Abdullah Amir Bikrompuri
Nearby media companies
Hangar Aviation Road, Rajshahi Division
Brgy. Pinugay Baras Rizal, Rajshahi Division
60032
Ariyur
Carrera 7 #30
Rohtas, Rajshahi Division
আগের পেজ নষ্ট হয়ে গেছে। নতুন পেজটিতে লাইক দিন। ফলো করুন৷
দোকানে দোকানে টানিয়ে দিতে পারেন৷
মাত্র ৩ হাজার টাকা বেতন একজন ইমাম সাহেবের!
প্রতারক থেকে সাবধান!
ইরানের প্রেসিডেন্টের মৃত্যু ও আমাদের আবেগ!
নিজে পড়ুন। অন্যকে পড়তে দিন। সতর্ক করুন।
তিনদিন পর দোকানে ঢুকে দেখি ক্যাশ বাক্সের উপর বইয়ের প্যাকেট। ভেতরে পাঁচটি বই। সেইভ আওয়ার সিস্টার্স/ আমাদের বোনদের রক্ষা করুন। বইগুলো পাঠিয়েছে দারুল ইলম প্রকাশনী এসময়ের অতি গুরুত্বপূর্ণ টপিকের বইটি উপর লেখা। বইটি পড়তে গিয়ে আপনি মুসলিম মা- বোনদের পদস্খলন দেখে হাত কামড়াবেন। দুঃখে কাঁদবেন৷ অপমানে ব্যথিত হবেন৷ ঘোর অমানিশায় ডুবতে দেখে শিউরে উঠবে। ক্ষোভে ফেটে পড়বেন।
ইনশাআল্লাহ, বইটি সম্পর্কে বাকি কথা ভিডিওতে হবে৷
রাইসির মৃত্যুতে, শিয়া সম্পর্কে যাদের নূন্যতম জ্ঞান নাই, আকিদার ব্যাাপরে যারা চূড়ান্ত মুর্খ। শুধু তারাই শোক প্রকাশ করছে৷
আমার বোনের শ্বশুর কিছুক্ষণ আগে ইন্তেকাল করলেন। বড় মুখলিস মানুষ ছিলেন তিনি৷ আল্লাহ পাক জান্নাত নসীব ফরমান৷ আমিন৷
মরিয়া সোজা হওয়ার জ্বলন্ত উদাহরণ হলো-
১৪ হাত শাড়ীতে যেই নারীর পুরো শরীর আবৃত হয় না, মরার পর মাত্র ৫ হাত কাপড়ে তার আপাদমস্তক ঢেকে আরো কাপড় অবশিষ্ট থাকে!
বড় কষ্ট লাগল। 😰
প্রত্যন্ত এলাকায় একটি মাদরাসা৷ ছোট্ট টিনের ঘর। গাদাগাদি করে ৭০ ছাত্র পড়াশোনা করে। সেখানেই ঘুমায়। পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা নেই৷ প্রচণ্ড গরমে সীমাহীন কষ্ট স্বীকার করছে ছাত্ররা। দেখে বড় খারাপ লাগল।
দুইটি ফ্যান প্রয়োজন৷ কমদামি হলেই হবে। কেউ কি এগিয়ে আসবেন? অন্তত পোস্টটি শেয়ার করার অনুরোধ করছি৷
আলহামদুলিল্লাহ! গতকাল দু'টি ফ্যানের ব্যবস্থা হয়েছে। আরও দু'টির প্রয়োজন৷
বিকাশ/ নগদ /রকেট
01797974597
আলহামদুলিল্লাহ। ফ্যানের ব্যবস্থা হয়ে গেছে। যারা জানেন না তারা কমেন্ট চেক করতে পারেন৷
বড় কষ্ট লাগল। 😰
প্রত্যন্ত এলাকায় একটি মাদরাসা৷ একটি ছোট্ট টিনের ঘরে গাদাগাদি করে ৭০ ছাত্র পড়াশোনা করে। সেখানেই ঘুমায়। পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা নেই৷ প্রচণ্ড গরমে সীমাহীন কষ্ট স্বীকার করছে ছাত্ররা। দেখে বড় খারাপ লাগল।
দুইটি ফ্যান প্রয়োজন৷ কমদামি হলেই হবে। কেউ কি এগিয়ে আসবেন? অন্তত পোস্টটি শেয়ার করার অনুরোধ করছি৷
বিকাশ/ নগদ/ রকেট: 01797974597
মাওলানা সা'দ সাহেব তো ভুল স্বীকার করলেন। ভক্তরা এখন কী বলবেন?
