FOCUS Narayanganj-ফোকাস নারায়ণগঞ্জ
Nearby schools & colleges
1400
Bb Road, Dhaka
North Chashara
Chashara
Chashara
ভিজ আ ভিজ ফ্যাশন এর চতুর্থ তলা
Allama Iqbal Road
The first & best University Admission Coaching of Bangladesh . Since 1982.
সাম্প্রতিক তথ্য......
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে ঢাকা শহরের ‘রিকশা ও রিকশাচিত্র’।
আজ বুধবার ইউনেসকোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের আন্তসরকার কমিটির ১৮তম অধিবেশনে এ ঘোষণা দেওয়া হয়। ফলে রিকশা ও রিকশাচিত্র বৈশ্বিক বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেল।
এর মধ্য দিয়ে বাংলাদেশের বাউলগান (২০০৮), জামদানি বুননশিল্প (২০১৩), মঙ্গল শোভাযাত্রা (২০১৬) ও শীতলপাটি বুননশিল্পের (২০১৭) পর পঞ্চম বিমূর্ত ঐতিহ্য হিসেবে ইউনেসকোর ‘ইনটেনজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’ তালিকায় স্থান পেল রিকশা ও রিকশাচিত্র।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা- ২০২৩: বিস্তারিত তথ্যাদি
ব্রেকিং: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা!
২০২৩-২৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা-
♦️ কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ : ২৩ ফেব্রুয়ারি,
♦️বিজ্ঞান অনুষদ : ২৪ ফেব্রুয়ারি,
♦️বাণিজ্য অনুষদ : ১ মার্চ
♦️চারুকলা অনুষদ : ২ মার্চ
এবারো ঢাকাসহ আট বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।
~ব্রেকিং নিউজ~
২০২৩-২৪ সেশন
ঢাবি ভর্তি পরীক্ষা
২৩ ফেব্রুয়ারী
https://thedailycampus.com/admission-test
ঢাবি ভর্তি পরীক্ষা শুরু ২৩ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট (স্নাতক) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী ২৩ ফ....
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ক্লাসরুম।🤗
🔶 ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে চান্স পেতে চাইলে শুধু মেরিটে ১০০-১২০ এর ভিতর থাকলে চলবে না৷ 🔶
পাশাপাশি কিছু শর্ত পূরণ করতে হবে৷
✔️অবশ্যই রিটেন ও এমসিকিউ মিলে ভর্তি পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে ২১ করে পেতে হবে। 💁♂️
✔️এবং সাধারণ জ্ঞানে ১৮ নাম্বার পেতে হবে।💁♂️
স্বপ্ন সেটা নয় যেইটা তুমি ঘুমিয়ে দেখো,স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় নাহ।🤞
এ,পি,জি আব্দুল কালাম স্যার।🫡
অর্থনৈতিক সমস্যার কারনে যারা কোচিং এ ভর্তি হতে পারো নি কিন্তু বিশ্ববিদ্যালয় পড়ার
প্রবল ইচ্ছে আছে তারা অফিসে যোগাযোগ কর।
আজ ২রা ডিসেম্বর
🚊
চালু হয়েছে মেট্রোরেলের “ঢাকা বিশ্ববিদ্যালয়“ স্টেশন।
সুপ্রিয় HSC/Alim-2023 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ,
দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধে নিজেদের প্রস্তুতিকে শাণিত করার লক্ষ্যে যুক্ত হতে পারো ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর "Special Exam Batch" গুলোতে।
👉 অনলাইন Exam Batch এ ভর্তি চলছে
👉 আগামী বছর গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত সকল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে
👉 অফলাইন Exam Batch এ ভর্তি হলেও অনলাইন Exam Batch এর সকল স্পেশাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে
⭕ এক্সাম মডিউল ⭕
➡️➡️ Class Test, Weekly Test, Monthly Test সহ সর্বমোট ২০০+ পরীক্ষা।
➡️➡️ এছাড়াও অ্যাসেসমেন্ট টেস্ট, প্রশ্নব্যাংক টেস্ট, গাইড টেস্ট, পেপার ফাইনাল ও সাবজেক্ট ফাইনাল এর ব্যবস্থা।
🔰🔰 কোর্স ফি 🔰🔰
👉 অফলাইন Exam Batch - ২০০০/
🕛🕛 শিক্ষার্থীদের সার্বিক দিক বিবেচনা করে স্বল্প সময়ের জন্য আকর্ষনীয় ছাড়ে ভর্তি চলছে!!
