Narayanganj Diagnostic & Medical Centre

Narayanganj Diagnostic & Medical Centre

খানপুরে নিয়মিত ডাক্তার বসেন।

[সংবিধিবদ্ধ মেডিকেল সতর্কীকরনঃ চিকিৎসা সম্পর্কিত কোন প্রশ্ন বা পরামর্শের জন্য দয়া করে আপনার চিকিৎসক বা অন্যান্য যোগ্য স্বাস্থ্যসেবা সরবরাহকারীর সাথে পরামর্শ করুন। সোশ্যাল মিডিয়াতে নারায়নগঞ্জ ডায়াগনষ্টিক এন্ড মেডিকেল সেন্টারের কমিউনিটিতে সরকারী তথ্য ও স্বাস্থ্য বাতায়নের কনটেন্টসহ লাইফষ্টাইল, জীবনশৈলী, সম-সাময়িক বিষয়, স্বাস্থ্যকথা ও সংক্ষিপ্ত খবরের মাধ্যমে সামাজিক, মানসিক ও দৈনন্দিন স্বাস্থ্য সুরক্

সরাসরি লাইভে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা | Surendra Kumar Sinha | Time Television 08/08/2024

https://www.youtube.com/watch?v=PjtLR1wxsUA
Very Interesting Interview by SK Sinha, a Bangladeshi lawyer and jurist who served as the 21st Chief Justice of Bangladesh.

সরাসরি লাইভে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা | Surendra Kumar Sinha | Time Television সরাসরি লাইভে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা | Surendra Kumar Sinha | Time Television ► 𝐎𝐮𝐫 𝐒𝐨...

18/05/2024

হজরত রাসুলুল্লাহ (সা.) বলেন, আল্লাহ আমাকে নয়টি বিষয়ের হুকুম দিয়েছেন। এরমধ্যে তিনি এ চারটি কথা বলেছেন,
এক. কারও প্রতি সন্তুষ্ট-অসন্তুষ্ট যাই থাকি না কেন সর্বাবস্থায় আমি যেন ইনসাফের কথা বলি।
দুই. যে আমার অধিকার হরণ করে আমি যেন তার অধিকার আদায় করি। তিন. যে আমাকে বঞ্চিত করবে আমি যেন তাকে দান করি।
চার. আর যে আমার প্রতি জুলুম করবে আমি যেন তাকে মাফ করে দেই।

মুমিন জীবন পুরোটাই সবরের ওপর নির্ভরশীল। কারণ সে আল্লাহর সন্তুষ্টির আশায় এবং আখেরাতের স্থায়ী পরিণামের কথা চিন্তা করে দুনিয়ায় আত্মসংযম করে এবং সবরের সঙ্গে মনের প্রতিটি পাপ প্রবণতার মোকাবিলা করে। ভালো দিয়ে মন্দ দূরীভূত করে। তারা অন্যায়ের মোকাবিলা অন্যায়কে সাহায্য না করে ন্যায়কে সাহায্য করে। কেউ তাদের প্রতি যতই জুলুম করুক না কেন তার জবাবে তারা পাল্টা জুলুম করে না বরং ইনসাফ করে। কেউ তাদের বিরুদ্ধে যতই মিথ্যাচার করুক না কেন জবাবে তারা সত্যই বলে। কেউ তাদের সঙ্গে যতই বিশ্বাস ভঙ্গ করুক না কেন জবাবে তারা বিশ্বস্ত আচরণই করে।
#ঈশানহাসান Narayanganj Diagnostic Ndmc

15/12/2023

হাদিসে রাসুল (সা.) বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম আমল হলো, একজন মুসলমানের হৃদয় আনন্দে পরিপূর্ণ করা অথবা তার কোনো কষ্ট দূর করে দেওয়া। তার পক্ষ থেকে তার ঋণ আদায় করে দেওয়া অথবা তার ক্ষুধা দূর করে দেওয়া। (সহিহ মুসলিম)

