Mketing BD

Mketing BD

Hello, I am Md. Mizanur Rahman a highly experienced Digital Marketing expert root in Facebook Ads, G

09/07/2022
29/06/2022

Hi There,, I Am a Passionate Data-Driven Marketer professional.I am a tacking specialist and I can help you tack up everything on your website via Facebook Pixel, Google Ad and Google Analytics 4. with Google Tag Manager.

so,you can knock in the inbox if you need the service,Thanks.

My Service:

Install google tag manager, fb pixel and Google analytics 4 property, Google Ads Conversion Taacking.

✅Configure multiple Tag, Trigger and Variable

✅ Facebook Conversion Api Setup ( Server site Tracking )

✅Email and phone no tracking , Lead Form Track

✅Scroll Depth and Video Views Tracking

✅Enhanced Ecommerce Tracking

✅View content, add to cart, checkout Tracking

✅Purchase Tracking with Dynamic value

✅Cross Domain and sub-domain Tracking

✅Google Ads Conversion Tracking

✅Facebook Pixel Tracking

✅Domain Verify and Business manager create

✅Google ads account link with analytics 4

✅Setup remarketing audience and import to gads

✅Gads Remarketing Tag Install

✅Configure custom dimension, metrics and funnel visualization

15/06/2022

What is the reason that many of us can't achieve our target revenue after running ads on Facebook?
The reason for this is not being able to do ad optimization properly .

Now we can say that proper optimization means a lot of tips, a lot of tricks work here. It's not really like that.

In order to generate good revenue from ads, you need to follow some steps to manage it properly .
Here are three basic steps you can take to begin the process of preparation for mediation.

1. Awareness
2. Consideration
3. Conversion

Here are three steps you can take to begin the process of preparation for mediation .

19/05/2022

জাপানে এক চারুকলার ক্লাসে এক ছাত্র মনের ভুলে রং-পেন্সিল আর ছবি আকাঁর কাগজ ছাড়াই উপস্থিত হয়ে লজ্জা পাচ্ছিল যে, শিক্ষক কি যে বলবেন তার ভুলোমনের জন্য। যথারীতি শিক্ষক এলেন ক্লাসে। ঐ ছাত্রের কাছে রং-পেন্সিল আর ছবি আঁকার কাগজ না থাকায় শিক্ষক খুব বিনীতভাবে বললেন যে-
" শিক্ষক হিসাবে আমারই ব্যর্থতা যে এই ক্লাসের গুরুত্ব তোমাকে আমি বোঝাতে পারিনি। তাই তুমি রং-পেন্সিলগুলো আনতে ভুলে গেছ। আমি ক্ষমাপ্রার্থী। ভবিষ্যতে আমি আরো সচেতন হবো।"
( কার লেখা জানিনা , ভালো লেগেছে তাই নেট থেকে কপি মেরেছি )

26/04/2022

কমপ্লিট ফেসবুক অ্যাড গাইড ২০২১ঃ কিভাবে ফেসবুকে অ্যাড দিতে হয়

কমপ্লিট ফেসবুক অ্যাড গাইড ২০২১ঃ ফেসবুক অ্যাড তৈরির প্রাথমিক পর্যায় থেকে অ্যাডভান্স কৌশলের প্রতিটি ধাপ নিয়ে আলোচনা করা হয়েছে এই গাইডে।
আপনার বিজনেসের জন্য আদর্শ অডিয়েন্সের একটি বড় অংশ সামাজিক মাধ্যম হিসেবে ফেসবুক ব্যবহার করে এবং ফেসবুক তাদের সাথে আপনার ব্র্যান্ডকে যুক্ত করার সুযোগ তৈরি করে দিয়েছে।
সমসাময়িক সময়ে অর্গানিক ভাবে ফেসবুক অডিয়েন্সদের সাথে যুক্ত হওয়া বেশ চ্যালেঞ্জিং – কারণ ফেসবুকের ক্রমাগত অ্যালগোরিদমের পরিবর্তন।
তারপরও ফেসবুকের টার্গেটিং অপশন ব্যবহার করে আপনার বিজনেসের জন্য আদর্শ কাস্টমারদের কাছে পৌঁছানো সম্ভব। যার দ্বারা আপনার প্রোডাক্ট এবং সার্ভিসগুলো আদর্শ কাস্টমারদের সামনে তুলে ধরা সহজ হয়।
ফেসবুক ব্যবহার করে কাস্টমারদের কাছে পৌঁছাতে হলে ফেসবুকের প্রতিটি খুঁটিনাটি বিষয় সম্পর্কে আপনাকে জানতে হবে। বুঝতে হবে আপনার অডিয়েন্সদের কাছে পৌঁছাতে এবং তাদের খুঁজে পেতে ফেসবুক কিভাবে কাজ করে ।
এই গাইডে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে,


