Narsingdi Business Consultancy Firm "নরসিংদী বিজনেস কনসালটেন্সি ফার্ম"
We provide all kind of consultancy related to
#TAX (Individual/Company),
#VAT,
#Customs,
#Bond,
#Co
The Customs Act 1969 এর Section 156(1) এর Table এর ক্রমিক নং ১৪ বিষয়ে (পণ্য আমদানির ক্ষেত্রে অসত্য ঘোষণা বিষয়ে) জাতীয় রাজস্ব বোর্ডের নতুন রুলিং প্রদান।
বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধন (ডিজিটাল বিজনেস আইডেন্টিটি বা ডিবিআইডি) ছাড়া ইচ্ছামতো ওয়েবসাইট বা ফেসবুকে পেজ খুলে আর ব্যবসা করা যাবে না।
Advertisement
নিবন্ধন ছাড়া অনলাইনে ব্যবসা করলে ১ বছরের জেল (কারাদণ্ড) বা ৫ লাখ টাকা জরিমানা দিতে হবে। এছাড়া অনলাইনে পণ্যের মিথ্যা তথ্য দিলে ৩ বছরের জেল বা ৫ লাখ টাকা জরিমানা করা হবে। একইসঙ্গে অনুমতি ছাড়া ওয়ালেট বা ক্যাশ ভাউচার তৈরি করলে ৬ মাসের জেল বা দুই লাখ টাকা জরিমানা করা হবে।
এসব বিধান রেখে ডিজিটাল বাণিজ্য আইন-২০২৩ এর খসড়া তৈরি করা হয়েছে।
https://www.jugantor.com/todays-paper/last-page/638611/%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%A8-%E0%A6%9B%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BE-%E0%A6%85%E0%A6%A8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A7%A7-%E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0-%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2
৩১ শে জানুয়ারি ২০২৩ শেষ হচ্ছে কোম্পানী করদাতার Return of Withholding Tax এর সময়সীমা।
আয়কর অধ্যাদেশের ৭৫এ ধারা (Return of withholding Tax) অনুযায়ী প্রতি অর্থবছরের জন্য কোম্পানীর করদাতাদের নিম্নলিখিত তারিখের মধ্যে বছরের প্রথম উৎস করের রিটার্ন দাখিল করতে হবে।
উৎস কর কর্তন/সংগ্রহের সময় (১লা জুলাই হতে ৩১ ডিসেম্বর পর্যন্ত) উৎস করের রিটার্ন দাখিলের শেষ তারিখ পরবর্তী পঞ্জিকা বছরের ৩১ জানুয়ারির মধ্যে অন্য তাই আইনত জরিমানার বিধান রয়েছে।
মোঃ আল-আমিন
জাতীয় রাজস্ব বোর্ড নিবন্ধিত আয়কর ও ভ্যাট কনসালটেন্ট।
01920-932103
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনাল এখন থেকে নতুন ঠিকানায় কাযক্রম চালু করেছে।
মূসক পরামর্শক লাইসেন্স ২০২৩ এর জন্যে আবেদন শুরু হয়েছে।
মূসক পরামর্শক লাইসেন্স পরীক্ষার্থীদের জন্য।
এক নজরে মূসক পরামর্শক লাইসেন্স
⭐ যোগ্যতা:
📮প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে;
📮বয়স অন্যূন ২৫ বছর হতে হবে;
📮স্নাতক বা সমমানের ডিগ্রী;
⭐অযোগ্যতা:
📮 সরকার বা কোন স্থানীয় কর্তৃপক্ষের অধীনে চাকুরীরত ব্যক্তি;
📮সরকারী, আধা-সরকারী, স্বায়ত্ত্বশাসিত,
স্থানীয় কর্তৃপক্ষের অধীনে চাকুরি হতে অপসারিত, বরখাস্তকৃত, বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কোন ব্যক্তি;
📮ফৌজদারি অপরাধে সাজাপ্রাপ্ত ব্যক্তি, ৫ বছর অতিবাহিত না হলে;
