Mosarrof Hossain

I’m Mosarrof Hossain. A specialist in Digital Marketing By Profession. I work in social media Manager I love to do also Creative. Helping people is my passion too.

A specialist in Digital Marketing By Profession, I’m a Full-time Social media Marketing Specialist and I work as a social media business manager. I have a bachelor's Degree In Digital Marketing & Social media management. I’m a Digital Marketing Strategist with a background in business and technology, focusing on brand storytelling. I create digital marketing assets and campaigns that elevate your

20/10/2022

5 Reasons Why You Need Facebook for Your Small Business

While your social media strategy will depend on your industry and audience, Facebook is a great place to start. As the world’s most popular social platform with more than 2.7 billion active users, Facebook will help you engage with your followers and provide them with helpful content that can lead them to your website — and/or a buying decision.

Here are five reasons why you need Facebook for your small business:
1. Build brand awareness and trust.
2. Target your best customers with ads.
3. Boost SEO and engagement.
4. Connect with your followers.
5. Analyze helpful metrics.
Grow Your Business to use Facebook.

18/02/2021

Hello Business Man,
Have you found any hidden interests using Messenger Bot's Facebook interest explorer?
It is as simple as logging in, typing in your seed keyword, and seeing all of the unique targetable interests within your Facebook ads account!
Get started here.
https://messengerbot.app/?u=2726&campaign=trafficcontroller
Find out more:
https://www.affiyours.com/

