Nirshikto Canvas
Your own fabric art shop is here, Fully hand painted fabric design, Wear the design you like to wear.
কেউ একজন আসুক আশ্রয় হয়ে ভালোবাসুক ♡
!! Painting!! it’s my hobby 🌸
hand painting black wear 🖤
ক্ষুদ্র artist এর ক্ষুদ্র চেষ্টা 🤗🤗
পদ্ম ফুল 🌸
Ready for delivery 🤗🚛
Muslim couple ☺
jey dini sundor kore painting korte jai oi din painting aro beshi nosto hoi 💔
🖤
لبيك يا الله 🖤
Others এর উক্তি : পড়া শোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে 🙂
My husband এর উক্তি : পড়া শোনা করে যে গাড়ি চাপা পড়ে মরে সে 🥴
ভালোবাসা সুন্দর , যদি দৃষ্টি একজনের মধ্যে সীমাবদ্ধ থাকে। 🍂
নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন 💝
ক্ষুদ্র চেষ্টা … 🌷
মাথার উপর,,,,
যে শূন্যতা তার নাম আকাশ 🍂
বুকের ভেতর ,,,
যে শূন্যতা তার নাম দীর্ঘশ্বাস 🍃
Nothing is impossible if you try 😊
বাড়ি পুরনো হলেও ( বাড়ির প্রতি )
মায়া টা কিন্তু আগের মতোই থাকে।
“ পুরনো বাড়ির সেই জানালা “ 🍂
Kaligrafi painting 🤗
রং তুলিতে আঁকা 🥰
আঁকাতেই যার শান্তি 😇
📢 প্রতারিত না হয়ে আপনি আপনার কষ্টের টাকাটি সঠিক স্কেল ডেভেলপমেন্টে ইনভেস্ট করুন!!!
বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং নামটাকে পুঁজি করে অনেক অসাধু ব্যবসায়ী ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট খুলে মানুষের স্বপ্ন নিয়ে খেলা করছে, যার কারণে হাজারো ছেলে-মেয়ে ফ্রিল্যান্সিং সেক্টরে ব্যর্থ হচ্ছে এবং তাদের স্বপ্ন ভেঙে যাচ্ছে। 💔💔
⚠️⚠️ সাবধান হন এই ধরনের ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট হতে যারা আপনাকে ইনকামের প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিবে আপনার কষ্টের টাকা। তাই কি এই ফ্রিল্যান্সিং? কেন মানুষ এই কাজের দিকে বেশি ঝুকছে? এবং কেনই বা এই কাজ শিখতে গিয়ে মানুষ প্রতারিত হচ্ছে? এই সকল প্রশ্নের উত্তর দিব এই পোস্টে, আশা করি আপনার মূল্যবান সময় দিয়ে পোস্টটি পড়বেন এতে হয়তো আপনিও প্রতারণা শিকার থেকে বেঁচে যেতে পারেন।
📝 কি এই ফ্রিল্যান্সিং?
✍️ ফ্রিল্যান্সিং হলো মুক্ত পেশা। আপনার পছন্দের কোন স্কিল ডেভেলপমেন্ট করে সেই স্কেলের উপর নির্ভর করে আপনি যেভাবে মন চায়, যেখানে মন চায় ফ্রিল্যান্সিং করতে পারবেন। আরো যদি বিশ্লেষণ করে বলি তাহলে, ধরুন আপনি একজন চাকরিজীবী বা স্টুডেন্ট আপনি চাকরির পাশাপাশি বা পড়াশোনার পাশাপাশি এই ফ্রিল্যান্সিং টা করতে পারবেন। ধরুন আপনি আপনার পছন্দের স্কিল যেমন ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং এর উপরে প্রশিক্ষণ নিয়ে এই কাজে দক্ষ হলেন, এখন মনে করেন আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার, একজন ক্লায়েন্ট আপনাকে মেইল করে বলল তার একটি লোগো লাগবে বিনিময়ে সে আপনাকে ৫০ ডলার পেমেন্ট করবে এবং লোগোটি দুই দিনের মধ্যে তাকে জমা দিতে হবে এখন আপনি এই দুই দিনের যেকোনো সময়ে লোগোটার ডিজাইন করে তাকে জমা দিলেন বিনিময়ে সে আপনাকে ৫০ ডলার দিল এই যে আপনি আপনার ক্লায়েন্টের কাজটি করে দিলেন আপনার পছন্দের সময়ের মধ্যে এই ব্যাপারটাই পুরোপুরি ফ্রিল্যান্সিং। আর আপনার ক্রেতা বাসা থেকে না বের হয়ে অনেক ঘোরাঘুরি না করে বাসায় বসে সময় বাঁচিয়ে তার কাঙ্খিত কাজটি করে ফেলল এই পুরো ব্যাপারটাই হলো আউটসোর্সিং। এখানে আপনি হলেন ফ্রিল্যান্সার এবং আপনার ক্লাইন্ট হল আউটসোর্সের।
📝 কেন মানুষ ফ্রিল্যান্সিং কাজে ঝুকছে?
