেলাক অনেকগুলা শস্যদানা মিলে একটা খাবার। এই খাবার একটু টেস্ট বেশি! তাই সেরেলাক খেলে বাচ্চা অন্য খাবার তেমন খেতে চাইনা!
সুজিতে gluten আছে তাই পেট ফেপে যায়। সাময়িক ভাবে সেরেলাক বা সুজি এই সব খাবার বাচ্চা খেতে চায়, তাই সব সময় খাওয়াই সেই হিসেবে খাওয়ালে পরবর্তীতে আস্তে আস্তে এটা হজম শক্তিতে ভালভাবেই সমস্যা করতে শুরু করে!

🔸 বুকের দুধ কম পাচ্ছে, ফরমূলা দিই!
বাচ্চা বড় হচ্ছে, চাহিদা বাড়ছে, সলিডে বেশি জোর দিতে হবে। দুধে না।

🔸 শিশু কিছু খাচ্ছে না, বুকের দুধ দিই সারাদিন!
সারাদিন দুধ খেলে বডিতে আয়রন ডেফিসিয়েন্সি‌ আসে, যাতে বাচ্চা সব খাবার রিফিউজ করে।

🔸 দুই বছর পর্যন্ত দুধ-ই শিশুর মেইন খাবার!
৬ মাস পর্যন্ত দুধ শিশুর প্রধান খাবার। তারপর সলিডে জোর দিবেন।

🔸 শুধু খিচুরি খাবে তিনবেলা!
এটা কি সম্ভব? আপনার পক্ষে তিনবেলা একি খাবার খাওয়া?

🔸 সবুজ পটি মানেই এন্টি‌বায়োটিক লাগবে!
ল্যাকটোজের আধিক্যের কারনে সবুজ পটি হয়, দরকার পরে না এনটিবায়োটিকের।

🔸 দুই ঘন্টা পর পর দুধ দিব আর আশা করবো সে সব খাবে!
দুধ ও একটা পেট ভরা খাবার, তো তার ক্ষিদা লাগবে কোথা থেকে?

আমাদের এই নতুন পেজটা অন্য মায়েদের জন্য বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইলো!🙏🙏🙏
আপনার একটা শেয়ার অনেক মায়েদের উপকারে আসবে, পাশাপাশি আমাদের পেজটাও তাড়াতাড়ি রিচ হতে সহায়তা করবে!

Photos from Inayar Ma Zone's post 01/11/2023

দুপুর বেলা ১২টার দিকে হঠাৎ করে ইনায়ার অনেক জ্বর আসে।ওষুধ খাওয়ানোর অনেক চেষ্টা করলাম সব বৃথা।যে মেয়ে গোসল নাম শুনলে পাগল হয়ে যায় কখন করবে সে কি না আজ বলে "করব না পরে"। ওর বাবা অফিস থেকে দৌড়ে আসে তারপর সাপোজিটারি দেয়।২টার সময় দেয়া হয়ছে সে জ্বর নামতে নামতে ৪টা বাজছে।এর মাঝে শরীল মুছে দেয়া তো আছেই। পরে একটু সুপ খাইছে পরে গিয়ে ঠিক হয়ছে আর তার দুষ্টমি অন হয়ছে।

সন্তান যত দুষ্টমিই করুক না কেন যখন সে দুষ্টমি আর পাকা পাকা কথা বন্ধ করে অসুস্থ হয়ে পড়ে তখন কষ্টে বুকটা ফেটে যায়।কিচ্ছু ভাল লাগে না।নিজের খাওয়া তো চুলায় যাক।

