জামিয়া আরাবিয়া ইসলামিয়া পরমেশ্বরদী মাদ্রাসা
Nearby universities
Paikpara
Dhaka 00990099
Bhuighar
Chashara, Narayanganj
You may also like
ইসলামকে জানুন এবং এর উপর আমল করুন নিজের জীবনকে রাসূলে আকরাম সা. এর আদর্শ সুসজ্জিত করুন
Shout out to my newest followers! Excited to have you onboard! Al Amin, Jasim Uddin, বিনা সূতায় বন্ধ পাখি, শরীফ মাহমুদ, Nadia Sultana Munni, Madrasa Amader, Eyasin Arafat, Umayer, Tahiya Islam, Prince Arfan Ahmed, Mars Shokhi, মাহমুদুল হাছান ফরাজী
Thanks for being a top engager and making it on to my weekly engagement list! Madrasa Amader, Md Sohel Prodhan, Md Parves Islam, Md. Mahdi Hasan
জামিয়ার সমস্ত ছাত্রদের জানানো হচ্ছে যে, আগামীকাল অবশ্যই মাসিক পরিক্ষা হবে ইনশাআল্লাহ। তাই সবাই অবশ্যই উপস্থিত হয়ে পরিক্ষায় অংশগ্রহণ করবেন।
ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া ইসলামিয়া পরমেশ্বরদী মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম হযরত হুসাইন আহমদ রহঃসুযোগ্য ছাত্র আল্লামা মুফতি হাতেম সাহেব আল্লাহতালার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন আল্লাহতালা হযরতকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।, সময়ঃ9টা 40 মিনিটে। জানাজার নামাজ আছর নামাজের পর জামিয়ার মাঠে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
জামিয়া আরাবিয়া ইসলামিয়া পরমেশ্বরদী মাদ্রাসার মাসিক পরিক্ষা আজ থেকে তিনদিন ব্যাপী চলবে ইনশাআল্লাহ।
Shout out to my newest followers! Excited to have you onboard! Abu Abdullah, ۦۦ ۦۦ ۦۦ ۦۦ
জামিয়া আরাবিয়া ইসলামিয়া পরমেশ্বরদী মাদ্রাসায় এক সাথে ১০ ছাত্রকে হিফজ সবক দিলেন অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম হা.মাও. শামীমুল ইসলাম সাহেব। আল্লাহ তাআলা হুজুর কে নেক হায়াত দান করুন এবং ছাত্রদের ভালো কোরআনের হাফেজ হওয়ার তাওফীক দান করুন। আমীন। সর্বোপরি আমাদের শায়েখ কে সুস্থতা হায়াত দান করুন। আমীন
Thanks for being a top engager and making it on to my weekly engagement list! Md Sohel Prodhan, محمد عبدالله بن صديق, Md Sifat Hasan, Atif Hasan Rafsan, নাহিদুর রহমান শাহীন
এই হচ্ছে আমাদের মুসলমানদের নতুন প্রজন্ম। তাদের পরকাল কি হবে? তারা কি পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে ? একজন ক্রিকেটার কে দেখতে গিয়ে , সিনেমার নায়ক কে দেখতে গিয়ে নিজের জানকে বিপর্যয় ফেলতেছে। আবার কেউবা ফুটবল-ক্রিকেট খেলা সাপোর্ট করা নিয়ে পরস্পরে ঝগড়া বিবাদী লেগে নিজের জীবনকে শেষ করে দিচ্ছে । আল্লাহ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই অভিশাপ থেকে মুক্ত রাখুন।
গতকাল এক সাথী ভাইয়ের সাথে কথা বললাম! যার সাথে আমি দুই বছর ইফতার করেছি। সেও বলল তার মাদ্রাসার ছাত্ররাও ইমামতি মোয়াজ্জিনে করে থাকে, সেও এক মসজিদের ইমাম, তার বেতনও মাদ্রাসা মসজিদসহ মাত্র সাড়ে ১৩ হাজার টাকা। এমন অনেক মাদ্রাসা আছে যেখানে ছাত্ররা ইমামতি মোয়াজ্জিনী করে থাকে। গু খায় সব মাছ আর নাম পড়ে রাগো মাছের। ইমাম মোয়াজ্জিনির সুযোগ দেওয়া হয় অসহায় ছাত্রদেরকে যাদের পারিবারিক সমস্যা অথবা টাকার সমস্যা কারণে আলেম পর্যন্ত পৌঁছানো অনেকটা কষ্টকর। তারা আলেম হোক এটাই হচ্ছে আমাদের জামিয়ার মূল লক্ষ্য। এই লক্ষ্য পুরনার্থে আমরা অসহায়ের ছাত্রদেরকে ইমামতি মুয়াজ্জিনি করার সুযোগ দিয়ে থাকে। একজন আলেম সে কখনো ইসলামের বিরুদ্ধাচার করবে না চাই সে যতই কম রেজাল্ট করে আলেম হয়েছে। পক্ষান্তরে যে আলেম না এলমে দ্বীন শিখনি তার পক্ষ থেকে ইসলামের বিরুদ্ধে কথা বলা ইসলামের বিরুদ্ধে কলম ধরার সম্ভাবনা কিন্তু অনেকটা রয়েছে একজন আলেমের তুলনায়। তাই লোকমুখে এই সমস্ত বিষয় নিয়ে বাড়াবাড়ি না করে অসহায় ছাত্রদের দ্বীন শিক্ষা করার যে সুযোগ মাদ্রাসার পক্ষ থেকে দেওয়া হয় এই সুযোগটা কলঙ্কিত করবেন না। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ সঠিক রাস্তা দেখানোর তৌফিক দান করুন।
