Abdullah Al Mamun Piash
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Abdullah Al Mamun Piash, Public Figure, Mymensingh.
সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত না!
গ্রামে ১০০ বিঘা জমির মালিক হওয়ার চেয়ে শহরে এক টুকরো ভাড়া বাসায় থাকা অনেক ভালো,অনেক সম্মানের,অনেক আরামদায়ক।
গ্রামে স্থায়ীভাবে বসবাস করাটাকে কোন সূচকে এগিয়ে রাখা যায় আসলে?
এখানে বেশিরভাগ মানুষ এতই টক্সিক যে তারা তাদের ব্যাক্তিগত জীবনের থেকে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত।আপনার চুল বড় কেন,অনার্সে পড়লেও মেয়ের বিয়ে দেয়না কেন,বয়স ২৫ পেরিয়ে গেলেও এখনো জব হয়না কেন, আপনার ব্যাচমেট কেউ বিদেশে গিয়ে লাখ লাখ টাকা কামায় আপনি এখনো পড়াশুনা করেন কেন এসব আজগুবি বিষয় নিয়ে তাদের অনেক টেনশন।মাঝে মাঝে দেখবেন আপনার নিজের ফ্যামিলিও যেসব বিষয় নিয়ে চিন্তিত নয় অন্যান্য মানুষ এর থেকে বেশি চিন্তিত।
গ্রামের টক্সিক বিষয়গুলোর আরেকটি বড় পার্ট হচ্ছে ঝগড়া,
আপনি এমন কোনো বাড়ি খুজে পাবেন না যেখানে জায়গা-জমি নিয়ে কোনো বিরোধ নেই।প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ফ্যামিলি সেই ফ্যামিলির সাথে কোনো একভাবে ঝগড়া লেগেই থাকে।
১ ইঞ্চি জায়গা নিয়ে মাথা ফাটাফাটি,অশ্লিল ভাষায় গালাগালি,মামলা মোকদ্দমা চলতেই থাকে।
এইজন ওইজনের নামে গোপনে প্যাচ লাগিয়ে ঝগড়া বাদিয়ে দেওয়া,কাউকে পছন্দ নাহলে তার নামে জায়গায় অজায়গায় বদনাম রটিয়ে দেওয়া,এমনকি বিয়ে আসলেও গোপনে প্যাচ লাগিয়ে দেওয়া গ্রামের বেশিরভাগ মানুষের যেনো একটি নিত্যদিনের কাজ।
গ্রামের বেশিরভাগ মানুষ ই এতটা অজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বুঝেনা,ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বুঝেনা,এমবিবিএস ডাক্তার এর মানে বুঝেনা।
তাদের কাছে সরকারি চাকুরী মানে পুলিশ(হউক কনস্টেবল), সেনাবাহিনী(হউক সৈনিক), প্রাইমারি স্কুলের শিক্ষক এসব ই।আর একজন নার্সিং এ পড়া স্টুডেন্টকে যেমনভাবে ডাক্তার ভাবে তেমনি সরকারি মেডিকেলে এমবিবিএস পড়ুয়া কাউকেও সেরকম ই ভাবে। তাদের কাছে আপনি সরকারের কত গ্রেডের চাকুরী করেন তার থেকে গুরুত্বপূর্ণ আপনি প্রাইভেট জব করেন নাকি সরকারি।আপনি যদি প্রাইমারি স্কুলের পিওন ও হোন তাও মেয়ে বিয়ে দিতে রাজি,কিন্তু বেসরকারি যতো ভালো চাকুরী ই করেন,আমতা আমতা করবেই।
তাদের কাছে আপনার উচ্চশিক্ষা গ্রহনের থেকে আপনার সে বন্ধুর দাম বেশি যে এসএসসির পর সৈনিক/কনস্টেবল/ বিদেশে বা কোনো কাজে চলে গেছে।
আর টক্সিসিটির সবচেয়ে বিরক্তিকর পার্ট হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো।গ্রামের প্রতিটি চায়ের দোকানে চায়ে চুমুক উঠেই গীবত দিয়ে।
একটা অসুস্থ সমাজে বসবাস করছি আমরা!
যপসব ক্রুটিযুক্ত পশু দ্বারা পশু কুরবানি হবে না!
