FreeLancer Touhid
Hello,
I am a full-time freelancer and virtual assistant for Digital Marketing and Graphic Design.
আজ ১৬ ডিসেম্বর।
মহান বিজয় দিবস।
সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
।। ডার্ক ওয়েব আসলে কি? ।।
ডার্ক ওয়েব - শব্দটা মূলত প্রতীকী অর্থে ব্যবহৃত হয়। সেখানে কালো কালো ওয়েবসাইট বা বিশাল বরফের নিচের কোন ওয়েবসাইট - এমন বিষয় নাই। দৈনন্দিন জীবনে ব্যবহৃত ইন্টারনেটের ৫ থেকে ৬ শতাংশ জুড়ে ডার্ক নেট রয়েছে। এটি উন্মুক্ত ইন্টারনেট ব্যবহারকারীর ক্ষেত্রে এক প্রকার লুকায়িত নেটওয়ার্ক। এতে প্রবেশ করতে নির্দিষ্ট সফটওয়্যার, কনফিগারেশন বা অনুমোদনের প্রয়োজন হয়।
ডার্ক ওয়েব মূলত "ডিপ ওয়েব"-এর একটি অংশ। এই অংশে সাধারণ সার্চ ইঞ্জিন প্রবেশ করতে পারে না। যদিও কখনও কখনও ভুল করে "ডিপ ওয়েব" শব্দটি ডার্ক ওয়েবকে বোঝাতে ব্যবহার করা হয়। কিন্তু ডিপ ওয়েবে নির্দিষ্ট শর্তে সবাই ঢুকতে পারলেও, "ডার্ক ওয়েব"-এ সাধারণ মানুষ ঢুকতে পারে না। নিচে একটি ছবি দিলাম। এটাও মূলত ডার্ক ওয়েবের বিস্তৃতি এবং গোপনীয়তা বুঝতে দেখানো হয়।
মেসেঞ্জারে চ্যাটিং কমিয়ে দেন!আপনার দুঃখ কমে যাবে, আপনার ডিপ্রেশন কমে যাবে। আপনি ভালো থাকার জন্য ফেসবুকে বন্ধু বান্ধবী কিংবা সম্পর্কে জড়িয়ে যান!অথচ,আপনি বুঝেন না! তারাই আপনার ডিপ্রেশনের কারণ।
মেসেঞ্জারে যার পিরিতের লোক বেশি,তার ডিপ্রেশনও বেশি। ভালো থাকতে হলে একাকিত্বকে ভালোবাসেন। ভালো থাকতে হলে নিজেকে ভালোবাসতে শিখুন। নিজের স্বাধীনতাকে ভালোবাসতে শিখুন। ভালো থাকতে হলে মেসেঞ্জারে কারও সঙ্গে অপ্রয়োজনীয় কথা বাদ দিন। ঘন্টার পর ঘন্টা অহেতুক কথাবার্তা বাদ দিন।
ভালো থাকতে হলে ফেসবুকিং কমিয়ে দেন।মেসেঞ্জারে চ্যাটিং কমিয়ে দেন। আপনি সেই দিন থেকে ভালো থাকবেন সুখে থাকবেন। যে দিন অফলাইন হলে অনলাইনের চিন্তা মাথায় আসবে না। আপনি সেই দিন থেকে ভালো থাকবেন, যে দিন অনলাইনে বা ভার্চুয়াল জগতে না আসলেও আপনার খারাপ লাগবে না।
আপনার ডিপ্রেশনের কারণ আপনার অনলাইনে অগণিত বন্ধু বান্ধব। আপনার ডিপ্রেশনের কারণ, অহেতুক চ্যাটিং। আপনার ডিপ্রেশনের কারণ, আপনি ফেসবুকে আসক্ত। আপনি যখন জীবনের অপ্রয়োনীয় কথা,অপ্রয়োজনীয় কাজ বাদ দিবেন। আপনার সবকিছু লিমিটেশনের মধ্যে চলে আসবে। আপনি ভালো থাকতে শুরু করবেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক Online এর মাধ্যমে বিনামূল্যে ৫০ দিন ব্যাপী ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, এবং ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোর্সে ১০০% উপার্যনের নিশ্চয়তা দিয়ে ফ্রিল্যান্সিং শেখানো হচ্ছে। যারা এখনো কোনো কোর্সে সুযোগ পাচ্ছেন না, সময় নষ্ট না করে শুরু করে দিতে পারেন বাংলাদেশ সরকারের এই ফ্রি প্রশিক্ষনটি। বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে যে কোন স্থানে বসে অনলাইনের মাধ্যেমে ক্লাস করতে পারবেন।
