Hafijul islam

Hafijul islam

প্রতিটা ব্যাক্তি তার সকল কাজের
সেই ফল পাবে,
যেটা সে নিয়ত করবে।
সহীহ বুখারী Bangladesh

16/06/2024

ঈদ মুবারাক 🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ হোক আনন্দময় ও বরকতময়।

03/05/2024

আলহামদুলিল্লাহ
অবশেষে মুক্ত বাতাসে মাওলানা মামুনুল হক দা.বা.
৩.৫.২০২৪ইং
সকাল ১১টা।

10/04/2024

ঈদ মুবারাক🌙

08/04/2024

🙋🌿🌿পুরাতন কাপড় দিয়ে ঈদ করা লজ্জার বিষয় না,লজ্জার বিষয় হচ্ছে রোজা না রেখে ঈদ করা 🙋🌿🌿
S.K. HaFiJuL IsLAm

20/03/2024

✅প্রখ্যাত আলেমেদ্বীন হযরত মাওলানা তারিক জামীল সাহেব রোড এক্সিডেন্টে আহত হয়েছেন😭😭।😭 সবাই উনার জন্য দোয়া করবেন
আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন 🤲🤲
আমীন ছুম্মা আমিন 🤲🤲🤲

14/03/2024

#আল্লাহতায়ালা....?

12/03/2024

✅ইফতারের দোয়া✅

🔰ইফতার করার আগে ইফতার সামনে নিয়ে এই দোয়া পড়তে হয়: بسم الله اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ اَفْطَرْتُ

🔰বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।

🔰বাংলা অর্থ: হে আল্লাহ, আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিজের মাধ্যমে ইফতার করছি।

12/03/2024

✅রমাদান মুবারাক 🌙

12/03/2024

✅স্বামী-স্ত্রী সহবাসের পর গোসল না করে ঘুমিয়ে পড়লে যদি সেহরির সময় হয়ে যায় আর এ সময় গোসল করারও সময় না থাকে তবে গোসল না করে সেহরি খাওয়া যাবে কি? কিংবা গোসল না করে সেহরি খেলে রোজা হবে কি??
🔰উওরঃ—রমজান মাসে দিনের বেলা হালাল খাবার থেকে বিরত থাকা এবং বৈধ স্বামী-স্ত্রীর মেলামেশা থেকে দূরে থাকাই রোজার বিধান। কিন্তু রাতের বেলা পানাহার করা যেমন বৈধ তেমনি স্বামী-স্ত্রীর মেলামেশা করাও বৈধ এবং জায়েজ। রমজান মাসে রোজা পালনের উদ্দেশ্যে সেহরি খাওয়া সুন্নত।

হ্যাঁ, কেউ যদি এমন অবস্থায় পড়েন যে, ফরজ গোসল করার সময় নেই; গোসল করতে গেলে সেহরি খাওয়ার সময় শেষ হয়ে যাবে; তবে গোসল না করে শুধু অজু করে বা হাত মুখ ধুয়ে আগে সেহরি খেয়ে নেবেন। পরে ফরজ গোসল করে ফজরের নামাজ আদায় করবেন।

কারণ, সেহরি খাওয়া যেমন ফরজ নয় তেমনি সেহরি খাওয়ার জন্য পবিত্রতা ফরজ নয়। আর নামাজ আদায় করার জন্য পবিত্রতা ফরজ। গোসল ফরজ হলে যত দ্রুত সম্ভব পবিত্র হয়ে নিতে হবে। বিনা ওজরে বেশি সময় অপবিত্র অবস্থায় থাকা সমীচীন নয়।

আর রমজানে রোজা অবস্থায় অধিকক্ষণ অপবিত্র অবস্থায় থাকা মোটেও বাঞ্ছনীয় নয়। এতে রহমতের ফেরেশতাদের কষ্ট হয়। তাই দ্রুত পবিত্রতা অর্জন করা জরুরি।
@ Hafijul islam
S.K. HaFiJuL IsLAm

