ইশতিয়াক আহমেদ ইমরোজ - Ishtiak Ahmed Imrose
"কতো প্রবীণ,দম্পতি আর শিশুদের মাঝে;
আমিও হবো তাদের সাথী, দীপ্ত তরূণ সাজে,"
#ঘোষণা
আসসালামু আলাইকুম। অতি দুঃখের সাথে জানাচ্ছি যে, অনাকাঙ্ক্ষিত কিছু সমস্যার কারণে আজ থেকে এই পেইজটি স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করছি।
সম্মানিত পাঠকগণ, আমার নতুন পেইজের সাথে যুক্ত হয়ে, লেখা পাঠ প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জোর আহ্বান জানালাম।
লিংক:-
https://www.facebook.com/profile.php?id=100093111862780
পথিক
"কতো প্রবীণ,দম্পতি আর শিশুদের মাঝে;
আমিও হবো তাদের সাথী, দীপ্ত তরূণ সাজে"
"অচিনপুরের খোঁজে " - শেষ পর্ব
- ইশতিয়াক আহমেদ ইমরোজ
বললো মাঝি,আমি কেবল অপেক্ষায়,
কখন পড়বে সন্ধ্যের হাতছানি।
বহুত হয়েছে মাঝি ভাই,
বেলা যে এলো পড়ে,
সুখ নাহয় খুঁজবো মোরা,
অন্য এক ভোরে।
হুম, সেদিন মোরা যাবো অচিনপুরে; বললো মাঝি,
না হে মাঝি ভাই,
আমি পেয়েছি অচিনপুরের খোঁজ,
যেথায় ঐ নৌকাবাসী,করে সুখের ভোজ;
এই বলে গেল রূপম,
যেন দেখলাম ভাবনার কারসাজি।
বললাম,তবে মাঝি ভাই,
ভিঁড়াও তোমার তরি ;এই তীরে,
আবারো যাবো একদিন নৌকাবাসীর অচিনপুরে;
কি! হবে না আমাদের সাথী?
বললো মাঝি,
তোমাদের সাথিই তো হতে চাই,
তবে, দুঃখের কোনো অবকাশ নাই,
যদি হারিয়ে যাই কোনোদিন এই লগ্নে,
তোমরা খুজবে সে তল;
চিন্তা নেবে না,
খুঁজে পাবে আমাকেও এই স্মৃতির অপরাহ্নে।
"শুধু কবিতা নয়; আমি, মাঝি ভাই ও রূপম চরিত্রের দ্বারা গঠিত এক বিকেলের কাহিনী। পাপাচারের পৃথিবী থেকে বিচ্ছিন্ন থেকে নৌকাবাসীরাই যে প্রকৃত সুখধারী, সে কথায় বোঝানোর চেষ্টা মাত্র.......! "
"অচিনপুরের খোঁজে "
-ইশতিয়াক আহমেদ ইমরোজ
ভিন্ন রকম সাজে;
গাহে ভিন্ন কেমন গান,
আবার আছে নাকি সুখের সন্ধান।
আমার এই নৌকোখানা,
ভিড়েছিলো তাদের সাথে;
যখন তারা রোজকার মতো,
কি যেন বিড়বিড় বাণী গাঁধে।
তখন বললো ঐ নৌকাবাসী,
কি গো মাঝি ভাই,
মুখে কেন সুখের ছাপ নাই?
দেখেছো মোদের? থাকি নৌকায়।
নেই রোজগার, নাহি সংসার ;
খাই এক বেলা,
কেবল সারাদিন গাই প্রশংসাবাণী,
আর খেলি সুখের খেলা।
আমার প্রশ্ন মাখা চোখ দেখে,
বললো তারা আবার হেঁকে,
এখন বুঝবে না মাঝি ভাই,
এখনো রয়েছো বিকেলে,বুঝবে সন্ধ্যায়।
বললাম আমি, মাঝি ভাই;
এ কেমন ইঙ্গিত বাণী?
