Abidul Islam
ব্লগিং এবং প্রযুক্তি সম্পর্কে জানতে ?
Tamim Iqbal ends international career as the leading run scorer for Bangladesh!
The training of the Bangladesh Police's aviation wing began on July 4, 2021, and will go until September 1, 2022. The first batch of Bangladesh Police pilots would be ready for full-swing operation of the aviation wing once the training is completed.
The Army Aviation School gave four assistant superintendents of police the opportunity to enroll in an aviation training course, and all four police trainees completed their solo flights satisfactorily.
"Bangladesh Police will gain further strength with the full swing operation of the aviation wing. The newly formed wing will play vital roles in communication, different drives, and rescue operations in remote areas," Inspector General of Police Benazir Ahmed said while celebrating the successful take-offs, at the Police Headquarters in the capital on Monday.
"The experience is beyond words. Relief, confidence, joy and commitment – an extraordinary mix of all these emotions," she added. "However, it is just a start, a long way ahead to go," said Fatema.
Source: https://www.tbsnews.net/bangladesh/4-asps-joining-police-aviation-wing-pilots-388614?fbclid=IwAR0Muvp-1btbc74BJJGqKw6ehlfzQEIDDOzRE0nKN8oq0KoeS5UDM-4IhB4
শিক্ষাপ্রযুক্তির উন্নয়নে ৪৫ কোটি টাকা বৈশ্বিক বিনিয়োগ পেল বাংলাদেশের Shikho
বাংলাদেশের জাতীয় পাঠ্যক্রম শিক্ষাকে অনলাইনে সহজলভ্য ও সাশ্রয়ী করে তুলতে কাজ করছে বাংলাদেশভিত্তিক শিক্ষাপ্রযুক্তি (এডটেক) স্টার্টআপ ‘শিখো’।
শিক্ষাপ্রযুক্তির উন্নয়নে সম্প্রতি আরও ৪০ লাখ মার্কিন ডলার ফাইন্যান্সিংয়ের মাধ্যমে দ্বিতীয় সিড রাউন্ড শেষ হওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। গত বছরের আগস্ট মাসে প্রথম সিড রাউন্ডে স্টার্টআপটি ১ দশমিক ৩ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ পায় এবং দুটি রাউন্ড মিলিয়ে শিখো সর্বমোট ৫ দশমিক ৩ মিলিয়ন মার্কিন ডলার (৪৫ কোটি টাকা) বৈশ্বিক বিনিয়োগ পেয়েছে, যা এখন পর্যন্ত বাংলাদেশি একটি স্টার্টআপের সর্ববৃহৎ সিড রাউন্ড।
এ রাউন্ডে বিনিয়োগ করেছে সিঙ্গাপুরভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান ওয়েভমেকার পার্টনার্স এবং অংশগ্রহণ করেছে আরও ৭টি বৈশ্বিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান। বিগত বছরের বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে পুনর্বিনিয়োগ করেছে লার্ন ক্যাপিটাল, অ্যাঙ্করলেস বাংলাদেশ ও ভাইব ক্যাপিটাল। এ ছাড়া প্রতিষ্ঠানটিতে নতুন বিনিয়োগকারী হিসেবে যুক্ত হয়েছে ডিএসজি কনজ্যুমার পার্টনার্স, ব্ল্যাক কাইট ক্যাপিটাল, রেশিও ভেঞ্চারস ও ডিমান্ড কার্ভের প্রতিষ্ঠাতা জুলিয়ান শাপিরো।
২০২০ সালের নভেম্বর মাসে শিখোর যাত্রা শুরু হয় তাদের মোবাইল লার্নিং অ্যাপ দিয়ে। বর্তমানে বাংলাদেশের ৬৪টি জেলায় ৩ লাখ ৫০ হাজারেরও বেশি শিক্ষার্থী অ্যাপটিতে প্রতিদিন গড়ে ৬৮ মিনিট করে ব্যয় করে থাকে।
শিখোতে রয়েছে বাংলাদেশের জাতীয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত এসএসসি, এইচএসসি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সিলেবাসের সব একাডেমিক কোর্স। শিক্ষার্থীদের জাতীয় বোর্ড পরীক্ষায় ভালো ফলে সহায়তা করে—এমন সাশ্রয়ী ডিজিটাল রিসোর্স, টুলসহ একাডেমিক কোর্স প্রদান করার পাশাপাশি পেশাগত ও ভাষাশিক্ষা সহজতর করতে প্রতিষ্ঠানটি নিয়োজিত। নতুন এ বিনিয়োগ দিয়ে প্রতিষ্ঠানটি এখন ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণিসহ ভকেশনাল ও ভাষাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আরও বিস্তৃত ও মানসম্মত কোর্স নিয়ে আসার পরিকল্পনা করছে। এ ছাড়া, শিখো ইতিমধ্যে অধিগ্রহণ করা জনপ্রিয় বাংলাদেশি প্রফেশনাল কোর্সের প্ল্যাটফর্ম বহুব্রীহিকে আরও উন্নত ফিচারসহ নতুন রূপে নিয়ে আসবে।
শিখোর সহপ্রতিষ্ঠাতা শাহীর চৌধুরী (সিইও) এবং জিশান জাকারিয়া (সিওও) তাঁদের এক দশকের আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাতীয় পাঠ্যক্রমকে একবিংশ শতকের উপযোগী করে তুলতে কাজ করছেন। শাহীর চৌধুরী বলেন, ‘শিখো এমন একটি প্রতিষ্ঠান, যার উদ্দেশ্য হলো সবচেয়ে ভালো মানের লার্নিং কনটেন্ট সবার জন্য সহজলভ্য করা আর আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে সমগ্র বাংলাদেশের শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়াকে বদলে দেওয়া। ভিজ্যুয়াল লার্নিংয়ের জন্য অ্যানিমেটেড ভিডিও কনটেন্টের পথিকৃৎ হিসেবে এবং বাংলাদেশের প্রথম ও একমাত্র পার্সোনালাইজড আর ডেটানির্ভর লার্নিং অ্যাপ চালু করতে পেরে আমরা গর্বিত।’