📮ইতঃপূর্বে যাদের মূসক পরামর্শক, C&F, ফ্রেইট ফরোয়ার্ডার্স, কুরিয়ার সার্ভিস এজেন্ট, শিপিং এজেন্ট বা আয়কর লাইসেন্স বাতিল হয়েছে তারা আবেদনের অযোগ্য হবেন
⭐ আবেদনের সাথে সংযুক্ত দলিলাদিঃ
📮বয়স নির্ধারণের জন্য এসএসসি বা সমমানের পরীক্ষার সনদ;
📮পাসপোর্ট আকারের ছবি ( ৩ কপি) ;
📮সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সনদের কপি;
📮জাতীয় পরিচয়পত্রের কপি;
📮পরীক্ষার ফি বাবদ ৫,০০০/- টাকার পে অর্ডার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমীর অনুকূলে;
⭐ আবেদন:
www.vat.gov.bd ওয়েবসাইট এ অনলাইনে আবেদন করতে হবে।
যাদের ইউজার আইডি আছে তাদের লগইন করে আর যাদের নেই সাইন আপ করে নতুন আইডি খোলে লগইন করে Forms থেকে Add Form থেকে Mushok 18.1 ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে সাবমিট করে পে- অর্ডার সহ সকল দলিলাদি
মহাপরিচালক - কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি চট্রগ্রাম এ ডাকযোগে প্রেরণ করতে হবে।
⭐ পরীক্ষা:
📮মহাপরিচালক সুবিধাজনক সময়ে নির্ধারিত সিলেবাস অনুযায়ী পরীক্ষা গ্রহণ করিবেন;
📮লিখিত(১০০ নম্বর) ও মৌখিক(৫০ নম্বর) পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম ৫০% নম্বর পেতে হবে।
📮ট্রেনিং একাডেমির মহাপরিচালক ১৫ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করে যোগ্য প্রার্থীদের তালিকা বোর্ডে প্রেরণ করবেন এবং উত্তীর্ণ প্রার্থীদের মূসক নিবন্ধন গ্রহণ করিতে হবে;
📮মহাপরিচালক মূসক-১৮.১ক ফরমে মূসক পরামর্শক লাইসেন্স প্রদান করবেন।
☀️ ব্যতিক্রম: মূসক বিভাগে ৯ম গ্রেডের নিম্নে নহেন এমন পদে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন অবসর প্রাপ্ত কর্মকর্তা বা ৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন চার্টার্ট একাউন্টেড বা চার্টার্ট সেক্রেটারিগনকে আবেদন যথাযথ প্রাপ্তি সাপেক্ষে(পরীক্ষা ব্যতিরেকে) মূসক পরামর্শক লাইসেন্স প্রদান করা যাইবে।
🔘 নোট: আবেদনের সময় প্রার্থীর মূসক নিবন্ধন না থাকলেও চলবে, তবে পরীক্ষায় উত্তীর্ণ হলে নিবন্ধন নিয়ে সার্টিফিকেট নিতে হবে।
প্রয়োজনে
মোঃ আল-আমিন
জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক সনদ প্রাপ্ত ভ্যাট কনসালটেন্ট ও আয়কর উপদেষ্টা।
01920932103 , 01619088880 (Zibon)
২০২২-২০২৩ কর বছরের জন্য ৩০ নভেম্বর ২০২২ তারিখ হচ্ছে কর দিবস অর্থাৎ রিটার্ন দাখিলের সর্বশেষ তারিখ। একজন ব্যক্তি করদাতাকে ১ জুলাই ২০২২ থেকে ৩০ নভেম্বর ২০২২ তারিখের মধ্যে ২০২২-২০২৩ কর বছরের রিটার্ন দাখিল করতে হবে।
আয়কর আইনের গুরুত্বপূর্ণ পরিবর্তন- নির্ধারিত সময়ের অর্থাৎ (৩০শে নভেম্বর এর মধ্যে আয়কর রিটার্ন জমা না দিলে আয়কর রেয়াতের হার হবে ৭.৫%
বিভিন্ন দপ্তর হতে ৩৮ টি শ্রেণীর সেবা পেতে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ দেওয়া বাধ্যতামূলক।
