Gulgal kitchen

Gulgal kitchen

Nearby home improvement businesses

Hujrah
Hujrah
Chittagong 4100

সব ধরণের হোমমেইড খাবার ও খাঁটি খাদ্যদ্রব্য নিয়ে আমাদের এ আয়োজন।

26/05/2024

ইংরেজরা বরফের দেশ থেকে আমাদের সুজলা সুফলা উপমহাদেশে এসে কতরকম ফলমূল যে দেখেছে তার ইয়ত্তা নেই। কিন্তু নাম জানা না থাকায় সবকিছুর সাথে সেউ apple যোগ করে নাম দিয়েছে, ফল বলতে তো একটা অ্যাপেলই ওরা চিনে। যেমন বেলের নাম দিয়েছে Wood apple, আনারসকে বলে pine apple, জামরুল হয়েছে rose apple!

এমনকি তালের শাঁসের মধ্যেও আঙুল ঢুকিয়েছে, Ice apple.
জীবনে কিছু চোখে না দেখলে যা হয়। ফিরিঙ্গি কোথাকার।

Copied

11/05/2024

They are ready to go...

06/05/2024

মিষ্টিকুমড়া দিয়ে মাছের মাথা রান্না করা হলে বোধহয় আর কিচ্ছু লাগে না।
গরম ভাতের সাথে লেবুর রস মাখিয়ে, সাথে এই তরকারি।
জমে যায় আসলে

Photos from Gulgal kitchen's post 04/05/2024

গন্তব্য- অক্সিজেন,চট্টগ্রাম
আলহামদুলিল্লাহ।

আল্লাহুম্মা বারিক লাহু

01/05/2024

হুমায়ূন আহমেদ এই প্রজন্মকে একটা চমৎকার মিথ্যা উপস্থাপন করে গেছেন। তা হচ্ছে, নারীরা সমাজের যেকোন ক্ষেত্রে অবস্থান করুক না কেন, তারা ভীষণ সুন্দরী। একেবারে নিঁখুত অবয়বের বাড়াবাড়ি রকমের সুন্দরী।

"আমিই মিসির আলিতে" লিলি খুব ভালো রান্না জানে। এক ঘন্টার মধ্যে পাঁচ-ছয় রকমের পদ রান্না করে টেবিলে সাজিয়ে ফেলে অথচ শরীর থেকে মসলার গন্ধ আসে না, হাতের ত্বক রুক্ষ হয় না। ফুরফুরে মেজাজে বৃদ্ধ স্বামীর সহচরী হয়ে ঘুরে বেড়ায়।

সমুদ্রবিলাসে রিমি স্কুলমাস্টারের স্ত্রী। মধ্যবিত্তের ঘরনী এক বাচ্চার মা।সা রাদিন সন্তান, অসুস্থ শ্বাশুড়ি আর সংসারের হেঁসেল সামলে কি করে এত সুন্দর থাকে জানি না! লোকে তার আটপৌরে সাজ দেখে আবার রাজরানীদের বাড়ির ভেবে ভুল করে।

নবনী আর পারুল দুজনেই গর্ভবতী থাকে। কিন্তু ওদের চোখের নীচে কালি জমে না, মুখে ব্রন উঠে না, শরীর হাতির মত ফুলে বেঢপ হয়ে উঠে না। ভারী শরীর নিয়েও এদের মনে প্রেম প্রেম খেলা জমে। স্রেফ হুমায়ূন আহমেদ বলে ভুল বললাম।

ঔপন্যাসিকগণ চিরকাল নারীর বাহ্যিক রুপ বাড়াবাড়ি রকমের ফুটিয়ে তুলতে ভালোবাসেন। শরৎচন্দ্রের নায়িকারা রাজলক্ষী, পার্বতী, মেজদিদি, সতী পোঁড়া খাওয়া জীবনের সাক্ষী হয়ে কি করে এমন দুর্গতিনাশিনীর রুপ ধারণ করে থাকে জানি না।

বঙ্কিমের বনে-জঙ্গলে ঘুরে বেড়ানো কপালকুণ্ডলার চুলে উকুন তো দূরে থাক, খুশকিও জমে না। আর আমাদের এক এবং অদ্বিতীয়া দীপাবলি। বারোতে পা না রাখতেই বিধবা, পিতৃ-মাতৃহীন, হোস্টেলের অখাদ্য খাবার খেয়ে বাস-ট্রামে ছুটে বেড়ানো মেয়েটা কী করে সুচিত্রা সেনের রুপ নিয়ে সাতকাহন বাজিমাত করে জানি না।

