SSC and HSC English ICT Corner

SSC HSC English and ICT Corner will provide you the best technique for education. You can Learn English Grammar and ICT from us.

We will teach you easy way and you will learn more. I hope you will be successful by SSC HSC English and ICT Corner.

Photos from SSC and HSC English ICT Corner's post 30/03/2022

এক দম কম রেটে করে নিন যেকোন ধরনের ওয়েবসাইট।। Ecommerce, Multi vendor ecommerce, Institute, Portfolio, blog, School Management, Newspaper or any types of website. (মোঃ ইমরান হুসাইন। 01400 - 002527 )//

17/03/2022

কম্পিউটারের Keyboard এর কোন বাটনে বা Key তে কি কাজ
#কম্পিউটার_Keyboard এর শর্টকাট :
>> F1: সাহায্য (Help).
>> F2: নির্বাচিত ফাইল রিনেইম করা।
>> F3: ফাইল খোঁজা।
>> F4: অন্য কোনো ফোল্ডারে ফাইল মুভ করা।
>> F5: বর্তমান উইন্ডো রিফ্রেশ করা।
>> F7: ওয়ার্ড/ এক্সেল ডকুমেন্ট স্পেলিং ডায়লগ ওপেন করা।
>> F10: মেনু বার চালু করা।
>> CTRL+C: কপি।
>> CTRL+X: কাট।
>> CTRL+V: পেস্ট।
>> CTRL+Z: আনডু।
>> CTRL+B: অক্ষর বোল্ড করা।
>> CTRL+U: অক্ষর আন্ডার লাইন করা।
>> CTRL+I: অক্ষর ইটালিক করা।
>> CTRL+K: হাইপারলিংক ডায়ালগ ওপেন হওয়া।
>> CTRL+ESC: Start menu চালু।
>> CTRL+ Home: ডকুমেন্ট এর শুরুতে যাওয়া।
>> CTRL+ End: ডকুমেন্ট এর শেষে যাওয়া।
>> CTRL+SHIFT+ESC: টাস্ক ম্যানেজার।
>> CTRL+TAB: কোনো প্রোগ্রামের এক উইন্ডো থেকে অন্য উইন্ডোতে যাওয়া।
>> CTRL+F4: একাধিক ডকুমেন্ট ইন্টারফেস সহ কোনো প্রোগ্রাম বন্ধ করা।
>> CTRL+A: ফোল্ডারের সবগুলো আইটেম নির্বাচন করা।
>> SHIFT+ DELETE: সরাসরি ফাইল ডিলিট করা।
>> SHIFT+ right click: অতিরিক্ত শর্টকাট সহ মেনু।
>> SHIFT+ double click: বিকল্প ডিফল্ট কমান্ড।
>> SHIFT+F10: নির্বাচিত আইটেমের জন্য শর্টকাট মেনু।
>> SHIFT: অটোরান বন্ধ করতে এটি চেপে ধরে রাখুন।
>> SHIFT+ Windows Logo + M: মিনিমাইজ আনডু করা।
>> Home: বর্তমান লাইনের শুরুতে যাওয়া।
>> End: বর্তমান লাইনের শেষে যাওয়া।
>> ALT+ F4: প্রোগ্রাম বন্ধ করা।
>> ALT+TAB : অন্য কোনো চালু করা প্রোগ্রামে যাওয়া (সবগুলো প্রোগ্রাম দেখতে ALT চেপে ধরে TAB চাপুন)।
>> ALT+ SPACE: মেইন উইন্ডো’র সিস্টেম মেনু দেখা।
>> Windows Logo +L: কম্পিউটার লক করা।
>> Windows Logo+ M: সব প্রোগ্রাম মিনিমাইজ করা।
>> Windows Logo+F: Files অথবা Folders খোজাঁ।
>> Windows Logo+V: ক্লিপবোর্ড চালু করা।
>> Windows Logo+K: Keyboard Properties ডায়ালগ বক্স চালু করা।
>> Windows Logo+I: Mouse Properties ডায়ালগ বক্স চালু করা।
>> BACKPACE: পূর্ববর্তী ফোল্ডারে যাওয়া, (ইন্টারনেট ব্রাউজারের ক্ষেত্রে পুর্বের পেইজ)
>> লাইক/শেয়ার করে সাথেই থাকুন

06/03/2022

একটি নিয়ম শিখে প্রায় 2000 শব্দের সঠিক উচ্চারণ শিখুন - নিয়ম টি হলো শব্দের শেষে যদি Tion থাকে এবং এর আগে a থাকে তেব ation এর উচ্চারণ এইশন।
যেমন : Education - (এজুখেইশন )
Nation - (নেইশন )
Information - ( ইনফ‍্যমেইশন )
Identification - ( আইডেনটিফিখেইশন )

02/03/2022

এস সি সি পরীক্ষায় যে বিষয় গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে।

28/02/2022

অনর্গল ইংরেজিতে কথা বলুন স্মার্ট লি। ( মোঃ ইমরান হুসাইন 01400 - 002527)
১ ◆ Ta- Ta = আচ্ছা চলি
২ ◆ Good day to you আজকের মত আসি তাহলে।
৩ ◆ What’s up - কি খবর?
৪ ◆ Carry on - চালিয়ে যাও
৫ ◆ My goodness! - একি!
৬ ◆ What a mess! - কি এক ঝামেলা!
৭ ◆ Pay attention! - মনোযোগ দিন!
৮ ◆ What about you? – তোমার খবর কি?
৯ ◆ I'm at a loss - কি বলব ভেবে পাচ্ছিনা!
১০ ☆ Oh! come on - আহ! একটু বুঝতে চেষ্টা করো
১১ ☆ I tend to think – আমার কেন যেন মনে হয়।
১২ ☆ I am simply going on- আমি মোটামুটি আছি।
১৩ ☆ I am fond of you - তোমাকে আমার ভালো লাগে
১৪ ☆ I’ll make you mine - আমি তোমাকে আমার করে নিব।
১৫ ✪ I am impressed to see you – আমি তোমায় দেখে মুগ্ধ হলাম
১৬ ✪ I am in a bit of a hurry – আমার একটু তাড়া আছে।
১৭ ✪ May I have your attention please - আপনি যদি এইদিকে একটু নজর দেন
১৮ ✪ Oh! Friend, how can I make you understand? - হায়! বন্ধু, কিভাবে তোমাকে বুঝাবো ।
১৯ ☆ Hurry up তাড়াতাড়ি কর।
২০ ◆ Let us go to walk চল একটু বেড়ানো যাক।