নতুন বিনিয়োগের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে শাহীর চৌধুরী বলেন, ‘২০২১ সালের আগস্টের পর থেকে আমাদের ৬০ জনের দল চারটি আলাদা জায়গায় ছড়িয়ে এখন ৩০০ জনেরও বেশি সদস্যের টিমে পরিণত হয়েছে এবং কয়েকটা ডিপার্টমেন্টকে আরও শক্তিশালী করার জন্য কাজ করছি। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যতে বিশ্বাস রাখা বিশ্বের প্রতিষ্ঠিত ও অভিজ্ঞ বিনিয়োগকারীদের সমর্থন পাওয়াটা আসলেই আনন্দের। ২০২২ সালের জন্য আমাদের আরও বড় মাপের কিছু পরিকল্পনা রয়েছে এবং আমাদের সব স্ট্র্যাটেজিক পার্টনারকে সঙ্গে নিয়ে সে লক্ষ্য অর্জনে আমরা আশাবাদী।’
একটি ‘টিচার্স একাডেমি’ তৈরির পরিকল্পনা রয়েছে শিখোর প্রতিষ্ঠাতাদের, যার মাধ্যমে অভিজ্ঞ শিক্ষক নিয়োগ এবং তাঁদের আরও প্রশিক্ষিত করে তোলা হবে, যাতে তাঁরা শিখো প্ল্যাটফর্মে শিক্ষার্থীদের দিকনির্দেশনা ও ফিডব্যাক দিতে পারেন। একজন শিক্ষার্থীর শিক্ষাযাত্রায় পরিপূর্ণতা অর্জনের লক্ষ্যে শিখো প্রতিনিয়ত গড়ে তুলছে কার্যকর লার্নিং ম্যাটেরিয়াল, যা সৃজনশীল, প্রায়োগিক ও যুগোপযোগী।
বিনিয়োগ সম্পর্কে ওয়েভমেকার পার্টনারসের ম্যানেজিং পার্টনার পল সান্তস বলেন, বাংলাদেশের প্রত্যেক শিক্ষার্থীর কাছে এখনো রিমোট লার্নিং টুল এবং মানসম্মত শিক্ষা গ্রহণের মাধ্যম সহজলভ্য নয়। অনেকেই মনে করে থাকে যে ভালো ফল করতে শুধু ব্যয়বহুল প্রাইভেট বা কোচিং করা আবশ্যক। কিন্তু শিখো অ্যাপের মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীই দেশের স্বনামধন্য শিক্ষকদের কাছ থেকে নিতে পারে মানসম্মত শিক্ষা—কম খরচে, ঘরে বসে, মুঠোফোনে বা কম্পিউটারেই। বাংলাদেশের সব শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করার শিখোর এই নিরলস প্রয়াসে তাঁরা অনুপ্রাণিত। শিখোর অগ্রগতির মাধ্যমে বাংলাদেশের শিক্ষাব্যবস্থার একটি ইতিবাচক ভবিষ্যৎ নিয়ে আশাবাদী তাঁরা।
এই রাউন্ডের বিনিয়োগ পাওয়ার আগে শিখো লার্নস্টার্ট ও অ্যাঞ্জেল ইনভেস্টরদের কাছ থেকে প্রি-সিড ফান্ড হিসেবে ২ লাখ ৭৫ হাজার মার্কিন ডলার বিনিয়োগ পায়। অ্যাঞ্জেল ইনভেস্টরদের মধ্যে ছিলেন ফুডপান্ডা বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর জুবায়ের সিদ্দিকী ও আম্বারিন রেজা এবং সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক আদিবা খান।
source: Prothom Alo
রসগ্রাম: ইনস্টাগ্রামের বিকল্প আনছে রাশিয়া, যার নাম হবে রসগ্রাম!
সম্প্রতি রসগ্রাম ছাড়াও আরও বেশ কিছু লোকাল অ্যাপ্লিকেশন তৈরি করছে রাশিয়া।
ইনস্টাগ্রামের বিকল্প হিসেবে নতুন একটি ছবি-শেয়ারিং অ্যাপ চালু হতে চলেছে রাশিয়ায়। ১৪ মার্চ দেশটিতে ইনস্টাগ্রাম নিষিদ্ধ হওয়ার পর, রুশদের ব্যবহারের জন্য 'রসগ্রাম' নামের ওই অ্যাপ চালুর সিদ্ধান্ত নেওয়া হয় বলে উল্লেখ করা হয়েছে বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে।
রুশবিরোধী প্রপাগান্ডা ছড়ানোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় মেটার মালিকানাধীন ফেসবুক ও হোয়াটসঅ্যাপের ব্যবহার আগেই দেশটিতে বন্ধ করেছে রাশিয়া। এরপর গত সপ্তাহে ইনস্টাগ্রামও বন্ধ করে দেওয়া হয় সেখানে।
আর এখন জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর শূন্যতা পূরণ করতে, রাশিয়ার প্রযুক্তিবিদরা এগুলোর বিকল্প খুঁজতে শুরু করছেন।
জানা গেছে, আগামী ২৮ মার্চ থেকে চালু হতে যাচ্ছে নতুন অ্যাপ্লিকেশন রসগ্রাম। এতে ক্রাউডফান্ডিংয়ের মতো ফাংশন যুক্ত করা হবে।
রুশ উদ্যোক্তা আলেকজান্ডার জবভ বলেন, "আমার অংশীদার কিরিল ফিলিমোনভ এবং আমাদের ডেভেলপার গ্রুপ ইতোমধ্যেই এর জন্য প্রস্তুত ছিল এবং দেশবাসীর জন্য জনপ্রিয় একটি সামাজিক নেটওয়ার্কের রুশ অ্যানালগ তৈরির সুযোগটি হাতছাড়া না করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।"
ইউক্রেন সংকটে ফেসবুকের ভূমিকায় মেটাকে 'চরমপন্থী সংগঠন' হিসেবে চিহ্নিত করেছে রাশিয়া। এর পাশাপাশি কোম্পানিটির বিরুদ্ধে ফৌজদারি তদন্তেরও উদ্যোগ নিয়েছে।
সাম্প্রতিক সময়ে রসগ্রাম ছাড়াও বেশ কিছু লোকাল অ্যাপ্লিকেশন তৈরি করছে রাশিয়া। উদাহরণ হিসেবে 'ইয়াপি'র কথা বলা যেতে পারে, যা টিকটকের প্রতিদ্বন্দ্বী।
আলেকজান্ডার জবভের ভাষ্যমতে, রসগ্রামের কালার স্কিম এবং বিন্যাস ইনস্টাগ্রামের মতোই হবে। আশা করা হচ্ছে, ভিডিও, ছবি শেয়ারিং বা মেসেজ পাঠানোসহ ইনস্টাগ্রামের ফিচারগুলো রসগ্রামেও থাকবে।
সূত্র: জিও নিউজ
10 Steps To Start A Business For Under $500 Starting a business can .It can be hard to know where to start. That’s why we’ve put together this list of 10 ways to start a business for under $500.
সময় যে আর নেইতো বেশি
হতে হবে বাংলাদেশী
তাই তোমাকে বলি,
দেশকে এসো ভালোবাসি
বাংলাভাষায় কাঁদি-হাসি
স্বপ্ন দেখে চলি
How To Control Your Negative Thoughts Controlling the negative thoughts in your head is important for developing a winning mindset. There is a variety of ways that you simply can control n
Mark Zuckerberg Lost $24 Billion Overnight, As Meta's Stock Dipped 23 Percent.