15/11/2023

‘তোমরা পরস্পরে সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না এবং বিচারকের কাছে সে সম্পর্কে এই উদ্দেশ্যে মামলা রুজু করো না যে, মানুষের সম্পদ থেকে কোনো অংশ জেনে-শুনে পাপের পথে গ্রাস করবে।’ সুরা আল বাকারা : ১৮৮

বর্ণিত আয়াতের প্রথমাংশে সব ধরনের অন্যায় পন্থায় অন্যের সম্পদ ভক্ষণ করার ব্যাপারে নিষেধ করা হয়েছে। সেখানে রয়েছে সুদ-ঘুষ, জুলুম-আত্মসাৎ, চুরি-ডাকাতিসহ সবকিছু। কিন্তু দ্বিতীয়াংশে নির্দেশ দেওয়া হয়েছে, ‘তোমরা এই উদ্দেশ্যে মামলা রুজু করো না যে, মানুষের সম্পদ থেকে কোনো অংশ জেনে-শুনে পাপের পথে গ্রাস করবে।’ আয়াতের এই অংশ থেকে আমরা আল্লাহর নির্দেশের আলোকে হেদায়েত গ্রহণের চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচ্য আয়াতে আমরা স্পষ্ট বার্তা পাই যে, বাকপটুতা, কৌশলী যুক্তিতর্ক এবং মিথ্যা সাক্ষী, ক্ষমতার প্রভাব বা অন্য কোনো কারণে প্রভাবিত হয়ে বিচারক অন্যের হক যদি আমাকে দিয়েও দেয়, বা আমার পক্ষে ভুল রায় এসে যায়, ইসলামি শরিয়তের দৃষ্টিতে এই রায় আমার জন্য গ্রহণ করা হালাল ও বৈধ নয়; সেটি হারাম বলেই বিবেচিত। কারণ মিথ্যা মিথ্যাই। অন্যায় অন্যায়ই। বিচারিক ফয়সালার মাধ্যমে মিথ্যা সত্য হয় না, অন্যায় ন্যায় হয়ে যায় না!

হজরত উম্মে সালামা (রা.) থেকে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, আমি একজন মানুষ। আর তোমরা আমার কাছে বিভিন্ন বিবাদের ফায়সালার জন্য আস। হতে পারে, তোমাদের কেউ অপর থেকে অধিক বাকপটু ও প্রমাণ উপস্থাপনে বেশি পারঙ্গম। তাই হতে পারে, আমি তার কথা শুনে সে অনুযায়ী ফয়সালা করে দিলাম। অতএব, এভাবে যদি আমি কারও জন্য তার ভাইয়ের কোনো হক দিয়ে দেই, সে যেন তা গ্রহণ না করে। কারণ আমি (তার অন্যায্য দাবি ও বাকপটুতার ভিত্তিতে) তাকে যা দেই, সেটা (পরিণতির বিচারে) আগুনের একটি টুকরো। সহিহ বোখারি : ৭১৬৮

বিচারকের বিচার কোনো বিষয়কে মূল থেকে পরিবর্তন করতে পারে না। কাজেই (বিচারকের বিচার) আদতে কোনো হারামকে প্রকৃতভাবে হালাল করতে পারে না এবং কোনো হালালকেও হারাম করতে পারে না। বরং সেটি কার্যকর হয় কেবল বাহ্যিকভাবে। এই বাহ্যিকতা যদি বাস্তবতার সঙ্গে মিলে যায়, তবে তো সোনায় সোহাগা। অন্যথায় বিচারক (তার সাধ্য মাফিক ন্যায় বিচারের কারণে) পুরস্কার পাবে, কিন্তু নিজের পক্ষে কৌশলে রায় আদায়কারীর জন্য রয়েছে কঠিন শাস্তি। তাফসিরে ইবনে কাসির : ১/৫২১