============ €€€€€€€ ============

মোঃ ইমরান হুসাইন
শুভেচ্ছা ইংলিশ টিউটোরিয়াল হোম
আগড়ঘাটা পাইকগাছা খুলনা
01400002527

============= ☆☆☆☆ ===========

15/01/2022

Pneumoultramicroscopicsilicovolcanoniosis হলো সবচেয়ে বড় ইংরেজি শব্দ। এমন টিপস শুধু মাত্র পাবেন শুভেচ্ছা ইংলিশ টিউটোরিয়াল হোমের কাছে। এর অথ জানতে অবশ্যই কমেন্ট করেন। আমাদের সাথে যোগাযোগ মো: ইমরান হুসাইন । ০১৪০০ - ০০২৫২৭। ইংলিশ জানতে শুভেচ্ছা ইংলিশ টিউটোরিয়াল এর বিকল্প বিরল।

12/01/2022

C (ক,স,শ,চ,ছ) এর উচ্চরণ কখন কোনটা হবে?
C এর উচ্চরন কখনো কখনো "ক" আবার কখনো "স" আবার কখনো কখনো যথাক্রমে শ, চ, ছ হয়ে থাকে। আমরা অনেকেই দ্বিধা দ্বন্ধে পরে থাকি। C এর উচ্চারণ ক,স,শ,চ,ছ কোনটা হবে?

এই পোস্টটি তাদের জন‍্য যারা এই বিষয়টি জানে না। আজকে এমন একটি গোপন টিপস আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি সচরাচর যে নিয়ম গুলো পাওয়া দুর্লভ।

শেষ পর্যন্ত দেখতে থাকেন। আমাদের পেজটি ফলো না করলে এখনি ফলো করে নিন।

অনেক গুরুত্বপূর্ণ টিপস ও গোপন ইংরেজি টিপস জানতে আমাদের পেজটি বিকল্প বিরল।

1. C এর পর যদি A, U, O অথবা যেকোন Consonant থাকলে "ক" হবে।

🎆 Example : Connect, Cat, Cup, class

2. C এর পর যদি E, I, Y থাকলে "স" হবে।

🎆 Example : Center, Cement , City, Cycle

3. C এর পর যদি cious "শ" থাকলে হবে।

🎆 Example : conscious

4. C এর পর যদি h থাকলে "চ" হবে।

🎇 Example : Children, Champion

4. C এর পর যদি hh থাকলে "ছ" হবে।

🎇 Example : Paikgachha

মোঃ ইমরান হুসাইন
ওয়েবসাইট ডিজাইনার ও ডেভলপার
বি.এ অনার্স এম.এ (চলমান)
মোবাইল : 01400002527
Gmail : [email protected]

06/01/2022

Parts of speech এর Boss হতে চাইলে পোস্টটি আপনার জন‍্য। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি parts of speech সম্পর্কে সব জানতে পারবেন।

Parts of Speech কাকে বলে ও কত প্রকার?
===============================
Parts of speech কাকে বলে : যে শব্দ গুলো দ্বারা বাক‍্য গঠিত হয় সেই শব্দ গুলোকে Part of speech বলে।

🎀 Example :
Kamal is a student. এই Sentence টির Kamal, is, a, student সব শব্দ গুলো Parts of Speech
অতএব, Sentence- এ ব্যবহৃত প্রত্যেকটি Word কে এক একটি Part of Speech বলে ।

ইংরেজিতে Parts of Speech আট প্রকার:

1. Noun (যে কোন নাম)
🎀 Example :
Kamal, Book, Dhaka, Tiger

2. Pronoun (নামের পরিবর্তে ব‍্যাবহৃত হয়)
🎀 Example :
He, She, It, they, I, we, you, this, that, these, those, everybody, nobody ইত‍্যাদি

3.Adjective (দোষ, গুণ, অবস্থা, সংখ‍্যা)
🎀 Example : Good, Bad, Fine, Naughty

4.Verb (কোন কিছু করাকে)
🎀 Example : Go, Eat, Show, live

5.Adverb(কাজ কিভাবে, কখন, কোথায় শেষ হল)
🎀 Example : here, there, slowly, quickly

6.Preposition(শব্দের আগে বসে শব্দের সাথে সম্পর্ক গড়ে তোলে)
🎀 Example : in, of, into, from, for

7.Conjunction(শব্দ/ বা খন্ড বাক‍্যকে যুক্ত করে)
🎀 Example : and, but, or

8.Interjection(আনন্দ, দুঃখ, বেদনা অর্থাৎ মনের আবেক প্রকাশ করে)।
🎀 Example : Alas!, Hurrah!, wow!

বিস্তারিত আলোচনা :
==============

2য় পর্বের জন‍্য অপেক্ষা করুন।

শুভেচ্ছা ইংলিশ টিউটোরিয়াল হোম
মোঃ ইমরান হুসাইন
আগড়ঘাটা পাইকগাছা খুলনা।
মোবাইল নং : 01400 - 002527
[email protected]

29/12/2021

ইংরেজি Passage Nelson Mandela for H.S.C. Exam বঙ্গানুবাদ সহ প্রতিটি শব্দের অর্থ।। 100% সবাই পারবে।

Nelson Mandela guided South Africa from the shackles of apartheid to a multi-racial democracy, as an icon of peace and reconciliation who came to embody the struggle for justice around the world.

নেলসন ম্যান্ডেলা শান্তি ও সংহতির একজন আদর্শ হিসেবে দক্ষিণ আফ্রিকাকে বর্ণবাদের নিগড় থেকে বহুজাতিক গণতন্ত্রে পরিণত করায় নেতৃত্ব দিয়েছিলেন যিনি সারাবিশ্বে ন্যায়বিচারের সংগ্রামকে বাস্তব রূপদান করেন।

Guide = পথ দেখানো (lead, conduct, show)
Shackles = বন্দিদশা, হাত বা পায়ের বেড়ি, বাধা (chain, fetter, manacle)
Apartheid = বর্ণবাদ, বর্ণবৈষম্য (Apartheid was a system of institutionalized racial segregation and discrimination in South Africa between 1948 and 1991. Wikipedia)
Multi-racial democracy = বহুজাতিক গণতন্ত্র
Icon = প্রতীক (idol, paragon, hero)
Peace = শান্তি (tranquility, calm)
reconciliation = সম্প্রীতি, সামঞ্জস্যবিধান, মিটমাট, মীমাংসা। (rapprochement)
embody = সমন্বিত করা (incorporate, encompass, consolidate, integrate, combine)
struggle = সংগ্রাম (endeavor, combat)
Justice = সুবিচার (impartiality, objectivity, neutrality)

Imprisoned for nearly three decades for his fight against white minority rule, Mandela never lost his resolve to fight for his people’s emancipation.

