নিঃসঙ্গ গ্রহচারী ツ Nisshongho Grohochary .

যে মানুষটা আমার নয়, তাকে ভুলে যাওয়ার ক্ষমতা আমার হোক।�

#নিঃসঙ্গ_গ্রহচারী

21/01/2023

'পরিণীতা' মুভিটাতে শুভশ্রীর পারফরম্যান্স দেখে আমি মেয়ে হয়েও ওর প্রেমে পড়ে গেছি। একটা মানুষকে যে এতটা ভালোবাসা যায়, এই মুভি না দেখলে বোঝা যাবে না।

মুভিতে মেয়েটা যার ভালোবাসা কোনোদিনই পায়নি, তার জন্যে নিজেকে উৎসর্গ করেছে। যাকে ভালোবেসেছে, তাকে মুখ ফুটে কখনও বলতেই পারেনি নিজের ভালোবাসার কথা। যখন সে জানতে পারল, ওর ভালোবাসার মানুষটা অন্য একজনকে ভালোবাসে, খুব কষ্ট পেয়েছে তখন। কিন্তু ছেলেটা বলা নেই কওয়া নেই হঠাৎ সুইসাইড করে বসে যখন, তারপর শুভশ্রীর নিঃস্বার্থ ভালোবাসার তীব্রতা বোঝা গেছে।

ছেলেটা মারা যাবার পর নিজের দারিদ্র্যকে উপেক্ষা করে ছেলের মায়ের সব দায়িত্ব সে নেয়। ছেলেটার সুইসাইডের কারণটা আমি প্রথমে বুঝতে পারিনি, এটা একটা টুইস্ট ছিল। মেয়েটা যে কোম্পানিতে জব নেয়, সেখানে সে তার ভালোবাসার মানুষের মৃত্যুর প্রতিশোধ নিতে যায় আসলে। ছেলেটা যে মেয়েকে ভালোবাসত, ওই মেয়েটাই তার সুইসাইডের জন্যে দায়ী ছিল।

আমার নিজেকে এই পরিণীতার মতো মনে হয়; আমি অনেক খারাপ মেয়ে হয়ে গেছি, কিন্তু আমার অনুভূতি নষ্ট হয়ে যায়নি, তোমার কোনও কষ্ট আমার সহ্য হয় না, আমার ইচ্ছে করে পৃথিবীর সব সুখ তোমার হাতে তুলে দিতে! তোমাকে কষ্ট পেতে দেখতে চাই না; তুমি এমন একটা মানুষ, যার জন্যে যে-কোন‌ও স্যাক্রিফাইস করা সম্ভব। তুমি চাইলে যাচাই করে নিয়ো তোমার জন্যে আমি সত্যি সত্যি সব স্যাক্রিফাইস করতে পারি কি না।

আমি অফিসে নিজের পারসোনালিটি এমন রাখার চেষ্টা করি যাতে কেউ আমার সাথে ক্লোজ হবার সুযোগ না পায়। গল্প যতই করি, একটা ডিসট্যান্স মেইনটেইন করে চলি, আমার সিক্রেট লাইফ যেমনই হোক, সেটা কাউকে বুঝতে দেওয়া যাবে না... ঠিক পরিণীতার মতো... মিশি, তবে কখনও মিলে যাই না।

19/01/2023

প্রত্যেকের জীবনেই কিছু না কিছু অপূর্ণতা,
কিছু না পাওয়া,কিছু পেয়ে হারিয়ে ফেলা আছে।
তারপরও আমাদের বাঁচতে হয় বেঁচে থাকার
তাগিদে।
কেউ প্রকাশ করতে পারে আবার কেউ প্রকাশ করতে
পারে না,
এগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত মরে গিয়েও
বেচে থাকি।🥰🥺🥀

#অপূর্ণতা

16/01/2023

কিছু সম্পর্কের সমাপ্তিটা 💔
________হৃদপিন্ডের অতল গভীরে নিরব ঘাতক হয়ে
প্রতিনিয়ত মৃত্যুর তান্ডব করে যায়।😭😭😭

15/01/2023

যাকে কাছে না পেয়ে,নিজের করে করে না পেয়েও সীমাহীন ভালোবাসলাম।যার জন্য ত্যাগ করলাম ব্যক্তিত্ব,আত্মসম্মান, সে আমায় ছাড়া সবাইকে গুরুত্ব দিতে পারে, আমি ছাড়া বাকি সবাই তার প্রিয়। আমি না পড়া অধ্যায়ের মতোই তার কাছে।

আমার কষ্টে স্বস্তি হওয়ার বদলে আমার কষ্টের কারণ যে হয়,তাকে এতোটা সীমাহীন ভালোবাসার কোন প্রয়োজন নেই, থাকুক না সে আমার উপস্থিতি বীহিন।
আমার নেকামো,দুষ্টমো, আবদার, ইচ্ছের যে বারবার হেলাফেলা করেছে তাকেও তো বুঝতে হবে আমি নামের অবহেলাটা এখন তার জীবন থেকে দূরে,অনেক অনেক দূরে।

