Tuhin-توهين-তুহিন

আল্লাহ তায়ালা যার কল্যান চান , তাকে তিনি দ্বিনের জ্ঞান দান করেন । (বুখারি - মুসলিম)

31/03/2023

নেতৃত্বের পদটি ছেড়ে দেয়া এই দুনিয়াকে (এবং তার আনন্দগুলোকে) ছেড়ে দেয়ার চেয়েও বেশি কঠিন
-ইমাম সুফিয়ান আস-সাওরি (রহঃ)

01/03/2023

আল্লাহর শপথ! যদি আমি না খেয়ে সারাদিন রোযা রাখি, সারারাত না ঘুমিয়ে সলাতে দাঁড়িয়ে থাকি, আমার সমস্ত সম্পদ আল্লাহর পথে ব্যয় করি; এরপর যদি যারা আল্লাহকে মেনে চলেন এমন মানুষদের প্রতি অন্তরে ভালোবাসা না রেখে এবং যারা আল্লাহর অবাধ্য তাদের প্রতি অন্তরে ঘৃণা না রেখে মারা যাই ; সেই কাজগুলো আমাকে একটুও উপকৃত করবে না।
-আবদুল্লাহ ইবনে উমর (রাঃ)

24/02/2023

ঈমানদারদের জীবন ক্রমাগত বিভিন্ন কঠিন পরীক্ষার মুখোমুখি করানো হয় তাদের ঈমানকে বিশুদ্ধ এবং তাদের পাপকে মোচন করানোর জন্য। কারণ, ঈমানদারগণ তাদের জীবনের প্রতিটি কাজ করেন কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য; আর তাই জীবনে সহ্য করা এই দুঃখ-কষ্টগুলোর জন্য তাদের পুরষ্কার দেয়া আল্লাহর জন্য অপরিহার্য হয়ে যায়।
-ইমাম ইবনে তাইমিয়া (রহঃ)

21/02/2023

৫ টা জিনিস আল্লাহ কাছে চেয়ে নিবেন ✌️✌️
১/ শারীরিক সুস্থতা 🖤
২/ হালাল রিজিক 🖤
৩/ নিরাপদ বাসস্থান 🖤
৪/ নেক কার স্বামী ,স্ত্রী 🖤
৫/ ঈমানের সাথে মৃত্যু 🖤
আল্লাহ কবুল করুক,,,আমীন 🤲

17/02/2023

আমাদের জীবনের সবচাইতে স্বাস্থ্যকর উপাদান হচ্ছে সবর (ধৈর্য)
-উমর ইবনুল খাত্তাব (রাঃ)

16/02/2023

একজন পাপাচারী লোক তার পাপের জন্য অনুতপ্ত হয়না। কারণ তার অন্তর ইতোমধ্যেই মরে গেছে
-ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)

08/02/2023

সলাতের জন্যে অপেক্ষমাণ ব্যাক্তি সলাতের সমপরিমাণ সওয়াব পাবে।
-হযরত মুহম্মদ (সাঃ)

29/12/2022

بِسْمِ = নামে

اللَّهِ = আল্লাহ (র)

الرَّحْمَٰنِ = পরম করুণাময়

الرَّحِيمِ = অসীম দয়ালু

23/12/2022
07/12/2022

তোমরা হিংসা থেকে বেঁচে থাকো,কেননা হিংসা নেক আমল কে এমনভাবে খেয়ে ফেলে যেমন আগুন কাঠ কে পুড়িয়ে ছাই করে দেয়।
(সহীহ বুখারী)

27/11/2022

আসসালামু আলাইকুম

14/10/2022

৩: আলে-ইমরান:আয়াত: ১৬৯

وَ لَا تَحْسَبَنَّ الَّذِیْنَ قُتِلُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ اَمْوَاتًا١ؕ بَلْ اَحْیَآءٌ عِنْدَ رَبِّهِمْ یُرْزَقُوْنَۙ

যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে মৃত মনে করো না। তারা আসলে জীবিত। নিজেদের রবের কাছ থেকে তারা জীবিকা লাভ করছে।
🌺🌺🌺🌺

13/10/2022

Allahu Akbar

Want your museum to be the top-listed Museum in Patharghata?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

পাখিদের কলরব...

Category

Telephone

Address


Patharghata
8720

Other Art Galleries in Patharghata (show all)
Mohon Arts Mohon Arts
6no. Ward Patharghata
Patharghata