Fundamentals of Power Engineering

Page for Education & Learning purpose.

Photos from Fundamentals of Power Engineering's post 12/06/2024

BR-powergen viva date published.

Fundamentals of Power Engineering

B-R Powergen Limited

11/06/2024

💥💥ব্রেকিং নিউজ💥💥
NTRCA শিক্ষক নিবন্ধন,
৫ম গণবিজ্ঞপ্তি এর সুপারিশ রেজাল্ট প্রকাশিত হয়েছে।
রিজাল্ট লিংক কমেন্টে।

Fundamentals of Power Engineering

Head of Service - Niloy Motors Ltd. (Hero Motorcycle) : Nitol-Niloy Group || Bdjobs.com 09/06/2024

👉 শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান নিটল-নিলয় গ্রুপে ‘হেড অব সার্ভিস’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৬ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: নিটল-নিলয় গ্রুপবিভাগের নাম: হিরো মটরসাইকেল

পদের নাম: হেড অব সার্ভিসপদসংখ্যা: ০১ জনশিক্ষাগত যোগ্যতা: বিএসসি (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/অটোমোবাইল)অভিজ্ঞতা: ১০ বছরবেতন: আলোচনা সাপেক্ষে।

চাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: নারী-পুরুষবয়স: ৩০-৪০ বছরকর্মস্থল: ঢাকা

আবেদনের নিয়ম: আগ্রহীরা Nitol-Niloy Group এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৬ জুন ২০২৪

https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1257483&fcatId=5&ln=1

Fundamentals of Power Engineering

Head of Service - Niloy Motors Ltd. (Hero Motorcycle) : Nitol-Niloy Group || Bdjobs.com To lead the Service team in delivery of the short-term and long-term strategic and financial objectives.To proactively plan for service business ex...

07/06/2024

👉 আজ অনুষ্ঠিত পেট্রোবাংলার, "উপসহকারী প্রকৌশলি, পাওয়ার" পদের লিখিত পরীক্ষার প্রশ্ন।
★কেন্দ্রঃ বুয়েট
★প্যাটার্নঃ
* নন=৬০ ও
* ডিপার্টমেন্ট=
MT, পার্ট ৫ টা (৫×৪= ২০ মার্ক)
ET পার্ট ৩ টা(৪+৮*২ = ২০ মার্ক)

১. সমুদ্রের ১.৫ মিটার গভীরে চাপের তীব্রতা কিলোপ্যাসকেল বের করো, সমুদ্রের পানির আপেক্ষিক গুরুত্ব ১.৩।

২. কারনট ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করো। যখন ১৫°c এবং ১০০°c কাজ করে।

৩. একটি চার সিলিন্ডার ইঞ্জিনের প্রতি সিলিন্ডারের বোর ১৫ সেমি এবং স্ট্রোক ৩০ সেমি। ইঞ্জিনের CC কত?

৪. একটি চালক গিয়ার এর দাঁত সংখ্যা ৫০ এবং ঘূর্ণন ২০০ আরপিএম ঘড়ির কাটার দিকে ঘুরে, তাহলে চালিত গিয়ারের ঘূর্ণন ও দিক বের করো, যদি দাঁত সংখ্যা ২৫ হয়।

৫. একটা ড্রইং ছিলো ফ্রন্ট ভিউ আঁকো।

৬. একটি তারের প্রস্থচ্ছেদ ০.০৭ বর্গমিলিমিটার, দৈর্ঘ্য ১ কিলোমিটার এবং তারের রেজিস্টিভিটি। ১.৭৮*১০-৮ Ohm-m। যদি এসি রেজিস্ট্যান্স ডিসি রেজিস্ট্যান্স এর ১.৫ গুন হয়, তবে এসি রেজিস্ট্যান্স কত?

৭. একটি থ্রি ফেজ স্টার কানেকশন ব্যালেন্স লোড ১২ কিলোওয়াট পাওয়ার গ্রহন করে, পাওয়ার ফ্যাক্টর ০.৬ লিডিং। লাইন ভোল্টেজ ২০৮ ভোল্ট হলে লাইন কারেন্ট এবং প্রতি ফেজের ইম্পিডেন্স বের করো।

৮. ১৫০০/২৩০ ভোল্ট ট্রান্সফরমার এর প্রাইমারি ওয়ান্ডিং এর প্রস্থচ্ছেদ ৫ বর্গসেন্টিমিটার এবং প্রাইমারি ও সেকেন্ডারির কারেন্ট ডেনসিটি ১৬ অ্যাম্পিয়ার / বর্গসেন্টিমিটার ও প্রাইমারি টার্ন সংখ্যা ২০০ হলে (ক) ট্রান্সফরমারের কেভিএ রেটিং (খ) সেকেন্ডারি টার্ন সংখ্যা (গ) সেকেন্ডারি ওয়াইন্ডিং এর প্রস্থচ্ছেদ বের করো।

Fundamentals of Power Engineering

Photos from Fundamentals of Power Engineering's post 06/06/2024

👉 অবশেষে প্রকাশিত হল বহুল প্রতিক্ষীত, বাংলাদেশ রেলওয়ের "উপ-সহকারী প্রকৌশলি "পদের MCQ ধরণের লিখিত পরীক্ষার সময়সূচি।

👉 রেলওয়ে নন+ডিপার্টমেন্ট পার্ট এ পরীক্ষা হবে।
ডিপার্টমেন্ট এর জন্য মেকানিক্যাল+ইলেকট্রিক্যাল পার্ট পড়তে থাকুন।
RS khurmi + মেকালজি MCQ পার্ট

Fundamentals of Power Engineering

Photos from Fundamentals of Power Engineering's post 05/06/2024

BR-powergen Written Result published.

Congratulations all powerien.

Fundamentals of Power Engineering

B-R Powergen Limited

23/05/2024

👉 বিপিএসসি ভাইবা অভিজ্ঞতা-৭০
পদঃ Vehicle Inspector
Bangladesh Road Transport Authority (BRTA)
ডিপার্টমেন্টঃ পাওয়ার

