Insane Afdal Madrasa

Modern Institution for developing Great and safe Human being for here and hereafter.

08/12/2022

حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ، نِعْمَ الْمَوْلَىٰ وَنِعْمَ النَّصِيرُ

উচ্চারণ : হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল, নি’মাল মাওলা ওয়া নি’মান-নাসির’

অর্থ : আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, তিনিই হলেন উত্তম কর্মবিধায়ক; আল্লাহ তাআলাই হচ্ছে উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী।

05/12/2022

01/12/2022

কিছু আরবি শব্দের বাংলা অর্থ :

১. #বিসমিল্লাহ (بِسْمِ اللّهِ)
বিসমিল্লাহ অর্থ: আল্লাহর নামে শুরু।
তাৎপর্য: আল্লাহর বারাকাহ ও নিরাপত্তা অর্জন।

২. #আলহামদুলিল্লাহ (الْحَمْدُ لِلّٰهِ)
আলহামদুলিল্লাহ অর্থ: সকল প্রশংসা আল্লাহর।
তাৎপর্য: আল্লাহর প্রশংসা ও শুকরিয়া আদায় করা।

৩. #সুবহানাল্লাহ (سُبْحَانَ اللّٰهِ)
সুবহানাল্লাহ অর্থ: আল্লাহ পবিত্র।
তাৎপর্য: মহান আল্লাহর পবিত্রতা ঘোষণা করা।

৪. #আল্লাহু_আকবার (اللّٰهُ أَكْبَرُ)
আল্লাহু আকবার অর্থ: আল্লাহ সবচেয়ে বড়।
তাৎপর্য: আল্লাহর বড়ত্ব ঘোষণা ও সবকিছুর উপরে আল্লাহকে স্থান দেয়া।

৫. #লা_ইলাহা_ইল্লাল্লাহ (لاَ إِلَهَ إِلاَّ اللّٰه)
লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ: আল্লাহ ছাড়া কোন ইলাহ (মাবুদ) নেই।
তাৎপর্য: আল্লাহর এককত্ব ঘোষণা করা এবং তার সাথে অন্য কাউকে শরীক না করা।

৬. #জাজাকাল্লাহু_খাইরান
(ﺟَﺰَﺍﻙَ ﺍﻟﻠّٓﻪُ ﺧَﻴْﺮًﺍ)
জাযাকাল্লাহু খাইরান অর্থ: আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।
তাৎপর্য: অন্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা।

৭. #মাশাআল্লাহ (ما شاء الله)
মাশাআল্লাহ অর্থ: আল্লাহ যেমন চেয়েছেন।
তাৎপর্য: আল্লাহর প্রশংসা করা।

৮. #ইনশাআল্লাহ (ان شاء الله)
ইনশাআল্লাহ অর্থ: যদি আল্লাহ চান।
তাৎপর্য: আল্লাহর উপর ভরসা কর।

৯. #আস্তাগফিরুল্লাহ (ﺃﺳﺘﻐﻔﺮ ﺍﻟﻠﻪ)
আস্তাগফিরুল্লাহ অর্থ: আমি আল্লাহর কাছে ক্ষমা চাই।
তাৎপর্য: আল্লাহর নিকট ক্ষমা চাওয়া ও তাওবাহ করা।

১০. #ফি_আমানিল্লাহ্ (في أمان الله)
ফি আমানিল্লাহ অর্থ: আল্লাহর নিরাপত্তায় সোপর্দ করলাম।
তাৎপর্য: আল্লাহর নিকট নিরাপত্তা চাওয়া, ভরসা করা।

১১. #নাউযুবিল্লাহ (نعوذ بالله)
নাউজুবিল্লাহ অর্থ: আল্লাহর কাছে এথেকে আশ্রয় চাই।
তাৎপর্য: মন্দ কিছু শুনলে কিংবা দেখলে এথেকে আশ্রয় প্রার্থনা করা।

১২. #লা_হাওলা_ওয়ালা_কুওয়াতা_ইল্লা_বিল্লাহ
(لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ)
অর্থ: আল্লাহর সাহায্য ও সহায়তা ব্যতীত আর কোন আশ্রয় ও সাহায্য নেই।
তাৎপর্য: আল্লাহর এককত্ব ও বড়ত্ব প্রকাশ।

১৩. #ইন্নালিল্লাহি_ওয়া_ইন্না_ইলাইহি_র_জিউন
(إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ)
অর্থ: নিশ্চয়ই আমরা মহান আল্লাহর জন্য এবং আমরা তার দিকেই ফিরে যাবো।
তাৎপর্য: মৃত্যু ও পরকালের স্মরণ।