আমার সত্য, সঠিক অনুভূতির মজা করা মানুষটিও একদিন অস্থির হবে, তার মিথ্যে গড়া ব্যক্তিত্বের মোহ কাটার পর। সময় খুব নিখুঁত করে হিসাব করে, আমি যেমন নিশ্চুপ, নীরবে ফিরে এসেছি, তেমনি নীরবেই সময়টা হিসাব করে নিবে।
সেও তো বুঝুক, জানুক আমি আর নেই তার আশপাশে, নেই তার জীবনে। আমার বিশ্বাস, ভালোবাসা, সত্যতা সব দিয়ে আমি ফিরে এসেছি।

লেখা: লিপি সোহানা
📷: আফরোজা🌸

13/01/2023

রুপ আর মোহ এর মাঝে আটকে থাকা একটা গোটা জেনারেশনের প্রেম। ভালোবাসতে গিয়ে ভালো থাকতে ভুলে যাওয়া প্রজন্মের কাছে ভালোবাসার সংজ্ঞা যেমন বদলে গেছে তেমনি বদলে গেছে চাওয়া পাওয়ার হিসেবটাও। প্রত্যাশার পারদ যখন আকাশ সমান তখন প্রাপ্তিটা বরাবরই শূন্য। প্রত্যাশা আর প্রাপ্তির গড়মিলে হারিয়ে যাচ্ছে ভালোথাকা আর অধরাই রয়ে যাচ্ছে সত্যিকারের ভালোবাসা।

কি চাচ্ছি, কি পাচ্ছি, কি হারাচ্ছি আর কি খুঁজছি যেন নিজেদেরই অজান্তে রয়ে গেছে সবটা। তবুও বেলাশেষে বলা যেতেই পারে 'যাহা চাই যদি তাহাই পেয়ে যাই' তবে জীবনটা এতো বৈচিত্র্যময় হতো না। বৈচিত্র্যহীন একঘেয়ে জীবনে ক্লান্তিতে নেমে আসত সুখের অসুখ।

সব পাওয়া হয় না। আর না পাওয়াটাও যে জীবনের অন্যতম সুন্দর একটা দিক। যাহা না পাওয়া তার সবটাই সুন্দর। অলীক অস্পর্শনীয় কোন কিছু্র প্রতি মানুষের যে টান তাও একসময় শূন্যে নেমে আসে পাওয়ার পূর্ণতায়। গভীর প্রেম বরাবরই না পাওয়া। ইতিহাস হয়ত তাই বলে। তাই সুন্দরের সংজ্ঞায় না পাওয়াটাই প্রেম আর পেয়ে যাওয়াটাকে বলে বড্ড বেশিই ভাগ্যবান আর শেষ পর্যন্তু একসাথে ভালোথাকতে পারাটাই ভালোবাসা।

ভালোথাকুন নিজেদের গল্পে, ভালোবাসুন জীবনের সকল অপূর্ণতাকে। হয়ত সুখ নামক অারাধ্য অনুভূতিটাকে পেয়েও যেতে পারেন জরাজীর্ণ জীবনে। তবে সুখের পেছনে নিরন্তর না ছুটে দুঃখকে লালন করতে শিখুন। দুঃখকে যে ভালোবাসতে পেরেছে সেই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।

লেখক- মেহেদী হাসান শুভ্র

12/01/2023

তোমার প্রতারণার শিকার হয়ে আমি যতাটা কেঁদেছি। এই আকাশটাও কখনো আমার সমান কাঁদেনি। মনের মধ্যে তোমার দেওয়া ক্ষ'ত নিয়ে সবার সামনে হেসেছি। অথচ রাত গভীরে তোমার নামে কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছি।

তুমি হাত ধরে হাঁটা শিখিয়ে মাঝপথে ছেড়ে চলে যেতে পার। আমি সেটা পারি না।পারি না মায়া কাটিয়ে উঠতে। পারি না তোমার মতো এতো সহজেই সবকিছু ভুলে যেতে।

আচ্ছা, ভালোবাসাটা কি তোমার কাছে? একজন মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে, নিজের সবকিছু উজাড় করে দিয়ে, তোতা পাখির মতো ভালোবাসা দিয়ে আগলে রেখেও যদি দিন শেষে সে মাঝপথে ছেড়ে চলে যায়। তবে এই ভালোবাসার মানুষের চেয়ে প'গু পা'খি'রও অনেক ভালো।