শেষ সময়ে অতিরিক্ত ভিড় এড়াতে আগেই আয়কর রিটার্ন জমা দিন।
জরিমানা ও বিলম্ব সুদ এড়াতে নির্ধারিত সময়ের মধ্যে আপনার আয়কর রিটার্ন জমা দিন।
মোঃ আল-আমিন
NBR সার্টিফাই আয়কর ও ভ্যাট পরামর্শক
01920932103
বিভিন্ন দপ্তর হতে নিচের ৩৮ টি শ্রেণীর সেবা পেতে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ দেওয়া বাধ্যতামূলক।
শেষ সময়ে অতিরিক্ত ভিড় এড়াতে আগেই আয়কর রিটার্ন জমা দিন।
জরিমানা ও বিলম্ব সুদ এড়াতে নির্ধারিত সময়ের মধ্যে আপনার আয়কর রিটার্ন জমা দিন।
মোঃ আল-আমিন
NBR সার্টিফাই আয়কর ও ভ্যাট পরামর্শক
01920932103
মূসক পরামর্শক লাইসেন্স পরীক্ষা ২০২২ এর লিখিত পরীক্ষা আগামী ১৬ সেপ্টেম্বর ( শুক্রবার)। পরীক্ষার বিজ্ঞপ্তি ও রোল নাম্বার প্রকাশিত হয়েছে।
আমদানি - রপ্তানি লাইসেন্স ও বিভিন্ন সেবার নতুন ফি নির্ধারন করেছে সরকার যা ১ সেপ্টেম্বর, ২০২২ থেকে কার্যকর হবে।
*** জুনিয়র আবশ্যক-ফুল টাইম***
Location- সেগুনবাগিচা
কাজ- ভ্যাট, ট্যাক্স
শিক্ষাগত যোগ্যতা- স্নাতক
সুযোগ-সুবিধা: আলোচনা সাপেক্ষে।
Send Your CV- [email protected]
★★ট্রেড লাইসেন্স নবায়ন কি?
ট্রেড লাইসেন্স নবায়ন একটি নিয়মিত প্রক্রিয়া। একটি লাইসেন্সের মেয়াদ এক বছর ।
এর মেয়াদকাল শেষ হওয়ার তিন মাসের মধ্যে নবায়ন করতে হবে।
এ জন্য আগের ট্রেড লাইসেন্স নিয়ে দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সাথে। দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক কর কর্মকর্তা নবায়নকৃত লাইসেন্স টি দেখে কোন সমস্যা থাকলে জানাবেন অথবা কোথায় কত টাকা দিতে হবে তা বলে দিবেন ( এখন অনেক ক্ষেত্রেই সরাসরি ব্যাংকে গিয়ে টাকা জমা দিলেই হয়ে যায় ) ।
★★ট্রেড লাইসেন্স যদি এক বা একাধিক বছর হালনাগাদ করা না হয়, তাহলে কি ট্রেড লাইসেন্স বাতিল হয়ে যাবে ?
প্রতি বছর ট্রেড লাইসেন্স হালনাগাদ করা হয় যাতে করে ট্রেড লাইসেন্স এর কার্যকারিতা বহাল থাকে এবং আপনার ব্যবসার বৈধতা বজায় থাকে । তারমানে আপনি যদি ট্রেড লাইসেন্স হালনাগাদ না করেন তাহলে আপনার ব্যবসার বৈধতার অন্যতম যে ডকুমেন্ট সেটি তার কার্যকারিতা হারাবে তবে আপনার ট্রেড লাইসেন্স বাতিল হয়ে যাবে না।
এছাড়া ট্রেড লাইসেন্স হালনাগাদ না করার জন্য ট্রেড লাইসেন্স অথরীটি চাইলে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে । সেক্ষেত্রে আপনাকে জরিমানা প্রদান করে ট্রেড লাইসেন্স হালনাগাদ করতে হবে ।
★★ট্রেড লাইসেন্স নবায়ন না করলে কি হবে?
আপনি যদি আপনার ট্রেড লাইসেন্স নবায়ন (Renew) না করেন, তাহলে আপনার ট্রেড লাইসেন্স এর বিপরীতে প্রতি মাসে আপনার ট্রেড লাইসেন্স ফি এর ১০% হারে জরিমানা যুক্ত হতে থাকবে অর্থাৎ পরবর্তীতে ট্রেড লাইসেন্স হালনাগাদ করতে গেলে বছরে ১২০% জরিমানা দিতে হবে ।
★★ নবায়ন ফি কত হতে পারে ও কত দিন লাগে?