✍️ ফ্রিল্যান্সিং করায় অনেক সুবিধা থাকায় মানুষ এই কাজে বেশি ঝুকছে। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে কি এত সুবিধা? এখানে প্রধান কিছু সুবিধা গুলো দেওয়া হল।
১. ফ্রিল্যান্সিং আপনি ঘরে বসে আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপ দিয়ে কাজ করতে পারবেন। ফ্রিল্যান্সিং করার জন্য আপনাকে বাইরে যেতে হবে না।
২. ফ্রিল্যান্সিং করতে আপনার কোন পায়ের জুতা ক্ষয় করতে হবে না সিভি জমা বা ভাইবা দিতে হবে না
৩. আপনার সেলারি হবে ডলারে।
৪. কাজের সময় আপনি নিজেই নির্ধারণ করে নিবেন।
৫. চাকরি বা পড়াশোনার পাশাপাশি ও ফ্রিল্যান্সিং করতে পারবেন।
৬. পছন্দের স্কিল শিখে কাজ করতে পারবেন যার জন্য কোন শিক্ষাগত যোগ্যতা লাগবে না।
এছাড়া আরো অনেক সুযোগ-সুবিধা আছে বলে মানুষ এই ফ্রিল্যান্সিংয়ের দিকে ঝুকছে।
তাই আপনার ডিভাইস, আপনার সময়, আপনার টাকা যেটা আপনি ডলারে পাবেন।
📝 কেন এই ফ্রিল্যান্সিং সেক্টরে কাজে শিখতে প্রতারণা শিকার হচ্ছে অনেকেই?
✍️ ফ্রিল্যান্সিং বাংলাদেশে অনেক আগে থেকেই চালু হলেও ফ্রিল্যান্সিং বহুলভাবে প্রচলিত হয় কোভিড-১৯ অর্থাৎ করোনার সময় থেকে, এই কাজের প্রতি মানুষ ধীরে ধীরে অগ্রসর হতে থাকে। ফ্রিল্যান্সিংয়ে মানুষের প্রসার ঘটার সাথে সাথে অনেক প্রতিষ্ঠান শুরু হতে থাকে ফ্রিল্যান্সিং এর উপরে প্রশিক্ষণ দেওয়ার জন্য। প্রতিষ্ঠানের শুরুর সাথে সাথে অনেক প্রতারক চক্র তাদের প্রতারণা করতে থাকে। অনেক ধরনের ফ্রিল্যান্সিং প্রশিক্ষক কেন্দ্র গড়ে ওঠে এবং উঠছে। তারা নানাভাবে আপনাকে প্রলোভন দেখিয়ে আপনাকে আকৃষ্ট করছে যার ফলে আপনার কষ্টের টাকাটি আপনি নষ্ট করছেন।
অনেক প্রতিষ্ঠান আপনাকে তাদের ইনকাম দেখাবে এবং আপনাকে প্রলোভন দেখাবে যে আপনি ফ্রিল্যান্সিং শিখে কোটি কোটি টাকা খুব অল্প সময়ের মধ্যে আয় করতে পারবেন।
যেসব প্রতিষ্ঠান এই সকল মুখরোচ বিজ্ঞাপন আপনাকে ফাঁদে ফেলবে খোঁজ নিয়ে দেখতে পারবেন হয়তো তাদের প্রতিষ্ঠান এক দুই মাস আগে শুরু করছে যাদের ছাত্র-ছাত্রী নেই হয়তো কোথা থেকে স্ক্রিনশট জোগাড় করে মানুষকে প্রলোভন দেখাবে ইনকামের। হয়তো তারা আপনাকে ওয়েব ডেভেলপমেন্ট শিখাবে হয়তোবা আপনাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শেখাবে? এখন প্রশ্ন হল আসলে যারা আপনাকে এই বিষয়গুলো শেখাবে তারা এই বিষয় নিয়ে কতটা জানে? যারা আপনাকে কোটি কোটি টাকার স্বপ্ন দেখাচ্ছে আসলে তারা কি কোটিপতি?
🤔আসলেও কি কোটি কোটি টাকা খুব অল্প সময়ে ফ্রিল্যান্সিং করে আয় করা সম্ভব?