19/01/2021

Freelancing এর পরে কি করবো? - Future কি?
আমরা ফ্রিল্যান্সিং বা যেকোনো অনলাইন প্রফেশনে থাকার সময় ভাবি এখন যেভাবে চলছে হয়তো পরে এর থেকেও ভালো চলবে। কিন্তু সমসময় কি তাই থাকবে?
এখন থেকেই কিভাবে Future এর জন্য প্রস্তুত হবেন তাই একটু Practically ভাবি চলেন।
গ্রূপে এত এত সমস্যা পোস্ট দেখে অবশ্যই এতদিনে বুঝে গিয়েছেন যে, Freelancing সহজ কিছু না।
যেকোনো একটা Offline বা Office Based Job থেকে ফ্রিল্যান্সিং এ সময় আর Effort দেওয়া লাগে প্রায় 3 থেকে 5 গুন বেশি।
তাও আমরা নিজের Schedule নিজের মত করে সাজানোর জন্য, পরিবারের সাথে একটু বেশি সময় কাটানোর জন্য Freelancing কেই বেছে নিয়েছি।
যারা শুরু করেছেন বা এখন মোটামোটি কাজ করছেন তারা জানেন এই সেক্টর টা কতটা Unstable.
আপনার একমাসে 1000$ আসলে পরের 3 মাস 50$ করেও নাও আসতে পারে।
এখন আপনি Young এবং Pocket খরচ চললেই হয়, তাই তেমন কিছু ভাবা লাগে না।
কিন্তু যাদের Family এই freelancing এর টাকায় চলে তারা জানে Order না আসার আসল দুঃচিন্তা কি।
আরেকটা সমস্যা হল, আমাদের 5 মাস ভালো ইনকাম আসলে আমরা নিজেদের Lifestyle Change করে ফেলি।
দামি দামি জিনিস কিনে, বেশি খরচ করার অভ্যাস করে ফেলি।
যা পরে ইনকাম কমে গেলেও থেকে যায়, আর আমরা ধারদেনা করা শুরু করে দেই।
এভাবে চলতে থাকলে Future এ আপনার কি কি Face করতে হবে-
আপনি সবসময় কাজ করার মত সুস্থ বা মনোবল এ থাকবেন না। কয়েকবছর পর আপনার Back Pain শুরু হবে, চোখে সমস্যা হবে, Migraine Pain শুরু হবে আর রাত জাগার কারণে Acidity বেড়ে যাবে। তাই আপনি আর আগের মত effort দিয়ে কাজ করতে পারবেন না।
মার্কেট অনেক চেন্জ হবে, আপনি সবসময় নতুন tool বা নতুন trend follow করতে পারবেন না, বা শিখার মত মানুষিকতায় থাকবেন না। তাই আপনার Service এর Demand কমে যাবে, আর আপনার সেল কমে যাবে।
Savings না থাকলে আপনার কোনো বিপদে, বা খারাপ সময়ে মানুষের থেকে help চাইতে হবে। আপনার নিজের কোনো বিজনেস শুরু করার মত Investment থাকবে না।
এখন আসি আপনি কিভাবে এত সমস্যা থেকে বাচার ব্যবস্থা আজ থেকেই করা শুরু করবেন-
যা ই ইনকাম করবেন তার 20% থেকে 30% Savings রাখবেন, মনে করবেন এই টাকা দুনিয়াতেই নাই। মানে কিছু plan করার সময় এটা গুনায় ধরবেন না।
নিজের খরচ বাড়াবেন না অযথা।
Friend দের সাথে বের হলে, (ও কামাই করে তাই ও ই বিল দিবে) এমন হতে দিবেন না। আপনি কামাই করেন এটা কোনো দোষ না। তাই সবাই সমান ভাগ করে বিল দিবেন।
নিজের ইনকাম কাউকে জানাবেন না। কাউকেই না!
নিজের খরচ যতটা কম রাখতে পারবেন তত ভালো
হুদাই আপনি ফটোশপে বা Illustrator এ ডিজাইন করেন কিন্তু 2/3 লাখ দিয়ে PC বানিয়ে বসে থাকবেন না।
"Bangladesh এর গ্রামের রাস্তায় Lamborghini চালাইলে লাভ হবে না, হুদাই রিক্সা আইসা আপনারে মাইরা দিয়া যাইবো গা।"
তাই যতটুক প্রয়োজন তার থেকে একটু বাড়িয়ে নেন, অতো বেশি না।
Online এ কি করবেনঃ
বিভিন্ন Asset বানিয়ে রেখে দেন, যা থেকে Passive Income আসতে থাকবে। (Freepik + Microstocks, Themeforest, Udemy or Any Courses, Blogs, Affiliate Promotions etc)
Team বানান, market demand এর সাথে টিম সেটা শিখে নিবে, আপনি ম্যানেজ করবেন।
Agency বা Company বানিয়ে ফেলেন।
Offline এ কি করতে পারেনঃ
যেহেতু অনলাইনে টাকা বেশি আসে, তাই সেই টাকা দিয়ে Offline এ কিছু একটা করেন, বিজনেস, Investment, Farming, জায়গা কিনেন, ঘর বানিয়ে ভাড়া দেন, গ্রামে গরু কিনেন, দোকান দেন, কিছু একটা করেন যাতে Backup থাকে।
আপনার আজ যেই income, তা কাল না বেড়ে একদম কমে যেতে পারে।
সেভাবেই মানুষিকভাবে প্রস্তুতি নিয়ে রাখেন।
আশা করি বড় ভাইদের পাত্রে কত কত Dollar আছে তার দিকে না তাকিয়ে।
নিজের সব কয়টি ডিম (😜) কয়টা পাত্রে রেখেছেন তা দেখেন।
গুরুজনেরা বলে, একই পাত্রে সব ডিম রাখতে নেই।
-
আমার জন্য দোয়া করবেন ( এখনই করে দেন 😜 )
Best of Luck!
__________________________
এই গ্রুপ এ আমার আগের পোস্টগুলোর টপিক ছিলঃ
💬- FIVERR - Allowed Links In Profile & Gig Description - সম্পর্কে যা জানতে হবে।
💬- SEASONAL GIGS - চলেন Low Competition Gig এর দুনিয়া থেকে ঘুরে আসি!
💬- আবেগী গিগ? - FIVERR GIG এ কি কি DETAILS দেওয়া যাবে না!
💬- Fiverr Low Competition Gig Categories কিভাবে Find করবেন?
💬- Freelancer ENGLISH COMMUNICATION Cheat Sheet!
💬- কিভাবে ক্লাইয়েন্টের Budget Increase করবেন?
💬- আমিতো ভাই ইংলিশ এ দুর্বল - বায়ারের সাথে কথা বলতে পারি না!
💬- এত কম্পিটিশনে আমি কিভাবে অর্ডার পাবো?