✳️বোর্ড মেম্বার ৩ জন ( চেয়ারম্যান স্যার, ডিপার্টমেন্ট স্যার, ননডিপার্টমেন্ট স্যার)
✳️বিজ্ঞ চেয়ারম্যান স্যার: জনাব নাজমুনারা খানম
✳️ডিউরেশন: ১০-১৫ মিনিট
✳️সিরিয়াল নং :০৬
✳️প্রার্থী : আমি নিজে
বেল বাজাতেই আমি,
ভিতরে আসব স্যার..
✴️চে:স্যার:- হ্যা আসুন।
❇️আমি: আদাব স্যার।
✴️চে:স্যার:- আদাব, বসুন। আপনিতো সজল মন্ডল?
❇️আমি: হ্যা মিস.( আমি পুরোটা ভাইভা জুরেই স্যার, ম্যাডাম, মিস. নিয়ে একটু ইতস্তত হচ্ছিলাম)।
✴️চে:স্যার: SDG তে শিক্ষা সম্পর্কিত একটা গোল রয়েছে সেটা বলতে পারবেন?
❇️আমি: মানসম্মত শিক্ষা। ( কত নম্বর এবং পুরোটা আমার তখন মনে আসতেছিল না। কারন আমি মনে করেছিলাম প্রথমে আমাকে ইন্ট্রিডিউস করাবে মানে আমি এখন কি করি এসব জানবে সেটা না করেই ডিরেক্ট প্রশ্ন করেছে তাই ঘারবে গেছিলাম)
✴️চে:স্যার: আচ্ছা। (ম্যাডাম অত্যান্ত আন্তরিক তাই উনি এটাকে স্কিপ করে গেলেন) তারপর জিজ্ঞেস করলেন, বলেনতো শেখ ফজিলাতুন্নেছা মুজিবের স্বাধীনতা যুদ্ধের ক্ষেত্র অবদান কি?
❇️আমি: উনি সর্বদাই বঙ্গবন্ধুকে সাপোর্ট করতেন। ( উত্তর ম্যাডামের মনপুত হল না।)
✴️চে:স্যার: এটাতো সকল স্ত্রীই করে এক্সেপশনাল কিছু ছিল কি?
❇️আমি: বঙ্গবন্ধু তার জীবদ্দশায় মেক্সিমাম সময়ই জেলে থাকতেন সেই সময় বঙ্গমাতা পুরো পরিবারকে আগলে রাখতেন। মাঝে মাঝে বঙ্গবন্ধুকে আর্থিক সাহায্যও করতেন।( এই উত্তরও ম্যাডামের মনপুত হল না)
✴️চে: স্যার : এটাতো সব স্ত্রীরই কর্তব্য তার পরিবারকে দেখভাল করা।
( ম্যাডামের কথা আন্তরিক ছিল) ।
➤তিনি এর পর ডিপার্টমেন্টাল এক্সপার্টকে হ্যান্ডওভার করলেন।
✴️ডি: এক্স: আপনিতো পাওয়ার ডিপার্টমেন্টে পড়েছেন।
❇️আমি: জি স্যার।
✴️ডি: এক্স: কোন পলিটেকনিক থেকে?
❇️আমি: ফরিদপুর পলিটেকনিক থেকে।
✴️ডি:এক্স: এটাত সরকারি তাই না?
❇️আমি : হ্যা স্যার।
✴️ডি: এক্স: আপনি কি অটোমোবাইল বিষয়ে আপনার ডিপার্টমেন্টে কোন বই পড়েছেন?
❇️আমি: জি স্যার, অটোমোবাইল বডিবিল্ডিং পড়েছি।
✴️ডি: এক্স: এটা তো ওই যে অটোমোবাইলের বডি নিয়ে কাজ করে বডি কিভাবে তৈরি করে এসব তো তাইনা। ইঞ্জিন বিষয়ে কোন বই পড়েন নাই?
❇️আমি: হ্যাঁ স্যার পড়ছি তো। ইঞ্জিন ডিটেলস।
✴️ডি: এক্স: এটা কি কোন অধ্যায় নাকি বই?
❇️আমি : বই স্যার।
✴️ডি: এক্স: আচ্ছা। তাহলে আমাকে বলেন তো ক্লাচ থেকে ডিফারেন্সিয়াল পর্যন্ত কার্যক্রম থাকে সেটা একটু ব্যাখ্যা করেন।
❇️আমি:প্রথমে ইঞ্জিন থেকে শক্তি ফ্লাই হুইলে আসে এরপর ক্লাচে আসে, এরপর প্রোপেলার শ্যাফট হয়ে ডিফারেন্সিয়ে যায়।
✴️ডি: এক্স: তাহলে আমরা যে গিয়ার চেঞ্জ করি ফাস্ট গিয়ার, সেকেন্ড গিয়ার এইগিয়ার বক্সটা কোথায় থাকে?
❇️আমি: সরি স্যার আমার একটু মিসটেক হয়েছে। ক্লাচের পরে ট্রান্সমিশন গিয়ার বক্স হবে।
✴️ডি: এক্স: হ্যা এবার ঠিক আছে। আচ্ছা ড্রাইভিং অভিজ্ঞতা আছে আপনার?
❇️আমি : একটু স্লোলি বললাম না স্যার।
✴️ডি: এক্স: আপনি তো বর্তমানে গাড়িগুলোকে দেখছেন তাই না আচ্ছা বলেন তো ডাইভারের সামনে কয়টা প্যাডেল থাকে?
❇️আমি: স্যার তিনটা। অ্যাক্সেলেটর, ক্লাচ এবং ব্রেক।
✴️ডি:এক্স: (একটু অসন্তুষ্ট হয়ে) ভালো করে দেখেছেন তো গাড়িগুলোতে দুইটা প্যাডেল থাকে। বর্তমানে দেখেছেন গাড়িগুলোকে গিয়ার চেঞ্জ আগের মত করা হয় না। ( এটা নিয়ে আমার সাথে কিছু সময় প্যাচাইলেন)
❇️আমি:হ্যাঁ স্যার। অটো গিয়ার চেঞ্জ হয়। আগে স্যার ম্যানুয়াল গিয়ার ছিল এখন অটো গিয়ার।
✴️ডি: এক্স: হ্যা। তো বলেন অটো গিয়ার কিভাবে কাজ করে?
❇️আমি : কয়েক সেকেন্ড ভেবে বললাম সরি স্যার এটা এই মুহুর্তে মনে করতে পারছি না।
➤এরপর ডিপার্টমেন্টাল স্যার নন ডিপার্টমেন্টাল স্যারের কাছে হ্যান্ডওভার করলেন।
✴️নন স্যার:আচ্ছা আমাদের দেশে তো দিন দিন আবাদি জমির পরিমাণ কমতেছে এর পিছনে কয়েকটা কারণ বলেন তো?
❇️আমি: স্যার এর কয়েকটা কারণ এর মধ্যে হতে পারে জনসংখ্যা বৃদ্ধি, অপরিকল্পিত নগরায়ন, পেশার ট্রান্সফর্মেশন, অধিক হারে কলকারখানা, ইন্ডাস্ট্রি তৈরি ইত্যাদি।
✴️নন স্যার: আর কোনো কারন নেই?
❇️আমি : স্যার এগুলোই মনে পরতেছে আর মনে পরছে না স্যার। সরি।
✴️নন স্যার: আচ্ছা আবাদি জমির বা চাষাবাদ বাড়াতে আপনি কি কি পদক্ষেপ নিবেন?
❇️আমি: মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে, বাড়ির আঙিনা বা আনাচে কানাচে এক টুকর জমিও যেনো অনাবাদি না থাকে সে বিষয়ে কার্যক্রম গ্রহন করব, অপরিকল্পিত নগরায়ন বন্ধ করব, অপরিকল্পিত কলকারখান স্থাপন বন্ধ করব।
এর পর নন স্যারও আমার সাথে কয়েকটা বললেন তখন চেয়ারম্যান স্যার নন স্যারকে বললেন আপনিইতো বলে দিচ্ছেন ও কি বলবে ( হাসতে হাসতে)
সব শেষে,
✴️ডি: এক্স: আবার জিজ্ঞেস করলেন : আপনি এখন কি করেন?
❇️আমি: আমি বলেছিলাম পড়াশুনা করছি। ( একটু প্রয়োজন সাপেক্ষে মিথ্যা বলেছি)
✴️ডি:এক্স: ( অবাক হয়ে) ১৮ তে বের হয়েছেন ৬ বছর, এখনো পড়াশুনা!
তখন আমি আমার ব্যাক্তি জীবনের সকল অভিজ্ঞতার কথা শেষার করলাম। স্যারেরা শুনলেন।
এর পর নন স্যার আমার কাগজগুলো দিলেন । আমি স্যারদের ধন্যবাদ, ও আদাব দিয়ে বের হয়ে আসলাম৷

★★★ ওভার অল ভালই ছিল তবে ম্যাডামকে অতটা সন্তুস্ট করতে পারিনি।
রিটেন মার্ক এতটা ভাল না। যা হইছে বলাযায় ভাইভা মোটামুটি ভালই দিছি৷ এখন বাকিটা উপরআলা ভরষা।
( বি:দ্র: আমার জীবনের ৩য় এবং BPSC তে প্রথম ও শেষ ভাইভা।কেননা আমার আর পরীক্ষা দিতে বসার ইচ্ছা নাই। BPSC তে এই একটাই পরীক্ষা দিয়েছিলাম। এর আগে ড্রিলিং ও জুনিয়রে আবেদন করেও পরীক্ষা দেই নি। )

আমার জন্য প্রার্থনা আশীর্বাদ / দোয়া করবেন।
.......................................................