বললো মাঝি,আমি কেবল অপেক্ষায়,...(চলবে)
"এই কবিতাটার শেষে এই কথাটুকু যুক্ত হবে.........."শুধু কবিতা নয়; আমি, মাঝি ভাই ও রূপম চরিত্রের দ্বারা গঠিত এক বিকেলের কাহিনী। পাপাচারের পৃথিবী থেকে বিচ্ছিন্ন থেকে নৌকাবাসীরাই যে প্রকৃত সুখধারী, সে কথায় বোঝানোর চেষ্টা মাত্র.......! "
"অচিনপুরের খোঁজে" পর্বঃ-৩
-ইশতিয়াক আহমেদ ইমরোজ
তোমাদেরই সুখের এতো ঘাটতি! বললো মাঝি ভাই,
আমি তো সর্বহারা ,তাই সুখের লাগি নৌকা বায়।
বহুদিন বউ নেই ঘরে, ছেলেটা মরেছে ডুবে;
এমনি করে এ জীবন, কতোদিন আর চলবে।
তাইতো নৌকা নিয়ে,
নদী বেয়ে বেয়ে,চলি সুখের তরে;
কেটে গেল বছরের পর বছর,
তবু এই গাছে সুখ নাহি ধরে।
বললাম,ভেবো না মাঝি ভাই,
দিন আসে, দিন যায়;
আসবে আবার শুভ দিন।
ওহে মাঝি ভাই,ওখানে কি দেখতে পাই?
ঐ নৌকায় কি করছে তারা?
বললো মাঝি, এই প্রশ্ন নিয়েই আমার,
বয়ে যায় জীবন ধারা।
ঐ নৌকায় তারা,ওঠে ভিন্ন কাজে,
ভিন্ন রকম সাজে;
গাহে ভিন্ন কেমন গান, .......(চলবে)
"শুধু কবিতা নয়; আমি, মাঝি ভাই ও রূপম চরিত্রের দ্বারা গঠিত এক বিকেলের কাহিনী। পাপাচারের পৃথিবী থেকে বিচ্ছিন্ন থেকে নৌকাবাসীরাই যে প্রকৃত সুখধারী, সে কথায় বোঝানোর চেষ্টা মাত্র.......! "
"অচিনপুরের খোঁজে " পর্বঃ-২
-ইশতিয়াক আহমেদ ইমরোজ
ওহে ভাইজান,
বলো তোমরা কোথায় যাওয়ার ইচ্ছায়?
বললাম,ভেবেছি হবো তোমার পথের পথিক,
রূপম, আমি আর তুমি গো মাঝি ভাই।
বললো,আমি তো যাবো সুখের খোজে;
বুঝি হবে আমার সাথি?
বললাম,থাকবো নাহয় তোমারই সাথে দিবারাতি।
তবে ওঠো নৌকায়; বসো ধীরে সুস্থে,
ভরা নদী বড়ো ভয়ংকর; সূর্যদয় বা অস্তে।
মাঝি ভাই, জানো না তুমি,
আমরাও যে খুঁজি দিনমান তাকে,
যা সুখ ধরে রাখে।
বললো মাঝি ভাই,
তোমাদের আবার কি দুঃখ বাছাধন?
দিনভর অবিরাম আনন্দ করবে আবাসন।
তাই তো করি গো মাঝি ভাই,
গান,কৌতুক আর ভ্রমণে আনন্দের ত্রুটি নাই।
তবু মোদের দৈন্য নাহি যাই,
নাহি সুখের অস্ত;
তাই আজও অলিতে গলিতে,
মোরা সুখ খুঁজতে ব্যস্ত।
তোমাদেরই সুখের এতো ঘাটতি! বললো মাঝি ভাই, .........(চলবে)
#"শুধু কবিতা নয়; আমি, মাঝি ভাই ও রূপম চরিত্রের দ্বারা গঠিত এক বিকেলের কাহিনী। পাপাচারের পৃথিবী থেকে বিচ্ছিন্ন থেকে নৌকাবাসীরাই যে প্রকৃত সুখধারী, সে কথায় বোঝানোর চেষ্টা মাত্র.......! "
"অচিনপুরের খোঁজে " -পর্বঃ-১
-ইশতিয়াক আহমেদ ইমরোজ
আজ পরিবেশ বড়ো সুন্দর,
চল; হয়ে যাক ভিন্ন কিছু!
রূপমের মৃদু স্বরে,
সাঁই দিলেম আমি পিছু পিছু।
তবে চল আজ নৌকা ধরে,
যাই নাহয় এক অচিনপুরে?
বললাম আমি;
বললো মুচকি হেসে, বেশ বুদ্ধি এঁটেছো তুমি।
এই বলে বলে,গাড়ি এগিয়ে চলে,
গিয়ে থামে নদী প্রান্তে;
দেখি; মাঝি ভাই,আসছে নৌকা বায়,
হতে দূর দূরান্তে।
ওহে ভাইজান,
বলো তোমরা কোথায় যাওয়ার ইচ্ছায়?