একমাত্র মানিক বন্দোপাধ্যায় ব্যতিত বাংলা অধিকাংশ লেখকগণ নারীর কাল্পনিক রুপকেই প্রাধান্য দিয়ে গেছেন। নিজেদের পরিবারের মা-দিদি-বউদের ক্লান্ত চেহারা সত্যি কি তাদের চোখে পরে নাই? হাতে কুটনো কাটার দাগ, বাসন মেজে ক্ষয়ে যাওয়া নখ, দুগ্ধবতী মায়েদের নির্ঘুম ফোলা চোখ তাদের লেখাতে অগোচরেই রয়ে গেছে।

লেখক হলেও জাতে তো পুরুষ। তাই বর যেমন সন্ধ্যায় বাড়ি ফিরে এক গ্লাস জল পেতে দেরি হলে বিরক্ততে মুখ বাঁকায়, সারাদিন করোটা কি? তেমনি লেখকগণ পুরুষ বলেই তরুণীর ক্ষয়ে যাওয়া দেহের গল্প বলতে আনন্দ পান না। তাদের অলীক কল্পনাই ভরসা। মিথ্যার চাদরে মেয়েরা দশভুজা হয়, রন্ধনে দৌপদ্রী আর সন্তান পালনে মাদার তেরেসা।

লেখা : হাবিবা সরকার হিলা
📸 Utkarshica Srivastava

01/05/2024

ভাল কিছু দেখেছেন মাশাআল্লাহ বলুন,কারো ভাল শুনেছেন মনে মনে হিংসা হলেও মুখে মাশাআল্লাহ বলুন,বেশি কষ্ট হইলে মনে মনেই বলুন।
কারো পিছনে গীবত না করে, নিজের আমলনামার আখের গোছান।
অন্যের সংসারে আগুন না দিয়া নিজের সংসারে মনোযোগী হোন। কারো নামে কুৎসা রটনা করার আগে নিজে কতটুকু ভাল মানুষ সেটা দশবার ভেবে দেখেন।

মহান আল্লাহপাক আপনার চলার পথ সহজ করে দিবেন। আর যদি তা না করে শয়তানেরে দোস্ত বানান তাইলে দুনিয়াতেই আপনি আপনি জাহান্নামের কেরামতি পাবেন।

08/01/2024

বিকেল হলেই এমন প্ল্যাটার
রমজান মাসের ফিল এনে দেয় তাই না?

Photos from Gulgal kitchen's post 07/01/2024

ছোটবেলায় আম্মাকে দেখতাম ভাল কিছু রান্না হলে প্রতিবেশীদের বাসায় পাঠাত। আম্মা বলতেন প্রতিবেশীদের ও হক আছে আমাদের উপরে। আম্মা আশেপাশের পাড়াপ্রতিবেশিদের খোঁজখবর রাখতে, আসা-যাওয়া করতে পছন্দ করেন। উনার এই ব্যাপারটা পরম্পরায় তার মেয়েদের মধ্যেও রয়েছে।

বাসায় মনমত কিছু রান্না হলে আশেপাশে প্রতিবেশীদের সাথে ভাগ করে না খেলে শান্তি লাগে না।
আলহামদুলিল্লাহ আমাদের প্রতিবেশীরাও তেমনই।

আগামীকাল কর্তামশায়ের দুপুরের লাঞ্চে কী খাবার দিব তাই ভাবছিলাম। রান্না করতেও ক্যান জানি ভাল লাগছিল না। শরীরটাও ভাল যাচ্ছিল না। এসব ভাবতে ভাবতেই কলিংবেল বেজে উঠল। প্রতিবেশী এক ভাবী তাঁর মেয়েকে দিয়ে খাবার পাঠিয়েছেন। (ভাবীর রান্না অসাধারণ। মাশাআল্লাহ)

দেখেন!
আল্লাহ আমাদের রিজিক কীভাবে নির্ধারণ করে রেখেছেন!