তাই সময়ক্ষেপণ না করে দ্রুত যুক্ত হয়ে যাও ফোকাস পরিবারে।
☎️ ☎️ সময়ের সেরা প্রস্তুতি নিতে আজই যোগাযোগ করো 01750138973
01618138973
🔴 রেজাল্ট পরবর্তী ব্যাচে খ ইউনিটে সর্বোচ্চ ৪৫% ছাড়ে ভর্তি চলছে !!! (৫ ই ডিসেম্বর পর্যন্ত)
❝আত্মবিশ্বাস বাড়াও, হও কৌশলী,
চলে এসো ফোকাসের আঙ্গিনায়❞
❝স্বপ্ন জয়ে সাহসী যারা
বিজয়ের যুদ্ধে এগিয়ে তারা❞
সময় তো পেরিয়ে যাচ্ছে তুমি কি পিছিয়ে যাবে?
✅ ২০২৩-২৪ সেশনে শেষ মূহুের্তে অবিশ্বাস্য অফারে ভর্তি চলছে....
✅ ফোকাসই প্রথম, ফোকাসই সেরা!!
✅ প্রথম ও সেরা বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ে
🔴 শেষ মূহুর্তে বিশেষ অফারে ১০০০০/- (৪৫%) ছাড়ে ভর্তি চলছে !!
👉 অফলাইনে ভর্তি হলেই অনলাইন কোর্স সম্পূর্ণ ফ্রি!!!
✅ মানবিক ইউনিটে ভর্তি চলছে।
✅ কোচিং চলবে আগামী বছর গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত ইনশাআল্লাহ ।
✅ ফোকাসের ৪২+টি লেকচার শীট ও বিষয় ভিত্তিক ফোকাস গাইড সহ অন্যান্য সাপ্লিমেন্ট একদম ফ্রি।
✅ সর্বাধিক লেকচার, ক্লাস, পরীক্ষা, সলভ ক্লাস একমাত্র ফোকাসেই ।
✅ সার্বক্ষণিক Helpline সুবিধা তো থাকছেই।
🔰🔰 ফোকাসের অনন্য বৈশিষ্ট্যসমূহ ---
☝️ দেশের প্রথম ও সেরা বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং।
✌️ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত দক্ষ ও অভিজ্ঞ পরিচালনা পর্ষদ দ্বারা পরিচালিত।
👍 দেশের একমাত্র কোচিং যার সকল শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের মেধাবী শিক্ষার্থীবৃন্দ।
👌 ফোকাসের তথ্যসমৃদ্ধ লেকচার শীট ও গাইড যা থেকে প্রতি বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় গুলোতে প্রায় ১০০% প্রশ্ন কমন পড়ে।
⭕ ক্লাস_মডিউল
➡️ প্রতিটি ইউনিটের আলাদা বিষয়ভিত্তিক ক্লাস
➡️ গাইড ও প্রশ্নব্যাংক সমাধান ক্লাস
➡️ লিখিত প্রস্তুতির জন্য স্পেশাল ক্লাস
➡️ প্রতিটি বিশ্ববিদ্যালয় ভিত্তিক আলাদা আলাদা ক্লাসসহ সর্বমোট ১০০ টিরও অধিক লাইভ ক্লাস এবং সলভ ক্লাসের ব্যবস্থা।
⭕ এক্সাম মডিউল
➡️➡️ প্রতি ক্লাসে Class Test, সপ্তাহান্তে Weekly Test, মাসে একটা Monthly Test সহ সর্বমোট ২০০+ পরীক্ষা।
➡️➡️ এছাড়াও অ্যাসেসমেন্ট টেস্ট, প্রশ্নব্যাংক টেস্ট, গাইড টেস্ট, পেপার ফাইনাল ও সাবজেক্ট ফাইনাল এর ব্যবস্থা।
🔰🔰 মূল কোর্স ফি -- ১৮,০০০ টাকা
💥💥 বর্তমানে ৮০০০৳ ডিসকাউন্টে ভর্তি চলছে মাত্র ১০০০০৳ টাকায়।
🔰🔰 এক্সাম ব্যাচ ফি -- ৪,০০০ টাকা (৩০০ টি পরীক্ষা)
💥💥 বর্তমানে ২০০০৳ ডিসকাউন্টে ভর্তি চলছে মাত্র ২,০০০৳ টাকায়।
তাই আর দেরি নয় দ্রুত ভর্তি কনফার্ম করে নাও।
এইচএসসি ও আলিম পরীক্ষায় যারা জিপিএ-৫ পেয়েছ সবাইকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা🌹
যারা প্রত্যাশিত ফলাফল করতে পারনি, হতাশ না হয়ে জীবনের পরবর্তী স্টেপের সফলতা নিয়ে এখনি কাজ শুরু করে দাও❤️
বুদ্ধিমান বা বিশ্বাসীদের বড় বৈশিষ্ট্য হচ্ছে এরা কোন অর্জনেই অতি আবেগ প্রকাশ করেনা বরং স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং পরবর্তী সফলতার প্রস্তুতি নেয়। আর কোন কিছু হারালে বা অর্জন করতে না পারলে হতাশ না হয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্ট করে।❤️❤️
৭০ এর দশকে চট্রগাম বিশ্বদ্যালয়ের ১ নাম্বার সড়ক।
(ছবি আর্কাইভ থেকে)
Female Batch এর শিক্ষার্থীদের একাংশ..