ইমাম খাত্তাবি (রহ.) লেখেন, এ থেকে উদ্ভাবিত হয়, কারও জন্য অন্যায়ভাবে কোনো কিছু ফয়সালা হয়ে গেলেই কেবল সেটি তার জন্য গ্রহণ করা বৈধ হয়ে যায় না। যতক্ষণ না সে নিশ্চিত হবে যে, এটি আল্লাহর বিচারে তার জন্য হালাল ও বৈধ। এই যে নবীজি বলেছেন, ‘সে যেন তা গ্রহণ না করে। কারণ যা আমি তাকে দেই, সেটি তার জন্য আগুনের একটি টুকরো।’ মাআলিমুস সুনান : ৪/১৬৩

হাফেজ ইবনে হাজার (রহ.) লেখেন, বাহ্যিক কোনো নির্দেশ প্রকৃত কোনো হককে বাতিলে পরিণত করে না এবং বাতিলকেও হকে পরিণত করে না। ফাতহুল বারি : ৫/২৮৮

09/11/2023
03/11/2023

লক্ষ্য-শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে,
জানি না কখন ডুবে যাবে কোন্ অকুল-গরল-পাথারে!
প্রভু, বিশ্ব-বিপদহন্তা, তুমি দাঁড়াও, রুধিয়া পন্থা;
তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে॥ #ঈশানহাসান

বিভিন্ন আদালতে নতুন ভূমি আইনে ‘প্রথম’ মামলা – Ekush.Info 04/10/2023

https://ekush.info/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%ad%e0%a7%82%e0%a6%ae%e0%a6%bf/

বিভিন্ন আদালতে নতুন ভূমি আইনে ‘প্রথম’ মামলা – Ekush.Info ৪৫ বছর ধরে জমি বেদখল-চট্টগ্রামে নতুন ভূমি আইনে ‘প্রথম’ মামলা অক্টোবর ২, ২০২৩ সোমবার (২ অক্টোবর) আদালত মামলাটি গ্রহ.....

02/10/2023

সম্পর্কহীন জীবন কি আসলে মূল্যহীন শেখায়।"

এই পৃথিবীতে এখন প্রানবন্ত আবেগ, ভালোবাসার নিবিড় বন্ধন আর নেই। একক পরিবারের কালো ছায়ায় গড়ে উঠেছে স্বার্থপর ও হতাশাগ্রস্ত এক সমাজ।আগের মত বাড়ির ভিতরে সুখের ওড়াউড়ি আর নেই। নিজের ক্ষুদ্র স্বার্থের জন্য খুব আপন মানুষকে ও ছেড়ে চলে যাই আমরা। মোবাইল ফোনের ওপাশে বসে থাকা মানুষটিকে আপন করতে গিয়ে পাশে বসে থাকা আপন মানুষটি অনেক বেশি পর হয়ে যাচ্ছে। ক্রমান্বয়ে বাড়ছে পরস্পরের অবিশ্বাস, দ্বায়িত্বহীনতা, ঘৃণা এবং ভেঙে যাচ্ছে মায়ার বন্ধন।আমরা প্রতি দিন সম্পর্কহীন হয়ে পড়ছি।
সৃষ্টির সব আত্মাই মরে যায় কিন্তু স্মৃতি আর স্বপ্ন কখনও মরে না। পরিবার হলো বাদ্য যন্ত্রের মত সারাক্ষণ বাজতেই থাকে। যদি কারণে অকারণে একটা তার ও ছিড়ে যায় তখন সুর,তাল,লয় কোনো কিছু ই ঠিক থাকে না। নতুন স্বর লিপিতে নতুন সুরে আরেকটি পরিবার গড়তে জীবনকে এক কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়। ভয় - সংশয় এবং অনিশ্চয়তার আশাহীন এই আমাদের সম্পর্কহীন জীবন সংসার। জীবন মূল্যহীন হতে পারে না। বিশ্বাস করতে হবে, আমাদের জীবন টা অনেক বেশি মূল্যবান।বেঁচে থাকার জন্য একটা সুন্দর সম্পর্ক সৃষ্টি কর্তার বড় আশীর্বাদ।