তিন দশক জেলে বন্দী হয়েও ম্যান্ডেলা সংখ্যালঘু শ্বেতাঙ্গদের শাসনের বিরুদ্ধে সংগ্রামের কারণে কখনো জনসাধারণের মুক্তির সংগ্রাম থেকে বিরত থাকেননি।

Imprisoned= বন্দী (Captive)
Decades = দশক (a period of ten years)
Minority = সংখ্যালঘু (a relatively small group of people = তুলনামূলকভাবে কমসংখ্যক লোক)
rule = শাসন (domination, dictation, act, law, canon, Fiat, decree)
resolve =প্রতিজ্ঞা (determination, commitment)
Emancipation = মুক্তি (Liberation)

He was determined to bring down apartheid while avoiding a civil war. His prestige and charisma helped him win the support of the world.

তিনি গৃহযুদ্ধ পরিহার করে বর্ণবাদ উচ্ছেদ করতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। তাঁর মর্যাদা ও উৎসাহ সঞ্চারের ক্ষমতা তাকে সারাবিশ্বের সমর্থন লাভে সহায়তা করে।

Determine = প্রতিজ্ঞাবদ্ধ হওয়া (ascertain)
Bring down = মূল উৎপাটন করা (overthrow, overturn)
apartheid = বর্ণবৈষম্য (দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ/কৃষ্ণাজ্ঞদের মাঝে যে বৈষম্য ছিল সেটাই apartheid )
Civil war = গৃহ যুদ্ধ (a war between citizens of the same country-একই দেশের নাগরিকদের মধ্যকার যুদ্ধ)
Prestige = খ্যাতি (reputation, fame, eminence, kudos)
Charisma = সহজাত দক্ষতা, মেধা (allure)
Support = সমর্থন (Help, Assistance, Aid, Favor, Second (v))

“I hate race discrimination most intensely and in all its manifestations, I have fought it all during my life; I will fight it now, and will do so until the end of my days, "Mandela said in his acceptance speech on becoming South Africa’s First black president in 1994...."The time for the healing of the wounds has come. The moment to bridge the chasms that divide us has come.
We have, at last, achieved our political emancipation.

“আমি বর্ণবিভেদকে ও এর সব ধরনের প্রকাশকে সর্বান্তকরণে ঘৃণা করি। আমি সারা জীবন এর জন্য সংগ্রাম করেছি, আমি এখনো সংগ্রাম করছি এবং আমার জীবনের শেষ দিন পর্যন্ত সংগ্রাম করে যাব। “ ম্যান্ডেলা 1994 সালে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হওযার পর তার স্বাগত বক্তৃতায় বলেন, ....“নিষ্পেশিতদের পরিত্রাণের সময় এসে গেছে। আমাদের মধ্যে বিভেদ সৃষ্টিকারী ফাটলগুলো জোড়া লাগানোর সময় এসেছে। অবশেষে, আমরা আমাদের রাজনৈতিক মুক্তি লাভ করেছি।"

Hate=ঘৃণা করা (dislike, abhor, execrate, abominate)
Discrimination= বৈষম্য (Bias, favoritism, caste-ism, apartheid)
Most intensely = অত্যন্ত তীব্রভাবে (Profoundly, Fiercely, vehemently, strongly)
Manifestation= শাখা-প্রশাখা, তালিকা
I have fought =আমি সংগ্রাম করেছি
I will fight = আমি সংগ্রাম করব
Until = যে পর্যন্ত না
Acceptance speech = শুভেচ্ছা বাণী, স্বাগত বক্তৃতা
Heal = সারিয়ে তোলা (Cure)
Wound = ক্ষতিগ্রস্ত, আহত (Contusion)
Heal = সারিয়ে তোলা (Cure)
Wound = ক্ষতিগ্রস্ত, আহত (Contusion)
Chasm = ফাটল (Crevasse, Fissure, Abyss, Canyon)
Divide = ভাগ করা, আলাদা করা (Diverge, Separate, Bisect)
Achieve = অর্জন করা (Attain, Earn, Gain, Obtain)
Emancipation = মুক্তি (Liberation)

In 1993, Mandela was awarded the Nobel Peace Prize, an honor he shared with F।W De Klerk, the white African leader who had freed him from prison three years earlier and negotiated the end of apartheid.

1993 সালে ম্যান্ডেলা আফ্রিকার শ্বেতাঙ্গ নেতা এফ.ডব্লিউ ডি ক্লার্কের সাথে যৌথ সম্মাননা হিসেবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। যিনি তাকে তিন বছর পূর্বে জেল থেকে মু্কত করেন এবং বর্ণবাদ বিনাশে একমত হন।

Was awarded = পুরস্কার দেওয়া হয়।
He shared = সে ভাগাভাগি করে নেন
Free = মুক্ত করা (Release, Liberate, Discharge, Unchain)
Negotiate = আলোচনা করা, বিহিত করা (Deal with, Cope with)

Mandela went on to play a prominent role on the world stage as an advocate of human dignity in the face of challenges ranging from political repression to AIDS.

রাজনৈতিক নিপীড়ন থেকে শুরু করে এইডস এর মতো সমস্যা মোকাবিলায় মানবিক মর্যাদার একজন ধারক হিসেবে ম্যান্ডেলা বিশ্বের মঞ্চে একটি বিশিষ্ট ভূমিকা পালন করে।

Prominent = গুরুত্বপূর্ণ (important, leading, notable, Eminent)
Role = ভূমিকা (Job, Duty, Responsibility)
Advocate = প্রবক্তা (Promoter, Spokesman, Propagandist)
Dignity = মর্জাদা (Grandeur, stature, virtue)
Repression=নিপীড়ন (suppression, Oppression, Tyranny, authoritarianism)

He formally left public life in June 2004 before his 86th birthday. telling his adoring countrymen. Don’t call me, I’ll call you But he remained one of the world’s most revered public figures, combining celebrity sparkle with an unwavering message of freedom, respect and human right.

