আমাদের পণ্য - Aamader Ponno
Nearby shops
1400
Chasara
1400
Chashara
Narayanganj Sadar
1400
1400
Dakah, Demra
B. B. Road
Mishon Para
Chasara
"Aamader Ponno" is an effort to ensure the daily necessities with high quality at a fair price.
আমাদের লক্ষ্যঃ ন্যায্যমূল্যে ভেজালমুক্ত পণ্য সরবরাহ করা।
চলে এলো সকলের বহু দিনের প্রতিক্ষিত...
#ফাইজান_আখের_চিনি 🔥
ফাইজান কনজ্যুমার প্রোডাক্টস
- স্বাদ ও সুস্বাস্থের নির্ভরতা 💕
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
মহান আল্লাহর অশেষ রহমতে 'আমাদের পণ্য' সবার আস্থা অর্জন করে আমাদের সকলের পণ্যই হয়ে উঠছে আলহামদুলিল্লাহ। 💓
আপনি এখনো আমাদের থেকে কোনো পণ্য না নিয়ে থাকলে আর দেরি না করে সম্পূর্ণ আস্থা সাথে একবার নিয়েই দেখেন..... ইনশাআল্লাহ্ আপনার আস্থা পরিপূর্ণরূপে বজায় থাকবে।
একে তো বাজারে সয়াবিন তেলের অতি উচ্চমূল্য আবার এখন চলছে আচারের মৌসুম..... তাই আপনার যেকোনো প্রয়োজন মিটাতে এখনই নিয়ে নিন কাঠের ঘানীতে ভাঙ্গানো শতভাগ খাঁটি সরিষার তেল।
'আমাদের পণ্য' সবসময় থাকছে নিত্যপ্রয়োজনীয় যেকোনো পণ্য-সামগ্রী পেতে আপনার বিশ্বস্ততার সঙ্গী হয়ে।
নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাড়াও আমাদের কাছে রয়েছে খাঁটি মধু, ঘী, সরিষার তেল-সহ বিভিন্ন অর্গানিক পণ্য যার রয়েছে খাঁটি হওয়ার শতভাগ নিশ্চয়তা।
বি: দ্র: নবীজীর সুন্নাহ অনুসারে বিক্রীত পণ্য সসম্মানে ফেরৎ নেয়া হয়।**
'আমাদের পণ্য' - ন্যায্যমূল্যে ভেজালমুক্ত পণ্য বিক্রয়ে অঙ্গীকারবদ্ধ।
ধন্যবাদ।।
যেকোনো প্রয়োজনে:
01558-954853 (হাসিব)
01942-824702 (মেহেদী)
01975-008694 (সাইফুল)
#আমাদের_পণ্য
#আচার
#সরিষার #তেল
#ঘী
#মধু
হযরত আবু হুরাইরা রাঃ একবার মদীনা বাজারে দোকান খুলে বসলেন তিন মাস ধরে। একদিন দোকান গুটিয়ে চলে যাচ্ছেন। অন্যান্য ব্যবসায়ীরা অবাক হয়ে বললেন ব্যবসা শুরুর প্রাথমিক পর্যায়ের লস সহ্য করে টিকে রইলেন, এখন মুনাফার মুখ দেখতে শুরু করে ব্যবসা বন্ধ করে দিবেন?
তিনি বললেন তোমাদের কাছে প্রচলিত লাভ-লসের উদ্দেশ্যে আমি দোকান খুলিনি।
: তাহলে কেন?