এখনো জ্বর পুরোপুরি সাড়ে নাই।সবাই প্লিজ ইনায়ার জন্য দোয়া করবেন।

Photos from Inayar Ma Zone's post 31/10/2023

বাচ্চার জন্য হারিয়ে ফেলা জীবন, ঘুম, শান্তি, আরাম সবই একদিন ফিরে আসবে।
শুধু বাচ্চার শৈশবটা ফিরে আসবে না, সকাল সকাল তার ময়লা কাঁথা কাপড়গুলো আর সযত্নে ধুতে হবে না।
তার জন্য শখ করে আর খেলনা কেনা হবে না।
জিদ করে দাঁত হীন মারি দিয়ে কামড় দিতে চাইবে না, দুই হাত মুঠ করে আমার চুল ছিড়বে না,বাবার চুল ধরে টান দিবে না, ঘন্টায় ঘন্টায় তার জন্য আলাদা খাবার রান্নার পেরেশানি টা থাকবে না। ছড়িয়ে ছিটিয়ে থাকা খেলনা গুলো গুছানোর কাজ আর পাবো না। নতুন খেলনা দেখলে তার বাবা আর কিনবে না 🙂 এই হাতে তাকে আর গোসল করিয়ে দিতে হবে না,খালি বুকটায় তাকে আর জড়িয়ে ধরে ঘুম হবে না,, কারণ সন্তান বড় হয়ে যাবে। অসীম যে যন্ত্রণায় ভুগে তাকে নিজের শরীর থেকে বিচ্ছিন্ন করে জন্ম দিয়েছিলাম, সেই যন্ত্রণার ব্যথাও শেষ হয়ে গেছে।
কাটা ছেঁড়া সেলাই হওয়া শরীরটা নিয়ে এই দুই হাতে তাকে প্রথমবার জড়িয়ে ধরেছিলাম সেই দিনও গত হয়ে গেছে,
এইভাবে কত শত দিন, কাল,মাস, বছর, পেরিয়ে যাবে, আমার কোল ছেড়ে দিয়ে নিজে সংগ্রাম করে বাঁচা শুরু করবে।বুলি না ফোটা যে মুখটার কথার সাথে আমি মা তাল মিলাই এই মায়ের সাথে অনেক কথা তার আর বলা হবে না।
মিস করবো, ভীষণ মিস করবো____

এই আমাদের তখন তাকে নিয়ে থাকা সকল ব্যস্ততাকে ছুটি দিতে হবে।
সে তার নিজের সাথে ব্যস্ত হয়ে যাবে বলে।।
যেই শৈশব তার স্মৃতিতে থাকবে না,,
তার সেই শৈশব আমাদের স্মৃতি জুড়ে থাকবে।

সত্যিই খুব miss করবো দিন গুলো এক সময়🥺🥰
খুব ভালবাসি রে সোনা তোরে।

Alhamdulillah 🤲💞

শীতে বাচ্চাদের ত্বকের যত্ন। শীতে শিশুর যত্ন। শীতে নবজাতক শিশুর যত্ন 31/10/2023

শীতে শিশুর নিতে হবে বাড়তি যত্ন ❤️❤️❤️

শীতে বাচ্চাদের ত্বকের যত্ন। শীতে শিশুর যত্ন। শীতে নবজাতক শিশুর যত্ন শীত তো চলে এসেছে, এখন নতুন মায়েদের চিন্তা শুরু হয়ে গেছে বাবুর যত্ন নিবে কিভাবে। তাই আজ কথা বলবো শিশুর শীত কালের যত্....