তোমাকে নিজের সবকিছু বিষর্যণ দিয়েও আটকে রাখতে পারিনি। তুমি দীর্ঘ সময় একসাথে থাকার পরও প্রতারণা করতে পার। অথচ, রাস্তার কু'কু'টাকে সামান্য খাবার দিলে শত বিপদেও তারা পিছু ছাড়ে না।

একটা সময় তোমার মতো প্রতারকের ভালোবাসার জন্য নিজেকে তিলে তিলে করে শেষ করেছি। অথচ, একদিন যে তুমি আমাকে তুচ্ছতাচ্ছিল্য করতে। আজ সেই মানুষটার জন্য তোমার মতো শতজন পা'গ'ল। পার্থক্য শুধু সময়ের। প্রিয় মানুষটার খারাপ সময়ের তাকে সাপোর্ট দেওয়ার নাম ভালোবাসা আর চলে যাওয়ার নাম প্র'তা'র'ণা। আর প্র'তা'র'ণা করে মানুষ কখনো সুখী হয় না।

লেখা- নাফিজ ইকবাল নূরুল্লাহ্
ছবি- সংগৃহিত।

11/01/2023

তোমারে পাইলে আমার আর কোনো আফসোস থাকতো না,দীর্ঘশ্বাস থাকতো না। এই যে তোমার লাইগা বুকটা খালি খালি লাগে। তোমারে ভাবতে গেলেও চক্ষু দুইটা ভরাট হইয়া যায়। এই যে তোমার অভাবে আমার রাইত কাটে কিন্তু দুই চোক্ষে ঘুম আসে না। তোমারে পাইলে হয়তো আমার দিন রাইত এমন হইতো না।

তুমি এহন আসমানের চান্দের লাহান। তোমারে দেহা যায় কিন্তু কাছে যাওন যায় না, ছোঁয়োন যায় না, কথা কওন যায় না। আমি তোমারে কাছ থেইকা দেহনের লাইগা ছটফট করি, পাওনের লাইগা ছটফট করি, তোমার লাইগা রাইতের আন্ধারের মত আমার ভিতর আন্ধার হইয়া যায়। আমার খালি মনে হয় তোমারে পাইলে আমি সব পাইয়া যাইতাম। তোমারে পাইলে আমার আর এমন কষ্টে দিন রাইত কাটতো না।

সূর্যের আলোয় এহন আমার দিন হয় না, ঘুটঘুটে আন্ধারেও রাইত হয় না। আমি ঠিকমত ঘুমাইতে পারি না। চক্ষু দুইটা তোমার আশায় চাইয়া থাকে। আমার সবকিছু এলোমেলো হইয়া গেছে। কারো ভালো কথাও ভালো লাগে না। কথায় কথায় রাগ হয়। আমি বোঝাইতে পারি না আসলে এই রাগটা তোমারে না পাওনের ব্যাথার। বন্ধু বান্ধব গুলা আমার এই খিটখিটে রাগের কারণে দূরে চইলা যায়। তোমারে পাইলে হয়তো এইভাবে আমার সবকিছু এলোমেলো হইতো না।

এই যে আশেপাশে কত মানুষ তবুও আমি একা থাকি। আমার ভীষণ একলা একলা লাগে। তোমার কথা মনে হইলে আমার সব শূন্য হইয়া যায়। দুই চোক্ষু ভরাট হইয়া যায় তোমার ব্যথায়। কি যে এক যন্ত্রণা, কি যে এক অসহ্য কষ্ট কাউরে দেখান যায় না, বোঝান যায় না। ঠোঁট চাইপা এই কষ্ট গুলা নিয়াই বাঁইচা আছি। মাঝে মাঝে নিজের উপর নিজের খুব রাগ হয়, কেনো এতো ভালোবাইসাও আমি তোমারে পাইলাম না।

তুমি আমার হইবা কথা দিয়া আমার হইলা না। তুমি হইয়া গেলা দূরের আকাশ, আর তোমার অভাবে আমি হইলাম অবাধ্য, হইয়া গেলাম অগোছালো। তোমারে পাইলে আবার আমি মানুষ হইতাম, আবার আমি তোমার প্রেমিক হইতাম।

লেখা: শাহরিয়ার শরীফ

08/01/2023

একদিন সব ঠিক হয়ে যাবে যাবে করে কত সূর্য ডুবে যায়, কত দিন গত হয়ে যায়, কত ফুল ফুটে ঝরেও যায়। একদিন সব কিছু ঠিক হয়ে যাবার দিনটাই শুধু আর আসে না।



(উদ্ধৃতিটি “মিথ্যা সান্ত্বনা” থেকে নেওয়া।

08/01/2023

তুমি যখন ছেড়ে চলে যাচ্ছিলে,আমার বারবার মনে হচ্ছিলো তোমাকে ভুলে যাওয়ার চাইতে সহজ কিছু আর এই পৃথিবীতে নেই,
অথচ ঘরে ফেরার পর দেখলাম আমার পুরো পৃথিবীটাকেই তুমি সাথে করে নিয়ে গেছো;