সম্পর্কহীন জীবন কোন এক কুয়াশা ঘেরা শীতার্ত ভোরের মত ঘোলাটে মেঘাচ্ছন্ন হলেও একটা নতুন সুখের উল্লাস নিয়ে পূর্ণ উদ্যমে বেঁচে থাকতে চাই আমরা। নতুন করে আমাদের স্বপ্নের পৃথিবীকে তৈরি করতে চাই। স্বামী -স্ত্রী , সন্তান, প্রিয়জন সবাইকে নতুন বাঁধনে বেঁধে রাখতে চাই। সেই স্বপ্নের পৃথিবী খারাপ হতে পারে না।
পূণির্মায় চাঁদের জোস্না দেখা যায়। ভোরের রক্তলাল সূর্যোদয়,বিকেলে গোধূলির আলোয় সূর্যাস্ত,ভোরের আকাশের নীল মায়ার টান, সমুদ্রের শান্ত ঢেউ ও একসময় উওাল জোয়ারের মাতেয়ারা এই প্রকৃতির অসাধারণ রুপ পরিবর্তনের খেলা চলতেই থাকে। প্রকৃতির এমন শুভ, নির্মল সৌন্দর্যের দোদুল দুল স্বার্থহীন ভাবে মানুষের সেবা করে যাচ্ছে অনন্তকাল।

কিন্তু মানুষের মাএা অতিরিক্ত লোভ,উচ্চ বিলাস, রুপ- যৌবনের অহংকার, অবিশ্বাস এবং বিবেকহীনতা জীবনকে অস্বাভাবিক এবং অসুস্থ করে তোলে। এই পরিবর্তনের ভয়ংকর রুপ সম্পর্কের বিচ্ছেদ ঘটায় এবং জীবনের সব সুখ - সমৃদ্ধি ধুলোয় মিটে যায়। কারণ আমরা প্রকৃতির মত সহনশীল, দয়াময় হতে পারি না।

এক বড় বিশ্বাস আর স্বপ্ন নিয়ে আমাদের দিনের যাএা শুরু হয়। নিজের দুঃখ কষ্টের দিন গুলোতে একাই লড়তে হয়। কষ্টের দিনে কেউ পাশে থাকে না। তা সে যতই আপন হোক, কিংবা পর সবাই নিজকে নিয়ে মহাব্যস্ত। সম্পর্কের বিচ্ছেদ মানে জীবন শেষ হয়ে যাওয়া নয়। জীবনের অর্থ,মূলবোধ অনেক বিশাল,আকাশ সমান বড়। জীবন স্বপ্নের চেয়ে ও মহান।নিজের জীবন কে গুরুত্ব দিন, ভালোবাসুন এবং স্বযত্নে মূল্যায়ন করুন। জগতের সব সম্পর্ক গুলো টিকে থাকুক, বেঁচে থাকুক অনন্তকাল। দীর্ঘায়িত হোক সম্পর্কের সেতু বন্ধন মহা প্রলয়ের দিন পর্যন্ত ❤️

মোঃ আরিফ হোসেন

হিংসুকের হিংসা থেকে বাঁচার দোয়া – Ekush.Info 29/09/2023

হিংসুকের হিংসা থেকে বাঁচার দোয়া

হিংসুকের হিংসা থেকে বাঁচার দোয়া – Ekush.Info হাদিসে বলা হয়েছে,‘তিন ব্যক্তির গুনাহ মাফ হয় না, তার মধ্যে একজন হচ্ছে অন্যের প্রতি বিদ্বেষ–পোষণকারী ব্যক্তি।’ হ...

আজ ক্ষমা দিবস, কাকে ক্ষমা করবেন – Ekush.Info 08/09/2023

https://ekush.info/%E0%A6%86%E0%A6%9C-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%AE%E0%A6%BE-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%B8-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%AE%E0%A6%BE-%E0%A6%95/?fbclid=IwAR3wiE2MsiBzWvQ6Eei_ctGmBmRx9FVjs-1v14_QUuqR35M57EHRMysi0I0

আজ ক্ষমা দিবস, কাকে ক্ষমা করবেন – Ekush.Info মনে রাখবেন, ক্ষমা করার অর্থ ভুলে যাওয়া নয়, তবে এটি নিরাময় এবং সুচিন্তা বৃদ্ধির পথ প্রশস্ত করে। আজ এমন একটি দিন, য...