30/10/2023

জরায়ুতে কোন কোন
ভুলের কারণে টিউমার হয়?
আমার আম্মুর চিকিৎসার কারণে বিভিন্ন মহিলা ডাক্তার এর
সাথে কথা হয়েছে।
ওরা জরআয়ুতে টিউমার হওয়ার কারণ বলেছেন
অনেক গুলা।
আমি চাইনা আর কোন বোন কিংবা কোন মায়ের
আমার আম্মুর মতো অবস্থা হোক।
সবাই সুস্থ থাকুক, সেটাই চাই।
আপনারা হয়তো জেনে অবাক হবেন এখন বিবাহিত /
অবিবাহিত সকল মেয়েদেরই সচেতনতার অভাবে
জরআয়ু তে টিউমার হয় ও ক্যান্সার হয়। আমরা একটু
সচেতন হলেই এগুলি এড়িয়ে চলতে পারি।
কারণ গুলি নিচে দিচ্ছি.......
১. মাত্রাতিরিক্ত জন্মনিয়ন্ত্রণ টেবলেট খেলে।
ডাক্তারের পরামর্শ ছাড়া কোন টেবলেটই বেশিদিন
যাবত খাবেন না।
২. জন্মনিয়ন্ত্রণ করার জন্য ৩/৬/১২ মাস থেকে শুরু
করে ৫ বছর পর্যন্ত অনেকে ইনজেকশন দিয়ে
নিজেদের পিরিয়ড বন্ধ করে রাখে যার জন্য
নারীদের জরআয়ুতে টিউমার ও ক্যান্সার এর ঝুকি
বেড়ে যায়।
অনেক ডাক্তার এটা নিতে বললেও নিবেন না। এটা খুবি
ক্ষতিকর। ঢাকার স্কয়ার হসপিটালের ডাক্তাররা এটা নিতে
সোজাসুজি নিষেধ করেছে।
৩. পিরিয়ড চলাকালীন আমাদের পরিষ্কার থাকতে
হবে। এটা বিবাহিত ও অবিহিত উভয়পক্ষের জন্য
প্রযোজ্য।
আমরা যদি কাপড় ব্যবহার করি তাহলে ঐ কাপড় টা ব্যবহার
করার পরে পুনরায় ধুয়ে আবার সেই ব্যবহৃত কাপড়টা
কে কাজে লাগানো ঠিক না কারণ এতে জীবাণু
থাকতে পারে ও পরে ইনফেকশন হয়ে টিউমারের
সৃষ্টি করে।
যারা কাপড় ব্যবহার করে ওদেরকে বলছি, ঐ কাপড় টা
এক বার ব্যবহার করেই ফেলে দিবেন।
আর যার বিভিন্ন প্যাড ব্যবহার করেন ওরা তো
এমনেই পরিষ্কার আছে।
তবে আপনারা কাপড়/ প্যাড যেটাই ব্যবহার করেন না
কেন কোনটাই ৬ ঘন্টার বেশি রাখবেন না। কারণ
এতে টিউমার / ক্যান্সারের ঝুকি থাকে।
আবার, অনেক মেয়েরা সকালে বের হয়ে
বিকেলে বাসায় আসে,
ওদেরকে বলছি ৬ ঘন্টার বেশি প্যাড/ কাপড়
কোনটাই রাখবেন না।
এটা খুবি ক্ষতিকর।
৪. আমরা অনেকে পিরিয়ড চলাকালীন নিয়মিত
গোসল করিনা কিংবা শহরতলির সাপ্লাইয়ের পানিতে
গোসল করি।
আমরা তো জানিনা যে কোন পানিতে কোন
জীবাণু আছে তাইনা?
তাই আমাদের উচিত পিরিয়ড চলাকালীন গোসলের
পানিতে লিকুইড সেভলন/ ডেটল মিক্স করে
গোসল করা। কারণ পিরিয়ড চলাকালীন আমাদের
জরআয়ু দিয়ে যে কোন জীবাণু খুব সহজে
প্রবেশ করতে পারে। তাই এই সময় সেভলন/
ডেটল ব্যবহার করাটাই শ্রেয়।
৫. আমরা কি জানি? বড় মাছের মাথা খেলে টিউমারের
ঝুকি বাড়ে?