আলহামদুলিল্লাহ।

07/01/2024
Photos from Gulgal kitchen's post 07/01/2024

মাঝে মাঝে মন চায়
শুধু ভর্তা,ভাজি, আর ডাল দিয়ে ভাত খেতে।
মাছ মাংস কিচ্ছু না মানে কিচ্ছু না।
গরম গরম সাদা ভাত, দুই তিন পদের ভর্তা আর ডাল।
আহা আহা
বিবরণ দিতেই জিভে জল চলে আসে...
বাকিটা তো ইতিহাস

31/12/2023

Gulgal kitchen এর পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।

22/12/2023

কী ব্যাপার এই পেইজে লাইক কমেন্ট কমেন্ট কম ক্যান?
পেইজের রিচ কি কইমা গেল নাকি?
কাহিনীটা কী?

(তাহাদের আজকের আলোচনার বিষয়)

21/12/2023

শীতকাল হল হাঁস খাওয়ার একটা উসিলা...
চলছে হাঁসভুনা।
খোলাজা/খোলাজালি পিঠা, বা যেকোন পিঠা অথবা রুটি/পরোটার সাথে জাস্ট জমে যায় সকালের ভোজনপর্ব।

Photos from Gulgal kitchen's post 21/12/2023

শীতের পিঠা...

29/11/2023

মন ভাল করা ছবি।

26/11/2023

Gulgal kitchen এ নতুন সংযোজন

Photos from Gulgal kitchen's post 25/11/2023

বিরিয়ানি সমাচার

24/11/2023

শীত তো প্রায় চলেই এল। এই সময়ে ত্বক ও চুল রুক্ষ হয়ে যায়।
ত্বক ও চুলের যত্ন নিচ্ছেন তো ঠিকঠাক?
ত্বক ও চুলের যত্নে খাঁটি নারকেল তেলের কোন বিকল্প নেই।

রাতে ঘুমাবার আগে কয়েকফোঁটা তেল দিয়ে ত্বকের পরিপুর্ণ যত্ন নেওয়া সম্ভব। এতে করে ত্বকে উজ্জ্বলতা ফিরে পাবেন ও ত্বক থাকবে টানটান ও সতেজ।

যারা বাইরে যেতে হালকা বা ভারি মেকআপ করে থাকেন তারা প্রায় অনেকেই বাসায় ফিরে মেকআপ তুলতে রিমুভাল ব্যবহার করতে চান।

মেকআপ রিমুভাল হিসেবে তাদের জন্য বেস্ট সল্যুশন নারকেল তেল। খুব সামান্য পরিমাণ ব্যবহার করেই হালকা/ভারি সব মেকআপ তুলে ফেলা যায়।

নবজাতক শিশুর ত্বকের যত্নেও কিন্তু এটি বেশ উপকারি। মোটকথা শিশু থেকে বৃদ্ধ সববয়সী মানুষের জন্যই এটি উপযোগী।

এই শীতে
ত্বক থাকুক যত্নে
🙂

15/11/2023

বিরিয়ানি
হোক চিকেন/বিফ বা মাটন
নাম শুনলেই জিভে আসে জল

বিরিয়ানির ক্রেভিং উঠলে না খাওয়ার আগ পর্যন্ত যেন শান্তিই লাগে না।

Photos from Gulgal kitchen's post 01/11/2023

সকালের নাশতায় রুটি বা পরোটার সাথে সবসময় একই খাবার ভাল লাগে না।
নানা পদের ভাজি যেমন- কুমড়ো ভাজি,ঢেঁড়স ভাজি,বেগুন ভাজি,আলুভাজি অথবা মিক্স সবজি খাওয়া হয় অনেকের।
আবার কখনো ভাজি-টাজি বাদ দিয়ে রুচি বদলের জন্য কারো পছন্দ কলিজা ভুনা তো কারো পছন্দের তালিকায় গরু বা মুরগির মাংস।

আবার কেউ রুটি -পরোটা না খেয়ে সকালের নাশতায় খিচুড়ি খেতেও পছন্দ করে।
তবে নাশতা যা-ই হোক না কেন সবশেষে এক কাপ চা যেন সকালের নাশতাকে পরিপূর্ণতা দান করে।

Photos from Gulgal kitchen's post 30/10/2023

লাল আটার রুটি আর সাদা আটার রুটি পার্থক্য ছবিতে বোঝা যায়।
এছাড়াও আছে স্বাদে পার্থক্য।
যে যেমন পছন্দ করে তেমনভাবে তৈরি করে দেওয়াই আমাদের কাজ।

