BanglaEsia It Solution

Together we are stronger

28/08/2024

জাতীয় দক্ষতামান বেসিক (৩৬০ ঘন্টা) শিক্ষাক্রমের জানুয়ারি-জুন, ২০২৪ সেশনের চুড়ান্ত লিখিত ও ব্যবহারিক পরীক্ষা আগামী ৩০ আগষ্ট ২০২৪ এবং ৩১ আগষ্ট ২০২৪ খ্রিঃ তারিখের পরিক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

19/08/2024

জাতীয় দক্ষতামান বেসিক (৩৬০ ঘন্টা) শিক্ষাক্রমের জানুয়ারি-জুন, ২০২৪ সেশনের চুড়ান্ত লিখিত ও ব্যবহারিক পরীক্ষা আগামী ৩০ আগষ্ট এবং ৩১ আগষ্ট।

16/07/2024

"প্রতিটা ছাত্র-ছাত্রী আমাদের দিকে রত্ন,
তাদের নিয়ে দেখি আমরা কতই না স্বপ্ন!
ভেঙ্গে যেন না যাই রে ভাই তাদের কোমল মন,
মেধাবীদের করতে হবে সঠিক মূল্যয়ন।"

© Khairul Bashar

09/07/2024

#জাতিয়_দক্ষতামান_বেসিক (৩৬০ ঘন্টা) শিক্ষাক্রমের জানুয়ারি টু জুন ২০২৪ সেশনের চুরান্ত লিখিত পরিক্ষা আগামি ২৬ জুলাই ২০২৪ খ্রিঃ তারিখে সকাল ১০.০০ ঘটিকায় বোর্ড কর্তৃক নির্বাচিত পরিক্ষা কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।

সবাই প্রতিষ্ঠান থেকে অফিস চলাকলিন স্ব-স্ব রেজিষ্ট্রেশন কার্ড সংরক্ষণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

25/05/2024
23/05/2024

জাতীয় দক্ষতামান বেসিক (৩৬০ ঘন্ট) শিক্ষাক্রমের জানুয়ারি-জুন-২০২৪ সেশনের রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধির বিজ্ঞপ্তি

জানুয়ারি টু জুন ২০২৪ সেশনের রেজিস্ট্রেশন চলছে লাস্ট ডেট মে মাসের ২৬ তারিখ ২০২৪খ্রিঃ ।

অনেকেই ভর্তি হতে চেয়েছেন......
যারা এখনো ভর্তি হন নায়, তারা উক্ত তারিখের মধ্যে দ্রূত রেজিষ্ট্রেশন করে নিবেন।

কোর্স সমূহঃ
💻 কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন
💻 ফুড এন্ড বেভারেজ প্রোডাকশন
💻 সার্টিফিকেট ইন বিউটিফিকেশন
💻 হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং
💻 গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিঃ
💻 ফাইন আর্টস অ্যান্ড কালচার
💻 সেক্রেটেরিয়াল সায়েন্স
💻 ডাটাবেস প্রোগ্রামিং
💻 অটোক্যাড

ভর্তি হতে প্রয়োজনীয় কাগজপত্র:
১। এক কপি ছবি,
২। এনআইডি/জন্ম নিবন্ধনের এক কপি,
৩। ক্লাস ৮ পাশ/এসএসসি পাশের সার্টিফিকেট/মার্কশিটের এক কপি এবং ভর্তি ফি

যোগাযোগ: ০১৭৪৫৩৩৩৬২৪

22/05/2024

MS Word এ খুব সহজে MCQ/OMR এর মত প্রশ্ন তৈরি করুন।

21/05/2024

জেনে নিন কি ভাগে বাংলা এবং ইংলিশ ফন্ট কীবোর্ড শর্টকাট কমান্ড করে নিবেন।

20/05/2024

আপনি সফল না হওয়া পর্যন্ত কেউ আপনার সফলতার গল্প শুনতে আসবে না

10/05/2024

#লোগো_ডিজাইন সম্পর্কিত কিছু #ভুল_ধারণা।

১. লোগো ডিজাইনে #কোম্পানি কি করে সেটা থাকতেই হবে এমন ধারণা। আপনি যদি #বিশ্বের_বিখ্যাত সব ব্রান্ডগুলোর দিকে তাকান যেমন ( , , ) তাহলে দেখবেন তারা কি করে তা কখনোই তাদের লোগোর মাধ্যমে লিটারেলি ফুটে ওঠে না।যেমন এর #লোগো খাওয়া আপেল হলেও তারা কিন্তু #আপেল_বিক্রি করে না।

২. লোগোতে #সিম্বল থাকতেই হবে এমন ধারণা। #বিখ্যাত অনেক লোগো আছে যারা শুধুমাত্র #টাইপ বেজড। যেমন - , , #ইত্যাদি ।