লাইসেন্স নবায়ন ফি নতুন লাইসেন্স ফির সমান এবং তার সাথে যুক্ত হয় ৩০০০ টাকা যা উৎসেকর হিসেবে দিতে হয় । আর এটি ১ থেকে ৩
কার্যদিবসের মধ্যেই হয়ে যায়।
★★ট্রেড লাইসেন্স হালনাগাদের সময়সীমা ?
আপনার লাইসেন্সটি জুনের ৩০ তারিখেই মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে ।
সাধারণত ১লা জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের পর্যন্ত বিনা জরিমানায় লাইসেন্স নবায়নের সুযোগ থাকে। এর মধ্যে লাইসেন্স নবায়ন না করলে এর সঙ্গে যুক্ত হবে ৩০ শতাংশ সারচার্জ ( জরিমানা ) এবং এর পরে প্রতি মাসে ১০% হারে জরিমানা যুক্ত হতে থাকবে ।
★★ট্রেড লাইসেন্স বন্ধ করতে হলে কি করতে হবে ?
কেউ ব্যবসা বন্ধ করে ট্রেড লাইসেন্স সারেন্ডার করতে চাইলে তার সে সুযোগ আছে । তবে যে বছর নবায়ন সম্পন্ন রয়েছে, ঐ বছরে জুনের মধ্যে করলে কোন খরচ নেই।
তবে জুনের পরে করলে অবশ্যই নবায়ন করে ( জরিমানা থাকলে পরিশোধ করে ) ব্যবসার ইতি টানতে হবে। অন্যথায় কর্পোরেশন তার বিরুদ্ধে মামলা করার এখতিয়ার রাখে।
৩১ শে জুলাই ২০২২ শেষ হচ্ছে কোম্পানি
করদাতার Return of Withholding Tax এর সময়সীমা।
আয়কর অধ্যাদেশের ৭৫এ ধারা (Return of withholding Tax) অনুযায়ী প্রতি অর্থবছরের জন্য নিম্নলিখিত তারিখের মধ্যে বছরের ২য় উৎস করের রিটার্ন দাখিল করতে হবে।
নতুন আয়কর আইন অনুযায়ী ৪০ টি সেবা নিতে হলে আয়কর জমার স্লিপ বা প্রত্যায়ন পত্র জমা দিতে হবে এরই অংশ হিসেবে ব্যাংকগুলো গ্রাহকদের কাছে ট্যাক্স রিটার্ন জমা স্লিপ জমা দিতে এসএমএস পাঠাচ্ছে! রিটার্ন জমার স্লিপ না দিলে উৎসে কর কর্তনের হার প্রচলিত হারের ৫০% বেশি করে প্রয়োগ করা হবে।
তাই সঠিক সময়ে আপনার আয়কর রিটার্ন জমা দিয়ে স্লিপ ও প্রত্যায়ন পত্র সংগ্রহ করুন।
প্রয়োজনে
মুহাম্মদ আল-আমিন
#আয়কর ও #ভ্যাট উপদেষ্টা
01920932103
সিটি কর্পোরেশন এলাকায় বাড়ির হোল্ডিং ট্যাক্স যেভাবে নির্ধারণ করা হয়ঃ
বাড়ির হোল্ডিং ট্যাক্স নিয়ে সিটি কর্পোরেশন এর ইনেসপেক্টরের সাথে অসামঞ্জস্যপূর্ণ হিসাব যেন না হয়। সেজন্য একবারের জন্য হলেও সবাই হিসাবটা মিলিয়ে নিন।
আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ১৮৪এ ২০২২-২০২৩ কর-বর্ষ পরিবর্তন হওয়ায় সঞ্চয়পত্র বিনিয়োগে আবশ্যিকভাবে লাগছে:
** সঞ্চয়পত্র ৫ লক্ষ টাকার উপরে আয়কর রিটার্ন জমার প্রমাণ পত্র হিসেবে প্রাপ্তি স্বীকারপত্র (একনলেজমেন্ট স্লিপ) অথবা আয়কর প্রত্যয়ন পত্র (ট্যাক্স সার্টিফিকেট) লাগবে।
আয়কর রিটার্ন, আয়কর মামলা সহ আয়কর বিষয়ক যেকোনো পরামর্শ ও সহযোগিতা পেতে যোগাযোগ করতে পারেন।