আজ ক্ষমা দিবস, কাকে ক্ষমা করবেন – Ekush.Info 08/09/2023

https://t.ly/UHwka
আজ ক্ষমা দিবস 🙏

আজ ক্ষমা দিবস, কাকে ক্ষমা করবেন – Ekush.Info মনে রাখবেন, ক্ষমা করার অর্থ ভুলে যাওয়া নয়, তবে এটি নিরাময় এবং সুচিন্তা বৃদ্ধির পথ প্রশস্ত করে। আজ এমন একটি দিন, য...

28/08/2023

‘‘যখন কোনো মুসলিম পাপ ও আত্মীয়তা সম্পর্ক নষ্ট করা ছাড়া অন্য যে কোনো বিষয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে, তখন আল্লাহ্ তার প্রার্থনা পূরণ করে তাকে তিনটি বিষয়ের একটি দান করেন—

তার প্রার্থিত বস্তুই তাকে দিয়ে দেন অথবা তার দু‘আকে (দু‘আর নেকি) তার আখিরাতের জন্য সঞ্চয় করে রাখেন কিংবা দু‘আর পরিমাণ অনুসারে তার অন্য কোনো (অনাগত) বিপদ তিনি দূর করে দেন।’’
[তিরমিযি, আস-সুনান: ৫/৫৬৬; আহমাদ, আল-মুসনাদ: ৩/১৮; সহিহ সনদ] 🌸

21/08/2023

ধোঁকা, প্রতারণা বা অসৎ উদ্দেশ্যে যারা শরীকদের হিস্যার উপর নিজেরা মূল্যবান সম্পদ গ্রাস করে ধোঁকা দিয়ে ভাইয়ের হক নষ্ট করে ও তার উত্তরণের প্রতিকার না করে নিজের অংশ নিয়ে মানুষদের ধর্মীয় বানী শোনায় তাদের উপর আল্লাহর হেদায়েত বর্ষিত হোক।

ইসলামি শরিয়তে ধোঁকা বা প্রতারণায় ৩ ধরনের অপরাধ সংঘটিত হয়ে থাকে। যার প্রতিটি মারাত্মক অপরাধ বলে বিবেচিত। তাহলো-
১. হারাম
প্রথমত এটি নীতি বিবর্জিত হারাম কাজ হলো ধোঁকা বা প্রতারণা। হারাম ও অনৈতিক কাজ হওয়ার কারণে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘোষণা দিয়েছেন-

مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا

'যে ব্যক্তি ধোঁকা দেয় বা প্রতারণা করে সে আমাদের (মুসলিমদের) অন্তর্ভূক্ত নয়।' (মুসলিম)

২. হক্কুল ইবাদ নষ্ট
দ্বিতীয়ত অন্যায়ভাবে কারো ক্ষতি করা কিংবা প্রতারণার মাধ্যমে অন্যের সম্পদ গ্রাস করার কারণে এটি হক্কুল ইবাদ বা বান্দার অধিকার হরণের শামিল। ইসলামের দৃষ্টিতে এটি অনেক ভয়ংকর অপরাধ। যে অপরাধ আল্লাহ ক্ষমা করবেন না।

যার হক নষ্ট করা হবে তার সঙ্গেই সমঝোতা করতে হবে। ধোঁকা-প্রতারণায় বান্দার হক নষ্ট করার যথাযথ সমাধানে ব্যর্থ হলে পরকালে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। ফলে পরকালে বিচারের দিন মহান আল্লাহ ন্যায় বিচারের মাধ্যমে ধোঁকা বা প্রতারণাকারীর নেকিগুলো যার সঙ্গে ধোঁকা দেওয়া বা প্রতারণা করা হয়েছে তাকে দিয়ে দিতে হবে। এখানেই শেষ নয়- প্রতারিত ব্যক্তির গোনাহগুলো ধোঁকাবাজ-প্রতারকের কাঁধে চাপিয়ে দেওয়া হবে। সুতরাং ধোঁকাবাজ-প্রতারক হয়ে পড়বে আমলহীন-নিঃস্ব। অবশেষে প্রতারক ব্যক্তি জাহান্নামে নিক্ষেপিত হবে।