গুগল ক্রোম এর সেরা টিপস এন্ড ট্রিকস – উইন্ডোজ ও ম্যাক কম্পিউটারের জন্য
ব্রাউজার এর কথা আসলে নিঃসন্দেহে গুগল ক্রোম বিজয়ী হবে। একটি আদর্শ ব্রাউজার হতে হলে যে কয়টি গুণ প্রয়োজন, তার প্রত্যেকটি গুগল ক্রোমের রয়েছে। সময়ের সাথে সাথে গুগল ক্রোমে যুক্ত হয়েছে এক্সটেনশনস, থিমস, ইত্যাদি বাড়তি ফিচার। গুগল ক্রোম এতোটাই শক্তিশালী ব্র্যান্ড যে সম্পূর্ণ একটি অপারেটিং সিস্টেম তৈরী করা হয়েছে এটিকে কেন্দ্র করে, “ক্রোম ওএস” যার নাম। ক্রোম ব্রাউজার সম্পর্কে যথেষ্ট ধারণা না থাকার কারণে অনেকের কাছে এই ব্রাউজারের ব্যবহার সীমিত।
এই পোস্টে জানবেন উইন্ডোজ ও ম্যাক কম্পিউটারের জন্য গুগল ক্রোম ব্রাউজারের কিছু টিপস এন্ড ট্রিকস যা আপনার ক্রোম ব্রাউজার ব্যবহারের অভিজ্ঞতা বদলে দিবে।
অমনিবক্স
ক্রোম ব্রাউজারের টপে থাকা বক্সটিকে শুধুমাত্র এড্রেস টাইপ করার স্পেস ভেবে ভুল করবেন না। এই স্পেসকে বলা হয় অমনিবক্স, যা এড্রেস টাইপ করার পাশাপাশি গুগল সার্চ থেকে শুরু করে টাইমার সেট করার ক্ষেত্রে পর্যন্ত ব্যবহার সম্ভব। যেমনঃ Calculator লিখে সার্চ করলে সার্চ রেজাল্টে আস্ত একটা ক্যালকুলেটর পেয়ে যাবেন। আবার ধরুন লিখলেন “Set a timer for 20 minutes,” সেক্ষেত্রে ২০মিনিটের জন্য টাইমার সেট হয়ে যাবে।
এক মুদ্রা থেকে অন্য মুদ্রায় কারেন্সি কনভার্ট এর হিসাব মাথায় গোল পাকিয়ে যাচ্ছে? চিন্তার কারণ নেই, সরাসরি ক্রোম থেকে গুগল সার্চের সাহায্যে এসব সমস্যার সমাধান সম্ভব। ধরুন ১০০ মার্কিন ডলারের বিনিময়ে বর্তমানে কত টাকা রেট চলছে তা জানতে চান, টাইপ করুন “100 dollar to taka” ও এন্টার প্রেস করা ছাড়াই টাকার অংকটা দেখতে পাবেন।
শুধুমাত্র টাকা নয়, বিভিন্ন গাণিতিক হিসাব ও করা যাবে এই সার্চের মাধ্যমে। যেকোনো ইউনিট সরাসরি কনভার্ট করা যাবে এই সার্চ ফিচার ব্যবহার করে। সার্চ ইঞ্জিনের পাশাপাশি ক্রোম এর টপবার কে উল্লেখিত কাজে লাগিয়ে জীবন অনেকটা সহজ করে নিতে পারেন।
শর্টকাটসমূহ:
অ্যাকশন শর্টকাট -- উইন্ডোজ -- ম্যাক
নতুন উইন্ডো ওপেন করা Ctrl + n কমান্ড (⌘) + n
নতুন উইন্ডো খুলে সরাসরি প্রবেশ করা Ctrl + t কমান্ড (⌘) + t
বর্তমান ট্যাবে হোম পেজ ওপেন করা Alt + Home কমান্ড (⌘) + Shift + h
আগের পেজে ফিরে যাওয়া Alt + Left Arrow কমান্ড (⌘) + [
বর্তমান ট্যাব ক্লোজ করা Ctrl + w কমান্ড (⌘) + w
বর্তমান উইন্ডো ক্লোজ করা Ctrl + Shift + w কমান্ড (⌘) + Shift + w
বর্তমান উইন্ডো মিনিমাইজ করা Alt + Space, তারপর n কমান্ড (⌘) + m
পেজের টপে যাওয়া Home Shift + Space
ক্রোম থেকে এক্সিট করা Alt + f, তারপর x কমান্ড (⌘) + q
মিডিয়া ভিউয়ার
আপনি জানেন কি, ক্রোম ব্রাউজারকে মিডিয়া ভিউয়ার হিসেবেও ব্যবহার করা সম্ভব? কোনো ছবি, ভিডিও বা অডিও ওপেন করা যাবে ক্রোম ব্রাউজার ব্যবহার করে। যেকোনো ছবি দেখতে, ভিডিও প্লে করতে কিংবা অডিও শুনতে, উক্ত ফাইল ড্রাগ করে এনে ক্রোমে ছেড়ে দিন। ব্যাস! এবার থেকে একটি নতুন মিডিয়া ভিউয়ার অ্যাপ পেয়ে গেলেন।
ক্রোম রিস্টার্ট
কোনো কারণে ক্রোম রিস্টার্ট এর প্রয়োজন পড়ছে কিন্তু যেসব ট্যাব খোলা আছে সেসব হারাতে চান না, সেক্ষেত্রে ক্রোম এর টপবারে “Chrome://restart” টাইপ করে এন্টার করুন। এতে ক্রোম এর সকল উইন্ডো ও ট্যাবসমূহ ক্লোজ হবে ও পুনরায় ওপেন হবে।
কাস্টম সার্চ ইঞ্জিন
ক্রোম সার্চ অপশন ব্যবহার করে গুগল এর পাশাপাশি অন্য ওয়েবসাইট সার্চ করতে চান? ক্রোম এর কাস্টম সার্চ ইঞ্জিন ফিচারের কল্যাণে সে সুযোগ ও রয়েছে। কুইকলি ইউটিউবে সার্চ করা কিংবা জিমেইল থেকে প্রয়োজনীয় ইমেইল খুঁজে নেওয়ার ক্ষেত্রে এই ফিচার বেশ কাজে আসতে পারে।
একটি নতুন সার্চ ইঞ্জিন সেট করতে chrome://settings/searchEngines লিখে এন্টার করুন। এরপর Default Search Engines সেকশনের নিচে থাকা “Add” অপশনে ক্লিক করুন। উক্ত সার্চ ইঞ্জিনের নাম প্রদান করুন। এরপর উক্ত সার্চ ইঞ্জিনের জন্য একটি কিওয়ার্ড লিখুন যা সার্চ করতে কাজে আসবে। এরপর ওয়েবসাইটের ইউআরএল অর্থাৎ লিংক লিখে Save এ ক্লিক করুন।
সার্চ ইঞ্জিন সেটাপ করা হয়ে গেলে সেটাপ করা সার্চ ইঞ্জিন দ্বারা সার্চ করতে এড্রেস বারে প্রথমে কিওয়ার্ড লিখুন ও এরপর Tab কি চেপে সার্চ কোয়েরি লিখুন।
রিডিং লিস্ট
কোনো ইন্টারেস্টিং বিষয় খুঁজে পেয়েছেন কিন্তু পরে পড়ার জন্য সেভ করে রাখতে চান? কোনো ওয়েবপেজ পরে পড়ার জন্য ব্যবহার করতে পারেন রিডিং লিস্ট ফিচারটি। এই ফিচারটি গুগল একাউন্টের সাথে সিন্ক হয়, যার ফলে সকল ডিভাইসে সেভ করা আর্টিকেল রিডিং লিস্টে যুক্ত হয়।
কোনো ওয়েবপেজ রিডিং লিস্টে যোগ করতে এড্রেস বারের পাশে থাকা বুকমার্ক আইকনে (★) ক্লিক করুন ও “Add to reading list” অপশন সিলেক্ট করুন। বুকমার্ক বার এর ডানদিকের কর্নারে থাকা রিডিং লিস্ট আইকনে ক্লিক করে সেভ করা ওয়েবপেজ দেখা যাবে। রিড ও আনরিড, এই দুই ক্যাটাগরিতে সেভ করা পেজসমূহ সাজানো থাকে।
ট্যাব গ্রুপ