: আমি নবীজি সাঃ কে বলতে শুনেছি
مَنْ أَقَالَ مُسْلِمًا عَثْرَتَهُ ، أَقَالَهُ اللَّهُ عَثْرَتَهُ يَوْمَ الْقِيَامَةِ "
(যে ব্যক্তি তার ক্রেতা ভাইয়ের ক্ষতি পূরণের জন্য স্বীয় বিক্রয় রহিত করবে আল্লাহ তাআলা কেয়ামতের দিন তার উপর থেকে তার অপরাধের শাস্তি রহিত করে দিবেন।)
ব্যবসা ছাড়া বিক্রয় রহিত করার কোন উপায় ছিল না। এমনকি তিন মাসের মধ্যে কেউ বিক্রয় রহিত করার জন্য আসেও নি। আজ সকালে একজন এসেছেন, মাল ফেরত রেখেছি। আমার মাকসাদ পূরণ হয়ে গেছে। তাই দোকান গুটাচ্ছি। এমনই ছিল আমাদের পূর্বপুরুষদের জীবনচরিত।
মহান আল্লাহ যেনো আমাদের সবসময় ইসলামী শরীয়াহ কে আকড়ে ধরে সৎভাবে ব্যবসায় পরিচালনা করার তৌফিক দিন....আমীন
দোয়া করবেন সকলেই।
#বিশেষ_অফার:
আজ এবং আগামীকাল-এর মধ্যে যারা ৪০০ টাকা বা এর বেশী মূল্যের খেজুর অর্ডার করবেন তাদের সমগ্র নারায়ণগঞ্জ সিটির মধ্যে ফ্রী হোম ডেলিভারী করা হবে।
এছাড়াও, নিম্নলিখিত স্থানসমূহ তো ফ্রী পিকআপ জোন হিসেবে থাকছেই:
✨ দেওভোগ
✨ ২ নং রেল গেইট
✨ চাষাঢ়া
✨ ভুইঘর
✨ সাইনবোর্ড
আমাদের সংগ্রহের মধ্যে বর্তমানে রয়েছে:
✅ জাহদী,
✅ লুলু (বড়ই),
✅ ডেগলেট নূর,
✅ কালমী,
✅ দাবাস (প্রিমিয়াম),
✅ ডেগলেট নূর (প্রিমিয়াম)
আপনাদের চাহিদা অনুযায়ী আমরা সবচেয়ে ভালো কোয়ালিটির অজওয়া, মরিয়ম এবং অন্যান্য কিছু প্রিমিয়াম কোয়ালিটির খেজুর আমাদের সংগ্রহে যুক্ত করবো ইনশাআল্লাহ্।
সুলভমূল্যে সেরা পণ্য আমরাই দিচ্ছি আলহামদুলিল্লাহ; তাই তো প্রতিদিনই চলছে অর্ডার আর ডেলিভারির হিড়িক।
স্টক থাকতেই আপনার কাঙ্ক্ষিত পণ্যটি নিয়ে নিন দ্রুতই।
বর্তমানে অনলাইন-ভিত্তিক এই যুগে আমাদের নানা ব্যস্ততার কারণে আমরা অনলাইনে কেনাকাটার উপর নির্ভরশীল হয়ে পরি। তবে, অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে সর্বদাই কাজ করে বিভিন্ন ধরনের সংশয়।
'আমাদের পণ্য' নিয়ে এসেছে নিত্যপ্রয়োজনীয় যেকোনো পণ্য-সামগ্রী আপনার বিশ্বস্ততার সঙ্গী হয়ে।
আমাদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, আমাদের রয়েছে সহজ 'রিটার্ন পলিসি'।
নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাড়াও আমাদের কাছে রয়েছে
✅ সুন্দরবনের প্রাকৃতিক মধু,
✅ গাওয়া ঘী,
✅ কাঠের ঘানির সরিষার তেল
এবং আরও বিভিন্ন অর্গানিক পণ্য যার রয়েছে খাঁটি হওয়ার শতভাগ নিশ্চয়তা।