ময়মনসিংহের মানুষ আমরা
চাচারে কই জ্যাডা
যেসব ধানে চাউল না থাকে
এইডারে কই চ্যাডা।
সবাই ডাকে টাকি মাছ আর
আমরা ডাকি লাডি
ষাঁড় গরুরে ডেঁহা কই আর
বকরিরে কই ফাঁডি।
মসজিদ রে কই মচিদ এবং
বাতিরে কই বাত্তি
ঢাকনারে কই ঢাহুন আমারা
ছাতারে কই ছাত্তি।
সবাই যারে ঝাড়ু ডাকে
এইডারে কই হাচুন
বাতাস করার হাতপাখারে
আমরা বলি বিচুন।
টিকটিকিরে আড়ল কই আর
কাকেরে কই কাউওয়া
গুতা কিংবা খোঁচাটারে
আমরা বলি ঘাউওয়া।
খাবার দেখে লোভ করে যে
তারে ডাকি চাবড়া
চুরি করার অভ্যাস থাকলে
কই তারে হাত লাবরা।
কুয়াশা রে উঁশ বলি আর
ডাটারে কই ডেঙ্গা
কাঠের কিম্বা বাঁশের তৈরি
লাঠিরে কই টেঙ্গা।
লুঙ্গিরে কই তবন আমরা
শকুনরে কই হহিন
বাচ্চা দেওয়ার আগ পর্যন্ত
গাভীরে কই বহিন।
গরু ছাগল হাঁস মুরগির
বিষ্টারে কই লেদা
ছোট বড় সব ধরনের
ছিদ্ররে কই ছেদা।
ফুফুদেরকে ফুজি ডাকি
পাট গাছরে কই নাইল্যা
চিংড়ি মাছরে ইঁচা ডাকি
কালোরে কই কাইল্যা।
কথা শুনে করতে পারো
তোমরা হাসাহাসি
তবুও আমরা এমন করেই
কইতে ভালোবাসি।
আমার গাঁয়ের ভাষা
ফেরদৌস আহমেদ
আসেন দেখা করি চা খাই ব্যাবসা হলে হবে নাহলে নাই!
গ্রীষ্মকাল মানেই কৃষ্ণচূড়া, সোনালু, জারুল ফুলের সমাহার 💞
অলওয়েদার রোডের শৈল্পিক আল্পনায় :
মিঠামইন টু অষ্টগ্রাম
ফেরী পার হয়ে মিঠামইন যাওয়ার পথে.
#বালিখোলা
#মিঠামইন
#কিশোরগন্জ
You can order here they always provide products with the best offer.
পুরাটাই প্রাকৃতিক কোন খাদ নেই!
এইটা একটা মারাত্মক রকম সুন্দর কাজ হয়েছে। আইকিয়ার বিজ্ঞাপন।
বিজ্ঞাপনগুলোতে সব সময় কী বলে? আমরাই সেরা, আমরাই প্রথম। কিন্তু এখানে আইকিয়া বলছে, আমরা দ্বিতীয়।
তাহলে প্রথম কে? প্রথম হলো মায়ের বুকে ঘুমানো। সেটাই হলো সবচেয়ে সুন্দর জায়গা। আর এর পরই হলো, আইকিয়ার বাচ্চাদের বিছানা।
এই যে, নিজেকে দ্বিতীয় বলে, কাস্টমারকে প্রথম স্থানে রাখলো। কাস্টমারকে সম্মান করলো। এটাই হলো বিজ্ঞাপনের যথাযথ ভাষা। কাস্টমারকে ভাল অনুভব করানো। তাকে সেরা বলা।
Scenes right now in 🇮🇳 👀
Congratulations Australia 😜
বাংলাদেশ এখন অনেক বেশী উন্নত!!
“এতক্ষণে”- অরিন্দম কহিলা বিষাদে-
“জানিনু কেমনে আসি লক্ষ্মণ পশিল
রক্ষঃপুরে! হায়, তাত, উচিত কি তব
এ কাজ!!
মাহমুদউল্লাহ ফ্যাক্ট
একটি ব্যাংকের অবসরপ্রাপ্ত এমডি অবসরের ৫ বছর পর তার শহরের একটি শাখায় এসেছিলেন টাকা তুলতে।কেউ তাকে সালাম দিলো না, এগিয়ে এলো না, কারণ কেউ তাকে চিনতে পারেনি। ব্যাংকটিতে যারা কাজ করছেন সবাই নতুন।
তিনি নিজেকে ঐ ব্যাংকের সাবেক এমডি হিসেবে পরিচয় দেন।পরিচয় পাওয়ার পর একজন অফিসার তাকে চা অফার করেন এবং কৌতূহলবশত জিজ্ঞেস করেন, "স্যার অবসরের পর আপনার দিনকাল কেমন যাচ্ছে?”
সাবেক এমডি বলেন,"প্রথম ২/১ বছর খুব খারাপ লেগেছে।নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হয়েছে।এখন আমি বুঝতে পেরেছি, দাবা খেলা শেষ হওয়ার পরে রাজা এবং সৈনিকদের একই বাক্সে রাখা হয়। পদ, পদবী, উপাধি, শান-শাওকাত সবই অস্থায়ী। মানুষের ভালোবাসাটা স্থায়ী, বিনয় ও সদাচরণ দিয়ে যা অর্জন করতে হয়।”
সময় যার যার জীবনের হিসেব বুঝিয়ে দেয়!
Mahmudullah brings his best at the World Cup 💪
বাংলাদেশ ১০ এ ১০ পাইছে!! কি মজা কি মজা!!
কইলাম বুড়া মাহামুদুল্লারে নিয়েন না বাদ দেন, দেখলেন তো ১০০ করে আমাগো কি অপমানডাই না করলো 😆
একটা সেঞ্চুরি করে প্রমাণ করিতে হল বিশ্বকাপের প্রাথমিক দলেও থাকার যোগ্যতা ছিল!
অভিনন্দন বাংলাদেশ অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান The silent killer.