সমস্যা কাউকে থামিয়ে দিতে আসে না। সমস্যা আসে আপনি যাতে নতুন পথ খুঁজে নিতে পারেন।
ঘরে মা-বাবার আওয়াজ সবচেয়ে সুন্দর ও অতুলনীয় নিয়ামত। যদি তোমরা বিশ্বাস না করো, তাহলে যাঁরা মা-বাবাকে হারিয়েছে তাঁদের জিজ্ঞেস করো।
رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا 🤲
রাস্তার পাশে কিংবা গলিতে দাঁড়িয়ে গোপন_রোগের_অষুধের বোতল, বড়ি বিক্রেতা তাবৎ ডাক্তারদের চ্যালেন্জ করে, ডাক্তাররা কি তার চ্যালেন্জ গ্রহণ করে তর্ক করতে হসপিটাল ছেড়ে রাস্তায় নামেন?
তাই মাজার পূজারী তাহেরি ভণ্ডরে পত্তা দিয়েন না।
সন্তানরা যখন হারাম রিলেশন করে, শয়তান তখন অভিভাবকদের অন্ধ রাখে, কোনো বাঁধা দেন না; সম্তানরা যখন আবার হারাম ছেড়ে বিয়ের দিকে যেতে চায়, শয়তান অভিভাবকদের কাঁধে চড়ে বাঁধা দিতে দিতে থাকে।
আপনার ভিতরে থাকা ভালো গুণগুলো যখন আপনার সাথে চলা ব্যক্তিটির মাঝে থাকবে না। তখনই সে আপনার পিছনে কথা বলা শুরু করবে।
বাবরি চুল৷
আমি জীবনে সবচেয়ে বেশি কটুক্তির স্বীকার হয়েছি বাবরি চুলের কারণে৷ বাবরির প্রতি মানুষের ভয়ঙ্কর আক্রোশের কারণে শক্ত নিয়ত করেছি, সহজে আর কাটছি না। বরং ভবিষ্যতে বাবরিওয়ালাদের সংখ্যা যেন বাড়ে সেই চেষ্টা চলমান রাখবো ইনশাআল্লাহ।
বহু বিবাহ নিয়ে কথিত মৌলভীর বাড়াবাড়ি!
যে দেশে এখনো সময় মতো বিয়ে করতে গেলেই মারাত্মকভাবে বাঁধাগ্রস্ত হতে হয়। এক স্ত্রী নিয়েই পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রাখা সম্ভব হয়না। শতকরা ৯০% ফ্যামিলিতে ক্যাচাল লেগেই থাকে। পুরুষের জীবন হয় অতিষ্ঠ৷
সেখানে আবার বহু বিবাহ! আমার ছোট্ট অভিজ্ঞতায় অন্ততঃ দশজন বহু বিবাহ করা পুরুষের ব্যাপারে জানি, যারা ইনসাফতো দূরে থাক মানবিকতাও রক্ষা করতে পারে না। বড় বউকে সবরকম অধিকার থেকে বঞ্চিত করে, কচি খুকি বিয়ে করে রাজা-বাদশাহদের মতো মনোরঞ্জনে ব্যস্ত। বাংলাদেশে বহু বিবাহ করে ইনসাফ করেছে, এমন উদাহারণ যদি ১ টা দেখাতে পারেন, বিপরীতে ১০০ টা বেইনসাফির উদাহারণ দেখানো যাবে৷ এখন আপনি জনগণকে কোন বিষয়ে সতর্ক করবেন?
