Cnews24

Cnews24

18/12/2021

যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না; তাদের অর্জন অন্তঃসারশূন্য, উৎসাহহীন সাফল্য চারদিকে তিক্ততার উদ্ভব ঘটায়।

18/12/2021

'উৎকর্ষতা একটি চলমান প্রক্রিয়া এবং এটি কোনো আকস্মিক ঘটনা নয়।

18/12/2021

আকাশের দিকে তাকাও। আমরা একা নই। পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্বসুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠটা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব।

18/12/2021

জীবন একটি কঠিন খেলা। ব্যক্তি হিসেবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমেই শুধুমাত্র তুমি সেখানে জয়ী হতে পারবে।

18/12/2021

ভিন্নভাবে চিন্তা করার ও উদ্ভাবনের সাহস থাকতে হবে, অপরিচিত পথে চলার ও অসম্ভব জিনিস আবিষ্কারের সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করে সফল হতে হবে। এ সকল মহানগুণের দ্বারা তরুণদের চালিত হতে হবে। তরুণ প্রজন্মের প্রতি এই আমার বার্তা।'

18/12/2021

প্রতিদিন সকালে এই পাঁচটা লাইন বলো :
১) আমি সেরা।
২) আমি করতে পারি
৩) সৃষ্টিকর্তা সব সময় আমার সঙ্গে আছে
৪) আমি জয়ী
৫) আজ দিনটা আমার
"

17/12/2021

যদি তুমি তোমার কাজকে স্যালুট কর, দেখো তোমায় আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান কর, অমর্যাদা কর, ফাঁকি দাও, তাহলে তোমায় সবাইকে স্যালুট করতে হবে।

17/12/2021

সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পুড়তে হবে।

17/12/2021

স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো। স্বপ্ন সেটা যেটা তোমায় ঘুমোতে দেয় না।'

17/12/2021

আমি সবসময় নিজেক সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না, কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় এ দুঃখের কারণ হয়ে দাঁড়ায়।- শেক্সপীয়র

17/12/2021

পৃথিবীতে কিছু জিনিস পাওয়া খুবই কঠীন
১ নিষ্পাপ একটা মন
২ নিজের মনের মত মানুষ
৩ নিঃস্বার্থ ভালবাসা
৪ কষ্টের ভাগিদার
৫ বিশ্বাসী বন্ধু....

17/12/2021

স্বামী স্ত্রীর জন্য পছন্দ করে কোন জিনিস আনলো, কিন্তু ঘটনাক্রমে স্ত্রীর তা পছন্দ হলো না, তখন স্ত্রী স্বামীর মুখের উপর বলে দেয় আমার এটা পছন্দ হয়নি; আমি এটা পরবও না ছুইবও না। এটা অমানবিক। স্বামী কিছু আনলে পছন্দ না হলেও খুশি মনে গ্রহণ করা উচিত কারণ স্বামীকে খুশি করাই স্ত্রীর জন্য ইবাদত। (সহীহ বুখারী হাদীস নং ২৯)

08/12/2021

পরিশ্রম করুন, কঠিন পরিশ্রম। আপনার কাজকে সহজ করতেই আপনাকে পরিশ্রম করতে হবে। কারণ একবার পরিশ্রম করে আপনি যদি আপনার কাজকে সঠিক ভাবে বুঝতে ফেলতে সক্ষম হন, তবে পরবর্তী সময়ে আপনাকে কোন কঠিন পরিশ্রম না করেই এর ফায়দা উঠিয়ে চলতে পাড়বেন।

- স্টিভ জবস

08/12/2021

যখন তুমি কোন ভুল করে ফেল, তখন এর পিছনে বেশি সময় ব্যায় করো না। ভুলের পিছনের কারণগুলোকে মনের মধ্যে গেঁথে নাও এবং সামনে তাকাও। ভুল তোমাকে শিক্ষা দেয় জ্ঞানী হয়ে উঠতে। অতীতকে বদলানো যায় না, কিন্তু ভবিষ্যৎ তোমার ক্ষমতার মধ্যে।

- হিউ হোয়াইট

08/12/2021

যদি নিজেকে ভালোবাসতে না পারেন তবে অন্যকে কিভাব ভালোবাসবন?