তার 86তম জন্মদিনের আগে 2004 সালের জুন মাসে তিনি আনুষ্ঠানিক ভাবে তার কর্ম জীবন শেষ করে প্রিয় দেশবাসীকে বলেন, “আমাকে ডাকবেন না। আমিই আপনাদের ডাকব।” কিন্তু তিনি এখনও বিশ্বের সবচেয়ে সম্মানিত জননেতাদের একজন হিসেবে থেকে গিয়েছেন যার সাথে মিশ্রিত রয়েছে স্বাধীনতা, সম্মান ও মানবাধিকারের একটি বার্তা।

Adoring, Loving, venerating = প্রিয়।
Revered = সম্মানিত (Respected, admirable, honorable)
Celebrity = বিখ্যাত ব্যক্তি (Star, Superstar, a famous person)
--------------------------------------------

He is at the epicenter of our time, ours in sough Africa, and yours, Wherever you are, Nadian Gordimer, the South African writer and Nobel Laureate for Literature, Once remarked.

দক্ষিণ আফ্রিকার লেখক এবং সাহিত্য নোবেল বিজয়ী নাদিম গরডিমায় একবার মন্তব্য করেছিরেন, “তিনি দক্ষিণ আফ্রিকায় আমাদের সময়ের কেন্দ্রে রয়েছেন এবং আপনি যেখানেই থাকুন না কেন, আপনাদেরও।"

Epicenter = কেন্দ্র
Nobel Laureate = নোবেল বিজয়ী
Remark = মন্তব্য করা। (Comment, Say, Declare, Announce)

The years Mandela spent behind bars made him the world’s most celebrated political prisoner and a leader of mythic suture for millions of black South Africans and other oppressed people far beyond his country’s borders Charged with capital offenses in the 1963 Rovonia Trial, his statement from the dock was his political testimony.

ম্যান্ডেলা কারাগারে যে সময় অতিবাহিত করেছিরেন তা তাকে বিশ্বের সবচেয়ে পরিচিত রাজনৈতিক বন্দী এবং তার দেশের সীমানা অতিক্রম করে দক্ষিন আফ্রিকার লক্ষ লক্ষ কৃষ্ণাঙ্গ এবং অন্যান্য নিপীরিত মানুষের জন্য অবিস্মরণীয় নেতা হিসেবে পরিনত করেছিল।
গুরুতর অপরাধে অভিযুক্ত হয়ে 1963 সালের রিভনিয়া বিচারের সময় ডক থেকে তার বিবৃতি তার রাজনৈতিক সাক্ষ্য হিসেবে ধরা হয়।

Spend = অতিবাহিত করা
Prisoner = বন্দী, কয়েদী (Jailbird)
A leader of mythic stature =অলীক ক্ষমতাসম্পন্ন একজন নেতা
Other oppressed people = অন্যান্য নিপীরিত মানুষ।
Charged = অভিযুক্ত

During my lifetime I have dedicated myself to this struggle of the African people. I have fought against white domination and I have fought against Black domination.
I have cherished the ideal of a democratic and free society in which all persons live together in harmony and with equal opportunities, he told the court.

“আমার জীবনকালে আমি আফ্রিকার মানুষদের এই সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছি। আমি শ্বেতাঙ্গ আধিপত্যের বিরুদ্ধে সংগ্রাম করেছি এবং আমি কৃষ্ণাঙ্গ আধিপত্যের বিরুদ্ধে সংগ্রাম করেছি। “
তিনি আদালতে বলেন “আমি এমন একটি গনতান্ত্রিক ও মুক্ত সমাজের আদর্শ মনেপ্রাণে চাই যেখানে সব মানুষ সমান সুযোগ নিয়ে এক সঙ্গে থাকতে পারব।

Dedicate, devote = উৎসর্গকরা
Domination = আধিপত্য, (Mastery, supremacy, superiority, ascendancy)
Cherished=চাওয়া, মনের মধ্যে লালন করা
in which= যেখানে
-------------------------------------------------

It is an Ideal I hope to live for and to achieve. But if needs be, it is an ideal for which I am prepared to die.
Friends adored Mandela and fondly called him "Madiba’ the clan name by which he was known. People lauded his humanity kindness and dignity.

“এটা একটি আদর্শ যার জন্যে এবং যা অর্জন করার জন্য আমি বেচে থাকার আশা করি। কিন্তু যদি প্রয়োজন হয়, এটা এমন একটি আদর্শ যার জন্য আমি জীবন দিতে প্রস্তুত আছি। “
বন্ধুরা ম্যান্ডেলপাকে ভালোবাসত এবং আদর করে ‘মাদিবা’ বলে ডাকত, যে বংশের নামে পরিচিত ছিলেন। মানুষ তার মানবতা উদারতা এবং মর্যাদার প্রশংসা করত।

Achieve= অজর্ন করা
adore = পছন্দ করা
Clan Name = বংশ নাম
He was known = সে পরিচিত ছিল।

29/12/2021

আজকে ইংরেজি বানানের এমন কিছু টিপস / কৌশল নিয়ে আলোচনা করব যেগুলো 90% লোক জানে না।

Rule-1: ‘l’ দ্বারা গঠিত এক syllable বিশিষ্ট শব্দে যদি ‘l’ এর পূর্বে একটিমাত্র vowel থাকে, তাহলে এ শব্দের শেষে ‘ll’ ব্যবহার করতে হয়। যেমন: Well, tell, fill till.



Rule-2: ‘l’ দ্বারা সমাপ্ত এক syllable বিশিষ্ট শব্দে যদি ‘l’ এর পূর্বে দুইটি vowel থাকে, তাহলে ঐ শব্দের শেষে একটি ‘l’ ব্যবহার করতে হয়। যেমন: Feel, weal, meal, goal.

Rule-3: Consonat যুক্ত কোনো suffix (ness ব্যতীত) যদি ‘ll’ দ্বারা সমাপ্ত হয়ে এক syllable বিশিষ্ট কোনো শব্দের শেষে যুক্ত হয়, তাহলে শেষের ‘l’ বাদ যাবে।

যেমনঃ Well+come=welcome; well+fare=welfare; full+fil=fulfil.

কিন্তু vowel যুক্ত Suffix হলে ‘ll’ ই ব্যবহার করতে হবে। যেমন: ill+ness=illness.

Rule-4: ‘ll’ দ্বারা সমাপ্ত এক syllable বিশিষ্ট শব্দ যদি suffix হিসেবে ব্যবহৃত হয়, তাহলে শেষের ‘l’ বাদ দিতে হবে।

যেমনঃ roll-enrol, fill-fulfil, full-doubtful etc.

Rule-5: কোনো শব্দের শেষে যদি একটি consonant থাকে এবং consonant টির পূর্বে যদি একটি vowel থাকে এবং এরপর আদিতে যদি vowel বিশিষ্ট কোনো suffix (প্রত্যয়) যুক্ত হয়, তাহলে শেষের consonant টি দ্বিত্ব (double)হবে। যেমন: concel+ed=cancelled, travel+er=traveller.