✍️ খুব অল্প সময়ে ফ্রিল্যান্সিং করে কেউ কোটিপতি হতে পারে না মনে রাখবেন আপনি যদি টাকার পিছনে ছোটেন তাহলে আপনাকে সারাজীবন টাকার পিছনে ছুটতে হবে।
হ্যাঁ একটা সময় খুব ভালো পরিমাণ টাকা আর্নিং করতে পারবেন কিন্তু তার আগে আপনাকে আপনার পছন্দের স্কিল এর উপর ভালোভাবে দক্ষ হতে হবে। আপনি যদি টাকার পিছনে না ছুটে আপনার স্কেল ডেভেলপমেন্টের পিছনে দৌড়ান একটা সময় টাকা আপনার পিছনে দৌড়াবে।
📢 ফ্রিল্যান্সিং এ প্রতারণার হাত থেকে বাঁচতে হলে আপনাকে জানতে হবে
১. আপনি যেখানে ফ্রিল্যান্সিংয়ের উপর প্রশিক্ষণ নিবেন সেই প্রতিষ্ঠান সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নেওয়া।
২. আপনি যে বিষয়ের উপর প্রশিক্ষণ নিবেন সেই প্রতিষ্ঠান আদৌ কি সেই বিষয়ের উপর ফ্রিল্যান্সিং করে কি না?
৩. যে প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিবেন সেই প্রতিষ্ঠান কবে থেকে তাদের কার্যক্রম শুরু করেছে সে বিষয়ে খোঁজখবর নেওয়া।
৪. যে প্রশিক্ষক আপনাকে যে বিষয়ের উপর প্রশিক্ষণ দিবে সেই বিষয়ের উপর সেই প্রশিক্ষকের ধারণাটা কতটুকু?
৫. যে প্রতিষ্ঠানে আপনি ভর্তি হবেন তারা এর আগে কতটি ব্যাচ বের করেছে এবং সেই ব্যাচের সফলতার হার টা কেমন?
৬. কোন ইনকামের স্ক্রিনশটের উপর প্রভাবিত না হয়ে তাদের বিষয়ে একটু ভালোভাবে জানুন।
অতএব টাকা আপনার, সিদ্ধান্ত আপনার একটু সচেতন হয়ে ভাল প্রতিষ্ঠানে আপনার মূল্যবান টাকা দিয়ে কাজ শিখুন।
আমাদের ৮ম ব্যাচ এর ভর্তির কার্যক্রম চালু আছে।
📝সকল বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে।
১. ডিজিটাল মার্কেটিং
২. ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন
৩. গ্রাফিক্স ডিজাইন
৪. UX/ UI ডিজাইন
৫. লিড জেনারেশন
৬. ওয়েব ডেভেলপমেন্ট
📢আমাদের প্রতিষ্ঠানে আপনি যাচাই-বাছাই করে ভর্তি হবেন প্রতারণার হাত থেকে বাঁচবেন। আমাদের মেন্টরের বিগত কয়েক মাসের শুধুমাত্র Upwork আর্নিং এর সার্টিফিকেট এর ছবি দেওয়া হল।
✍️আমাদের সাপোর্ট সমূহ:
১. মাল্টিমিডিয়া প্রজেক্টর মাধ্যমে ক্লাসের পাঠদান
২. 24 ঘন্টা সাপোর্ট সেশন
৩ দুর্বল ছাত্রছাত্রীদের জন্য আলাদা কেয়ার
৪. প্র্যাকটিসের জন্য আমাদের ডিজিটাল ল্যাব
৫. ডেভেলপমেন্ট এর উপর আমাদের মেইন ফোকাস থাকে।
৬. প্রতিটা ক্লাসের রিসোর্স প্রদান করা হয়ে থাকে।
৭. প্রতি দুই ব্যাচ থেকে একটি স্পেশাল ব্যাচ তৈরি করা হয়ে থাকে
৮. ভর্তি হওয়ার আগে আমাদের ফ্রি ক্লাস করার সুযোগ আছে
৯. সবার সাধ্যের মধ্যে প্রশিক্ষণ ফি
১০. অনলাইন সাপোর্ট সেশন।
🏢 আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা:
পুরাতন মাসুম বাজার, মামুর মসজিদ সংলগ্ন, আতাইকুলা রোড পাবনা ৬৬০০।
মোবাইল নাম্বার: ০১৭৪৫-৯৩৩৬৪৯
ওয়েবসাইট:www.innovahitech.com
ফেসবুক পেজ: fb/innovahitechinstitute
গুগল ম্যাপ:https://g.co/kgs/LzzyDA
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Pabna
6600