বললাম, ভেবেছি হবো তোমার পথের পথিক,
রূপম, আমি আর তুমি গো মাঝি ভাই।
বললো, ........................... (চলবে)
"শুধু কবিতা নয়; আমি, মাঝি ভাই ও রূপম চরিত্রের দ্বারা গঠিত এক বিকেলের কাহিনী। পাপাচারের পৃথিবী থেকে বিচ্ছিন্ন থেকে নৌকাবাসীরাই যে প্রকৃত সুখধারী, সে কথায় বোঝানোর চেষ্টা মাত্র.......! "
"তিক্ত নিঃশ্বাস "
ইশতিয়াক আহমেদ ইমরোজ
এই বাংলার স্বপ্নের নির্যাস,
যেন এক তিক্ত নিঃশ্বাস।
যে বাতাসে মিশে থাকে,
প্রতি রাস্তার বাঁকে বাঁকে,
ধর্ষকের হাতছানি,
দূর্নীতিবাজের উঁচু মুখখানি,
হত্যাকারীর অবাধ হাসি,
বিত্তশালীর সন্ত্রাস চাষি;
সে বাতাসের রক্তগন্ধ মাখা নির্যাস,
যেন এক তিক্ত নিঃশ্বাস।
#নগর বাংলার কিছু বাস্তবতা
"খাটের তলে"
ইশতিয়াক আহমেদ ইমরোজ
দীপ্ত আলো হবে বন্ধ,
চক্ষু হবে সেদিন অন্ধ,
তবু তোমাদের লোভ, দিবেনা কোনো বাতি,
তুচ্ছ আলোর জন্য করবে হাতাহাতি।
কতো মানব খাবে, আলোহীন প্রান্তরে,
তবু জ্বলবে আলো তোমার ঘরে,
যে বাতি নিভবার নয়,
তবু বলবে তা তোমাদের নয়।
একদিন শত হাত হবে আলোপূর্ণ,
জমায়েত হবে তোমার নিকট;
কতো প্রান্তর হবে শূন্য,
সেদিন সে আলোতেই দেখবে সকলে,
সবটুকু কেরোসিন রয়েছে,
তোমাদেরই খাটের তলে।
#নগরবাংলা
"সেদিন হবে শূন্য "
ইশতিয়াক আহমেদ ইমরোজ
একটি প্রশ্ন ঘোরে অনুভবে,
তীব্র হাওয়ার,জোর কলরবে,
মুঠোফোনের সমুদ্রে ডুবে রয়েছো তুমি,
কী দোষ করেছে এই সমতল ভূমি?
যেখানে কতো লোক,হাসে তোমার জন্য,
তবু কেন রও তুমি হীনমন্য?
তোমার আশায়, কতো সমতলের জনবল,
সাধনায়, ঢালে মাথায় জল;
তবু এ জলে মিটে না তোমার তৃষ্ণা!
সমুদ্রের বাহ্যিক রূপ জন্মিয়েছে বিতৃষ্ণা।
যেদিন সেই নোনা জল; পানে হবে নিষ্ফল,
যেদিন তার ভয়ংকর রূপ, দেখবে আকাশ তল,
সেদিন তুমি দুচোখ খুলে,ফিরে তাকাবে সেই জনবলে,
কিন্তু সেদিন তারা হবে, অন্যের জন্য ;
গমগমে জনবল, হবে শূন্য।
শুধু কবিতা নয়, কিছু অভিমানের নিস্তব্ধ প্রতিবাদ মাত্র।
"চৌকি তলে"
ইশতিয়াক আহমেদ ইমরোজ
কতো দীপ্ত আলো হবে বন্ধ,
কতো চক্ষু হবে সেদিন অন্ধ,
তবু তাদের লোভ দিবেনা বাতি,
তুচ্ছের জন্য করবে হাতাহাতি।
কতো মানব খাবে আলোহীন পাথরে,
তবু জ্বলবে আলো তোমার ঘরে,
হয়নি যুগেও ক্ষয়,
তুৃমি বলবে তা তোমার নয়।
একদিন হারিকেন হবে আলোপূর্ণ,
কতো প্রান্তর হবে মানবশূন্য,
সেদিন সে আলোতেই দেখবে সকলে,
কেরোসিন সব রয়েছে তোমারই চৌকি তলে।
"চাওয়া "
ইশতিয়াক আহমেদ ইমরোজ
তিন দশকের শাল ধরে,
কতো হৃদয় কেঁদেছে অঝোরে,
তীব্র সিয়াম সাধনায়,
আজ দিতে চলছে বিদায়।
তাই বলি তোমায় প্রভু,
ফিরিয়ে দিওনা কভু,
যারা এঁকেছে প্রার্থনার বুলি,
দিয়ে, অশ্রু ও হাতের রং-তুলি।
যারা তসবি পাঠে ছিলো মগ্ন,
নিয়ে সে শরীর ; জরা-জীর্ণ।
যারা জায়নামাজ ভিজিয়েছে সিজদায়,
ক্ষমা-পূণ্যের মহা আশায়।
যারা শেষ দশকের কর্ম ফেলে,
পাড়ি জমিয়েছে মসজিদ তলে,
তাদের চাওয়া-পাওয়া গুলি;
রেখো না বৃথা বলে।
হে প্রভু,
তোমার পরম করুণা;
বর্ষণ করো সে তলে,
যেসব জায়গা ভিজে আছে,
লাখো মুসলিমের অশ্রুজলে।
"ভ্যাকসিন দিই কি করে!"
