AHR Homeo Hall
ডাঃ মোঃ মোখলেছুর রহমান, ডিএইচএমএস(বিএইচবি), বিবিএ, এমবিএ (হিসাববিজ্ঞান) সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা।
বদহজমে হোমিওপ্যাথিই সেরা চিকিৎসা | Indigestion | Dr Md Mokhlasur Rahman | ডাঃ মোঃ মোখলেছুর রহমান | AHR Homeo Hall | এএইচআর হোমিও হল
#বদহজম #হোমিওপ্যাথি
রোগের নামঃ বদ হজম বা অজীর্ণ:-
বদ হজম বা অজীর্ণ রোগের সংক্ষিপ্ত বর্ণনাঃ-
অতিরিক্ত বা অনিয়মিত ভোজন, তৈলাক্ত, চর্বিযুক্ত খাবারাদি, গুরুপাক দ্রব্যাদি ভোজন করতে পছন্দ করে। রাত্রি জাগরণ সহ অতিরিক্ত চা, কফি, মদ্য পান, ধূমপান ইত্যাদি করতে পছন্দ করে। কারণ বশতঃ খাদ্য ভাল রূপে পরিপাক না হয়ে অজীর্ণ রোগ হয়। গরম মসলা যুক্ত দ্রব্যাদি খাওয়ার ইচ্ছা, বুক গলা জ্বালা, অম্ল উদগীর, খাওয়ার পরে পেট বেদনা, ক্ষুধা লোপ কিংবা রাক্ষুসে ক্ষুধা, বুক ধড়ফর করা ইত্যাদি লক্ষণ দেখা দেয়।
হোমিও চিকিৎসাঃ
১. ঔষধের নামঃ Nux Vomica (নাক্স ভমিকা):-
ঔষধের উৎপত্তিস্থলঃ কুচিলা বীজ চূর্ণ।
রোগের লক্ষণসমূহঃ
১। হিংসুটে স্বভাব, ভীষণ রাগী, কলহপ্রিয়, শীত কাতর, মদ্যপায়ী, নেশাখোর।
২। অতিরিক্ত রাত্রি জাগরণ সহ অধিক মসলাযুক্ত খাদ্য গুরুপাক দ্রব্যাদি ভোজন বা অধিক ভোজন জনিত অজীর্ণ।
৩। খাদ্য দ্রব্য ভালরূপে পরিপাক না হয়ে আহারের দুই এক ঘন্টা পরে পেট ব্যথা, মুখে টক জল ওঠে ইত্যাদি লক্ষণে এটি উপকারী।
ঔষধের শক্তি ও ব্যবহার বিধিঃ শক্তি ৩x বা ৬ তিন চার ফোটা সামান্য পানিসহ দিনে তিন চার বার। পুরাতন রোগে ২০০ বা ১m দুই চার মাত্রা।
ক্রিয়া স্থিতিকালঃ ১-৭ দিন।
সম্পূরক বা অনুপূরক বা সদৃশ বা পরবর্তী ঔষধ সমুহঃ সালফার প্রায় সব রোগেই অনুপূরক। আর্সেনিক এলবাম, বেলেডোনা, ব্রায়োনিয়া, কার্ব, কলচিকাম, লাইকোপোডিয়াম, ফসফরাস, পালসেটিলা, রাসটক্স, সিপিয়া, ইপিকাক।
বিপরীত বা পরিপূরক বা অনিষ্টকারক বা ক্রিয়ানাশক ঔষধ সমুহঃ জিঙ্কাম কখনই এর আগে বা পরে ব্যবহৃত হয় না। একোনাইট, ক্যামোমিলা, ককু, ক্যাম্ফর, কফি, ওপি, থুজা।
বি.দ্র. / সতর্কীকরণঃ ঔষধের শক্তি রোগীর উপর ভিত্তি করে চিকিৎসক ব্যবহার করবে।
২. ঔষধের নামঃ Carbo Veg (কার্বোভেজ):-
ঔষধের উৎপত্তিস্থলঃ উদ্ভিদ কার্বন বা কাঠের কয়লা।
রোগের লক্ষণসমূহঃ
১। কোন প্রকার কঠিন অসুখে রোগী ফ্যানের বা পাখার বাতাস চায়, মুক্ত হাওয়ার জন্য আকাঙ্ক্ষা, অন্ধকারে ভূতের ভয়।
২। স্মৃতি শক্তি হ্রাস পায়, শীত কাতর, এই ধাতুর রোগীদের কার্বো-ভেজ একটি খুব গুরুত্বপূর্ণ ঔষধ।