যারা রেগুলার ক্লাস করবেন, তারা পাবেনঃ
১। Ministry of ICT থেকে একটি সরকারী সার্টিফিকেট
২। $25 থেকে $100 dollar নিশ্চিত উপার্যন
৩। Laptop জেতার সুযোগ
৪। সরকারী কর্মক্ষেত্রের সুযোগ
৫। অনলাইন মার্কেট প্লেসে নিজস্ব প্রফেশনাল একাউন্ট।
৬। করোনাকালীন সময়ে ঘরে বসে মাসিক লক্ষ টাকার বেশি উপার্যনের সুযোগ
৭। সরকারী রেজিস্টার্ড ফ্রিলেন্সার হবার সুযোগ সহ আরো অনেক কিছু।
৮। সর্বোচ্চ আয়কারী পাবেন বাংলাদেশ সরকার কর্তৃক গোল্ড মেডেল।
**ডিজিটাল মার্কেটিং এর প্রশিক্ষণার্থীরা বেশি অগ্রাধিকার পাবেন।
আর এ সবই পাচ্ছেন ফ্রি তে। তাই অযথা ঘরে বসে সময় নষ্ট না করে আগামী ৫০ দিন নিয়মিত ক্লাস করুন।
রেজিস্ট্রেশন করতে ভিজিট করুনঃ
https://forms.gle/6mT6dDqi1fQ7Rx727
রেজিস্ট্রেশনে সাহায্যের জন্য কল করুনঃ
01794222838, 01797689767
ডিজিটাল মার্কেটিং | Ghoori Learning ডিজিটাল মার্কেটিং কি এবং এর খুঁটিনাটি বিভিন্ন প্ল্যাটফর্ম এবং অপশন নিয়ে আলোচনা
Urgently looking for a Software Developer. He/she should have deep experience in the PHP Framework (Laravel) and Amazon Web Services. Experience in JavaScript frameworks (NodeJS, ReactJS, AngularJS, jQuery) will be an added advantage.
Please send your CV (mentioning the expected salary) to [email protected]
লক্ষ্য যদি হয় ওয়েব ডিজাইন, জানতে হবে যেগুলো
দ্রুতই সারাবিশ্বের সাথে বাংলাদেশেও ব্যপকভাবে জনপ্রিয় হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। আর যদি আপনি ওয়েব ডেভেলপমেন্ট এ ক্যারিয়ার গড়তে চান তাহলে তো আপনাকে প্রথমেই শিখতে হবে ওয়েব ডিজাইন। কেননা ওয়েব ডিজাইনিং হলো ওয়েব ডেভেলপমেন্ট শেখার প্রথম ধাপ।
যারা ওয়েব ডিজাইন শিখবেন বা শিখতে চাচ্ছেন তাদের জন্য আজ কিছু টিপস থাকছে
১। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই পিএসডি টু এইচটিএমএল প্রাকটিস করে থাকি। তাই আপনার উচিত ভাল মানের পিএসডি নিয়ে প্রাকটিস করা।
ওইসকল পিএসডি নিয়েই কাজ করতে হয়, যেগুলো রিয়েল লাইফে প্রয়োজন পরবে
২। পিএসডি হাতে পাওয়ার পর হেডার থেকে শুরু করে ফুটার অংশ পর্যন্ত ভালভাবে দেখে নিন। একেকটি অংশ বারবার দেখুন এবং মনের মধ্যে একটি ছক করুন। কিভাবে করবেন। Row কোডিং করবেন নাকি ফ্রেমওয়ার্ক ব্যবহার করবেন। অবশ্যই আপনি যেটা ভাল পারেন সেটা দিয়ে শুরু করবেন। সেক্ষেত্রে লক্ষ্য রাখবেন, ছোট ছোট ব্যাপারগুলো সবসময় Row কোডিং করাই ভাল।