ফেসবুক অ্যাড টাইপ

Step-by-step গাইড, কিভাবে ফেসবুকের মাধ্যমে বিজ্ঞাপন দিবেন

ফেসবুকে অ্যাড স্পেস

ফেসবুক অ্যাড বিষয়ে স্মার্ট টিপস

ফেসবুক অ্যাড আইডিয়া

18/04/2022

পরিপাক ব্যবস্থার উন্নতি করুন
পরিপাকের উন্নতি করার জন্য খাদ্যাভ্যাসের সামান্য পরিবর্তনই যথেষ্ট ।
✳️ ভাল করে ব্রেকফাস্ট করুন । সনাতন চৈনিক চিকিৎসাশাস্ত্র মতে বেলা ৭ থেকে ৯ টা পাকস্থলীর পরিপাকের জন্য আদর্শ সময় ।
✳️দিনের মধ্যভাগে জটিল কার্বোহাইড্রেট এড়িয়ে চলা ভাল , নইলে ঘুম পেতে পারে । এই সময় লিন বা হালকা প্রোটিন খেতে পারেন । প্রোটিনের ট্রিপটোফান নামের অ্যামিনো অ্যাসিড সেরোটোনিন উৎপাদনে সাহায্য করে । অন্য দিকে কার্বোহাইড্রেটও সেরোটোনিন উৎপাদনে উদ্দীপনা ঘটায় ।
✳️রাতে বেশি খাবার খাবেন না এবং খাওয়ার পরে অন্তত ২ ঘণ্টা জেগে থাকবেন । এই সময়টা পরিপাকের পক্ষে উপযুক্ত নয় , কারণ ঘুমের প্রস্তুতি হিসেবে বিপাকীয় ক্রিয়ার হার কমতে থাকে ।
✳️দিনের তুলনায় রাতের পরিপাক হার ৫০ % কম । তাই ভরাপেট খেয়ে শুতে যাওয়া এড়িয়ে চলুন ।
✳️ রাতে সহজপাচ্য খাবার খান । ফল খেলে দিনের প্রথম ভাগে খাওয়া ভাল ।
✳️তাড়াহুড়ো করে খাবেন না । পরিপাকে অসুবিধা হবে ।
✳️ খিদে পেলে তবেই খাবেন । পেট ভরে গেলে জোর করে খাবেন না ।
✳️ ধীরে চেবান । সময় নিয়ে খান । লালায় থাকা উৎসেচকের সাহায্যে পরিপাকের একাংশ মুখেই শুরু হয়ে যায় । তাড়াহুড়ো করে গিলে ফেললে মুখের পরিপাক সম্পূর্ণ হয় না । ধীরে ধীরে এবং ভাল করে চিবিয়ে খেলে তাড়াতাড়ি পেট ভরে , ফলে কম খাওয়া হয় ।
✳️ খাবারের সাথে পানি পান করবেন না। খাবারের অন্তত ৩০ মিনিট পরে পানি পান করুন।

লিখেছেন : Md.Faijul Haq

08/04/2022

# PROFILE FOLLOWERS FOLLOWING POSTS
1st Instagram 489,711,909 117 7,100
2nd Cristiano Ronaldo 422,371,322 508 3,278
3rd Kylie 🤍 325,527,220 80 6,831
4th Leo Messi 317,072,808 287 842
5th Selena Gomez 310,104,814 219 1,801
6th therock 308,284,169 521 6,468
7th Ariana Grande 303,571,650 952 4,950
8th Kim Kardashian 298,185,306 170 5,498
9th Beyoncé 248,008,767 0 2,019
10th Khloé Kardashian 232,181,283 99 4,032

07/04/2022

একটি শিক্ষামূলক পোস্টঃ-

১. কাউকে একসঙ্গে তিনবারের বেশি ফোন কল করবেন না। যেহেতু আপনার কল রিসিভ হচ্ছে না তার মানে ব্যক্তিটি আপনার ফোন কলের চেয়ে গুরুত্বপূর্ণ কোন কাজে ব্যস্ত আছে।
১০/১৫ মিনিট পর আবার চেষ্টা করতে পারেন।