তুমি ছেড়ে চলে যাওয়ার পর আমার ছাদের ছোট্টো বাগানটায় কখনো নয়নতারা ফোটেনি,
দক্ষিনের জানালা দিয়ে রোদ ঢোকেনি নিয়মিত অভ্যাসে;

তুমি ছেড়ে যাওয়ার পর অভ্যস্ত আদরের অভাবে আমার কখনো জ্বর ওঠেনি,
তারাহুরো করে চায়ের কাপে চুমুক দিতে গিয়ে ঠোঁট পুড়ে যায়নি,
অথচ আমি কী ভীষণভাবে চাইতাম আমার কোনো তীব্র অসুখ হোক;

তুমি ছেড়ে চলে যাওয়ার পর পাঁচ বছরের ছোট্ট মেয়েটা আমার কাছে কখনো বেলী ফুলের মালা বিক্রি করতে আসেনি,
রোদে দাঁড়িয়ে থাকতাম অথচ আমার আর কখনো মাথাব্যথা হয়নি,
পার্কে কিছুক্ষন বসার জন্য আড়াল খুঁজতে হয়নি।

তুমি ছেড়ে চলে গিয়েছিলে ঠিকই,অথচ তোমার অভাব আমাকে কখনো একা থাকতে দেয়নি।

প্রস্থানের পরবর্তীতে নিঃসঙ্গ গ্রহচারী ツ Nisshongho Grohochary .
~স্বপ্নীল চক্রবর্ত্তী
ছবিঃ লিমা।

06/01/2023

মায়া এক বড় কঠিন জিনিস; যার প্রতি মায়া জন্মে যায় তাকে ছেড়ে আসা যায়, কিন্তু ছেড়ে থাকা যায় না... ❤

25/07/2022

কিছু মেয়ের শেষ চিঠিটা হয়তো এমন হবে:

আমার বিয়ে তোমার সাথে হবেনা, অন্য কারো সাথে হবে যাকে চিনিনা জানিনা। আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও সে আমাকে ছোঁবে আমি চাইলেও কিছু করতে পারবনা ঐ শক্তি আমার থাকবেনা।
আমার অনেক ঘৃণা লাগবে কারন আমাকে যে অন্য কারো ছোঁয়ার কথা ছিল যখন তাকিয়ে দেখবো এটা সে না অন্য কেউ।আমি কান্না করবো তখন সে ভাববে আমি সুখের কান্না করছি।
কিন্তু সে বুঝবেনা এভাবে প্রতিদিন একেকটা রাত হবে আমার কাছে ধর্ষণের রাত।
কিন্তু তখন আমার যে কিছুই করার নেই। আমি যে একটা কাগজে সাক্ষর করে নিজের জীবন অন্যের হাতে তুলে দিয়েছি। প্রতিদিন তার পরিবারের মন জোগাড় করে চলতে হবে।
কিন্তু আমি তো তোমার ফ্যামেলি নিয়ে স্বপ্ন দেখেছিলাম। তাদের মন জয়ের স্বপ্ন দেখেছিলাম অথচ দেখো কিছুই হলোনা।
একসময় আমি এসবে অভ্যস্ত হয়ে যাবো। তারপর হঠাৎ একদিন জানবো আমি মা হবো। এটা তো নারীর জীবনের সবচাইতে সুখের দিন, কিন্তু আসলেই কি আমি ঐদিন সুখি হবো.....?
না হবোনা। চিৎকার করে কাঁদতে ইচ্ছা হবে কারণ বাচ্চাটা আমার ভালোবাসার চিহ্ন না। তাও ওকে দুনিয়ায় আনতে হবে কারন ওর তো আর কোনো দোষ নেই। ও ভুমিষ্ট হওয়ার পর ওর মুখের দিকে তাকিয়ে সব মেনে নিতে হবে।
একসময় ওকে বড়ো করা, স্কুলে নিয়ে যাওয়া, ওকে মানুষের মত মানুষ বানাতে গিয়ে কখন যে ৫০ পেরিয়ে চুল পাকতে শুরু হয়ে যাবে বুঝতেই পারবোনা। এর মাঝখানে তোমাকে অনেক মনে পড়বে লুকিয়ে লুকিয়ে কাঁদবো, তারপর দীর্ঘশাস ফেলে আবার ব্যস্ত হয়ে যাবো। এভাবেই সময় কেটে যাবে।
তারপর হয়তো কোনো এক রাতে ঘুমের মধ্যেই চলে যাবো পরকালে।
হয়তো তুমি সেদিন জানবেনা। হয়তো আমার কথা মনে করে তুমিও কোনো বর্ষামূখর দিনে চোখ ভিজাবে । না হয় ভিজাবেনা।
কিন্তু আমার মনের সেই কষ্টগুলো অব্যক্তই থেকে যাবে,তবুও তুমি ভালো থেকো....

