Badsha Homeo Hall বাদশা হোমিও হল
ডিক্স প্রলাপস ক্যান্সার,ডায়াবেটিস,যৌন, হার্ট ব্লক,ব্রেন স্ট্রোক, কিডনি ড্যামেজ, -০১৯১৬৭২২৮১৬
হোমিওপ্যাথিক ঔষধে গত ১৩ বছরে আমরা পিএলআইডি (PLID) জনিত প্রায় ১০,০০০ + বা এর বেশি জটিল ও কঠিন কোমড় ব্যথার রোগীকে চিকিৎসা দিয়ে স্থায়ী আরোগ্য করতে পেরেছি । তাই ব্যথানাশক , ফিজিওথেরাপী ও অপারেশন এর পিছনে আর না ছুটে আমাদের চিকিৎসা নিয়ে দ্রুত আরোগ্য লাভ করুন ।
কোমড় ব্যথাসহ যে কোন জটিল ও দুরারোগ্য রোগের পরামর্শ ও চিকিৎসার জন্য যোগাযোগ করুন -
ডাঃ মোঃ রতন মিয়া
ডি ,এইচ, এম , এস
ডিস্ক প্রলাপস,ডায়াবেটিস
আলহামদুলিল্লাহ, আমার রোগী কুমিল্লার লাকসামের মজিবুর রহমান রাসেল ১০০০ টাকা বিকাশ করে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে। আল্লাহ তুমি তার দান কবুল কর ও এ দানের উছিলায় তাকে সুস্থ করে দাও। আমার সকল রোগীসহ সবাইকে অনুরোধ করছি সবাই অল্প অল্প করে দিয়ে অসহায় মানুষদের পাশে দাড়ান। অসহায় মানুষগুলোর কান্নায় আকাশ বাতাস ভাড়ি হয়ে উঠছে। 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
মহান আল্লাহর দয়ায় ১২ টি জিনিস দিয়ে একটা প্যাকেজ করতে যাচ্ছি বন্যা কবলিত মানুষের জন্য। আমার প্যাকেজে যা যা থাকছে তা হল
১ । চাল ৫ কেজি
২। মুড়ি ১ কেজি
৩। চানাচুর ১/২ কেজি
৪। আলু ২ কেজি
৫। ডাল ১ কি
৬। তেল ১/২ কেজি
৭। খেজুর ১ কেজি
৮। পিয়াজ ১কেজি
৯। কাচা মরিচ ২৫০ গ্রাম
১০। মরিচ ফাকি ১০০ গ্রাম
১১। হলুদ ফাকি ১০০ গ্রাম
১২। লবন ১/২ কেজি
দয়াকরে কেউ যদি আমার সাথে শরীক হতে চান তাহলে যোগাযোগ করবেন (০১৯১৬৭২২৮১৬) । ধন্যবাদ
ডা: মো: রতন মিয়া।
ধন্যবাদ।
মহান আল্লাহর দয়ায় ১২ টি জিনিস দিয়ে একটা প্যাকেজ করতে যাচ্ছি বন্যা কবলিত মানুষের জন্য। আমার প্যাকেজে যা যা থাকছে তা হল
১ । চাল ৫ কেজি
২। মুড়ি ১ কেজি
৩। চানাচুর ১/২ কেজি
৪। আলু ২ কেজি
৫। ডাল ১ কি
৬। তেল ১/২ কেজি
৭। খেজুর ১ কেজি
৮। পিয়াজ ১কেজি
৯। কাচা মরিচ ২৫০ গ্রাম
১০। মরিচ ফাকি ১০০ গ্রাম
১১। হলুদ ফাকি ১০০ গ্রাম
১২। লবন ১/২ কেজি
দয়াকরে কেউ যদি আমার সাথে শরীক হতে চান তাহলে যোগাযোগ করবেন । যার যা আছে তা থেকে অল্প কিছু দিয়ে হলেও অসহায় মানুষ গুলোর হাসি ফোটাই। ধন্যবাদ
ডা: মো: রতন মিয়া।