যারা এক্সট্রিম লেভেলের ব্রাউজিংয়ে অভ্যস্ত, তাদের জন্য একাধিক ট্যাব একটি ট্যাব গ্রুপে এড করার ফিচারটি বেশ কাজে আসতে পারে। ভিজিট করা ট্যাবসমূহ অরগানাইজড রাখলে চাইলে ট্যাব গ্রুপ ফিচারটি ব্যবহার করা উচিত। নতুন ট্যাব গ্রুপ তৈরি করতে যেকোনো ট্যাব এর উপর রাইট-ক্লিক করুন ও “Add tab to new group” অপশন সিলেক্ট করুন।
এরপর পপ-আপ মেন্যুর মাধ্যমে গ্রুপের নাম ও কালার দেওয়া, নতুন ট্যাব এড করা, গ্রুপ বিভক্ত করা, একই গ্রুপে সকল ট্যাব ক্লোজ করা ও সকল ট্যাব নতুন উইন্ডোতে ওপেন করার মত অ্যাকশন নেওয়া যাবে। এছাড়া ট্যাবসমূহ ড্রাগ করেও গ্রুপে থাকা ট্যাব রি-অ্যারেঞ্জ করা যাবে, নতুন ট্যাব এড করা যাবে বা পেজ রিমুভও করা যাবে। কোনো গ্রুপের মধ্যে থাকা ট্যাবে রাইট-ক্লিক করলে নতুন ট্যাব এড করা, ট্যাব রিমুভ করা বা নতুন বা অন্য গ্রুপে মুভ করার অপশন দেখতে পাবেন।
ট্যাবসমূহ গ্রুপে সর্ট করার পর গ্রুপের নামে ক্লিক করে ট্যাবসমূহ হাইড করা যাবে। এইভাবে বেশ সহজে ওপেন থাকা সকল ট্যাব খুঁজে পাওয়ার বিষয়টি সহজ হয়ে যায়।
ক্রোম টাস্ক ম্যানেজার
ক্রোম এর নাম রয়েছে অনেক র্যাম দখলের জন্য। তবে উইন্ডোজ টাস্ক ম্যানেজার এর মতো ক্রোমের ও আলাদা টাস্ক ম্যানেজার রয়েছে। এই টাস্ক ম্যানেজারে কোন ট্যাব ও প্রসেস অধিক র্যাম ও সিপিইউ দখল করে আপনার কম্পিউটার স্লো করে দিচ্ছে তা দেখতে পারবেন।
ক্রোম এর টাস্ক ম্যানেজার ওপেন করতে Shift কি ও Esc কি একসাথে প্রেস করুন।
এক্সপেরিমেন্টাল ফিচারস
ক্রোম এর লেটেস্ট ফিচারসমূহ মুক্তির আগেই ব্যবহার করতে চান? এক্সপেরিমেন্টাল ফিচারস ব্যবহার করতে পারেন। এই ফিচারসমূহ ব্যবহার করতে ক্রোম এর বেটা ভার্সন ডাউনলোড করতে হবে।
বেটা ভার্সন ডাউনলোড করার পরঃ
ক্রোম বেটা ওপেন করুন ও Experiments বাটনে ক্লিক করুন
ফিচারের নিচে থাকা ড্রপ ডাউন মেন্যুতে ক্লিক করে নিজের পছন্দের ফিচার নির্বাচন করুন
Enable এ ক্লিক করে যে ফিচার ট্রাই করতে চান তা চালু করুন
গুগল ক্রোম এর জন্য উল্লেখিত টিপস এন্ড ট্রিকস এর মধ্যে আপনার পছন্দের কোনটি? আমাদের জানান কমেন্ট সেকশনে।
ফেসবুক Messengerরের নতুন নিরাপত্তা সুবিধা
ফেসবুক মেসেঞ্জারে নতুন প্রাইভেসি ফিচার হিসেবে যুক্ত হয়েছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন। কী কাজে আসবে এই নতুন গোপনীয়তা বা নিরাপত্তামূলক সুবিধা? এন্ড-টু-এন্ড এনক্রিপশন আসলে কি বা কি কাজে লাগে, এই বিষয়ে কমবেশি সবার মনে প্রশ্ন রয়েছে। এই পোস্টে প্রথমে আমরা জানবো এন্ড-টু-এন্ড এনক্রিপশন সম্পর্কে, এরপর মেসেঞ্জারে এই ফিচার কিভাবে ব্যবহৃত হবে তা জানবো।
এন্ড-টু-এন্ড এনক্রিপশন কি?
মেসেঞ্জারের এন্ড-টু-এন্ড এনক্রিপশন সম্পর্কে জানার আগে এই ধারণার মূল বিষয় কি সেটা জানা জরুরি। এন্ড-টু-এন্ড এনক্রিপশন হলো মূলত ডাটা তে এপ্লাই করা এনক্রিপশন ব্যবস্থা, যা ডাটা এক ডিভাইস থেকে কাঙ্ক্ষিত অন্য ডিভাইসে পৌঁছানো পর্যন্ত এনক্রিপটেড থাকে। এই এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবস্থার মাধ্যমে পাঠানো তথ্য এতোটাই নিরাপদ যে ব্যবহৃত মাধ্যম নিজেই উক্ত ডাটা দেখতে পারেনা।
শুধুমাত্র যে ডিভাইস বা ডিভাইসসমূহের মধ্যে তথ্য আদান-প্রদান হচ্ছে, উক্ত ডিভাইস বা ডিভাইসসমূহ উক্ত ডাটা ডিক্রিপ্ট করার ক্ষমতা রাখে। আর্থিক আলাপ আলোচনা কিংবা ব্যবসার গুরুত্বপূর্ণ আলোচনার ক্ষেত্রে এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবস্থা সাধারণ টেক্সটিং ব্যবস্থা থেকে অনেক বেশি নিরাপত্তা প্রদান করে।
এনক্রিপটেড ডাটা অত্যন্ত নিরাপদ। যেখানে উক্ত ডাটা পাঠানোর মাধ্যমই তা দেখার ক্ষমতা রাখেনা, সুতরাং থার্ড পার্টির সুযোগ নেই উক্ত ডাটা হ্যাক বা চুরি করার। অর্থাৎ ডাটা বা তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবস্থা সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করে।
আবার এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবস্থার কিছু সাধারণ সমস্যা রয়েছে। যেমনঃ ডাটা এনক্রিপটেড হওয়ার কারণে ডাটা-নির্ভর সাজেশন পাওয়া সম্ভব হয়না। ডাটা আদান-প্রদানের মধ্যে থার্ড-পার্টি যদি যেকোনো একটি ডিভাইসের ফিজিক্যাল অ্যাকসেস পায়, তবে নিরাপত্তা ও গোপনীয়তা নষ্ট হয়ে যায়।
[★★] মোবাইল দিয়ে টাকা আয় করার উপায় জানতে এখানে ক্লিক করুন
মেসেঞ্জার এন্ড-টু-এন্ড এনক্রিপশন
ফেসবুক মেসেঞ্জারের জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশন ফিচার ডিফল্টভাবে সম্পূর্ণরূপে ব্যবহার করতে অপেক্ষা করতে হতে পারে ২০২৩সাল পর্যন্ত। তবে সম্প্রতি মেসেঞ্জার এর প্যারেন্ট কোম্পানি, মেটা জানায় যে এন্ড-টু-এন্ড এনক্রিপটেড গ্রুপ চ্যাট ও কল ফিচার ইতিমধ্যে মেসেঞ্জারে যুক্ত হয়েছে। বর্তমানে এটি ঐচ্ছিক একটি সুবিধা।
পাশাপাশি আরো একটি সিকিউরিটি ফিচার যুক্ত হচ্ছে মেসেঞ্জারে যার মাধ্যমে মেসেঞ্জার এর ডিসঅ্যাপিয়ারিং মেসেজ বা ভ্যানিশ মোড চালু থাকা কেউ স্ক্রিনশট নিলে তার নোটিফিকেশন পাবেন উক্ত চ্যাটে থাকা ব্যাক্তিগণ।