ব্যতিক্রমঃ Benefited, credited, differed, galloped, paralleled, visitor.

Rule-6: যে সমস্ত word এর শেষে ‘y’ থাকে এবং সেই ‘y’ এর পূর্বে যদি consonant থাকে তাহলে i বিশিষ্ট প্রত্যয় (ing+ist) বাদে অন্যান্য প্রত্যয় যুক্ত করার সময় ‘y’ এর স্থানে ‘i’ হয়। যেমন: Accompany=Accompaniment, Busy=Business.



Rule-7: দুই বা তিন syllable যুক্ত word এর শেষে যুদি একটি consonant এবং তার আগে যদি একটি vowel থাকে এবং উচ্চারণের সময় যদি শেষ syllable এ ‍stress পড়ে তাহলে সেক্ষেত্রে কোনো suffix যোগ করতে হলে শেষ Consonant টি double (দ্বিত্ব) করতে হয়।

যেমনঃ begin+er=beginner, swim+ing=swimming.

কিন্তু stress যদি প্রথম syllable এর উপর দেওয়া হয়, তাহলে ‍Consonant টি double হয় না।

যেমনঃ Murmur+ed=murmured, orbit+ing=orbiting.

Rule-8: কোনো শব্দের শেষে যদি ‘y’ থাকে এবং তার পূর্বে যদি কোনো vowel থাকে, তাহলে সেই শব্দের সাথে কোনো suffix যোগ করার সময় সাধারণত ‘y’ এর কোনো পরিবর্তন হয় না।

যেমনঃ Buy=Buyer, Boy=Boyish, Journey=Journeyed ইত্যাদি।

ব্যতিক্রমঃ Say=said, Day=Daily ইত্যাদি।

Rule-9: শব্দের শেষে যদি ‘y’ থাকে এবং সেই ‘y’ এর পূর্বে যদি ‘t’ থাকে এবং তারপর যদি ‘ous’ যোগ করতে হয় তাহলে ‘y’ এর স্থলে e হয়।

যেমনঃ Beauty=Beauteous, Pity=Piteous ইত্যাদি।

Rule-10: যদি কোনো word এর শেষে ‘e’ থাকে এবং সে word এর প্রথমে যদি vowel বিশিষ্ট কোনো প্রত্যয় যুক্ত করতে হয়, তাহলে শব্দের শেষের ‘e’ সাধারণত বাদ দিতে হয়।

যেমনঃ Come=Coming, Write=Writing. কিন্তু word এর শেষে ‘e’ এবং word টির পূর্বে যদি ‘g’ বা ‘c’ থাকে তাহলে সে word এর শেষে ‘ous’ এবং ‘abl’ যুক্ত করার সময় word এর শেষের ‘e’ বাদ যায় না। যেমনঃ Courage= Courageous, Charge=Chargeable.

ব্যতিক্রমঃ Practice=Practicable.

Rule-11: কোনো word এর শেষে যদি ee, oe বা ye থাকে তাহলে সে word এর শেষে ed বাদে প্রথমে যদি vowel বিশিষ্ট অন্য কোনো প্রত্যয় যুক্ত হয়, তাহলে শব্দের শেষের ‘e’ বাদ যায় না। যেমনঃ Agree=Agreeable, Free=Freeing, See=Seeing ইত্যাদি।

Rule-12: যদি কোনো word এর শেষে ie থাকে, তবে সে word এর শেষে ing যোগ করতে হলে ie-এর স্থানে ‘y’ হয়।

যেমনঃ Die=Dying, Tie=Tying ইত্যাদি।

Rule-13: যদি কোনো word এর শেষে ‘e’ থাকে এবং সে word এর শেষে যদি consonant বিশিষ্ট কোনো প্রত্যয় যোগ করতে হয়, তাহলে ‘e’ বাদ যাবে। যেমনঃ Argue=Argument, Simple=Simple, Awe=Awful.

ব্যতিক্রমঃ Achieve=Achievement. আবার কিছু কিছু word আছে যেগুলোতে e বাদ দিলেও চলে, না দিলেও চলে। যেমনঃ Abridge=Abridgment/Abridgement.



Rule-14: কোনো word এ ব্যবহৃত ‘i’ এবং ‘e’ একত্রে থেকে যদি দীর্ঘ-ঈ (বা Double) এর মত উচ্চারিত হয়, তাহলে সাধারণত প্রথমে ‘i’ ব্যবহৃত হয় এবং পরে ‘e’ ব্যবহৃত হয়।

যেমনঃ Achieve, belief, brief, chief, friend. ব্যতিক্রমঃ Conceive, Ceiling,

Rule-15: কোনো word-এ ব্যবহৃত ‘i’ এবং ‘e’ যদি একত্রে থেকে দীর্ঘ-ঈ এর মতো উচ্চারিত না হয়, তাহলে সাধারণত প্রথমে ‘e’ এবং পরে ‘i’ ব্যবহৃত হয়। যেমনঃ Heir, Height.

Rule-16: কিন্তু word এর পদান্তর (যেমন: Noun-Adjective) হলে মাঝে মাঝে ‘u’ বাদ দিতে হয়। যেমনঃ Honorary, Labour=Laborious.

Rule-17: ইংরেজি ভাষায় কিছু শব্দ আছে যেগুলোকে পৃথক করে লেখা যায় না।

যেমনঃ Anybody, Everybody, Elsewhere, Cannot, Instead, Nothing, Nowhere, Welcome, Somebody

শুভেচ্ছা ইংলিশ টিউটোরিয়াল হোম
আগড়ঘাটা পাইকগাছা খুলনা
মোঃ ইমরান হুসাইন
01400002527

29/12/2021

যে সকল ইংরেজি বানান হয়না কৌশলে শিখে নিন। গোপন টিপস চুরি করে শিখে নিন।
যেমন Lieutenant (লেফটেনেন্ট) ➫ Lie u ten ant ➫ মিথ্যা তুমি দশ পিপড়া।

