DarunBd Shop

We are doing 24/7 hours eCommerce business Ladies Fashions & Clothing

01/12/2023

ছবি দেখে শূন্যাস্থান পূরণ কর।
আজকের শিক্ষক আগামী দিনের _____?

Photos from DarunBd Shop's post 01/12/2023

কি শুরু হইলো! 🤬🤬
শিক্ষকদের ট্রেনিং দিয়ে আসলে কি বানাতে চাচ্ছে?
শিক্ষকত একটা মহান পেশা। জাতির বিবেক হিসেবে তারাই সবচেয়ে এগিয়ে কিন্তু, তাদের বিবেক কে আবেগের কাছে ধরাশায়ী করে বাতুল করে তোলা এ প্রশিক্ষন কেনো? এ বিবেকবোধের অবক্ষয় কি জাতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে? নাকি জায়েদ খান, হিরো আলমদের মতো বিবেকহীন আবেগী কমেডিয়ান তৈরী করতে? আমার ফ্রেন্ডলিস্ট এ থাকা সম্মানিত শিক্ষকরা উত্তর দিবেন। আমার ধারনায় ভুল থাকলে অনুগ্রহ করে সেটারও ব্যাখ্যা করবেন।

30/11/2023

Winter comes ahead with freshness.....

15/10/2023

A pizza for the day

Photos from DarunBd Shop's post 10/08/2023

👉 ঘরে বসেই IELTS এর Complete preparation নিতে: https://10ms.io/SiWBnn
নতুনরূপে টেন মিনিট স্কুলের IELTS কোর্স, এবার এক কোর্সেই Complete preparation!🔥
কারণ Complete এই কোর্সে আপনার জন্য থাকছে:
▶️ ভিডিও লেকচার
📚 Free ‘ঘরে বসে IELTS প্রস্তুতি’ বইয়ের হার্ডকপি
👩‍🏫 প্রবলেম সলভিং লাইভ ক্লাস
❓20+ Reading & Listening Mock Tests
💻 ৭ দিনের ফ্রি ট্রায়াল
এখনই ভর্তি হয়ে নিজের সময়মতো শুরু করুন গুছিয়ে প্রস্তুতি নেওয়া। 🥳
আর হ্যাঁ, আপনাদের জন্য থাকছে একটা দারুণ সুযোগ! আগামী 11 august থেকে 31 augusতারিখের মধ্যে কোর্সে ভর্তি হলেই আপনি পেয়ে যাবেন মুনজেরিন শহীদের সাথে একটি ফ্রি Exclusive Study Abroad Session! 😀

25/06/2023

গাড়িটা নামাতে চাই, কিভাবে নামাবো অভিজ্ঞদের পরামর্শ চাই।

24/06/2023

১৯৫৬ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনে ছিলো, একটা ছেলে যদি একজন মেয়ের সাথে কথা বলতে চায়, তবে তাকে প্রক্টর বরাবর দরখাস্ত করে অনুমতি নিতে হবে। প্রক্টর অনুমতি দিলেই সে কথা বলতে পারবে, নইলে নয়। এমনকি তার নিজের ক্লাসের কোন মেয়ের সাথেও না। ব্যতিক্রম ঘটলেই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার সহ কঠোর শাস্তির ব্যবস্থা।

১৯২৭ সালের ডিসেম্বর মাসের ঘটনা, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৬ বছর চলছিল।
একদিন কোলকাতা থেকে একজন যুবক ঢাকায় এলেন এবং কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে তিনি ঘুরতে বের হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে দেখবেন বলে।

ঘুরতে ঘুরতে কার্জন হলের সামনে এসে পড়লে সেই যুবক দেখলেন , দূরে একটা থ্রী কোয়ার্টার হাতার ব্লাউজ আর সুতির শাড়ি পরা একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। তিনি তাঁর বন্ধুদের জিজ্ঞেস করলেন, মেয়েটি কে? উত্তরে বন্ধুরা জানালেন, মেয়েটি হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী। আগত যুবকটি বললেন, সত্যি? আমি এই মেয়ের সাথে কথা বলব। সেই যুবক মেয়েটির সাথে কথা বলার জন্য একটু এগিয়ে গেলে, তাঁর বন্ধুরা তাকে বাঁধা দিয়ে বলেন, না তুমি যেওনা। আমাদের বিশ্ববিদ্যালয়ে মেয়েদের সাথে কথা বলতে চাইলে অনুমতি নিতে হয়। তুমি ওর সাথে অনুমতি ছাড়া কথা বললে, তোমার কঠিন শাস্তি হবে। সেই যুবক বললেন, "আমি মানি নাকো কোন বাঁধা, মানি নাকো কোন আইন," এই বলেই তিনি হেঁটে হেঁটে গিয়ে মেয়েটির সামনে দাঁড়ালেন। মেয়েটিকে বললেন, আমি শুনেছি আপনি এই বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী। কি নাম আপনার? মেয়েটি মাথা নিচু করে উত্তর দিলেন, ফজিলাতুন্নেছা। যুবক জিজ্ঞাসা করলেন, কোন সাবজেক্টে পড়েন? উত্তর এলো, গণিতে। গ্রামের বাড়ি কোথায়? টাঙ্গাইলের করটিয়া। ঢাকায় থাকছেন কোথায়? সিদ্দিকবাজার। এবার যুবক বললেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী, আপনার সাথে কথা বলতে পেরে আমি খুবই আপ্লুত হয়েছি। আজ সন্ধ্যায় আমি আপনার সাথে দেখা করতে আসবো।