11/03/2024

✅রমজান মাসের বরকত আমাদের সকলের উপর বর্ষিত হোক এবং আল্লাহ আমাদের নামাজ ও রোজা কবুল করুন । সবাইকে রমজানের শুভেচ্ছা। আপনার রোজা আমাদের প্রতিদিনের প্রাচুর্যের অনুস্মারক হিসাবে পরিবেশন করুক।😢🤲🤲❤️🥀

Hafijul islam

11/03/2024

✅প্রত্যেক নিজ নিজ কর্মের জন্য দায়ী, একের পাপের বোঝা অন্যে বহন করবে না🤲🤲
—আল-কুরআন

09/03/2024

#নূরানী পদ্ধতির আবিস্কারক, মুজাদ্দিদে মিল্লাত,শাইখুল কুরআন ক্বারী বেলায়েত হোসাইন সাহেব রহঃ এর সারা জীবনের মেহনত রবের দরবারে কবুল হয়েছে,

নূরানী পদ্ধতি দেশের গোটা সিস্টেম কে নাড়া দিয়েছে, বাতিলরা জ্বলে পুড়ে অঙ্গার হচ্ছে।

মহান রব! #হযরত শাইখুল কোরআনকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন- আল্লাহুম্মা আমিন।🤲🤲🤲

#ফলো মি👍👍

09/03/2024

✅মানুষ সব সময় মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তূ জাহান্নাম থেকে নয়, অথচ মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারে কিন্তু মৃত্যু থেকে নয় ।

08/03/2024

“যে বিয়েতে খরচ কম এবং সহজ হয়, সে বিয়ে বরকতময় হয় ।”
— মিশকাত ২৬৭

07/03/2024

🔰আল্লামা মাহমুদূল হাসান মুক্তি পাওয়ার পরে মুনাজাত করলেন

06/03/2024

🔰✅সৃষ্টি কর্তা তোমাদের চেহারা সুরত ও সম্পদ দেখেনা, তিনি দেখেন অন্তর ও কাজ।

🔰 (সহীহ মুসলিম)🔰

06/03/2024

✅নিশ্চয়ই নিজের মনের বিরুদ্ধে জেহাদ করাই শ্রেষ্ঠ জেহাদ।💚

04/03/2024

✅ঈমানের সাথে মৃত্যু বরণ করার দোয়াঃ✅

🤲🤲রাব্বানা লা’তুযিগ কুলুবানা বা’দা ইয হাদাইতানা ওয়া হাবলানা মিল্লাদুনকা রাহমাতান, ইন্নাকা আনতাল ওয়াহাব।🤲🤲

(সুরা আল ইমরান, আয়াতঃ ০৮)

📍অর্থঃ হে আমাদের পালনকর্তা, সরলপথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে বক্র করে দিওনা এবং তুমি আমাদের প্রতি করুনা কর, তুমিই মহান দাতা।

04/03/2024

✅অবাধ্য সন্তান বাধ্য করার দোয়াঃ✅

🤲ওয়াছলিহলি ফী যুররিইয়াতি, ইন্নি তুবতু ইলাইকা, ওয়া ইন্নি মিনাল মুসলিমীন।🤲

🪴(সূরা আহকাফ, আয়াতঃ ১৫)🪴

📍অর্থঃ আমার জন্য আমার সন্তানদের মধ্যে প্রীতি দান কর, অবশ্যই আমি তোমারই দিকে ফিরিতেছি এবং অবশ্যই আমি মুসলমানদের অন্তর্ভূক্ত।] .

04/03/2024

✅নেক সন্তানদের জন্য দোয়াঃ✅

🤲🤲রাব্বি হাবলি মিনাস সালেহীন।🤲🤲

[অর্থঃ হে আমার পালনকর্তা, আমাকে নেককার সৎ-কর্মশীল সন্তান দান কর।] .

04/03/2024

🔰ঈমান ঠিক রাখার আমলঃ✅

✅ইয়া মুক্বাল্লিবাল কুলুবি ছাব্বিত ক্বালবি আলা দ্বীনিকা।

[অর্থঃ হে মনের গতি পরিবর্তনকারী, আমার মনকে সত্য দ্বীনের উপর স্থিত কর।] .