'আমাদের পণ্য' - ন্যায্যমূল্যে ভেজালমুক্ত পণ্য বিক্রয়ে অঙ্গীকারবদ্ধ।
ধন্যবাদ।।
যেকোনো প্রয়োজনে:
01558-954853
01942-824702
01975-008694
#আমাদের_পণ্য
নিয়মিত ক্রেতা, যিনি প্রতি মাসে ৫০০ গ্রাম ঘী নিয়ে থাকেন। আজ ও নিলেন।
আলহামদুলিল্লাহ
"ভূবন বিখ্যাত তেলের যাদু
কথাতো নয় যেন পদ্ম মধু।
আর তেল যদি হয় ঘানি ভাঙা,
মনের সুখে হবে রান্না।"
🔥কাঠের ঘানিতে ভাঙা দেশী খাঁটি সরিষার তেল
সয়াবিন তেলের এই আকালের কালে, সবাই এখন ঝুঁকছে সরিষার তেলের দিকে। বেশী দাম দিয়ে যেহেতু খাবোই, কাঠের ঘানিতে ভাঙ্গানো সরিষার তেলই খাই। কারণ সয়াবিন তেলের নানা ক্ষতিকর দিক এখন অনেকেই অবগত হচ্ছেন।
সুলভমূল্যে সেরা পণ্য আমরাই দিচ্ছি আলহামদুলিল্লাহ; তাই তো প্রতিদিনই চলছে অর্ডার আর ডেলিভারির হিড়িক।
স্টক থাকতেই আপনার কাঙ্ক্ষিত পণ্যটি নিয়ে নিন দ্রুতই।
বর্তমানে অনলাইন-ভিত্তিক এই যুগে আমাদের নানা ব্যস্ততার কারণে আমরা অনলাইনে কেনাকাটার উপর নির্ভরশীল হয়ে পরি। তবে, অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে সর্বদাই কাজ করে বিভিন্ন ধরনের সংশয়।
'আমাদের পণ্য' নিয়ে এসেছে নিত্যপ্রয়োজনীয় যেকোনো পণ্য-সামগ্রী আপনার বিশ্বস্ততার সঙ্গী হয়ে।
আমাদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, আমাদের রয়েছে সহজ 'রিটার্ন পলিসি'।
নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাড়াও আমাদের কাছে রয়েছে
✅ সুন্দরবনের প্রাকৃতিক মধু,
✅ গাওয়া ঘী,
✅ কাঠের ঘানির সরিষার তেল
এবং আরও বিভিন্ন অর্গানিক পণ্য যার রয়েছে খাঁটি হওয়ার শতভাগ নিশ্চয়তা।
'আমাদের পণ্য' - ন্যায্যমূল্যে ভেজালমুক্ত পণ্য বিক্রয়ে অঙ্গীকারবদ্ধ।
ধন্যবাদ।।
যেকোনো প্রয়োজনে:
01558-954853
01942-824702
#আমাদের_পণ্য
আলহামদুলিল্লাহ 💓
প্রতিদিন-ই আমাদের পক্ষ থেকে অনেকেই খাঁটি পণ্য নিশ্চিন্তে নিচ্ছেন এবং তাদের সন্তুষ্টি প্রকাশ করছেন।
গতকাল নিচের ছবির পণ্যগুলো গ্রাহককে সরবরাহ করা হয়েছে, আলহামদুলিল্লাহ। এছাড়াও আমাদের স্টোর থেকে তো প্রতিনিয়তই বিক্রয় চলছেই।
সবাই দোয়া করবেন....আল্লাহ যেনো আমাদের কাজে আরো বারাকাহ প্রদান করেন।
বর্তমানে অনলাইন-ভিত্তিক এই যুগে আমাদের নানা ব্যস্ততার কারণে আমরা অনলাইনে কেনাকাটার উপর নির্ভরশীল হয়ে পরি। তবে, অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে সর্বদাই কাজ করে বিভিন্ন ধরনের সংশয়।