28/06/2022

“বাঁচবো না বুঝেছো৷ এজন্য এক কথাতেই মা তোমাকে ডেকে দিলো। মেয়ের শেষ ইচ্ছা পূরণ করছে। বড়ফুপু রাতে বললেন- কিছু খাইতে মন চায়? আমি বললাম শাওনকে দেখতে মন চায়। ওকে একটু খবর দিয়ে আনান। রাজি হয়ে গেলো। বুঝতে পারলাম সত্যিই বোধহয় মারা যাচ্ছি।”


“এখানেই শেষ নয়"

01/01/2022

ভালো না বাসার হাজারো কারণ থাকার পরেও এলোমেলো ছেলেটিকে রোজ গুছিয়ে ভালোবাসার নাম...তুমি
তুমি মানে উসবুক এক তরুণের শার্টের হারানো বোতাম জুড়ে সুঁই-সুতোর এফোর-ওফোর কবিতা।
তুমি মানে এক বেখেয়ালী পাগলের পাগলামী জুড়ে রোজ পাগলী হওয়ার গল্পটা।
তুমি মানে সেই স্বপ্নটা। যার প্রতীক্ষায় রাতের শেষ আঁধারেও জেগে থাকে ঘুম ঘুম বৃষ্টিরা।
তুমি মানে অচমকা অভিমানে চিঠির শেষ লাইনে ফুরিয়ে যাওয়া নীল কালির কলমটা।
তুমি মানে ফেসবুকের ব্লকলিস্টে কারণে-অকারণে আমি বেচারা।
তুমি মানে অভিমান। তুমি মানে অনুরাগ।
তুমি মানে কান্না কান্না আনন্দে বুকভরে হেসে ওঠা ।
গলাচাপা আবেগে না বলা ভালোবাসি শব্দটা।

তুমি সেই তরুণের গল্পটা
জন্মাবধি যে ছেলেটা এলোমেলো,অগোছালো,উসবুক,বেখেয়ালী
জন্মান্তরে যার জন্ম তোমার বিরক্তির কারণ হতে
তোমাকে নিছক ভালোবাসতে......

©Rezwan Shuvo

31/12/2021

দিনশেষে অনেকেই বলে আমি তোমাকে পছন্দ করি, ভালবাসি, তোমার হতে চাই!আফসোস কেউ বলে নাহ, আমাকে বিশ্বাস করতে পারো।আমি বিশ্বাসের মূল্যায়ন করতে জানি!তোমার অতীত নিয়ে আমার কোন মাথা ব্যথা নেই!আমি অতীত নিয়ে নয় বর্তমান আর ভবিষ্যতে বিশ্বাসী! তোমার চোখের পানি নয় মুখের হাসির কারন হতে চাই! দুনিয়াতে বিশ্বাসী লোকের বড়-ই অভাব!'🖤

Photos from নিঃসঙ্গ গ্রহচারী ツ Nisshongho Grohochary .'s post 04/12/2021

"যে মানুষটাকে ছেড়ে দিতে চাচ্ছেন তার আগে একবার হলেও ভেবে নিয়েন, ঐ মানুষটাকে কিছুদিন পর অন্য কারো সাথে দেখলে সহ্য করতে পারবেন তো !!
সকাল থেকে রাতে ঘুমানো পর্যন্ত যার পাগলামিতে আপনি থাকতেন, এক নজর দেখার জন্য যে আপনার জন্য অপেক্ষা করতো, সেই মানুষটাই যদি অন্য কারো জন্য পাগলামি করে তখন মেনে নিতে পারবেন তো !!
একটু পর পর যার ফোনে আপনার মোবাইল বেজে উঠতো, কিংবা আপনি দীর্ঘসময় আড়াল হলেই আপনার খোঁজ নেয়ার জন্য ব্যাকুল হয়ে থাকতো, সেই মানুষটাই যদি আপনার খোঁজ নেয়া বন্ধ করে দেয়, খারাপ লাগবে না তো আপনার !!
যদি আপনার খারাপ না লাগে অথবা মেনে নিতে পারেন কিংবা সহ্য করতে পারেন, তাহলে মানুষটাকে ছেড়ে দিয়েন... আর যদি বিন্দুমাত্র বুকের ভেতর কষ্ট অনুভব হয় তাহলে সময় থাকতে আগলে রাখেন... জানেন তো, সবাই থেকে যেতে চায় না !!
একজন গেলে আপনি আরেকজন পাবেন, তবে ঐ মানুষটাকে আপনি পাবেন না যাকে হারিয়ে ফেলছেন... ছোট্ট জীবনে একাধিক মানুষের স্মৃতি নিয়ে বেঁচে থাকা যায় ঠিকই, তবে ভালো থাকা যায় না... জীবনের কোনো একটা সময়ে আপনি ঠিকই অনুশোচনায় ভুগবেন !!
কাউকে কষ্ট দিয়ে, আঘাত দিয়ে, ধোঁকা দিয়ে সাময়িক ভালো থাকা গেলেও আজীবন ভালো থাকতে পারবেন না... আপনার দেয়া আঘাত, কষ্ট কিংবা ধোঁকা কোনো একদিন ঘুরেফিরে ঠিক আপনার কাছেই চলে আসবে অন্য কারো নামে, অন্য কারো ঠিকানা থেকে !!
কাউকে না ঠকিয়ে বরং যে থেকে যেতে চায় তাকে যত্ন করে বেধে রাখুন... আজ মানুষটা হয়তো আপনার মনের মতো হতে পারছেনা, তবে আপনি পাশে থাকলে মানুষটা একদিন ঠিকই আপনার মনের মতো হয়ে যাবে... পারফেক্ট কাউকে পাবার থেকে কাউকে পারফেক্ট বানিয়ে নিতে পারাটা বড় অর্জন !!" :)
লেখকঃ Imran Hossain Nirob
ছবি ক্রেডিটঃ মৃণালিনী