04/03/2024

✅স্বামী-স্ত্রী-সন্তানদের জন্য দোয়াঃ✅

🔰রাব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিইয়াতিনা কুররাতা আইইনিও ওয়াজ আলনা লিল মুত্তাক্বিনা ইমামা।

📍(সূরা আল ফুরকান, আয়াতঃ ৭৪)📍

🔰[অর্থঃ হে আমাদের পালনকর্তা, আমাদিগকে আমাদের স্ত্রী ও সন্তান-সন্ততিগণ হতে নয়নের তৃপ্তি দান কর এবং আমাদেরকে মুত্তাকীদের নেতা বানাও।] .

04/03/2024

✅ মাতা-পিতার জন্য সন্তানের দোয়াঃ✅

🔰রাব্বির হামহুমা কামা রাব্বাঈয়ানী সাগিরা।

🪴(সূরা বণী ইসরাইল, আয়াতঃ ২৩-২৫)🪴

✅[অর্থঃ হে আল্লাহ্ আমার মাতা-পিতার প্রতি আপনি সেই ভাবে সদয় হউন, তাঁরা শৈশবে আমাকে যেমন স্নেহ-মমতা দিয়ে লালন-পালন করেছেন।] .

04/03/2024

اشْهَدُ انْ لّآ اِلهَ اِلَّا اللّهُ وَحْدَه لَا شَرِيْكَ لَه، وَ اَشْهَدُ اَنَّ مُحَمَّدً اعَبْدُهوَرَسُولُه

✅উচ্চারণ : আশহাদু আল লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা-শারিকালাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু |

🔰অর্থ : আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া অন্য কেউ ইবাদতের উপযুক্ত না এবং আল্লাহর কোন অংশীদার নেই | আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, হযরত মুহাম্মদ(সাঃ ) আল্লার শ্রেষ্ঠ বান্দা এবং আল্লাহ প্রেরিত রসূল |

03/03/2024

✅ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন!
✅মাওলানা লুৎফর রহমান ইন্তেকাল করেছেন।
✅আল্লাহ তায়ালা ওনাকে কবুল করুন,
🔰জান্নাতের উঁচু মাকাম দান করুন-আমিন।🤲

03/03/2024

✅দুনিয়া নিয়ে দুঃশ্চিন্তা করা
🔰অন্তর হলো অন্ধকারাচ্ছন্ন,
🔰আখিরাত নিয়ে দুঃশ্চিন্তা করা
🔰অন্তর হলো আলোকিত

02/03/2024

🥰মা শিক্ষিত হোক বা না হোক
জীবনের প্রধান
শিক্ষক মা-ই।🥰

❤বাড়িতে যত মানুষ থাকুক
না কেন, মা না থাকলে
বাড়িটাই ফাঁকা
লাগবেই❤

✅খুব ভালোবাসি মা কে🥰🥰

01/03/2024

I Love You – আল্লাহ কে বলো ।
I Miss You – নামাজ কে বলো।
I Believe You – কোরআন কে বলো।
I Trust You – রাসুল কে বলো।
I Like Must – ইসলাম কে বলো ।
I Hate You – শয়তান কে বলো ।
I Don’t Care – দুনিয়া কে বলো।

29/02/2024

✅“রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় , কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় ।🔰”

28/02/2024

“পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হলো নিজে সংশোধন হওয়া, আর সবচাইতে সহজ কাজ হল অন্যের সমালোচনা করা ।”
— হযরত আলী (রাঃ)

Want your public figure to be the top-listed Public Figure in Mymensingh?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

#photography#photooftheday#photographychallenge#Photo Editing Challenge#BestPhotography Challenge#photochallenge#moodcha...
আমি কখনো বাবাকে
মা.......#মা
#islamicreels #islamicshorts #shorts #ramjan2024
#islamicreels #islamicviral
ইসলামিক ভিডিও
#islamicreels #islamicvideo
#মায়ের শিক্ষা কখনো....?#ramjan2024 #islamicshorts #islamicviral #shorts
#বাবা-মাকে একসাথে...?#islamicviral #ramjan2024 #islamicshorts #islamicreels #islamicvideo
#হয়তো আমার বাবা...?#ramjan2024 #islamicviral

Category

Telephone

Address


Mymensingh