সুনামগঞ্জ সদরের সুরমা নদীর উত্তর পাড়ের মানুষ গুলোর অবস্থা ভয়াবহ। ঐ এলাকার সুরমা, জাহাঙ্গীরনগর, রঙ্গারচর ইউনিয়নের মানুষ গুলো কোনো ভাবেই কারো সাহায্য সহযোগিতা পাচ্ছে না। এমনকি বিদ্যুত না থাকার কারণে তাদের কোনো খবর নেওয়া ও যাচ্ছে না। বেশিরভাগ ঘরগুলোর চাল পর্যন্ত পানি ওঠেছে। এই তিনটি ইউনিয়নের হাজার হাজার মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। তাদের খাদ্য পানির অভাবে জীবন শঙ্কা। কেউ তাদের খবর ও নিতে পারতেছে না এবং তারা কারো সাহায্য ও পাচ্ছে না। আপনারা ঐ এলাকার মানুষ গুলো কে একটু সাহায্য করেন। 😭😭😭😭😭
"ভেঙ্গে পড়োনা, নিরাশ হয়োনা, সাহায্য আসবেই, এটা আল্লাহর ওয়াদা। জেনে রেখো আল্লাহর সাহায্য অতি নিকটে!"🥰🤲
[সূরা বাকারা : ২১৪]❣️
ওগো সারা জাহানের মালিক, ওগো দয়াময় রাহমানুর রাহিম।তুমি আসমানী বালা মুসিবত এবং জমিনি বালা মুসিবত থেকে আমাদের রক্ষা করো। তুমি তো রাহমানুর রাহিম, তোমার রহমত থেকে আমাদের বঞ্চিত করো না।তুমি তো দয়াশীল। তুমি আমাদের নয়নের মনি হযরত মুহাম্মাদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উসিলায় আমাদের ক্ষমা করে দাও এবং এই মহা প্রলয় থেকে আমাদের রক্ষা করো। এবং এই পৃথিবী ও পৃথিবীর মানুষের উপর তোমার খাস রহমত বর্ষণ কর । 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 আমিন...
অনেকেই লক্ষ লক্ষ টাকার ত্রাণ নিয়ে সিলেট ও সুনামগঞ্জ যাচ্ছেন। কিন্তু সুনামগঞ্জের জামালগঞ্জ, তাহিরপুর, দিরাই, শাল্লা, মধ্যনগর, বিশম্ভরপুর ও ধর্মপাশা কেউই যাচ্ছেন না। অথচ ঐ সমস্ত এলাকার পরিস্থিতি সব থেকে বেশি ভয়াবহ। সম্ভব হলে ট্রলার নিয়ে ঐ সমস্ত এলাকায় যাওয়া দরকার। আল্লাহ পাক সকলের সহায় হোন।😭😭😭😭😭😭😭😭😭
আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আল্লাহর রহমতে সিলেটের বন্যা কবলিত মানুষের জন্য চেম্বার বন্ধ রেখে ৭ দিনের জন্য তাদের পাশে দাড়াতে চাই। প্রতিদিন ১০০০ মানুষকে আমার টিম নিয়ে রান্না করে খাওয়াতে চাই। পাশাপাশি চিকিৎসা সেবা দিতে চাই। ৭ দিনের জন্য প্রতি দিন ১০০০ লোকের জন্য খরচ হিসাব করেছি ৮৭০০০ টাকা দরকার। আপনারা যদি ১০০০,২০০০,৫০০০ করে দেন তাহলে আমি আপনাদের পক্ষ থেকে এ কাজটি করবো। আপনারা আমাকে সহযোগিতার আশ্বাস দিলে আমি ১ লক্ষ টাকা আমার পক্ষ থেকে দিব। ইনশাআল্লাহ চেষ্টা করবো আরও দিতে। বিশেষ করে আমার যত রোগী আছেন তারা অল্প করে দিয়ে শুরু করেন। আমি কাউকে জোর করছি না। এটা আমাদের ঈমানী দায়িত্ব এ সময়ে যার যা আছে তা থেকে কিছু দিয়ে তাদের পাশে থাকে। আপনাদের মতামত কমেন্ট করে জানান। ধন্যবাদ।