'আমাদের পণ্য' নিয়ে এসেছে নিত্যপ্রয়োজনীয় যেকোনো পণ্য-সামগ্রী আপনার বিশ্বস্ততার সঙ্গী হয়ে।
আমাদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, আমাদের রয়েছে সহজ 'রিটার্ন পলিসি'।
নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাড়াও আমাদের কাছে রয়েছে
✅ সুন্দরবনের প্রাকৃতিক মধু,
✅ গাওয়া ঘী,
✅ কাঠের ঘানির সরিষার তেল
এবং আরও বিভিন্ন অর্গানিক পণ্য যার রয়েছে খাঁটি হওয়ার শতভাগ নিশ্চয়তা।
'আমাদের পণ্য' - ন্যায্যমূল্যে ভেজালমুক্ত পণ্য বিক্রয়ে অঙ্গীকারবদ্ধ।
ধন্যবাদ।।
#আমাদের_পণ্য
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
বর্তমানে অনলাইন-ভিত্তিক এই যুগে আমাদের নানা ব্যস্ততার কারণে আমরা অনলাইনে কেনাকাটার উপর নির্ভরশীল হয়ে পরি। তবে, অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে সর্বদাই কাজ করে বিভিন্ন ধরনের সংশয়।
'আমাদের পণ্য' নিয়ে এসেছে নিত্যপ্রয়োজনীয় যেকোনো পণ্য-সামগ্রী আপনার বিশ্বস্ততার সঙ্গী হয়ে।
আমাদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, আমাদের রয়েছে সহজ 'রিটার্ন পলিসি'।
নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাড়াও আমাদের কাছে রয়েছে খাঁটি মধু, ঘী, সরিষার তেল-সহ বিভিন্ন অর্গানিক পণ্য যার রয়েছে খাঁটি হওয়ার শতভাগ নিশ্চয়তা।
'আমাদের পণ্য' - ন্যায্যমূল্যে ভেজালমুক্ত পণ্য বিক্রয়ে অঙ্গীকারবদ্ধ।
ধন্যবাদ।।
#আমাদের_পণ্য
নিত্যপ্রয়োজনীয় যেকোনো পণ্য-সামগ্রী সাশ্রয়ী-মূল্যে পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।
আছে আপনার পাশে। মানের দিক থেকে সেরা; দামেও সাশ্রয়ী।
(বি: দ্র: সর্বদাই আমরা বাজারমূল্যের চেয়ে কম দামে খাঁটি মানের পণ্য সরবরাহ করতে অঙ্গীকারবদ্ধ। আগে যাচাই করুন; তারপর ক্রয় করুন)
#আমাদের_পণ্য
গরুর গোশত দিয়ে খিচুড়ি খেতে কার না ভালো লাগে...!
আর, তা যদি আমনের লাল চাল অর্থাৎ খিচুড়ির বিশেষ চাল দিয়ে; তাহলে তো কথাই নেই। তাই, শিঘ্রই ঈদের আগে আগেই অর্ডার করে ফেলুন সবার আগে পেতে।
নিত্যপ্রয়োজনীয় যেকোনো পণ্য-সামগ্রী সাশ্রয়ী-মূল্যে পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।
আমাদের পণ্য আছে আপনার পাশে। মানের দিক থেকে সেরা; দামেও সাশ্রয়ী।