অনেকটা স্ন্যাপচ্যাটে যেমন কেউ স্ক্রিনশট নিলে তা চ্যাটে নোটিফিকেশনের মাধ্যমে প্রদর্শিত হয়, মেসেঞ্জারেও ঠিক এমন একটি ফিচার যুক্ত হয়েছে ভ্যানিশ মোড এর চ্যাট এর জন্য। এছাড়াও এখন থেকে ভ্যানিশ মোড, অর্থাৎ এন্ড-টু-এন্ড এনক্রিপটেড চ্যাটে গিফ (GIF), স্টিকার ও রিয়েকশন ব্যবহার কর যাবে, যা আগে সম্ভব ছিলোনা।
মেসেঞ্জার এন্ড-টু-এন্ড এনক্রিপশন ফিচার ব্যবহার করার জন্য দুটি উপায় রয়েছে। প্রথমত আপনি মেসেঞ্জারের ভ্যানিশ মোড চালু করতে পারেন (মেসেঞ্জারের নিচ থেকে উপরের দিকে সোয়াইপ করে)। বিস্তারিত জানতে ক্লিক করুন।
দ্বিতীয়ত, আপনি মেসেঞ্জারের সিক্রেট কনভার্সেশন ফিচারের মাধ্যমেও এনক্রিপশন ফিচারটি ব্যবহার করতে পারবেন। সিক্রেট কনভার্সেশন চালু করতে কারও সাথে চ্যাট করার সময় মেসেঞ্জারের উপরের দিকে দেখানো তার নামের উপর ক্লিক করুন। পরের স্ক্রিনে অন্যান্য ফিচারের সাথে সিক্রেট কনভার্সেশন চালুর অপশন পাবেন।মেসেঞ্জারে ব্যক্তিগত কথাবার্তার আরো নিরাপত্তা ও গোপনীয়তা প্রদান করার লক্ষ্যে ২০২১ সালের আগস্ট মাসে এন্ড-টু-এন্ড এনক্রিপটেড গ্রুপ চ্যাট ও কল ফিচার ঘোষণা করা হয়। তবে অনেকে এই এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবস্থার ব্যক্তিগত ব্যবহারে খুশি নয়, কেননা অপরাধ তদন্ত করতে বাধা প্রদান করতে পারে এই এনক্রিপশন ব্যবস্থা।
ইতিমধ্যে মেটা’র অন্য অ্যাপ, হোয়াটসঅ্যাপে এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবহার হচ্ছে, আর তাই ফেসবুক মেসেঞ্জারের ক্ষেত্রে কোনোরকম আপোশ করতে রাজি নয় মেটা।
👉 এনক্রিপশন কী? এটা কী কাজে লাগে?
গতবছর ঘোষণা করলেও গ্রুপ কল ও চ্যাট এর জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবস্থা তখন থেকে কার্যকর হয়নি। মেটা জানায় যে, ইতিমধ্যে থাকা চ্যাটে এই ফিচারটি পরীক্ষা চালানো হবে। এছাড়াও এন্ড-টু-এন্ড এনক্রিপটেড চ্যাটের ডেলিভারি কন্ট্রোলস নিয়ে পরীক্ষা চালানো হবে বলে জানায়। অর্থাৎ ব্যবহারকারীগণ নিজের পছন্দমত কন্ট্রোলস নির্বাচন করতে পারবেন।
অবশেষে গ্লোবালি মেসেঞ্জারের সকল ব্যবহারকারীর জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশন চ্যাট ও কল ব্যবস্থা কার্যকর হবে। ব্যবহারকারীগণ নিজের ইচ্ছামত প্রাইভেট কনভার্সেশনের জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবহার করতে পারবেন।
ফেসবুক মেসেঞ্জারের নতুন নিরাপত্তা সুবিধা সম্পর্কে বিস্তারিত জানুন
আরেকটি নতুন ফিচার হলো মেসেঞ্জারের ডিসঅ্যাপিয়ারিং মোড এর স্ক্রিনশট নোটিফিকেশন। অর্থাৎ চ্যাটের কোনো স্ক্রিনশট নেওয়া হলে তার নোটিফিকেশন দেখানো হবে। এই ধরনের ইভেন্টের ক্ষেত্রে উক্ত চ্যাট ব্লক বা রিপোর্ট করার সুযোগ রয়েছে। মেটা জানিয়েছে আসন্ন কয়েক সপ্তাহের মত মেসেঞ্জারে এসব নতুন ফিচার যুক্ত হয়ে যাবে।
👉 ফেসবুক মেসেঞ্জার ব্যবহারের নিয়ম
আবার এন্ড-টু-এন্ড এনক্রিপটেড চ্যাটে এতোদিন অনেক ফিচার ছিলোনা, যেগুলো সাধারণ চ্যাটে ছিলো। এন্ড-টু-এন্ড এনক্রিপটেড চ্যাটের অনুপস্থিত উক্ত ফিচারসমূহ অবশেষে যুক্ত হতে চলেছে। এখন থেকে এন্ড-টু-এন্ড এনক্রিপটেড চ্যাটেও গিফ, স্টিকার, রিয়েকশন, নির্দিষ্ট মেসেজের রিপ্লাই, টাইপিং ইন্ডিকেটর ইত্যাদি ফিচার ব্যবহার করা যাবে। অর্থাৎ সাধারণ চ্যাট ও এন্ড-টু-এন্ড এনক্রিপটেড চ্যাটের মধ্যে ফিচারের দিক দিয়ে কোনো বৈষম্য আর থাকছেনা।
Meta জানিয়েছে মোবাইল ও ওয়েব সহ সকল ব্যবহারকারীর জন্য উল্লেখিত ফিচারগুলো মেসেঞ্জারে যুক্ত হবে। এই ফিচার যুক্ত হওয়ার প্রক্রিয়া চলমান, সুতরাং সকল ব্যবহারকারী একই সাথে সকল নতুন ফিচার মেসেঞ্জারে দেখতে পাবেন না। নতুন ফিচারসমূহ সকল ব্যবহারকারীর কাছে পৌছাতে কিছুদিন অপেক্ষা করতে হবে।
Apple র ios 15.4 Beta আপডেট এসেছে। এখন থেকে মাস্ক পড়া অবস্থায় ফেস আইডি ব্যবহার করা যাবে। নতুন এই আপডেটে চশমা ও যোগ করা যাবে।
এর ফলে একসাথে মাস্ক ও চশমা ব্যবহার করা অবস্থায় ফেস আইডি ব্যবহার করা যাবে
অ্যাপ ছাড়াই Windowsছবির আকার পরিবর্তন
আকার পরিবর্তন করে একই ছবি বিভিন্ন জায়গায় ব্যবহার করেন অনেকেই। এ জন্য প্রয়োজন হয় ছবি সম্পাদনার সফটওয়্যার। তবে কম্পিউটারে ছবি সম্পাদনার সফটওয়্যার না থাকলেও চিন্তা নেই। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ইমেজ ভিউয়ার কাজে লাগিয়ে একই ছবি বিভিন্ন আকারে সংরক্ষণ করা যায়।
আকার পরিবর্তনের জন্য প্রথমেই নির্দিস্ট ছবি খুলে ডান দিকের ওপরে মেন্যুবারে থাকা তিনটি ডটমেন্যুতে ক্লিক করতে হবে। এবার Resize অপশনে ক্লিক করলেই ছবির আকার কেমন হবে তা জানতে বেশ কয়েকটি অপশন দেখা যাবে। নির্বাচিত অপশনগুলো পছন্দ না হলে ‘Define custom dimensions’ বাটনে ক্লিক করে ছবির আকার কেমন হবে তা লেখা যাবে। এবার কোন ফোল্ডারে ছবিটি সংরক্ষণ করতে চান, তা নির্দিষ্ট করে Save বাটন চাপতে হবে।
ফ্রিল্যান্সাররা যেভাবে প্রণোদনা পাবেন
ফ্রিল্যান্সাররা তাঁদের অর্জিত বিদেশি আয় নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে দেশে আনলে এর বিপরীতে ৪ শতাংশ নগদ সহায়তা পাবেন। এ জন্য সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ ৫৫টি অনলাইন প্ল্যাটফর্মকে স্বীকৃতি দিয়েছে।
এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে নির্ধারিত প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে ফ্রিল্যান্সারদের আয় এলে তার বিপরীতে ৪ শতাংশ নগদ সহায়তা প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে।
যেসব অনলাইন মার্কেটপ্লেস প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়া হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো আপওয়ার্ক, ফাইভার, ফ্রিল্যান্সার, গুড়ু, পিপল পার আওয়ার, টপটাল, ফ্লেক্সজব, ৯৯ডিজাইন, সিম্পলি হায়ার্ড, ফ্রি আপ, প্লে স্টোর, অ্যাপ স্টোর, ইউটিউব মনিটাইজেশন, ফেসবুক মনিটাইজেশন, গুগল অ্যাডসেন্স, ওয়ালমার্ট এফিলিয়েট, আমাজন অ্যাসোসিয়েটস, অ্যাডব স্টোক।
এত দিন কাজের বিপরীতে কোন কোন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আয় এলে ভর্তুকি দেওয়া হবে, তা নির্দিষ্ট ছিল না। প্রজ্ঞাপন জারির ফলে বৈধ পথে আয় আসা বাড়বে বলে আশা করা হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, সফটওয়্যার ও প্রযুক্তিসম্পর্কিত (আইটিইএস) সেবা রপ্তানির বিপরীতে মিলবে নগদ এ সহায়তা। তবে নগদ সহায়তা পেতে হলে সংশ্লিষ্ট অনলাইন মার্কেটপ্লেসকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ কর্তৃক স্বীকৃত হতে হবে।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ ১৬ জানুয়ারি প্রাথমিকভাবে ৫৫টি স্বীকৃত মার্কেটপ্লেসের তালিকা চূড়ান্ত করেছে। সে তালিকা গতকাল রোববার বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন আকারে জারি করেছে।
সংশ্লিষ্টরা বলছেন, খোলাবাজারে ডলারের দাম বেশি হওয়ায় অনেকে অবৈধপথে এই অর্থ আনেন। নগদ সহায়তার কারণে সেই প্রবণতা কমবে।
50 Years Of .
শহীদ বুদ্ধিজীবী দিবসে প্রাণ হারানো সকল মেধাবী ও গুণী মানুষদেরকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা। তাঁদের অপূরণীয় এই ত্যাগ আমাদের জন্য হোক এগিয়ে যাওয়ার প্রেরণা। আর এভাবেই দেশ ও জাতি পাবে উন্নত একটি ভবিষ্যত।
Look deep into nature, and then you will understand everything better.
- Albert Einstein
👉 হ্যাকারদের নিয়ন্ত্রণে হারুনের ব্রেইন! মাথায় ‘নিউরো চিপ’ শনাক্ত 😮
🤜 কক্সবাজারের কুতুবদিয়ায় হারুনুর রশিদ (৩২) নামের এক যুবকের ব্রেইন হ্যাক করার অভিযোগ উঠেছে। হারুন নিজেই পুলিশের কাছে তার ব্রেইন হ্যাক করার কথা জানিয়েছেন। এ ব্যাপারে তিনি দুজনকে অভিযুক্ত করে থানায় জিডি করেছেন। সাইবার ট্রাইব্যুনালে একটি মামলাও করেছেন।
মামলার তদন্ত করছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। হারুনের অভিযোগ, হ্যাকাররা তার ব্যাংক হিসাব ক্লোন করে বিপুল পরিমাণ অর্থও হাতিয়ে নিয়েছে। এখন তার ওপর রাত-দিন সাইবার টর্চার চলছে। এ নিয়ে বাড়াবাড়ি করলে ‘মস্তিষ্ক থেকে সব স্মৃতি মুছে ফেলা’র হুমকি দেওয়া হয়েছে।
হারুন উপজেলার আলি আকবার ডেইল ইউনিয়নের সিকদারপাড়ার বাসিন্দা এবং ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি যুগান্তরকে জানান, বছর তিনেক আগে শ্বশুরবাড়িতে ঘুমানো অবস্থায় তার শ্যালিকার সহযোগিতায় হ্যাকার চক্রটি ইনজেকশন পুশ করে তাকে অচেতন করে। এরপর তার মাথায় একটি ছোট ইলেকট্রিক যন্ত্র (কম্পিউটার ডিভাইস) বা নিউরো চিপ স্থাপন করে। এর আগে তাকে চায়ের সঙ্গে মিশিয়ে কিছু একটা খাওয়ায় তার শ্যালিকা আসমা উল হোসনা।
এরপর আনুমানিক ৪-৫ ঘণ্টা অচেতন অবস্থায় চলে যান তিনি। জাগার পর খেয়াল করেন মাথায় হাল্কা চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। মাথায় হাত দিয়ে হালকা রক্তপিণ্ডের মতো কিছু একটার অস্তিত্ব পান। এরপরই তিনি শ্যালিকা আসমাউল হোসনাকে মাথায় কি হয়েছে দেখতে বলেন। তখন শ্যালিকা নির্বিকার চিত্তে জবাব দেন, কোনো পোকার কামড়ে বা কোনো কারণে হয়তো একটুখানি রক্তের মতো দেখা যাচ্ছে।
হারুন বলেন, ‘এ ঘটনার পরদিন আমি একজন খুব পরিচিত কণ্ঠের গায়েবি আওয়াজ শুনতে পাই। সেখানে আমাকে গালাগাল করা হচ্ছিল। ইতোমধ্যেই আমার ফেসবুক এলোমেলো হয়ে যায়। ব্যবহৃত আইফোনে স্বয়ংক্রিয়ভাবে পাবজিসহ ৫টি গেমস ডাউনলোড হয়ে যায়। কয়েক দফায় আমার ব্যাংক হিসাব থেকে বিপুল পরিমাণ অর্থ গায়েব হয়ে যায়। এরপর ক্রমাগত মানসিকভাবে ভেঙে পড়ি। একান্ত আপনজনদের কেউই আমার এসব ভূতুড়ে বিষয় বিশ্বাস করা তো দূরের কথা হাসিঠাট্টার রসদ বানাতে থাকে আমাকে।’
তিনি বলেন, ‘পরে পরিচিত একজন আইটি বিশেষজ্ঞকে আমার আইফোনের বিচিত্র আচরণ ও ফেসবুকের ওপর আমার নিয়ন্ত্রণহীনতার বিষয়টি শেয়ার করলে তার পরামর্শ অনুযায়ী Apple, google এবং ফেসবুক কর্তৃপক্ষের কাছে বিষয়টি উল্লেখ করে বার্তা পাঠাই। একপর্যায়ে নিশ্চিত হই Apple ID হ্যাক করে আমার Phone এর আইটিউনসহ সবকিছু নিয়ন্ত্রণ করছে হ্যাকাররা।’
সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে আনা Low Frequency Micro-chip শনাক্তকারী উবারপব দ্বারা হারুনের মাথায় নিউরো চিপের অস্তিত্ব পাওয়া গেছে। এরপর বিদেশি একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী একাধিকবার চেষ্টার পর এমআরআই করে হারুনের মাথায় নিউরো চিপ ধরা পড়ে। তবে ভিকটিম হারুন এতদিন মনে করতেন তার শরীরের কোনো ধরনের কম্পিউটার ডিভাইস ইমপ্ল্যান্ট না করে তার ব্রেইন কন্ট্রোল করছে হ্যাকাররা।
দেখা গেছে, হারুন কোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন হাতে নিলে তার শরীর হাল্কা কেঁপে ওঠে। তার হাতের স্পর্শের পরপরই ফোনে স্বয়ংক্রিয়ভাবে পাবজি গেমসসহ ৪ থেকে ৫টি ক্ষতিকর গেমস ডাউনলোড হয়ে যায়। হারুনের হাত দিয়ে স্পর্শ করা স্মার্টফোনটি মুহূর্তেই স্বয়ংক্রিয়ভাবে দ্বিতীয় কোনো ব্যক্তির বা ডিভাইসের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। এতে ফোনে থাকা যাবতীয় ডকুমেন্ট ও তথ্য সহজে হ্যাকাররা পেয়ে যাচ্ছে।
হারুনের দাবি, কুতুবদিয়া উপজেলার বাসিন্দা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া আতিকুর রহমান নামের একজন শিক্ষার্থী তার (হারুন) শ্যালিকা আসমাউল হোসনার সহযোগিতায় নিউরো চিপ স্থাপন করে তার ব্রেইন হ্যাক করেছে। এবং তার ব্যাংক অ্যাকাউন্ট ক্লোন করে প্রায় ২০ লাখের বেশি টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছে।
হারুণের ভাষ্য, বিদেশি একটি ‘ব্রেইন হ্যাকার’ চক্র বাংলাদেশে রয়েছে। তাদের সঙ্গে হাত মিলিয়েছে দেশি কিছু হ্যাকার। তারা ইসরাইল ও আমেরিকা থেকে আনা (ক্ষুদ্র কম্পিউটার ডিভাইস) চিপ টার্গেট করা ব্যক্তিদের শরীরে স্থাপন করে এবং যাবতীয় তথ্য হাতিয়ে নেওয়ার পাশাপাশি অর্থও লুটে নিচ্ছে। আতিকুর রহমান সে দলের একজন। আতিকের মাথায়ও নিউরো চিপ রয়েছে। সে হ্যাকারদের সঙ্গে ব্রেইন টু ব্রেইন কথা বলতে সক্ষম। তাদের (হ্যাকার চক্র) মধ্যে নিয়মিত কথা হয়।
হারুন জানান, সম্প্রতি তাকে এ বিষয়ে বাড়াবাড়ি না করে অপারেশন করে মাথা থেকে নিউরো চিপ ফেলে দেওয়ার প্রস্তাব দিয়েছে হ্যাকার আতিকুর রহমান। তা না হলে তার (হারুন) মস্তিষ্ক থেকে সবকিছু মুছে ফেলে পঙ্গু করার হুমকি দিয়েছে।
তবে আতিকুর রহমান এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট হলেও এত এক্সপার্ট নই। তাছাড়া কোনো হ্যাকার চক্রের সঙ্গে আমার সম্পর্ক নেই।’
হারুন আরও জানান, থানায় জিডির পাশাপাশি ঢাকায় সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন তিনি। প্রথমে ভুয়া ও হাস্যকর উল্লেখ করে মামলাটি নিতে চায়নি ট্রাইব্যুনাল। পরে তার (হারুন) কথা শোনার পর মামলাটি গ্রহণ করে পুলিশের ঢাকার গোয়েন্দা বিভাগকে (ডিবি) তদন্তের ভার দেওয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. শামীম যুগান্তরকে বলেন, বাদীর ফোনটি ফরেনসিক রিপোর্টের জন্য পাঠানোর আগ মুহূর্তে লস্ট মুডে চলে যায়। বিবাদীর একটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট জব্দ করা হয়েছিল। সেটিতে তেমন কিছু পাওয়া যায়নি। এ কারণে মামলাটি নিয়ে সামনে অগ্রসর হওয়া যায়নি। তবে ভিকটিমের মাথায় যেহেতু এখন চিপের অস্তিত্ব পাওয়া গেছে; তাই ভিকটিম চাইলে মামলাটি আবার পুনরুজ্জীবিত করতে পারেন।
সম্প্রতি এ প্রতিবেদক ভিকটিম হারুনকে নিয়ে কক্সবাজার সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ফয়সাল আহমেদ দেখা করেন। সেখানে বিষয়টি নিয়ে সবিস্তার আলোচনা হয়। হারুনের কাছে সবকিছু শোনার পর তিনি (পুলিশ সুপার) বলেন, আমি সিআইডির ক্রাইম বিভাগে দীর্ঘদিন ধরে কাজ করেছি। ইতঃপূর্বে বাংলাদেশে এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাই এ বিষয়ে কাজ করা বেশ কঠিন এবং চ্যালেঞ্জিং। তিনি বলেন, সিআইডি ক্রাইম বিভাগের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করে বিষয়টি উদ্ঘাটনের চেষ্টা করা হবে। এ সময় তিনি মামলাটি পুনরুজ্জীবিত করার পরামর্শ দেন।
যেভাবে মানব মস্তিষ্কে হানা দেয় হ্যাকাররা : মানুষের মস্তিষ্ক হ্যাক করে গোপন তথ্য চুরি করা যে সম্ভব, তার প্রমাণ আগেই দিয়েছেন ইউনিভার্সিটি অব অক্সফোর্ড এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানীরা। তারা ২০১২ সালের শুরুর দিকে স্বল্পমূল্যের ইমোটিভ ব্রেইন কম্পিউটার ইন্টারফেস বা ইমোটিভ বিসিআই ব্যবহার করে মানুষের ব্রেইন হ্যাক করতে সক্ষম হন। গবেষণায় সহযোগিতা করা স্বেচ্ছাসেবকদের কয়েকজনকে ইমোটিভ বিসিআই হেডসেট পরিয়ে কম্পিউটারের সামনে বসিয়ে দেন বিজ্ঞানীরা। এরপর মস্তিষ্কের পি-৩০০ সিগন্যাল অনুসরণ করে সংগ্রহ করেন স্বেচ্ছাসেবকদের ব্যক্তিগত বিভিন্ন গোপন তথ্য।
ইমোটিভ বিসিআই ব্যবহার করে স্বেচ্ছাসেবকদের মস্তিষ্ক থেকে সংগ্রহ করা ডেটা থেকে খুব সহজেই তাদের ঠিকানা, ব্যাংক অ্যাকাউন্ট এবং কার্ড পিন নম্বর খুঁজে বের করতে সক্ষম হন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা তখন আশঙ্কা করছিলেন, এ প্রযুক্তি ব্যবহার করে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর হ্যাকিং চালাতে পারে নানা অশুভ শক্তি।