৩. #ইন্ডাস্ট্রিতে যে-ধরনের লোগো চলতেছে সেরকমটি হতে হবে, #ব্যতিক্রম হওয়া যাবে না। লোগোটিকে #স্টান্ড_আউট করবার জন্য মাঝেমধ্যে #ভিন্নভাবে করার প্রয়োজন পড়ে। আসলে লোগো ডিজাইনেরও #বিবর্তন ঘটে এবং ঘটবেই এটাই #স্বাভাবিক। আগে যেমন #কম্পলেক্স , এবং বিভিন্ন #ইফেক্ট এর ব্যবহার করা লোগো চলত, এখন #সিম্পল, #ফ্লাট, #মডার্ণ এবং #মিনিমালিস্ট লোগো বেশি চলতেছে।

৪. লোগো টাইমলেস হতেই হবে। দুনিয়ার সবকিছুই খুব #দ্রুত_পরিবর্তন হচ্ছে, যুগের সাথে তাল মিলিয়ে। সো লোগোও পরিবর্তিত হবে এটায় স্বাভাবিক। যেমন- দুইদিন আগেই তাদের লোগো পরিবর্তন করলো, তো তাদের লোগো চেঞ্জের পিছনেই িলিয়ন_ডলারের বেশি #ব্যয় করেছে।

৫. লোগো পছন্দসই হতে হবে। লোগো সুন্দর কি সুন্দর না তার চাইতে বেশি #ইম্পর্ট্যান্ট হচ্ছে লোগোটা #ফাংশনাল এবং #এফেক্টিভ কি না।

৬. লোগো ডিজাইন শেখার সময় আমাদের #রুল অফ থাম হিসেবে শিখিয়ে দেয়া হয়েছে এটা #সিম্পল এবং টাইলেস হতেই হবে।
ব্যাপারটা এমন নয় কিন্তু লোগোর অনেকগুলো প্রকারভেদ আছে। যেমন - #মাস্কট এবং #ভিন্টেজ এই ধরনের লোগো গুলো খুব একটা সিম্পল হয় না। অবশ্যই সিম্পল লোগো #বেটার তবে #সবক্ষেত্রে নয়।

সংগ্রহীত
# #গ্রাফিক্স_ডিজাইন #ক্যারিয়ার #কম্পিউটার #দক্ষ_জনশক্তি #আইটিট্রেনিং #বাংলাএশিয়া_আইটি_সল্যুশন #লোগো_ডিজাইন #রংতুলি #ডিজিটাল_আর্ট

09/05/2024

আপনার কোম্পানির লগো #মোশন_ভিডিও প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন।

Ekushey TV



# #গ্রাফিক্স_ডিজাইন #ক্যারিয়ার #কম্পিউটার #দক্ষ_জনশক্তি #আইটিট্রেনিং #বাংলাএশিয়া_আইটি_সল্যুশন #লোগো_ডিজাইন #রংতুলি #ডিজিটাল_আর্ট # #

08/05/2024

#লাল_কালার আপনার #ব্যবসায়ের #ব্র্যান্ডিং এ কি কি প্রভাব ফেলতে পারে এবং লাল কালার কখন কি উদ্দেশ্যে ব্যবহার করবেন?

#লাল একটি #পাওয়ারফুল #কালার। কারন এটি #উৎসাহ_বৃদ্ধি করে, এটি #ভালবাসার_রঙ এবং এটি #আবেগ #অনুভুতির সাথে #সম্পৃক্ত। এটি যখন #সঠিক_পদ্ধতিতে_ব্যবহৃত হয়, তখন এটি একটি #শক্তিশালি #বন্ধুত্বপুর্ন #অনুভুতি #প্রদর্শন করে। কিন্তু কিছু ক্ষেত্রে এই কালার #বিপজ্জনক এবং #আক্রমনাত্বক সংকেতও দেয়। এটি খুব #দ্রুত #অডিয়েন্স এর #মনোযোগ _আকর্ষন করে, তবে #নেতিবাচক দিকগুলো এড়াতে লাল কালার খুব কম ব্যবহার করা ভাল। লাল কালার এর সবচেয়ে #পাওয়ারফুল_বৈশিষ্ট হল: এটি দেহের #পাল্স, #রক্তচাপ এবং #ক্ষুধা #বৃদ্ধিতে সহায়তা করে।
এই #বৈশিষ্টগুলো বিবেচনা করলে প্রাথমিকভাবে ধরে নেয়া যায়, #খাবার_রিলেটেড_ব্র্যান্ড এর জন্য লাল একটি #আদর্শ_কালার। বড় বড় খাবারের #ব্র্যান্ডগুলো তাই করেছে। যেমন:

০১. #ম্যাক_ডোনাল্ডস
০২. #কেএফসি
০৩. #কোকাকোলা

এবারে আসুন মানুষের আগ্রহ এবং #উৎসাহ বৃদ্ধিতে লাল কালার কিভাবে কাজ করে। দু’টি ব্র্যান্ড এর উদাহরন দেই:

০১. #ইউটিউব
০২. #নেটফ্লিক্স

এই দুটি #প্ল্যাটফরম তাদের #ব্র্যান্ড কালারের মাধ্যমে আমাদেরকে #উৎসাহ দিয়ে থাকে। এবং আমরাও প্রতিদিন একবার হলেও তাদের #প্ল্যাটফরম_ব্যবহার_করি।

সংগ্রহীত
# #গ্রাফিক্স_ডিজাইন #ক্যারিয়ার #কম্পিউটার #দক্ষ_জনশক্তি #আইটিট্রেনিং #বাংলাএশিয়া_আইটি_সল্যুশন #লোগো_ডিজাইন #রংতুলি #ডিজিটাল_আর্ট

07/05/2024

জাতীয় দক্ষতামান বেসিক (৩৬০ ঘন্টা) শিক্ষাক্রমের জানু-জুন, ২০২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার বিজ্ঞপ্তি

রেজিস্ট্রেশন চলছে.........

📅 সেশনঃ জানুয়ারী টু জুন ২০২৪

কোর্স সমূহঃ
💻 কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন
💻 ফুড এন্ড বেভারেজ প্রোডাকশন
💻 সার্টিফিকেট ইন বিউটিফিকেশন
💻 হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং
💻 গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিঃ
💻 ফাইন আর্টস অ্যান্ড কালচার
💻 সেক্রেটেরিয়াল সায়েন্স
💻 ডাটাবেস প্রোগ্রামিং
💻 অটোক্যাড

সার্টিফায়েড প্রফেশনাল প্রশিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে কোর্সগুলো পরিচালিত হয়ে থাকে। এ ছাড়া রয়েছে নিজস্ব জব পোর্টালের মাধ্যমে চাকরির সহায়তা ও ইন্টার্নশিপের ব্যবস্থা। যারা কর্মব্যস্ত তাদের জন্য রয়েছে সান্ধ্যকালীন ক্লাসের ব্যবস্থা। ন্যূনতম জিএসসি পাস যে কোনো বয়সের যে কেউ কোর্সগুলোতে ভর্তি হতে পারবেন।

প্রফেশনাল প্রশিক্ষণের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠান গত কয়েক বছরে বেকার যুবক/যুবমহিলাদের কর্মোপযোগী করে গড়ে তুলেছে, যাদের অনেকেই এখন নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত।

বিশেষ দ্রষ্টব্যঃ যাদের দক্ষতা আছে কিন্তু সরকারি সার্টিফিকেট নাই তারাও রেজিস্ট্রেশন করে সরকারি সার্টিফিকেট অর্জন করতে পারবেন।

📞 আজই যোগাযোগ করুন ০১৭৪৫৩৩৩৬২৪

07/05/2024

#নীল একটি বহুল ব্যবহৃত #ব্র্যান্ড_কালার এবং প্রায় সবাই পছন্দ করে
ব্র্যান্ড কালার হিসেবে এটি একটি #দুর্দান্ত #কালার, কারন এটি সুশীল, #বিশ্বস্ততা, #দায়বদ্ধতা এবং #নির্ভরতার অনুভুতি দেয়। লাল কালার যেমন #শারীরিক #প্রতিক্রিয়ার #সৃষ্টি করে, তেমনি #নীল_কালার #মানসিক প্রতিক্রিয়া বেশি সরবরাহ করে। তবে এটি যদি আপনি অতিরিক্ত ব্যবহার করেন সেক্ষেত্রে এটি #ঠান্ডা, #দুরত্ব এবং কিছুটা প্রতিকুলতার অনুভুতি দিবে।
নীল কালারের অনেকগুলো #ক্যাটাগরী আছে, এর একেকটা একেক রকম #অর্থ বহন করে, যেমন:
০১. #ফ্যাকাশে_নীল (Pale Blue): #সৃজনশীলতা, #স্বাধীনতা, #অনুপ্রেরণা
০২. #আকাশী_নীল (Sky Blue): #শান্ত, #নিঃস্বার্থ, #হেল্পফুল
০৩. #আজুর_নীল (Azure Blue): #দৃঢ়প্রতিজ্ঞ, #উদ্দেশ্যমূলক, #উচ্চাকাঙ্ক্ষী
০৪. #নেভী_ব্লু (Navy Blue): #দায়বদ্ধ, #সিরিয়াস, #জ্ঞানী
০৫. #ফিরোজা (Turquoise): #স্পষ্টতা, #সম্প্রীতি, #আত্ম_প্রকাশ
এই ৫টি ছাড়াও #নীল কালারের আরও কিছু ক্যাটাগরী আছে যেগুলো ছবিতে দেখতে পাচ্ছেন।
বড় বড় কোম্পানীগুলো নীল কালার ব্যবহার করে সফলভাবে ব্র্যান্ডিং করছে, যেমন: #ফেইসবুক, #টুইটার, #লিঙ্কডইন, #জুম, #স্কাইপ, #পেপাল, #স্যামসাং, #ফোর্ড ইত্যাদি। এবং এই সবগুলো ব্র্যান্ড যদি আমরা বিশ্লেষন করি তাহলে ‍দেখা যায় এরা প্রত্যেকেই #সৃজনসীলতা, #হেল্পফুল, #উচ্চাকাঙ্ক্ষী, #সিরিয়াস, #স্পষ্টতা, #বিশ্বস্ততা এবং #নির্ভরতার #প্রতিক বহন করে।

