জরুরী রক্তদানে আমরা
হাসবে রোগী বাঁচবে প্রাণ,স্বেচ্ছায় কর?
িক
ভর্তি চলছে ভর্তি চলছে
উদয়ন মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজ - এ
ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি চলছে।
পশু হাসপাতাল রোড [মেয়রের বাসার বিপরীতে]
ফুলবাড়িয়া, ময়মনসিংহ
যোগাযোগ : ০১৭৪৯-১১১৪০১, ০১৭৯২-০২০০৫৫
#আমাদের_বৈশিষ্ট্য :
★ অভিজ্ঞ ও স্বনামধন্য (সরকারি ফুলবাড়িয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ হেদায়েতুল ইসলাম স্যার সহ) শিক্ষক দ্বারা পরিচালিত।
★ মাসিক চার্ট অনুযায়ী পাঠদান, পরীক্ষাগ্রহণ ও ফলাফল প্রদান।
★ ডিজিটাল ব্যবস্থাপনা পদ্ধতি। ( প্রজেক্টরের মাধ্যমে ক্লাস গ্রহণ, ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে এসএমএস এর মাধ্যমে উপস্থিতি - অনুপস্থিতি ও পরীক্ষার ফলাফল অভিভাবকদের জানানো)
★ সার্বক্ষণিক সি.সি. ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ। ( সি.সি. ক্যামেরা অনলাইনে যুক্ত থাকায় যেকোনো সময় যেকোনো স্মার্ট ফোন ব্যবহার করে ফুটেজ দেখার সুবিধা)
★ দুর্বল ছাত্র-ছাত্রীদের প্রতি বিশেষ যত্ন নেওয়া।
★ সরকার বৃত্তি ও উপবৃত্তির ব্যবস্থা।
🗣️ _ ভর্তি করতে আজই চলে আসুন আমাদের অফিস
কার্যালয়ে।
িক
আসসালামু আলাইকুম
ফুলবাড়িয়া শিক্ষাঙ্গনে নতুন আসছে উদয়ন মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজ । সকলের দোয়া এবং সমর্থনের আশাবাদী।
জরুরী রক্তদানে আমরা
আলহামদুলিল্লাহ
জরুরী রক্তদানে আমরা এর সকল সদস্য ও স্বেচ্ছাসেবীদের জানাই ঈদুল আযাহার শুভেচ্ছা,,, (ঈদ মোবারক)....এই করোনা মহামারির মধ্যেই মুসলমানদের একটি আনন্দের উৎসব হলো ঈদ- উল -আযাহা,,সুস্থ হোক পরিবেশ সুস্থ হোক সব কিছু।
স্বাস্থ্যবিধী মেনে চলে মাক্স পড়ে নামায পড়ার অনুরোধ রইল।।আপনার এই আনন্দ যাতে কারো কষ্টের না হয় সেই দিকেও লক্ষ্য রাখা উচিত।।আল্লাহ তায়ালা আমাদের সকলের মনের নেক মাকসাত কবুল করুক।
আমিন
শুভেচ্ছান্তেঃজরুরী রক্তদানে আমরা
আপনার দেওয়া রক্ত কি নিশ্চিত হয়ে দিয়েছেন??
emerjancy blood diea amader ek new member cencer effected children ke help korcen.ter jonno obiram bvalovasa
emerjancy blood diea akjon cencer akranto children ke help korecan SADEK.ter jonno roilo obiram valobasha
SI Hridoy vai amder group er pokhho thaika ak momoerco rogike blood donet korce.ter jonno roilo ovibam valobasha
amder group er arekjon member amamikal blood notet korse.tar nam@sk antor.vai ei group er akjon important mamber.vai er jinno roilo valobasa o sobecca.sober tar jonno doyea korben
amader group er akjon member nij odogga blood donet koracilo.siam vai er jinno amra sobei doyea korbo.amra casta korbo jate amra tar moto blood dite pari
amader group er first member soyeb salman Shoyeb blood donet korce.ter jonno sobecca o valobAsha.amra sobei ter moto nij agrohea ageia asbo.🥰🥰🥰🥰
Iঅনেকেই রক্ত দান করা নিয়ে অহেতুক ভয় পান। রক্ত দিলে মনে করেন যে তার শরীরে হয়ত কোন সমস্যা হবে। কিন্তু এটি যে একদমই নিছক ভাবনা, নিচে কিছু তথ্য উপাত্ত দিয়ে সেটা প্রমান করা হলো। কেন রক্ত দানের পরেও আপনি সম্পূর্ন সুস্থ থাকবেন,সেটিই দেখে নিন।
একজন পুরুষের শরীরের ওজনের প্রতি কেজিতে ৭৬ মিলি (মিলি-লিটার) রক্ত থাকে এবং একজন মহিলার শরীরের ওজনের প্রতি কেজিতে ৬৬ মিলি রক্ত থাকে……
কিন্তু একজন মানুষের শরীরে প্রতি কেজিতে প্রয়োজন ৫০ মিলি রক্ত… তাহলে পুরুষের শরীরে রয়েছে প্রতি কেজিতে অতিরিক্ত (৭৬-৫০=) ২৬ মিলি রক্ত এবং মহিলার শরীরে রয়েছে প্রতি কেজিতে (৬৬-৫০=) ১৬ মিলি অতিরিক্ত রক্ত…
রক্তদান করলে এই অতিরিক্ত রক্ত থেকে প্রতি কেজিতে ৮ মিলি রক্ত নেয়া হয়…
অর্থাৎ রক্তদানের পরেও পুরুষের শরীরে অতিরিক্ত রক্ত থাকছে প্রতি কেজিতে (২৬-৮= ) ১৮ মিলি রক্ত এবং মহিলার শরীরে (১৬-৮ = ) ৮ মিলি রক্ত… হ্যাঁ, অতিরিক্ত রক্ত…
মানে রক্তদানের পরেও ৫০ কেজি ওজনের একজন পুরুষ রক্তদাতা এবং মহিলা রক্তদাতার শরীরে যথাক্রমে থাকছে অতিরিক্ত (৫০ x ১৮ = ) ৯০০ মিলি রক্ত এবং (৫০ x ৮ = ) ৪০০ মিলি রক্ত…
সুতরাং রক্তদানের পর আপনি রক্তশূন্যতায় মরে যাবেন না কনফার্ম কারন রক্তদানের পরেও প্রয়োজনীয় রক্তের থেকেও ‘অনেক’ বেশি পরিমান রক্ত আপনার শরীরে থাকছে… 🙂
একজন ৫০ কেজি ওজনের মানুষ দুশ্চিন্তামুক্ত ভাবে খুব সহজেই রক্তদান করতে পারেন… রক্তদানের পর ২০ মিনিট বিশ্রাম নিবেন, পরবর্তী ২৪ ঘন্টা প্রচুর পরিমানে পানি খাবেন… ব্যাস, আর কিছু লাগবে না…
৫০ কেজি ওজন হওয়া সত্ত্বেও যারা এতদিন ভয়ে রক্তদান করেননি, এবার নির্ভয়ে রক্তদান করে ফেলুন
#জরুরী রক্তদানে আমরা
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Fulbaria
Mymensingh
2216