মেয়েটি তৎক্ষণাৎ চলে গেলেন। দূরে দাঁড়িয়ে এসিস্ট্যান্ট প্রক্টর এসব দেখছিলেন। এই ঘটনার তিনদিন পর, ২৯ ডিসেম্বর ১৯২৭ সাল, কলা ভবন আর বিজ্ঞান ভবনের নোটিশ বোর্ডে হাতে লেখা বিজ্ঞপ্তি টাঙ্গিয়ে দেয়া হলো, ঐ যুবকের নামে। তার নাম লেখা হলো, তার বাবার নাম লেখা হলো এবং বিজ্ঞপ্তিতে বলা হলো, এই যুবকের আজীবনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিষিদ্ধ করা হলো।

এই ঘটনার পর ঐ যুবক আর কোনদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেননি। বৃদ্ধ বয়সে ১৯৭৬ সালের ২৯ আগস্ট তিনি মৃত্যুবরণ করলেন। যে যুবকটা আর কোনদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেননি, অথচ তার মৃত্যুর পর রাষ্ট্রিয় মর্যাদায় কবর দেয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন স্থানে।

সেদিনের সেই ঝাঁকড়া চুলের বাঁধভাঙা সাহসী যুবক আর অন্য কেউ নয়, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।

আর সেদিনের সেই মেয়েটি ছিলেন ফজিলাতুন্নেসা জোহা। কবি কাজী নজরুল ইসলাম তাঁকে নিয়ে 'বর্ষা বিদায়' কবিতা রচনা করেন। ফজিলাতুন্নেসা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী।
(সোশ্যাল মিডিয়ায় পাওয়া)

24/06/2023

সেই আদি আমল থেকে কচ্ছপ আর খরগোশের গল্প আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা ১ম অধ্যায়টাই বেশি শুনেছি। কিন্তু এই গল্পের আরো ৩ টি অধ্যায় আছে। যা হয়তো আমরা কেউ শুনেছি, কেউ শুনিনি।

১ম অধ্যায়ঃ এই অধ্যায়ে খরগোশ ঘুমিয়ে যায়, আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ 'অতিরিক্ত আত্মবিশ্বাস।' তার মানে অতি আত্মবিশ্বাস যে কারো জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝল, লেগে থাকলে সাফল্য আসবেই!

২য় অধ্যায়ঃ হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারো কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল আর কচ্ছপও রাজী হল। এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল এবং জয়ী হল। খরগোশ বুঝল, মন দিয়ে নিজের সামর্থের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়। আর কচ্ছপ বুঝল, ধীর স্থিরভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগীতামূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব!

৩য় অধ্যায়ঃ কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রন জানালো। খরগোশও নির্দ্বিধায় রাজী হয়ে গেল। তখন কচ্ছপ বলল, "একই রাস্তায় আমরা ২ বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক।" খরগোশও রাজী। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হল। যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করল। কচ্ছপ যখন খরগোশ এর কাছে পৌঁছাল, দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি। কারন দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশ এর দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌছে প্রতিযোগিতা জিতে গেল। খরগোশ বুঝল, শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়! আর কচ্ছপ বুঝল, প্রথমে প্রতিযোগীর দূর্বলতা খুজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।
গল্প কিন্তু এখানেই শেষ নয়

চতুর্থ অধ্যায়ঃ এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহবান জানালো এই একই রাস্তায়। কচ্ছপ ও রাজী। কিন্তু এবার তারা ঠিক করল, প্রতিযোগী হিসেবে নয়, বরং এবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে!

শুরু হল প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো। এবার কচ্ছপ খরগোশ এর পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হল। তারপর আবার কচ্ছপ খরগোশ এর পিঠে উঠে বাকী দৌড় শেষ করল আর এবার তার দু'জনই একসাথে জয়ী হল।
আমরা শিখলাম, ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো। কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সাফল্য যেখানে সবাই বিজয়ীর হাসি হাসতে পারে।

©️Collected

11/08/2022

আসসালামুয়ালাইকুম
💥 দারুন অফার প্রাইজ এ ড্রেসটি পাচ্ছেন 💥
অফার প্রাইজ:৮৫০ টাকা
রেগুলার প্রাইজ:৯৫০ টাকা।

প্রডাক্ট টাইপ: জয়পুরী প্যাটার্ন
সেলোয়ার: 🔴পিওর কটন
ওরনা: পিওর কটন
কাজ: শুধু প্রিন্ট
কালার১০০%✅ গ্যারান্টি।

30/10/2020

Buy Home Appliance and Crockeries.. Get Coupon

Photos from DarunBd Shop's post 28/10/2020

New Arrivals

28/10/2020

Cover

28/10/2020

Mega sale offer

28/10/2020

Let's Start Shopping With DarunBD

29/09/2020

১পিস আছে
মূল্য -৮০০/=
😀😀

Photos from DarunBd Shop's post 14/09/2020

অফার 😀😀😀
ইন্ডিয়ান থ্রি-পিস (অরজিনাল)
৭৫০/=

12/09/2020

অরজিনাল ইন্ডিয়ান লিলেন থ্রি-পিস
জর্জেট ওরনা
২৫০০/-
ক্যাশ অন ডেলিভারি

Photos from DarunBd Shop's post 12/09/2020

অরিজিনাল ইন্ডিয়ান শাড়ী.......
মাত্র -১২০০/-
ক্যাশ অন ডেলিভারি

Photos from DarunBd Shop's post 13/08/2020

Original indian sharee
Price with pic
Delivery charge 60(dhaka)

Online Shop

we are online service provider

Videos (show all)

Enjoy 5% discount
#exclusive
#Fashion

Telephone

Address


Bhaluka, Banladesh
Mymensingh
2240