আর তুলনামূলক যেগুলো Bootstrap কলাম এ ফেলে সহজে সাজানো যায় সেগুলো Bootstrap দিয়ে করবেন। দেখা যায় অনেকেই অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কাজেও Bootstrap কলাম ব্যবহার করে থাকেন। যার ফলে গুলিয়ে ফেলেন কোথায় কত কলাম ব্যবহার করবো। কোথায় অফসেট ব্যবহার করবো। কোথায় করবো না ইত্যাদি ইত্যাদি।
উল্লেখ্য, Bootstrap এর Column, Row, Container, Navbar, Tab, Button, Carousel প্রভৃতি সম্পর্কে ধারণা রাখার চেষ্টা করতে হবে। মুখস্ত করা লাগবে না। অন্তত কপি-পেষ্ট করেও যেন কাষ্টমাইজ করে নিজের কাজের উপযোগী করে তুলতে পারেন এতটুকু সক্ষমতা থাকতে হবে।
৩। একটি সেকশন শুরু করলে সেটা শেষ করার পর অন্য সেকশনে যান। তাতে আপনার কাজের মধ্যে স্বচ্ছতা পরিলক্ষিত হবে। অনেকেই একটি সেকশন শেষ না হতেই আরেক সেকশনের কাজে হাত দিয়ে থাকেন। যার ফলে ঐ আগের সেকশন অসম্পূর্ণ থাকায় পরের সেকশনে তার প্রভাব পড়ে থাকে।
প্রতিটি div শুরু করলে ক্লোজ ট্যাগ ব্যবহারের মাধ্যমে তার শেষ নিশ্চিত করতে হবে
৪। একটি div শুরু করলে তার শেষ নিশ্চিত করবেন। শুধু div -ই না যেকোন ট্যাগ শুরু করলে তার শেষ নিশ্চিত করতে হবে।
৫। একটি সেকশন শেষ হওয়ার সাথে সাথে তার রেসপনসিভ ব্যাপারটিও সেরে ফেলতে হবে। মনে রাখবেন, কাজ শেষ করে রেসপনসিভ করতে গেলে কোন সেকশনের জন্য কোথায় স্ক্রল পাচ্ছে তা এত্তো এত্তো কোডের মধ্য থেকে খুঁজে বের করা মুশকিল হয়ে পড়ে। যার ফলে, চক্ষু লাল, মাথা গরম, মেজাজ খিটখিটে এমনকি মাথার চুলও ছিঁড়তে হয় কখনও কখনও। তাই একটি সেকশন শেষ হওয়ার সাথে সাথে রেসপনসিভ পার্টটাও সেরে ফেলুন।
প্রতিটি সেকশনকে কমেন্টে আবদ্ধ করা পরিচ্ছন্ন কাজের প্রমাণ বহন করে
৬। এইচটিএমএল কোডিং করার সময়ে কমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। শুধু HTML না, যেকোন কোডিং করার ক্ষেত্রেই কমেন্ট সমান গুরুত্ব বহন করে। আপনি নির্দিষ্ট কোন ট্যাগ বা সেকশন কি কাজের জন্য ব্যবহার করেছিলেন, তা উল্লেখ করার জন্যই মূলত কমেন্ট ব্যবহার করা হয়ে থাকে। শুধু নিজের জন্যই না, আপনার লেখা কোডগুলো যখন অন্য কোন ব্যক্তির এডিট করার প্রয়োজন হবে, তখন সে ওই কমেন্টগুলো দেখে খুব সহজেই বুঝতে পারবে। এর ফলে আপনার কাজের পরিচ্ছন্নতা সম্পর্কে তার মনে ভালো দৃষ্টিভঙ্গি তৈরি হবে।