সংগ্রহীত
# #গ্রাফিক্স_ডিজাইন #ক্যারিয়ার #কম্পিউটার #দক্ষ_জনশক্তি #আইটিট্রেনিং #বাংলাএশিয়া_আইটি_সল্যুশন #লোগো_ডিজাইন #রংতুলি #ডিজিটাল_আর্ট

06/05/2024

গ্রুপ
এর শর্টকাট
কী বোর্ড কমান্ড কি?

05/05/2024

একটি #বেগুনি #লোগো: এটি কি আপনার #ব্র্যান্ডের জন্য সেরা #কালার?
বেগুনী একটি #সেকেন্ডারি কালার, এটি লাল এবং নীল এর #মিশ্রনে #তৈরি হয়।

এর ফলে আপনি লাল এর শক্তি ও ক্ষমতা এবং নীল এর #নির্ভরযোগ্যতা ও #স্থায়িত্বের #অনুভুতি একসাথে পাবেন। বেগুনী কালার মুলত #রয়্যালিটি, #সাহস, #ম্যাজিক এবং #রহস্যের সাথে সম্পর্কিত। তবে এটি অতিরিক্ত ব্যবহারে #বিভ্রান্তি এবং #অন্তর্দৃষ্টি তৈরি করতে পারে।

বেগুনী কালার সাধারনত পুরুষদের তুলনায় মহিলারা বেশি পছন্দ করে। #আন্তর্জাতিক #মহিলা_দিবস এর লোগোর জন্য এই কালারটি বেছে নেয়া হয়েছিল। এই কালার #নারীদের #সাফল্যের প্রতিক হিসেবেও ব্যবহৃত হয়।

এছাড়া কিছু #কোম্পানী তাদের #রয়্যালিটি #প্রদর্শনের জন্য বেগুনী কালারে #ব্র্যান্ডিং করছে। যেমন:

০১. #বেনকিউ
০২. #হলমার্ক
০৩. #ক্যাডবারি
০৪. #ইয়াহু

অনেকে হয়তো ইতোমধ্যেই বেগুনি কালার ব্যবহার করছেন/করবেন, তবে এবার অবশ্যই এই কালারের #বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নিবেন। যদি উল্লিখিত বৈশিষ্টের সাথে আপনার ব্র্যান্ডের কাজ এবং #দৃষ্টিভঙ্গি মিলে যায় এবং #কাস্টমার এটিকে #পজিটিভলি গ্রহন করে, তাহলে অবশ্যই বেগুনী আপনার ব্র্যান্ডের জন্য সেরা কালার।

সংগ্রহীত

# #গ্রাফিক্স_ডিজাইন #ক্যারিয়ার #কম্পিউটার #দক্ষ_জনশক্তি #আইটিট্রেনিং #বাংলাএশিয়া_আইটি_সল্যুশন #লোগো_ডিজাইন #রংতুলি #ডিজিটাল_আর্ট

04/05/2024

#পিঙ্ক #কালার কি সুধুই মেয়েলি কালার? অন্য ব্র্যান্ডের ক্ষেত্রে এটি ব্যবহৃত হলে কি ধরনের অর্থ প্রদর্শন করবে?

পিঙ্ক কালার সম্বন্ধে অনেকের মনে একটা সাধারন ধারনা হল, কোম্পানীগুলো এটি সুধুমাত্র মহিলাদেরকে আকৃষ্ট করার জন্য ব্যবহার করে। কিন্তু এটির আরও কিছু মিনিং আছে, যেমন: এটি #সুইট , #সুন্দর , #ফানি , #রোমান্টিক , #মনোমুগ্ধকর , মেয়েলি এবং কোমলতা প্রকাশ করে। এছাড়া এটি #বন্ধুত্ব , #স্নেহ , #সম্প্রীতি , #মানষিক_প্রশান্তি ইত্যাদি বিষয়গুলো #রিপ্রেসেন্ট করে।

#ব্র্যান্ডিং এর ক্ষেত্রে যদি #লাল কালার খুব বেশি তীব্র মনে হয় তাহলে পিঙ্ক বিবেচনা করতে পারেন, কারন এটি #তীব্রতার #পরিবর্তে #নমনীয়তার #অনুভুতি দেয়। তবে এটি অত্যাধিক ব্যবহারে #ইম্যাচুউরিটি , #দুর্বলতা এবং #অডিয়েন্সের কাছে গুরুত্বহীন মনে হতে পারে।
পিঙ্ক কালারকে ব্র্যান্ড কালার হিসেবে ব্যবহার করছে এমন বেশকিছু পরিচিত কোম্পানী আছে, এবং তারা এই কালারের বৈশিষ্ট্যগুলো অডিয়েন্স এর কাছে সফলভাবে তুলে ধরছে, যেমন:

০১. ্ড_জনসন (কোমলতা: যদিও তাদের আরও কয়েকটি কালার আছে)
০২. #ডানকিন_ডোনাটস (ফানি এবং সাথে অরেঞ্জ কালারের ক্ষুধাবর্ধক বৈশিষ্ট)
০৩. #কসমোপলিটান (মেয়েলি: ম্যাগাজিন)
০৪. #নাইকা (মেয়েলি: বিউটি প্রোডাক্ট নিয়ে তারা কাজ করে)

সংগ্রহীত..

#ব্র্যান্ড #লোগো #ডিজিটাল_আর্ট #রংতুলি #লোগো_ডিজাইন #বাংলাএশিয়া_আইটি_সল্যুশন #আইটিট্রেনিং #দক্ষ_জনশক্তি #ক্যারিয়ার #গ্রাফিক্স_ডিজাইন

02/05/2024

#লোগো #ডিজাইন দেখতে খুব সহজ মনে হলেও, একটি #পারফেক্ট লোগোর জন্য অনেক ডিটেইল এবং ডিসিশন মেকিং জড়িত থাকে।

কেম্পানীর লোগো ডিজাইনের সময় কিছু পয়েন্ট সম্পর্কে পর্যালোচনা করতে হেয়। যেমন:

০১. ব্যবহারযোগ্যতা: এটি যেন প্রতিটি সার্ফেসএ এবং প্রতিটি সাইজে এডজাস্ট হয়। এটি কম্পিউটার স্ক্রিন থেকে শুরু করে মোবাইল ডিভাইস, #সোশাল_মিডিায় প্ল্যাটফরম, #ওয়েবসাইট , বিজনেস কার্ড এবং অন্যান্ন প্রিন্ট ম্যাটেরিয়ালগুলিতে যেন খুব সহজভাবে ব্যবহৃত হয়।

০২. শেপ: এটি যেন খুব চওড়া এবং খুব লম্বা না হয়, তাহলে যে কোন ডিজাইনে/সার্ফেসে এটি দেখতে দৃষ্টিকটু লাগবে।

০৩. টাইপফেস: লোগো যদি #ওয়ার্ডমার্ক হয়ে থাকে তাহলে টাইপফেস আলাদা ইমোশন তৈরি করে থাকে। যেমন: #ফেইসবুক

০৪. #কালার : সঠিক কালার নির্বাচন করা একটি #ব্র্যান্ড তাদের #কম্পিটিটর থেকে আলাদাভাবে উপস্থাপন করে। যেমন: #কোকাকোলা (লাল) এবং পেপসি (নীল)।

০৫. সরলতা: সিম্পল লোগো সবসময়ই বেস্ট। আর জটিল লোগো সবগুলো সাইজে ঠিকমত কাজ করে না, এবং এটা মেমোরেবলও না।

লোগো ডিজাইনে আরও অনেক বিষয় নিয়ে গবেষনার দরকার হয়, পরবর্তী #পোষ্ট সেই বিষয়গুলো নিয়ে লিখব #ইনশাআল্লাহ।

© Naim Zaman

# #লোগো #রংতুলি #লোগো_ডিজাইন #বাংলাএশিয়া_আইটি_সল্যুশন #স্কিল_ডেভলপ #আইটিট্রেনিং #কম্পিউটার #স্কিলডেভেলপমেন্ট #দক্ষ_জনশক্তি #ক্যারিয়ার #গ্রাফিক্স_ডিজাইন

02/05/2024

- কিভাবে একটি ইউনিক লোগো ডিজাইন করবেন?

লোগো ডিজাইনের কতগুলো স্টেপ আছে, যেগুলো ফলো করলে একটি ইউনিক ডিজাইন পাওয়া সম্ভব:

০১. প্রথমেই, আপনার লোগো ডিজাইন কেন দরকার তা বুঝুন।
০২. আপনার ব্র্যান্ডের কোর পার্সোনালিটি নির্ধারন করুন।
০৩. ডিজাইন ইনস্পায়ারেশন খুজুন, সহকর্মীদের সাথে ব্রেইনস্টর্মিং করুন।
০৪. আপনার কম্পিটিটরদের চেকআউট করুন।
০৫. ডিজাইন স্টাইল পছন্দ করুন।
০৬. কালারের বিষয়ে মনযোগ দিন।
০৭. সঠিক টাইপোগ্রাফি বেছে নিন।
০৮. আপনার ডিজাইনার এর সাথে যোগাযোগ করুন।