৩। খাদ্য দ্রব্য ভালরূপ পরিপাক না হয়ে পেট ফাঁপে বিশেষ করে নীচের পেট, দুর্গন্ধ বাতকর্ম বা ঢেকুর উঠলে আরামবোধ হয়।
ঔষধের শক্তি ও ব্যবহার বিধিঃ ৩০ বা ২০০ শক্তি। ৩ ঘন্টা অন্তর কয়েক মাত্রা সেবন করলে উক্ত রোগ আরোগ্য হয় । নাক্স ভূমিকা প্রয়োগের পর অজীর্ণ পীড়া সম্পূর্ণ আরোগ্য না হলে কার্বোভেজ ২০০ বা ১m ২/৩ মাত্রা।
ক্রিয়া স্থিতিকালঃ ৬০ দিন।
সম্পূরক বা অনুপূরক বা সদৃশ বা পরবর্তী ঔষধ সমুহ: সিঙ্কোনা, প্লম্বম, এন্টিম ক্রুড, ফসফরাস, ল্যাকেসিস, চায়না।
বিপরীত বা পরিপূরক বা অনিষ্টকারক বা ক্রিয়ানাশক ঔষধ সমুহ: আর্সেনিক এলবাম, ক্যাম্ফর, কফি, ল্যাকেসিস।
বি.দ্র. / সতর্কীকরণঃ ঔষধের শক্তি রোগীর উপর ভিত্তি করে চিকিৎসক ব্যবহার করবে।
৩. ঔষধের নামঃ Natrum Carb (নেট্রাম কার্ব):-
ঔষধের উৎপত্তিস্থলঃ কার্বনেট অফ সোডা।
রোগের লক্ষণসমূহঃ
১। গোলমাল পছন্দ করে না, গান বাজনা নিতান্ত অপছন্দনীয়, শীত কাতর।
২। দুধ খাইলে অজীর্ণ বা উদরাময়, সর্বদা পেট ভার বোধ বায়ু সঞ্চয় হয়ে পেট ফুলে উঠে।
৩। কখনো কোষ্ঠবদ্ধ, কখনো টক গন্ধযুক্ত তরল মল, শাক সবজি আহারে রোগ বৃদ্ধি।
ঔষধের শক্তি ও ব্যবহার বিধিঃ ৬ বা ৩০ দিনে তিন মাত্রা। পুরাতন রোগে ২০০ বা ১m সকাল বিকাল দুই মাত্রা।
ক্রিয়া স্থিতিকালঃ ৩০ দিন।
সম্পূরক বা অনুপূরক বা সদৃশ বা পরবর্তী ঔষধ সমুহ: সিপিয়া।
বিপরীত বা পরিপূরক বা অনিষ্টকারক বা ক্রিয়ানাশক ঔষধ সমুহ: ক্যাম্ফর, নাইট্রি, স্পিরি-ডল।
বি.দ্র. / সতর্কীকরণঃ ঔষধের শক্তি রোগীর উপর ভিত্তি করে চিকিৎসক ব্যবহার করবে।
৪. ঔষধের নামঃ Ipecac (ইপিকাক):-
ঔষধের উৎপত্তিস্থলঃ ব্রাজিলের জঙ্গলে এক প্রকার গ্লুমের শুকনো শিকর হতে।
রোগের লক্ষণসমূহঃ
১। ঘৃত পক্ক পোলাও, মাংস, অধিক মিষ্টি বা মিষ্টান্ন, গুরুপাক দ্রব্যাদি আহার করে পেট বেদনা, পাতলা পায়খানা, বমি ও বমি বমি ভাব হলে ইপিকাক উপকারী ।
ঔষধের শক্তি ও ব্যবহার বিধিঃ ৩x, ৩/৪ ফোটা সামান্য পানির সঙ্গে দুই ঘন্টা অন্তর ।
ক্রিয়া স্থিতিকালঃ ৭-১০ দিন।
সম্পূরক বা অনুপূরক বা সদৃশ বা পরবর্তী ঔষধ সমুহ: এন্টিম টার্ট, এপিস, আর্টস, বেল, ক্যাক্টস, কুপ্রম, পডো, ফস, হলফ, ভেরেট, ক্যামো, চায়না।
বিপরীত বা পরিপূরক বা অনিষ্টকারক বা ক্রিয়ানাশক ঔষধ সমুহ: আর্নিকা, আর্স, চায়না, নক্স, ট্যাবেক।
বি.দ্র. / সতর্কীকরণঃ ঔষধের শক্তি রোগীর উপর ভিত্তি করে চিকিৎসক ব্যবহার করবে।
৫. ঔষধের নামঃ Lycopodium (লাইকোপোডিয়াম):-
ঔষধের উৎপত্তিস্থলঃ পার্বত্য শৈবাল ।
রোগের লক্ষণসমূহঃ
১। রোগী অতিশয় কৃপণ, ভিরু, একা থাকতে ভয়, মেজাজ রাগী, নতুন লোকের আগমনে ভয়।