08/12/2021

আমি সব সময়ই কেউ একজন। তাই সবার মতো থাকা কঠিন। আবার একটি দলের একজন হয়ে থাকাটাও তাই কঠিন
-শ্যারোন স্টোন।

08/12/2021

আমার মনে হয় আমরা সবাই অদ্ভুত। ব্যক্তিস্বাতন্ত্র্যবোধ নিয়ে আমাদের উদযাপন করা উচিত এবং একে নিয়ে অস্বস্তি ও লজ্জাবোধ করা উচিত নয়
-জনি ডেপ।

08/12/2021

মেয়েদের জন্য সমস্ত শরীর আবৃতকারী মোটা কাপড়ের এমন ঢিলেঢালা পোশাক পরা জরুরী যাতে করে শরীরের রং, ভাজ ও অঙ্গ-প্রত্যঙ্গের আকার আকৃতি বোঝা না যায় । কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজকের মেয়েরা অনেকে বোরকা তো চেনেই না আর ঢিলেঢালা পোশাক পরতেও ভুলে গেছে, যার কারণে সমাজে নারী নির্যাতনের মত জঘন্য অপরাধ অপ্রতিরোধ্য গতিতে বেড়ে চলছে। (সূরা নূর: ৩১)

08/12/2021

আমি কাউকে তাদের নোংরা পায়ে আমার মনের মধ্যে দিয়ে হাঁটতে দেবো না

-মহাত্মা গান্ধী।

08/12/2021

স্ত্রীরা স্বামীর ইহসান তথা দয়া ও অনুগ্রহ স্বীকার করতে চায় না। কেউ জীবনভর স্ত্রীর সব চাহিদা পূরণ করে এসেছে হঠাৎ একদিন তার কোন চাহিদা পূরণ করা হলো না তখন সে বলে ফেলে তোমার সংসারে এসে জীবনে সুখের মুখ দেখলাম না। এমনটা করা বড়ই অন্যায় ও না শোকরী এতে স্বামীর মন ভেঙ্গে যায়। এটা মহিলাদের দোযখে যাওয়ার অন্যতম কারণ। আরেকটি বড় কারণ হলো, কথায় কথায় লানত ও বদ দু‘আ করা। (সহীহ বুখারী, হাদীস নং ২৯)

08/12/2021

পুত্রবধূরাও শাশুড়িদেরকে নিজ মায়ের মত ভাবতে পারে না। শাশুড়িকে তার প্রাপ্য অধিকার ও সম্মান থেকে বঞ্চিত করে। স্বামীকে নিজের একক সম্পদ মনে করতে চায় । যার কারণে সংসারে অনেক কলহের সৃষ্টি হয়। (সহীহ বুখারী, হাদীস নং ১৯৬৮)

07/12/2021

শাশুড়িরা অনেক সময় পুত্রবধূদের কাজের মেয়ের মত মনে করে, কখনোই নিজের মেয়ের মত মনে করতে পারে না। যার কারণে অধিকাংশ যৌথ পরিবারে পুত্রবধূরা শাশুড়ি কর্তৃক নির্যাতিতা হয় এবং সংসারে কলহের আগুন লেগেই থাকে। সুতরাং পুত্রবধূকে নিজের মেয়ের সমান মর্যাদা দিতে না পারলে যত দ্রুত সম্ভব তাদেরকে পৃথক করে স্বাধীনভাবে চলার সুযোগ করে দেয়া জরুরী। (সহীহ বুখারী ,হাদীস নং ২৪৪৭, ফাতাওয়ায়ে শামী ৫/৩৬০)