19/10/2020

ফ্রিল্যান্সিং মানেই যে ফাইভার আপওয়ার্কে কাজ করবেন এমন কিছু নয়, একজন ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সিং লাইনে কাজ করতে করতে অনেক স্মার্ট হয় যার ফলে সে প্রচুর যায়গায় ইনভেস্ট করতে পারে সাথে ভালো প্যাসিভ ইনকাম তৈরি করতে পারে, তাই এই দুনিয়ার সবচেয়ে স্মার্ট পেশা গুলোর মধ্যে একটি হলো ফ্রিল্যান্সিং!
তো চলুন আজকে আপনাদের ইনভেস্ট করার ৩ টি ব্যাবসার নাম বলি যেই ব্যাবসা গুলোতে ইনভেস্ট করে লস খাবেন না।

১। আইটি সেক্টরঃ ইয়েস! আপনি যদি নিজেকে একজন ইনভেস্টর হিসাবে তৈরি করতে চান তাহলে এই সেক্টরে ইনভেস্ট করতে পারেন, কারণ এই লাইনে লস আপনি খুবই কম পাবেন। ধরেন আপনি একটা আইটি ইন্সটিউট দিলেন ৫ লাখ টাকা দিয়ে, সেখানে কম্পিউটার কিনা হলো ৩ লাখ টাকার, এখন যদি আপনি লস খেয়েই যান তাহলে কিন্তু পিসি গুলো বিক্রি করতে পারবেন।
২। রিয়েলস্টেটঃ যদি আসলেই বড়লোক হতে চান তাহলে রিয়েলস্টেট ব্যাবসায় ইনভেস্ট করতে পারেন। এই সেক্টর আপনাকে কোটিপতি থেকে মিলিয়নার বানাতে পারে। তবে কিছু না জেনে বুঝে এই লাইনে আসবেন না। সব কিছু জেনেই এই লাইনে পা দিবেন, এই লাইনে সফল হতে পারলে পিছনে আর থাকাতে হবে না। এই লাইনে আসার আগে https://www.udemy.com/.../real-estate-fundamentals-to.../ এই কোর্সটি দেখে নিবেন। অব্যশই রিসার্চ করে শুরু করবেন।
৩। মেকাপ শপ/পার্লার/ফটোগ্রাফিঃ এই তিনটি সেক্টর একসাথেই বললাম, কারণ বর্তমানে ওয়েডিং ফটোগ্রাফির ডিমান্ড অনেক। এই সেক্টরে আপনি ইনভেস্ট করলে লসের পরিমাণ খুবই অল্প হবে। কারণ মেকাপের জন্য মেয়েরা ভাত ও খাওয়া অফ করে দিতে পারে আবার যে মানুষের ঘরে তিন বেলা ভাত ও থাকে না সে ও ৩ লাখ টাকা দিয়ে বিয়ে করতে পারে। কারণ এইগুলো শখের যায়গা। শখের যায়গায় ইনভেস্ট করতে পারলে প্রফিট দিগুন আসে।

সবাই সাড়া দিলে ইনভেস্টিং নিয়ে/ ব্যাবসা নিয়ে বিস্তারিত ধাপে ধাপে লিখার চেষ্টা করবো। জানাবো কীভাবে ফ্রিল্যান্সার থেকে একজন সফল ব্যাবসায়ী হবেন।