আর যদি প্রতারক বা ধোঁকা দেয়া ব্যক্তি দুনিয়ায় প্রতারণার সম্পদ ও সংঘটিত বিষয়ের সমাধান করে ক্ষমা প্রার্থনা করে তবে সে এ অপরাধ থেকে মুক্ত হবে। পরকালের এ ভয়াবহ অবস্থা থেকে মুক্তি পাবে।

৩. শান্তি বিনষ্টকারী অপরাধ
তৃতীয়ত ধোঁকা-প্রতারণা প্রচলিত আইনের লঙ্ঘন ও শান্তি বিনষ্টকারী শাস্তিযোগ্য অপরাধ। দেশের প্রচলিত আইনে ৪১৫ ও ৪২০ ধারায় এ অপরাধ চিহ্নিত। এ ছাড়াও ৪০৬, ৪০৮ এবং ৪০৯ ধারায় বিশ্বাস ভঙ্গের অপরাধ দমন করা হয়। ধোঁকা-প্রতারণায় ৪২০ ধারায় সবচেয়ে বেশি মামলা হয়। রাষ্ট্রীয় আইনে যার শাস্তি সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। আবার কিছু কিছু ক্ষেত্রে এসব অপরাধে ১০ বছর পর্যন্ত কারদন্ডের বিধান রয়েছে।
মনে রাখতে হবে

ধোঁকা বা প্রতারণার মাধ্যমে অর্জিত সম্পদ দিয়ে দান-সহযোগিতা, ধর্মীয় কাজ কুরবানি, মসজিদ-মাদরাসা নির্মাণ, জনসাধারণের জন্য রাস্তাঘাট-কালভার্ট নির্মাণ কোনোটিই বৈধ নয়। আর এতে সাওয়াবও মিলবে না।

কেননা দান-সহযোগিতা, সমাজ সংস্কারসহ জনকল্যাণমূলক কাজ কোনো ব্যক্তির জন্য আবশ্যক নয় বরং তা মোস্তাহাব বা নেকির কাজ। আর ইসলামে ধোঁকা ও প্রতারণা হারাম ও নিষিদ্ধ কাজ।

সে কারণে ধোঁকা ও প্রতারণায় অর্জিত সম্পদ ধর্মীয় যে কোনো কাজে ব্যবহারের যেমন কোনো নিয়ম নেই তেমনি দুনিয়ার কল্যাণমূলক কোনো কাজেও তা ব্যবহার যোগ্য নয়। আর তাতে সাওয়াব লাভেরও কোনো সুযোগ নেই।

হারাম কাজের মাধ্যমে অর্জিত সম্পদ দিয়ে মোস্তাহাব বা নেকির কাজের দিকে ধাবিত হওয়া কোনো মুমিন মুসলমানের কাজ হতে পারে না। বরং ধোঁকা ও প্রতারণার সব কাজ থেকে নিজেদের বিরত রাখা সাওয়াব ও নেকির কাজ।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ধোঁকা বা প্রতারণার মতো জঘন্য নিষিদ্ধ ও দুনিয়ার শাস্তিযোগ্য কাজ থেকে বিরত থাকার তাওফিক দান করুন। হাদিসের নির্দেশনা মোতাবেক ধোঁকা ও প্রতারণামুক্ত থেকে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দলভূক্ত থাকার তাওফিক দান করুন। আমিন।

24/06/2023

#কাপাসিয়া

Photos from Narayanganj Diagnostic & Medical Centre's post 09/05/2023
03/03/2023

আপন যখন পর হয়, তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া অন্য কোনো উপায় থাকে না। কারণ তখন সে শত্রুর চেয়েও ভয়ঙ্কর হয়।