Fundamentals of Power Engineering

23/05/2024

👉 বিপিএসসি ভাইবা অভিজ্ঞতা-৬৯
Bangladesh Road Transport Authority (BRTA)
পদঃ মোটরযান পরিদর্শক(১০ম গ্রেড).......................................................

বোর্ড চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম বিপিএম পিপিএম

১)আপনার নাম
২)কোন বিষয়ে পড়াশোনা করেছেন !
৩)আইরন ডোম সম্বন্ধে বলুন
৪)ডিফ ফেইক কি
৫)অপারেশন বিগ বার্ট কি
৬)সড়ক কয় ধরনের হয়
৭)মোটরযান পরিদর্শকের কাজ কী
৮)অর্থনীতির ক্ষেত্রে ত্রিপল সি বলতে কি বুঝেন
৯)ঢাকা শহরে অনেক গরম পরে মোটরজানের ক্ষেত্রে কোন নীতিগুলো অনুসরণ করলে গরম কমে যাবে বলে আপনি মনে করেন
১০)গণপরিবহন কাকে বলে
১১)মেট্রোরেল কি ধরনের পরিবহন
১২)থ্রি হুইলার মাইক্রোবাস কার এগুলো গণপরিবহন কিনা
১৩)ডিজেল ইঞ্জিনের সাকশন স্ট্রোকে কি দেওয়া হয়
একটা ইঞ্জিনের কয়টা স্ট্রোক ১৪)থাকে কি কি
১৫)স্পার্ক প্লাগ কেন ব্যবহার করা হয়
১৬)ডিজেল ইঞ্জিনের ক্লিয়ারেন্স ভলিউম বড় থাকে কেন
১৭)গ্যাস টারবাইন কোন সাইকেল অনুসরণ করে চলে
ব্রেটন সাইকেল কি
(জুল সাইকেল আর ব্রেটন সাইকেল ১। এটা আমার মাথায় তখন আসে নাই আমি দুইটা আলাদা করে বলছি।

১৮) ইলেকট্রিক ভেহিকেল দাম কি রকম..
১৯) ranking সাইকেল কিভাবে কাজ করে...

আরো অনেক প্রশ্ন করেছিল। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।দোয়া প্রার্থী সকলের নিকট।......….…...........................................

Fundamentals of Power Engineering

23/05/2024

👉 বিপিএসসি ভাইবা অভিজ্ঞতা-৬৮
Bangladesh Road Transport Authority (BRTA)
পদঃ মোটরযান পরিদর্শক(১০ম গ্রেড)

সময় মুটামুটি ৫/৬ মিনিট।

১.নাম কি?
২.এই নাম তো আগে শুনিনি
৩.এই নামের কোনো অর্থ আছে কি?
৪.এখন কি করতেছেন? আপনাদের তো রিটেন হয়েছে, তো কি কি বিষয়ের উপর রিটেন হয়েছে, ডিপার্টমেন্ট কতো মার্কস এর ছিলো।
৫.কোন টেকনোলজিতে ছিলেন?
৬.পেট্রোল ইঞ্জিনে ডিজেল দিলে বা ডিজেল ইঞ্জিনে পেট্রোল দিলে কি হবে?
৭.স্কেভেঞ্জিং কয় প্রকার?
৮.সাসপেনশন সিস্টেমে কি কি থাকে?
৯.শক এবজরবর ও লিপ স্প্রিং এর কাজ কি? কোনটা কোথায় ব্যবহার করা হয়।
১০.ইঞ্জিন কুলিং সিস্টেম কয় প্রকার, কি কি?
১১. এয়ার কুলিং সিস্টেম কোথায় ব্যবহৃত হয়?
১২. মোটরসাইকেলে ওয়াটার কুলিং সিস্টেম ব্যবহার করলে কি সমস্যা হবে?
১৩.অকটেন নাম্বার ৮৫ দ্বারা কি বুঝায়? আইসো অকটেন ৮৫ দ্বারা কি নির্দেশ করে?
১৪.একটা গাড়ির ফিটনেস দিতে গেলে কি কি দেখবেন?

Fundamentals of Power Engineering

23/05/2024

BREB প্যানেল রেজাল্ট।
উপ-সহকারী প্রকৌশলী ( রাজস্ব)-৭ জন
Congratulations All Powerien.
Congratulations Md Rashedur Rahman Polash bhai🥰

Fundamentals of Power Engineering

20/05/2024

👉 বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের "উপ সহকারী পরিচালক (ড্রিলিং প্রকৌশল)" (১০ম গ্রেড) এর ০৩টি পদে প্যানেল/অপেক্ষমাণ মেধা তালিকা থেকে প্রার্থী মনোনয়নের বিষয়ে উল্লিখিত পদে বিদ্যমান বিধি-বিধান অনুসরণপূর্বক সংরক্ষিত প্যানেল/অপেক্ষমাণ মেধা তালিকা হতে নিম্নে বর্ণিত রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীদের কর্ম কমিশন সাময়িকভাবে (provisionally) মনোনয়ন প্রদান করেছে:

👉 পদঃ "উপ সহকারী পরিচালক (ড্রিলিং প্রকৌশল)" (১০ম গ্রেড)

Congratulations 🥰 Md Rashedur Rahman Polash ভাই।

Fundamentals of Power Engineering

16/05/2024

👉 NPCBL ভাইবা অভিজ্ঞতা- ০১

পদঃ জুনিয়ার এক্সিকিউটিভ ট্রেইনি (JET)
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বাংলাদেশ।
ডিপার্টমেন্টঃ মেকানিক্যাল .......................................................
ভাইবা সিরিয়াল নাম্বার -০৬
নাম- মোঃ আরাফাত ইসলাম
বোর্ড মেম্বার -৭ জন

কলিং বেল পড়ার সাথে সাথে ঢুকে সালাম দিলাম
স্যারেরা সবাই বলল বসেন
গিয়ে চেয়ারে বসলাম

👉স্যার -আপনিতো বরিশাল পলিটেকনিক এর ছাত্র তাই না?
👉আমি -জি স্যার।
👉স্যার -আচ্ছা আপনার কারেন্ট প্রফেশন কি?
👉আমি - স্যার আমার কোচিং সেন্টার আছে এবং 👉আমি পাশাপাশি টিউশনি করাই
👉স্যার -আপনার কোচিং এর নাম কি?
👉আমি -ড্রিম টাচ এডুকেয়ার
👉 স্যার- তাহলে আপনি এখন বরিশালেই থাকেন
👉আমি -জি স্যার

👉অন্য স্যার -তাহলে তো আপনি মেকানিক্যাল এর কাজ সম্পর্কে কিছুই জানেন না তাই না?
👉আমি -জি স্যার এর আগে আমি একটি কোম্পানিতে জব করেছি অপসনিন ফার্মা লিমিটেড
👉স্যার-আচ্ছা ভালো সেখানে আপনি কি কি কাজ করছেন এবং সেখানে আপনার পদবী কি ছিল?
👉আমি - sub assistant engineer (SAE)
production এর শিফট ইন চাজ্
এরপরে এই বিষয় নিয়ে চার পাঁচ মিনিট প্যাচাইলো

