Araf Food Service
আরাফ ফুড সার্ভিস ১০০% নিরাপদ ও নির্ভেজাল উৎস থেকে পণ্য সংগ্রহ এবং উৎপাদন করে থাকে।
ফেনীতে না আসলে এক হালি ডিমের দাম যে ৮৪ টাকা হতে পারে এটা বুঝতামই না
আপনাদের দেওয়া আমানত সবার ঘরে পৌঁছাতে তিন দিন সময় লেগে গেল, তবে মনের ভিতরে একটা আলাদা শান্তি পাচ্ছি এই বিপদের দিনে তাদের পাশে থাকতে পেরে।
আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দেওয়া আমানত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারছি আমরা
📣এই মুহূর্তে ফেনীর অবস্থা এইখানে ত্রাণের গাড়ির অভাব নেই কিন্তু ত্রাণ প্রান্তিক পর্যায়ে পর্যাপ্ত পরিমাণে পৌঁছানোর খুবই অভাব আছে.
8.50am
📣এই মুহূর্তে ফেনীর অবস্থা এইখানে ত্রাণেঅর গাড়ির অভাব নেই কিন্তু ত্রাণ প্রান্তিক পর্যায়ে পর্যাপ্ত পরিমাণে পৌঁছানোর খুবই অভাব আছে.
8.40am
আমানতের দায়িত্ব নিয়ে রওনা হচ্ছি সকলের কাছে দোয়া প্রার্থী
1.ফেনীতে রেড এলার্ট জারী।সকল ভলেন্টিয়ারকে ফেনীতে ঢুকার জন্যে নিরুৎসাহিত করা হচ্ছে।ফেনী পুরোটাই ডুবে গেছে।সেনাবাহিনী আর কাউকে ঢুকতে দিচ্ছে না।অনেকে গিয়ে আর ফিরে আসে নি।
ঢাকা-চট্টগ্রাম Highway এ অনেকটা অংশ পানিতে তলিয়ে গিয়েছে।এবং highway এর উপর দিয়ে বিপুল পরিমাণ পানি তিব্র স্রোতে বাহিত হচ্ছে।Highway তে বিশাল বড় জ্যাম তৈরি হয়েছে।
সবাইকে পরিস্থিতি স্ভাবিক না হওয়া পর্যন্ত এ রুট ব্যাবহার করতে নিষেধ করা হয়েছে।সবাই ফেনী,কুমিল্লা এবং নোয়াখালীর জন্য দোয়া এবং প্রার্থনা করুন।
2. চৌদ্দগ্রামে জ্যাম এর কারনে গাড়ি আটকে গেলে,
বিকল্প রুট হলো---
পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভার পার হয়ে নূরজাহানের একটু সামনে পল্লী বিদ্যুৎ বরাবর যে ইউ টার্ন সেটা দিয়ে ইউ টার্ন নিয়ে লাকসাম হয়ে মনোহোরগঞ্জ, সোনাইমুড়ী, চৌমুহনী চৌরাস্তা, সেনবাগ, দাগভূইয়া দিয়ে মহিপাল(ফেনী)
কেউ আবার পাঁচগাছিয়া ব্যবহার করিয়েন না। সোজা মহিপাল গেলেই হবে।
゚
collected
চট্টগ্রামের মানুষরা আসলে একটা বিরাট আশ্চর্য!