18/10/2020

আশা করি যারা ফাইভার এ নতুন গিগ স্টার্ট করেছেন তাদের অনেক উপকারে আসবে।

আপনি যদি নতুন হন তাহলে গিগ মার্কেটিং করেও তেমন ফলাফল পাবেন না, আর আপনি যদি পুরাতন হন তাহলে গিগ মার্কেটিং করার প্রয়োজনই নাই।
গিগ মার্কেটিং এর চিন্তা মাথা থেকে বাদ দেন। যদি আপনি প্রপার গিগ মার্কেটিং করতে পারেন তাহলে ফাইবার কেন? নিজের একটা পোর্টফোলিও সাইট বানিয়ে, মার্কেটিং করে দশ গুন ভাল ইনকাম করতে পারবেন।
মার্কেটিং এর চিন্তা না করে, ইউনিক এবং এমন একটা সার্ভিস দেন যে সার্ভিস অন্য কেউ দিচ্ছে না আর দিলেও কম। মানে আপনি যদি লগো ডিজাইন করেন তাহলে খুজে বের করেন লগো ডিজাইনে সবাই যা সার্ভিস দিচ্ছে আপনি তার থেকে ভিন্ন কিছু দিব। ভিন্ন মানে আবার সস্তা না।
যে কাজই শিখবেন না কেন কাজটা যতই ছোট হউক এর এ্যাডবান্স লেভেল পর্যন্ত শিখবেন। মানে ক্লাইন্ট দশ জায়গায় ঘুরে এসে আপনার কাছে এসে যেন আটকে যায়। বেসিক লেভেলের কাজ সবাই জানে, এ্যাডভান্স লেভেলের কাজ জানে হাতে গুনা কয়েকজন। ত আপনি হবেন সেই হাতে গুনা কয়েকজনের মধ্যে।
ইউনিক গিগ, যে গিগ কারও সাথে মিলবে না সেই গিগ ফাইবার প্রোমোট করে। এইটা পরীক্ষিত। আর যেইটা ফাইবার প্রমোট করে সেইটাতে অর্ডার কমপ্লিট করে কূল পাবেন না।
গিগ মার্কেটিং বাদ দিয়ে বায়ার রিকোয়েস্ট পাঠান। আর অবশ্যই বায়ার রিকোয়েস্ট ইউনিক হতে হবে। তার রিকোয়েস্ট এর উপর ভিত্তি করে এমন সব প্রশ্ন করবেন যেন বায়ার মনে করে আপনি তার রিকোয়েস্ট ভালভাবে বুঝতে পেরেছেন। বায়ার রিকোয়েস্ট এ অবশ্যই আপনার কাজের সেম্পল দিবেন। সেম্পল দিতে গিয়ে আবার গার্বেজ দিবেন না। আপনার সেরা কাজ যেইটা তার রিকোয়েস্ট এর সাথে মিলে যায় সেইটা দিবেন।
প্রথম কিছু কাজ বায়ার রিকোয়েস্ট দিয়ে পেয়ে গেলে দেখবেন গিগ রান হয় গেছে, তারপর অর্ডার আর অর্ডার। তখন বায়ার রিকোয়েস্ট পাঠাতে হবে না।
আর ধৈর্য্য সবথেকে বড় বিষয়। এইটাই সবার প্রথমে দরকার।
Digital Marketing A to Z এর সাথে থাকার সবাই কে জন্য ধন্যবাদ।

16/10/2020

বিশ্বের জনপ্রিয় ওয়েবসাইট গুলো কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যাবহার করেছে? আপনি কীভাবে সেগুলো শিখবেন? সেই সাথে বিশ্বের জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী কী?
আমরা যারা ওয়েব ডেভলোপার বা প্রোগ্রামিং শিখতে চাই বা পছন্দ করি তাদের সবারই মনে প্রশ্ন থাকে বিশ্বের জনপ্রিয় ওয়েবসাইট গুলো কোন ল্যাঙ্গুয়েজ ব্যাবহার করে তাদের ওয়েবসাইট তৈরি করেছে? তাই আজকে আমরা জানবো বিশ্বের জনপ্রিয় ওয়েবসাইট গুলো কী কী ল্যাঙ্গুয়েজ ব্যাবহার করে। পাশাপাশি জানবো বিশ্বের জনপ্রিয় সেরা ৫ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে। এবং সর্বশেষ থাকবে শিখার গাইডলাইন।
ফেসবুকঃ

Front End: JavaScript
Back End: Hack, PHP (HHVM), Python, C++, Java, Erlang, D, XHP, Haskell
Database: Vitess, Bigtable, Maria DB

গুগলঃ

Front End: JavaScript, TypeScript
Back End: C, C++, Go, Java, Python
Database: Bigtable, MariaDB

লিংকডিনঃ

Front End: JavaScript
Back End: Java, JavaScript, Scala
Database: Voldemort

টুইটারঃ

Front End: JavaScript
Back End: C++, Java, Scala, Ruby
Database: MySQL

পিন্টারেস্টঃ

Front End: JavaScript
Back End: Python (Django), Erlang
Database: MySQL, Redis

ইউটিউবঃ

Front End: JavaScript
Back End: C, C++, Python, Java, Go
Database: Vitess, BigTable, MariaDB

আমাজনঃ

Front End: JavaScript
Back End: Java, C++, Perl
Database: PostgreSQL, RDS, RDS Aurora