৭। CSS এর কোডিংগুলো ধারাবাহিকভাবে সাজানোর ক্ষেত্রে যত্নশীল হতে হবে। শুরুতে body এবং শেষে footer পর্যন্ত এর মধ্যে যত style আছে, সেগুলো লেখার ক্ষেত্রে ধারাবাহিকতা অবলম্বন করতে হবে। কোনভাবেই যেন একটি সেকশনের style এর মধ্যে অন্য সেকশনের style না ঢোকে, সেদিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে। মনে রাখতে হবে style গুলো ধারাবাহিকতার সাথে গুছিয়ে লিখলে পরবর্তীতে সেগুলো খুঁজে পেতে নিজেরই সুবিধা। উল্লেখ্য, CSS এর ক্ষেত্রেও কোডগুলোকে কমেন্ট করতে হবে।
৮। দীর্ঘ সময় ধরে একটানা প্রাকটিস করবেন না। মাঝে মাঝে বিশ্রাম নিন। কোড যখন মিলছে না, পিসির সামনে আর বসে থাকবেন না। বাইরে একটু হাটাহাটি করুন। চোখে মুখে পানির ঝাঁপটা দিন। কারও সাথে একটু অন্য বিষয়ে গল্প করুন। অবশ্যই তা মোবাইল ফোনে করতে যাবেন না এবং গল্প যেন কোডিং সংক্রান্ত না হয়। অথবা একটু গান শুনুন। ছোটদের সাথে মজার কোন গল্প শেয়ার করুন।
কোডিং করতে করতে বিরক্ত লাগলে কিছুটা রিফ্রেশমেন্টের ব্যবস্থা করুন। বন্ধুদের সাথে গল্প করুন।
ল্যাপটপ বা কম্পিউটারের সামনে বসে ইউটিউব থেকে বা ফেসবুক থেকে মজা নেওয়ার চেষ্টা করবেন না এই সময়টাতে। একটু রিফ্রেশমেণ্ট নেওয়ার পর কোডটাতে চোখ বুলান দেখেন সামান্য একটি ভুল করে রেখেছেন। সমাধান হয়ে যাবে। অনেকে কোডিং এ error খুঁজতে খুঁজতে অনেক সময় পার করে ফেলেন। অথচ ফলাফল শুন্য দাঁড়িয়ে যায়। অযথা সময় পার না করে স্রেফ ল্যাপটপ বা কম্পিউটারের সামনে থেকে উঠে যান রিফ্রেশমেন্টের জন্য।
প্রাকটিস মেইক এ্যা ম্যান পারফেক্ট
৯। একজন সফল ওয়েব ডিজাইনার হতে হলে তিনটি বিষয়কে গুরুত্ব দিন:
ক) প্রাকটিস করুন খ) প্রাকটিস করুন গ) প্রাকটিস করুন
১০। অবশেষে যে কথাটি না বললেই নয়, ওয়েব ডিজাইনকে যদি পেশা হিসেবে নিতে চান। তাহলে নিজের উপর বিশ্বাস স্থাপন করুন। পরিশ্রম করুন। সময়কে সময় দিন। মহান সৃষ্টিকর্তার উপর সন্তুষ্ট থাকুন।
শেখার ক্ষেত্রে সংক্ষিপ্ত পথ পরিহার করুন। সবজান্তা ভাব পরিহার করুন। শেখার নামে আত্নপ্রবঞ্চক হবেন না। (দিনরাত ফেসবুকে সময় পার করছেন আর মা-বাবা ভাই অথবা বন্ধু বান্ধব অথবা আপনার মেণ্টরকে বুঝাচ্ছেন আপনি ওয়েব ডিজাইন শিখছেন)।
আত্মপ্রবঞ্চনা আপনাকেই ঠকিয়ে দেবে। আর সবচেয়ে যে বিষয়টি জরুরী তা হলো, শিখতে হলে প্রশ্ন করতে শিখুন। প্রশ্ন করতে পারলেই শিখতে পারবেন। মনে রাখবেন, যে প্রশ্ন করতে জানে, শেখার অধিকার তারই আছে।
Copy from ICTs Chamber
ডোমেইন সম্পর্কে জানুন- নিজেকে আপডেট রাখুন🍀🍀
১. ডোমেইন কি?🍀🍀
-- ডোমেইন হলো শুধুমাত্র ওয়েবসাইটের নাম আর কিছু না। যেমনঃ www. Facebook. com এটা ফেসবুকের ডোমেইন। মানুষের যেমন নাম থাকে। ওয়েবসাইটেরও নাম থাকে। এই নামকেই ডোমেইন বলা হয়।
২. সবাই এতো ডোমেইনের কথা বলে কেন গ্রুপে?🍀🍀 ডোমেইন দিয়ে কি হবে? ডোমেইন না থাকলেই বা কি সমস্যা?