বহু বিবাহের বিপক্ষে আমি বিষয়টা তা না। কিন্তু আমি বহু বিবাহ নিয়ে নষ্টামি মার্কা মনোরঞ্জনের পক্ষে না। যার চরিত্র ভালো না, তার হাজার নারীর সোহবতেও তৃষ্ণা মিটবে না। এটাই বাস্তবতা।
এইসব বললেই এক শ্রেণীর লোক বলতে চেষ্টা করবে, আমরা চরিত্রহীন, পরকীয়া সাপোর্ট করি ইত্যাদি ইত্যাদি৷ এদের ধরে কানের নিচে তিন চারটা চর থাপ্পড় দিতে পারলে মনে শান্তি পেতাম।
রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিবাহ করেছেন৷ সাহাবায়ে কেরাম করেছেন৷ বুজুর্গানেদীন করেছেন৷ আচ্ছা তারা আর আমরা সমান? তারা তো তাহাজ্জুদ দাঁড়িয়ে পা ফুলিয়েছেন৷ জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে বেহুশ হয়েছেন৷ না খেয়ে থাকতে থাকতে পেটে পাথর বেঁধেছেন। আপনি কয়দিন না খেয়ে থাকলেন? শুধু বিবাহই চোখে পড়ে আর কিছু চোখে পড়ে না? বহু বুজুর্গ তো বিয়েই করেন নি৷ এই ব্যাপারে তো আলাদা কিতাবই রচিত হয়েছে। এগুলো চোখে পড়ে না?
বহু বিবাহের ফজিলত বয়ান করতে গিয়ে কথিত মৌলভী তো তিন কাঠি সরেস। যেন, যুগ শ্রেষ্ঠ মুফাসসিরগন ও যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিসগনের চেয়ে কোরআন- হাদিস তিনি বেশি বুঝেছেন৷ আরও ভয়ঙ্কর করে বলতে গেলে বলতে হয়, স্বয়ং রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফজিলতের কথা বলেন নি, তিনিও তাও বলার চেষ্টা করছেন৷ নাউজুবিল্লাহ।
শুধুমাত্র জায়েজ একটা বিষয়কে ফরজের পর্যায়ে টেনে নেওয়া এবং বিপরীতে ইনসাফ করা ফরজ, এটা বললেই অন্যদের কাফের- মুশরিক বানানো এটা আমি মেনে নিতে পারছি না। বহু বিবাহের পর ইনসাফ করতে না পারলে কয়েমাতের তিন ভয়ঙ্কর পরিণতির কথা হাদিসে উল্লেখ আছে। কিন্তু ইনিয়েবিনিয়ে যে ফজিলতের কথা বলছেন, এমন ১০ হাদিস দেখান!
স্ত্রীর মোহর আদায় করতে না পারলে যেখানে বিয়ে করতেই নিষেধ করা হয়েছে, রোজা রাখার আদেশ করা হয়েছে। যেখানে ৯৯% বিয়েতে মোহর পরিশোধ করা হচ্ছে না। বাসর রাতে স্ত্রীর পা ধরে মাফ চেয়ে নিচ্ছে। স্ত্রী তার স্বামীর, স্বামী তার স্ত্রীর অধিকার সম্পর্কে নূন্যতম ধারণা পর্যন্ত রাখে না। সেখানে আপনি বহু বিবাহের গান তোলেন? ফাজলামোর জায়গা পান না?
আমার শেষ কথা,
আপনার সামর্থ্য থাকলে ৪ বিয়ে করেন। আমার কোন আপত্তি নাই। সুযোগ থাকলে আমিও করবো ইনশাআল্লাহ। কিন্তু বহুবিবাহ নিয়ে কথিত মৌলভী যা শুরু করেছেন, তা রীতিমতো জঘন্য। নষ্টামি। এই পাগলকে না থামালে ইসলাম নিয়ে হাস্যরসের নতুন সুযোগ সৃষ্টি হবে৷
বহু বিবাহ নিয়ে কথিত মৌলভী বাড়াবাড়ি!
যে দেশে এখনো সময় মতো বিয়ে করতে গেলেই মারাত্মকভাবে বাঁধাগ্রস্ত হতে হয়। এক স্ত্রী নিয়েই পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রাখা সম্ভব হয়না। শতকরা ৯০% ফ্যামিলিতে ক্যাচাল লেগেই থাকে। পুরুষের জীবন হয় অতিষ্ঠ৷
সেখানে আবার বহু বিবাহ! আমার ছোট্ট অভিজ্ঞতায় অন্ততঃ দশজন বহু বিবাহ করা পুরুষের ব্যাপারে জানি, যারা ইনসাফতো দূরে থাক মানবিকতাও রক্ষা করতে পারে না। বড় বউকে সবরকম অধিকার থেকে বঞ্চিত করে, কচি খুকি বিয়ে করে রাজা-বাদশাহদের মতো মনোরঞ্জনে ব্যস্ত। বাংলাদেশে বহু বিবাহ করে ইনসাফ করেছে, এমন উদাহারণ যদি ১ টা দেখাতে পারেন, বিপরীতে ১০০ টা বেইনসাফির উদাহারণ দেখানো যাবে৷ এখন আপনি জনগণকে কোন বিষয়ে সতর্ক করবেন?