২. কারো কাছ থেকে টাকা ধার/ঋণ করলে সেটা অবশ্যই ফেরত দিন। যদি ঋণদাতার মনে নাও থাকে তারপরও তাকে সময়মতো ফেরত দিন বা তাকে এমন ভাবে তা পুষিয়ে দিবেন যাতে তার মনে প্রশান্তি আসে। তার সাথে নমনীয় আচরন করুন।

৩. এখনো বিয়ে করোনি কেন কিংবা তুমি নতুন বাড়ি কিনছো না কেন? কাউকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা থেকে বিরত থাকুন।

৪. যদি কোন বন্ধু বা সহকর্মীর সঙ্গে রাইড শেয়ার করেন সেক্ষেত্রে আপনার বন্ধু বা সহকর্মী আজকে বিল পরিশোধ করলে কালকে আপনি বিল পরিশোধ করুন।

৫. অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন। কারো কথার মাঝখানে কথা বলবেন না। তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন।

৬. কারো সঙ্গে আপনি মজা করতেছেন কিন্তু সে যদি সেটা উপভোগ না করে তাহলে আপনার অবশ্যই থামা উচিত এবং কখনো এরকম আর করবেন না।

৭. কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোন আপনার হাতে দেয় তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন গ্যালারির এপাশ-ওপাশ করবেন না।

৮. কারো সঙ্গে কথা বলার সময় স্মার্ট ফোন টিপাটিপি করবেন না।

৯. যতক্ষণ পর্যন্ত কোন বিষয় আপনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত না হয় ততক্ষণ পর্যন্ত আপনি নিজের চরকায় তেল দিতে থাকুন।

১০. কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না এবং যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না। নিজের খেয়ে বনের মোষ তাড়াতে যাবেন না।

১১. সবাইকে সম্মান দিতে শিখুন হোক সে রিক্সাওয়ালা কিংবা আপনার অফিসের বস।

১২. কারো বেতন - চাকরি - ব্যবসা এসব নিয়ে সরাসরি প্রশ্ন করবেন না।

১৩. কেউ পাসওয়ার্ড দেওয়ার সময় ভদ্রতার সাথে চোখ অন্যদিকে ঘুরিয়ে ফেলুন।

১৪. কেউ ন্যূনতম সাহায্য করলে তাকে ধন্যবাদ দিতে শিখুন।

১৫. কারো কাছ থেকে কোনো কিছুতে উপকৃত হলে তার যথাযথ মূল্যায়ন করুন।

১৬. বন্ধুত্বের উপর সবসময় বড় আবদারের আশা করে থাকবেন না।

১৭. সবসময় কোনো কিছু ফ্রি - তে পাওয়ার আশায় থাকবেন না।

১৮. কারো দোষ জানা থাকলে তা গোপন রাখুন। অপপ্রচার করবেন না।

১৯. কারো কোনো কিছু নিয়ে হিংসা করবেন না। নিজে চেষ্টা করুন। হয়তো আপনিও পারবেন।

২০. ছোট-বড় সবার সাথে ভালো ব্যাবহার করুন।

06/04/2022

কিভাবে Digital Marketing শুরু করবেন - গাইড লাইন!

প্রথমেই বলে নেই আপনি যদি ২ মিনিটে এ হাজার হাজার টাকা কামাই করতে চান এই পোস্ট ভুলে যান। আপনাকে অবশ্যই পরিশ্রম আর লেগে থাকার মন-মানসিকতা নিয়ে নামা লাগবে।

প্রথম প্রশ্ন - আমি কোথায় শিখব?

- আপনি যে কোন ভালো প্রতিষ্ঠান থেকে শুরু করতে পারেন তবে বলে রাখা ভালো Digital Marketing এ অনেক আপডেট আসে কয়দিন পর পর তাই আপনাকে সব সময় নিজেকে আপডেট করতে Google এবং Youtube থেকে রিসার্চ করা লাগবে।

তবে এবার আসি মজার কথায় আপনি কি নিজে নিজে শিখতে পারবেন?
উত্তর - অবশ্যই ।

Google, Youtube এ প্রচুর Course রয়েছে আডভান্স লেবেল এর। সেই সাথে Udemy আর Skill Share তো আছেই। আপনি খুবই কম খরচে শিখে ফেলতে পারেন Udemy থেকে (১-৩) হাজার এর মধ্যেই। তবে নিজে থেকে শিখতে হলে অবশ্যই নিজের ইচ্ছে থাকা লাগবে শিখার।

দ্বিতীয় প্রশ্ন - কতোদিন লাগবে শিখতে?
সম্পূর্ণ আপনার উপর। চাইলে ১ মাস বা তারও কম সময়ে সম্ভব। তবে নরমালি বলবো ৩--৬ মাস। যে কোনো কিছু শিখাটা নির্ভর করে নিজের চাহিদার উপর।

Collected

05/04/2022

⏭️বিজনেসে ইন্সটাগ্রাম কেন ব্যবহার করবেন⤵️

☑️৯০% মানুষ ইন্সটাগ্রামে ১ টা বিজনেস পেজ ফলো করে!