(বি: দ্র: পণ্যের দাম বাজারমূল্যের সাথে উঠানামা করতে পারে; তবে, সর্বদাই আমরা বাজারমূল্যের চেয়ে কম দামে খাঁটি মানের পণ্য সরবরাহ করতে অঙ্গীকারবদ্ধ। আগে যাচাই করুন; তারপর ক্রয় করুন)
#উত্তরবঙ্গের_ঐতিহ্যবাহী_লাল_চাল
#আমাদের_পণ্য
- ন্যায্যমূল্যে ভেজালমুক্ত পণ্য বিক্রয়ে অঙ্গীকারবদ্ধ।।
📣 অফার! অফার!! অফার!!! 💥🔥💥
📢 আসছে কুরবানীর ইদ। ইদে গোশত রান্নায় চাই খাঁটি হলুদ-মরিচ গুড়া। বাজারে নানা ধরনের হলুদ মরিচ পাওয়া যায়। বিশ্বস্ততার সাথে সেগুলো অনেকেই ক্রয় করতে চান না। তাদের পছন্দ নিজের সামনে থেকে মেশিনে হলুদ-মরিচ গুড়া করা। অনেকের সে সময়টুকু হয়ে উঠে না কাজের চাপে। তাদের জন্যই 'আমাদের পণ্য' নিয়ে এলো ভেজালমুক্ত খাঁটি দেশী হলুদ গুড়া ও মরিচ গুড়া। নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আমাদের ভাঙ্গানো হলুদ-মরিচ গুড়া।
🎉💥পবিত্র ঈদুল আজহা উপলক্ষে থাকছে ৫০০ গ্রাম দেশী মশুর ডাল সম্পুর্ণ বিনামূল্যে।💥🎉
♦️ নিত্যপ্রয়োজনীয় যেকোনো পণ্য-সামগ্রী সাশ্রয়ী-মূল্যে পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।
⚡ 'আমাদের পণ্য' আছে আপনার পাশে। মানের দিক থেকে সেরা; দামেও সাশ্রয়ী।
📌 (বি: দ্র: আমরা সর্বদাই বাজারমূল্যের চেয়ে কম দামে খাঁটি মানের পণ্য সরবরাহ করতে অঙ্গীকারবদ্ধ। আগে যাচাই করুন; তারপর ক্রয় করুন)
#বান্ডেল_অফার
আমাদের পণ্য
-ন্যাজ্যমূল্যে ভেজালমুক্ত পণ্য বিক্রয়ে অঙ্গীকারবদ্ধ।।
সুস্বাদু আমনের লাল চিড়া,,
আমনের লাল চাল। স্বাস্থ্য সচেতন রা এ চালের ভাত খেয়ে সুস্থতার নেয়ামতে থাকুন।
৷ ৷৷ ৷৷৷ ৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷ যবের ছাতু৷ ৷৷ ৷৷৷৷৷৷৷৷৷৷৷৷
সহজে হজম হয়, শরীর ঠাণ্ডা করে, বল ও পুষ্টি বৃদ্ধি করে, শুক্র বৃদ্ধি করে, শ্রান্তি, দেহের ঘাম, শরীরের দাহ (জ্বালা) কফ ও পিত্ত নাশ করে, খিদে বাড়িয়ে দেয়, সারক অর্থাৎ মল ও প্রস্রাব নিঃসারুণ করে, বায়ু নিসারণ করে। খাওয়ার নিয়ম : জলের সঙ্গে পাতলা করে গুলে খেতে হবে। শক্ত করে মেখে দলা পাকিয়ে খেলে অজীর্ণ হয়।
আজই অর্ডার করুন "আমাদের পণ্য" থেকে
মূল্য-১৮০/- কেজি
যোগাযোগ -০১৯৪২৮২৪৭০২
সুমিষ্ট ও পুষ্টি গুনে ভরপুর
উইকেন্ড এ পাকিস্তানি বাসমতি চালের জন্য অর্ডার করুন।
০১৯৪২৮২৪৭০২
আজ ই অর্ডার করুন
গরমে প্রশান্তি পেতে শরবতের জন্য খাঁটি আখের গুড় আজ ই অর্ডার করুন।
খাঁটি পণ্যের নিশ্চয়তা।
রান্নায় সয়াবিন না সরিষার তেল খাবেন ???