২। মনের আনন্দে ক্রন্দন, গরম খাবার পছন্দ, গরমে কাতর, অজীর্ন পীড়ায় বেশ ক্ষুধা হয়।
৩। সামান্য আহারে মনে হয় পেট ভরে গেছে।
৪। কোষ্ঠবদ্ধ মাঝে মাঝে তরল মলের সঙ্গে কঠিন (শক্ত) মল দেখা যায়।
৫। পেট ফাঁপে, টক ঢেকুর উঠে, ভুট-ভাট করে পেট ডাকে।
ঔষধের শক্তি ও ব্যবহার বিধিঃ
বিকাল ৪ টা থেকে রাত ৮ টার মধ্যে রোগের বৃদ্ধি ইত্যাদি লক্ষণে ৩x বা ৬ শক্তি দিনে তিন মাত্রা ৩০ বা ২০০ শক্তি দিনে দুই মাত্রা। পুরাতন রোগে ১m, ১cm বা আরো উচ্চ শক্তি।
ক্রিয়া স্থিতিকালঃ ৪০ - ৫০ দিন।
সম্পূরক বা অনুপূরক বা সদৃশ বা পরবর্তী ঔষধ সমুহ: ক্যালকেরিয়া, কার্ব্বো, ল্যাকে, সালফার ইত্যাদি।
বিপরীত বা পরিপূরক বা অনিষ্টকারক বা ক্রিয়ানাশক ঔষধ সমুহ: একোন, ক্যাম্ফর, কষ্টি, ক্যামো, গ্রাফা, পলস।
বি.দ্র. / সতর্কীকরণঃ ঔষধের শক্তি রোগীর উপর ভিত্তি করে চিকিৎসক ব্যবহার করবে।
৬. ঔষধের নামঃ Pulsatilla (পালসেটিলা):-
ঔষধের উৎপত্তিস্থলঃ সেন্ট্রাল ও উত্তর আমেরিকার এক প্রকার গাছ হতে টিংচার প্রস্তুত হয়।
রোগের লক্ষণসমূহঃ
১। শান্ত স্বভাব, কোমল মন, অভিমানী, অল্প কথায় মনে ব্যথা, গরম কাতর মুক্ত বাতাস পছন্দ করে। এই ধাতু রোগীদের উহা অধিক উপকারী।
২। চর্বি যুক্ত মাংস, ঘৃত পোলাও অধিক মিষ্টি বা মিষ্টান্ন ভোজন জনিত অজীর্ণ বা উদরামর পেট বেদনায় পালসেটিলা অমোঘ।
ঔষধের শক্তি ও ব্যবহার বিধিঃ ৩x চার ফোটা সামান্য ঠান্ডা জলের সাথে ২ ঘন্টা অন্তর।
ক্রিয়া স্থিতিকালঃ ৪০ দিন।
সম্পূরক বা অনুপূরক বা সদৃশ বা পরবর্তী ঔষধ সমুহ: ক্যালি মিউর, ফলপ্রদ, ক্যালিবাই, লাইকো, সিটি, সলফের, পালসেটিলা ফলপ্রদ।
বিপরীত বা পরিপূরক বা অনিষ্টকারক বা ক্রিয়ানাশক ঔষধ সমুহ: এসাফিটি, কফি, ক্যামো, ইগ্নে, নক্স, ষ্ট্যানম।
বি.দ্র. / সতর্কীকরণঃ ঔষধের শক্তি রোগীর উপর ভিত্তি করে চিকিৎসক ব্যবহার করবে।
৭. ঔষধের নামঃ China (চায়না):-
ঔষধের উৎপত্তিস্থলঃ পেরু-বলিভিয়ার একপ্রকার গাছের ছাল হতে প্রস্তুত করা হয়।
রোগের লক্ষণসমূহঃ
১। সমস্ত পেট ফাঁপা, পাতলা পায়খানার সাথে অজীর্ণ খাদ্য নির্গত হয়।
২। ফল খাইলে পেটের অসুখ বাড়ে। অথবা, ফল খাইয়া অজীর্ণ বা উদরাময়।
৩। রোগী দিন দিন দুর্বল হতে থাকে।
৪। খাদ্য দ্রব্য হজম না হয়ে আস্ত বা অর্ধ ভাঙ্গা নির্গত হয় এতে চায়না অব্যর্থ।
ঔষধের শক্তি ও ব্যবহার বিধিঃ ৩x বা ৬ ৩/৪ ফোটা সামান্য জলের সহিত ৩ ঘন্টা অন্তর ৩০ বা ২০০ শক্তি উপকারী।
ক্রিয়া স্থিতিকালঃ ১৪-২১ দিন।
ক্রিয়া স্থিতিকাল: সম্পূরক বা অনুপূরক বা সদৃশ বা পরবর্তী ঔষধ সমুহ: ফেরম, চায়না, চিনিনম, সালফার।