👉অন্য স্যার - linear line কি এবং TDC কি?
আমি বললাম .
👉অন্য স্যার- আচ্ছা ইঞ্জিনে ভাল্ব কত প্রকার ও কি কি?
বললাম
👉অন্য স্যার-আচ্ছা কোন ভালব বড় হয় এবং কেন হয়?
বললাম
👉অন্য স্যার- কোন ভাল্বের গায়ে কালো দাগ পরে এবং কেন পরে?
বললাম /একটি কারণ বলার কারণে স্যার অতটা খুশি হলো না পড়ে স্যার আরো কিছু বলল

👉পূর্বের স্যার - আচ্ছা বলেন তো পিস্টনের রিং কয় ধরনের হয় এবং কি কি?
বললাম
👉পূর্বের স্যার - ওয়েল রিং এর আরেকটি নাম আছে সেটা কি?
👉বললাম সরি স্যার এখন মনে আসতেছে না
👉পূর্বের স্যার - PSI কি?
বললাম
PSI এটি কিসের একক?
বললাম পীড়নের একক
👉পূর্বের স্যার - আচ্ছা পিএসআই এর অল্টারনেটিভ আর কিসের একক আছে?
👉আমি বললাম জি স্যার প্রেসারের একক N/m2 KN/m2
👉পূর্বের স্যার - বল কাকে বলে বলের একক কি?
বললাম
👉পূর্বের স্যার - আচ্ছা বলেন তো থার্মোকাপল কি?
বললূম
👉পূর্বের স্যার - আচ্ছা থারমো কাপল এবং থার্মো পাইলের মধ্যে পার্থক্য কি?
প্রশ্নটা সহজ ছিল কিন্তু আমার ওই সময় মনে পড়তে ছিল না তাই সরি স্যার বললাম 😑
তখন স্যার একটু হিনট দেয়ার পরে আমি পারলাম

👉এছাড়াও কিছু ডিপ প্রশ্ন করছিল সেগুলো মনে নাই।

ওকে আপনি এখন আসতে পারেন
আমি সকলকে ধন্যবাদ দিয়ে সালাম দিয়ে রুম ত্যাগ করলাম। ..................................................

আলহামদুলিল্লাহ , তিনি উক্ত পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

মোঃ আরাফাত ইসলাম
জুনিয়র এক্সিকিউটিভ ট্রেইনি (JET)
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঈশ্বরদী পাবনা।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বাংলাদেশ।

Fundamentals of Power Engineering

15/05/2024

অবশেষে ১৮তম শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ।
নির্বাচিতঃ ৪,৭৯,৯৮১ জন।
কে কে নির্বাচিত হয়েছেন কমেন্টে জানান।
Fundamentals of Power Engineering

Photos from Fundamentals of Power Engineering's post 14/05/2024

👉 বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ( Bangladesh Road Transport Authority (BRTA) ) এর "মোটরযান পরিদর্শক" পদে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।
তারিখ- ২৩-০৫-২০২৪

Fundamentals of Power Engineering

10/05/2024

👉 DMTCL ভাইভা অভিজ্ঞতাঃ০৮
পদঃ সেকশন ইঞ্জিনিয়ার[ মেকানিক্যাল (রোলিং স্টক) ]
Dhaka Mass Transit Company Limited (ডিএমটিসিএল)
ডিপার্টমেন্টঃ মেকানিক্যাল

সময়:৬-৭ মিনিট,...................….................................
👉 অনুমতি নিয়ে প্রবেশ করে সালাম দিলাম, এমডি স্যার বসতে বললেন
অনুমতি নিয়ে বসলাম।
*এমডি স্যারঃ নাম কি? পড়াশোনা কোথায়? কত সালে পাস করেছেন? এখন কি করো?
*স্যার-১ :
কি কি সাবজেক্ট পড়েছেন?টার্বোচার্জার কি?
এসি ও ডিসি কারেন্ট কি? রেকটিফায়ার কি?
ডায়োড কি?
*সচিব স্যার:
বজ্রপাত হলে আমাদের করণীয় কি?
বজ্রপাত কেন হয়?
বজ্রপাতের সময় খোলা মাঠে থাকলে শোয়ে পরতে হবে কেন?
গাড়ীতে থাকলে কি করতে হবে? লাইটনিং এরেস্টর কি?
★ এক্সটার্নাল :
কম্প্রেশন রেশিও কি?
ক্লিয়ারেন্স ভলিওম কি?
সোয়েফ্ট ভলিউম কি?
আসেনট্রপিক প্রসেস কি?
কন্ট্রোল সিস্টেম কি?
কপ কি?
রেফ্রিজারেশনের দক্ষতা কাকে বলে? কপ বেশি না দক্ষতা বেশি?
কেন বেশি?
★ এম ডি স্যার:
আব্দুর রহিম, মেট্রোরেল চড়েছো? কি কি দেখেছো, তোমার সাবজেক্ট রিলেটেড?

★ কন্ট্রোল সিস্টেম ছাড়া সব প্রশ্নের উত্তরই মোটামুটি দিয়েছিলাম।
বোর্ড মেম্বার সবাই পজিটিভ ছিল।

বি.দ্রঃ তিনি উক্ত পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।.......................................................
Fundamentals of Power Engineering

10/05/2024

👉 বিপিএসসি ভাইবা অভিজ্ঞতা-৬৭
পদঃ জুনিয়র ইন্সট্রাক্টর টেক(Tech/RAC,Polytechnic)
ডিপার্টমেন্টঃ RAC
......................................................
★ Chairman :নাম কি? কোন পলিটেকনিক থেকে পাশ করেছেন?
*Me:বললাম
*Chairman :109 কিসের কোড?
*me:ভুলে জুনিয়র টেকনিশিয়ান পরবর্তি তে সরি বলে বলেছি জুনিয়র ইন্সট্রাক্টর টেক রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন।(পলিটেকনিক)
*Chairman :137 কিসের কোড?
*me:বললাম
*পরে ডিপার্টমেন্ট এক্সপার্ট কে ইশার করল
★ Ex1: কোন বিষয় হতে প্রশ্ন করব?
*me: Thermo dynamics, fundamental.
* Ex1:cop কি?
*me: বললাম
*ex1:cop and efficiency এর নাম আলাদা কেন?ইঞ্জিন এ efficiency আবার refrigerator এ cop কেন?
*me:সুন্দর ভাবে বললাম উনি খুশি।
*Ex:আমার উত্তর কোন low কে follow করে?
*Me: বললাম low ও বলে দিলাম উনি grant করল।
*ex1:2nd low বলেন?
*me:বললাম।
*Ex2:টারবাইন কি?
*me:বললাম
*ex2;Metro rail এ কোন এসি use হয়?
*me:ans perfectly.