1. Questionnaire ➫ প্রশ্নমালা। ✎ Question nai re ➫ কোশ্চেন নাই রে।

2. Psychological (সাইকোলজিক্যাল) ➫ মনস্তাত্ত্বিক। ✎ Psy cholo gi cal ➫ পিসি চলো যাই কাল।

3. Assassination (এ্যাসএ্যাসিনেশন) ➫ গুপ্তহত্যা। ✎ Ass ass i nation -গাধার উপরে গাধা, তার উপরে আমি, আমার উপরে জাতি।

4. Lieutenant (লেফটেনেন্ট) ➫ সামরিক কর্মী। ✎ Lie u ten ant ➫ মিথ্যা তুমি দশ পিপড়া।

5. Assessment ➫ কর নির্ধারণ। ✎ Ass e ss men t ➫ গাধায় ই ডাবল ss মানুষেতে নাই।

6. Hallucination ➫ অমুলক / অলীক কিছু দেখা বা তাতে বিশ্বাস। ✎ Hall u ci nation-হলে তুমি! ছি জাতি।

7. Diarrhoea ➫ উদারাময়। ✎ Dia rr hoea ➫ ডায়াল করো ডাবল rr হোয়ে যাবে।

8. Bureaucracy ➫ আমলাতন্ত্র। ✎ Burea u cracy ➫ বুড়িয়া তুমি cracy.

9. Restaurant ➫ রেস্টুরেন্ট। ✎ Rest a u r ant ➫ বিশ্রাম এ তুমি আর পিপড়া।

10. Parallel ➫ সমান্তরাল। ✎ Par all e l ➫ পার করো সকলকে ই।

11. Illegitimate ➫ অবৈধ। ✎ Illeg i tim ate ➫ অসুস্থ পায় আমি টিম খেয়েছিলাম।

12. Miscellaneous ➫ বিবিধ। ✎ Mis cell an e o us-মিস করলে একটি সেলে ই ও আমাদের সাথে থাকবে। (cell-ক্ষুদ্র কক্ষ)।

শুভেচ্ছা ইংলিশ টিউটোরিয়াল হোম
আগড়ঘাটা পাইকগাছা খুলনা

মোঃ ইমরান হুসাইন

ফোন নম্বর ঃ 01400002527

29/12/2021

Verb কে ইংরেজীর Heart বলা হয়। Verb জানা থাকলে ইংরজী অনেকটা পানির মত মন হয়। আজকে আমরা Verb এর অর্থ ও রুপ নিয়ে আলোচনা করব।।
Verb এর রুপ 3 টি 1. Present (V1) 2. Past (V2) 3. Past Participle (V3)