এই ভোরবেলাও হাজার হাজার মানুষ, বোট, ত্রাণ নিয়ে ছুটে যাচ্ছে ফেনী, ফটিকছড়ি, খাগড়াছড়িসহ বন্যাদুর্গত এলাকাগুলোতে। ব্যবসায়ীরাও টাকাপয়সা নিচ্ছে না কিংবা একেবারে কেনা দামেই জিনিসপত্র দিয়ে দিচ্ছে।
এই শোকের সময়েও এযেনো মানুষকে বাঁচানোর এক মহাউৎসব। মহান আল্লাহ আমাদের সহায় হোন। 🙏
©চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিউজ
ফেনী আপডেট (২৩ আগস্ট, রাত ৩টা) ‼️
"পরশুরাম, ফুলগাজী হলে আশা ছেড়ে দেয়াটাই ভালো, এখন সব আল্লাহ'র উপর আর কিছু করার নাই। লাশ ভেসে ভেসে চলে যাচ্ছে" কথাগুলো বলছেন আলিফ আল গণি, আর্মির ক্যাপ্টেন।
ফেনী বিদ্যুৎ এবং মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন। পানির উচ্চতা বাড়তে শুরু করছে। সেনাবাহিনী এবং স্থানীয় টিমগুলো লালপোল সহ বেশিকিছু পয়েন্টে উদ্ধারকাজে গিয়ে আটকা পড়েছে। ফেনীর অবস্থা আরো খারাপের দিকেই যাচ্ছে।
ঢাকা থেকে ফেনীগামী টিমগুলা আপাতত আল্লাহর ওয়াস্তে ফেনী আসার প্ল্যান বাদ দেন। লোকাল টিমগুলোর সাথে কানেক্ট করেন। শুকনো খাবার, ওষুধ আর মোস্ট ইম্পর্ট্যান্টলি লাইফ জ্যাকেট, বয়া পৌছানোর ব্যবস্থা করেন।
যদি আসতেই হয় তাহলে,
বিকল্প সড়ক: ঢাকা থেকে যারা যাচ্ছেন তারা কুমিল্লা-নোয়াখালী মহাসড়ক (লাকসাম রোড) ব্যবহার করেন। চৌমুহনী পৌঁছে ওখান থেকে দাগনভূঞা-ফেনী মহাসড়ক দিয়ে ফেনীর দিকে যাওয়ার চেষ্টা করেন।
রুট: ঢাকা - কুমিল্লা - লাকসাম - চৌমুহনী - দাগনভূঞা - ফেনী।
*আরেকটা রুট: ঢাকা - কুমিল্লা - লাকসাম - সোনাইমুড়ী ( এখান থেকে হাতের বাম দিক দিয়ে ঢুকে, ছাতারপাইয়া বাইপাস)- কানকিরহাট হয়ে সোজা ফেনী তে যাওয়া যাবে।
☎️অর্ডার করতে আমাদের পেজে মেসেজ করুন অথবা ফোন করুনঃ 01611-266791
(সকাল ৮:৩০ টা থেকে রাত ১০:৩০ টা এর মধ্যে যেকোনো সময়)
📲কোনো ঝামেলা ছাড়াই অডার করুন আমাদের ওয়েবসাইট থেকে
https://araffoodservice.com/
👉আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ভালো জিনিসটা পৌঁছে দেওয়া।
✅ স্বাদ এবং ঘ্রান এ পরিপূর্ণ হবে আপনার রান্না 🔥
রান্নার স্বাদ বাড়াতে কে না চায়। আমরা যারা বিভিন্ন ধরনের রান্না প্রতিদিন করে থাকি রান্নার স্বাদ ও ঘ্রাণ ঠিকমত আসবে নাকি সেটা নিয়ে চিন্তা থাকে সবার মাঝেই। ঘি আপনার রান্নার স্বাদ এবং ঘ্রাণ বাড়াতে পারে এবং এটি আপনার খাবারটিকে আরও সমৃদ্ধ করতে সাহায্য করতে পারে।
✅ রোজ কি পরিমান ঘি খাওয়া উচিত❓