ইশতিয়াক আহমেদ ইমরোজ
একটি বদ্ধ রুম,
পড়েছে গরমের ধুম;
ভ্যাকসিন নাকি দিতে হয় এসি রুমে,
এদিকে তো রুমটি মানুষে গমগমে।
এসি তো বন্ধই অর্ধেক বেলা,
আর চললেও,দরজা দুটি খোলা;
তাও আবার দিচ্ছে নাকি ফাইজার,
যার জন্য লাগে উন্নত হিমাগার,
সেটি নাকি আসছে আজ ট্রলিতে চড়ে,
বলতো এই ভ্যাকসিন দিই কি করে!
এদিকে তো ভ্যাকসিন নিয়ে ঝামেলা,
তাও আবার বসেছে লোকের মেলা;
যেখানে দানবের মতো শরীরওয়ালার আধিপত্য,
যেখানে মানা নেই কোনো সামাজিক দূরত্ব;
মাস্তানের দাপটে রই পিছে পড়ে,
বলতো ভ্যাকসিন দেই কি করে!
"এসেছো ভ্যাকসিন দিতে?
নাকি করোনার ভাইরাস নিতে?"
যখন প্রশ্ন তোলে জনতার ঝাঁক,
-আমি নির্বাক।
"আমি বিদ্যুৎ অফিস বলছি"
ইশতিয়াক আহমেদ ইমরোজ
আকাশে উঠেছে মেঘ,
হাওয়াও পেয়েছে বেগ,
বিদ্যুৎ চমকানো আলোর দেখা মিলছে,
বৃষ্টি বুঝি আসবো আসবো করছে।
হ্যালো,হ্যালো,কন্ট্রোলরুম;
লাইন বন্ধের আদেশ দিচ্ছি,
আমি বিদ্যুৎ অফিস বলছি।
অন্ধকার জানালায় দেখে জনগণ,
তারায় পূর্ণ একপাশ, এই গগণ;
স্বাভাবিক হাওয়াও বুঝি উঠবে পরে,
সাধারণের প্রশ্ন; তবে বিদ্যুৎ কি করে?
এই দেখা তোমাদের না মিলবে,
সেই দক্ষতা তোমাদের না হবে,
মোটা কাঠের কালো চশমায় দেখেছি,
আমি বিদ্যুৎ অফিস বলছি।
শুধু কবিতা নয়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিদ্যুৎ অফিসের বাণীবদ্ধ বাস্তবতা মাত্র,
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Telephone
Address
Nawabganj
Nawabganj, RANINAGOR
পাশে থাকলেই মানুষ আপন হয় না😄..! কারণ নবাবের পাশেও মিরজাফর ছিল..!!🙁 support me 🥀❤️🖤
Chapainawabganj
Nawabganj, 6320
নবাবগঞ্জ সরকারি কলেজ নিয়ে লিখে ফেলুন আপনার মনের কথা কিংবা কোন ঘটে যাও যেকোনো ঘটনা।
Chapainawabganj
Nawabganj
রঙ বেরঙের মানুষকে দেখে দেখেই আমি আজ এত বড় হইলাম, সহজাত ঔদার্যবোধ নমনীয়তা নেই, ভাল থাকার অভিনয় মাত্র।
Nawabganj
হাজারো ভাঙা হৃদয়ের মানুষকে ঘিরেই এই পেইজ।
Nawabganj, 007
- পেজের লেখাগুলো পড়ে যদি একটুও ভালো লাগে তবেই ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন (ধন্যবাদ) 💙🌻
Rajshahi
Nawabganj, 6300
অনেক ছিল বলার,,যদি সেদিন ভালোবাসতে পথ ছিল গো চলার,,যদি দু'দিন আগে আসতে আজকে মহাসাগর-স্রোতে