মুহাম্মদ আল-আমিন
আয়কর,ভ্যাট,কাস্টমস ও কোম্পানি ল' উপদেষ্টা
০১৯২০৯৩২১০৩
নতুন বিদ্যুৎ সংযোগ নিতে টিআইএন সাটিফিকেট বাধ্যতামূলক দিতে হবে এই বিষয় এ নির্দেশনা।
ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদুল আযহা বয়ে আনুক সবার জীবনে অনাবিল আনন্দ, সুখী সুন্দর জীবন।
সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক।
সয়াবিন ও পাম তেলের উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
ভ্যাট, ট্যাক্স ও কাস্টমস ট্রেইনিং হাউজ এর পক্ষ থেকে E-Club - Entrepreneurs Club of Bangladesh E-Club - Entrepreneurs Club of Bangladesh এর পরিচালনা পরিচালনা পর্ষদ প্রেসিডেন্ট Mohammad Shahriar Khan সিনিয়র ভাইস প্রেসিডেন্ট Maruf Leakat এবং সাধারণ সম্পাদক Kamrul Hasan ওয়ার্কশপ কমিটি Fahmida Ahamed Lucky Aman Chayan Saha সহ সকলকে ও সকল সদস্যদের Entrepreneurs Workshop for Business Legal Documents এর মত একটা ওয়ার্কশপ এর আয়োজন করার জন্য যা একজন সচেতন ও সফল উদ্যোক্তা হওয়ার জন্য খুবই জরুরী । ধন্যবাদ সকল ট্রেইনারদের কে (Shahana Mishu , Mohsena Munna , Sheikh Abul Hashem) আপনাদের পরিশ্রম একটি সফল ওয়ার্কশপ এর বাস্তবায়ন। যারা ট্রেইনিং নিয়েছেন আপনাদের উপস্থিতি ওয়ার্কশপকে স্বার্থক করেছে।
আশাকরি এই আয়োজন কিছুটা হলেও একজন উদ্যোক্তা পথ চলা কে সহজ করে দিবে।
ধন্যবাদ ভ্যাট, ট্যাক্স ও কাস্টমস ট্রেইনিং হাউজ কে এর অংশীদার করার জন্য ।
ধন্যবাদান্তে
মুহাম্মদ আল-আমিন
(আয়কর, ভ্যাট, কাস্টমস ও কোম্পানি ল' উপদেষ্টা)
প্রধান নির্বাহী
ভ্যাট, ট্যাক্স ও কাস্টমস ট্রেইনিং হাউজ
Founder- Amin Business Consulting
Narsingdi Business Consultancy Firm "নরসিংদী বিজনেস কনসালটেন্সি ফার্ম"
+8801920932103
সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের প্রতি বছর আয়কর রিটার্নের সঙ্গে তাদের কর সনদপত্রের একটি অনুলিপি জমা দিতে হয়। বাংলাদেশ ব্যাংক, সঞ্চয় অধিদফতর এবং সঞ্চয়পত্র বিক্রিকারী ব্যাংকগুলো গ্রাহকদের এই সনদপত্র দেয়। সঞ্চয়পত্রে বিনিয়োগকৃত অর্থের সুদ থেকে উৎসে কর কেটে নেওয়া হয়েছে বলে সনদে উল্লেখ করা হয়।
সনদ পেতে এই নিদেশনা অনুসরণ করুনঃ
এনবিআর এর কর্মকর্তা-কর্মচারীদের প্রতি মিডিয়ায় বক্তব্য দেওয়ার বিষয় এ অফিস আদেশ।
আমদানি ও রপ্তানি সংক্রান্ত ব্যবসা করছেন? আপনার জন্য আমদানি-রপ্তানি সংক্রান্ত সকল শর্ত ও সমাধান নিয়ে এল.....