২০১৩ সালের পর থেকে ব্রেইন হ্যাকিংয়ের অভিযোগে আমেরিকার বিভিন্ন আদালতে একাধিক মামলা হয়েছে। এসব মামলার নথিপত্র পাওয়া গেলেও সর্বশেষ ফল কি হয়েছে তা জানা যায়নি।
মানুষের স্নায়ু-সংকেত নজরদারি ও নিয়ন্ত্রণ করার বিষয়টি আয়ত্তে আসায় মস্তিষ্ক হ্যাক হওয়ার ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের বরাতে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট মাদারবোর্ডের এক প্রতিবেদনে জানানো হয়, সময় দ্রুত চলে যাচ্ছে। তাই দ্রুত নিরাপত্তা অবকাঠামো তৈরি করা প্রযোজন; যাতে আমাদের মস্তিষ্ককে আমাদের বিরুদ্ধে কেউ কাজে লাগাতে না পারে।
ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক প্রকৌশলী হাওয়ার্ড চিজেক বলেন, ‘খুব কম সময় আছে। আমরা যদি দ্রুত ব্যবস্থা নিতে না পারি, তাহলে দেরি হয়ে যাবে।’
এ প্রসঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ শামশুল ইসলাম খান বলেন, ‘ব্রেইন হ্যাকের বিষয়টি অবিশ্বাস্য এবং হলিউড-বলিউডের মুভির কোনো গল্পের মতোই মনে হচ্ছে।’ ক্যালিফোর্নিয়া ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের গবেষণা এবং এ সংক্রান্ত আমেরিকার একাধিক মামলার বিষয় সম্পর্কে দৃষ্টিপাত করা হলে তিনি বলেন, ‘এ সম্পর্কে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।’
Source: Jugantor
আপাতত বাংলাদেশে অফিস চালুর পরিকল্পনা নেই Google
বাংলাদেশে কান্ট্রি অফিস খোলার ব্যাপারে এখনও কোনো পরিকল্পনা গুগলের নেই। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন তানভীর রহমান নামে এক ব্যক্তি। একটি অনলাইন পত্রিকার সংবাদে তাকে গুগলের কান্ট্রি ডিরেক্টর হিসেবে উল্লেখ করা হয়।
তিনি মূলত গুগলের ক্লাউড এবং এআই ইউনিটগুলির মধ্যে একটির নেতৃত্ব দিতে যাচ্ছেন। কান্ট্রি অফিস নয়।
ভাইরাল হওয়া বাংলাদেশি ফ্রিল্যান্স-কোডার তানভীর রহমান এর আগে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল, মাইক্রোসফট এবং গুগলের জন্য কাজ করেছেন বলে ঢাকা ট্রিবিউনকে জানান। তিনি বলেন, “আশা করছি গুগলের সিইও সুন্দার পিচাই শিগগিরই আমার নতুন বস হবেন। সম্ভবত শিগগিরই এই ব্যাপারে ঘোষণা আসবে।”
গুগলের কান্ট্রি ডিরেক্টর হিসেবে সংবাদ প্রকাশ হওয়ার বিষয়ে তিনি বলেন, “এটা একটা ভুল বুঝাবুঝি। আমি যে প্রেক্ষাপটে কথাগুলো বলেছিলাম তার বাইরে নেওয়া হয়েছে।”
এদিকে ঢাকা ট্রিবিউন এই ব্যাপারে গুগলের সাথে যোগাযোগ করলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো জবাব পায়নি।
বাংলাদেশে গুগলের স্থানীয় পরামর্শক হিসেবে কাজ করছে প্রাইস ওয়াটার কুপারস (পিডব্লিউসি)। তারা জানিয়েছে, গুগল বাংলাদেশে অফিস খুলছে এই ব্যাপারে তারা অবগত নন।
গুগলের একাউন্ট স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজ করছেন ফুয়াদ হাসান সাকিব। তিনিও এই বিষয়ে কিছু জানেন না বলে ঢাকা ট্রিবিউনকে জানান।
অ্যামাজনে সফটওয়্যার ডেভেলপমেন্ট হিসেবে কাজ করছেন মীর ওয়াসি আহমেদ। তিনি জানান, এ বিষয়ে তার যথেষ্ট সন্দেহ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “গুগলের পরিচালক হিসেবে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে নিয়োগ পেয়েছেন বলে দাবি করেছেন এই ভদ্রলোক। আর তা বাংলা ট্রিবিউনে প্রকাশিত হয়েছে।”
তিনি আরও বলেন, “গ্রেট নিউজ! আমি ভেবেছিলাম তার ক্যারিয়ার খুব সমৃদ্ধ হবে, কিন্তু তার বর্তমান কর্মস্থল কোথায় সেটা সংবাদে প্রকাশ করা হয়নি। গুগলের মতো একটি সংস্থা সাধারণত অন্য জায়গায় একই পদে চাকরি করার অভিজ্ঞতা আছে এমন লোকদের নিয়োগ দেয়।”
এছাড়াও ৩২ বছর বয়সে গুগলের পরিচালক হওয়াও বেশ নজিরবিহীন। মীর ওয়াসি আহমেদ আরও বলেন, “আমি অনেক কষ্টে লিংকডইনে তানভীর রহমানে প্রোফাইল খুঁজে পেয়েছি।” কিন্তু প্রোফাইলটি পরবর্তীতে ডিএক্টিভেট করে দেওয়া হয়।
ঢাকা ট্রিবিউনকে মীর ওয়াসি আহমেদ বলেন, “আমি মাইক্রোসফটের সাথে পাঁচ বছর কাজ করেছি, কিন্তু আমার কোনো ডিগ্রি না থাকায় সমাজে আমি তেমন সুপরিচিত নই।”
এর আগে বাংলাদেশে কান্ট্রি কনসালট্যান্ট হিসেবে গুগল কাজী মনিরুল কবিরকে নিয়োগ দেয়। সে সময় গুগল বাংলাদেশে অফিস খুলবে বলে শোনা গেলেও পরে আর হয়নি। সিঙ্গাপুরের গুগল অফিস থেকে বাংলাদেশে গুগলের কার্যক্রম পরিচালনা করতেন তিনি।
একই সময়ে গুগলে কান্ট্রি ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন আরেক বাংলাদেশি কাজী আনোয়ারুস সালাম।
২০১৯ সালে গুগলে প্রথম বাংলাদেশি প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার হয়েছিলেন জাহেদ সবুর। সেখানে তিনি একজন পরিচালক হিসেবেও কাজ করতেন।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Website
Address
Patenga
Patenga
আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পেইজে আসার জন্য। এখানে সুন্দর নকশী পিঠার ডিজাইন রয়েছে।
Muslimabad Road
Patenga
Boost your online presence! I'm an SEO & social media pro, ready to ramp up your website's search ranking and engagement. Let's team up for digital success—don't miss out, connect ...