★Non sir
কাল class নিবেন সেশন প্লান করবেন নাকি এমনি ক্লাস নিবেন?
*আমি;অবশ্যই প্লান করব সার।
*স্যার:কত দিনের প্লান করবেন?
*আমি প্রত্যেক দিন এবং ৬ মাস বলেছিলাম।উনি একটু এড়িয়ে গেলেন প্রশ্ন টা।
*স্যার:জুনিয়র ইন্সট্রাক্টর এর কাজ কি?
*আমি:বললাম
*স্যার:প্র‍্যাকটিক্যাল ক্লাস এ কি কোন সেফটি আছে?
*আমি;বললাম
*স্যার:OSHA full form কি?
*আমি:occupational safety and health administration.
*স্যার :ডিপ্লোমায় কি কি safety equipment পরেছেন?
*আমি;কিছু নাম বললাম তারপর chairman সার থামিয়ে কাগজ নিয়ে আসতে বললেন।..........................…........….….….........
Fundamentals of Power Engineering

10/05/2024

👉 বিপিএসসি ভাইবা অভিজ্ঞতা-৬৬
পদঃ জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/আরএসসি, টিএসসি)
ডিপার্টমেন্টঃ RAC.......….......…....................................
★ চেয়ারম্যানঃGolam Faruk sir
*Ch:নাম কি ?
কোন পলিটেকনিক?
কোন ডিপার্টমেন্ট?
এত দিন কি করেছি?
কল সেন্টার এ কি কাজ করতাম?বেক্সিমকো তে কি কাজ করতাম?ছাড়লাম কেন?
রেফ্রিজারেশন এন্ড এসির মাঝে পার্থক্য কি?

★এক্স১=
১,bemimco pharama না beximco Textile?
২.যদি bexmco তে রেফ্রিজারেশন এন্ড এসি না থাকত কি হত?
৩.কেন টিচার হতে চাচ্ছি?
(নিজের মত বলেছি)
৪.চিলার চিনি কি না?
৫.কাজ কি চিলার এর?
৬.সেন্ট্রাল এসি প্লান্ট দেখেছি কি না?৭.সেন্ট্রাল এসি প্লান্ট স্থাপনের জন্য বিবেচ্য বিষয় বা কি কি হিসেব করতে হয়?(আমি কুলিং লোড ক্যালকুলেশন এর বিবেচ্য গুলা বলেছি উনি একসেপট করেছে বাট)উনি আরও জানতে চাইছে আর কি বিবেচনা করতে হয়?
*সামার, উইন্টার বিবেচনা করতে হয় কি না?
*পুর্ব, পশ্চিম বিবেচনা করতে হয় কি না?(আমি বলেছি জি হয় আর summer, winter er temp setup টা বলে দিয়েছি)
৮.ডাক্ট এর প্রথমে ব্যাস বেশি থকে পরে কেন কমে যায়?(আমি বলেছি বেগ রক্ষার্থে)উনি আবার বলেছে কিভাবে বাতাস নিয়ন্ত্রন করা হয়? আমি বলেছি ড্যাম্পার ব্যাবহার করে উনি হয়ত অন্য কিছু শুনতে চাচ্ছিল আমি একাধারে ডাক্টের আউটলেট বলা শুরু করেছি।উনি পরে Thank you দিয়ে ছেড়ে দিয়েছে।

* Ex2=1st easy question ask করেছে কিন্ত আমি ঘাবরে গিয়ে Ton of refregeration আর মনে হচ্ছিল না একবার ভুল বলে আবার সঠিক বলেছি।

*এসির কাজ কি?
* ( আমি:তাপমাত্রা, আদ্রতা,বায়ু প্রবাহ, control বিশুদ্ধতা, শব্দ নিয়ন্ত্রন এগুলা বলেছি উনি আরও একটা জানতে চাচ্ছিল বলেছে বলেন দেখি পারবেন আমি কিছুক্ষন ভেবে sorry বলে দিয়েছি)

* এক্সপানশন ডিভাইস এর কাজ কি?( আমি:ইভাপরেটর এর চাহিদা অনুসারে হিমায়ক সরবরাহ করে।
বাসাবাড়ির ফ্রিজ এ কোন exp use হয়?(আমি:ক্যাপিলারি)

* কুলিং টাওয়ার এর কাজ কি?
(আমি: কন্ডেন্সার ঠান্ডা করে।উনি হয়ত সন্তষ্ট হয়নি)Thanks দিয়ে ছেড়ে দিয়েছে।

★ নন ex: beximco তে job করে কি শিখেছি?

* শিক্ষক হয়ে Smart bd গঠনে আমার ভুমিকা কি?

*Rac এর বেসরকারি job সেক্টর কোথায় কোথায় আছে?
★ Chairman :inverter non inverter er deference কি?
*আমি:বললাম
*chairman :কত % বিদ্যুত বাচায়?
*আমি:৭০%
*Chairman :আরেকটু ভাল করে জেনে নিয়েন।
.......................................................
Fundamentals of Power Engineering

10/05/2024

👉 DMTCL ভাইভা অভিজ্ঞতাঃ 07
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রালয়ের অধীনে সড়ক ও মহাসড়ক বিভাগ এর , Dhaka Mass Transit Company Limited

পদের নাম : সেকশন ইঞ্জিনিয়ার [মেকানিক্যাল (রোলিং স্টক)]

সময়ঃ ৭-৮ মিনিট
ডিপার্টমেন্টঃ পাওয়ার...................….................................
👉অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করলাম।কাছে গিয়ে সালাম দিলাম।চেয়ারম্যান স্যার বসতে বললেন।
*চেয়ারম্যান : কি করছি? মেট্রোরেল এ চড়েছি কি না? দেশের বাহিরে ছিলেন চলে আসলেন কেনো?এরপর এক্সটারনাল কে দেখিয়ে দিলেন।

*এক্সটারনাল ১ঃ বলেন তো হিট এক্সচেঞ্জার কি? ইঞ্জিনে কোথায় ব্যাবহার হয়?
*হেড কি?
*ডেটাম হেড কি?
*থার্মোডাইনামিকস এর ২য় সূত্র টি বলেন, এর একটা বাস্তব প্রয়োগ দেখান।
*বার্নোলির ইকুয়েশন বলেন।
*এক্সটারনাল ২ঃAc কেDC কি দ্বারা করা হয়।
*মেট্রোরেল কি ভাবে চলে?
*হিট পাম্প কিভাবে কাজ করে?

*এক্সটারনাল ৩ঃ আপনি কোন সাবজেক্ট ভালো পারেন?
*আমি :স্যার সবই একটু একটু পারি।রেনল্ডস নাম্বার কি?
লেমিনার ফ্লো কত ধরা হয়?
টার্বুলেন্ট ফ্লো কত ধরা হয়।
পাম্প কাকে বলে?
* এই যে বিল্ডিং দেখছেন কি পাম্প ব্যবহার করে পানি তোলা হয়?
*মেট্রোরেল এ কি কুলিং সিস্টেম ব্যাবহার করা হয়?
* বাসাবাড়িতে হ্যান্ড টিউবয়েল কি পাম্প?
*চেয়ারম্যান স্যার:এই জব করতে পারবেন? অনেক পরিশ্রম করতে হবে।*২ থেকে ৩ বার জিজ্ঞাসা করেছে পারবো কি না? বলেছি ইনশাআল্লাহ পারবো স্যার।
*আপনি তো প্রাইভেট পলিটেকনিক এ জব করেছেন সেখানে কত টাকা দেয়?

এরপর আসতে বললেন।কাগজ নিয়ে বের হবার সময় স্যার আবার জিজ্ঞাসা করেছেন এই জব করতে পারবো কি না? ইনশাআল্লাহ।
বলে অনুমতি নিয়ে বের হয়ে গেলাম।

*আলহামদুলিল্লাহ ২ বা ১ টা ছাড়া সব প্রশ্নের উত্তর করতে পেরেছি।বোর্ড এর সবাই খুশি ছিলেন।

বি.দ্রঃ তিনি উক্ত পদে সুপারিপ্রাপ্ত হয়েছেন।

মো: সাজেদুর রহমান
সেকশন ইঞ্জিনিয়ার [মেকানিক্যাল(রোলিং স্টক)]।
.......….............................................
Fundamentals of Power Engineering

09/05/2024

👉 বিপিএসসি ভাইভা অভিজ্ঞতা,৬৫
পদঃ জুনিয়র ইন্সট্রাকটর (টেক / রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশন)
টেকনোলজিঃ পাওয়ার....................................................