“সবার আমদানি-রপ্তানি নীতি”
পণ্যের আমদানিযোগ্যতা ও রপ্তানিযোগ্যতা আছে কিনা তার উপর নির্ভর করে পণ্যের আমদানি রপ্তানি। এমনকি আমদানি রপ্তানি সংক্রান্ত ব্যবসা এই নীতির উপর নির্ভরশীল। আমদানি ও রপ্তানি নীতি অনুযায়ী পণ্যের আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ হয়। বলা হয় আমদানি রপ্তানি নীতি না জানলে কাস্টমস এর কোন আইন জেনে লাভ নেই।
পাঠকের জিজ্ঞাসিত প্রশ্নের আলোকে এবার সাজানো হয়েছে বইটি। এছাড়াও এলসি খোলার পদ্ধতিসহ শর্তযুক্ত পণ্যের সনদের নমুনা দেয়া হয়েছে।
প্রায় ৪০০ টি প্রশ্নের উত্তর এতে সংযোজন করা হয়েছে। আশা করি আপনার কাঙিক্ষত প্রশ্নের উত্তর পাওয়া যাবে।
আমদানি-রপ্তানি সংক্রান্ত ব্যবসা করছেন? আপনার জন্য-
“সবার আমদানি-রপ্তানি নীতি”
মূল্য: ৪০০ (চার শত) টাকা মাত্র।
অর্ডার দিতে যোগাযোগ: 01710220810
সম্মানিত ব্যক্তিগত আয়কর রিটার্ন দাখিল কারীদেরকে জানানো যাচ্ছে আগামী ৩০শে জুন ২০২২ আয়কর ২০২১-২০২২ বৎসর শেষ হয়ে যাবে। সুতরাং এখনি সময় আপনি আপনার কর বৎসর কত মোট ইনকাম হবে বা হয়েছে তার একটা আগাম কর কত হতে পারে তা গণনা করিয়ে নিতে পারেন এবং কোন কোন খাতে বিনিয়োগ করলে কর রেয়াত নিতে পারবেন।
আপনি জানেন কি? আপনি নিজেই আপনার আয়কর হ্রাস করতে পারেন!!! কিভাবে এজন্য আপনাকে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত খাতে আগামী ৩০ শে জুন এর মধ্যে বিনিয়োগ করতে হবে। আয়কর অধ্যাদেশ ১৯৮৪ অনুযায়ী একজন করদাতা সাধারণত তার করযোগ্য আয়ের উপর সর্বোচ্চ ২৫% বিনিয়োগ সুবিধা পেয়ে থাকেন এবং তার সেই বিনিয়োগ-কৃত টাকার উপর ১৫% অথবা ১০% হারে কর রেয়াত/ ছাড় পেয়ে থাকেন। কিন্তু সেজন্য আপনাকে জানতে হবে কোথায় কোথায় বিনিয়োগ করলে আপনি তার উপর আয়কর রেয়াত পাবেন।
তাহলে চলুন জেনে নেই কোথায় বিনিয়োগ করলে আপনার আয়করের উপর রেয়াত পাবেন:
০১) পুঁজি বাজারে নিবন্ধিত কোন শেয়ার, মিউচুয়াল ফান্ড অথবা ডিবেঞ্চার-এ;
০২) বাংলাদেশ সরকার কর্তৃক ইস্যুকৃত ট্রেজারি বন্ড এ;
০৩) কোন শিডিউল ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানে বাৎসরিক সর্বোচ্চ ৬০,০০০ টাকা পর্যন্ত ডিপিএস এ;
০৪) জীবন বীমা প্রিমিয়াম এ;
০৫) রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত সেভিং সার্টিফিকেট/ সঞ্চয়পত্রে;
০৬) স্বীকৃত প্রভিডেন্ট ফান্ডে কন্ট্রিবিউশন ইত্যাদি।
০৭) কোন দাতব্য চিকিৎসালয় যেটা সিটি কর্পোরেশনের বাইরে অবস্থিত। তবে সেখানে অনুদান-কৃত টাকা অবশ্যই সেই চিকিৎসালয় স্থাপনের এক বছর পরে হতে হবে।
০৮) সমাজ কল্যাণ অধিদপ্তরের অনুমোদিত কোন প্রতিষ্ঠান যেটা প্রতিবন্ধী মানুষের কল্যাণের জন্য প্রতিষ্ঠিত হয়েছে। তবে এক্ষেত্রেও প্রতিষ্ঠানটি স্থাপনের এক বছর পরে অনুদান-কৃত টাকা হতে হবে।