বিপরীত বা পরিপূরক বা অনিষ্টকারক বা ক্রিয়ানাশক ঔষধ সমুহ: আর্নিকা, আর্স, নক্স, সিপি, ডিজিটেলিস, সেলিনিয়ম।
বি.দ্র. / সতর্কীকরণঃ ঔষধের শক্তি রোগীর উপর ভিত্তি করে চিকিৎসক ব্যবহার করবে।
৮. ঔষধের নামঃ Carica Papaya (ক্যারিকা পেঁপেয়া):-
ঔষধের উৎপত্তিস্থলঃ কাঁচা পেঁপের আঠা হতে এটি প্রস্তুত হয়।
রোগের লক্ষণসমূহঃ
১। যাহাদের হজম শক্তি দুর্বল, মাংস, ডিম, গুরুপাক দ্রব্যাদি এমন কি সামান্য দুধও হজম করিতে পরে না।
২। অল্প অল্প করিয়া দিনে রাত্রে কয়েকবার পায়খানায় যায়। অজীর্ণ তরল মল।
৩। চক্ষু হলদে, জিহ্বায় হলদে ময়লা, রক্ত স্বল্প দুর্বল, পেট ফোলা, দুগ্ধ খাইলে অজীর্ণ বা উদরাময় দেখা দেয়।
ঔষধের শক্তি ও ব্যবহার বিধিঃ Q ৮/১০ ফোটা সামান্য জলসহ আহারের পর শিশুদের অর্ধ মাত্রা। 3x ব্যবহারেও উপকার পায়েছি।
ক্রিয়া স্থিতিকালঃ
সম্পূরক বা অনুপূরক বা সদৃশ বা পরবর্তী ঔষধ সমুহ:
বিপরীত বা পরিপূরক বা অনিষ্টকারক বা ক্রিয়ানাশক ঔষধ সমুহ:
বি.দ্র. / সতর্কীকরণঃ ঔষধের শক্তি রোগীর উপর ভিত্তি করে চিকিৎসক ব্যবহার করবে।
৯. ঔষধের নামঃ Sulphur (সালফার):-
ঔষধের উৎপত্তিস্থলঃ গন্ধক।
রোগের লক্ষণসমূহঃ
১। খিট খিটে স্বভাব অল্পতে উত্তেজিত হয়ে উঠে।
২। অত্যন্ত স্বার্থপর, গরমে কাতর, অপরিষ্কার অপরিচ্ছন্ন রোগী যারা প্রায়ই নানাবিধ চর্ম পীড়ায় ভোগে।
৩। পায়ের তলায় জ্বালা শরীরে দুর্গন্ধ ঘাম।
৪। রুটি, আলু, ঘৃত প্রভৃতি দ্রব্য আহার করলেই পেট ফাঁপে টক সেঁকুর উঠে।
৫। গন্ধকের বর্ণ পায়খানা বাতকর্মে ভীষণ দুর্গন্ধ এই প্রকৃতির রোগীদের নতুন বা পুরাতন অজীর্ণ পীড়ায় এটি অব্যর্থ।
ঔষধের শক্তি ও ব্যবহার বিধিঃ 30 বা 200 দিনে ২ বার। পুরাতন রোগে ১m বা ১০m সকাল বিকাল ২ মাত্রা।
ক্রিয়া স্থিতিকালঃ ৪০-৬০ দিন।
সম্পূরক বা অনুপূরক বা সদৃশ বা পরবর্তী ঔষধ সমুহ: এলিউর্মি বেল, ব্রায়ো, বোরাক্স, ক্যালকে, কার্বো, গ্র্যাফা, গুয়েক, স্যাম্বু, নক্স, ফস, পডো, রস।
বিপরীত বা পরিপূরক বা অনিষ্টকারক বা ক্রিয়ানাশক ঔষধ সমুহ: একোন, ক্যাম্ফর, আর্স ক্যামো, চায়না, কোনি, কষ্টি, নক্স, মার্ক, পলস, রস, সিলি।
বি.দ্র. / সতর্কীকরণঃ ঔষধের শক্তি রোগীর উপর ভিত্তি করে চিকিৎসক ব্যবহার করবে।
১০. ঔষধের নামঃ Magnesia Carb (ম্যাগনেসিয়া কার্ব):-
ঔষধের উৎপত্তিস্থলঃ কার্বনেট অফ ম্যাগনেসিয়া ।
রোগের লক্ষণসমূহঃ
১। খিটখিটে স্বভাব, বদ মেজাজী, শীত কাতর, মাংস খাবার অত্যন্ত পছন্দনীয়। এই ধাতুর রোগীতে ইহা অধিক কার্যকরী।