☑️ইন্সটাগ্রামের মাসিক ইউজার ১ বিলিয়ন!

☑️প্রতিদিন ৫০০ মিলিয়ন মানুষ ইন্সটাগ্রাম ভিজিট করে!

☑️প্রতিদিন গড়ে একজন মানুষ ইন্সটাগ্রাম ব্যবহার করে ৫৩ মিনিট!

☑️আমেরিকার ৭১% বিজনেস ইন্সটাগ্রাম ব্যবহার করে কাস্টমার জেনারেট করে!

☑️১৪০ মিলিয়ন ইন্সটাগ্রাম ইউজার আসে আমেরিকা থেকে!

☑️৪৫% ইন্সটাগ্রাম ইউজারের বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে!

উপরের পরিসংখ্যান দেখে আপনার চোখ কপালে উঠে গেছে, তাই না?🤔

হ্যাঁ, এটাই সত্য, ইন্সটাগ্রাম এভাবেই দিন দিন বড় হচ্ছে❕

অসংখ্য ব্যবসা এবং মোটিভেশনাল পেজের মেইন টার্গেট অডিয়েন্স ইন্সটাগ্রামে।

কাজেই আপনার ব্যবসা বা সার্ভিস যা-ই হোক না কেন, তার কাস্টমার এখানে আছেই, আপনাকে একটু খুঁজে নিতে হবে।

আর আপনার ব্যবসা বা সার্ভিস যদি রঙিন আর চমকদার কিছু হয়ে থাকে, তাহলে আপনি এখানেই আপনার ব্যবসার কাস্টমার টার্গেট করতে পারেন।

কারণ আপনি জানেন ইন্সটাগ্রাম চলে ছবির উপর ভিত্তি করে, ছবিই ইন্সটাগ্রামের সব, পাশাপাশি রয়েছে ভিডিওর মতো শক্তিশালী টুল।

কাজেই একটু রিচার্স করে নেমে পড়ুন, ব্যবসা প্রসার ঘটাতে খুব একটা বেগ পেতে হবে না। অল্প সময়ে খুব ভালো ইনকাম করতে পারবেন।

শিখলে যে ব্যবসাই করতে হবে এমন না, ফ্রিল্যান্সিং করেও ভালো আর্নিং করতে পারবেন।

তারপর হাতে টাকা-পয়সা জমিয়ে নিজেই ভালো ব্যবসা দাড় করাতে পারবেন।💪

এটা আমার কথা না, জাস্ট নিজের আইডিতে ঢুকে একটু দেখে আসুন, প্রমাণ পেয়ে যাবেন।

29/03/2022

Marketing 4ps...

26/03/2022

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা❤️

25/03/2022

পণ্য ও বিক্রির কৌশলের ওপর নজর রাখুন
যত দ্রুত সম্ভব আপনার বাজার সম্পর্কে জানবেন এবং আপনার গ্রাহকের মতামত নিন। প্রতিটি সেবা ও পণ্যকে যাচাই করুন এবং প্রয়োজনে পণ্য বাজারজাতকরণ ও বিক্রির কৌশলের পরিমার্জন করুন।

24/03/2022

What is Facebook Marketing?

Photos from Mketing BD's post 23/03/2022

Congratulations অভিনন্দন বাংলার দামাল ছেলেরা 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 ইতিহাস গড়ে সাউথ আফ্রিকাকে হরিয়ে ২-১ ব্যাবধানে সিরিজ জিতলো সাকিব,তাসকিন,তামিম,মিরাজ,
শরিফুল সহ সবাইকে অভিনন্দন বাংলার বাঘেরা কি করতে পারে সারা বিশ্ব তা দেখলো❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
সাকিবের জন্মদিনটা বড় করে সেলিব্রেট হবে এবার🥴

21/03/2022

ব্যবসা নির্ধারণ এবং প্রাথমিক কর্মকান্ডসমূহ নিম্নোক্ত বিষয়ের সাথে জড়িতঃ

১। পণ্য বা সেবা নির্বাচন।

২। জায়গা নির্বাচন

৩। ব্যবসার সম্ভাব্যতা যাচাই

৪। ব্যবসায় পরিকল্পনা প্রস্তুত করা

20/03/2022

What is Facebook Ads?