15/10/2023

অর্ডারের কাজ চলছে অবিরাম
সাদা আটার রুটি

07/10/2023

কী হবে এই মুরগি দিয়ে?
জানতে হলে চোখ রাখুন
Gulgal kitchen এ

Photos from Gulgal kitchen's post 06/10/2023

কাস্টমার ফিডব্যাক।
চকবাজার ও চেরাগিপাহাড়ে পাঠিয়েছিলাম সাদা আটার রুটি।
সম্মানিত কাস্টমারের কাছ থেকে রুটির ফিডব্যাক পেয়ে ভীষণ ভাল লাগছে।
আসলে দিনশেষে প্রাপ্তি তো এইখানেই।

আলহামদুলিল্লাহ

05/10/2023

আজ চট্টগ্রামের চকবাজার ও চেরাগি পাহাড়ে গেল সাদা আটার রুটি।
এই বৃষ্টিবাদলে রাইডারের শিডিউল পাওয়া না পাওয়া আর সময়মতো ফ্রোজেন রুটি গ্রাহকের কাছে পৌঁছে দেওয়াটা যে কতটা দুশ্চিন্তার বিষয় তা একমাত্র হোমমেইড খাবারের উদ্যোক্তারাই ভাল জানেন।

আর এর পাশাপাশি পরিবারে কোন সদস্য যদি অসুস্থ থাকে তখন সবকিছু ম্যানেজ করাটা আরও বেশি কষ্টকর হয়ে দাঁড়ায়।

তারপরেও শুকরিয়া যে দিনশেষে সব ঠিকঠাকভাবে শেষ হল।

যাই হোক

অক্টোবর মাসের অফারের কথা মনে আছে তো!

যেকোন পণ্যেই ডেলিভারি চার্জ ফ্রি!
এই অফার বুঝে নিন আজই

Photos from Gulgal kitchen's post 04/10/2023

বিকেলের নাশতায় এই খাবারগুলো বেশ মুখরোচক।
অতিথি আপ্যায়নে কিংবা পারিবারিক আড্ডা যেন জমে ক্ষীর হয়ে যায় যদি সাথে থাকে এই সব নাশতা।

Photos from Gulgal kitchen's post 03/10/2023

বারিক বিল্ডিং ও বন্দর কলোনীতে আজ যাচ্ছে লাল আটার রুটি ও ঘি।

02/10/2023

আসসালামু আলাইকুম।
Gulgal kitchen এর গ্রাহক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
একটা দারুণ ঘোষণা দিতে এই রাত বিরেতে হাজির হলাম।
আমরা একটি দারুণ সিদ্ধান্ত নিয়েছি
আর তা হল অক্টোবর মাসে প্রতিটি অর্ডারেই ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি ফ্রি🎉🎉🎉🎉

অক্টোবর মাসটি আমাদের জন্য খুবই স্পেশাল। তাই স্পেশাল মাসে স্পেশাল অফার থাকবে না, তাই কি হয়?

ইতিমধ্যেই আমাদের ৪টি অর্ডার কনফার্ম হয়েছে।আলহামদুলিল্লাহ।
অর্ডারগুলোর ৪টিই এসেছে আমাদের প্রাণপ্রিয় বন্দরনগরী চট্টগ্রাম থেকে।

আগামী ২/১ দিনের মধ্যেই এগুলো নিম্নোক্ত ঠিকানাগুলোয় পৌঁছে যাবে। ইনশাআল্লাহ

👉 বন্দর কলোনী,চট্টগ্রাম।
👉 ডি.সি রোড,চকবাজার,চট্টগ্রাম
👉বারিক বিল্ডিং,চট্টগ্রাম
👉চেরাগী পাহাড়,চট্টগ্রাম।

তো! আর দেরি কেন?
ঝটপট লুফে নিন এই অফার!
আর ডেলিভারি চার্জবিহীন আপনার পণ্যটি বুঝে নিতে যোগাযোগ করুন আমাদের সাথে।

Photos from Gulgal kitchen's post 01/10/2023

ছুটির দিন ছাড়া পরিবারের সকলের সাথে একসাথে দুপুরে খাওয়া হয়ে ওঠে না বললেই চলে।

যেহেতু প্রায় সবাই সেদিন বাসায় থাকে তাই সেদিন যান অলিখিতভাবেই একটা উৎসবের আমেজ তৈরি হয়। আর রসুইঘরে চলে মা-বোনেদের স্পেশাল রান্নার আয়োজন।

দুপুরবেলা ডাইনিং টেবিলের সবগুলো চেয়ার ভর্তি হয়ে যায় পরিবারের সদস্যদের আগমনে। পোলাওয়ের ঘ্রাণ নাকে আসতেই খিদেটা যেন আরও মাথাচাড়া দিয়ে ওঠে। আর যদি সেই সাথে থাকে রোস্ট তাহলে এক্কেবারে লা-জওয়াব!