বড় মাছের মাথার মগজে ছোটছোট বালির মতোন
থাকে যা খালি চোখে দেখা যায়না এবং যা
মেয়েদের শরীরে প্রবেশ করার সাথে সাথেই
টিউমার সৃষ্টি করে। শুধু তাই নয়, অপরিষ্কার শাকসবজি
অথবা ভাত খওয়ার সময় অনেক সময় আমাদের মুখে
বালি বালি অনুভূত হয়,
ঐ বালি টাও পেটের ভিতর গিয়ে টিউমার সৃষ্টি করে।
তাই ভাতের চাল ও তরকারি খুব ভাল করে ধুয়ে রান্না করা
উচিত যেন ঐ বালি গুলি আমাদের পেটে না যায়।
৬. অতিরিক্ত এন্টিবায়োটিক ঔষধ খেলে টিউমার সৃষ্টি
হয়। আমরা যারা কথায় কথায় নাপা, পেরাসিটামল কিংবা পেইন
কিলার খাই ওরা হয়তো নিজেরাও জানেনা যে কিভানে
ওরা নিজেদের শরীরের ভিতরে টিউমার সৃষ্টি
করছে। তাই সাবধান থাকুন।
৭. ফর্মালিন যুক্ত মাছ, ফলমূল খেলে জরআয়ুতে
টিউমার হয়। তাই আমাদের ফর্মালিন যুক্ত ফল খেতে
হবে একটু বুদ্ধি খাটিয়ে। ফর্মালিন যুক্ত ফল গুলি হালকা
গরম পানিতে লবন দিয়ে প্রায় ১ ঘন্টা ভিজিয়ে রাখলে,
ফর্মালিনের বিষ টা ফল থেকে বের হয়ে যায়। তাই
সবাই সাবধান থাকুন।
৮. নরমাল ডেলিভারি হওয়ার পরে মেয়েদের
জরআয়ুর ভিতরে অনেক ক্ষত থাকে। ডাক্তার রা
বলেন যে,
একটা বাচ্চাকে যখন বের করা হয় তখন সে তার
ছোটছোট নখ দিয়ে তার মায়ের জরআয়ুতে
আচড় দিতে থাকে।
তাই নরমাল ডেলিভারি হওয়ার পরে মেয়েদের
জরআয়ুর ভিতরে আচড়ের ডাগ থাকে। ঐ আচড় গুলি
শুকানোর আগ পর্যন্ত কোন মেয়ে যদি তার স্বামির
সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় তাহলে উক্ত
ক্ষত স্থানে ছোটছোট টিউমার এর সৃষ্টি হয় এমনকি
জরআয়ু ক্যান্সার এর ও ঝুকি থাকে। তাই এই সময় টাতে
নিজেদের হাজব্যান্ডের কাছ থেকে দূরে থাকুন।
৯. আমরা অনেকে বাচ্চা নিতে চাইনা অসময়ে,
তাই অনেকে এবর্শান কিংবা ডিএনসি করে থাকে। এটা
মেয়েদের টিউমার হওয়ার অন্যতম কারণ। সাবধান
থাকবেন আপুরা।
আবার অনেকে আর বেবি চায়না বলে লাইকেশান
করিয়ে ফেলে যেটার কারণেও মেয়েদের
জরআয়ুতে টিউমার হয় কিংবা ক্যান্সার।
# বি_দ্র : আমি খোলামেলা ভাবেই আপনাদের সব
কিছু বললাম। এই গুলি আমি আগে জানতাম না। কিন্তু জানার
পরে আমি সবাইকে জানাতে চাই যেন সবাই ভাল
থাকে ও সুস্থ থাকে। আর যাদের আমার কথা গুলি ভাল
লাগেনি ওরা এড়িয়ে চলুন।
জরআয়ুতে টিউমার হলে যে কি কষ্ট তা আমার
আম্মুকে না দেখলে আমি বুঝতাম না। তাই আমি চাইনা
আমার আম্মুর মতো সবার কষ্ট হোক।
সব মেয়েরা ভাল থাকুক,
সব মায়েরা সুস্থ থাকুক।
আল্লাহ হাফেজ

