Knowledge Bee
Nearby public figures
Malaysia
Jessore
তালবাড়িয়া
7400
Bejpara
New Town
jessore
Chowgacha
7431
9201
Jikorgasa
পোস্ট করতে এবং শিক্ষণীয় পোষ্ট পেতে জয়েন করুন "knowledge Bee "
মাথা খাটান।
৩ টি বিজোড় সংখ্যা যোগ করে ২০ তৈরি করুন।
শর্ত: একটা সংখ্যা একবারই ব্যবহার করা যাবে।
সোনালী অতীত..১০০ বছর পর এই ছবিগুলো দেখে কেউ কি বিশ্বাস করবে এগুলো এক সময় বাংলাদেশে ছিলো?
বিশ্বের সবচেয়ে দামি চা খাওয়া দিবস আজ।
২০১৯ সালে আজকের এদিনে ভারতীয় পাইলট অভিনন্দন বর্ধমান একটি মিগ২১ যুদ্ধবিমানের বিনিময়ে পাকিস্হানে ১ কাপ চা পান করতে গিয়েছিলেন।
কোন ভিসা,ডডকুমেন্টস ছাড়া আরেক দেশে গিয়ে চা খাওয়ার বিল হিসেবে মিগ-২১ ছিল মূল্য।
দারোয়ান এর কোন কাজ নাই 🙂
-তা তোর সফটওয়্যারের দাম কত করে রাখবি?
- কোন টাকা দিতে হবে না।
-কি! কোন টাকা নিবি না?
- হ্যাঁ। ভাষার জন্য টাকা নেব কেন?
অমর একুশে সকল ভাষা শহীদের প্রতি অকৃত্রিম প্রাণঢালা সম্মান ও ভালোবাসা 💝💝
বিশ্বের সবচেয়ে ছোট দেশ সি-ল্যান্ড😱আন্তর্জাতিকভাবে স্বীকৃতি না পেলেও একটি স্বাধীন দেশ হিসেবেই পরিচিত আটলান্টিক মহাসাগরের মাঝে ভাসমান দেশটি। যার আছে নিজস্ব পতাকা, মুদ্রা, ডাকটিকিটও।
পন্ডিতিটা একটু বেশিই হয়ে গেছে 😅
লম্বা স্টুডেন্টরা কই?
Real Hero
School----------------বিদ্যালয়
Primary school---প্রাথমিক বিদ্যালয়
High School ---- উচ্চ বিদ্যালয়
College---মহাবিদ্যালয়
University----বিশ্ববিদ্যালয়
ঠিক কিনা?
১৯৫৬ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনে ছিলো, একটা ছেলে যদি একজন মেয়ের সাথে কথা বলতে চায়, তবে তাকে প্রক্টর বরাবর দরখাস্ত দিতে হবে। শুধুমাত্র
প্রক্টর অনুমতি দিলেই সে কথা বলতে পারবে। এছাড়া নয়।
এমনকি তার ক্লাসের কোন মেয়ের সাথেও না।
ডিসেম্বর ১৯২৭, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাত্র ৬ বছর পর। একদিন কোলকাতা থেকে একজন যুবক এলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে দেখবেন। কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে সে ঘুরতে বের হলো। তখন কার্জন হল ছিলো বিজ্ঞান ভবন। ঘুরতে ঘুরতে যখন কার্জন হলের সামনে এসে পড়লো তারা, সে যুবক দেখলো দূরে একটা থ্রী কোয়ার্টার হাতার ব্লাউজ আর সুতির শাড়ি পরা এক মেয়ে দাঁড়িয়ে আছে।
সে তার বন্ধুদের জিজ্ঞেস করলেন, এই মেয়েটি কে? তখন তার বন্ধুরা বলল, এ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম নারী ছাত্রী। তখন সেই যুবক বলে, সত্যি? আমি এই মেয়ের সাথে কথা বলব। তখন সে যুবক মেয়েটির সাথে কথা বলার জন্য একটু এগিয়ে গেলে তার বন্ধুরা তাকে বাঁধা দেয়। বলে, না তুমি যেওনা। আমাদের বিশ্ববিদ্যালয়ে মেয়েদের সাথে কথা বলার অনুমতি নেই। তুমি যদি ওর সাথে অনুমতি ছাড়া কথা বলো তবে তোমার শাস্তি হবে। সেই যুবক বলল, "আমি মানি নাকো কোন বাঁধা, মানি নাকো কোন আইন।"
সেই যুবক হেঁটে হেঁটে গিয়ে সেই মেয়েটির সামনে দাঁড়ালো। তারপর তাকে বলল, আমি শুনেছি আপনি এই বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম নারী ছাত্রী। কি নাম আপনার? মেয়েটি মাথা নিচু করে বলল, ফজিলাতুন্নেছা। জিজ্ঞাসা করলো, কোন সাবজেক্টে পড়েন? বলল, গণিতে। গ্রামের বাড়ি কোথায়? টাঙ্গাইলের করোটিয়া। ঢাকায় থাকছেন কোথায়? সিদ্দিকবাজার। এবার যুবক বললেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম নারী ছাত্রী, আপনার সাথে কথা বলে আমি খুব আপ্লুত হয়েছি। আজই
সন্ধ্যায় আমি আপনার সাথে দেখা করতে আসবো।
মেয়েটি চলে গেলো। এই সব কিছু দূরে দাঁড়িয়ে এসিস্ট্যান্ট প্রক্টর স্যার দেখছিলেন। তার ঠিক তিনদিন পর। ২৯ ডিসেম্বর ১৯২৭, কলা ভবন আর বিজ্ঞান ভবনের নোটিশ বোর্ডে হাতে লেখা বিজ্ঞপ্তি টানিয়ে দেয়া হলো যুবকের নামে। তার নাম লেখা হলো, তার বাবার নাম লেখা হলো এবং বিজ্ঞপ্তিতে বলা হলো, এই যুবকের আজীবনের জন্য ঢাকা
বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিষিদ্ধ।
তারপরে এই যুবক আর কোনদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেননি। সেইদিনের সেই যুবক, বৃদ্ধ বয়সে ১৯৭৬ সালের ২৯ আগস্ট মৃত্যুবরণ করলেন। যে যুবকটা আর কোনদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ করেননি, তার মৃত্যুর
পরে তার কবর হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
সেই যুবকের নাম, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।
পুনশ্চ: মেয়েটি
ফজিলাতুন্নেসা জোহা,
কবি নজরুল ওনাকে নিয়ে 'বর্ষা বিদায়' কবিতা লেখেন।
"সংগৃহীত"
জীবনেন প্রথম দেখলাম কলা গাছেও নাকি রস হয়
বই নাকি PDF?