03/12/2021

আমি কাকে বলবো আমার মন ভালো নেই?
এতো এতো মানুষের ভীড়ে সবাইতো নিজেকে নিয়েই ব্যস্ত!
আমার মন খারাপের কথা শোনার মতো দুদণ্ড সময় কই?
মুখের ম্লান হাসিটুকু দেখেও কেউতো জিজ্ঞেস করে না কী হয়েছে?
কেমন আছো সবাই-ই বলে!
কেবল বলার জন্যই বলে।
সত্যিই ভালাে আছি কী না সেকথা কে কবে জানতে চেয়েছে?
মন ভালো নেই বলার মতো একটা মনের মানুষ নাই!
ভালো আছি কী না জানতে চাওয়ার মতো একটা নিজের মানুষ কই?

___একটা নিজের মানুষ নাই
___ Bushra Habiba

ছবি - Anika Efty

03/12/2021

ভালোবাসাটা কখনো দু-টানার মধ্যে হয় না প্রিয়।ভালোবাসার মধ্যে কনফিউজড চলে না।ভালোবাসি মানে ভালোবাসি, সে আমার মানে আমারি,তাকে লাগবে মানে লাগবেই।

কাউকে ভালোবাসলে সবটা দিয়ে বাসুন। ভালোবাসি কি বাসি না, তাকে ভালো লাগে কি লাগে না। ভালোবাসায় এই ধরনের হেজিটেশন চলে না।

আপনি কাউকে ভালোবাসলে তার সবকিছু আপনাকে মুগ্ধ করবে। আপনি সত্যি যাকে ভালোবেসে ফেলবেন তার সবকিছু আপনার নিজের নিজের লাগবে। মনে হবে মানুষটা কেবলি আপনার।

কখনো কাউকে একটু একটু ভালোবাসবেন না। কাউকে ভালোবাসলে নিজের সবটা দিয়ে বাসুন। জানেন তো আপনার এই একটু একটু ভালোবাসা একটা মানুষের জীবন থেকে সুখ কেড়ে নিতে পারে।

সাময়িক ভালো লাগা থেকে ভালোবাসা হয় না। কারও একটিভিটি দেখে আপনি মুগ্ধ হয়েছেন, তাকে খুব ভালো লাগে। এর মানেই আপনি তাকে ভালোবাসেন এটা ভুল ধারণা।

জানেন তো তেল জল তরকারিতে ভালো একটা টেস্ট তৈরি করতে পারে বলেই তারা কখনো একত্র হতে পারে না। ঠিক তেমনই সাময়িক ভালো লাগা আপনার হৃদয়ে সমান্য ভালো লাগা তৈরি করতে পারলেও এটা কখনো স্থানীয় হবে না। স্থানীয় তো সেটাই যেটা এক নিমিষেই আপনাকে নিজের করে নিতে পারে।

লেখাঃ- নাফিজ ইকবাল নূরুল্লাহ্
ছবি- ইনস্টাগ্রাম

30/11/2021

যে মেয়েটা ঘুমে চোখ আটকে আসলেও তোমার ম্যাসেজের রিপ্লাই দেয়ার জন্য জেগে থাকে, সে তোমাকে ভালোবাসে।

যে মেয়েটা ঘন্টার পর ঘন্টা চাতক পাখির মতো ফোনের দিকে তাকিয়ে অপেক্ষা করে কখন তোমার কল আসবে, সে মেয়েটা তোমাকে ভালোবাসে।