মিরপুরের শামসুজ্জামান, বয়স ২৯ বছর, ১২ বছর যাবৎ কোমর বেদনা। বর্তমানে লাফ দিলে, দাড়াইয়া থাকলে ও বসে থাকলে কোমর বেদনা করে। চাপ দিলে কোমর বেদনা কম করে। বিশ্রাম নিলে বেদনা বেশি করে। নীচের দিকে ঝুকলে কোমর বেদনা বেশি করে। গরম সেক ও মেসেজ করলে আরাম লাগে ।হাটু ভাজ করতে পারে না। হাটুতে চাপ দিলে বেদনা করে।পায়ে শক্তি পায় না। শ্বাস-কষ্ট আছে। গ্যাস্ট্রিক, পেটে প্রচুর গ্যাস হয়। ঘুম ভাল। শরীর প্রচুর ঘামে। মাথা বেশি ঘামে।
রোগীর MRI রিপোর্ট:
Loss of lumbar lordosis l4-l5 normal signal intensity and normal disc height. Central and both paracentral annular disc bulge indenting ventral thecal sac mildly Compressing traversing L5 nerve roots of both discs.
l2-3 early desiccation with reduction of disc height. Central and both paracentral annular disc bulge indenting ventral thecal sac compressing traversing L3 Nerve root on both sides.
এমন অবস্থা নিয়ে আমার সাথে যোগাযোগ করেন। তিনি আমার থেকে প্রায় কয়েকমাস ঔষধ খেয়েছেন। আলহামদুলিল্লাহ্ তিনি এখন সুস্থ আছেন।
আাপনাদের কারো যদি এমন সমস্যা থাকে তাহলে এখনোই চিকিৎসা করুন। রোগ নিয়ে বসে থাকলে, অবহেলা করলে পরবর্তি সময়ে আরো বেশি সমস্যা দেখা দিতে পারে।
এইরকম সব সমস্যার একমাত্র সমাধান হোমিওপ্যাথিক চিকিৎসা। অন্যান্য চিকিৎসায় আপনারা সাময়িক ভাবে আরোগ্য লাভ করলেও সেটি স্থায়ী হবে না।তাই স্থায়ীভাবে আরোগ্য লাভ করতে আপনার দরকার হোমিওপ্যাথিক চিকিৎসা।
ডাঃ মোঃ রতন মিয়া
ডি ,এইচ, এম , এস
ডিস্ক প্রলাপস,ডায়াবেটিস,হার্ট ব্লক,স্থুলতা বা অতি ওজন, ক্যান্সার, ব্রেন স্ট্রোক, ফ্যাটি লিভার , কিডনি ড্যামেজ , উচ্চ রক্ত চাপ , গ্যাসট্রিক আলসার , সন্তান না হওয়া, থাইরয়েড,হরমোন জনিত সমস্যা,
যৌন সমস্যা ইত্যাদি রোগের অভিজ্ঞ হোমিও চিকিৎসক।
🏠 ঢাকা চেম্বার : অর্কিড জ্যামশেদ টাওয়ার, (লেভেল-5,লিফটের-4),মেরুল বাড্ডা, ঢাকা-১২১২,
🏠 নরসিংদী চেম্বার :গোলেস্থা গিয়াস মাকেট, সাটির পাড়া ( সুরভী সিনেমা হলের সাথে) ,নরসিংদী সদর নরসিংদী ।
⏰ সিরিয়াল পেতে কল করুন : ☎ 01916-722 816
