Jr. Pabel PhotoGraphy
আমার পেজটিকে লাইক এবং ফলো করার জন্য অসংখ্য ধন্যবাদ,,,আশা করি লাইক কমেন্ট করে সব সময় পাশে থাকবেন,,,,
হঠাৎ দেখে ভালোলাগা🥰ক্রাসও বলা যায়☺
Device : Canon 700D
Click & Edit : Jubaur Rahman Pabel
দুবেলা ভাত না পেলে তৃতীয় বেলায় মানুষ সমস্ত প্রেম, ভালোবাসা, মোহ, মুগ্ধতার বিনিময়ে মানুষ একমুঠো ভাত চেয়ে বসতে পারে।🙂🙂
জীবনভর ভালোবাসা পাওয়ার চেয়ে প্রতি বেলায় পেট ভরে পাওয়া বেশি জরুরি।পৃথিবীতে কেবল ক্ষুধায় সত্য বাকি সব বিলাসিতা!!!😒
কেন জানি কাউকে মেপে মূল্য দিতে পারিনাই কখনো। ভেবেছি প্রয়োজনে যে পাশে থাকেনি, তার প্রয়োজনে আমিও মুখ ফিরিয়ে নেবো। সেটাও পারি না মাঝেসাঝে কাউকে হয়তো ইটের জবাবে পাটকেল ছুড়তেও ইচ্ছা হয়েছে। তবে, পরক্ষণেই ক্ষমা করে ভুলে গেছি। আসলে মানুষ আমাকে যেভাবে ট্রিট করে, আমি তাদের তার ভিত্তিতে ট্রিট করতে পারি না। কারো প্রতি ক্ষোভ পুষে রাখতে পারি না। অন্যায়ের জবাবও ভালোবাসা দিয়ে দিতে ইচ্ছা হয়। এভাবে বেঁচে থাকা কিছুটা কঠিনই হয়তো। তবে, আফসোসও নেই অবশ্য! "কে কেমন" সেটার চেয়ে "আমি কেমন" এটাই আমার কাছে বেশি জরুরি! নিজের কাছে নিজে সৎ, ও ঠিকঠাক থাকতে পারলেই মনে শান্তি লাগে! ❤️
অনেকদিন পর এডিটের ইচ্ছা জাগলো🥰🥰
একটা সময় খুব করে বড় হতে চাইতাম।মনে হতো বড় হলেই বোধয় জীবনটা আরো সুন্দর হয়ে উঠবে।
কিন্তু বড় হবার পর বুঝতে পারছি ধীরে ধীরে এক কঠিন জীবনের মুখোমুখি হচ্ছি।ক্যারিয়ার টেনশন,ভবিষ্যৎ চিন্তা-ভাবনা,কদিন পরপর বাবা-মায়ের অসুস্থতা,ফ্যামিলি ক্রাইসিস আরো কতো রকমের সমস্যার সম্মুখীন হতে হয়।
মাঝেমাঝে এই জীবনটাকে টেনে নিয়ে যেতে ভীষন ক্লান্ত লাগে।এই জীবনটাকে ফেলে রেখে-আমার আবারো ছোট হয়ে যেতে ইচ্ছে হয়।শৈশবের বন্ধুগুলোকে নিয়ে আড্ডায় মেতে উঠতে ইচ্ছে করে।স্কুল ফাকি দিয়ে বন্ধুদের সাথে ঘুরতে যেতে ইচ্ছে করে।
মায়ের ওড়নায় গুজিয়ে রাখা টাকা নিয়ে মুদির দোকানে ছুটে যেতে ইচ্ছে হয়।।বাবার কাছে গিয়ে বারবার দু-টাকার জন্য আবদার করতে ইচ্ছে করে।
মাঝেমাঝে চিৎকার করে বলতে ইচ্ছে করে-আমার এ জীবন ভাল্লাগে না।আমি আবারো শৈশবে ফিরে যেতে চাই।
জীবনে বেশী প্রত্যাশা রাখাটাই বোকামী।যাপিত জীবনের শূন্যতায়,প্রত্যাশাগুলোই মানুষকে চরমভাবে ভোগায়।প্রত্যাশা যখন প্রত্যাখ্যাত জীবন তখন অসহনীয়।
নিজের চেয়ে,আপনজনদের প্রত্যাশা পূরণ করতে না পারার মতো দুর্বিষহ কষ্ট আর হয় না।ফিকে হয়ে আসে জীবনের রং।এখন শুধু অপেক্ষা!সব আয়োজন গুছিয়ে অলিগলি ধরে পথচলা অনন্তের পথে।
এখন আর সূর্যাস্তের আগে ঘরে ফিরতে ইচ্ছে করে না।ইচ্ছে হয় সবাই যখন ঘুমোয়,চুপিচুপি ঘরে ফিরি।আবার কাকডাকা ভোরে বেরিয়ে পড়ি। আমার দিকে একবুক প্রত্যাশা নিয়ে চেয়ে থাকা দৃষ্টির সামনে নিজেকে অপরাধী মনে হয়।বড্ড অপরাধী মনে হয়.....
স্বপ্নভঙ্গের ইতিকথা!!!!
জীবনটা সংক্ষিপ্ত! প্রাণ খুলে হাসুন,মন থেকে বাঁচুন! খুব ছোট ছোট কারণ বেঁচে থাকার জন্য যথেষ্ট! ভাল থাকার জন্য বিশেষ কিছু লাগেনা..❤️🌸
Wish🥰😍🥰
📷🎨🆗
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Website
Address
Puran Bogra