সবগুলো বিষয় নিয়ে গবেষনা শেষে, এবার ডিজাইন শুরু করার পালা। আপনার ডিজাইনটি ইউনিক এবং নিখুঁত হওয়া নিশ্চৎ করার জন্য, প্রথম নিয়মটি হল একজন ডিজাইনারের সাথে মিলে কাজ করা এবং তার সাথে ক্লিয়ার যোগাযোগ রক্ষা করা। এতে সে আপনার ব্র্যান্ড সম্পর্কে এবং আপনার চাহিদা সম্পর্কে ভালোমত বুঝতে পারবে।

ডিজাইনের সুবিধার্থে, কোম্পানীর প্রয়োজনীয় ডিটেইল, লিখিত আকারে দিলে ভাল। এবং এজন্য তাকে কিছুটা বিশ্বাস করতে হবে। এই ব্যাপারটি শুনতে একটু গোলমেলে লাগতে পারে; তবে, আপনি এবং আপনার ডিজাইনার যখন একইসাথে মিলে কাজ করবেন তখন একটি সেরা আউটপুট বেরিয়ে আসবে।

সংগ্রহীত

#লোগো #ব্র্যান্ড #ডিজিটাল_আর্ট #রংতুলি #লোগো_ডিজাইন #বাংলাএশিয়া_আইটি_সল্যুশন #স্কিল_ডেভলপ #আইটিট্রেনিং #দক্ষ_জনশক্তি #ক্যারিয়ার #গ্রাফিক্স_ডিজাইন

01/05/2024

পহেলা মে যেভাবে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালন শুরু হয়েছিল.......

১৮৮৬ সালে ব্রিটিশ সমাজ সংস্কারক রবার্ট ওয়েনের এক চিন্তা থেকে, যুক্তরাষ্ট্রজুড়ে ট্রেড ইউনিয়নগুলো দিনে ৮ ঘণ্টা কাজের দাবিতে এক বিরাট প্রতিবাদ কর্মসূচি শুরু করে।

রবার্ট ওয়েন ৮ ঘণ্টা কাজের দাবি পূরণে স্লোগান ঠিক করেন, 'আট ঘণ্টা কাজ, আট ঘণ্টা বিনোদন এবং আট ঘণ্টা বিশ্রাম'।

সবচেয়ে বড় আন্দোলনটা হয় পহেলা মে শিকাগোতে, যেখানে প্রায় ৪০ হাজার শ্রমিক সমবেত হন।

সে সময় কারখানায় কোন নির্দিষ্ট কর্মঘণ্টা বা বিশ্রাম ছাড়াই টানা কাজ করে যাওয়াটা স্বাভাবিক ছিল। আর সেসময় শিকাগো ছিল যুক্তরাষ্ট্রের শিল্পকারখানা ও ইউনিয়ন সংগঠনগুলোর কেন্দ্র।

পরবর্তী কয়েক দিনে এই আন্দোলনকে ব্যবসায়ী ও রাজনীতি মহল পছন্দ না করলেও, আরও হাজার হাজার ক্ষুব্ধ শ্রমিক ও আন্দোলনকারী এতে যুক্ত হতে থাকেন।

পরবর্তীতে এই আন্দলন সফল হয়। সেই থেকে ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালন শুরু হয়েছিল।

30/04/2024

কালো #লোগো আপনার #ব্র্যান্ড এর জন্য সেরা কিনা তা কীভাবে বুঝবেন এবং এটি কি রিপ্রেজেন্ট করে?

কালো রঙটি স্বাধীনতা, নিয়ন্ত্রন এবং গুরুত্ব এর সাথে সম্পর্কিত। এছাড়া এটি শৃঙ্খলা, শক্তি, সমৃদ্ধি, লাক্সারি এবং সাক্সেস এর সাথেও সম্পর্কিত। ব্র্যান্ড এর লোগোতে কালো রঙ ব্যবহারের মাধ্যমে আপনি কর্তৃত্ব, শক্তিমত্তা এবং ফর্মাল আবহ তৈরি করতে পারেন।

কালো রঙ এর এই ব্যাপারগুলো দুর্দান্ত, কিন্তু যখন আপনি এটিকে মৃত্যু, রহস্য এবং হতাশার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত হিসেবে বিবেচনা করবেন তখন বৃহত্তর ডিজাইনে নেতিবাচকতা পড়বে।

যা এড়াতে টেক্সট/ফন্টগুলো বোল্ড/হেভি করা এবং পাঠক যাতে সহজে পড়তে পারে এমনভাবে উপস্থাপন করা উচিৎ, যাতে বড় ডিজাইনে রঙ এর নেগেটিভ বিষয় হাইলাইট না হয়।

প্রোডক্ট প্যাকেজিংএ ব্যবহার করার সময়, কালো একটি শক্তিশালি এবং ইমপ্রেসিভ প্রভাব তৈরি করতে পারে, এমনকি প্রোডাক্টগুলি আরও স্টাইলিশ এবং লাক্সারিয়াস বলে মনে হয়।