বিঃ দ্রঃ আমরা পুরো বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ঔষধ পাঠাই।
এইরকম সব সমস্যার একমাত্র সমাধান হোমিওপ্যাথিক চিকিৎসা। অন্যান্য চিকিৎসায় আপনারা সাময়িক ভাবে আরোগ্য লাভ করলেও সেটি স্থায়ী হবে না।তাই স্থায়ীভাবে আরোগ্য লাভ করতে আপনার দরকার হোমিওপ্যাথিক চিকিৎসা।
ডাঃ মোঃ রতন মিয়া
ডি ,এইচ, এম , এস
ডিস্ক প্রলাপস,ডায়াবেটিস,হার্ট ব্লক,স্থুলতা বা অতি ওজন, ক্যান্সার, ব্রেন স্ট্রোক, ফ্যাটি লিভার , কিডনি ড্যামেজ , উচ্চ রক্ত চাপ , গ্যাসট্রিক আলসার , সন্তান না হওয়া, থাইরয়েড,হরমোন জনিত সমস্যা,
যৌন সমস্যা ইত্যাদি রোগের অভিজ্ঞ হোমিও চিকিৎসক।
🏠 ঢাকা চেম্বার : অর্কিড জ্যামশেদ টাওয়ার, (লেভেল-5,লিফটের-4),মেরুল বাড্ডা, ঢাকা-১২১২,
🏠 নরসিংদী চেম্বার :গোলেস্থা গিয়াস মাকেট, সাটির পাড়া ( সুরভী সিনেমা হলের সাথে) ,নরসিংদী সদর নরসিংদী ।
⏰ সিরিয়াল পেতে কল করুন : ☎ 01916-722 816
বিঃ দ্রঃ আমরা পুরো বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ঔষধ পাঠায়।
পাবনার সাইদুল ইসলাম, বয়স ৩৮, ১০ বছর যাবৎ কোমর বেদনা। গত বছর যাবৎ কোমরে তীব্র বেদনা। কোমর থেকে বেদনা পায়ের পাতা পযর্ন্ত যায়। পায়ের মাংসপেশী ও পাতাতে ঝিম ঝিম করে ও কামড়ানী বেদনা । হাটাহাটি করলে ও দাড়াইয়া থাকলে বেদনা বেশি করে। কাজ করলে ও ওজন বহন করলে বেদনা বেশি করে। শুয়ে থাকলে আরাম লাগে। বসে থাকলে আরাম লাগে। হাটুর মধ্যেও বেদনা করে। মাথা বেদনা। ঘাড়ের মধ্যে বেদনা করে। ঘাড় থেকে বেদনা হাতের দিকে যায়। গ্যাসট্রিক খুব বেশি। পায়খানা কষা থাকে। পাইলসের সমস্যা। চোখ দিয়ে পানি বের হয় ও কম দেখে।
এমন অবস্থা নিয়ে আমার সাথে যোগাযোগ করেন। তিনি আমার থেকে প্রায় কয়েকমাস ঔষধ খেয়েছেন। আলহামদুলিল্লাহ্ তিনি এখন সুস্থ আছেন।
আাপনাদের কারো যদি এমন সমস্যা থাকে তাহলে এখনোই চিকিৎসা করুন। রোগ নিয়ে বসে থাকলে, অবহেলা করলে পরবর্তি সময়ে আরো বেশি সমস্যা দেখা দিতে পারে।
এইরকম সব সমস্যার একমাত্র সমাধান হোমিওপ্যাথিক চিকিৎসা। অন্যান্য চিকিৎসায় আপনারা সাময়িক ভাবে আরোগ্য লাভ করলেও সেটি স্থায়ী হবে না।তাই স্থায়ীভাবে আরোগ্য লাভ করতে আপনার দরকার হোমিওপ্যাথিক চিকিৎসা।
ডাঃ মোঃ রতন মিয়া
ডি ,এইচ, এম , এস
