ইলেকট্রিশিয়ান এক্সপার্ট জনি
☞☜
আজকে একটা কাজের ভিডিও দিলাম
ইনশাআল্লাহ🤲🥀
✅ #আলহামদুলিল্লাহ আমার সাইডের ইলেকট্রনিক পাইব দেওয়া সম্পন্ন হলো 🪖🪖🛠️
Do your work perfectly You can get reward 🔎🪖👑
#ময়মনসিংহ_ইলেকট্রিশিয়ান
#ময়মনসিংহ
👨🔧🙋♂️যদি তুমি তোমার কাজকে স্যালুট কর, তাহলে তোমায় মানুষ স্যালুট করবে। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান কর, অমর্যাদা কর, ফাঁকি দাও, তাহলে তোমার সবাইকে স্যালুট করে চলতে হবে🙅♂️🙋♂️
ইলেকট্রিশিয়ান এক্সপার্ট জনি
😇 নিয়মিত নামাজ মানুষের রিজিক বৃদ্ধি করে।😇
❤️ আলহামদুলিল্লাহ ❤️
কিছু কিছু কাজ আছে কথা দিয়ে হয় না মাথা কাঠিয়ে করতে হয়
মন দিয়ে কাজ করলে কোনো কাজই কঠিন নয়
বিদ্যুৎ ছাড়া একমুহূর্ত ও চলবে না। অথচ, টেকনিশিয়ান,/ইলেকট্রিশিয়ান দের পারিশ্রমিক দিতে মালিকরা কত অজুহাত দেখায়। সবার কাজ ভালো চাই কিন্তু টাকা কম দেয়। তারা বুঝবে না আমাদের এই অভিজ্ঞতা অর্জনের পিছনে কতটা হাড় ভাঙ্গা পরিশ্রম সাক্ষি রয়েছে। বর্তমান অবস্থান পর্যন্ত আসতে, আমাদের কতোটা সময় এই কাজের পিছনে ব্যয় করতে হয়েছে। মনে রাখবেন-আপনারা যে কাজটি করতে পারেন না আমরা টেকনিশিয়ানরা জীবনের ঝুঁকি নিয়ে সেই কাজটা সফলতার সাথে করে যাচ্ছি। ,( শুধু মাত্র আপনাদের সেবা দেওয়ার জন্য) আপনাকে মানতে হবে একজন টেকনিশিয়ান কিন্তু আপনার মতো সাধারণ নয়। তার কার্যক্ষমতা, অভিজ্ঞতা আপনার থেকে ভিন্ন। আপনি চাইলে একজন দিনমজুর,,, কিষান এর মজুরীর সাথে একজন টেকনিশিয়ান এর পারিশ্রমিকের তুলনা করতে পারেন না। আমরা টেকনিশিয়ান বিপদজনক বিদ্যুৎ কাজে সাথে জড়িয়ে থাকি
সেই তুলনা আমাদের বেতন খুব কম বর্তমানে দেশের চাহিদার সাথে তুলনা করে 18/20/22/ হাজার টাকা বেতন চলে না। একজন মেকানিস বর্তমানে বেতন পায় 28/30/35 হাজার টাকা
এই দুটি কাজের সাথে তুলনা করে দেখেন তো একজন ইলেকট্রিশিয়ান কতটা ঝুঁকি নিয়ে কাজ করে তার একটা ভুল হলে মালিক সহ ধ্বংস হয়ে যেতে পারে। আর একজন মেকানিক দশটা ভূল করার পরেও সমাধান করতে পারবে।
মেকানিস কাজে কোন জীবনে ঝুঁকি নেই তাদের বেতন বেশি হয় কেন??
আর ইলেকট্রিশিয়ানদের বেতন খুব কম হয় কেন??
এটা আমাদের জাতি কাছে প্রশ্ন রেখে দিলাম।
বেশি বেশি করে শেয়ার করবেন।
যদি কোন কথায় ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে
দেখবেন।
ধন্যবাদ 🥰❤️
ইলেকট্রিশিয়ান এক্সপার্ট জনি
আর্থিং কেন ব্যবহার করা হয়?
অনাকাংক্ষিত বৈদ্যুতিক দূর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আর্থিং ব্যবহার করা হয়।
কোন কারণে লাইনে লিকেজ কারেন্ট হলে আর্থিং সেই লিকেজ কারেন্ট কে কোন প্রকার বিপদ না ঘটিয়ে তারের মাধ্যমে সহজে মাটিতে চলে যেতে সাহায্য করে।
ইলেকট্রিশিয়ান এক্সপার্ট জনি
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Website
Address
Mymensingh