১৪. #সুবহানাল্লাহি_ওয়া_বিহামদিহি
(سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِه)
অর্থ: মহাপবিত্র আল্লাহ এবং সকল প্রশংসা তাঁর জন্য।
তাৎপর্য: আল্লাহর পবিত্রতা ও প্রশংসা ঘোষণা করা।

১৫. #সুবহানাল্লাহিল_আযীম
(سبحان الله العظيم)
অর্থ: মহপবিত্র আল্লাহ, যিনি মহান।
তাৎপর্য: আল্লাহর পবিত্রতা ও বড়ত্ব ঘোষণা।

Alhamdulillah

21/11/2022

“বেশি বেশি আলহামদুলিল্লাহ্ পাঠ করুন
কেননা, আলহামদুলিল্লাহ্ মিযানের পাল্লাকে ভারী করে দেয় এবং সর্বোত্তম দো'য়া
(তিরমিযী-৫-৪৬২)

20/11/2022

12/11/2022

Love Kids is such a way So that they can feel to be a Good Human 👍

30/10/2022

কি ভাবছো? হেরে গেছো? সবাই হাসছে তোমার উপর! চেষ্টা করো, ধৈর্য ধরো, অপেক্ষা করো! শেষ হাসিটা তুমিই হাসবে! ইনশাআল্লাহ! 🖤🌸
অচিরেই তোমার রব তোমাকে এরূপ দান করবেন যে তুমি খুশি হয়ে যাবে।
সূরাঃ আদ - দুহা (৫)

28/10/2022

সালিশজীবী

কোনপ্রকার কাজকর্ম না করে গ্রাম্য বিচার সালিশ করেই যারা জীবিকা নির্বাহ করে থাকেন তাদের সালিশজীবী বলা হয়।

এরা মূলত ভাড়াটে সালিশদার। এদের কূটচাল বিবাদমান পক্ষদ্বয়ের পক্ষে বুঝা মুশকিল। অর্থ লেনদেনের বিনিময়ে এরা পক্ষ নিয়ে কথা বলে। এদের অনেকেই দুই পক্ষের নিকট থেকে গোপনে অর্থ নেয় তবে রায় দেয় যে বেশি টাকা দিতে পারে তার পক্ষে।

এরা যেহেতু কাজকর্ম করে না তাই সামান্য ঝগড়াঝাটি দেখলে বা শ্রবণ করলেই বিবাদমান পক্ষদ্বয়কে সালিশ ডাকতে একপ্রকার বাধ্য করে।
যত সালিশ হবে তত এদের ইনকাম হবে এবং সমাজে এদের ভ্যালু ক্রিয়েট হবে।

এদের টার্গেট মূলত নিম্ন আয়ের অশিক্ষিত বা অল্প শিক্ষিত মানুষজন। এদের মূল পুঁজি হলো জনমনে ভয় ঢুকানোর কৌশল যাকে সন্ত্রাস বলে।

ছবি সংগৃহীত ।
Curtesy: Eshtiak Ahmed
We need to be Very Carefull for this Group

26/10/2022

Islam is a practical 👏 life line n Guidence

09/10/2022

...আজ ১২,ই রবিউল আউআল...
🌹১৪৪৪ হিজরি🌹
✷✷"""""প্রিয় নবী,,,,✷✷
,হযরত মুহাম্মদ (স:),,,,,এর জন্মদিন""^⁠_⁠_⁠_⁠_⁠_⁠_⁠_⁠_⁠_⁠^
আলহামদুলিল্লাহ...

08/10/2022

তোমরা নিরাশ হয়ো না এবং দুঃখ করো না,
যদি তোমরা মুমিন হও তবে বিজয় তোমাদের সুনিশ্চিত-!!
👉আল ইমরান-১৩৯💞

05/10/2022

Thank your Team Insane Afdal Madrasa

24/09/2022
24/09/2022

A Teacher, an Institution, A mentor is key to Change a kids Furure

23/09/2022

পবিত্র মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন
প্রতিযোগিতায় বিশ্বের ১১১টি দেশের ১৫৩ জনের মধ্যে কোরআনের সুমিষ্ট স্বরের পাখি বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরীম ৩য় স্থান অর্জন করেছেন, আলহামদুলিল্লাহ। পুরস্কার হিসাবে পেয়েছে সাড়ে সাতাইশ লাখ টাকা।

Photos from Insane Afdal Madrasa's post 28/08/2022

Keep connected with Insane Afdal Madrasa Kids are doing Great.