ভালো মনের মানুষ হিসাবে আপনার স্বচ্ছতা তাদের কাছে হাস্যকর হতে পারে এবং আপনার ত্যাগের মূল্যও তাদের কাছে কিছুই না। জীবনে সমস্যা এবং দুঃখের মুহুর্ত থাকে এবং এগুলি পার হয় কিন্তু সম্পূর্ণ ত্যাগ করে না। তাই তারা আপনার পাশে না থাকলে, তখন আপনি অন্য উপায় খুঁজে বের করতে বের হবেন যেন সে আপনাকে আর ভয় দেখাতে না পারে। আপনি সাহায্য অনুগ্রহ না করে অন্য লোকের সাথে যুক্ত হতে পারেন এবং সেই সাথে আপনি অপ্রত্যাশিত নতুন জীবনের স্মরণীয় ঘটনাগুলির সম্মুখীন হতে পারেন।

জীবন সুন্দর। আমার সন্তান ও পরিবারের ধারে কাছেও যেন এই ধরনের বদ মানুষ না আসে - আর তাদেরকে ঘৃনা শিখানোর সুযোগ না পায়। #ঈশানহাসান

Want your practice to be the top-listed Clinic in Narayanganj?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

আল্লাহ মালিক
কালির বাজার, নারায়ণগঞ্জ

Telephone

Address

140 Khanpur Main Road
Narayanganj

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Other Diagnostic Centers in Narayanganj (show all)
Nazat medical & diagnostic center Nazat medical & diagnostic center
Narayanganj

Nazatmedical

Padma Medical Services Padma Medical Services
198 BB Road, Chashara
Narayanganj, 1400

We are a new diagnostic center in Narayanganj, Bangladesh. Our goal is to provide accurate pathologic

বেলদী ডায়াগনস্টিক সেন্টার বেলদী ডায়াগনস্টিক সেন্টার
Narayanganj, 1400

At Beldi Diagnostic Centre , we have built a healthcare system where you come first. Because nothing is more important than your and your family, s health

Adhora XRay Center Adhora XRay Center
245 Deowbog Pakka Road
Narayanganj

Diagnosis services including XRay and women health support.

Health Resort Hospital Health Resort Hospital
231/3, Bangabandhu Road, Hasnat Plaza, Balur Math, Chasara, Narayananjnara
Narayanganj, 1400

24/7, Active Service

Pioneer Digital Diagnostic Pioneer Digital Diagnostic
Shonamia Market, College Road, Nimai Kashari, Sanarpar, Siddirgonj
Narayanganj, 1430

Pioneer Digital Diagnostic is a diagnostic based at shonamia market, college road,Nimai Kashari,Sana

Amar Shaba Hospital Amar Shaba Hospital
434/1, North Rupshi
Narayanganj, 1464

It is a health care service center

সালেহা ডায়াগনষ্টিক সেন্টার  Saleha Diagnostic Centre সালেহা ডায়াগনষ্টিক সেন্টার Saleha Diagnostic Centre
Sanarpar, London Market
Narayanganj, 1361

Saleha Diagnostic Centre is a modern and low cost diagnostic centre in Dhaka.

Insaf Lab & Hospital Insaf Lab & Hospital
উকিল ম্যানশন, মোগড়াপাড়া চৌরাস্তা (থানা রোড), সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
Narayanganj, 1410

অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে চিকিৎসা সেবার পাশাপাশি ডিজিটাল আল্ট্রাসনোগ্রাম, এক্সরে, ইসিজি সহ সকল ধরনের প্যথলজি সেবা প্রদান করা হয়।

Labaid Labaid
House-56, Bhasha Shoinik AKM Samsusjoha Road, Chashara
Narayanganj, 1400

Medi-Hope Hospital & Diagnostic Center Medi-Hope Hospital & Diagnostic Center
33/4 Nobab Salimollah Road, Amlapara
Narayanganj

The Medi-Hope Hospital & Diagnostic Centre is a join Banter project of "HOPE" Self development Socie