মোঃ জুয়েল হোসেন
সাবেক ছাত্রনেতা নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি মোঃ জুয়েল হোসেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি শামীম ওসমান দোয়া চাইলেন
কমিটি আসুক বা না আসুক মানুষের জন্য কাজ করতে চাই: জুয়েল হোসেন
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন বলেছেন, সকলের ঐক্যবদ্ধ করে মহানগর স্বেচ্ছাসেবকলীগকে একটি পরিবার করতে পেরেছি। একটি অনুষ্ঠান করলে আমাদের নেতা-কর্মীদের বসার জায়গা দিতে পারি না। আর অনেকে অনুষ্ঠান করলে জায়গা থাকে কিন্তু নেতা-কর্মী থাকে না। রাজনীতি করতে আসলে আগে মানুষের মুখে হাসি ফোটাঁতে হবে। কারণ, মানুষকে রাজী খুশি রেখেই আল্লাহ'র ফিদা পাওয়া যায়। অনেকে বলেছেন, আজকের সকল ইফতার সামগ্রী আমার টাকায়, কিন্তু এখানে সব আমার টাকার নয়। স্বেচ্ছাসেবকলীগের সকলে আমাকে সহযোগিতা করেছে, বিশেষ করে আমার তিন সন্তান মেয়ে ছেলে ও স্ত্রী ৩৬হাজার টাকা আমাকে দিয়েছে। ওদের বিসমিল্লাহ মাধ্যমে আমাদের আজকের আয়োজন। আমার তো তিনটি অপারেশন হয়েছে, তার পরও পরিবারের কথায় আপনাদের মাঝে কিছু দিতে পেরেছি। এর আগে শীতে কম্বল বিতরণ করেছি, আপনাদের পাশে থাকতে পারলে, আমরা শান্তি পায়।
শনিবার ৯ মার্চ চাষাঢ়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি শামীম ওসমানের পক্ষ থেকে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ইফতার সামগ্রী বিতরণকালে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, কিছু মানুষ আছে আমাদের স্বেচ্ছাসেবকলীগকে নিয়ে কিছু কথা বলে থাকে। ওই ভাইয়েদের বলতে চায়, আমরা কিন্তু পদ-পদবি আশা করি না। বার বার একটা কথা বলি, বঙ্গবন্ধু স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে, এমপি শামীম ওসমানের পাশে থেকে আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো। কমিটি আসুক বা না আসুক মানুষের গোলামী করে থাকতে চাই। আমার মামা প্রয়াত গোলাম সারোয়ার, জাকিরুল আলম হেলাল ও শাহাদাত হোসেন ভুইয় সাজনু একটি পরিবারের পাচঁটি সন্তান। এমপি শামীম ওসমানের নেতৃত্বে আমরা রাজনীতিতে পাশে থেকেছি। যারা আমাদের নিয়ে ষড়যন্ত্র ও মন্তব্য করছেন, তারা আজকের হাউজটি দেখুন। ঈদের আগে আবারো মানুষের পাশে থাকার নিদের্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাচ্চু ও সাধারণ সম্পাদক বাবু ভাই। কিছু মানুষেরা আমাদের সংগঠন নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করছেন। স্বেচ্ছাসেবকলীগ নিরব হয়নি, প্রতিনিয়ত পাড়া মহল্লায় নেতা-কর্মীদের কার্যক্রম চলমান রয়েছে।
জুয়েল হোসেন আরো বলেন, যারা থানা ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারী হয়েছেন, তাদের বলতে চাই, আপনারা মানুষদের কিছু দেয়ার চেষ্টা করেন। আপনারা আল্লাহকে খুশি করে এগিয়ে চলুন। মানুষদের দেখিয়ে অসহায়দের পাশে থাকা ঠিক নয়। আমি ও আমার পরিবার যা খাবে, মানুষকে সেই খাবার তুলে দিবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি শামীম ওসমান, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাচ্চু ও সাধারণ সম্পাদক বাবু’র জন্য সকলের কাছে দোয়া চাই। তারা অসুস্থ রয়েছে, তাদের সুস্থতা কামনা করি। নিজেদের আরামকে আমরা হারাম করে দিয়েছি। মানুষদের সেবা আমাদের সুস্থতা করে তুলে। যারা বলে আমরা কাজ করি না, তাদের মহান আল্লাহ হেদায়েত দান করুক।