29/10/2023

একজন ভালো বাবা হওয়ার আগে একজন ভালো স্বামী হওয়া জরুরি ❤️

27/10/2023

ব্রেস্টমিল্ক সহজপাচ্য তাই বাচ্চারা একটু পর পর খেতে চায়, আর এতেই লাভ🥰। ফর্মুলা ভারী খাবার বুকের দুধের তুলনায় তাই বাচ্চারা একবার খেলে অনেকক্ষণ না খেয়ে থাকতে পারে, তাতে বাচ্চার মা মনে করে বুকের দুধে পেট ভরে না ফর্মুলা দিলে খেয়ে কান্না করে না😜। কি বুঝলেন??😝🤔পুষ্টির ডিফারেন্সের কথা নাই বা বললাম।এবার সিদ্ধান্ত আপনার 🙂

ধরেন ১টা ফর্মুলা ৬০০ টাকা। মাসে ৪ টা ফর্মুলা যদি লাগে তাহলে ২৪০০ টাকা খরচ। বাবারা ফর্মুলার খরচ বহন করতে রাজি আছেন বাট মায়ের জন্য যদি ২০০০ টাকারও পুষ্টিকর খাবার দিতেন রেগুলার খাবারের সাথে তাহলে একটা মা অবশ্যই ৩ টা বাচ্চা কে ব্রেস্টফিড করাতে সমর্থ হতেন। অযথা ফর্মুলা কিনে টাকা খরচ করতে হতো না।

©

26/10/2023

দৈনন্দিন রুটিনমাফিক খাবারে শিশুদের প্রায় সময়ই অনীহা চলে আসে। খাবারের তালিকায় তাই চাই নতুনত্ব। নতুন সংযোজন হিসেবে আসতে পারে নুডলস। যা ভাত বা রুটির চাহিদা পূরণ করবে।

অন্যদিকে খাবারের প্রতি শিশুদের আগ্রহও বাড়াবে। বিকেলের হালকা নাশতা, স্কুলের টিফিন কিংবা মূল খাবারের তালিকায় থাকতে পারে নুডলস।
শিশুরা যদি দিনে তিন বেলা নুডলস খেতে চায়, তাতে বিশেষ কোনো সমস্যা নেই। নুডলসের সঙ্গে রাখা যেতে পারে পুষ্টিকর সবজি।

Photos from Inayar Ma Zone's post 25/10/2023

মা মেয়ের কাড়াকাড়ি ব্যাপার। কে আগে ফুচকা খাবে।দুজনি যে ফুচকা প্রেমি।
ইনায়া ফুচকা অনেক পছন্দ করে বিশেষ করে টক খেতে।ও খালি ফুচকা বেশি পছন্দ করে তবে আমাদের সাথে ২টা পুর ভরা ফুচকাও খাইছে মাশাল্লাহ।

24/10/2023

শারদীয় শুভেচ্ছা দেশ ও দেশের বাহিরের সবাইকে

23/10/2023

➡️শিশু যখন খেতে চায় না,তখন কি করবেন যেনে নিন।

🌿 যখন ক্ষুদা পাবে তখন খাওয়াবেন।

🌼বিভিন্ন ধরনের খাবার বার বার দিতে হবে,কারন একই ধরনের খাবার বার বার সে খাবে না।

❌জুস পানি চকলেট চিপস জাতীয় খাবার খাওয়ানো যাবে না।

❤️ উৎসাহ দিয়ে ও প্রংশসা করে খাওয়াতে হবে।

❤️ সময় নিয়ে ও ধৈর্য ধরে খাওয়াতে হবে।

❤️ শিশুকে তার পছন্দের পুষ্টিকর খাবার দিতে হবে।

❌কখনোই জোর করা যাবে না।

22/10/2023

এক বছর থেকে ১৬ মাস পর্যন্ত বাচ্চাদের কৃমির উপদ্রব দেখা গেলে আপনি লেবুর বিচি ৩/৪ টা একদম পাটায় পিষে একটা মধু দিয়ে খাইয়ে দেবেন। মাসে একবার এটা আপনি খাওয়াতে পারবেন। এতে কৃমির উপদ্রব অনেকটাই কমবে।
২ বছর আগে কৃমির ওষুধ দেয়া যায়না কিন্তু আপনার বাচ্চার পেট টা যদি অসম্ভব ফোলা লাগে বা বাচ্চা রুচি একদমই চলে যায় বাচ্চা পায়ুপথে বারবার হাত দেয় তাহলে অবশ্যই আপনার চিকিৎসকের সাথে কথা বলুন।এছাড়া বিস্তারিত জানতে কমেন্ট এ ভিডিও টা দেখতে পারেন।