একজন বুজুর্গ ব্যক্তিকে চিহ্নিত করার জন্য এদিক সেদিক পোস্ট করা হয়েছে , এজন্য কেউ বিব্রত হবেন না। এবং আগের পোস্টগুলো সরিয়ে নেওয়া হয়েছে। কেননা মাদ্রাসার এই অফিসিয়াল পেজ কখনো কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধাচার করার জন্য খোলা হয়নি। প্রতিটা পোস্ট প্রতিষ্ঠানের কল্যাণার্থে করা হয়। আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন।
জামিয়া আরাবিয়া ইসলামিয়ার পাক্ষিক বক্তৃতা সেমিনারের দ্বিতীয় গ্রুপ থেকে একটি গজল ভিডিও ধারণ করা হয়েছে।
শিক্ষিকা খাদিজাকে একাধিকবার বিয়ে দেওয়া হয়েছে কিন্তু স্বামীর সংসার করেনি এবং পূর্বেও ছাত্রী নিয়ে উধাও হওয়ার ঘটনা রয়েছে।’
জামিয়া আরাবিয়া ইসলামিয়া পরমেশ্বরদী মাদ্রাসার ১৪ ৪৫-৪৬ হিজরী সনের শিক্ষাবর্ষের আজ প্রাথমিক বক্তৃতা সেমিনারের মজলিস অনুষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ ছবিতে প্রথম গ্রুপের বক্তৃতা অনুষ্ঠান সুন্দরভাবে সফল হয়েছে। দ্বিতীয় গ্রুপের বক্তৃতার অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ।
আজ বুধবার বাদ এশা আবাসিক ছাত্রদের বক্তৃতা সেমিনার তারই প্রস্তুতির একটি চিত্র। ***i_Ramjan_Mahmud_Numany
বছরের প্রথম পাক্ষিক বক্তৃতা সেমিনার অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। ইনশাআল্লাহ।
চিরকুট লিখে আত্মহত্যা করেছেন সিলেটের শাহপরাণ এলাকার লাল খাঁটঙ্গী মাদানী মসজিদের মুয়াজ্জিন দেলওয়ার হোসাইন দিলাল (১৯)। মঙ্গলবার ফজরের নামাজের সময় মসজিদের মুয়াজ্জিনের কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
দেলওয়ার হোসাইন সিলেটের গোয়াইনঘাট উপজেলার রামনগর গ্রামের মো. মুসলিম আলীর ছেলে।
জানা গেছে, মঙ্গলবার ফজরের নামাজের সময় মসজিদে আজান না হওয়ায় মুসল্লিরা গিয়ে মুয়াজ্জিনের থাকার কক্ষে ডাকাডাকি করে। কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে দরজা ভেঙে মুয়াজ্জিন দিলালের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
এ সময় দেলওয়ারের মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। তাতে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’।
১৪ - ১৫ ডিসেম্বর জামিয়া আরাবিয়া ইসলামিয়া পরমেশ্বরদী মাদ্রাসার মাহফিল।সবাই আসবেন ইনশাআল্লাহ
জামিয়া আরাবিয়া ইসলামিয়া পরমেশ্বরদী মাদ্রাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষা আজ শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ এবার ছাত্রদের সংখ্যা বেশি হওয়ায় মসজিদ ছাড়াও মেশকাতের ছাত্রদের বসানো হয়েছে। আল্লাহ তায়ালা সমস্ত ছাত্রদেরকে দুনিয়া ও আখেরাতের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। আমীন
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মুফতি হাতেম সাহেবের ছেলে মাওলানা নজরুল ইসলাম ভাই রহঃ আজ বুধবার বিকেল ৫.৩০ ঘটিকায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরোপারে পারি জমিয়েছেন। মরহুমের নামাজে জানাজা রাত ১০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।আল্লাহ তায়ালা তাকে জান্নাতের আলা মাকাম দান করুন। আমিন
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মুফতি হাতেম সাহেবের ছেলে মাওলানা নজরুল ইসলাম ভাই রহঃ আজ বুধবার বিকেল ৫.৩০ ঘটিকায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে পালিয়ে জমিয়েছেন। আল্লাহ তায়ালা তাকে জান্নাতের আলা মাকাম দান করুন। আমিন
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the university
Telephone
Website
Address
Narayanganj
ফজলুল করিম রশিদিয়া কওমি মাদ্রাসা ও এতিম খানা, South
Narayanganj, @RASULBAGMD
একটি মাদরাসা বিষয়ক পেজ। পাড়ালেখা ও দৈ?
Baranagar, Sonargaon
Narayanganj, 1441
কলেজ কর্তৃক পরিচালিত একমাত্র পেইজ।
Nandalalpur, Kutubpur, Fatullah
Narayanganj, 1421
ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয় একটি দ্বীনি প্রতিষ্ঠান।
দেউলী চৌরাপাড়া, বন্দর, নারায়ণগঞ্জ
Narayanganj, 8638
দারুল হক্ব ইসলামিয়া মাদরাসা,