রোস্টের গ্রেভি দিয়ে পোলাও মাখো মাখো করে খেতে কত্তটা যে টেস্টি! বলে বোঝানো যায় না।

পেটপুরে খেয়ে জমজমাট হয়ে যায় ছুটির দিনের দুপুরটা।

Photos from Gulgal kitchen's post 01/10/2023

বহুমূত্র বা ডায়বেটিসের কারণে অনেকেই লাল আটার রুটি প্রেফার করে। আবার অনেকেই স্বাস্থ্যসচেতনতার কথা ভেবে লাল আটার রুটি চায় সকালের নাশতায়।

তবে লাল আটা সব দোকানে বা সুপারশপে এখনও এভেইলেবল হয়নি। তাই ক্রেতার কাছে পৌঁছাতে ভালই বেগ পেতে হয়েছে। অবশ্য এই অসুবিধার কথা আগেই জানিয়ে রেখেছিলাম। তিনিও বেশ সাপোর্টিভ একজন মানুষ। আলহামদুলিল্লাহ।

যে যেমনই চায় তেমনভাবেই তার কাছে স্বাস্থ্যসম্মত খাবার পৌঁছে দেওয়াই হোক একজন হোমমেইড খাবারের উদ্যোক্তার প্রধান লক্ষ্য।

Want your business to be the top-listed Home Improvement Business in Patenga?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

বিরিয়ানি#reelschallenge #reelsfb #reelsvideo #reelsviral #reelsfypシ #reelitfeelit
কী হবে এই মুরগি দিয়ে?জানতে হলে চোখ রাখুনGulgal kitchen এ
চলছে রুটি তৈরির কাজ।
শাক দিয়ে মাছ ঢাকার ব্যর্থ চেষ্টা😀
ফ্রেশ খাবারের স্বাদ সবসময়ই আলাদা। ছোটবেলায় বার্ষিক পরীক্ষা শেষে গ্রামের বাড়িতে গেলে  এমন অনেক সময় হত,দুপুরে খেতে বসেছি আ...
বাজার থেকে কেনা চিংড়ি শুটকি রোদে দেওয়া হচ্ছে। বাছাবাছি,রোদে দেওয়াএরপর বালাচাও তৈরির প্রসেসিং শুরু করতে হবে।বালাচাও এর বে...
মাটির কাছাকাছিথাকি বা না থাকিমাটির ঘ্রাণ নিতে মুখিয়ে থাকিস্বপ্ন দেখি একদিন Gulgal kitchen এর নিজস্ব ক্ষেত-খামার হবে, সেই...
কী হতে পারে এই কুচানো সবজিগুলো দিয়ে?

Category

Telephone

Website

Address


Patenga

Opening Hours

Monday 08:00 - 23:00
Tuesday 08:00 - 23:00
Wednesday 08:00 - 23:00
Thursday 08:00 - 23:00
Friday 08:00 - 23:00
Saturday 08:00 - 23:00
Sunday 08:00 - 23:00

Other Kitchen supplies in Patenga (show all)
Bakes By Tajbina Bakes By Tajbina
Old Control More, North Maiz Para
Patenga, 4222

With the blessing of my Almighty Allah, I started my dream business. Hope everyone will support me.I

Aliza's FooD CorNer Aliza's FooD CorNer
Chittagong
Patenga

🦋We are increasing our rate on request of our beloved customers. Stay with us & keep shopping.

MOMS Kitchen MOMS Kitchen
Guard Room
Patenga

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই??

Sumi's kitchen Sumi's kitchen
Patenga, 544

Assalamu Alaikum everyone. this is sumi akter. it's my domestic cooking page.

NK Cooking House NK Cooking House
1189, Halishahar Road, Bepripara, Agrabad
Patenga, 4100

You can find New food & new recipes from our page and you tube channel please support us our youtub

চাটগাঁ ফুড চাটগাঁ ফুড
Kazir Dewri
Patenga, 4217

Good food for everyone.

Alsha's Kitchen Alsha's Kitchen
Kotowali More, Chittagong
Patenga

Welcome to Alsha's kitchen. This is a homemade food delivery service. Order your favourite food today. we take order for ceremony festival and many more. 100% fresh and homemade...