V1--------- ( অর্থ )-----V2---------V3

Abide (মেনে চলা) - Abode - Abode
Behold (দেখা) - Beheld - Beheld
Bid (অাদেশ করা) - Bade - Bid
Find (খোজা) - Found - Found
Forsake (ত্যাগ করা) - Forsook - Forsaken
Forbid (নিষেধ করা) - Forbade - Forbidden
Go (যাওয়) - Went - Gone
Sing (গান গাওয়া) - Sang - Sung
Take (লওয়া) - Took - Taken
Write (লেখা) - Wrote - Written
Arise (উঠা) - Arose - Arisen
Awake (জাগা) - Awoke - Awaken
Be (হওয়া) - was/were - Been
Cling (লেগে থাকা) - Clang - Clung
Come (অাসা) - Came - Come
Creep (হামাগুড়িদেওয়া) - crept - Crept
Fall (পতিত হওয়া) - Fell - Fallen
Rise (উঠা) - Rose - Risen
Bear (বহন করা) - Bore - Borne
Bear (প্রসব করা) - Bore - Born
Become (হওয়া)- Became - Become
Begin (অারম্ভ করা) - Began - Begun
Beat (প্রহার করা)- Beat - Beaten
Bite (কামড়ানো) - Bit - Bit
Bind (বাঁধা)- Bound - Bound
Bleed (রক্তপাত হওয়া) - Bled - Bled
Blow (প্রবাহিত হওয়া)- Blew - Blown
Break (ভাঙ্গা) - Broke - Broken
Chide (তিরস্কার করা) - Chad - Chidden
Choose (পছন্দ করা)- Chose - Chosen
Dig (খনন করা)- Dug - Dug
Do (করা) - Did - Done
Draw (অাঁকা) - Drew - Drawn
Drive (চালানো)- Drove - Driven
Eat (খাওয়া) - Ate - Eaten
Feed (খাওয়ানো)- Fed - Fed
Fight (যুদ্ধ করা) - Fought - Fought
Fly (ওড়া) - Flew - Flown
Forgive (ক্ষমা করা) - Forgave - Forgiven
Forget (ভুলে যাওয়া)- Forgot - Forgotten
Freeze (জমে যাওয়া)- Froze - Frozen
Get (পাওয়া)- Got - Got
Give (দেওয়া) - Gave - Given
Grow (জন্মানো) - Grew - Grown
Hang (ঝুলানো) - Hung - Hung
Hide (লুকানো) - Hid - Hidden
Hold (ধরা, ধারণ করা) - Held - Held
Know (জানা) - Knew - Known
Make (তৈরি করা) - Made - Made
Meet (সাক্ষাৎ করা)- Met - Met
Mistake (ভুল করা)- Mistook - Mistaken
Ride (ঘোড়ায় চড়া) - Rode - Ridden
Ring - Rang - Rung
Reevaluate (পুনরায় মুল্যায়ন করা) - Reevaluated
See (দেখা) - Saw - Seen
Sit (বসা)- Sat - Sat
Sink - Sank - Sunk
Shrink - Shrank - Shrunk
Spring (লাফানো) - Sprang - Sprung
Speak (কথা বলা) - Spoke - Spoken
Abuse (অপব্যবহার করা) - Abused - Abused
Appropriate (অাত্মসাৎ করা) - Appropriated - Appropriated
Attract (অাকর্ষণ করা) - Attracted - Attracted
Authenticate (প্রমাণ করা)- Authenticated - Authenticated
Avoid (এড়িয়ে চলা) - Avoided - Avoided
Awe (অাতঙ্কিত করা) - Awed - Awed
Beautify (সুন্দর করা) - Beautified - Beautified
Blame (দোষ করা) - Blamed - Blamed
Bore (বিরক্ত করা) - Bored - Bored
Borrow (ধার করা)- Borrowed - Borrowed
Brutalize (নিষ্ঠুর করে তোলা) - Brutalized - Brutalized
Bureaucratise - (অামলাতন্ত্রিক করা) - Bureaucratised - Bureaucratised
Caution (সতর্ক করা) - Cautioned - Cautioned
Civilize (সভ্য করা/মার্জিত করা) - Civilized - Civilized
Commend (প্রশংসা করা/সুপারিশ করা) - Commended - Commended
Close (বন্ধ করা) - Closed - Closed
Complete (সমাপ্ত করা) - Completed - Completed
Comprehend (উপলব্ধি করা) - Comprehended - Comprehended
Constitute (গঠন করা/স্থাপন করা) - Constituted - Constituted
Construct (নির্মাণ করা/গঠন করা) - Constructed - Constructed
Control (নিয়ন্ত্রণ করা) - Controlled - Controlled
Correct (ঠিক করা/সংশোধন করা) - Corrected - Corrected
Create (সৃষ্টি করা) - Created - Created
Deactivate (নিষ্ক্রিয় করা) - Deactivated - Deactivated
Decontrol (নিয়ন্ত্রণমুক্ত করা) Decontrolled - Decontrolled
Devalue (মূল্য হ্রাস করা) - Devalued - Devalued
Disable (দুর্বল করা) - Disabled - Disabled
Disagree (ভিন্নমত পোষন করা) - Disagreed - Disagreed
Discuss (অালোচনা করা) - Discussed - Discussed
Distrust (অবিশ্বাস করা) - Distrusted - Distrusted
Enable (সক্ষম করা) - Enabled - Enabled
Enact (অাইন পাস করা) - Enacted - Enacted
Encourage (উৎসাহ দেওয়া) - Encouraged - Encouraged
Entrust (বিশ্বাস স্থাপন করা) - Entrusted - Entrusted
Enjoy (উপভোগ করা) - Enjoyed - Enjoyed
Hate (ঘৃণা করা) - Hated - Hated
Have (অাছে) - Had - Had
Invalidate (বাতিল করা) - Invalidated - Invalidated
Lie (মিথ্যা বলা)- Lied - Lied
Like (পছন্দ করা) - Liked - Liked
Lend (ধার দেওয়া) - Lent - Lent
Loose (অালগা করা) - Loosed - Loosed
Love (ভালোবাসা) - Loved - Loved
Mean (অর্থ প্রকাশ করা) - Meant - Meant
Misapply (অপপ্রয়োগ করা) - Misapplied - Misapplied
Misappropriate (অাত্মসাৎ করা) Misappropriated - Misappropriated
Mistrust (সন্দেহ করা) - Mistrusted - Mistrusted
Need (প্রয়োজন হওয়া) - Needed - Needed
Place (স্থাপন করা) - Placed - Placed
Plan (পরিকল্পনা করা) - Planned - Planned
Procreate (সন্তান উৎপাদন করা) - Procreated - Procreated
Punish (শাস্তি দেওয়া) - Punished - Punished
Reactivate (পুনরায় সক্রিয় করা) - Reactivated - Reactivated
Reappear (পুনরায় উপস্থিত হওয়া) - Reappeared - Reappeared
Recommend (সুপারিশ করা/পরামর্শ দেওয়া) Recommended - Recommended
Recreate (পুনরায় সৃষ্টি করা) - Recreated - Recreated
Reevaluate (পুনরায় মুল্যায়ন করা) - Reevaluated - Reevaluated
Signify (অর্থ বোঝানো) - Signified - Signified
Simplify (সহজবোধ্য করা) - Simplified - Simplified
Stroke (মৃদু অাঘাত করা) - Stroked - Stroked
Suspect (সন্দেহ করা) - Suspected - Suspected
State (বর্ণনা করা) Stated - Stated
Thank (ধন্যবাদ দেওয়া) - Thanked - Thanked
Tolerate (সহ্য করা) - Tolerated - Tolerated
Use (ব্যবহার করা) - Used - Used
Undervalue (অবমূল্যায়ন করা) - Undervalued - Undervalued
Value (দরকষাকষি করা) - Valued - Valued
Intransitive Weak Verb এর Present, Past, Past Participle From নিচে দেওয়া হলো :
Present - Past - Past Participle
Appear (হাজির হওয়া)- Appeared - Appeared
Arrive (পৌছানো) - Arrived - Arrived
Care (যত্ন নেওয়া) - Cared - Cared
Cohere (সঙ্গতিপূর্ণ হওয়া) - Cohered - Cohered
Compete (প্রতিযোগিতা করা) - Competed - Competed
Consist (গঠিত হওয়া) - Consisted - Consisted
Cooperate (সহযোগিতা করা) - Cooperated - Cooperated
Die (মারা যাওয়া) - Died - Died
Disappear (অদৃশ্য হওয়া) - Disappeared - Disappeared
Discourage (নিরাশ করা) Discouraged - Discouraged
Dwell (বাস করা)- Dwelled - Dwelled
Gaze (একদৃষ্টিতে তাকিয়ে থাকা) - Gazed - Gazed
Interact (পারস্পরিক ক্রিয়া করা) - Interacted - Interacted
Kneel (হাটু গেড়ে বসা) - Knelt - Knelt
Sympathize (সহানুভূতি দেখানো) - Sympathized - Sympathized
Wax (অালোকিত অংশ বৃদ্ধি পাওয়া) - Waxed - Waxed
Accept (গ্রহণ করা) - Accepted - Accepted
Account (হিসাব করা, কারণ ব্যাখ্যা করা) - Accounted - Accounted
Act (কাজ করা/অভিনয় করা) - Acted - Acted
Add (যোগ করা) - Added - Added
Admit (ভর্তি হওয়া) - Admitted - Admitted
Advise (উপদেশ দেওয়া)- Advised - Advised
Agree (রাজি হওয়া)- Agreed - Agreed
Allow (বন্টন করা) - Allowed - Allowed
Apply (অাবেদন করা) Applied - Applied
Arrange (সজ্জিত করা)- Arranged - Arranged
Ask (প্রশ্ন করা)- Asked - Asked
Attain (অর্জন করা) - Attained - Attained
Attend (মনযোগ দেওয়া) - Attended - Attended
Avail (গ্রহণ করা/কাজে লাগানো) - Availed - Availed
Beg (ভিক্ষা করা)- Begged - Begged
Believe (বিশ্বাস করা) Believed - Believed
Bend (নোয়ানো)- Bent - Bent
Boil (সেদ্ধ করা)- Boiled - Boiled
Burry (কবর দেওয়া) - Buried - Buried
Burst (প্লাবিত হওয়া) - Burst - Burst
Build (নির্মাণ করা)- Built - Built
Burn (পোড়ানো) - Burnt - Burnt
Buy (ক্রয় করা) - Bought - Bought
Cancel (বাতিল করা) - Canceled - Canceled
Catch (ধরা) - Caught - Caught
Carry (বহন করা)- Carried - Carried
Charge (অভিযোগ করা) - Charged - Charged
Change (পরিবর্তন করা)- Changed - Changed
Cheer (উৎসাহিত করা) - Cheered - Cheered
Clean (পরিষ্কার করা) - Cleaned - Cleaned
Clear (পরিষ্কার করা) Cleared - Cleared
Climb (গাছে চড়া) - Climbed - Climbed
শুভেচ্ছা ইংলিশ টিউটোরিয়াল হোম
আগড়ঘাটা পাইকগাছা খুলনা
মোঃ ইমরান হুসাইন
মোবাঃ 01400 - 002527 ।।