বোর্ড : এ এন সিদ্দিকা খানম
কলিং বেল বেজে উঠল
*আমি : স্যার আসতে পারি?
*বোর্ড : আসুন,আপনার নাম কি নাহিদুল হক? কেমন আছেন?
*আমি : জি স্যার, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন?

*বোর্ড: ২০১৭ সালে পাস করেছেন? এখন কি করেন?
*আমি: স্যার আকিজ গ্যাস কো চাকরি করি।

*বোর্ড : গুড, কি কি কাজ করেন?
আমি:গ্যাস ইঞ্জিন, কপ্রেসর, স্টেশন পরিচালনা করি।
*বোর্ড :আপনারা গ্যাসে ভেজাল মিশান না তো?
*আমি : জি না স্যার।
*বোর্ড :তাহলে পাম্পে তেলের মধ্য কি মেশাই?
*আমি : সরি স্যার, জানা নেই।
*বোর্ড: সি এন জি তে কি গ্যাস থাকে?
*আমি : স্যার প্রাকিতিক গ্যাস।
*বোর্ড : কি উপাদান থাকে?
*আমি : মিথেন গ্যাস
*বোর্ড :সংকেত কি
*আমি : CH4
*বোর্ড: বিমানে কি ফুয়েল ব্যবহৃত হয়?
*আমি: জেট ফুয়েল।
*বোর্ড: এর উপাদান কি?
*আমি: কেরোসিন।
*বোর্ড :কেরোসিন? পাশের একজন এক্সটার্নাল বলল অক্টেন ব্যাবহৃত হয়।
*আমি : চুপ
*বোর্ড :কেরোসিনের সংকেত বলুন?
*আমি: সরি স্যার।

*এক্স১: কপ কি?
*আমি: স্যার কো ইফিসিয়েন্ট অব পারফরম্যান্স।
*এক্স১ : টন অব রেফ্রিজারেশন কি?
*আমি : ১ টন বরফ কে ২৪ ঘন্টায় গলাতে যে পরিমাণ তাপ অপসারণ করতে হয় তাকে টন অব রেফ্রিজারেশন বলে।
*এক্স১: রেফ্রিজারেটর থার্মোডাইনামিক্স কোন সুত্রের মাধ্যমে কাজ করে?
*আমি : ২য় সুত্র স্যার।
*এক্স১: সুত্রটি বলেন।
*আমি: এমন কোন সিস্টেম তৈরি করা সম্ভব নয় যে বাইরের শক্তি ব্যতিরেখে ঠান্ডা বস্তু থেকে গরম তাপ অপসারণ করবে।
*এক্স১ : পাওয়ার টেকনোলজি তে পড়েছেন কয়েকটি বইয়ের নাম বলুন?
*আমি : বললাম
*এক্স১ : পাওয়ার টেকনোলজি জব সেক্টর গুলোর নাম বলেন?
*আমি: বললাম
*এক্স২: ওয়াক শপ কাজ করার সময় কি কি নিরাপত্তা বিধান মেনে চলেন?
*আমি: বললাম
*এক্স ২: সাধারণ বিষয় গুলো বলেন?
*আমি: বললাম
*এক্স২ : পিপিই কি?
*আমি: বললাম

*এক্স২: লেদ, মিলিং মেশিনের কয়েকটি অপারেশন এর নাম বলুন?
*আমি: বললাম
*এক্স২: আপনি এপ্লাইড মেকানিক্স পড়েসেন?
*আমি : জি স্যার।
*এক্স২: আয়রন কার্বন ডায়াগ্রাম আঁকতে পারবেন?
*আমি: সরি স্যার।
*এক্স২ : ইঞ্জিনের দক্ষতা কি?
*আমি:স্যার দক্ষতা দুই প্রকার, যান্ত্রিক ও তাপীয় দক্ষতা। কোনটি বলব?
*এক্স২: আর কোন দক্ষতা নাই?
*আমি: জি স্যার আয়তনিক দক্ষতা আছে।
*এক্স ২: বলুন
আমি: work done/ stroke volume ( ভুলে মেরে দিয়েছি)
*এক্স২: আবার বলুন
*আমি: আবার এইটাই বললাম। ( এক্স উত্তর নিলো না। আমি চুপ।)

*এক্স৩: আপনার বাড়ি কোথায়?
*আমি: কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলাতে।
*এক্স৩: আপনার জেলায় কয়টি উপজেলা আছে?
*আমি: ৬ টি স্যার।
*এক্স৩: নাম বলেন?
*আমি : বললাম।
*এক্স৩: কুমারখালি কিসের জন্য বিখ্যাত?
*আমি: বললাম।
*এক্স৩: কুষ্টিয়া জেলার কয়েকটি দর্শনীয় স্থানের নাম বলুন?
*আমি: বললাম
*এক্স৩: আপনার এলাকায় কি কি ফসল উৎপাদন হয়?
*আমি: ধান, পাট, তামাক, বিভিন্ন শাক সবজি।
*এক্স৩: তামাক কত সাল থেকে আবাদ হয়?
*আমি: ২০০৭ সাল থেকে বিস্তার লাভ করছে স্যার।
*এক্স৩: আপনি আসতে পারেন।
*আমি: সালাম দিয়ে বের হয়ে এলাম।........................................…............
Fundamentals of Power Engineering

07/05/2024

👉 বিপিএসসি ভাইভা অভিজ্ঞতা-৬৪
পদঃ জুনিয়র ইন্সট্রাক্টর(টেক/ অটোমোবাইল অ্যান্ড অটো ইলেকট্রিক বেসিক, টিএসসি)
তারিখ :30-04-24..............…......................................

বোর্ড চেয়ারম্যান : হেলালউদ্দিন আহমেদ স্যার

সময় ১৫/১৬ মিনিট

ভাইভা প্রাথী ১৭ জন আর আমি ১৪ সিরিয়ালে ।।।

অপেক্ষার পালা শেষ বেল বেজে উঠলো আমিও দরজা খুলে অনুমতি নিয়ে রুমে ঢুকে দরজা লাগানোই হয়নি তখন এই শুরু হলো প্রশ্ন পর্ব

বোর্ড : রায়হান কবির
আমি :জি স্যার

বোর্ড : কোন পলিটেকনিক এ পড়াশোনা করছো?

আমি :এগুলো আমি দরজা লাগা অবস্থায় উল্টো দিক থেকেই উত্তর করলাম।। দরজা লাগায় চেয়ার এর কাছে গিয়ে সালাম দিলাম বসতে বললে ধন্যবাদ দিয়ে বসে পড়লাম।।।

বোর্ড : ১৯ সালে পাশ করছো এখন কি করো?

আমি : জুনিয়র এর আগের ৩ টি ভাইভায় ও এমন প্রশ্ন মুখোমুখি হয়েছিলাম সুন্দর করে বললাম বাবার খামার দেখাশোনা করি পাশাপাশি সরকারি চাকরির জন্য পড়াশোনা করছি স্যার।।

বোর্ড :আচ্ছা তোমার বাসা রংপুর মিঠাপুকুর?

আমি :জি স্যার।।

বোর্ড :তাইলে বলো মিঠাপুকুর কিসের জন্য বিখ্যাত?