উপরের লিস্ট দেখে আশা করি বুঝতে পেরেছেন front end এর জন্য বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যদি আপনি front end ডেভলোপার হতে চান তাহলে আপনাকে আমার সাজেশন থাকবে অব্যশই জাভাস্কিপট শিখার জন্য, জাভাস্কিপট ব্যাবহার করে আপনি শুধু front end না, সাথে backend এমনকি এপস ও ডেভলোপ করতে পারবেন।
যদি ফ্রিতে জাভা স্কিপট শিখতে চান তাহলে নিচের ওয়েবসাইট গুলো ফলো করুনঃ

https://www.learn-js.org/
https://www.w3schools.com/js/
https://javascript.info/
https://www.javascript.com/try
https://developer.mozilla.org/en-US/docs/Learn/JavaScript/First_steps
https://learnjavascript.today/
https://learnjavascript.online/

জাভা স্কিপট শিখার জন্য যে চ্যানেল গুলো ফলো করতে পারেনঃ

https://www.youtube.com/watch?v=PkZNo7MFNFg&ab_channel=freeCodeCamp.org
https://www.youtube.com/watch?v=o1IaduQICO0&ab_channel=edureka%21
https://www.youtube.com/watch?v=2qDywOS7VAc&ab_channel=Academind
https://www.youtube.com/watch?v=W6NZfCO5SIk&ab_channel=ProgrammingwithMosh
https://www.youtube.com/watch?v=hdI2bqOjy3c&ab_channel=TraversyMedia

যদি আপনি মোটামোটি জাভাস্কিপট শিখে ফেলেন তাহলে এই https://javascript30.com/ ওয়েবসাইট থেকে প্রোজেক্ট গুলো করতে পারেন।
এখন হয়তো অনেকের মনে প্রশ্ন আসবে বিশ্বের জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো কী কী?
এই প্রশ্নের উত্তরের আগে আপনাকে একটি কথা বলবো " আপনি যদি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনি বাকীগুলো মোটামোটি বুঝতে পারবেন। মজার কথা জানেন? বিশ্বের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া WhatsApp কিন্তু ERLANG ল্যাঙ্গুয়েজ ব্যাবহার করেছে। আমার এই বলার আগ পর্যন্ত আপনি মনে হয় ERLANG এর নাম ও শুনেন নাই, সুতরাং চিন্তা করেন আপনি স্ট্যাকচার বুঝতে পারলে যে কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে যে কোন কিছু করতে পারবেন। সবার আগে আপনাকে আইডিয়া জেনারেট করতে হবে।
ERLANG নিয়ে বিস্তারিত জানতেঃ https://www.erlang.org
তো এখন চলেন জানি বিশ্বের জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ গুলো সম্পর্কে
০১। Python- পাইথন বিশ্বের অন্যতম জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ, পাইথন মূলত ম্যাশিন লার্নিং এর জন্য জনপ্রিয়। পাইথন দিয়ে আপনি মোটামোটি সব করতে পারবেন।
পাইথন শিখতেঃ https://www.learnpython.org/
০২। Kotlin- এন্ড্রোয়েড এপস বানানোর জন্য আগে জনপ্রিয় ছিলো জাভা, বর্তমানে সেই যায়গা আস্তে আস্তে নিয়ে নিচ্ছে কটলিন, কারণ সাম্প্রতি এন্ডোয়েড স্টুডিও তাদের অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে কটলিনের নাম বলেছে।
কটলিন শিখতেঃ https://codelabs.developers.google.com/.../kotlin.../...
০৩। Java- জাভা বিশ্বের অন্য্যম পুরাতন এবং জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ, জাভা এই বছর তাদের ২৪ বছর সেলিব্রেট করেছে। জাভা দিয়ে স্পেশালি আপনি এন্ড্রোয়েড সফটওয়ার তৈরি করতে পারেবেন। বিশ্বের অনেক ব্যাংক এখনো জাভা ব্যাবহার করে।
জাভা শিখতেঃ https://www.learnjavaonline.org/
০৪। java scrpit: জাভা স্কিপট নিয়ে উপরে অনেক কিছু বলেছি, আশা করি উপরের লিংক গুলো থেকে জাভাস্কিপট শিখতে পারবেন। জাভা স্কিপট হলো অল ইন ওয়ান ল্যাঙ্গুয়েজ। যেমন জাভাস্কিপটের node.js ব্যাবহার করে আপনি backend এর কাজ করতে পারবেন, আবার react ব্যাবহার করে fornt end এর কাজ করতে পারবেন। এবং চাইলে react native ব্যাবহার করে এপস বানাতে পারবেন।
০৫। Go- GO গুগলের তৈরি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, go ইদানিং অনেক জনপ্রিয় হচ্ছে তাই go শিখতে পারেন আপনার ফিউচার সুন্দর করার জন্য।
Go শিখতেঃ https://www.learn-golang.org/
এছাড়া ও প্রোজেক্ট অনুযায়ী c, c++, typescript, rubby , Swift সবাই ব্যাবহার করে। তবে Swift মূলত এপেল ডেভ্লোপারা ব্যাবহার করে। যদি আপনি এপেল এর এপস বা সিস্টেম নিয়ে জানতে চান বা শিখতে চান তখন আপনি Swift শিখতে পারেন।
Swift শিখতেঃ https://developer.apple.com/swift/