২। দুগ্ধ পান অসহ্য, পেট ফেঁপে বুক জ্বলে টক ঢেকুর উঠে, মুখে টক্ আস্বাদ রুটি, আলু, দুধ খাইলে পেটে বায়ু জমে, শূল ব্যথা হয়। প্রভৃতি লক্ষণে ইহা উপকারী।
ঔষধের শক্তি ও ব্যবহার বিধিঃ 30 বা 200 দিনে ২ বার।
ক্রিয়া স্থিতিকালঃ ৪০-৫০ দিন।
সম্পূরক বা অনুপূরক বা সদৃশ বা পরবর্তী ঔষধ সমুহ: ক্যামোমিলার পর ইহা উপকারি।
বিপরীত বা পরিপূরক বা অনিষ্টকারক বা ক্রিয়ানাশক ঔষধ সমুহ: আর্স, নক্স, পলস, রিউম, ক্যামো ।
বি.দ্র. / সতর্কীকরণঃ ঔষধের শক্তি রোগীর উপর ভিত্তি করে চিকিৎসক ব্যবহার করবে।
বায়োকেমিক চিকিৎসা:-
১. ঔষধের নামঃ Natrum Phos (নেট্রাম ফস):-
ঔষধের উৎপত্তিস্থলঃ ফসফেট অফ সোডা।
রোগের লক্ষণসমূহঃ
১। টক ঢেকুর উঠে, বুক জ্বলে, মুখে টক জল উঠে, হরিদ্রা বর্ণের জিহ্বা।
২। আহারের পর পেট বেদনা। অম্ল গন্ধযুক্ত বাহ্যে, মাঝে মাঝে অন্ন বমন ইত্যাদি লক্ষণে ইহা উপকারী।
ঔষধের শক্তি ও ব্যবহার বিধিঃ ৬x বা ১২x ১-৪ বড়ি একমাত্রা (বয়স অনুসারে) প্রত্যহ ৩ বার ।
ক্রিয়া স্থিতিকালঃ
বি.দ্র. / সতর্কীকরণঃ ঔষধের শক্তি রোগীর উপর ভিত্তি করে চিকিৎসক ব্যবহার করবে। লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথিক ঔষধের সঙ্গে বাইওকেমিক ঔষধ পর্যায়ক্রমে সেবনে আর বেশি উপকার হয়।
২. ঔষধের নামঃ Natrum Mur (নেট্রাম মিউর):-
ঔষধের উৎপত্তিস্থলঃ দৈনিক আহার্য লবণ হতে ট্রাইটুরেসন আকারে প্রস্তুত হয়।
রোগের লক্ষণসমূহঃ
১। অত্যধিক লবণ প্রিয়, তিক্ত ঝাল খাইবার প্রবল ইচ্ছা।
২। রুটি খাইতে অনিচ্ছা, রুটি খাইলে অজীর্ণ পীড়া দেখা দেয়।
৩। মুখে জল উঠে, মাথা ধরে, অতিশয় জল পিপাসা ইত্যাদি লক্ষণে ইহা মহৎ কার্যকরী ঔষধ
ঔষধের শক্তি ও ব্যবহার বিধিঃ ৬x বা ১২x ২-৪ বড়ি এক মাত্রা (বয়স অনুপাতে) প্রত্যহ ৩ বার।
ক্রিয়া স্থিতিকালঃ ৪০-৫০ দিন।
বি.দ্র. / সতর্কীকরণঃ ঔষধের শক্তি রোগীর উপর ভিত্তি করে চিকিৎসক ব্যবহার করবে।
৩. ঔষধের নামঃ Calcarea Phos (ক্যালকেরিয়া ফস):-
ঔষধের উৎপত্তিস্থলঃ ফসফেট অফ লাইম।
রোগের লক্ষণসমূহঃ
১। রক্ত হীন, দুর্বল, জীর্ণ-শীর্ণ রোগীদের হজম শক্তির দুর্বলতা, আহারে অনিচ্ছা, উদরে বায়ু জমে, ইত্যাদি লক্ষণে বা অন্য ঔষধের সহিত পর্যায়ক্রমে ইহা সেবনে অজীর্ণ পীড়া আরোগ্য হয়।
ঔষধের শক্তি ও ব্যবহার বিধিঃ ৩x বা ৬x ২-৪ বড়ি এক মাত্রা (বয়স অনুপাতে) ৩ ঘন্টা অন্তর ।
ক্রিয়া স্থিতিকালঃ ৬০ দিন।
বি.দ্র. / সতর্কীকরণঃ ঔষধের শক্তি রোগীর উপর ভিত্তি করে চিকিৎসক ব্যবহার করবে।
৪. ঔষধের নামঃ Kali Mur (ক্যালি মিউর):-
ঔষধের উৎপত্তিস্থলঃ
রোগের লক্ষণসমূহঃ