সয়াবিন ও রাইসব্র্যান তেল স্বাস্থ্যের জন্য মারাত্বক ক্ষতিকর জেনেটিক্যালি মডিফাইড অরগানিসম (জিএমও)তেল।
জিএমও সয়াবিন খেলে প্রজননক্ষমতা হ্রাস, শিশুর জন্মগত ত্রুটি, কিডনিতে সমস্যা, যকৃতে সমস্যা, ক্যান্সার ইত্যদি জটিল রোগ হতে পারে। হৃদপিণ্ডের জন্য ক্ষতিকর স্যাচুরেটেড ফ্যাট রয়েছে সয়াবিন তেলে।
আমরা সাধারনত যে সয়াবিন তেল ব্যবহার করি , এর সয়াবিনের বীজগুলি জেনেটিক্যালি মডিফাই করে বানানো হয় , বলতে গেলে কিছুটা অসাদু উপায়েই। তাই স্বাস্থ্য ঝুঁকি থেকেই যাবে ক্রমাগত রিফাইন্ড অয়েল ব্যবহার করলে।
তবে সরিষার তেলে এ ধরনের সমস্যা নেই। এছাড়া উচ্চ তাপে সরিষার তেল এর গুনাগুন ঠিক থাকে , যেটা অন্য কোন তেলে থাকে না । ফলে এটিতে ঝুঁকি কম।
লক্ষ্য রাখার বিষয় হলো, শরীরের জন্য নামি-দামি ব্যান্ডের সরিষার তেল কিন্তু মোটেও উপকারী নয়। আসলে প্রয়োজন খাঁটি সরিষার তেল। ত্বক বিশেষজ্ঞদের মতে, ব্যান্ডেড তেল নয়, খাঁটি সরিষা থেকে ঘানিতে তৈরি করা তেল ব্যবহার করতে হবে।
ইনশাআল্লাহ, আমরা আপনাকে কাঠের ঘানীতে (মটর চালিত) ভাঙানো সম্পূর্ণ কোল্ডপ্রেস উপায়ে উৎপাদিত নিরাপদ খাঁটি সরিষার তেল সরবরাহের প্রতিশ্রুতি দিচ্ছি।
ঘি কেনো খাবেন, কতটুকু খাবেন
🌺 ঘি আসলে কি
ইংরেজিতে ঘিকে বলা হয় ক্লারিফায়েড বাটার। এতে রয়েছে ৯৯ দশমিক ৯ শতাংশ চর্বি। বাকি ০১ শতাংশ জলীয় উপাদান, চর্বিতে দ্রবণীয় ভিটামিন ও দুধের পোড়া অংশ। ঘি মূলত সম্পৃক্ত চর্বি তাই এটি বাইরের তাপমাত্রাতেই সংরক্ষণ করা যায়।
🌺 ঘি যেভাবে তৈরি হয়
গরু, ভেড়া বা ছাগলের দুধ থেকে ঘি বানানো যায়। তবে সাধারণত গরুর দুধ থেকেই ঘি তৈরি করা হয়। দুধ থেকে বাটার বা মাখন বানাতে হবে। তারপর সেই মাখন ভালোভাবে ফেটে নেওয়ার বা মথিত করার পর জ্বাল দিলে ঘি হবে। ঘরেও এভাবেই ঘি বানানো হয়। তবে অনেকেই দুধের সর থেকে ঘি তৈরি করেন। দির্ঘদিন ধরে সর জমা কর তারপর সেটি বেটে বা ব্লেন্ড করে জ্বাল দিলে ঘি হয়।
🌺 ঘিয়ের উপকারিতা
ঘরে তৈরি ঘিয়ে ফসফোলিপিড থাকে যা মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী। কারখানায় বানানো ঘিয়ে আবার এই ফসফোলিপিড থাকে না।
ঘিয়ের ভিটামিন এ, ডি, ই ও কে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। হাড়, চুল ও চোখের জন্যও এটি উপকারী তাছাড়া অন্ত্র থেকে বিষাক্ত উপাদান দূর করতেও সাহায্য করে ঘি।
গবেষণায় দেখা গেছে ঘিয়ের চর্বির গঠন যেমন তাতে পাওয়া যায় ডিএইচএ। এই ডিএইচএ একধরনের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। আমরা যে খাবার খাই তার থেকে খাদ্য উপাদান শোষণ করতে সাহায্য করে ওমেগা থ্রি। ঘি ছাড়াও ওয়ালনাট, মাছের তেল ও ফ্লাক্সসিড বা তিসিতে পাওয়া যায় এই ওমেগা থ্রি। ডিএইচএ ক্যানসার, হৃদরোগ, ইনস্যুলিন রেজিস্ট্যান্স, আর্থ্রাইটিস ও এডিএইচডি (এটেনশন ডেফিসিট হাইপারঅ্যাকটিভিটি ডিসঅর্ডার) প্রতিরোধে সাহায্য করে।