কালো রঙএ ব্র্যান্ডিং করা কোম্পানীগুলো সাধারনত অনেক বেশি সিকিউর এবং শক্ত অবস্থানে থাকে। তাদের কাছে নিজেদের এটেনশন এর গুরুত্ব কম। তারা মনে করে তাদের রেপুটেশনই তাদের পক্ষে কথা বলবে, তাদের শক্তি, স্থায়িত্ব এবং মান জানাতে রঙ এর প্রয়োজন হয় না।

এরকম কিছু কোম্পানীর উদাহরন:
০১. #গুচি
০২. #অ্যাপল
০৩. #পুমা
০৪. #আডিডাস
০৫. #নাইক
০৬. #সনি

কালো রঙ এর একটি সফটার ভার্সন হল গ্রে। #ব্র্যান্ড_কালার হিসেবে এটিও ভাল যদি আপনি সলিড কালোর নেগিটিভ বিষয়গুলো এড়াতে চান। অ্যাপল তাদের লোগোতে কালো এবং গ্রে দুটি রঙই ব্যবহার করছে।

সংগ্রহীত

#ডিজিটাল_আর্ট #রংতুলি #লোগো_ডিজাইন #লোগো #বাংলাএশিয়া_আইটি_সল্যুশন #স্কিল_ডেভলপ #আইটিট্রেনিং #কম্পিউটার #দক্ষ_জনশক্তি #স্কিলডেভেলপমেন্ট #গ্রাফিক্স_ডিজাইন #

29/04/2024

ব্র্যান্ডিংএর ক্ষেত্রে সবুজ কালার কি ধরনের অর্থ বহন করে?
সবুজ এমন একটি কালার যা ভারসম্য এবং সম্প্রীতির সাথে জড়িত এবং হলুদ কালারের কিছু গুনাবলীও এর মধ্যে আছে (যেমন: আনন্দ এবং উল্লাস) । সবুজ একটি কমন কালার, কারন পুরো প্রকৃতি জুড়েই এটি দেখা যায়। তবে এর কিছু বৈশিষ্ট যদি আমরা বিশ্লেষেন করি তাহলে দেখা যায়, এটি জীবনমুখী, শান্তি, সমৃদ্ধি এবং আয়-উপার্জন এর সাথে সম্পৃক্ত। স্ট্রেস রিলিফ এর জন্য সবুজ একটি গুরুত্বপুর্ন কালার। তবে এটির ছোটখাটো নিছু নেতিবাচক দিকও রয়েছে যেমন, এটি বস্তুবাদ এবং অত্যধিক কন্ট্রোল এর একটা অনুভুতি প্রকাশ করে।
ইন্ডাস্ট্রীভেদে, ব্র্যান্ড কালার হিসেবে সবুজ একটি আদর্শ কালার। এটি বিশ্বস্ততার অর্থ বহন করে। যেমন, আপনার কোম্পানীর মাধ্যমে আপনি যদি বিশ্বাস এবং নিরাপত্তা এই দু’টি বিষয় প্রমোট করতে চান তাহলে সবুজ আপনার জন্য আদর্শ কালার। যেই যেই ধরনের ব্র্যান্ডের ক্ষেত্রে সবুজ কালার ব্যবহার করা যেতে পারে, যেমন: কোন ফিন্যান্সিয়াল এজেন্সি, প্রাকৃতিক পন্য, অর্গানিক পন্য, স্বাস্থ্য বিষয়ক ব্র্যান্ড ইত্যাদি।
সবুজ কালার ব্যবহার করে সফল ব্র্যান্ডিং করেছে এমন কিছু প্রতিষ্ঠানের উদাহরনগুলো হল:

০১. পুবালী ব্যাংক লিমিটেড
০২. মধুমতি ব্যাংক লিমিটেড
০৩. কার্লসবার্গ গ্রুপ
০৪. ম্যারিকো
০৫. হোল ফুডস মার্কেট

সংগ্রহীত

26/04/2024

যুগের সাথে নিজেকে খাপ খাওয়াতে হবে।

নিচের ছবিতে দেখানো হয়েছে কিভাবে কম্পিউটারাইজড আর্ট এসে রংতুলি ব্যবহার করা শিল্পীদের আয় বন্ধ করে দিয়েছে।

তবে আমার কথা হলো, রংতুলি ব্যবহার করে ছবি আকতে কেউ নিষেধ তো আর করছে না, তবে যুগ পাল্টেছে তাই এখন #রংতুলি দিয়ে হাতে আঁকা ছবিকে যদি ডিজিটালাইজ করা যায় তার মূল্য অনেক। আবার এটাও আমাদের মাথায় রাখতে হবে যে, প্রথমে ছবি কিন্তু হাতে আকার মাধ্যমেই এই অঙ্কন শিল্পীর সুচনা এরপর আসে রংতুলির ব্যবহার এবং বর্তমানে সেটা একটা ডিজিটাল রুপ পেয়েছে।

এখন কোন আর্টিস্ট যদি বহুদিন যাবত কষ্ট করে নিজের হাতে আকা ছবিকে নিজেই বা অন্য #ডিজিটাল_আর্ট জানা কাউকে হায়ার না করে কোন ছবিকে ডিজিটালাইজ না করে বসে থাকে তাহলে সে দায়ভার কার বলেন?