জানি শুধু পথ চলতে হবে
হোক না অমসৃণ কিংবা কন্ঠকময়
সাম্প্রতিক ঘুর্ণিঝড় আপডেট...
আগামী ২৬ নভেম্বর ২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
"অসম্ভব একটি শব্দ যেটা ভীরুরা ছুঁড়ে দেয়। অসম্ভব বলে কিছু নেই।"
প্রবল ইচ্ছাশক্তি তোমাকে নিয়ে যাবে বহুদূর, যা হয়তো তুমিও কল্পনাও করতে পারোনি। ইচ্ছাশক্তি, একাগ্রতা ও কঠোর পরিশ্রম অনেক অসাধ্যকে সাধন করে।
Weekly Test -02 (Female Batch)
সত্যি বলতে, সহজে জেতার আনন্দ কোথায়?
বাঁধা যত বিশাল, বিজয়ের আনন্দও ততই বাঁধভাঙ্গা। আর যারা এখনো পড়াশোনা ভালো করে শুরু করতে পারো নাই বা পজিশন ভালো আসতেছে না তারা এত তাড়াতাড়ি হার মেনে নিও না, দুঃখ করো না। হয়তো আজকের দিনটাতে সফল হওনি, কাল হতে পারে অন্ধকার, কিন্তু তারপর সূর্যকেই উঠতেই হবে। উঠতেই হবে, প্রতিশ্রুতি নাও।
ফোকাস নারায়ণগঞ্জ শাখা।💚
আমরা খুবেই আনন্দিত যে, সফলভাবে ২০২৩-২৪ সেশনের ১ম সপ্তাহিক পরীক্ষাটি সমাপ্ত। আলহামদুলিল্লাহ। নানান চরাই উৎরাই পেরিয়ে আমাদের শিক্ষার্থীরা আমাদের সঙ্গ দিয়ে যাচ্ছে।
সেই সাথে তাদের মেধার ছাপ রাখতে শুরু করেছে।💚
পরবর্তীতে এরূপ বিজয় অর্জন করার অপেক্ষায় রইলাম, সকলের জন্য শুভ কামনা।💚
তোমার স্বপ্ন পূরণে রয়েছে ফোকাসের সমৃদ্ধ প্রকাশনা!
যদিও মূল বইকেই আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি। সকল লেখকের বইগুলো একসাথে পড়া অসম্ভব! তাই তোমার প্রস্তুতিকে অনেক বেশি কার্যকরী এবং সংক্ষিপ্ত করে তুলতে ফোকাসের আছে সমৃদ্ধ শীট বইয়ের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আকর্ষণীয় ও কৌশলী উপস্থাপনের মাধ্যমে করা হয়েছে সহজে মুখস্ত যোগ্য। একই সাথে বিগত বছরের প্রশ্নগুলোর বিষয়ানুগ বন্টন তোমাকে প্রশ্নের ধরন বুঝে উঠতে দারুণভাবে সহযোগিতা করবে। প্রতিটি পরীক্ষার প্রস্তুতির সময় নিজেকে যাচাই করে নেয়ার জন্য “ফোকাস গাইড” অনন্য। আরো অসংখ্য প্রকাশনা তুমি পাবে যা তোমার প্রস্তুতিকে পূর্ণাঙ্গ করে তুলবে।
২০০০ টাকা ছাড়ে ভর্তি চলছে সাথে থাকছে নিশ্চিত গিফট।
FOCUS Narayanganj-ফোকাস নারায়ণগঞ্জ ২০২৩-২৪ সেশনের Orientation Programme এ মনোমুগ্ধকর গান পরিবেশন করেন সংগীত শিল্পী আমির হোসেন।
FOCUS Narayanganj-ফোকাস নারায়ণগঞ্জ ২০২৩-২৪ সেশনের Orientation Programme এ ২০২২-২৩ সেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় ২০ তম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৮ম এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ৫ম ফোকাস নারায়ণগঞ্জ শাখার শ্রেষ্ঠ সাফল্য Tanhim Ahmed এর অনুভূতি প্রকাশ।
সর্বশেষ ব্যাচে ভর্তি হতে চাইলে চলে আসুন ফোকাস নারায়ণগঞ্জ শাখায় ২০০০ টাকা ছাড়ে ভর্তি চলছে.....