আশা করি তথ্য সহ লিংক গুলো সবার উপকারে আসবে। হ্যাপি প্রোগ্রামিং জার্নি। Digital Marketing A to Z
এর সাথে থাকবেন, Thanks All.

15/10/2020

যেই ১৫ টি ওয়েবসাইট আপনার জীবন বদলে দিতে পারে…
আজকে আপনাদের সেরা ১৫ টি ওয়েবসাইট নিয়ে জানাবো যেই ওয়েবসাইট গুলো আপনার জীবনের অনেক কিছু বদলে দিতে পারে।
কম্পিউটার নতুন কিনেছেন? কিংবা কম্পিউটার নিয়ে জানতে চান আরো? শুধু https://edu.gcfglobal.org/en/COMPUTERBASICS/ চলে যান এই ওয়েবসাইটে আর দেখুন কী হয়।
বই পড়তে ভালোবাসেন? তাহলে https://www.pdfdrive.com/ চলে যান এখানে, লাখের উপর বই রাখা আছে আপনার জন্য।
বই পড়ার জন্য আরেকটি জনপ্রিয় ওয়েবসাইট https://www.free-ebooks.net/
https://cvmkr.com/ আমাদের সবারই সিভির দরকার হয়, আপনার সিভি খুব সহজেই এই সাইট হতে বানাতে পারবেন।
ফেসবুক কিংবা অন্য সাইটের একাউন্ট হ্যাক হতে পারে পাসওয়ার্ড দুর্বলের কারণে https://passwordsgenerator.net/ এই ওয়েবসাইট হতে আপনি খুব সহজেই স্ট্রং পাসওয়ার্ড তৈরি কর‍তে পারবেন।
ম্যাথ আপনি পছন্দ করেন কিংবা নাই করেন ক্যালকুলেটর তো আপনি ব্যাবহার করেন , সুতরাং http://www.calculator.com/ একবার এই ওয়েবসাইট ব্যাবহার করে দেখুন।
https://downforeveryoneorjustme.com/ নাম শুনেই আশা করি বুঝে গেছেন এই ওয়েবসাইটের কাজ কী হবে।

https://www.ted.com/talks এইওয়েবসাইটে অনেক ধরনের ভিডিও পাবেন, মোটেভেশন অনেক ভিডিও পাবেন যেগুলো আপনার জীবনের অনেক কিছু বদলে দিতে পারে।
কী পড়বেন নেক্সট? https://www.whatshouldireadnext.com/ এখানে ভিজিট করেই দেখুন।
আপনি কী নিজের ভাষার পাশাপাশি অন্য ভাষা শিখতে চান? তাহলে https://www.duolingo.com/learn এই ওয়েবসাইটের বিকল্প আর কিছু নেই!!
সাইন্স নিয়ে জানতে জানাতে ভালোবাসেন? তাহলে https://www.instructables.com/ এই ওয়েবসাইট আপনার জন্যই!
লাইফ হ্যাক করা সবারই জীবনের একটি লক্ষ্য থাকে https://www.lifehack.org/ এই ওয়েবসাইট থেকে অনেক কিছু জানতে পারবেন যেগুলো আগে হয়তো আপনি জানেন না!
মন খারাপ হয়ে আছে? একটু হাসতে চান? চলে যান https://www.engrish.com/ এই ওয়েবসাইটে। অথবা https://www.theonion.com/
টাকা দিয়ে কোর্স কিনার সামর্থ্য নাই? ফ্রিতে ভিবিন্ন ওয়েবসাইটের কোর্স করে নিজের স্কিল ডেভলপ করতে চান? চলে যান https://www.real.discount এই ওয়েবসাইটে আর পেয়ে যান প্রিমিয়াম কোর্সের সকল কুপন।
বৃষ্টির সাউন্ড শুনলে সবারই মন ভালো হয়ে যায়, এখন বৃষ্টি তো ১২ মাস হয় না, তাই বলে সমস্যা কী? চলে যান এখানে https://rainymood.com/ আর পেয়ে যান বৃষ্টির সাউন্ড।
আশা করি ওয়েবসাইট গুলো আপনার ভালো লাগবে। সফল ফ্রিল্যান্সারের সাথেই থাকুন। কপি পেস্ট থেকে বিরত থাকুন।