21/10/2023

চর্বি বা তেল জাতীয় খাবার শিশুদের মানসিক বিকাশে অনেক গুরুত্বপূর্ণ।

১ থেকে ৩ বছর বয়সী বাচ্চার নুডুলস রেসিপি। বাচ্চাদের নুডুলস রেসিপি। Baby Noodles Recipe 21/10/2023

আমাদের চ্যানেল এ নতুন ভিডিও এসে গেছে। ভিডিও টা দেখে নিবেন। ভালো লাগলে দয়া করে লাইক দিয়ে আমাদের সাপোর্ট করবেন। ধন্যবাদ।

১ থেকে ৩ বছর বয়সী বাচ্চার নুডুলস রেসিপি। বাচ্চাদের নুডুলস রেসিপি। Baby Noodles Recipe সব বয়সী বাচ্চাদের পছন্দের খাবার নুডুলস। তবে মায়েরা বুঝতে পারেনা কোন বয়সে নুডুলস কি ভাবে বাচ্চাকে দিবে। তাই আজ নু.....

Photos from Inayar Ma Zone's post 20/10/2023

বড় হয়ে তুই যাই হোস, মায়ের ছোট্ট বাবুটা থাকিস।
মন খারাপ হলে মায়ের বুকে ছুটে আসিস🤱

বাচ্চাদের বাদাম খাওয়ার নিয়ম - বাচ্চাকে কখন ও কিভাবে বাদাম দিবেন। 20/10/2023

শিশুর পাচনতন্ত্রকে শক্তিশালী করে বাদাম। মস্তিষ্কের বিকাশেও সাহায্য করে। বাদাম খেলে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। শুধু তাই নয়, বাদাম খেলে বাচ্চাদের হাড় ও দাঁত মজবুত হয়। নিচের ভিডিও থেকে জানতে পারবেন বাচ্চাদের বাদাম খাওয়ানোর সঠিক উপায় এবং তার সুবিধাগুলি কী?

বাচ্চাদের বাদাম খাওয়ার নিয়ম - বাচ্চাকে কখন ও কিভাবে বাদাম দিবেন। বাদাম একটি পুষ্টি কর খাবার আমরা সকলেই জানি। বাচ্চাদের মেধা বিকাশে বাদাম গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। তাই আজ কথা বলব...

18/10/2023

দরিদ্রতা আসে চার জিনিসের কারণেঃ
১। তাড়াহুড়া করে নামায পড়ার কারণে।
২। দাঁড়িয়ে পেশাব করার কারণে।
৩। পেশাবের জায়গায় অজু করার কারণে।
৪। দাঁড়িয়ে পানি পান করার কারণে।

*সচ্ছলতা আসে সাত জিনিসের কারণেঃ
১। আল কুরআন তিলাওয়াত করার কারণে।
২।পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে।
৩। আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে।
৪। দরিদ্র ও অক্ষমদের সাহায্য করার কারণে।
৫। গোনাহের ক্ষমা প্রার্থনা করার কারণে।
৬। পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের
সাথে সদাচরণ করার কারণে।
৭। সকালে সূরা ইয়াসিন এবং সন্ধ্যায় সূরা
ওয়াকিয়া তিলাওয়াত করার কারণে।
তিরমিজি
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে নেক আমল করার তাওফিক দান করুন, আমিন!

16/10/2023

বিশ্ব খাদ্য সংস্থা বা FAO -Food and Agriculture Organization-এর একটি প্রতিবেদন অনুযায়ী বিশ্বে খুব কম খাদ্য ও ফল রয়েছে যা কলার মতো বিশেষ গুণের অধিকারী।

আপনি জানেন কি?