FOCUS Narayanganj-ফোকাস নারায়ণগঞ্জ ২০২৩-২৪ সেশনের Orientation Programme এ রম্য কবিতা "ফুলকপি " কবিতাটি লিখেছেন আসিফ এন্তাজ রবি।
আবৃত্তি করেছেন মো: আসাদ
২০০০ টাকা ছাড়ে
নারায়ণগঞ্জ শাখায় সর্বশেষ ব্যাচে ভর্তি চলছে
সময় সীমিত
সাবেক শিক্ষার্থীর অনুভূতি প্রকাশ
২০০০/- টাকা ছাড়ে ভর্তি চলছে
FOCUS Narayanganj-ফোকাস নারায়ণগঞ্জ ২০২৩-২৪ সেশনের Orientation Programme এ মনোমুগ্ধকর গান পরিবেশন করেন ২০২২-২৩ সেশনে নারায়ণগঞ্জ শাখা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী HRidwan Mansur
”ভয় পেয়োনা আকাশ রেখো, বুকের মধ্যখানে||
কেউ না জানুক, তোমার হৃদয়, স্বপ্ন দেখতে জানে"
সময়ের সাথে সাথে সবকিছুই গত হয়ে যায়, আমরা অপেক্ষা করি নতুন ভোরের। তারই ধারাবাহিকতায়, গত ০৭ তারিখে FOCUS Narayanganj-ফোকাস নারায়ণগঞ্জ শাখার ২০২৩-২৪ সেশনের একঝাঁক মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এবার তোমাদের স্বপ্ন জয়ের পালা। ❤️
আল্লাহ তোমাদের সাহায্য করুন ❤️
আগামীকাল শুক্রবার ফোকাস নারায়ণগঞ্জ শাখায় সারাদিন ভর্তি চলবে।
ক্লাস শুরু ১৪ তারিখ থেকে তাই দ্রুত ভর্তি কনফার্ম করে ফেল।
দূর্লভ ছবি-
নারায়ণগঞ্জ চাষাড়া
১৯৮৫ সালের ছবি। বাঁ থেকে কবি পল্টু বাসার (সাতক্ষীরা), রুমকি (রংপুর), সৈয়দ তারিখ ,তৌহিদুর রহমান (কালের কণ্ঠ | সাবেক)।
প্রিয় শিক্ষার্থীরা
২০২৩-২৪ সেশনের ক্লাস আগামী ১৪ ই অক্টোবর শুরু হবে রোজ:শনিবার ইনশাআল্লাহ
দেখা হচ্ছে....
✌️✌️✌️
ফোকাস স্টার হান্ট পরিক্ষা-২০২৩ সেরা ২৫ কে ১ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি সহ ক্রেস্ট প্রদান করা হয়েছে।
২৫০০/- টাকা ছাড়ের আর মাত্র ১দিন বাকি
বিগত সেশনে বিশ্ববিদ্যালয় চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান
গ্র্যান্ড ওরিয়েন্টেশন প্রোগ্রাম '২৩
এ আমন্ত্রিত ও বরেন্য অতিথিবৃন্দ
যাদের আগমনে মুখরিত ও আলোকিত ছিলো
পুরো অনুষ্ঠান,অসংখ্য ধন্যবাদ আপনাদের 🥰🥰🥰
𝔾𝕣𝕒𝕟𝕕 𝕺𝖗𝖎𝖊𝖓𝖙𝖆𝖙𝖎𝖔𝖓 𝟚𝟘𝟚3-𝟚4
FOCUS Narayanganj-ফোকাস নারায়ণগঞ্জ
𝕲𝖑𝖔𝖗𝖎𝖔𝖚𝖘 42 𝖞𝖊𝖆𝖗𝖘 𝖔𝖋 𝖘𝖚𝖈𝖈𝖊𝖘𝖘 🔥
"আকাশ ছোঁয়া সাফল্যে আমরা বিষ্ময়বোধ করিনা,
আত্মতৃপ্তির আতিশয্যে হারিয়ে যাইনা;
বরং আমরা জাল বুনি নতুন স্বপ্নের,
উন্মোচন করি নতুন সম্ভাবনার দ্বার..."