যে মেয়েটা অনায়াসেই তোমার হাজার ভুল ক্ষমা করে দেয়, সে মেয়েটা তোমাকে ভালোবাসে।

পরিবার থেকে বিয়ের জন্য চাপের পর চাপ আসলেও যে তোমাকে কিচ্ছু বুঝতে দেয় না তোমার কষ্ট হবে ভেবে, সে মেয়েটা তোমাকে ভালোবাসে।

এরপরে ক্যারিয়ার গুছিয়ে নিয়ে যখন তাকে বলো,তোমার সাথে আমার যাচ্ছে না।ফ্যামিলি যে মেয়ের সাথে বিয়ে ঠিক করেছে তাকে বিয়ে করতে হবে।

যার মনটা খুব সহজেই ভেঙ্গে গুড়িয়ে দিয়ে তুমি অন্য কারো সাথে সুখে থাকার স্বপ্ন দেখো কিন্তু তাও সে তোমাকে ক্ষমাই করে দেয়।সে চায় তার যত কষ্টই হোক তুমি যেনো ভালো থাকো কারন, সেই মেয়েটা তোমায় ভালোবাসে।

কিন্তু রুহের হায় বলে একটা কথা আছে জানো তো? প্রকৃতি ঠিকই একদিন এই কষ্টটা ডাবল করে তোমাকে ফিরিয়ে দেবে।

লেখাঃ Zannatul Eva
ছবিঃ Unknown

14/09/2021

আর কিছু প্রহর,
অপেক্ষার প্রহর।
আমি বেশ ক্লান্ত হয়ে তোমাকে ডাকি,
খানিকক্ষণ তোমার চোখে আমি নিজেকে দেখি
আমার জীবন্ত গল্পের মৃত্যু তোমার হাতেই
যেদিন তুমি আর তুমি নেই
আমার শুন্য শহর
আলো আবাছায়ার শহর।

07/09/2021

ফ্যাকাশে দু'টো চোখ,
শুকিয়ে ঝড়ে পড়ে গেছে পাতা,

উদাসীনতায় জীবন মেরুদণ্ড হারিয়ে,
হৃদপিন্ড ছুয়ে বসে আছি অবেলায়।
যেন কখনো কেউ ছিলোনা আমার,
অথচ তুমি ছিলে.......💔🥀

06/09/2021

হুম.....
আমায় না হউক কেউ কাওকে ভালোবাসলে, ভালোবাসার মতো ভালোবাসুক।

যে ভালোবাসায় হারাবা'র ভয় তাড়া না করে,
পৃথিবী বিরুদ্ধে গেলেও যেন হাত না ছাড়ে....

06/09/2021

M❤️🥀

জানি কোনদিন তোমায় সামনে থেকে দেখার ভাগ্য হবেনা আমার, তবে প্রতি মুহুর্তে তোমাকে চোখ বন্ধ করে অনুভবে দেখি।

জানি কোনদিন বাস্তবে ছুতে পারবোনা তোমায়, তবে প্রতি মুহুর্তে তোমাকে অনুভবে স্পর্শ করি।

জানি তোমাকে কখনো পাবনা আমি, তবুও তোমায় পাওয়ার আশায় দিন কাটাই।

জানি তুমি খুঁজোনা আমায়, তবুও প্রতিটি নিঃশ্বাসে আমি তোমায় খুঁজে বেড়াই।

জানি তোমার ভাবনায় আমার কোন অস্তিত্ব নেই, তবুও প্রতিটি হৃৎস্পন্দন প্রতি মুহুর্তে তোমার কথাই বলে।

জানি তুমি ভালোবাসো না আমায়, তবুও আমি সেই তোমাকেই ভালোবেসে যাই ❤🥀

#পাথরের_মন

05/09/2021

মনে যখন কোনাে শান্তি থাকেনা,সবকিছুতেই
তখন বিরক্তি বিরক্তি লাগে!!🖤

04/09/2021

জীবনে কিছু সময় আসে,
এতটাই নিষ্ঠুর যে শুধু চেয়ে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না 😭

যদিও শেষ পর্যন্ত নিজের অস্তিত্ব থাকে না....!

03/09/2021

হুম ছেড়ে যাওয়া মানুষ'টা কখনো জানতে পারেনা 💔🥀

03/09/2021

আমি কাঁটার শরীরও
কত আলতো করে ধরি,
আর লোকে কিনা ফুলকেই ধরে
গলা টিপে! 💔🥀

02/09/2021

কী করে বাঁচতে হয়,
কী করে জীবন সাজাতে হয়, 🥰🥀
ওসব আমরাও জানি।

কিছু স্বপ্নছোঁয়া আজও বাকি, 💔🥀
নইলে বাঁচার কাজটা খুব খারাপ বুঝি না!

01/09/2021

আর বোধ হয় কোনও ওষুধই নেই!
ওরা আমায় প্রতিদিনই বলে,
কালকের সকালটা দেখার জন্য হলেও বাঁচো!
সেই দেখার মতন সকালটা আজও আসে না কেন!