বহু বিবাহের বিপক্ষে আমি বিষয়টা তা না। কিন্তু আমি বহু বিবাহ নিয়ে নষ্টামি মার্কা মনোরঞ্জনের পক্ষে না। যার চরিত্র ভালো না, তার হাজার নারীর সোহবতেও তৃষ্ণা মিটবে না। এটাই বাস্তবতা।
এইসব বললেই এক শ্রেণীর লোক বলতে চেষ্টা করবে, আমরা চরিত্রহীন, পরকীয়া সাপোর্ট করি ইত্যাদি ইত্যাদি৷ এদের ধরে কানের নিচে তিন চারটা চর থাপ্পড় দিতে পারলে মনে শান্তি পেতাম।
রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিবাহ করেছেন৷ সাহাবায়ে কেরাম করেছেন৷ বুজুর্গানেদীন করেছেন৷ আচ্ছা তারা আর আমরা সমান? তারা তো তাহাজ্জুদ দাঁড়িয়ে পা ফুলিয়েছেন৷ জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে বেহুশ হয়েছেন৷ না খেয়ে থাকতে থাকতে পেটে পাথর বেঁধেছেন। আপনি কয়দিন না খেয়ে থাকলেন? শুধু বিবাহই চোখে পড়ে আর কিছু চোখে পড়ে না? বহু বুজুর্গ তো বিয়েই করেন নি৷ এই ব্যাপারে তো আলাদা কিতাবই রচিত হয়েছে। এগুলো চোখে পড়ে না?
বহু বিবাহের ফজিলত বয়ান করতে গিয়ে কথিত মৌলভী তো তিন কাঠি সরেস। যেন, যুগ শ্রেষ্ঠ মুফাসসিরগন ও যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিসগনের চেয়ে কোরআন- হাদিস তিনি বেশি বুঝেছেন৷ আরও ভয়ঙ্কর করে বলতে গেলে বলতে হয়, স্বয়ং রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফজিলতের কথা বলেন নি, তিনিও তাও বলার চেষ্টা করছেন৷ নাউজুবিল্লাহ।
শুধুমাত্র জায়েজ একটা বিষয়কে ফরজের পর্যায়ে টেনে নেওয়া এবং বিপরীতে ইনসাফ করা ফরজ, এটা বললেই অন্যদের কাফের- মুশরিক বানানো এটা আমি মেনে নিতে পারছি না। বহু বিবাহের পর ইনসাফ করতে না পারলে কয়েমাতের তিন ভয়ঙ্কর পরিণতির কথা হাদিসে উল্লেখ আছে। কিন্তু ইনিয়েবিনিয়ে যে ফজিলতের কথা বলছেন, এমন ১০ হাদিস দেখান!
স্ত্রীর মোহর আদায় করতে না পারলে যেখানে বিয়ে করতেই নিষেধ করা হয়েছে, রোজা রাখার আদেশ করা হয়েছে। যেখানে ৯৯% বিয়েতে মোহর পরিশোধ করা হচ্ছে না। বাসর রাতে স্ত্রীর পা ধরে মাফ চেয়ে নিচ্ছে। স্ত্রী তার স্বামীর, স্বামী তার স্ত্রীর অধিকার সম্পর্কে নূন্যতম ধারণা পর্যন্ত রাখে না। সেখানে আপনি বহু বিবাহের গান তোলেন? ফাজলামোর জায়গা পান না?
আমার শেষ কথা,
আপনার সামর্থ্য থাকলে ৪ বিয়ে করেন। আমার কোন আপত্তি নাই। সুযোগ থাকলে আমিও করবো ইনশাআল্লাহ। কিন্তু বহুবিবাহ নিয়ে কথিত মৌলভী যা শুরু করেছেন, তা রীতিমতো জঘন্য। নষ্টামি। এই পাগলকে না থামালে ইসলাম নিয়ে হাস্যরসের নতুন সুযোগ সৃষ্টি হবে৷
সমাজটা কত পচে গেছে! সততার কারণে কেউ সম্পদ গড়তে না পারলে সমাজ বলে- 'একটা বেকুব, জীবনে কিছুই করতে পারে নি'।
অথচ দূর্নীতি, সুদ-ঘুষ মিলিয়ে সম্পদ করেছে জেনেও বলে- 'লোকটা কত চালাক ও মেধাবী, কেমনে কী করে ধনী হয়ে গেলো’!
৫ ই মেয়ে শপলা চত্তরে অবস্থানের স্মৃতি আজও আমার স্মৃতিপটে দগদগে। বন্ধু তালিকার কে কে সেই রাতের সাক্ষী হয়েছেন?
তরবিয়তি আলোচনা। নেছাভান নূরানী মাদরাসা ও নুরুল কোরআন একাডেমি৷
তিনি ডাক দিলেন ঐক্যের৷ অন্যদিকে আমরা ফেসবুকে গুঁতোগুঁতির চূড়ান্ত রূপ দিতে ব্যস্ত।
মাঝেমধ্যে মনে চায়, বিভেদকারী প্রত্যেকটারে ধইরা ধইরা একটানা থাপড়াই।
মুক্তির আপডেট ছবি🥰
গুজব টুজব মানি না। এইবার অন্তত ফাইজলামি হবে না ইনশাআল্লাহ।
আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ।
একটা কথা বলেই ফেলি।
এই যে আবেগ, হুজুগ নিয়ে ভক্তদেরকে দোষ দিচ্ছেন। এর দায়ভার কি নিকটতম জনদের নেই? আত্মীয়স্বজনদের নেই? তিনি মুক্তি পাচ্ছেন এই প্রচার কি সাধারণ পাবলিক এমনি এমনিই জেনেছেন? গায়বিভাবে? প্রচারটা কিন্তু কাছের মানুষদের থেকেই শুরু হয়েছে। ঢাকঢোল পিটিয়ে লোক জড়ো করার দায়ভার তাদেরই নিতে হবে৷ প্রতিটা আপডেট ফেসবুক থেকে জানলাম কিভাবে?
জনসাধারণকে দোষারোপ করা ঠিক হচ্ছে না মনে হয়। হ্যাঁ তারা বাড়াবাড়ি করেছে। আর এটা হবারই কথা। ইবনে শাইখুল হাদিসের কথায় বা তার ব্যাপারে জনসাধারণ আবেগ তাড়িত হওয়া এটা নতুন কিছু নয়।
রিসিভ করার গাড়ি ডুকার জন্য গেইট খুললেও।
অতি উৎসাহী ভাইদের তাক্ববীরের কারণে আবারো বন্ধ করে দেয়া হয়েছে 😭😭।
সবাই দোয়া করতে থাকি।
ভাই দয়া করে কেউ সঠিক সংবাদটা দিন প্রমাণসহ....
😰😰😰
রাসুলুল্লাহ ﷺ বলেন-
‘তোমরা লক্ষ্য অর্জনের পথে গোপনীয়তা রক্ষা করো, কেননা প্রত্যেক নিয়ামতপ্রাপ্তেরই হিংসুক রয়েছে’। -তাবরানি
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Website
Address
Nageswari
Nageswari, Kurigram Rangpur
Nageswari, 5660
Welcome Our Page Rahim Sheikh Official!
Rangpur
Nageswari
Avoid bad things and accept good things.May our life be joyful and happy.���
Nageswari
Nageswari
আসসালামু আলাইকুম বিশ্বস্ততার সাথে সার্ভিস দিয়ে থাকি ধন্যবাদ 💥 WhatsApp: 01960309600
Nageswari
Nageswari, 5600
Hi i am Md Sahid Hasan.i am a freelancer.and Digital marketer. Fiver Marketplace. Thankyou.
Nageswari
জীবনের গল্প ভূমিকাহীন , প্রতিটা লাইন পড়া সহজ, বোঝা অনেক কঠিন 00:36 ━ ━━━━━ 5:00 ⇆ㅤ ◁ㅤ❚❚ㅤ▷ㅤ