07/12/2021

কেউ কোন উপকার করলে তার শুকরিয়া আদায় করে না। বিশেষত: ঘরের বউ-ঝিরা প্রশংসার যোগ্য কোন কাজ করলেও শাশুড়ি কিংবা ননদরা তার শুকরিয়া আদায় করে না। এটা বড়ই সংকীর্ণমনা হওয়ার পরিচায়ক । হাদীসে এসেছে, যে ব্যাক্তি মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়াও আদায় করে না অর্থাৎ আল্লাহ তা‘আলা তার শুকরিয়া কবুল করেন না। তাই কেউ কোন প্রশংসাযোগ্য কাজ করলে তার শুকরিয়া আদায় করা উচিত। আর এর জন্য জাযাকাল্লাহ খাইরান বলবে। এতে যার প্রশংসা করা হয় তার মধ্যে কাজের উৎসাহ উদ্দীপনা বহুগুণে বেড়ে যায় এবং আল্লাহ তা‘আলাও খুশি হন। (সহীহ বুখারী ,হাদীস নং ২৯,জামে তিরমিযী ,হাদীস নং ১৯৫৫)

07/12/2021

কোন স্থানে সফরে যাওয়ার সময় প্রয়োজনের অতিরিক্ত সামানপত্র নিয়ে বিরাট বোঝার সৃষ্টি করে, যা বহন করতে সঙ্গী পুরুষদের অনেক কষ্ট স্বীকার করতে হয়। বোঝা বহনের দায়-দায়িত্ব পুরুষদের মাথায় চাপিয়ে নিজেরা দিব্যি আরামে সফর করে থাকে। এমনটা করা একেবারেই অনুচিত। (সুনানে নাসাঈ হাদীস নং ৪৯৯৬)

06/12/2021

কোথাও কোন প্রয়োজনে যেতে হলে, অযথা ঘোরাঘুরি করে যাত্রা বিলম্ব করে । শেষে গন্তব্যস্থানে অসময়ে এবং দুর্যোগ পোহায়ে পৌঁছতে হয়। অথচ অযথা বিলম্ব না করে একটু আগে বের হলেই পথের অনেক দুর্যোগ থেকে রক্ষা পাওয়া যায়।

05/12/2021

অনেকে বোরকা পরিধান করে কিন্তু চেহারা খোলা রাখে অথচ চেহারা সকল সৌন্দর্যের সমষ্টি; চেহারা আবৃত করা জরুরী। চেহারা, মাথা, চুল বা উভয় চোখ খোলা থাকলে বোরকা অর্থহীন হয়ে পড়ে, এমন পর্দা শরীআতে গ্রহণযোগ্য নয় । এতে তারা ফরয তরক করার গুনাহে লিপ্ত হচ্ছে। আর অনেকে এমন নকশী বোরকা পরে যে তাতে পুরুষদের আকর্ষণ আরো বেড়ে যায় এবং বোরকার মূল উদ্দেশ্য ভূলুন্ঠিত হয়। বোরকা মূল উদ্দেশ্য হলো, যাতে তার দিকে কারো আকর্ষণ সৃষ্টি না হয়। (সূরায়ে নূর: ৩১)

05/12/2021

অনেক মেয়েরা বাইরে পর্দা করে বের হলেও পারিবারিক জীবনে পর্দার ধার ধারে না। দেবর, ভাশুরদের সাথে পর্দার কথা চিন্তাও করে না। অথচ এদের সাথে পর্দা করার কথা হাদীসে খুবই গুরুত্বের সাথে এসেছে। দেবরকে মৃত্যু সমতুল্য বলা হয়েছে। (জামে তিরমিযী হা নং ১১৭১)

05/12/2021

বর্তমান মেয়েরা সাজ-সজ্জার নামে অনেক নাজায়িয ও হারাম কাজ করে থাকে। যেমন, বিধর্মী ও অসভ্য মেয়েদের মত স্টাইল করে চুল কাটা , ভ্রূ’প্লাক করা, বিউটি পার্লারে গিয়ে গোপন স্থানের লোম পরিষ্কার করানো ইত্যাদি। (সুনানে আবু দাউদ হা নং ৪০৩১)