You can connect the dots and can have the beautiful heaven feel

lifeis

16/07/2022

Welcome Insane Afdal Madrasa Center of Nur to connect with Rahmat of Allah

24/06/2022

যারা কুরআনকে ভালোবাসেন তারা কুরআনের পাখিদের ও ভালোবাসেন। আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জনাব মাশুক হাসান সোহাগ এবং দেশকল্যাণ ফাউন্ডেশনের প্রতি আমাদের ঈনসানে আফদাল মাদ্রাসার কুরআনের পাখিদেরকে ভালোবাসার ডোরে আবদ্ধ করার জন্য।

18/06/2022

Awareness for Safety in Rainy Days from Sncaks

16/06/2022

ইঞ্জিনিয়ার জাকির আহমেদের প্রতিটি সৃষ্টিই যেন অনন্য। শুভকামনা রইলো সকল উদ্যোগের জন্য....

29/04/2022

ঈনসানে আফদাল মাদ্রাসার ইফতার অনুষ্ঠান ছিলো কুরআনের পাখিদের দ্বারা মুখরিত একটি সন্ধ্যা। মহান আল্লাহ তায়ালা আমাদের কুরআনের পাখিদেরকে কবুল করুক আমিন।

Photos from Insane Afdal Madrasa's post 27/04/2022

Thank you and Jazakallah @ shohag @Almas sir and Team. Thank you Desh Foundation Team

জীবনে চলার পথে কত রকম পাওয়া না পাওয়ার কষ্টে আমরা প্রতিনিয়ত
হতাশায় নিমজ্জিত হয়ে থাকি। সেই হতাশা এবং কষ্ট থেকে মুক্ত করার জন্য আমরা কত রকমেরই না চেষ্টা করে থাকি। কিন্তু বিশ্বাস করুন এমন কিছু স্থান আছে যেখানে গেলে আপনার শত দুঃখ কষ্ট ভুলে যাবেন। তেমনই এক স্থান ইনসাফে আফদাল মাদ্রাসা (বড় ময়না, ওয়ালিয়া)।এখানকার ছোট ছোট কোমলমতি নিষ্পাপ শিশুরগুলোর সঙ্গে যখন সময় কাটাবেন,কথা বলবেন দেখবেন নিজের অজান্তেই মন ভালো হয়ে গেছে । এত ছোট ছোট বাচ্চাগুলো কি সুন্দর ভাবেই না পারস্পরিক বন্ধনে একে অন্যের সঙ্গে একটি পরিবার হয়ে এখানে আছে। নেই কোনো বিবাদ ,নেই কোন হিংসা, শুধু এখানে বন্ধন পারস্পরিক ভালোবাসার আর সম্মানের। এগুলো প্রতিটি এক একটা কুরআনের পাখি ,ভবিষ্যৎ হাফেজ। অনেক কথার মাঝেই আমি যখন তাদের জিজ্ঞেস করলাম ,তোমাদের কি মন খারাপ হয় না,তোমরা তোমাদের বাবা-মায়ের কাছ থেকে এত দূরে আছো ?
কিন্তু ছোট্ট ছেলেটির উত্তর শুনে সত্যি আশ্চর্য হয়ে গিয়েছিলাম! জবাবে বলেছিল জি না , প্রথমে প্রথমে একটু মন খারাপ হতো কিন্তু এখন হয় না। কারণ আমরা এখানে পরিবারের মতো আছি ।আমাদের পিতৃতুল্য শিক্ষক আছেন, যিনি আমাদের পরম মমতায় এবং ভালোবাসায় দ্বীন এবং ইসলামের জন্য গড়ে তুলছেন। আর বাকিরা সবাই ভাইয়ের মতো আদর করে আমাকে।
পারস্পরিক সম্মান শ্রদ্ধা এবং ভালবাসার কি সুন্দর উদাহরণ একটা।
দোয়া করি তোমাদের জন্য তোমরা ইসলামের আলোয় আলোকিত হয়ে জীবন গড়ে তোলো। ধন্যবাদ জানাই Mostofa Jakir Ahammad ভাইকে এত সুন্দর ব্যবস্থাপনায় মাদ্রাসাটি পরিচালনা করার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাই DESH Foundation কে দেশ ফাউন্ডেশন পরিবারকে এমন একটি স্থানে মেহমান করে নিয়ে যাওয়ার জন্য।
পবিত্র মাহে রমজানের প্রথম থেকেই foundation - দেশ ফাউন্ডেশন পরিবার বিভিন্ন এতিমখানা এবং মাদ্রাসাতে ইফতারির আয়োজনের সাথে সিলিং ফ্যান সংকটে থাকা বিভিন্ন এতিমখানা -মাদ্রাসার কোরআনের পাখিদের (ছাত্র-ছাত্রীদের) জন্য এবং আল্লাহর ঘর মসজিদে ফ্যান সংযুক্ত করতে সামর্থ্য হয়েছে।
দেশ ফাউন্ডেশনের কাজগুলোর অংশীদার আমাদের #সম্মানিত_ডোনার এবং #ভলান্টিয়ার্স। যাদের নিরলস এবং নিঃস্বার্থ ভালোবাসা এবং সহযোগিতায় দেশ ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।তারই ধারাবাহিকতায় আরো একটি ইফতার সুন্দরভাবে আয়োজন করতে পেরেছে।

