RAZIB Electronics and studio
আলহামদুলিল্লাহ
এত মানুষিক চাপ নিয়ে কী লাভ.!
বয়স যখন ৪০ পার হয় তখন উচ্চ শিক্ষিত আর
নিম্ন শিক্ষিত সবাই সমান,
বয়স যখন ৫০ পার হয় তখন কালো ফর্সা সবই সমান,
কার চেহারা সুন্দর,দেখতে কে স্মার্ট
এটা নিয়ে আর কেউ ভাবেনা...
বয়স যখন ৬০ পার হয় তখন উচ্চ পজিশনে চাকুরী আর
নিম্ন পজিশনে চাকুরী
এটা আর কোন ব্যাপার নয়।
এমনকি একজন পিয়নও অবসরে
যাওয়া বসের দিকে তাকায়না...
বয়স যখন ৭০ তখন আপনার বড় ফ্ল্যাট,
বড় বাসা কোন গর্বের বিষয় নয় বরং বাসা বড় হলে
সেটা মেন্টেন করাই কঠিন হয়ে পড়ে,
ছোট একটি রুম হলেই আপনার চলে...
বয়স যখন ৮০ তখন আপনার টাকা থাকলে যা না থাকলেও তা।
আপনার টাকা খরচ করার ইচ্ছা হলে
সেটা খরচ করার জায়গাও খুঁজে পাবেননা...
বয়স যখন ৯০ আপনার ঘুমানো আর জেগে থাকা একই,
আপনি জেগে ওঠার পর কি করবেন আপনি নিজেও জানেননা....
বয়স যখন ১০০ তখন আপনার বেঁচে থাকা আর
বেঁচে না থাকা এতে কিছুই যায় আসে না।
পৃথিবীবাসী আপনাকে নিয়ে আর ভাবেনা......
জীবনের মানে টা এতটুকুই...
এর বেশি কিছুই না... এত চাপ নিয়ে,
লোভ করে, হিংসা দেমাগ করে
টাকা-পয়সার গৌরব অহংকার এবং
অযথা মানুষের ক্ষতি করে লাভ কী???
সময়টা ভালো কাজে লাগান,পৃথিবীটা আপনার জন্য সুন্দর হয়ে যাবে।
আল্লাহ আমাকে ক্ষমা করে দিন..
এই মিছে দুনিয়ার পাপাচার থেকে আমাকে হেফাজত করুন..
আমিন..
(Collected )
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Narsingdi