05/12/2021

সাধারণত মেয়েদের মধ্যে নিজেকে প্রদর্শনের মানসিকতা অধিক লক্ষ্য করা যায়। যদি তারা সাজ-সজ্জা করে তাহলে তা একান্তই পরপুরুষ বা অন্য কোন নারীকে দেখানোর জন্য করে যা একেবারেই অনুচিত। মেয়েদের উচিত হলো যথাসম্ভব ঘরে বসে স্বামীকে খুশি করার জন্য বেশি বেশি সাজ-সজ্জা করা , স্বামীর মনকে খুশী করা, এবং তার দৃষ্টি হিফাযতের ব্যাপারে সহায়তা করা , এর জন্য মহিলারা আল্লাহর দরবারে অনেক সাওয়াব পাবে। (জামে তিরমিযী, হাদীস নং ১১৬১)

04/12/2021

চোগলখুরি তথা একের কথা অন্যের কাছে লাগানো অনেক মেয়েদের একটা বদ অভ্যাস। এ ধরণের অন্যায় কাজ থেকে বেঁচে থাকা খুবই জরুরী । হাদীসে এসেছে যে, এ গুনাহ কবরে আযাব বৃদ্ধির অন্যতম কারণ। (সহীহ বুখারী হাদীস, নং ১৩৭৮)

04/12/2021

দুই তিন জন একত্রিত হলে অন্যের দোষ চর্চায় লিপ্ত হয়। অথচ অন্যের দোষ চর্চা করা কবীরা গুনাহ। আল্লাহ তা‘আলা ইরশাদ করেন, “(হে মুমিনগণ!) তোমরা কারো দোষ অনুসন্ধান, করো না। আর একে অন্যের গীবত (অগোচরে দুর্নাম) করো না; তোমাদের কেউ কী স্বীয় মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? এটা তো তোমরা অবশ্যই ঘৃণা করে থাকো! আর আল্লাহ কে ভয় করো, নিঃসন্দেহে আল্লাহ বড় তাওবা কবূলকারী, দয়ালু”। (সূরায়ে হুজুরাতঃ ১২)

04/12/2021

সময়ের পাবন্দি করে না। নামায-ইবাদত, খানা, গোসল ইত্যাদি সকল কাজে তারা দেরি করে; এতে সংশ্লিষ্ট লোকেরা পেরেশান হয়ে যায় এবং অনেক জরুরী কাজ নষ্ট হয়ে যায়। (সহীহ বুখারী, হাদীস নং ৬৪১২)

03/12/2021

জরুরী আকায়িদ, ইবাদত, সহীহ কুরআন তিলাওয়াত, পিতা-মাতা, স্বামীর হক ও সন্তানের হক সম্পর্কে ইলম হাসিল করে না অথচ জরুরত পরিমাণ ইলম অর্জন করা ফরয। অনেক পিতা-মাতাও এ ব্যাপারে উদাসীন। কিছু দুনিয়াবী ইলম শিক্ষা দেওয়াকে যথেষ্ট মনে করে। (সুনানে ইবনে মাজাহ ,হাদীস নং ২২৪)

Photos from Cnews24's post 27/03/2020

ক্ষুদার্ত পশু পাখিদের মুখেও খাবার তুলে দিচ্ছে চরমোনাই পীরের সংগঠন।

ঢাকা অঘোষিত লকডাউন। কোলাহল মুক্ত সুনসান নীরবতা চারদিকে। আগে মতো মানুষ নেই, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা নীরব নিস্তব্ধ। চারদিকে পরিস্কার পরিচ্ছন্নতা রাখতে গিয়ে পশু পাখিরও খাবার সংকট। পানিও নাই, কুকুরগুলো কান্নাকাটি করছিল ক্ষুদার্ত হয়ে। শুকিয়ে ছিল তাদের মুখগুলো।