-- এই প্রশ্নের উত্তর পুরো পোস্ট পড়লে বুঝে যাবেন। আগে চলুন ফেসবুক বিজনেস পেইজ সম্পর্কে জানি।
৩. ফেসবুক বিজনেস পেইজ কি?🍀🍀
-- আপনার ব্যবসায়ের উদ্দেশ্যে ফেসবুকে যেই পেইজ খুলেছেন সেটাই ফেসবুক বিজনেস পেইজ। পেইজে আপনি আপনার পণ্যের ছবি সহ বর্ণনা করে পোস্ট করেন। যাদের পণ্যটির চাহিদা আছে তারা আপনার সাথে যোগাযোগ করে কিনে নিচ্ছেন।
৪. অনেকে বলে ফেসবুকে পেইজ খোলার আগে ডোমেইন কিনতে। কেন বলে?🍀🍀
-- ফেসবুকে যে বিজনেস পেইজ খুলেছেন সেটা হলো ফেসবুকের প্লাটফর্ম। আপনার প্রতিষ্ঠান দাঁড়িয়ে আছে ফেসবুকের উপর। একটু ভেবে দেখুনতো, যদি ফেসবুক আপনার পেইজ বন্ধ করে দেয়। কিংবা আপনার আইডি ডিজেবল করে দেয়। তাহলে আপনার প্রতিষ্ঠানের কি হবে। যেহেতু আপনি অনলাইন নির্ভর প্রতিষ্ঠান। এখন যদি আপনার একটা ওয়েবসাইট থাকে সেটা হবে আপনার নিজস্ব প্লাটফর্ম। আপনিই মালিক। কারো প্লাটফর্মে দাঁড়িয়ে নাই। যেই নামে আপনি পেইজ খুলতে চাইছেন ধরুন পেইজের নাম- প্যারাডাইস প্যারা। এখন আগে দেখুন যে এই নামে কোনো ওয়েবসাইট আছে কিনা। যদি থাকে তাহলে আর খুলতে পারবেন না একই নামে। ফেসবুকে একই নামে অনেক পেইজ খোলা যায় কিন্তু ওয়েবসাইট একটাই খোলা যায়।
ধরুন আপনি ডোমেইন না কিনেই পেইজ ওপেন করলেন। প্যারাডাইস প্যারা পেইজ দিয়ে ভালোই ব্যবসা করছেন। হঠাৎ আপনার আইডি নষ্ট হয়ে গেলো বা পেইজ বন্ধ হয়ে গেলো। এখন তাহলে কি করবেন। ডোমেইন কিনতে গিয়ে দেখলেন সেই ডোমেইন আরেকজন কিনে নিয়েছে অনেক আগে। আপনার প্রতিষ্ঠানকে সবাই প্যারাডাইস প্যারা নামে চিনে। এখন কেউ আপনাকে খুঁজে পাচ্ছে না। আপনি এই অবস্থায় এলোমেলো হয়ে যাবেন। তাই যেই নামে পেইজ খুলতে চাইছেন আগে দেখুন যে সেই নামে ডোমেইন খালি আছে কিনা। এতে করে সুবিধা হলো আপনি সাথে সাথে ওয়েবসাইট চালু করতে পারেন। যারা আপনার নিয়মিত ক্রেতা তারা ঠিকই তখন প্রতিষ্ঠানের নামে সার্চ করে আপনাকে খুঁজে নিতে পারবে। আর সবচেয়ে ভালো হয় যদি পেইজ এবং ওয়েবসাইট একই সাথে চালান। সেক্ষেত্রে ওয়েবসাইটেও যদি অডিয়েন্সকে এনগেজড করতে পারেন লাভ আপনারই।
৪. ডোমেইন কিনলেই কি আমার ওয়েবসাইট চালু হয়ে যাবে?🍀🍀
-- না। আগেই বলেছি ডোমেইন হলো ওয়েবসাইটের নাম। যেমন আপনি বাড়ি বানাবেন। তার জন্য বুকিং দিয়ে রাখা যে এটা আপনার জায়গা। এখানে আপনি বাড়ি বানাবেন। এখন ডোমেইনের সুবিধা হলো ওয়েবসাইট আপনি যখনই বানান সমস্যা নাই। কিন্তু বুকিং দিয়ে রাখেন। বুকিং দিলে এই নাম আর কেউ পাবেনা। যদি মনে করেন এক দুই বছর পরে ওয়েবসাইট বানাবেন তাতেও সমস্যা নাই। প্রতিবছর একটা নির্দিষ্ট চার্জ দিলেই ডোমেইন আপনারই থেকে যাবে। ডোমেইন মানেই ওয়েবসাইট চালু হওয়া না। ডোমেইন শুধুমাত্র একটা নাম।
৫. তাহলে ওয়েবসাইট কিভাবে বানাবো?🍀🍀