15/10/2020

১০ টি সেরা গুগল ক্রোম এক্সটেনশন। যেগুলো ব্যাবহার করলে আপনার ইন্টারেন্ট ব্রাউজ করা আরেকটু সুন্দর হতে পারে।
আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো ১০ টি সেরা ক্রোম এক্টেনশন নিয়ে যেগুলো ব্যাবহার করলে আপনার ইন্টারনেট ব্রাউজিং করা অনেকটা সহজ আর সুন্দর হতে পারে।

গ্রামারলিঃ আমরা সবাই গ্রামারের সাথে পরিচিত, এই এক্টেনশটি যদি আপনার ব্রাউজারের সাথে কানেক্ট থাকে তাহলে আপনি গ্রামারে যখনি ভুল করবেন তখনি সেটি দেখিয়ে সঠিক বাক্য বলে দিবে। ডাউনলোড করতেঃ https://chrome.google.com/.../kbfnbcaeplbcioakkpcpgfkobkg...

লাস্ট পাসঃ পাসওয়ার্ড ভুলে যাওয়া আমাদের সবারই কমন সমস্যা, লাস্ট পাস এক্সটেনশটি আপনার এই সমস্যা সমাধান করে দিবে। ডাউনলোডঃ https://chrome.google.com/.../hdokiejnpimakedhajhdlcegepl...

ফুল পেইজ স্কিন ক্যাপচারঃ আমরা সবারই স্কিনশট নেওয়া লাগে প্রতিনিয়ত, কিন্তু আমরা হয়তো জানি না চাইলে এক ক্লিকেই যে কোন পেইজের স্কিনশট নেওয়া যাবে https://chrome.google.com/.../fdpohaocaechififmbbbbbknoal... এই এক্সটেনশন দিয়ে।

টিনিআই রিভার্স সার্চঃ এই এক্সটেনশন দিয়ে আপনি আপনার যে কোন ছবির মত মিল আছে এমন কিছু খুজে বের করতে পারেবন সহজেই! ডাউনলোডঃ https://chrome.google.com/.../haebnnbpedcbhciplfhjjkbafij...

Simple Allow Copy: খেয়াল করে দেখবেন অনেক ওয়েবসাইট থেকে আপনি চাইলে কোন কনটেন্ট কপি করতে পারবেন না, যদি আপনার ব্রাউজারে https://chrome.google.com/.../aefehdhdciieocakfobpaaolhip... এই এক্সটেনশটি থাকে তাহলে আপনি সহজেই যে কোন কিছু কপি করতে পারবেন।
এড ব্লকার+: বিজ্ঞাপন দেখতে দেখতে আপনি বিরক্ত? আপনার ব্রাউজারে https://chrome.google.com/.../cfhdojbkjhnklbpkdaibdccddil... এই এক্সটেনশটি থাকলে আপনি আর বিজ্ঞাপন দেখবেন না!

Keywords Everywhere - Keyword Tool: আপনি যদি SEO নিয়ে কাজ করেন এই এক্সটেনশটি আপনার অনেক কাজে লাগবে, কেননা এটির মাধ্যমে আপনি যখন কোন কিছু লিখে সার্চ করবেন তার রিলেটেড সব কিছু দেখতে পারবেন। ডাউনলোডঃ https://chrome.google.com/.../hbapdpeemoojbophdfndmlgdhpp...