রহমত, মাগফেরাতের পর নাজাতের ১০ দিনও প্রায় শেষ হতে চলল। রমজানের বাকি দিনগুলোতে যেন আরো সুন্দরভাবে দেশ ফাউন্ডেশন এর কার্যক্রমগুলো চালিয়ে যেতে পারে সেজন্য আপনাদের আন্তরিক সহযোগিতা একান্ত প্রয়োজন।

30/03/2022

Thank you Moni Vai

Want your place of worship to be the top-listed Place Of Worship in Natore?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Insane Afdal Madrasah
MIAM
ঈনসানে আফদাল মাদ্রাসা
ভিডিও
#শিশুবন্ধু_দিবস_সফল_হোক #ফেব্রুয়ারির_২য়_শুক্রবার_শিশুবন্ধু_দিবস_সফল_হোক (এবার ১১ তারিখ)#শিশুরা_ভাল_থাকুক_সবখানে #শিশুবন্...

Telephone

Address


Moyna, Walia, Lalpur
Natore
6420

Other Religious Organizations in Natore (show all)
তরণী তরণী
বাংলাদেশ
Natore

কৃষ্ণ নাম সহ সনাতন ধর্মীয় অনুষ্ঠানের ভিডিও প্রকাশের মাধ্যমে সনাতন ধর্মের প্রচারই মূল উদ্দেশ্য।

হিলফুল ফুজুল সমাজ কল্যাণ ফাউন্ডেশন-Hilful Fuzul Social Welfare Foundation. হিলফুল ফুজুল সমাজ কল্যাণ ফাউন্ডেশন-Hilful Fuzul Social Welfare Foundation.
Durduria, Lalpur
Natore, 6240

"সুস্থ সুন্দর আগামীর পথে, মানুষের তরে, মানুষের মনে কোর'আনের আলো পৌঁছাবো মোরা ঘরে ঘরে"

Islami Hidayat Garden Islami Hidayat Garden
Natore, Rajshahi
Natore

সফল হওয়ার পর বুঝবেন আল্লাহর পরিকল্পনা কতই নাহ সুন্দর ছিলো

ALOR POTH ALOR POTH
Natore, 6400

https://www.whatsapp.com/business/download/

আল হাদিস আল হাদিস
Natore

এখনে সকল সহিহ হাদিস, প্রয়োজনীয় দোয়া এবং কোরআনের আয়াত পোস্ট করা হয়। লাইক দিয়ে পাশে থাকুন

পূজোর শহর নাটোর পূজোর শহর নাটোর
Natore, নিচাবাজার-নাটোর,পূজোরশহরনাটোর।

আপনার তোলা পূজোর ছবি পাঠাতে [email protected]

UMMAH VOICE UMMAH VOICE
Gurudaspur Natore
Natore

Assalamu Alaikum Welcome to the religion page in Ummah Voice, Like / follow now to join us all th

বিশ্বকর্মা সংঘ বিশ্বকর্মা সংঘ
সূত্রধর পাড়া, দুধগাড়ী, গুরুদাসপুর
Natore, 6440

বিশ্বকর্মা সংঘ, সূত্রধরপাড়া,দুধগাড়ী,?

Salaf Bd Tv Salaf Bd Tv
Natore
Natore, 6063

দীন প্রচারে সবাই পাশে থেকে সহযোগিতা করবেন, ইনশাআল্লাহ।

HS Islamic TV 24 HS Islamic TV 24
Ramesswarpur
Natore, 72950813

ইসলাম সম্পর্কে জানার জন্য, ইসলামের বাণী সর্বত্র বিস্তারের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ।

Quran And Hadiser Kotha Quran And Hadiser Kotha
Natore, 6400

Unique Religion of Religion Propaganda #QuranAndHadiserKotha I hope all of you will help us #islam