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক সহ-সভাপতি মানিক শেখ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জয়, সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা সাদিয়া হাসান শান্তা, স্বর্ণা, সাবেক সহ-প্রচার সম্পাদক উজ্জল চন্দ্র দে, সাবেক সমাজ কল্যাণ সম্পাদক এস আলম রাসেল, সাবেক শিক্ষা ও মানব সম্পদ এমি আহাম্মেদ, সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক সজিব মোল্লা, সুমন ভুইয়া, ২২নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা এস এ রানা, সিনিয়র সদস্য মীর মনির, ১১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাবেদ হোসেন, ১৩নং ওয়ার্ড সভাপতি রাকিব হাসান, সুমন, সুলতান, নয়ন, ১৪নং ওয়ার্ড সভাপতি সুমন ও রাজিব, ২০নং ওয়ার্ড সভাপতি আব্দুর খালেক ও সাধারণ সম্পাদক জামান মিয়া, আবুল বাশার, ১৯নং ওয়ার্ড সভাপতি সালাম, ২২নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক রাজন, ওয়ার্ড আফসার সিকদার, নয়ন শেখ, লিটন, লিটন, কাশেম, পিপল, সুমন, সুলতান, নয়ন, মেরাজ, শাকিল, অহিদ, প্রমিত।
বিএনপির রাজনীতির রাজনৈতিকভাবে অপমৃত্যু ঘটেছে : জুয়েল নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন বলেছেন, আমাদের নেতা একেএম শামীম ওসমানের নেতৃত্বে আমরা .....
স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সাচ্চু’র মায়ের রোগমুক্তি কামনায় জুয়েলের উদ্যোগে দোয়া নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে সাবেক সভাপতি মো. জুয়েল হোসেনের উদ্যোগে কেন্দ্রীয় কমিটির সভা....
নারায়ণগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্বাচনী সমাবেশে আগমনে গনমানুষের নেতা জননেতা আলহাজ্ব এ.কে.এম শামীম ওসমান মহোদয় ভাইয়ের পক্ষ থেকে জানাই লাল গোলাপের রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন।
আলহামদুলিল্লাহ
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সংগঠনের সাবেক সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আলোর বাতিঘর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নারায়নগঞ্জ-৪ আসনে আমাদের প্রানপ্রিয় অভিভাবক নেতা জননন্দিত জননেতা আলহাজ্ব এ.কে.এম শামীম ওসমান মহোদয় কে আবার ও মনোনয়ন দিলেন বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া জননেত্রী শেখ হাসিনা।
অভিনন্দন।
আলহামদুলিল্লাহ
নারায়ণগঞ্জের প্রান পুরুষ আমাদের অভিভাবক জননেতা আলহাজ্ব এ.কে.এম শামীম ওসমান মহোদয় ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সংগঠনের সাবেক সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আলোর বাতিঘর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ঢাকা -০৮ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী প্রিয় সাংগঠনিক অভিভাবক জননেতা কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম ভাই কে মনোনয়ন দিলেন বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া জননেত্রী শেখ হাসিনা।
মনোনয়ন ফরম জমা দিলেন শামীম ওসমান আমার নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন শামীম ওসমান। মঙ্গলবার (২১ নভেম্বর) দু....
আঙুলের ছাপ দিয়েই খুলে যাচ্ছে মোবাইলের লক, গেটের তালা,অফিসের উপস্থিতি, ফিঙারপ্রিন্ট নিয়েই যাচাই করা যাচ্ছে কে অপরাধী, এই ফিঙারপ্রিন্ট ডিটেকশান সিস্টেম প্রথম কে আবিষ্কার করেছিল জানেন?