🌺 আয়ুর্বেদ বিশ্বাস অনুযায়ী ঘি
আয়ুর্বেদ শাস্ত্র মতে ঘি নানারকম রোগ থেকে বাঁচিয়ে দীর্ঘজীবন লাভে সাহায্য করে। এটি সম্পৃক্ত চর্বিতে দ্রবণীয় পরিপোষক উপাদান শোষণে সাহায্য করে। এছাড়াও বিশ্বাস করা হয়, ঘি অস্থি সংযোগে পুষ্টি যোগায় ও পিচ্ছিলকারি উপাদান সরবরাহ করে।
🌺 কী বলছেন পুষ্টিবিদ
পুষ্টিবিদ সুস্মিতা খান বলেন, ঘিয়ের অনেক স্বাস্থ্যগত উপকারিতা থাকলেও তা পরিমাণমত খাওয়া উচিৎ। একজন পূর্ণবয়স্ক মানুষ দিনে ২ চা চামচের বেশি ঘি খেতে পারবেন না। আর ঘি খেলে সেদিন অন্য কোন তেল জাতীয় খাবার খাওয়া যাবে না। আবার যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, এবং কিডনির সমস্যা আছে, তারাও ঘি খাওয়ার ব্যপারে চিকিৎসকের অনুমতি নিয়েই তবে খাবেন।
'আমাদের পণ্য' আপনাকে দিচ্ছে কড়া জ্বালের ১০০% পিওর ঘী। স্বাদে ও ঘ্রানে অতুলনীয়।
১ কেজি-১২৫০/-
হাফ কেজি-৬৫০/-
১০০ গ্রাম-১৩০/-
যোগাযোগ
০১৯৪২৮২৪৭০২
নিত্যপ্রয়োজনীয় যেকোনো পণ্য-সামগ্রী সাশ্রয়ী-মূল্যে পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।
আমাদের পণ্য আছে আপনার পাশে। মানের দিক থেকে সেরা; দামেও সাশ্রয়ী।
#উত্তরবঙ্গের_ঐতিহ্যবাহী_লাল_চিড়া
--> ৯০/- (১ কেজি)
(বি: দ্র: পণ্যের দাম বাজারমূল্যের সাথে উঠানামা করতে পারে; তবে, সর্বদাই আমরা বাজারমূল্যের চেয়ে কম দামে খাঁটি মানের পণ্য সরবরাহ করতে অঙ্গীকারবদ্ধ। আগে যাচাই করুন; তারপর ক্রয় করুন)
নিত্যপ্রয়োজনীয় যেকোনো পণ্য-সামগ্রী সাশ্রয়ী-মূল্যে পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।
আমাদের পণ্য আছে আপনার পাশে। মানের দিক থেকে সেরা; দামেও সাশ্রয়ী।
#উত্তরবঙ্গের_ঐতিহ্যবাহী_লাল_চাল
--> ৭০/- (১ কেজি)
(বি: দ্র: পণ্যের দাম বাজারমূল্যের সাথে উঠানামা করতে পারে; তবে, সর্বদাই আমরা বাজারমূল্যের চেয়ে কম দামে খাঁটি মানের পণ্য সরবরাহ করতে অঙ্গীকারবদ্ধ। আগে যাচাই করুন; তারপর ক্রয় করুন)
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
দেওভোগ পশ্চিম-নগর, নারায়ণগঞ্জ।
Narayanganj
Opening Hours
Monday | 09:00 - 00:00 |
Tuesday | 09:00 - 00:00 |
Wednesday | 09:00 - 00:00 |
Thursday | 09:00 - 00:00 |
Friday | 09:00 - 00:00 |
Saturday | 09:00 - 00:00 |
Sunday | 09:00 - 00:00 |
Police Line, Afaz Nagar
Narayanganj
Thanks for showing interest on 'RETRO SNEAKERS'. You will find a classy & some smokey Sneakers here
Gawsia Market, Rupgonj
Narayanganj
Since February 2020 💥 100% Original, Branded Perfume & Decant (5ml/10ml/30ml) at Best Price in BD
Narayanganj, 1400
TJ Fashion is mainly ladies clothing online shop established in 2020.We desire to fulfill your cloth