-- জায়গার জন্য বুকিং দিয়েছেন কিন্তু জায়গা এখনো কিনেন নাই। এই জায়গা কেনাকে বলা হয় হোস্টিং। আপনি ডোমেইন কিনেছেন। এবার হোস্টিং কিনবেন। এরপর ওয়েবসাইট বানাবেন ওয়েব ডিজাইনার দিয়ে। একেকজন একেক রকম চার্জ করে ওয়েবসাইট ডিজাইন করতে। ডোমেইন হলো নাম+ হোস্টিং হলো জায়গা+ ওয়েবসাইট ডিজাইন= আপনার ওয়েবসাইট। তো একটা ওয়েবসাইট চালু করতে কি কি লাগে? ডোমেইন, হোস্টিং, ওয়েবসাইট ডিজাইন।
৬. ডোমেইন না কিনলে কি পেইজ খোলা যাবে না?🍀🍀
-- ডোমেইন কেনার সাথে ফেসবুক পেইজ খোলার কোনো সম্পর্ক নাই। আপনি যদি ভাবেন শুধুমাত্র ফেসবুকের মাধ্যমেই ব্যবসা করবেন তাহলে আপনার ডোমেইন কেনার দরকার নাই৷ যদিও এটা একটা মহা বোকামি হবে। ডোমেইন আপনি কিনবেন আপনার গোল ঠিক করে। আপনার ব্যবসাকে আপনি কোন অবস্থানে নিয়ে যেতে চান। যদি ব্যবসা বড় করতে চান তাহলে অবশ্যই আপনার একটা ওয়েবসাইট লাগবে। এই ওয়েবসাইট বানাবার আপাতত সামর্থ্য না থাকলেও ডোমেইন অন্তত কিনে রাখুন।
এফ-কমার্সের জন্য ডোমেইন দরকার নেই। যদি ওয়েবসাইট খোলার চিন্তা থাকে তবেই ডোমেইন কিনবেন।
ধন্যবাদ সবাইকে।
www.leunic.com
https://bit.ly/2VKuUjD
I will provide your targeted email list
touhidislam : I will provide your targeted email list for $5 on fiverr.com For only $5, touhidislam will provide your targeted email list. | 'Hello,Welcome to my gigsIm here to provide you 100% genuine, active and targeted email list (personal or business email).This email list increases your business traffic, | On Fiverr
https://www.fiverr.com/share/DmX25a
touhidislam : I will provide you active real estate cash buyers list for $5 on fiverr.com For only $5, touhidislam will provide you active real estate cash buyers list. | Welcome to my Real Estate Lead Generation ServiceThis is Touhid Islam (Real Estate Expert)Today Let's Find Your Cash Buyer!I will give you cash buyers leads | On Fiverr
touhidislam : I will do lead generation and market research for $5 on fiverr.com For only $5, touhidislam will do lead generation and market research. | I will do lead generation and market research.I'm a professional in Real estate lead generation, Market Research,web research,E-mail List, & virtual assistant=> => What will | On Fiverr
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Address
Hafizabad Talma Bazar, Panchagarh Sadar, Panchagarh
Panchagarh
5000
Panchagarh
my world favourite actor and respect to Wahaj ali Life is full of problem and unpredictable
Phanchagorh
Panchagarh, 5020
পৃথিবীর সবচেয়ে ভয়ানক স্বাদ মৃত্যু । তোমরা রবের অনুসারী হও। মৃত্যুর ডাক 😔
Panchagarh
Panchagarh
আমার প্রোফাইলে ঢোকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ
Sakowa, Boda, Panchagarh
Panchagarh
AGE:21 HIGHT:5.8 YT C: BAYJID YT -নিশ্চয়ই নারীদের ছলনা খুবই মারাত্মক সূরা ইউসুফ= আয়াত(২৮)