প্রথমে মানুষ গুহার দেয়ালে বা গাছের গায়ে ছবি আকত এরপর সেটা এভাবেই বিবর্তনের মাধ্যমে বর্তমান অবস্থায় পৌছেছে। তাই আমাদের পরিবর্তনকে মেনে নিতে হবে, এবং তার সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে হবে।

সংগ্রহীত

23/04/2024

এমএস ওয়ার্ডে Double underline করার কিবোর্ড কমান্ড কি?

16/04/2024

ঈদুল ফিতরের ছুটি শেষে আগামীকাল থেকে আমাদের সকল কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ।

Want your school to be the top-listed School/college in Puran Bogra?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

MCQ প্রশ্ন কি ভাবে করবেন?
MS Word এ খুব সহজে MCQ/OMR এর মত প্রশ্ন তৈরি করুন।
জেনে নিন কি ভাগে বাংলা এবং ইংলিশ ফন্ট কীবোর্ড শর্টকাট কমান্ড করে নিবেন।#keyboard #msword #shortcuts #viralreelsシ #viralr...
জেনে নিন কি ভাগে বাংলা এবং ইংলিশ ফন্ট কীবোর্ড শর্টকাট কমান্ড করে নিবেন।#keyboard #shortcuts #msword
Ekushey TV ETV Motion Video
Ekushey TV ETV Motion Video
#viralreels #ব্র্যান্ড #banglaesia_it_solution #trendvideo #skilldevelopment #trendingreels #trendingnow #videoanimation...
#banglaesia_it_solution ##viralreels #graphics #graphicdesign #গ্রাফিক্স_ডিজাইন #trendingreels #banglaEsia_IT #graphicde...
#banglaesia_it_solution #GraphicDesign #graphicdesigner #graphics #videos #fbrells #fbviral #fbvideoreels #videorellsfac...
#banglaesia_it_solution #banglaEsia_IT #graphicdesign #graphics #graphicdesigner #গ্রাফিক্স_ডিজাইন #viralpost #viralreel...

Telephone

Address


Thana More, Chakjadu Road, Bogra Shadar
Puran Bogra
5800

Other Computer Training in Puran Bogra (show all)
Creative Earning Creative Earning
Jail Road, Jaleshwaritola
Puran Bogra, 5800

#CreativeEarning ( ক্রিয়েটিভ আর্নিং ) is an institution where we gr

ICT Institute, Govt. A H College, Bogura ICT Institute, Govt. A H College, Bogura
A. H. College, Kamargari
Puran Bogra, 5800

1 year Diploma In Computer Science and Application (DCSA) 6 months (360 hours ) National Skills Basic Certificate Course (CCOA)

ITVillage Foundation ITVillage Foundation
Puran Bogra, 5800

This page is primarily intended for graphic design related online work. Many types of computer related training are given here. If you are interested in working, we must register s...

Dolphin_IT and Computer Training Institute Dolphin_IT and Computer Training Institute
Altaf Bela Plaza, Bou Bazar, Aziz Ahmed Taki Road, Bogura 5800
Puran Bogra, 5801

Dolphin_IT and Computer Training Institute Is professional training institute, Located in Bogura Sadar, Bogura.

Coder It Coder It
NIshindara Karbalagura Sodor
Puran Bogra, 5800

we are providing freelancing services.

FCTC FCTC
Nimtola, Shibganj, Bogra
Puran Bogra

আমরা যুব সমাজকে নিয়ে কাজ করে সমাজকে উ

Exposed it Solutions Exposed it Solutions
Uposhohor
Puran Bogra, 5800

GM Consultancy Limited

সমতল আইটি ট্রেনিং ইন্সটিটিউট লিমিটেড সমতল আইটি ট্রেনিং ইন্সটিটিউট লিমিটেড
Puran Bogra, 5826

Samatal IT Is One Of The Best IT Training Institutes For The Beginners. To Setup #IT_Institutes Of #

CADD Bogura CADD Bogura
Colony, Bogura, Rājshāhi
Puran Bogra, 5800

Our aims and objectives are to make skillful by teaching engineering students to all the students in

Pioneer Technical Training Academy Pioneer Technical Training Academy
Rahman Monjeel, Wapdagate, Puranbogra, Bogura
Puran Bogra, 5800

আমাদের লক্ষ্যঃ জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করা!

Infotech Computers Infotech Computers
Kamar Gari, Bogra
Puran Bogra, 5800

Cafe, Training of Diploma cources

MH Digital agency MH Digital agency
Dhaka
Puran Bogra, 5800

Facebook marketing, page create, Facebook monitaigation, YouTube Marketing training project.