𝓕𝓸𝓬𝓾𝓼_𝓖𝓻𝓪𝓷𝓭_𝓸𝓻𝓲𝓮𝓷𝓽𝓪𝓽𝓲𝓸𝓷_2023-24
সকলের জন্য উন্মুক্ত
সুপ্রিয় শিক্ষার্থীরা,
সময়ের সাথে সবকিছুই এগিয়ে চলছে আলহামদুলিল্লাহ।।
আগামী ৭ ই অক্টোবর ফোকাস নারায়ণগঞ্জ শাখার"গ্র্যান্ড ওরিয়েন্টেশন প্রোগ্রাম-২৩"অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেখানে আসলেই কি যাওয়া দরকার? এই প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে কিন্তু আমি বলবো "তুমি অবশ্যই আসবে" কেননা ওরিয়েন্টেশন মানেই সাজানো ও গোছানো জীবন,একটা পারফেক্ট রুটিন।। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক উপস্থিত থাকবে ইনশাআল্লাহ।বেশী পড়াশোনা নয় কিন্তু টেকনিক্যালি পড়াশোনা করেই ঢাবিয়ান কিভাবে হওয়া যায় সেটার অনেকগুলো টিপস ও ট্রিকস পাবে ইনশাআল্লাহ।।
ওরিয়েন্টেশন প্রোগ্রামেই "ট্যালেন্ট হ্যান্ট এক্সামের উত্তীর্ণ প্রথম ২৫ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হবে।
আর একটা বিষয় এই অনুষ্ঠানটি সবার জন্য উম্মুক্ত। সুতরাং তোমার পাশের বন্ধুদের ইনভাইটেশন পাঠাতে ভূলবে না কিন্তু...!!!
তবে দেখা হচ্ছে আগামীকাল ৭ই অক্টোম্বর,রোজ শনিবার
সময়ঃ সকাল ৮.৩০
অসংখ্য ধন্যবাদ সবাইকে 🥰🥰
স্বপ্নের সারথী.....
ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং
নারায়ণগঞ্জ শাখা
আগামীকাল শুক্রবার ফোকাস নারায়ণগঞ্জ শাখার অফিস খোলা থাকবে
ভর্তি কার্যক্রম চলবে।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the school
Telephone
Website
Address
Oppsite Of Bage Jannat Mashjid, Near Prime Hospital, Abedin Villa 3rd Floor, Chashara
Narayanganj
1400
Opening Hours
Monday | 09:00 - 18:00 |
Tuesday | 09:00 - 18:00 |
Wednesday | 09:00 - 18:00 |
Thursday | 09:00 - 18:00 |
Friday | 09:00 - 18:00 |
Saturday | 09:00 - 18:00 |
Sunday | 09:00 - 18:00 |
Amlapara/South Sastapur
Narayanganj, 1420
With several Years of experience, I'm here to assist you in Achieving your Desired Goal.
Allama Iqbal Road, College Road
Narayanganj, 1416
A reliable consulting center for secondary to tertiary English.
Allama Iqbal Road, TNT Colony (College Road)
Narayanganj, 1400
A Complete Solution of Higher Mathematics for HSC and Admission.
278/2, Oracle BCS Buiding(1st Floor), B. B Road, Chasara
Narayanganj, 1100
Icon Plus Narayanganj is the best University Admission Coaching Center of Narayanganj. Providing be
৮০ এস এস শাহ রোড, বন্দর গার্লস স্কুল সংলগ্ন বাজার এর মসজিদের বিপরীত পাশে।
Narayanganj, 1610
Ogrogami coaching center has started the journey to spread the light of education to them who are enthusiastic to change their view and to be a better version of themselves.The Ogr...
Narayanganj, 1400
আসসালামু আলাইকুম । সবাইকে স্বাগতম জানাই কালিমাতুন তাহফজিয়াতুন ( كلمة تحفيزية ) পেইজে