সবচেয়ে বড় অভাগা ছিলেন প্রিয় কবি কাজী নজরুল ইসলাম। তার চার বছরের শিশু বুলবুল যে রাতে মারা গিয়ে ছিল, সে রাতে তার পকেটে একটা কানাকড়িও ছিল না। অথচ কাফন,দাফন,গাড়িতে করে দেহ নেওয়া ও গোরস্থানে জমি কেনার জন্য দরকার দেড়শো টাকা, সে সময়ের দেড়শো টাকা মানে অনেক টাকা। এত টাকা কোথায় পাবে। বিভিন্ন লাইব্রেরীতে লোক পাঠানো হল। না, টাকার তেমন ব্যবস্থা হয়নি। শুধুমাত্র ডি. এম লাইব্রেরি দিয়েছিল পয়ত্রিশ টাকা। আরো অনেক টাকা বাকি। টাকা আবশ্যক।
ঘরে দেহ রেখে কবি গেলেন এক প্রকাশকের কাছে। প্রকাশক শর্ত দিল। এই মুহূর্তে কবিতা লিখে দিতে হবে। তারপর টাকা।
কবি মনের নীরব কান্না,যতনা লিখে দিলেন কবিতায়
"ঘুমিয়ে গেছে শান্ত হয়ে
আমার গানের বুলবুলি
করুন চোখে বেয়ে আছে
সাঁঝের ঝরা ফুলগুলি।"
©
সাল ২০২৩! 🇧🇩
৭১ এর ৫২ বছর
৫২ এর ৭১ বছর
SSC | HSC | Honours
সাজেশন পেতে জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।
চ্যানেল লিংক ➡️ https://t.me/knowlegebee
HSC Result দেখুন অনলাইনে Knowledge Bee Website থেকে ।
HSC Result- https://knowledgebeebd.com/result/
চীন দক্ষিণ কোরিয়া ম্যাচে চীনের একটা শিশু খেলার হাফ টাইমের বিরতিতে স্টেডিয়ামের গ্যালারিতে বসে তার স্কুলের হোমওয়ার্ক করছেন।
20% Discount
মাইক শব্দটি কানে এলেই আমাদের সবার মনে পড়ে "কল-রেডী" এর কথা। ১৯৪৮ সালে দুই ভাই হরিপদ ঘোষ এবং দয়াল ঘোষ ঢাকার লক্ষ্মীবাজারে ‘লাইট হাউস’ নামের একটি আলোকসজ্জার দোকান চালু করেন যা কালক্রমে হয়ে ওঠে কল-রেডী। লাইট হাউস এ কর্মীরা কর্মকর্তা-কর্মচারীরা সব সময়ই প্রস্তুত থাকতেন, যাতে কেউ মাইকের জন্য ডাকলেই তারা রেডি থাকেন। সেখান থেকেই দয়াল ঘোষ এর নামকরণ করেন কল-রেডী।
বাংলাদেশের ইতিহাসের প্রতিটি অধ্যায়ের সাথে কল-রেডীর নাম জড়িয়ে আছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান এবং ১৯৭০ সালের সাধারণ নির্বাচনের সভা-সমাবেশেও কল-রেডির মাইকে বক্তব্য দিয়েছেন নেতারা। ঐতিহাসিক ৭ মার্চ কল-রেডির মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন।
Always Copy😅✌️
একবার রোপন করলে পাঁচবার ধানের ফলন দিবে!
উনারাই দেশের সবচেয়ে বড় তারকা, আসল সুপার স্টার।
জিন বিজ্ঞানী ডঃ আবেদ চৌধুরী, আপনাকে স্যালুট স্যার।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the public figure
Website
Address
Jessore
2200
Jessore
এটা বিনোদনের পেজ এখানে যা ইচ্ছা পোস্ট করা হয় মন চাইলে ফলো দিয়ে আমাদের সাথে থাকতে পারেন