Pabna BSC Engineering College, Pabna
A new Engineering Institute in Bangladesh. CSE & EEE department available now. Bsc Engineering Colleg
প্রথমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ, কৃষি কলেজ/ইন্সটিটিউটসমূহের বিভিন্ন বিভাগে প্রথমবারের মত কেন্দ্রীয়ভাবে ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
ভর্তি আবেদন শুরু - ২৫ আগস্ট থেকে
আবেদন শেষ - ১৫ সেপ্টেম্বর
আবেদন ফি - ৫৫০ টাকা
ইঞ্জিনিয়ারিং কলেজের মোট সিট - ৬২০ টি
কৃষি কলেজ/ইন্সটিটিউটসমূহের মোট আসন - ১০৮০ টি
মোট আসন - ১৭০০ টি।
মানবন্টনঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের C ইউনিটের অনুরূপ।
যারা গণিত দিবে তারা ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর জন্য এপ্লিকেবল হবে। আর যারা জীববিদ্যা দিবে তারা কৃষি কলেজ/ইন্সটিটিউটসমূহের জন্য এপ্লিকেবল হবে। আর যারা জীববিজ্ঞান+গণিত দিবে তারা ইঞ্জিনিয়ারিং+কৃষি কলেজ দুটোর জন্যেই প্রযোজ্য হবে।
আবেদন যোগ্যতা -
১. এইচএসসি ২০১৯/২০/২১ ও এসএসসি ২০১৫/১৬/১৭/১৮/১৯ শিক্ষার্থী আবেদন করতে পারবে।
২. এসএসসি ও এইচএসসি দুটোতে আলাদা আলাদাভাবে জিপিএ ৩.৫ সহ মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।
আবেদনের ওয়েবসাইট - http://aca.ru.ac.bd
এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া.... সবাই আমাদের জন্য দোয়া করবেন....এইবার আমাদের ৬'তম ব্যাচ ভর্তি চলছে...
পাবনায় প্রথম ও একমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারিং কলেজে -কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং --২৫ টি, সিভিল ইঞ্জিনিয়ারিং --৩০ টি এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং -- ৩০ টি আসনে ভর্তি চলছে ---উত্তীর্ণ শিক্ষার্থীরা রাজশাহীর বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট প্রাপ্ত হবে।
যাদের ত্যাগের বিনিময়ে অর্জিত এই বাংলা ভাষা
তাদের জন্য রইলো বিনম্র শ্রদ্ধা ........
পাবনায় প্রথম ও একমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারিং কলেজে -কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং --২৫ টি, সিভিল ইঞ্জিনিয়ারিং --৩০ টি এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং -- ৩০ টি আসনে ২০১৯- ২০ শিক্ষাবর্ষে ভর্তি চলছে ---উত্তীর্ণ শিক্ষার্থীরা রাজশাহীর বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট প্রাপ্ত হবে।
গত ০৩/০২/১৯ ইং রোজ রবিবার " পাবনা বিএসসি ইঞ্জিনিয়ারিং কলেজ " এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করতে এসেছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের সম্মানিত ডীন ড.একরামুল হামিদ মহোদয়। পরীক্ষা শেষে স্যারের সাথে শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাতের কিছু খন্ড চিত্র --- ধন্যবাদ ডীন মহোদয় স্যারকে আমাদের মুল্যবান কিছু দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদানের জন্য।
পাবনায় প্রথম ও একমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারিং কলেজে -কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং --২৫ টি, সিভিল ইঞ্জিনিয়ারিং --৩০ টি এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং -- ৩০ টি আসনে ২০১৮ - ১৯ শিক্ষাবর্ষে ভর্তি চলছে ---উত্তীর্ণ শিক্ষার্থীরা রাজশাহীর বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট প্রাপ্ত হবে।
আলহামদুলিল্লাহ, আপনি জানেন কি ? আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আপনার পরিচিত কেহ যদি সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পায় তবে "পাবনা বিএসসি ইঞ্জিনিয়ারিং কলেজ " এ ভর্তি হয়েও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হবার এক সুবর্ণ সুযোগ পাচ্ছে। আরও পাচ্ছে রা.বি তে ক্লাশ, ল্যাব করার পাশাপাশি সরাসরি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট। অবিশ্বাস্য হলেও সত্য ৪ বছর মেয়াদী ৮ সেমিস্টারে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশের সার্টিফিকেট প্রদান করবে রাজশাহী বিশ্ববিদ্যালয়। তাহলে আর চিন্তা কেন --?
৩য় ব্যাচে ২০১৮-১৯ ইং শিক্ষাবর্ষে বিএসসি ইঞ্জিনিয়ারিং -
CIVIL, EEE, CSE, TEXTILE
বিভাগে ভর্তি চলছে।
বিস্তারিত জানতে - শালগাড়ীয়া, শাপলা প্লাস্টিক মোড়, পাবনা সদর, পাবনা।
মোবাঃ ০১৮২৩-১০০৫৯৯, ০১৭১২-২২৩৭৫৩, ০১৭১৯-০৩৬৫৮১
আলহামদুলিল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয় অনুমোদিত " পাবনা বিএসসি ইঞ্জিনিয়ারিং কলেজ" এর পক্ষ থেকে ২০১৮ সালে উত্তীর্ণ সকল এইসএসসি শিক্ষার্থীদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা ---
Click here to claim your Sponsored Listing.
Contact the university
Telephone
Website
Address
Shapla Plastic More, Shalgaria
Pabna
6600