আমি : নিজের মতো করে বললাম।

বোর্ড :বেগম রোকেয়াকে কেনো মুসলিম নারী জাগরণের অগ্রদুৎ বলা হয়?

আমি : বললাম।।

বোর্ড : বেগম রোকেয়া জন্ম, মৃত্যু, দিবস, বই, তার জন্মদিন উপলক্ষে কি কি করা হয়, তার নামে সরকার কি কি করছেন?

আমি : সুন্দর ভাবে সব প্রশ্নের উত্তর গুছিয়ে বললাম সব কেননা এটা জুনিয়র চতুর্থ ভাইভা হওয়ায় এগুলো নিয়ে অনেক পড়াশোনা করে ফেলছি এর মধ্যেই।।।

বোর্ড : স্যার এইবার বললো বেগম রোকেয়া ছাড়া আর কিছুর জন্য তোমার উপজেলা বিখ্যাত না?

আমি : বললাম হাঁড়ি ভাঙা আম।। এটা নিয়ে একটু পেচাইলো আমিও নাছোড় বান্দা সব ঠিক ঠাক হিসাব মিলিয়ে দিলাম স্যার সম্মতি জানাইলো আমার উত্তরে।।।এর পরে চেয়ারম্যান স্যার ডাইরেক্ট ডিপার্টমেন্ট এ চলে গেলো।

বোর্ড :তুমি তো অটোমোবাইল পদে ভাইভা দিতে আসছো তাইলে বলো অটোমোবাইল কি?

আমি :বললাম।।

বোর্ড : অটোমোবাইল কোন গুলোকে বলি ট্রেন কে অটোমোবাইল বলা যায় কিনা, মেট্রোরেল কে অটোমোবাইল বলা যায় কিনা, বলে নছিমন,ইজি বাইক এগুলো কে অটোমোবাইল বলা যায় কিনা,শেষে বিমান কে অটোমোবাইল বলা যায় কিনা?

আমি : সব গুলো উত্তর সুন্দর ভাবে বললাম যুক্তি দিলাম উত্তর এর পক্ষে ।।

বোর্ড :এক্সটার্নাল স্যার কে ইশারা করলেন প্রশ্ন করার জন্য।।

এক্সটার্নাল ১ : পলিটেকনিক থেকে ১৯ সালে পাশ করছো কেনো জবে ঢুকোনি?

আমি :এইখানে এমন উত্তর করছি স্যার কে ইমোশনাল ব্ল্যাকমিল বলা যায় আর কি।

এক্সটার্নাল ১ : আচ্ছা রায়হান সাহেব ডিপার্টমেন্ট তো পাওয়ার অটোমোবাইল ক্লাস নিতে পারবেন তো?

আমি : সুন্দর ভাবে বুজাইলাম যে আমরা পাওয়ার মানে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, অটোমোবাইল সব গুলো নিয়েই স্যার ভালোভাবেই পড়াশোনা করি।।

এক্সটার্নাল ১:আচ্ছা মেকানিক্যাল এর কি কি সাবজেক্ট পড়ছো?

আমি : বললাম।।

এক্সটার্নাল ১: মেকানিক্যাল এ মেকাপ কোর্স করছো?

আমি : না বলার পরে কেনো করোনি এইখানেও ইমোশনাল ব্ল্যাকমিল।
স্যার ছিল মেকানিক্যাল এর বুজতে বাকি ছিল না।।

এক্সটার্নাল ১: রায়হান সাহেব মেশিন শপ প্র্যাক্টিস, ওয়েল্ডিং এগুলো পড়াশোনা করোনি পলিটেকনিক এ ?

আমি : অবশ্যই স্যার।। শুরু হলো সেই সাবজেক্ট থেকে প্রশ্ন।।

এক্সটার্নাল ১:মেশিন শপে কোন মেশিন এর কাজ করছো বেশি?

আমি : বললাম লেদ মেশিন ।।

এক্সটার্নাল ১ : লেদ মেশিন এ কি কি অপারেশন করা হয়?

আমি : বললাম।।

এক্সটার্নাল ১:টার্নিং,টেপার টার্নিং, ফেসিং এগুলো কি?

আমি : বললাম।।

এক্সটার্নাল ১: ওয়েল্ডিং কি, কত প্রকার কি কি , গ্যাস ওয়েল্ডিং কি, কত প্রকার ও কি কি , কি কি গ্যাস ব্যবহার হয়, বিভিন্ন অনুপাত গুলো কি কি, Tig, Mig ওয়েল্ডিং কি পার্থক্য কয়েকটি বলেন?

আমি : রিটেন জন্য এগুলো অনেক পড়েছি সুন্দর করে বললাম।।

এক্সটার্নাল ১ : এক্সটার্নাল ২ কে ইশারা করলেন প্রশ্ন করার জন্য।।

এক্সটার্নাল ২: ট্রান্সমিশন গিয়ারবক্স এর কয়েকটি অংশের নাম বলেন?

বোর্ড :বললাম।।

এক্সটার্নাল ২ :গিয়ারবক্স এর গিয়ার গুলো কাজ কি কখন কোন গিয়ার গুলো ব্যবহার হয়?

আমি :বললাম।।

এক্সটার্নাল ২: প্রথম ও শেষ গিয়ার এর অনুপাত কত?

আমি : হেরে গেলাম এইবার সরি বলে স্কিপ করলাম।

এক্সটার্নাল ২: রিচ মিক্সার কি, লিন মিক্সার কি, ইঞ্জিন কখন কোন মিক্সার দাবি করে, উঁচু স্থানে উঠার সময় কোন মিক্সার দরকার হয়, কেনো দরকার হয়, কোন গিয়ারে শক্তি আর উঁচুতে উঠতে কোন গিয়ার রাখতে হয়, রাখার কারণ কি?

আমি : সুন্দর ভাবে উত্তর করলাম।।

এক্সটার্নাল ২ : এক্সটার্নাল ৩ এর দিকে ইশারা করলেন প্রশ্ন করার জন্য।।।

এক্সটার্নাল ৩: রায়হান সাহেব যেহেতু খামার করেন তাইলে নিজেই বড়ো উদ্যোক্তা হতে পারেন ভবিষ্যত এ এগুলো চাকরি করে তো বড়ো হওয়া যাবে না?

আমি : সুন্দর ভাবে বিষয়গুলো তুলে ধরলাম।।

এক্সটার্নাল ৩: আচ্ছা তুমি খামার করছো এতে কি তোমার এই খামারে তোমার ডিপার্টমেন্ট এর কাজ এপলাই করতে পারছো?

আমি : অবশ্যই স্যার।
যেহেতু পাম্প, বিদ্যুৎ লাইন এগুলো আছে সো সুন্দর ভাবে বুজাইলাম এগুলো কাজ আমি করি পাশাপাশি এলাকায় অন্যের বিদ্যুৎ এর কাজ করে বাবার আর্থিক ও নিজের আর্থিক দিকটা ঠিক রাখছি স্যার।।স্যার দেখলাম হেসে উঠলো ভাবলাম যাক রাগ হয়নি।

এক্সটার্নাল ৩: আচ্ছা সবাই যদি সরকারি চাকরির জন্য বসে থাকে তাইলে উদ্যোক্তা হবে কারা হবে বলোতো?