CMS ডিটেক্টঃ আমরা সবাই জানতে চাই আমাদের পছন্দের ওয়েবসাইট কোন সফটওয়ার দিয়ে তৈরি করা হয়ছে, যদি আপনার ব্রাউজারে এই https://chrome.google.com/.../hkkdnbjbdnfjmnldiogaepcokpl... এক্সটেনশটি থাকে তাহলে সহজেই দেখতে পারবেন কোন ওয়েবসাইট কোন সিস্টেম ব্যাবহার করে তৈরি করেছে।

ডট ভিপিএনঃ অনেক ওয়েবসাইটে আপনি নর্মালি ভিজিট করতে পারবেন না, তাই https://chrome.google.com/.../mjolnodfokkkaichkcjipfgblbf... এই ভিপিএন এক্সটেনশটি ব্যাবহার করে আপনি যে কোন ব্রাউজারেই সহজে ভিজিট করতে পারবেন।

ColorPick Eyedropper: এটি অনেক মজার একটি এক্সটেনশন। গ্রাফিক্সডিজাইনারদের জন্য অনেক বেস্ট এটি কারণ এই এক্সটেনশটি ব্যাবহার করে আপনি যে কোন ওয়েবসাইট বা যে কোন যায়গার কালার কোড খুব সহজেই কপি করতে পারবেন। ডাউনলোডঃ https://chrome.google.com/.../ohcpnigalekghcmgcdcenkpelff...
এছাড়া আপনি ব্রাউজার দিয়ে স্কিন রেকর্ড করার জন্য https://chrome.google.com/.../ghdgpnnkaoamandppalhfogjlje... এই এক্সটেনশটি ব্যাবহার করতে পারেন।

আশা করি এই এক্সটেনশ গুলোর সাথে আপনি আগে থেকে যদি পরিচিত না থাকেন তাহলে আপনার ভালো লাগবে। ভালো লাগলে আমাদের পেইজের এই https://www.facebook.com/Digital-Marketing-A-to-Z-104522014761237/ লিংক হতে শেয়ার করতে পারেন।
আগামী পর্বে আরো কিছু জনপ্রিয় এক্সটেনশনের নাম শেয়ার করবো।
নোটঃ আপনি যদি মজিলা ব্যাবহার করেন তাহলে উপরের দেওয়া নাম গুলো লিখে সার্চ করলেই মজিলার স্টোরে পেয়ে যাবেন।

08/10/2020

নেই বলতে কিছু নেই যা আছে তাই দিয়ে শুরু করুন, যা না নেই তা পেয়ে যাবেন। (Digital Marketing A to Z)

07/10/2020
Want your business to be the top-listed Advertising & Marketing Company in Puran Bogra?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Puran Bogra
5800

Other Puran Bogra advertising & marketing companies (show all)
Business Email List Business Email List
Majhira Shajhanpur Bogura
Puran Bogra, 5801

I am a database service provider for the Latest Mailing Database company. We provide a high-quality

Syntax Digital Ads Syntax Digital Ads
Jaleswaritola Bogra
Puran Bogra, 5800

We Provide all types of Digital Marketing Services Like Social Media Marketing, Search Engine Market

SMMRJ. COM SMMRJ. COM
Bogra
Puran Bogra, 5870

social media marketing agency Save time managing your social account in one panel. WWW.SMMRJ.COM

Mondol_IT Mondol_IT
Jamil Nagar, Bogura
Puran Bogra, 5800

We aspire to build a Digital Bangladesh. You can work with us if you have a minimal experience on computer literacy. Let's build a digital Bangladesh together & change the world.

Country Number List Country Number List
Bogura
Puran Bogra, 5800

Hello, I'm a database service provider for a latest mailing database company. We provide a high-quali

Asia Email List Asia Email List
Bogura
Puran Bogra, 5801

Hello, I'm a database service provider for a latest mailing database company. We provide a high-quality full list of existing mobile phone numbers We have over 600 million database...

CPA Marketing CPA Marketing
Puran Bogra, 5800

Hello Everyone I am MD Ataur Rahman Managing Director of CPA Marketing - How Learn to Do? CPA Marketing is a Bangla & English tech latest tech For CPA Marketing, Affiliate Marketin...

JAMIL DIGI Solution JAMIL DIGI Solution
NISHINDARA MONDOL PARA
Puran Bogra, 5800

Our aim at reaching targeted audience, making brand Value & achieving business objectives

Fax Number List Fax Number List
Majhira Shajahanpur
Puran Bogra, 5801

Hello, I'm a database service provider for a Latest Mailing Database company. We provide high quality full list of existing mobile phone numbers We have over 600 million database l...

Digital Marketing Agency Digital Marketing Agency
Shajahanpur
Puran Bogra, 5800

I am a professional Digital Marketer

Expert Expert
Puran Bogra

I am Md. Hamidul Islam sujon. I am a digital Marketing Expert,freelancing consultant Expert