ইসলামকে জানুন
"ইসলামকে জানুন" পেইজের মূল উদ্দেশ্য হলো ইসলাম প্রচার!🕋🕋
মদিনা মুনাওয়ারার আকাশে শাবান মাসের চাঁদের দৃশ্য।
হারাম শরিফে বাইতুল্লাহর উঠানে না গেলে আপনি বুঝবেন না সুন্দর কত সুন্দর হতে পারে। শুভ্র কত শুভ্র হতে পারে!
গতকালকের মসজিদে হারামের জুমার হৃদয়গ্রাহী দৃশ্য!
"আল্লাহুম্মাগফিরলি"
রমাদানের আগমনী বার্তা নিয়ে চলে এসেছে রজব মাস!
হে আল্লাহ! আপনি আমাদের জন্য রজব ও শাবান মাসকে বরকতময় করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত (হায়াত দিন) পৌঁছে দিন।
[তাবারানি : ৩৯৩৯]
থার্টি ফার্স্ট নাইট- এটা মুসলিমদের সংস্কৃতি নয়। এ রাতে ফানুশ উড়ানো, আতশ'বাজি করা ও পাপাচারের যাবতীয় অনুষঙ্গ থেকে বিরত থাকুন।
#আলহামদুলিল্লাহ
জামিনে মুক্তি পেয়েছেন প্রিয় মুফতি আমির হামজা।
কুরআনের পাখি এখন মুক্ত আকাশের নিচে,
দ্রত কুরআনের ময়দানে ফিরবে ইনশাআল্লাহ!
আপনার সন্তানকে স্কুলে দিবেন না মাদ্রাসায় দিবেন সিদ্ধান্ত আপনার, ফেইসবুকের কল্যানে যা দেখছি তাতে নতুন করে চিন্তা করতে হচ্ছে।
জীবনের কতগুলো মিনিট কতগুলো ঘন্টা চলে যাচ্ছে তাতে না আছে তিলাওয়াত, না আছে সালাত আর না আছে যিকর ..
হে নফস !
হিসাব কীভাবে দেবে?
বৃহস্পতিবার জুমার আগমনী মুহূর্তে হারামের আকাশে পবিত্রতার সৌন্দর্য।
যে প্যান্ট পরে সেজদা করলে পেছন থেকে সতর দেখা যায় সে প্যান্ট পরা জা'য়েয নয়।
আসুন একে অপরকে সতর্ক করি‼️
হায় আপসোস...!!
যে সময় অমুসলি'মদের দাওয়াত দেয়ার কথা ছিলো সেখানে আজ মুসলিমদের দাওয়াত দেওয়া লাগছে‼️
এক পলকে নবি জীবনী
তাওফিক দিও মাবুদ...
জুমা পড়া শেষে বাড়ি ফিরে গিয়ে
আমার নাকে সুবাস আসে
সদ্য পাকানো ভুনা গোশতের,
গা'যাবাসির আর বাড়িটা নেই
সঙ্গে খাবার দূরে থাক- পানিও নেই,
বাতাসে ভেসে আসে ঘ্রান তাজা রক্তের!
ফি*লি°স্তি'নের পোস্ট করার কারণে পেইজে একটু সমস্যা হয়েছে। সকলকে আগের পোস্ট গুলোতে কমেন্ট অনুরোধ জানাচ্ছি!
জুম'আর দিন লোকের ঘাড় ডিঙ্গিয়ে সামনে যাওয়া নিষেধ।
জুমুআহ্র দিন রাসূলুল্লাহ (সাঃ) এর খুতবারত অবস্থায় এক ব্যক্তি মাসজিদে প্রবেশ করলো। সে লোকের ঘাড় ডিঙ্গিয়ে সামনে দিকে যাচ্ছিল।
⚫ রসূলুল্লাহ (সাঃ) বলেন,
তুমি বসো, তুমি অন্যকে কষ্ট দিয়েছ এবং অনর্থক কাজ করেছ।
সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ১১১৫
কাতারের গানিম মুফতা।
কে না চেনে তাকে?
সম্প্রতি তিনি উমরাহ সম্পাদন করেন।
তাওয়াফের ক্ষেত্রে তার অনুভূতি বলতে তিনি জানান, হুইলচেয়ারে পবিত্র বাইতুল্লাহ তাওয়াফ করতে লজ্জিত ছিলাম, তাই আল্লাহপ্রদত্ত দুই হাতের উপর ভর করেই তাওয়াফ করার মনস্থির করলাম।
আলহামদুলিল্লাহ।
সবচেয়ে সুন্দর অনুভূতি আর ভালোলাগা ছিল, যখন আমার হাতের তালু পবিত্র কাবার
চারদিকের বিশুদ্ধ মাটি স্পর্শ করত। এটি এক অন্যরকম ভালোলাগা, যা ব্যক্ত করা যায় না।
লিখেছেন : প্রফেসর মোখতার আহমাদ
বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) দুয়ুফুর রহমানদের জন্য হারামের চমৎকার ব্যবস্থাপনা।
ছবিতে খেয়াল করুন :
১. হারাম চত্বরের লম্বা পথ গাড়িতে পাড়ি দেওয়ার ব্যবস্থা।
২. তাদের জন্য বরাদ্দ বিশেষ দরজা।
৩. তাদের বসার বিশেষ স্থান।
৪ ও ৫. অন্ধদের পড়ার জন্য ব্রেইল পদ্ধতির কুরআন কারিম।
"যে ব্যক্তি অন্যকে সন্মান দেয়..
"আল্লাহ তার সন্মান বাড়িয়ে দেয়..
রাসুলুল্লাহ ﷺ এর সন্তানাদি।
পাপের পরিমাণ যতো অল্প,
ইবাদাতের স্বাদও ততো তীব্র।
-আরিফ আজাদ
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Website
Address
Dhainagar
Nawabganj, 6300
hi, This is Md Al Amin. I'm a blogger. I have a YouTube channel. please, follow me to get my Videos everything.