01/09/2021

"মানুষ কখনো না পাওয়ার যন্ত্রণায় কাঁদে না।
মানুষ পেয়েও আবার হারিয়ে ফেলার যন্ত্রণায় কাঁদে।
না পাওয়ার চেয়ে
পেয়েও হারানোর যন্ত্রণা কঠিন!'🖤

31/08/2021

যে আমায় ভালোবাসে,
তাকে তো কাছে ডাকতেও হয় না!
যাকে আমি ভালোবাসি,
তাকে তো কাছে ডাকতেও পারি না!

30/08/2021

এসো, আমাদের জীবনখাতার শেষপাতায়
ভালোবাসাকে সহজ করে দেখাই!

আমাদের গল্পটা
অমরত্ব নাই-বা পেল,
বেঁচে তো থাকবে!

29/08/2021

মানুষ যখন মরে যায়,
তখন সে আর কিছুই ভাবে না।

মানুষ যখন মরে যায়,
তখন সে আর কিছুই বলে না।

মানুষ যখন
আর কিছুই ভাবে না,
আর কিছুই বলে না,
তখন সে মূলত মৃতই!

28/08/2021

এই শহরে
আলোর অভাব নেই।

এখানে বাতির চাইতে মানুষের হৃদয়ই
জ্বলে বেশি।

28/08/2021

এ জীবনে যা-ই চেয়েছি,
তা-ই শেষমেশ ভেঙে গেছে! 💔
আজ আর তাই ভয়েই কিছু চাই না,
মনে মনে নিজেই ভাঙতে থাকি! 💔🥀

27/08/2021

-হয়তো সেদিন দেখা না হলে পারতো.....🙂
-শহরে আজ বিরহের দাঙ্গা হতো না.......💔

27/08/2021

তুমি আমার সেই শুন্যতা,
যা অন্য কিছু দ্বারা, কখনো পূর্ণতা পাবে না।

27/08/2021

কেউ কি জানেন?
শত মানুষের ভিরে একটা মানুষ একলা থাকে 😢🥀

26/08/2021

খুব চেষ্টা করেও,
কিছুতেই সহজভাবে বাঁচতে পারছি না!
হে ঈশ্বর! 💔🥀
বিনা চেষ্টায় সহজ একটা মৃত্যু যেন অন্তত পাই! 🥰🥀

26/08/2021

হুম...
চাপা পরে থাকবে মৃত্যু, নিখোঁজ হবো সভ্যতার চোখে 💔🥀

26/08/2021

এক'টা সময় মৃত্যু কে অনেক ভয় পেতাম।।।
____এখন মনে হয়, মৃত্যু'তেই যেনো মুক্তি 💔🥀

Want your public figure to be the top-listed Public Figure in Mymensingh?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Mymensingh

Other Public Figures in Mymensingh (show all)
SN Naim Ahsan SN Naim Ahsan
Mymensingh
Mymensingh, MUKTAGACHHA

Hi, I am Naim, I have a YouTube channel, I am a blogger in my page, so all my friends support me,

Sheikh Tofayel Ahmed Opurbo Sheikh Tofayel Ahmed Opurbo
Mymensingh, 2400

I am indeed a king, because I know how to rule myself.

Ţ Â ŃĴĭĽ  ノシ Ţ Â ŃĴĭĽ ノシ
Mymensingh, 2200

EmotionaL fun&masty EmotionaL fun&masty
Haluaghat
Mymensingh

best father

Hasibul Islam Hasibul Islam
Mymensingh

this is hasibul islam

ʟᴀᴍɪᴀ ʙɪɴᴛᴇ ʟᴀᴍɪᴀ ʙɪɴᴛᴇ
Mymensigh , Dhaka
Mymensingh

Creativity is your best makeup skill, don’t be afraid to experiment.. Stay connected to youtube channel : LAMIA BINTE

MH Zahirul Islam MH Zahirul Islam
Mymensingh

❣-༊'ভালোবাসা༊'তাকেই༊দেও'!༊࿐'💙🌺! -༊🌻😻༊┅ღ'যার༊চারপাশে এতো༊ সুন্দর ༊মানুষ ༊থাকা সত্ত্বেও ༊তার ༊চোখ

তথ্য ও বিনোদন 47 তথ্য ও বিনোদন 47
Gafargaon
Mymensingh, 2233

This page is dedicated to all categori video.specially we make sad and amazing videos

Mohammad  Akbar Ali Ahsan Mohammad Akbar Ali Ahsan
Naha Road
Mymensingh, 2200

Best wishes for everyone. keep your environment clean.

Gaming emon Gaming emon
Mymenshing Mucktagacha
Mymensingh, GAMINGEMON

Alhamdulila

Farzana Mim Farzana Mim
Mymensingh
Mymensingh

Hello, I, Farzana Meem, requested you to like my YouTube channel