১। ঘৃত পক্ক বা অধিক তৈলাক্ত খাদ্য দ্রব্য আহার জনিত অজীর্ণ পীড়া তৈলাক্ত উদগার উঠে, জিহ্বা সাদা বর্ণের প্রলেপ যুক্ত রোগীদের ইহা অধিক উপযোগী।
ঔষধের শক্তি ও ব্যবহার বিধিঃ ৬x ২-৪ বড়ি এক মাত্রা (বয়স অনুপাতে) ৩ ঘন্টা অন্তর।
ক্রিয়া স্থিতিকালঃ
বি.দ্র. / সতর্কীকরণঃ ঔষধের শক্তি রোগীর উপর ভিত্তি করে চিকিৎসক ব্যবহার করবে।
পথ্য ও আনুষাঙ্গিক ব্যবস্থাঃ
নিয়মিত খাবার খেতে হবে এবং ভাল ভাবে চিবিয়ে খাবার খাওয়া উচিত। সকাল সন্ধ্যায় সাধ্যমত ব্যায়াম করা ভাল। পুরাতন সরু চাউলের ভাত, জীবিত শিং বা মাগুর মাছের ঝোল, কাঁচা কলা, কাঁচা পেঁপে সুপথ্য। গুরুপাক দ্রব্যাদি খাওয়া ঠিক নয় ।
#যেভিটামিনেরঅভাবেপুরুষাঙ্গদাড়ায়না #৪টিভিটামিনজরুরী #উত্থানজনিতসমস্যা
জিনসেং এর আদ্যোপান্ত, কারা খাবেন কখন খাবেন | Jinsin
কালোজিরা ও মধুর উপকারিতা জানলে অবাক হবেন kalojira o modhur upokarita janle obak hoben
#কালোজিরা #মধু #কালোজিরাওমধুরউপকারিতাজানলেঅবাকহবেন
দীর্ঘ সময় ধরে সহবাস করার কৌশল dhirgo somoy dhore sohobas korar koushol dr md mokhlesur rahman
#দীর্ঘসময়ধরেসহবাসকরারকৌশল
যৌন সমস্যার স্থায়ী চিকিৎসা jouno somossar sthayi cikitsa dr. md. mokhlasur Rahman
#যৌনসমস্যারস্থায়ীচিকিৎসা
যৌনাঙ্গে চুলকানি কারণ, লক্ষণ ও ঘরোয়া চিকিৎসা jounange culkanir karon, lokkhon o ghoroye cititsha
#যৌনাঙ্গেচুলকানিকারণলক্ষণঘরোয়াচিকিৎসা
ওষুধে এলার্জি বা ড্রাগ এলার্জি medicine allergy or drug allergy Dr. Md. Mokhlasur Rahman
#ওষুধেএলার্জি #ড্রাগএলার্জি
দ্রুত ওজন বাড়ানোর কৌশল druto ojon baranor koushol dr. md. mokhlasur Rahman
#দ্রুতওজনবাড়ানোরকৌশল
দ্রুত ওজন কমানোর কৌশল druto ojon komanor koushol dr. md. mokhlasur Rahman
#দ্রুতওজনকমানোরকৌশল
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও প্রতিকার dengu jorer lokkhon o protikar dr. md. mokhlasur Rahman
#ডেঙ্গুজ্বরেরলক্ষণ #ডেঙ্গুজ্বরেরপ্রতিকার
চোখ ওঠে কেন, কীভাবে ছড়ায়, চিকিৎসা কী chokh utha rog keno hoy, kivabe choray, chikitsa ki
যৌন রোগের ঘরোয়া চিকিৎসা jouno roger ghoroya cikitsa
#যৌনরোগ #যৌনরোগেরঘরোয়াচিকিৎসা
পাতলা বীর্য ঘন করার ঘরোয়া টিপস | #যৌনরোগের_চিকিৎসা
sexual problems | sexual problem solution | পাতলা বীর্য | ধাতু দুর্বলতা দূর করার উপায় ভিডিও এর তথ্য সমূহঃ-এই ভিডিওতে যে বিষয়ে আলোচনা করা হয়েছেঃপ্রস্রাবের সাথে সাদা বীর্যপাত, প্রসাবের সাথে সুগার যাও...