28/12/2021

🇧🇩বাংলা বর্ণমালা ইংরেজিতে যেমনটা উচ্চারণ হয়।🇧🇩
****************************************

🗻🗻🗻Vowel (স্বরবর্ণ ) উচ্চারণ।
=========================

A – থাকলে এর বাংলা উচ্চারণ হতে পারে – অ, আ, অ্যা, এই এর মতো।

E – থাকলে এর বাংলা উচ্চারণ হয় – – এ,ই

I – থাকলে এর বাংলা উচ্চারণ হয় – – আই, ই

O – থাকলে এর বাংলা উচ্চারণ হয় – ও,আ

U – থাকলে এর বাংলা উচ্চারণ হয় – উ, আ, ইউ


🦚🦚এগুলি Dipthong বা যৌগিক স্বর:
============================

AI – থাকলে এর বাংলা উচ্চারণ হয় এই

IE – থাকলে এর বাংলা উচ্চারণ হয় আই

OY – থাকলে এর বাংলা উচ্চারণ হয় অয়

OI – থাকলেএর বাংলা উচ্চারণ হয় অয়

OU – থাকলে এর বাংলা উচ্চারণ হয় আউ

OW – থাকলে এর বাংলা উচ্চারণ হয় আউ


🦚🦚তবে এগুলি Dipthong নয়, কারণ এদের দ্বারা যৌগিক স্বর সৃষ্টি হয় না:
=============================

EA – থাকলে এর বাংলা উচ্চারণ হয় ঈ, এ

EE – থাকলে এর বাংলা উচ্চারণ হয় ঈ

EI – থাকলে এর বাংলা উচ্চারণ হয় ঈ

OO – থাকলে এর বাংলা উচ্চারণ হয় উ, ঊ

🎆🎆🎆 Consonant (ব্যঞ্জনবর্ণ ) উচ্চারণ
===============================

B – থাকলে এর বাংলা উচ্চারণ হয় ব্

C – থাকলে এর বাংলা উচ্চারণ হয় ক্/স্

D – থাকলে এর বাংলা উচ্চারণ হয় ড্

F -থাকলে এর বাংলা উচ্চারণ হয় ফ্

G – থাকলে এর বাংলা উচ্চারণ হয় গ্/জ্

H – থাকলে এর বাংলা উচ্চারণ হয় হ্

J – থাকলে এর বাংলা উচ্চারণ হয় জ্

K – থাকলে এর বাংলা উচ্চারণ হয় ক্

L – থাকলে এর বাংলা উচ্চারণ হয় ল্

M – থাকলে এর বাংলা উচ্চারণ হয় ম্

N – থাকলে এর বাংলা উচ্চারণ হয় ন্

P – থাকলে এর বাংলা উচ্চারণ হয় প্

Q – থাকলে এর বাংলা উচ্চারণ হয় ক্

R – থাকলে এর বাংলা উচ্চারণ হয় র্

S – থাকলে এর বাংলা উচ্চারণ হয় স্

T – থাকলে এর বাংলা উচ্চারণ হয় ট্

V – থাকলে এর বাংলা উচ্চারণ হয় ভ্

W – থাকলে এর বাংলা উচ্চারণ হয় ওয়

X – থাকলে এর বাংলা উচ্চারণ হয় ক্স্

Y – থাকলে এর বাংলা উচ্চারণ হয় আই, ঈ

Z – থাকলে এর বাংলা উচ্চারণ হয় জ্

আবার বাংলা অক্ষরগুলির জন্য কি কি ইংরেজি অক্ষর ব্যবহৃত হয় তা দেখে নেওয়া যাক:

ক্ – থাকলে K/C হয়

খ্ – থাকলে KH হয়

গ্ – থাকলে G হয়

ঘ্ – থাকলে GH হয়

চ্ – থাকলে CH/TCH হয়

ছ্ – থাকলে CHH হয়

জ্ – থাকলে G/J হয়

ঝ্ – থাকলে JH হয়

ট্ – থাকলে T হয়

ঠ্ – থাকলে TH হৎ

ড্ – থাকলে D হয়

ঢ্ – থাকলে DH হয়

ণ্ – থাকলে N হয়

ত্ – থাকলে T হয়

থ্ – থাকলে TH হয়

দ্ – থাকলে TH হয়

ধ্ – থাকলে DH হয়

ন্ – থাকলে N হয়

প্ – থাকলে P হয়

ফ্ – থাকলে F/PH হয়

ব্ – থাকলে B/W হয়

ভ্ – থাকলে BH/V হয়

ম্ – থাকলে M হয়

য্ – থাকলে J/Y হয়

র্ – থাকলে R হয়

ল্ – থাকলে L হয়

শ্ – থাকলে SH হয়

ষ্ – থাকলে SH হয়

স্ – থাকলে S হয়

হ্ – থাকলে H হয়

ড়্ – থাকলে RH হয়

ঢ়্ – থাকলে RHH হয়

ৎ – থাকলে T হয়

SONG – থাকলে সং হয়

BANDHA – থাকলে বাঁধা হয়।

শুভেচ্ছা ইংলিশ টিউটোরিয়াল হোম
আগড়ঘাটা পাইকগাছা খুলনা
মোঃ ইমরান হুসাইন
01400 - 002527

Want your business to be the top-listed Computer & Electronics Service in Paikgacha?
Click here to claim your Sponsored Listing.

SSC Exam Suggestion 2021 for jessore board

SSC Exam suggestion 2021 for jessore board is the most beautiful page for the student of ssc exam 2021 for jessore board student. We will publish the best and short suggestion of SSC Exam 2021 for jessore board. If any student follow the page, he will get common question of ssc exam 2021.

Telephone

Address


Z-7604
Paikgacha
9280

Other Computer Training in Paikgacha (show all)
Anirban Science & Technology Institute Anirban Science & Technology Institute
Paikgacha, Khulna
Paikgacha, 9280

Anirban Science & Technology Institute

BD Bismillah Computer & it Paikgacha BD Bismillah Computer & it Paikgacha
Khulna
Paikgacha, 9284