আমি : এইখানে নিজের মতো করে বললাম স্যার সন্তুষ্ট তখন চেয়ারম্যান স্যার ছেড়ে দিতে বললেন।।।আমি এক্সটার্নাল ৩ স্যার এর কাছে থেকে ডকুমেন্ট গ্রহণ করে সালাম দিয়ে দরোজায় চলে আসলাম।।

দরোজায় আসার সাথে সাথে চেয়ারম্যান স্যার সবাইকে বলতেছে ছেলে ভালো আছে একদম পারফেক্ট।

আমি শুনে হাসিমুখে দরজা টা সুন্দর ভাবে লাগিয়ে চলে আসলাম।।।

আমার জন্য দোয়া করবেন একটা রিজেক এর ব্যবস্থা হয়ে যায়।।সবার জন্য মন থেকে দোয়া ও শুভকামনা রইলো।।।❤️🥰
.....................................................
Fundamentals of Power Engineering

07/05/2024

👉 Dhaka Mass Transit Company Limited এর সেকশন ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল,রোলিং স্টক) পদে সুপারিশের জন্য, প্যানেল থেকে চূড়ান্তভাবে বাছাইকৃতদের ফোন দেওয়া হচ্ছে।
আপনার মোবাইল নাম্বার সচল রাখুন।

👉 প্যানেল হবে মোট ৬জন

Fundamentals of Power Engineering

Photos from Fundamentals of Power Engineering's post 06/05/2024

👉DPDC, Dhaka Power Distribution Company Limited - DPDC এর Sub-Assistant Engineer৷ পদের মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
Congratulations সকল সুপারিশকৃত পাওরিয়ানদের🥰।

Fundamentals of Power Engineering

02/05/2024

👉 ভাইবা অভিজ্ঞতা, ০২
Dhaka Power Distribution Company Limited - DPDC
পদঃ উপ-সহকারি প্রকৌশলী
সিরিয়াল নংঃ০৯
তারিখঃ০২-০৫-২০২৪.......................................................
★ প্রার্থীঃ আস্তে করে দরজা খুলে অনুমতি নিয়ে প্রবেশ করলাম একটু সামনে গিয়ে সালাম দিলাম।
অনুমতি না দেয়ার ৫/৬ সেকেন্ড চেয়ারের পাশে দাঁড়িয়ে ছিলাম।
বসতে বলাতে ধন্যবাদ দিয়ে বসলাম।
*স্যার ০১ঃ নাম কি আপনার?
*আমি বললাম
*স্যার ০১ঃ আপনার জেলা?
*আমি বললাম
*স্যার ০১ঃ আপনি কোথায় পড়াশুনা করেছেন?
*আমি বললাম
*স্যার ০২ঃআচ্ছা বলেন,পাকিস্তান আমলে বগুড়ার একজন লোক জাতীয় সংসদের স্পীকার ছিলেন উনার নাম কি?
*সরি স্যার।
*স্যার ০২ঃবগুড়া বাড়ি এতটুকুত জানতে হবে।
*আমি বললাম স্যার আমার বাড়ি রংপুরে।
*স্যার ০২ঃবগুড়া কিসের জন্য বিখ্যাত?
*আমি বললাম

*স্যার ০২ঃআর একটা আছে যেটা কৃষি কাজের সাথে জরিত বলুন সেটা কি?
*প্রথমে পারছিলাম না পরে স্যার রা হিন্টস দেয়ায় বললাম পল্লি উন্নয়ন একাডেমি।

*স্যার ০৩ঃ উনি এতোই স্লো প্রশ্ন করছিলো আমি বুঝতে না পারায় অনুগ্রহ করে আবার বলতে বলি তবুও ধীরে বলে অনেক কষ্টে প্রশ্ন শুন্তে হয়েছিলো।
*ট্রান্সফরমার কাকে বলে?
আমি বললাম
*স্যার ০৩ঃট্রান্সফরমারে কি কি অপরিবর্তিত থাকে?
*আমি বললাম
*স্যার ০৩ঃ ট্রান্সফরমারে কোন পাওয়ার ব্যবহার করা হয়?
* কনফিউশনের কারনে সরি স্যার বললাম
*স্যার ০৩ঃ আচ্ছা বলেন পাওয়ার কত প্রকার?
*আমি বললাম
*স্যার ০৪ঃ ডিপিডিসি কি ধরনের প্রতিষ্টান,কাজ কি?
*আমি বললাম
*স্যার ০৪ঃআপনি এখানে চাকরি করলে কিভাবে গ্রাহকের সন্তুষ্টি অর্জন করবেন?
*আমি বললাম
*স্যার ০৪ঃ ডিপিডিসির গ্রাহকদের নিরবিছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় আপনি সহ এখানে কর্মরত সকলে কিভানে দায়িত্ব পালন করবেন ও করাবেন, কিভাবে লোডশেডিং এর পরো আপনারা গ্রাহকদের সন্তুষ্টি অর্জন করবেন?
অনেক প্যাচাই করছে প্রশ্ন টা
*সরি স্যার বলে পার করে দিছি।
*স্যার ০৪ঃ ট্রান্সফরমারে কি মেশিন?
* আমি বললাম।
*স্যার ০৫ঃ আপনি তাহলে বগুড়া পলিটেকনিক এ পার্ট টাইম টিচার?(উনার কাছে কাগজ পাতি ছিলো)
*আমি বললাম স্যার এটা মুলত ভুল বশত টাইপ হয়ে গেছে।
*স্যার ০৫ঃ উনি বলতিছে ডেট দেয়া আছে, ডেট সহ কিভাবে টাইপ ভুল হয়।উনি মনেহয় শিক্ষকতার উপর কিছু প্রশ্ন করতো যখন এটা শুনলো তখন উনি একটু ওই পার্ট টাইপ টিচারের যায়গা টা মার্ক করে অন্য স্যার কে বললেন স্যার আর কিছু ধরলে ধরতে পারেন।

*স্যার রা আস্তে বললো আমি ধন্যবাদ দিয়ে উঠে সালাম দিয়ে বের হয়ে আসলাম।
.......................................................
Fundamentals of Power Engineering

Want your school to be the top-listed School/college in Mymensingh?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Mymensingh

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Other Education & Learning in Mymensingh (show all)
Learn with Mahabub Learn with Mahabub
Mymensingh

Do you want to improve your Programming Skills? Do you want to feel more confident? Do you want thes

EEE Club-JKKNIU EEE Club-JKKNIU
Jatiya Kabi Kazi Nazrul Islam University
Mymensingh, 2224

EEE Club is an organization of the Electrical and Electronic Engineering department students.

Learn Physics With Ashik Learn Physics With Ashik
Sherpur
Mymensingh

“Energy is liberated matter, matter is energy waiting to happen.”

Dhara University College Dhara University College
Mymensingh

The official page. For news, events, and admissions information, please visit our page...

Hellow BD Hellow BD
Mymensingh, 7420

Bd News

Mymensingh Freelancer Association - MFA Mymensingh Freelancer Association - MFA
Abul Hossain Chairman Plaza
Mymensingh, 2220

Available Course: Android Apps Development with JAVA

Study MBBS in abroad from Bangladesh Study MBBS in abroad from Bangladesh
Nandail
Mymensingh, 2300

Outsource Booster Outsource Booster
Bangladesh Agriculture University Shes Moor
Mymensingh, 2202

Learn it, live it, earn it.

Royal Media College, Mymensingh Royal Media College, Mymensingh
107/B Kalibari Road, Bridge Moor
Mymensingh, 2200

Welcome to Royal Media College, Mymensingh.

RIAD RIAD
Mymensingh
Mymensingh

keep learning..

Ssc exam preparation Ssc exam preparation
Mymensingh, 2030

Educational page

Ajhar's Teaching Arena Ajhar's Teaching Arena
Mirbari Mor, College Road
Mymensingh

A teaching arena for intermediate Physics & ICT.