বিষয়গুলো নজরে আসে ইসলামী শাসনতন্ত্র ছাএ আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা নেতৃবৃন্দের। তারা সাথে সাথে খাবারের ব্যাবস্থা করেন বুধবার। গতকাল বৃহস্পতিবারও রান্না করে নিজেরা বিভিন্ন এলাকায় গিয়ে খাবার দেয় পাখি ও কুকুরদের। খাবার খেয়ে পাখি ও কুকুরগুলো মনের আনন্দে ছুটে যায়।

যে ঢাকা বিশ্ববিদ্যালয় মাঝে মাঝে নেতিবাচক খবরের শিরোনাম হয় হরহামেশাই। বিভিন্ন ঘটনায় মানবতা অনেক সময় যেখানে বিপন্ন হতে দেখা যায়। সেখানে পশুর প্রতি অকৃত্রিম ভালোবাসা দিখিয়ে মানবসভ্যতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে চরমোনাই পীর সাহেবের ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা।

করোনা ভাইরাস আতংকে যেখানে বিভিন্ন দল ও সংগঠনের নেতারা নিরাপদ দূরত্ব বজায় রেখে চলছেন।ঠিক উল্টো চরমোনাই পীরের দলের নেতাকর্মীরা।তারা এই বিপদ কলীন সময়েও জনগনের জন্য স্বেচ্ছাসেবী হিসাবে বিভিন্ন কাজ করছেন।জনগণের জন্য মানবতার হাত বাড়িয়ে দিচ্ছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এর আহবানে সারাদেশে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ চলছে।ঢাকা মহানগর সহ বিভিন্ন বিভাগ,জেলা উপজেলাতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, মস্ক বিতরণ, সচেতনমুলক লিফলেট বিতরণ, বিশুদ্ধ পানিতে হাত ধোয়া, মসজিদ পরিস্কার, অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ইত্যাদী কাজকর্ম করে যাচ্ছে প্রতিদিন ধারাবাহিক।

ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন সহ দলের আরও বিভিন্ন সংগঠন বিভিন্ন সেবামূলক কার্যক্রম করে যাচ্ছে।

Want your business to be the top-listed Media Company in Narayanganj?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Address


Narayanganj

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Other News & Media Websites in Narayanganj (show all)
Rafsan official Rafsan official
Narayanganj

Tiktok funny

Mr Arman khan News Mr Arman khan News
দাসের হাট পুলিশ পাড়ি
Narayanganj

ইসলাম আচে বলেই এখনও পৃথিবী আচে

৪.নং ওয়ার্ড কাউন্সিলর মো:নুর উদ্দিন মিয়া ৪.নং ওয়ার্ড কাউন্সিলর মো:নুর উদ্দিন মিয়া
Shimrail. Tekpar. Narayanganj
Narayanganj, 123

ধন্যবাদ (৪ নংওয়ার্ড )বাসি,জুগ জমানা পা?

Meghlatv.tv Meghlatv.tv
Sonargaon Upazila Health Complex Gate, Sonagaon, Dhaka
Narayanganj, 1440

ip tv

Narayanganj Plus Narayanganj Plus
Narayanganj

Newsnarayanganj Digital Newsnarayanganj Digital
193 President Road, Chasara
Narayanganj, 1400

Video stories from Narayanganj's largest news publisher –thenewsnarayanganj.com/ facebook.com/news

ICT BUFF ICT BUFF
West Road Dewbhog
Narayanganj, 1400

নিরপেক্ষ নই, ন্যায়ের পক্ষ

Talash Times Narayanganj - তালাশ  টাইমস নারায়ণগঞ্জ Talash Times Narayanganj - তালাশ টাইমস নারায়ণগঞ্জ
Narayanganj

এটা আমাদের অফিসিয়াল ফেসবুক পেইজ, লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন ধনব্যাদ। শেয়ার দিতে ভুলবেন না কিন্তুু।

Hecker Vlog Hecker Vlog
Narayanganj

لا إله إلا الله محمد رسول اللّه "লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ"

Optimus Islamic TV Optimus Islamic TV
Narayanganj

� l Love Allah � ��� �� �

ইসলামের আলো ইসলামের আলো
Narayanganj

এটি একটি ইসলামিক পেইজ।