যৌন রোগে হোমিওপ্যাথিক চিকিৎসার সফলতা | AHR Homeo Hall
খাঁটি ঘি এর উপকারিতা:
, #খাঁটি_ঘির_উপকারিতা,
পাকা পেঁপের উপকারিতা
, #পাকা_পেপের_উপকারিতা,
#যৌন রোগের লক্ষণ, #যৌনরোগ এর প্রতিকার ও #যৌনরোগের চিকিৎসা :-
মানবদেহে নানা রোগের বসতি। এমন সব ভয়ানক রোগে মানুষ আক্রান্ত হয়, যা কখনো চিন্তাও করেন না। আবার অনেকেই আছেন যারা কিছু কিছু রোগের কথা লজ্জায় কাউকে বলতে পারেন না। যার ফলাফল একসময় আরো ভয়ংকর হয়ে ওঠে।
সাধারণত যৌন রোগে আক্রান্ত পুরুষ শারীরিক সম্পর্কের সময় তার সঙ্গীর দেহে এসব রোগ সংক্রমিত করে। এ কারণে এগুলোকে যৌন সংক্রমিত রোগ বলা হয়। বহু সংখ্যক যুবক এই রোগে আক্রান্ত হতে পারে। তবে আমাদের দেশের মানুষ যৌন রোগে আক্রান্ত হলেও বিষয়টি লুকিয়ে রাখে। এমনকি চিকিৎসকের নিকট পর্যন্ত অনেক বিষয় গোপন করেন। যা করা বোকামির বহিরপ্রকাশ।
এই রোগ পুরুষ বা নারী উভয়েরই হতে পারে। সঠিক সময়ে যৌন রোগের চিকিৎসা না নিয়ে অবহেলা করলে ক্ষতির পরিমাণ বাড়তেই থাকবে। তবে অনেকে এ সমস্যা বুঝতেই পারেন না। তাই সতর্ক থাকতে দেরি না করে চলুন জেনে নেয়া যাক যৌন রোগের লক্ষণ ও প্রতিকারের উপায়। নিম্নের যৌন রোগের লক্ষণ ও প্রতিকারের উপায় গুলো দেওয়া হল:
যৌনরোগের লক্ষণ:-
১ । পুরুষের লিঙ্গ থেকে সাদা বা হলদে (হালকা হলুদ) রঙের এক প্রকার পদার্থ নিঃসৃত হয় এবং প্রসাবের সময় ব্যথা হয়।
২ । যৌন রোগী শারীরিক সম্পর্কের মাধ্যমে সঙ্গীর দেহে রোগ সংক্রমিত করে। এসব রোগ যাদের আছে অনেক সময় তারা তা জানেন না অথবা রোগের প্রতি নজর দেন না।
৩ । একাধিক সঙ্গীর সঙ্গে শারীরিক মিলনে যৌন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে।
৪ । যৌনাঙ্গ যদি প্রতিদিন, বিশেষ করে প্রতিবার শারীরিক সম্পর্কের পর পরিষ্কার করা না হয়, তাহলে যৌন রোগের ঝুঁকি বেড়ে যায়।
যথা সময়ে চিকিৎসা না নিলে যা যা ঘটতে পারে তা নিম্নে বর্ণনা করা হল:
১ । সংক্রমণের চিকিৎসা যদি তাড়াতাড়ি না হয়, তাহলে তা যৌনাঙ্গের বাইরে থেকে ভেতরে প্রবেশ করবে।
২ । নারীদের জরায়ু টিউব ও ডিম্ব কোষ এবং পুরুষের বেলায় অণ্ডকোষ আক্রান্ত হয়।
৩ । নারীরা প্রথম দিকে সাংঘাতিক অসুস্থ হয়ে পড়তে পারেন। পরবর্তীতে বন্ধ্যাত্ব, বারবার বাচ্চা নষ্ট হওয়া অথবা মৃত বাচ্চা প্রসব হতে পারে।
৪ । পুরুষেরা সন্তান জন্মদানের ক্ষমতা হারিয়ে ফেলতে পারেন।
৫ । আক্রান্ত পুরুষ অথবা নারীর সঙ্গীর মধ্যে রোগ ছড়িয়ে পড়বে।
৬ । প্রসূতি নারীর যৌন রোগের চিকিৎসা না হলে বাচ্চাও যৌন রোগ নিয়ে জন্মগ্রহণ করতে পারে।
যৌনরোগের প্রতিকার করার উপায় সমূহ নিম্নে দেওয়া হল:
১ । যৌন রোগ প্রতিকারের জন্য যৌবনের শুরুতেই রোগের কারণ ও মারাত্মক পরিণতি সম্পর্কে জানা ও সচেতন হওয়া দরকার।
২ । সঠিক বয়সে বিবাহ করার ক্ষেত্রে যৌনরোগ প্রতিরোধ করে। তাই সবার উচিত সঠিক বয়সে বিবাহ করা।
৩ । একাধিক ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্ক এড়িয়ে চলতে হবে। এছাড়া শারীরিক সম্পর্কের পর যৌনাঙ্গ ধুয়ে পরিষ্কার রাখতে হবে।
৪ । রোগীর যৌন সঙ্গীর চিকিৎসা নিশ্চিত করতে হবে, যাতে এ রোগ তার পার্টনারের মধ্যে না ছড়ায়।
৫ । কেউ যদি মনে করে তার যৌন রোগ আছে তাহলে যত দ্রুত সম্ভব পরীক্ষা এবং চিকিৎসা করানো উচিত। শুরুতে যৌন রোগের চিকিৎসা করা সহজ, পরে চিকিৎসা করা কঠিন।
সঠিক ভাবে যৌন রোগের চিকিৎসা করার উপায় সমূহ নিম্নে দেওয়া হল:
পুরুষ বা নারী যেই হোক না কেন যৌন রোগের কোনো প্রকার লক্ষণ প্রকাশ পাওয়া মাত্রই হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করা উচিত। অনেকেই অ্যালোপ্যাথি অর্থাৎ উচ্চশক্তির অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা শুরু করেন। এক্ষেত্রে হোমিও ওষুধ বেশি কার্যকর ও পার্শ্বপ্রতিক্রিয়াহীন যা অঙ্কুরেই রোগের বীজকে বিনষ্ট করে দেয়।
তবে কেউ যেন কোনো প্রকার যৌন রোগে আক্রান্ত না হয় সেদিকে বিশেষ নজর দেয়া উচিত। বন্ধুবান্ধব কেউ আক্রান্ত হলে তাৎক্ষণিক কোনো সংকোচ না করে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেয়া উচিত।
আমাদের নিকট থেকেও যৌন রোগের সুচিকিৎসা নিতে পারেন।
যোগাযোগের ঠিকানা:
ডা. মোঃ মোখলেছুর রহমান
বিবিএ, এমবিএ, ডিএইচএমএস-ঢাকা।
এএইচআর হোমিও হল।
মোবাইল নাম্বার:
০১৯৩৯-১১৮৭৯২
ভিডিও চ্যাটের মাধ্যমে রোগী দেখা হয় এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের সকল স্থানে ওষুধ সরবরাহ করা হয়ে থাকে।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Ataikula Bazar, Ataikula, Santhia
Pabna
6601
Chatmohar Shahi Moshjid, Zero Point Road
Pabna
"বিসমিল্লাহির রাহমানির রাহিম"
Mollabari Market, Kalidah Road, Brozonathpur, Dogachi
Pabna
Doctor Chamber & Pharmacy
নেছরাপাড়া বাজার, ফরিদপুর
Pabna, 6650
নিয়মিত রোগী দেখছেনঃ ডা.মোঃ লিটন হোসেন ডি.এম.এফ (ঢাকা) বি.এম এন্ড ডি.সি রেজিঃ নং ডি-১৭৬৬৭
Natiabari, Aminpur, Bera Upozela
Pabna, 6680
খান হোমিও হল ডা. মোস্তাক আহমেদ খান মোব?
Chatmohar, Ziropoint
Pabna, 6630
গবাদি পশু পাখির স্বাস্থ্য সেবায় ব্য?
Ataikula, Rajshahi
Pabna, 6670
Here You Will Find All Dental Related Diseases Treatment And All Kinds Of Medicine You Need �
Pabna, 6600
Square Pharmaceuticals is the largest pharmaceutical company in Bangladesh.