ঘি আমাদের রান্না ঘরের চির সঙ্গী। কোন খাবারের ঘি দিলে তার স্বাদ দশ গুণ বেড়ে যায়। গবেষণায় দেখা গেছে, পরিমিত ঘি খেলে হার্টের অসুখ কম হয় এবং কোলেস্টেরল বৃদ্ধিও কম হয়। পাশাপাশি ঘি স্বাস্থ্যের উন্নতি এবং হারের শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। গবেষণায় উঠে এসেছে, ঘিয়ের মধ্যে যে উপাদান থাকে পেটের আলসারে ইতিবাচক প্রভাব ফেলে এবং হজমে সাহায্য করে। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তাদের জন্য় ঘি খুব উপকারি। প্রাচীনকালে ঘি-কে ওষুধ হিসাবে ব্যবহার করা হত। স্বাস্থ্যের উন্নতির পাশাপাশি ঘি ত্বক এবং চুলের জন্যও ভালো। অনেকে ত্বক ময়শ্চারাইজ করার জন্য ঘি ব্যবহার করেন। চিকিৎসকদের মতে ঘি স্বাস্থ্যের জন্য উপকারি। তবে প্রচুর পরিমানে ঘি খাওয়া মানে শরীরের জন্য আগাম বিপদ ডেকে আনা। তাই ঘি খাওয়ার সময় খেয়াল রাখতে হবে পরিমিত পরিমান ঘি খাওয়ার।
✅ ঘি আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় রাখলে যেসব সুবিধা পাওয়া যাবে চলুন জেনে নেওয়া যাক:-
👉 প্রতিদিন ঘি খেলে গ্যাস্ট্রিক ও হজমের সমস্যা দূর হয়, চোখের জ্যাতি বাড়ে।
👉 মানসিক চাপ,উদ্বেগ কমিয়ে ক্যান্সার ও ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
👉 ত্বক ভালো রাখতে সাহায্য করে ঘি, এছাড়া মুখের ঘাসহ যেকোন সমস্যা দূরে রাখে, ঘি পুষ্টিকর ও নিরাময়কারী।
☎️অর্ডার করতে আমাদের পেজে মেসেজ করুন অথবা ফোন করুনঃ Inbox
(সকাল ৮:৩০ টা থেকে রাত ১০:৩০ টা এর মধ্যে যেকোনো সময়)
📲কোনো ঝামেলা ছাড়াই অডার করুন আমাদের ওয়েবসাইট থেকে
https://araffoodservice.com/
👉আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ভালো জিনিসটা পৌঁছে দেওয়া।
Araf Food Service undefined
আমরা নিজেরা খাটি দুধ সংগ্রহ করে তা থেকে পক্রিয়াজাত করে সেরা ঘি টা বানানোর চেস্টা করি, তাইতো আসল ঘি এর গ্যারান্টি দিতে পারি
ঘি শরীরের জন্য একটি পুষ্টিগুন সূম্পন্ন গুরুত্বপূর্ণ উপাদান, প্রাচীনকাল থেকে আমরা ঘি কে আমাদের প্রতিদিন এর খাবার রান্না করতে ব্যবহার করি যেমন: বিরিয়ানী , কাচ্চি , খিচুড়ি ইত্যাদি । কেউ কেউ আবার ভর্তা ভাতে ঘি খেতে পছন্দ করি । তাই ঘি এর ব্যবহার আমাদের বাঙালিদের ঘরে ঘরে একটি নিত্যদিনের উপকরণ হিসেবে পরিচিত।