20/03/2022

একটি ফেসবুক গ্রুপ মানুষের যোগাযোগের জন্য এবং লোকদের তাদের সাধারণ আগ্রহ ভাগ করে নেওয়ার এবং তাদের মতামত প্রকাশ করার জন্য একটি জায়গা। ফেসবুক গ্রুপের মাধ্যমে একই বিষয়ে আগ্রহী লোকেরা একত্রিত হয়ে, একে অপরের সাথে সাধারণ কারণ, ক্রিয়াকলাপ এবং বিভিন্ন প্রকার উদ্দেশ্য নিয়ে আলাপ আলোচনা করে থাকে।

19/03/2022

বাংলাদেশে একজন উদ্যোক্তা হতে হলে আপনাকে ব্যবসা শুরু করার নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করতে হবেঃ

ধাপ-১ঃ প্রথমে সিদ্ধান্ত নিতে হবে আপনি ব্যবসা করবেন। এরপর আপনাকে ঠিক করতে হবে কোন ব্যবসাটি আপনার জন্য উপযুক্ত? একইসাথে ব্যবসার ধরণ ঠিক করতে হবে-ট্রেডিং অথবা উৎপাদনমূলক অথবা সেবামূলক ব্যবসা। ব্যবসার ধরণ ঠিক করার পর আপনার ব্যবসা করার জন্য অফিস বা কারখানা করার জন্য স্থান নির্দিষ্ট করতে হবে। ব্যবসাটির সম্ভাব্যতা যাচাই করে একটি ব্যবসায় পরিকল্পনা তৈরী করতে হবে।

ধাপ-২ঃ ব্যবসা শুরুর জন্য প্রয়ােজনীয় অর্থের সংস্থান অর্থাৎ মূলধন যােগাড় করতে হবে।

ধাপ-৩ঃ আপনাকে ঠিক করতে হবে আপনি একক ব্যবসা করবেন না যৌথ মালিকানাধীন ব্যবসা করবেন। যৌথ মালিকানাধীন ব্যবসা করার সিদ্ধান্ত গ্রহণ করলে ঠিক করতে হবে কাকে পার্টনার/অংশীদার হিসেবে নিবেন।

ধাপ-৪ঃ ব্যবসার জন্য উপযুক্ত স্থানে জমি ক্রয়/ভাড়া/লীজ নিতে হবে।

ধাপ-৫ঃ ব্যবসার গঠনকাঠামাে অনুযায়ী ট্রেড লাইসেন্স অথবা কোম্পানি রেজিষ্ট্রেশন করতে হবে।

ধাপ-৬ঃ ব্যবসা সংক্রান্ত অন্যান্য রেজিষ্ট্রেশন ও লাইসেন্স সংগ্রহ করতে হবে।

ধাপ-৭ঃ নির্ধারিত জায়গায় শিল্প স্থাপন করতে হবে।

ধাপ-৮ঃ শিল্প প্রতিষ্ঠানে বিদ্যুৎ, গ্যাস, পানি, পয়ঃসংযােগ প্রভৃতি ইউটিলিটি সার্ভিস নিশ্চিত করতে হবে।

ধাপ-৯ঃ ব্যবসার জন্য প্রয়ােজনীয় যন্ত্রপাতি ও যন্ত্রাংশ ক্রয়, কাঁচামাল ক্রয় এবং টেকনােলজী/প্রযুক্তি নির্বাচন করতে হবে।

ধাপ-১০ঃ যথাযথ পদ্ধতি মেনে প্রয়ােজনীয় জনবল নিয়ােগ দিতে হবে।

ধাপ-১১ঃ ব্যবসায় পরিকল্পনা অনুযায়ী পণ্য উৎপাদন এবং বিপণন করতে হবে।

18/03/2022

পবিত্র শবেবরাতের শুভেচ্ছা❤️❤️

29/06/2021

stay home stay safe

Want your business to be the top-listed Advertising & Marketing Company in Pabna?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Telephone

Address


Pabna
Pabna
6680

Opening Hours

Monday 10:00 - 21:00
Tuesday 10:00 - 21:00
Wednesday 10:00 - 21:00
Thursday 10:00 - 21:00
Friday 10:00 - 00:00
Saturday 00:00 - 21:00
Sunday 10:00 - 19:00