Mahmudullah Riyad
Congratulations Afghanistan Cricket team great victory against Pakistan. Keep it up.
Mahmudullah has a tremendous record at no.4
Do you want to see him batting up in the order again?
চামড়াঘাট কিশোরগন্জ ভাটি অঞ্চলের অন্যতম প্রবেশদ্বার।
The real silent killer just shows the experience and quality.
আমার স্মৃতি বিজড়িত বিদ্যাপীঠ আঠারবাড়ী এম.সি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নবনির্মিত মসজিদ।
শুভ সকাল
صباح الخير
Good Morning
🌷🌳🌹
আজ রবিবার
১৫ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ
২৯ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
৩০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
এখন শরৎকাল
🌥️☀️🥁
আজকের সূর্যোদয় ৫.৫৫
এবং সূর্যাস্ত ৫.৩২ মিনিটে
সতর্ক থাকুন, নিরাপদে থাকুন
আনন্দময় হোক আপনার সারাদিন💙❤️💜
#কচ্ছপ_খরগোশের পুরো গল্প শুনুন
সেই আদি আমল থেকে কচ্ছপ আর খরগোশের গল্প আমরা সবাই জানি।
কিন্তু মজার বিষয় হল আমরা ১ম অধ্যায়টাই বেশি শুনেছি।
কিন্তু এই গল্পের আরো ৩ টি অধ্যায় আছে। যা হয়তো আমরা কেউ শুনেছি, কেউ শুনিনি🤔
১ম অধ্যায়ঃ এই অধ্যায়ে খরগোশ ঘুমিয়ে যায়, আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ 'অতিরিক্ত আত্মবিশ্বাস।' তার মানে অতি আত্মবিশ্বাস যে কারো জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝল, লেগে থাকলে সাফল্য আসবেই!
২য় অধ্যায়ঃ হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারো কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল আর কচ্ছপও রাজী হল। এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল এবং জয়ী হল। খরগোশ বুঝল, মন দিয়ে নিজের সামর্থের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়। আর কচ্ছপ বুঝল, ধীর স্থিরভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগীতামূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব!
৩য় অধ্যায়ঃ কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রন জানালো। খরগোশও নির্দ্বিধায় রাজী হয়ে গেল। তখন কচ্ছপ বলল, "একই রাস্তায় আমরা ২ বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক।" খরগোশও রাজী। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হল। যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করল। কচ্ছপ যখন খরগোশ এর কাছে পৌঁছাল, দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি। কারন দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশ এর দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌছে প্রতিযোগিতা জিতে গেল। খরগোশ বুঝল, শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়! আর কচ্ছপ বুঝল, প্রথমে প্রতিযোগীর দূর্বলতা খুজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।
গল্প কিন্তু এখানেই শেষ নয়
চতুর্থ অধ্যায়ঃ এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহবান জানালো এই একই রাস্তায়। কচ্ছপ ও রাজী। কিন্তু এবার তারা ঠিক করল, প্রতিযোগী হিসেবে নয়, বরং এবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে!
শুরু হল প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো। এবার কচ্ছপ খরগোশ এর পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হল। তারপর আবার কচ্ছপ খরগোশ এর পিঠে উঠে বাকী দৌড় শেষ করল আর এবার তার দু'জনই একসাথে জয়ী হল।
আমরা শিখলাম, ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো। কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সাফল্য যেখানে সবাই বিজয়ীর হাসি হাসতে পারে।
আমরা গিয়েছিলাম নেত্রকোনার সীমান্তবর্তী এলাকা পাঁচগাও এলাকা বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন।
#পাঁচগাও
ঝরণার শীতল পানিতে গা ভিজিয়েছি এ এক অকৃত্রিম আনন্দ।
মাঝে মাঝে প্রকৃতির বিশালতার কাছে ছুটে যেখানে প্রকৃতির অপরুপ মায়ায় মোহিত হই।
সীমান্তবর্তী এলাকা কলমাকান্দা উপজেলার পাঁচগাও যেখানে আছে পাহাড়ের সারি আর ছোট ঝরণা আর ছড়া।
যেখানে ঝরণার হীমশীতল পানিতে গোসল করে খুব ভাল লাগল।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the public figure
Telephone
Website
Address
Mymensingh
2282
Mymensingh
Mymensingh, MUKTAGACHHA
Hi, I am Naim, I have a YouTube channel, I am a blogger in my page, so all my friends support me,
Mymensigh , Dhaka
Mymensingh
Creativity is your best makeup skill, don’t be afraid to experiment.. Stay connected to youtube channel : LAMIA BINTE
Mymensingh
❣-༊'ভালোবাসা༊'তাকেই༊দেও'!༊࿐'💙🌺! -༊🌻😻༊┅ღ'যার༊চারপাশে এতো༊ সুন্দর ༊মানুষ ༊থাকা সত্ত্বেও ༊তার ༊চোখ
Gafargaon
Mymensingh, 2233
This page is dedicated to all categori video.specially we make sad and amazing videos
Naha Road
Mymensingh, 2200
Best wishes for everyone. keep your environment clean.