👉 আমাদের খাঁটি ঘি এর মধ্যে রয়েছে আমাদের মানবদেহের জন্য বহু গুরুত্বপূর্ণ কিছু পুষ্টিগুণ। এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো 🔥ভিটামিন ডি,🔥 ভিটামিন ই,🔥 ভিটামিন কে,🔥 ব্রেন টনিক,🔥 এন্টি অক্সিডেন্ট, 🔥 ব্যাটাইরিক এসিড,🔥ফ্যাটি এসিড, 🔥 কনজুগেটেড লিনোলিক এসিড এবং 🔥 ওমেগা থ্রি ফ্যাটি এসিড । এগুলি ছাড়াও আরও ঘি তে আরো অনেক গুনাগুন রয়েছে
তাইতো আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি সেরা ঘি, যা সম্পুর্ন ক্যামিক্যাল ফ্রি, নিজেদের কারখানায় সচেতনতার সাথে বানানো হয় এবং দ্রুত পৌঁছে দেয়া হয় আপনার দোরগোড়ায়।
আমাদের বিশেষত্ব:
✅ বিক্রিত পণ্য সুন্নাহ হিসেবে ফেরত নেওয়া হয়।
✅ অগ্রীম কোনো প্রকার পেমেন্ট নেওয়া হয়না 😍
✅ ক্যাশ অন ডেলিভারির সুবিধা
✅ আমাদের প্রতিটি পণ্য শতভাগ খাঁটি এবং ভেজালমুক্ত হবে ইনশাআল্লাহ 💯
✅ সম্পূর্ণ ফ্রেশ, স্বাস্থ্যসম্মত মানের নিশ্চয়তা
✅ সারা বাংলাদেশে ক্যাশঅন ডেলিভারি করা হয়।
🚚হোম ডেলিভারি চার্জ👇
সারা বাংলাদেশে -১০০ টাকা
👉 অর্ডার করতে আপনার নাম, ফোন নাম্বার, ঠিকানা ও পরিমাণ লিখে ইনবক্স করুন আমাদের পেজে।
✅ঘি দিয়ে মজাদার ৩ টি সহজ রান্না😋
আধুনিক সময়ে ঘি খাওয়ার প্রচলন একেবারেই উঠে গেছে।
অথচ বিভিন্ন ধরণের তেল ও মাখনের চাইতে হাজার গুণ বেশি উপকারিতা রয়েছে দুগ্ধজাত খাদ্য উপাদান ঘিতে। প্রাচীন ভারতীয় আয়ুর্বেদিক চিকিৎসাশাস্ত্র মতে, বিশুদ্ধ ঘিতে রয়েছে নানান ধরণের মেডিসিনাল ও পর্যাপ্ত পুষ্টি উপাদান। তেলের চাইতে ঘিয়ের বাজার মূল্য বেশি হলেও, বিশুদ্ধ ঘি খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী ও হৃদযন্ত্রের জন্য নিরাপদ। ঘি এর অসাধারন গুনাগুন আমাদের শরীরে বিভিন্ন ধরনের উপকার করে থাকে। ঘি ব্যবহার করলে রান্নার স্বাদ ও ঘ্রাণ ও বাড়ে বহুগুনে।
✅আসুন জেনে নেই ঘি ব্যবহার করে মজাদার ৩ টি রান্না সম্পর্কেঃ-
👉পোলাও বা বিরিয়ানি রান্নায় ঘি একটি অত্যন্ত জরুরী উপাদান। আমরা সবাই ই পোলাও বা বিরিয়ানি রান্নার সময় স্বাদ ও ঘ্রাণ বৃদ্ধি করতে খাঁটি গাওয়া ঘি ব্যবহার করে থাকি।
👉যেকোনো ধরনের মিষ্টান্ন রান্নার ক্ষেত্রে ঘি এর ব্যবহার এর স্বাদ ও ঘ্রাণ বৃদ্ধি করবে।
👉মাংস বা রোস্ট রান্নার ক্ষেত্রেও আমরা অনেকেই ঘি ব্যবহার করে থাকি।
✅১ টাকা অগ্রিম পেমেন্ট ছাড়াই অর্ডার করতে পারবেন।
👉পন্য হাতে পেয়ে টেস্ট করে মূল্য পরিশোধ করতে পারবেন।
🚚বাংলাদেশের যেকোন প্রান্তে আপনি পাচ্ছেন ক্যাশ অন হোম ডেলিভারি।
✅এই ভ্যাজালের ভীড়ে ভালো মানের খাঁটি পন্য গুলো পৌঁছে দেওয়াটা দায়িত্ব হিসেবে নিয়েছি আমরা Araf food service ❤️