গিরগিটির রং এর পরিবর্তনের মতো কলাও সময়ের সঙ্গে বা রং পরিবর্তনের সঙ্গে তার কার্যকারিতাও পরিবর্তন করে ফেলে।

তথ্যসূত্র :@বিশ্ব খাদ্য সংস্থা বা FAO - Food and Agriculture Organization.
🌐Google Wikipedia.....

©

11/10/2023

আমরা সবাই অসুস্থ।প্রথমে বৃষ্টি তে ভিজে ইনায়ার বাবা ঠান্ডা জ্বর পরে আমার।এখনো আমি অসুস্থ।আর ইনায়ার ও গতকাল রাত থেকে জ্বর।আমাদের জন্য দোয়া করবেন সবাই।বিশেষ করে মেয়েটার জন্য।ও অসুস্থ থাকলে ভাল লাগে না।আর রনি সাহেবের তো মাথা নষ্ট হয়ে যায়।

10/10/2023

৬ মাসের বাচ্চার প্রথম সলিড হিসাবে দিতে পারেন পিউরি। কলার পিউরি ,আলুর পিউরি, পাকা পেঁপে পিউরি,সবজি পিউরি,মিষ্টি কুমড়া পিউরি ,মিষ্টি আলুর পিউরি।
এক থেকে দুই চামচ দিয়ে দেখতে পারেন কোনো সমস্যা হয় কি না। কোনো সমস্যা না হলে পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন।
আস্তে আস্তে দিতে পারেন সাবুদানা দিয়ে খেজুর, সুজি দিয়ে খেজুর,ভাতের মাড়, ভাত নরম করে চটকে, ডিমের কুসুম ,পায়েস ,জাউ ভাত ,চিড়া দিয়ে কলা।
প্রতিদিন এক খাবার দিবেন না। এক একদিন এক এক খাবার দিবেন, না হলে বাচ্চার রুচি নষ্ট হয়ে যাবে। সবজি খিচুড়ি দিতে পারেন ডিম খিচুড়ি দিতে পারেন কিন্তু মনে রাখতে হবে একসাথে অনেকগুলো সবজি একসাথে দেওয়া যাবে না একদিন একটা সবজি খিচুড়িতে দিবেন তা না হলে বাচ্চার পেট খারাপ করবে।

08/10/2023
08/10/2023

I've received 3,500 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

07/03/2023

ইনায়া সারা দিন কি কি দুষ্টুমি করে দেখেন

Want your public figure to be the top-listed Public Figure in Mymensingh?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Corpara
Mymensingh
2200

Other Bloggers in Mymensingh (show all)
Æzìm bro Æzìm bro
Maymensingh
Mymensingh

Ⓢⓤⓡⓙⓞ'ⓢ ⓑⓛⓞⓖ

Ms.Sen Ms.Sen
Mymensingh

Burhan Vlogs Burhan Vlogs
Netrokona
Mymensingh

My personal page.

Md Ripon 12 Md Ripon 12
Chowrasta
Mymensingh, @RIPON

this page create for.funny video

গ্রাম বাংলা গ্রাম বাংলা
Mymensingh

আসসালামু আলাইকুম, গ্রাম বাংলার নিত্য নতুন ভিডিও পেতে আমাদের গ্রাম বাংলা পেজটি ফলো করুন 🙏

Nibir Vlogs Nibir Vlogs
Iswargonj
Mymensingh, ISWARGONJ

💫💙

Reduan Ur Rahman Reduan Ur Rahman
Bhaluka
Mymensingh

Assalamoalikum If Allah Guides You To Remember Him, It Is A Sign That Allah Loves You🥰

Mayabi Mayabi
Jamalpur
Mymensingh, 2051

Na.

Shohag Shohag
Mymensingh

Mejan T V Mejan T V
Mymensingh, 2282

সফলতাকে ছুঁতে হলে.... অবশ্যই তোমাকে ব্যর্থতাকে, খুব কাছে থেকে দেখতে হবে।

Shahinul Islam Shahinul Islam
Mymensingh

Ami mugdo tar biborona Sa mugdo onner sondhana