তিনি ছিলেন একজন বাঙালী,নাম খান বাহাদুর কাজী আজিজুল হক।বাড়ি খুলনা জেলার কসবার পায়গ্রামে।কাজ করতেন তৎকালীন বেঙল পুলিশে।
ফিঙারপ্রিন্ট নিয়ে অনেকেই আগে কাজ করেছেন কিন্তু এর প্র্যাকটিক্যাল ইউজ কি,কিভাবে যাচাই করা যায়,কিভাবে ফিঙারপ্রিন্ট দিয়ে আলাদা করা যায় মানুষকে সেটা প্রথম আবিষ্কার করেন আমাদের দেশের কাজী আজিজুল হক।
ব্রিটিশ আমলে বেঙল পুলিশের আইজি ছিলেন এডওয়ার্ড রিচার্ড হেনরি। তিনি ফিঙ্গারপ্রিন্ট নিয়ে গবেষণার জন্য নিয়োগ করেন দুই বাঙালী প্রতিভাকে, একজন গণিতবিদ কাজী আজিজুল হক, আরেকজন হেম চন্দ্র বোস।
কাজী আজিজুল হক ও হেমচন্দ্র বোস ৭০০০ ফিঙ্গারপ্রিন্ট এর এক বিশাল সংগ্রহ গড়ে তোলেন। অনেক পরিশ্রম করে একটা গাণিতিক সূত্র দাড়া করলেন যেটা দিয়ে ফিঙারপ্রিন্ট যাচাই এর মাধ্যমে মানুষ সনাক্ত করা যায়।আধুনিক বিজ্ঞানের এক বিশাল বড় আবিষ্কার। এই পদ্ধতির নাম হওয়া উচিত ছিল "বোস-হক আইডেন্টিফিকেশান সিস্টেম"। কিন্তু ওখান থেকেই ইংরেজদের বেঈমানী শুরু।
পুলিশের আইজি হেনরী সাহেব এবার সবার কাছে প্রচার করা শুরু করলেন যে এই ফিঙারপ্রিন্ট ডিটেকশন সিস্টেম আবিষ্কার করেছেন উনি নিজেই। এমন কি কাজী আজিজুল হক-কে কোন রকম স্বীকৃতি দিতেই অস্বীকার করলেন। তিনি চুপি চুপি একটা পেপার পাবলিশ করেও ফেললেন নিজের নামে।ব্যাস, বাংলাদেশের কাজী আজিজুল হক আবিষ্কৃত সিস্টেম এর নাম হয়ে গেল "হেনরী ক্লাসিফিকেশন সিস্টেম"
"হেনরি ক্লাসিফিকেশন সিস্টেম " এখন জগৎ বিখ্যাত, মোবাইলের টাচে, অফিসে, অপরাধী সনাক্তকরণে বলতে গেলে যত্ত জায়গায় ফিঙারপ্রিন্ট ব্যবহৃত হচ্ছে, তত জায়গায় এই হেনরি ক্লাসিফিকেশন সিস্টেম-ই ব্যবহার করা হচ্ছে। কাজ করে গেল আমার দেশের সূর্য্য সন্তান, কিন্তু নাম হচ্ছে এক বেঈমান ব্রিটিশ এর।
যদিও কিছুদিন আগে ব্রিটেনের "দ্যা ফিঙারপ্রিন্ট সোসাইটি" চালু করেছে "The Fingerprint society Azizul Huque & Hemchandra Bose prize"।ওদিকে যে সিস্টেমের নাম হতে পারত "হোক-বোস সিস্টেম " তা আজ-ও "হেনরি ক্লাসিফিকেশন সিস্টেম"-ই রয়ে গেছে।আর অজানায় থেকে গেছেন আমাদের আজিজুল হক।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সম্মেলন ৩১ জুলাই ২০২৩ ইং
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Telephone
Website
Address
Narayanganj
MR Narayanganj Place 4 Men fejix Mr ali Roton budy building place 3 � Mr Narayanganj body building � place 3. Mr Dhaka men Fejix place 6.Mr V I P Men fejix Champion � Bangabandhu I...
Dhaka Sylhet Highway Road
Narayanganj, 1464
Hi. this is nill pori . I'm fb vlogger I. have a FB page please follow me to get my videos every time !
Narayanganj, 1432
This page is dedicate to entertainment ,specially we makes videos of entertainment .if you are entreing entertainment videos than this is the right page for you