🚚হোম ডেলিভারি চার্জ👇
সারা বাংলাদেশে -১০০ টাকা
Araf food service আপনাদের দিচ্ছে ভেজাল মুক্ত অর্গানিক ফুড।
👉আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ভালো জিনিসটা পৌঁছে দেওয়া।
☑️ভালো খান সুস্থ থাকুন আরাফ ফুড সার্ভিসের সাথেই থাকুন।
Order Now : Inbox
✅ ক্যাশব্যাক গ্যারান্টি 👉ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে।✔️পণ্য হাতে পেয়ে যাচাই করে নেওয়ার সুবিধা🔥
✅এই ভ্যাজালের ভীড়ে ভালো মানে খাঁটি পন্য গুলো পৌঁছে দেওয়াটা দায়িত্ব হিসেবে নিয়েছি আমরা Araf food Araf Food Service
Order Now :01611266791
✅খাঁটি ঘি-এর ব্যবহার ও উপকারিতা :
✅কোষ্টকাঠিন্য দূর করে: বিউটেরিক অ্যাসিড নামে এক উপাদানের দুর্দান্ত উৎস হল ঘি। শরীরে বিউটেরিক অ্যাসিড পর্যাপ্ত মাত্রায় প্রবেশ করলে তা অন্ত্রের বিপাকক্রিয়া বাড়ায়। এর ফলে স্টুলের মুভমেন্ট সঠিক থাকে। একইসঙ্গে পেটের ব্যথার সমস্যা দূর হয়। পেট ফাঁপার সমস্যাও চলে যায়। মোট কথা কনস্টিপেশন সংক্রান্ত সব ধরনের সমস্যা উধাও হয়। কোষ্ঠকাঠিন্য দূর করতে ২০০ মিলিগ্রাম ইষদুষ্ণ গরম জলে এক চামচ ঘি মেশাতে হবে। ভালো ফল পেতে হল, সকালে ঘুম থেকে উঠে খালি পেটে তা খেতে হবে।
✅স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে: আমাদের মস্তিষ্কের সচলতা বজায় রাখতে প্রয়োজন উপকারি ফ্যাটের। ঘিয়ে রয়েছে প্রচুর পরিমাণ অ্যাসেনশিয়াল ফ্যাট, যা মস্তিষ্কের কোষের কর্মক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে। প্রসঙ্গত, ঘিয়ে উপস্থিত প্রোটিন, ব্রেইন থাকা নিউরোট্রান্সমিটাররা যাতে ঠিক মতো কাজ করতে পারে, সেদিকেও খেয়াল রাখে। ফলে স্বাভাবিকভাবেই স্মৃতিশক্তির বৃদ্ধি ঘটতে সময় লাগে না।
✅চুল পড়া রোধ করে: আপনি যদি অর্থাইটিস কিংবা চুল পড়ার সমস্যায় আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনি রোজ সকালে খালি পেটে এক গ্লাস গরম পানির সাথে এক চামচ ঘি মিশিয়ে খেতে পারেন। এর আধা ঘন্টা কিংবা চল্লিশ মিনিট পর সকালের নাস্তা খেয়ে নিবেন।
✅ওজন কমাতে সাহায্য করে: একাধিক গবেষণায় দেখা গেছে ঘিয়ের অন্দরে মজুত মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড, শরীরে জমে থাকা ফ্যাট সেলেদের গলাতে শুরু করে। ফলে ওজন কমতে একেবারেই সময় লাগে না। তাই অতিরিক্তি ওজনের কারণে যদি চিন্তায় থাকেন, তাহলে নিয়মিত খালি পেটে ঘি খেতে ভুলবেন না যেন!