০৯)। যাকাত ফান্ড অর্ডিন্যান্স ১৯৮২ দ্বারা প্রতিষ্ঠিত যাকাত ফান্ডে অনুদান-কৃত টাকা।
১০) বাংলাদেশে আগা খান উন্নয়ন কর্মসূচী-এর অধীনে প্রতিষ্ঠিত কোন আর্থ-সামাজিক বা সাংস্কৃতিক উন্নয়নমূলক প্রতিষ্ঠানে দানকৃত টাকা।
১১) সরকার কর্তৃক অনুমোদিত জনকল্যাণমূলক বা শিক্ষামূলক প্রতিষ্ঠানে অনুদান-কৃত টাকা।
১২) মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের জন্য জাতীয় পর্যায়ে কোনও প্রতিষ্ঠানে অনুদান-কৃত টাকা।
১৩) জাতির পিতার স্মৃতি সংরক্ষণের জন্য জাতীয় পর্যায়ে কোনও প্রতিষ্ঠানে অনুদান-কৃত টাকা।
উপরে বর্ণিত খাতে অনুদানের পূর্বে অবশ্যই প্রতিষ্ঠানটি জাতীয় রাজস্ব বোর্ডের অনুমোদিত কি না তা নিশ্চিত হয়ে নিবেন। তা না হলে আপনি আয়কর রেয়াত পাবেন না।
বি. দ্র.: ২০২২ -২০২৩ কর-বর্ষের আয়কর রেয়াত পেতে ৩০শে জুন ২০২২ ইং এর মধ্যে বিনিয়োগ করতে হবে।
আপনার ২০২১-২০২২ আয় বছরের এগারো (১১) মাস ইতিমধ্যে চলে গেছে। আপনার আয়কর হ্রাস/কমানোর জন্য আপনার অভীষ্ট বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করুন এবং ৩০ জুন ২০২২ এর আগে আপনার বিনিয়োগ করুন।
আমাদের সেবা সমূহ-
#আয়কর (ব্যক্তিগত ও কোম্পানি) রিটার্ন, আপীল, ট্রাইব্যুনালসহ নিয়মিত কাজ সমূহ
#ভ্যাট/ মূসক সংক্রান্ত নিবন্ধন, উপকরণ-উৎপাদ সহগ প্রস্তত ও জমা প্রদান করা, রিটার্ন, ভ্যাট সম্পর্কিত সকল বই রক্ষণাবেক্ষণে সহায়তা করা, আপীল, ট্রাইব্যুনাল নিয়মিত কাজ সমূহ
#কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠান গঠন সম্পর্কিত লিমিটেড কোম্পানির মেমোরেন্ডাম অব এসোসিয়েশন ও আর্টিকেল অব এসোসিয়েশন প্রস্তত,গুরুত্বপূর্ণ দলিলাদির সার্টিফাই কপি সংগ্রহ,শেয়ার ট্রান্সফার ও মূলধন পরিবর্তন, পার্টনারশিপ ফার্মের রেজিস্ট্রেশন , RJSC রিটার্ন প্রস্তত ও দাখিল, সোসাইটি রেজিস্ট্রেশন।
#কাস্টমস এক্সপোর্ট এবং ইমপোট লাইসেন্স, পণ্য খালাস এক্সপোর্ট - ইমপোট সংক্রান্ত সহায়তা- এর ব্যাপারে সহযোগিতা করা,ব্যাক টু ব্যাক এলসির ব্যাপারে সাহায্য করা, এলসির বিপরীতে এ ব্যাংক লোণ নিতে সাহায্য করা, আপীল, ট্রাইব্যুনাল।
#বন্ড ( লাইসেন্স, অডিট, এইচএস কোড, মেশিনারি সংযোজন, প্রাপ্যতা ইত্যাদি)
#অ্যাকাউন্টিং সেবা প্রদান করা।
ফাইনান্স
#লাইসেন্স (ট্রেড, মার্ক, প্যাটেন্ট কপি রাইট, আমদানি ও রপ্তানি (IRC & ERC) বি এস টি আই (BSTI) এবং আই এস ও (ISO),বিডা (BIDA) , পরিবেশ অধিদপ্তর এবং ফায়ার ছাড়পত্র প্রাপ্তিতে সহায়তা প্রদান করা ইত্যাদি
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Narsingdi
1600
80/5, West Brahmandi
Narsingdi
VAT, Income Tax, Audit, IRC, ERC, RJSC etc services are available.