✅ক্ষতিকর কোলেস্টরেল কমায়: খালি পেটে ঘি খেলে শরীরে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে। এই ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড রক্তে উপস্থিত খারাপ কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে। ফলে হার্টের সমস্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যায়।
✅রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধি করে: উপকারি অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ ঘিয়ে রয়েছে কে২ এবং সিএলএ নামক দুটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। সেই সঙ্গে শরীরে উপস্থিত ক্ষতিকর টক্সিক উপাদানদের বের করে দেওয়ার মধ্যে দিয়ে ক্যান্সার সেলেদের জন্ম নেওয়ার আশঙ্কাও কমায়।
✅শরীর ঠান্ডা রাখে: ঘি খেলে আমাদের মন এবং শরীরে এক ধরনের শীতলতা আসে। বিশেষজ্ঞরা বলেছেন, ঘি প্রদাহ হ্রাস করে। সেইসঙ্গে এটি শরীরকে শিথিল রাখতে কাজ করে। ঘি মিষ্টি এবং শীতল প্রকৃতির। ফলে গরমেও ঘি খাওয়া যায়।
✅খাঁটি ঘি-এর ব্যবহার ও উপকারিতা :
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে: ঘি শরীর থেকে অতিরিক্ত আর্দ্রতা হারিয়ে যাওয়া রোধ করে ফলে ত্বক থাকে সজীব এবং প্রাণবন্ত। ত্বক কুঁচকে যাওয়া বা বুড়িয়ে যাওয়া রোধে ঘি এর ভূমিকা অসীম।
🔥পাবনার দানাদার খাঁটি গাওয়া ঘি🔥
👉ঘি হাতে পেয়ে টেস্ট করে মূল্য পরিশোধ করতে পারবেন
🚚বাংলাদেশের যেকোন প্রান্তে আপনি পাচ্ছেন ক্যাশ অন হোম ডেলিভারি।
✅১ টাকা অগ্রিম পেমেন্ট ছাড়াই অর্ডার করতে পারবেন।
✅ সারা বাংলাদেশে ক্যাশঅন ডেলিভারি করা হয়।
🚚হোম ডেলিভারি চার্জ👇
সারা বাংলাদেশে -১০০ টাকা
✅আপনি ঘি কেন খাবেন ?
অনেকেই মনে করেন যে ঘি খাওয়া নাকি শরীরের পক্ষে ক্ষতিকারক, যা একেবারেই ঠিক নয়। কারণ একাধিক গবেষণায় একথা প্রমাণিত হয়ে গেছে যে নিয়মিত এক চামচ করে ঘি খেলে একাধিক শারীরিক উপকার পাওয়া যায়। আর যদি খালি পেটে ঘি খেতে পারেন, তাহলে তো কথাই নেই!
আয়ুর্বেদ শাস্ত্র মতে, ঘি-এর ভেতরে উপস্থিত একাধিক উপকারী উপাদান একদিকে যেমন শরীরে গঠনে সাহায্য করে। তেমনি দেহের প্রতিটি অঙ্গকে এতটা শক্তিশালী করে তোলে যে নানাবিধ রোগ ভোগের আশঙ্কা একেবারে কমে যায়।
Amader GHEE 😋
আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ভালো জিনিসটা পৌঁছে দেওয়া
আস্থা রাখুন! সেরাটা ই পাবেন-
ইনশা-আল্লাহ।
☑️ভালো খান সুস্থ থাকুন আরাফ ফুড সার্ভিসের সাথেই থাকুন।
✅১ টাকা অগ্রিম পেমেন্ট ছাড়াই অর্ডার করতে পারবেন।
👉অর্ডার করতে আমাদের পেজে মেসেজ করুন অথবা ফোন করুনঃ 01611266791
✨ঘি এর ঘ্রাণ ছাড়া অপূর্ণ রয়ে যায় মজাদার খাবারগুলো 🧡
বাঙালির ঘি একটি অন্যতম প্রধান উপাদান। পোলাও-কোর্মা-বিরিয়ানি ছাড়া যেকোনো মুখরোচক খাবার তৈরিতে ঘি এর ব্যবহার সর্বত্র।
এ ছাড়া গরম ভাতের সঙ্গে ঘি-লঙ্কা খাওয়ার চল আজও রয়েছে। আমরা অনেকেই এখন দোকান থেকে ঘি কিনে আনি, কেউ কেউ বাড়িতেও ঘি তৈরি করেন। ঘি এর ঘ্রাণ এর কারনেই মজাদার খাবারগুলো স্বাদ বেড়ে যায় বহুগুনে। আরাফ ফুড সার্ভিস ১০০% নিরাপদ ও নির্ভেজাল উৎস থেকে পণ্য সংগ্রহ এবং উৎপাদন করে থাকে এবং স্বাস্থ্যকর দেশি পণ্য
✅আসুন জেনে নেই ভিটামিন ডি পূরনের পাশাপাশি ঘিয়ের আরো কিছু গুনাগুন সম্পর্কেঃ-
👉গরম ভাতে ঘি খাওয়ার অভ্যাস থাকলে তা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। ঘি খেলে নানা ধরনের সংক্রমণ ও অসুখ থেকে রক্ষা পাওয়া যায়।
👉আমাদের শরীরে আর্দ্রতা ধরে রাখতে কাজ করে ঘি। এর ময়েশ্চারাইজিং বৈশিষ্ট্য শরীরকে ভেতর থেকে আর্দ্র রাখতে কাজ করে।
👉ঘি খেলে তা ভালো হজমে সাহায্য করে। হজমে উন্নতি এবং পুষ্টির মান শোষণে কাজ করে ঘি। এতে থাকে প্রচুর বিউটারিক এসিড যা ইন্টেস্টাইনর কার্যক্ষমতা বাড়ায়।
✅আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ভালো জিনিসটা পৌঁছে দেওয়া।
☎️অর্ডার করতে আমাদের পেজে মেসেজ করুন অথবা ফোন করুনঃ 01611266791
(সকাল ৮:৩০ টা থেকে রাত ১০:৩০ টা এর মধ্যে যেকোনো সময়)
ভালো খান সুস্থ থাকুন আরাফ ফুড সার্ভিসের সাথেই থাকুন।
👉ক্যাশব্যাক গ্যারান্টি 👉ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে।✔️পণ্য হাতে পেয়ে যাচাই করে নেওয়ার সুবিধা🔥
👉এই ভ্যাজালের ভীড়ে ভালো মানে খাঁটি পন্য গুলো পৌঁছে দেওয়াটা দায়িত্ব হিসেবে নিয়েছি আমরা Araf food service
👉নিশ্চিন্তে অর্ডার করতে পারেন, আমাদের সকল প্রডাক্ট ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় জার বা বোতলের মুখ খুলে যাচাই করে প্রয়োজনে খেয়ে তারপরই মূল্য পরিশোধ করতে পারবেন,
অগ্রীম আমাদের কোন পেমেন্ট করতে হয় না সম্পূর্ণ ক্যাশঅন ডেলিভারি🔥
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Website
Address
Pabna Sadar, Dhaka
Pabna
Cakey Accessories Home
Pabna, 6600
We sell & deliver all types of cake making & decorating tools in a reasonable price.
Nogorbari Ghat, Aminpur
Pabna, 6683
General Merchant & Commission Agent
241 Ajhar Ali Road, Kalachandpara
Pabna, 6600
চাহিদা আপনার আর তার গুনগত মান ঠিক রেখে পৌছানোর দায়িত্ব আমাদের..........
Pabna, 6640
আমাদের কাছে পাবেন দেশি ও বিদেশি গো-খা? সকল প্রকার (খৈল-ভূষি-ভূট্টা-খুদ-গুড়া-ফিড)
Pabna, 6600
This is an stationery wholesale/ retail shop, organic food and transportation business.