ডিস্ক প্রলাপস,ডায়াবেটিস,হার্ট ব্লক,স্থুলতা বা অতি ওজন, ক্যান্সার, ব্রেন স্ট্রোক, ফ্যাটি লিভার , কিডনি ড্যামেজ , উচ্চ রক্ত চাপ , গ্যাসট্রিক আলসার , সন্তান না হওয়া, থাইরয়েড,হরমোন জনিত সমস্যা,
যৌন সমস্যা ইত্যাদি রোগের অভিজ্ঞ হোমিও চিকিৎসক।
🏠 ঢাকা চেম্বার : অর্কিড জ্যামশেদ টাওয়ার, (লেভেল-5,লিফটের-4),মেরুল বাড্ডা, ঢাকা-১২১২,
🏠 নরসিংদী চেম্বার :গোলেস্থা গিয়াস মাকেট, সাটির পাড়া ( সুরভী সিনেমা হলের সাথে) ,নরসিংদী সদর নরসিংদী ।
⏰ সিরিয়াল পেতে কল করুন : ☎ 01916-722 816
বিঃ দ্রঃ আমরা পুরো বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ঔষধ পাঠায়।
যৌন দুবর্লতার হোমিও প্যাথিক ঔষধ সমূহ
হোমিও ডাক্তারদের কাছে যৌন দুবর্লতার যত রোগী যান, তাদের প্রত্যেকেই বলেন যে, এলোপ্যাথিক বা কবিরাজি চিকিৎসায় তারা কোন সত্যিকারের উপকার পান নাই। (যতদিন ঔষধ খাই ততদিনই ভাল থাকি ; ঔষধ বন্ধ করলেই অবস্থা আগের মতো।) অন্যদিকে মহিলাদেরও যৌন দুরবলতা, যৌনকর্মে অনীহা ইত্যাদি থাকতে পারে এবং হোমিওপ্যাথিতে তারও চমৎকার চিকিৎসা আছে। আবার নারী-পুরুষ উভয়েরই যৌনশক্তি মাত্রাতিরিক্ত থাকতে পারে এবং অনেকে সময়মতো বিবাহ করতে না পারার কারণে অথবা অকালে স্ত্রীর মৃত্যু-তালাক-বিধবা হওয়ার কারণে তাদের যৌন চাহিদা পূরণ করতে পারেন না এবং এই সমস্যা নিয়ে তারা বিপদে পড়েন। এসব ক্ষেত্রে হোমিও ঔষধের মাধ্যমে কিছুদিনের জন্য যৌনশক্তি কমিয়ে রাখা যায় এবং এতে আপনার শরীরের বা যৌনশক্তির কোন ক্ষতির সম্ভাবনা নাই।
লাইকোপোডিয়াম ধ্বজভঙ্গের একটি উৎকৃষ্ট ঔষধ। মাত্রাতিরিক্ত ধূমপানের কারণে ধ্বজভঙ্গ হলে এটি খেতে পারেন। লাইকোপোডিয়ামের প্রধান প্রধান লক্ষণ হলো এদের পেটে প্রচুর গ্যাস হয়, এদের ব্রেন খুব ভালো কিন্তু স্বাস্থ্য খুব খারাপ, এদের প্রস্রাব অথবা পাকস্থলী সংক্রান্ত কোন না কোন সমস্যা থাকবেই, অকাল বার্ধক্য, সকাল বেলা দুর্বলতা ইত্যাদি ইত্যাদি। TRENDING NOW Generate A High-Quality User Experience with Revcontent Sponsored by Revcontent Selenium: যৌন শক্তির দুর্বলতা, দ্রুত বীর্য নির্গত হওয়া, স্বপ্নদোষ, মাথার চুল পড়ে যাওয়া ইত্যাদি সমস্যায় সেলিনিয়াম একটি প্রথম শ্রেণীর ঔষধ। বিশেষত যাদের কোষ্টকাঠিন্যের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এটি ভালো কাজ করে। Agnus Castus: সাধারণত গনোরিয়া রোগের পরে যৌন দুর্বলতা দেখা দিলে এটি ভালো কাজ করে। পুরুষাঙ্গ ছোট এবং নরম হয়ে যায়, পায়খানা এবং প্রস্রাবের আগে-পরে আঠালো পদার্থ নির্গত হয়, ঘনঘন স্বপ্নদোষ হয়। Caladium seguinum: যারা যৌনমিলনে কোন আনন্দ পান না বা যৌনমিলনের পর বীরয নির্গত হয় না বা যাদের বীরয তাড়াতাড়ি নির্গত হয়ে যায় বা যারা মাত্রাতিরিক্ত হস্তমৈথুন করে দুবর্ল হয়ে পড়েছেন, তাদের জন্য কার্যকরী। Origanum marjorana: ওরিগ্যানাম ঔষধটি পুরুষ এবং নারীদের যৌন উত্তেজনা বৃদ্ধিতে একটি শ্রেষ্ট ঔষধ। তবে এটি নিম্নশক্তিতে খাওয়া উচিত কেননা উচ্চশক্তিতে কোন ফল পাওয়া যায় না। Moschus Moschiferus: ডায়াবেটিস রোগীদের ধ্বজভঙ্গে এটি ভালো কাজ করে। এটি ক্ষুদ্রাকৃতি হয়ে যাওয়া পুরুষাঙ্গকে পূর্বের আকৃতিতে ফিরিয়ে নিয়ে যেতে পারে। Staphisagria: পুরুষদের যৌন দুর্বলতা দূর করার ক্ষেত্রে স্টেফিসেগ্রিয়া একটি শ্রেষ্ট ঔষধ। বিশেষত অতিরিক্ত যৌনকর্ম করার কারণে বা মাত্রাতিরিক্ত হস্তমৈথুনের ফলে যাদের ধ্বজভঙ্গ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে বেশী প্রযোজ্য। বিয়ের প্রথম কিছুদিনে মেয়েদের প্রস্রাব সম্পর্কিত অথবা যৌনাঙ্গ সম্পর্কিত কোন সমস্যা হলে নিশ্চিন্তে স্টেফিসেগ্রিয়া নামক ঔষধটি খেতে পারেন। কারণ স্টেফিসেগ্রিয়া একই সাথে যৌনাঙ্গ সম্পর্কিত রোগে এবং আঘাতজনিত রোগে সমান কাযর্কর। Salix nigra: মাত্রাতিরিক্ত যৌনকর্ম, হস্তমৈথুন, স্বপ্নদোষ প্রভৃতি কারণে সৃষ্ট পুরুষদের যৌনকর্মে দুর্বলতা বা অক্ষমতার একটি শ্রেষ্ট ঔষধ হলো স্যালিক্স নাইগ্রা। এসব কারণে যাদের ওজন কমে গেছে, এই ঔষধ একই সাথে তাদের ওজনও বাড়িয়ে দিয়ে থাকে যথেষ্ট পরিমাণে। পাশাপাশি অবিবাহিত যুবক-যুবতী বা যাদের স্বামী-স্ত্রী বিদেশে আছেন অথবা মারা গেছেন, এই ঔষধ তাদের মাত্রাতিরিক্ত উত্তেজনা কমিয়ে দিয়ে স্বাভাবিক জীবনযাপনে সাহায্য করে। Sabal serrulata: সেবাল সেরুলেটা পুরুষদের যৌনশক্তি বৃদ্ধি করে এবং পাশাপাশি হজমশক্তি, ঘুম, শারীরিক শক্তি, ওজন (কম থাকলে) ইত্যাদিও বৃদ্ধি পায়। এটি মেয়েদেরও যৌন উত্তেজনা বৃদ্ধি করে থাকে এবং ক্ষুদ্রাকৃতির স্তনবিশিষ্ট মেয়েদের স্তনের আকৃতি বৃদ্ধি করে থাকে। বয়ষ্ক পুরুষদের প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধিজনিত যে-কোন সমস্যা এবং ব্রঙ্কাইটিস নির্মূল করতে পারে। Conium: স্ত্রী সহবাসের ইচ্ছা অধিক কিন্তু অক্ষম।সহবাস কালে সোহাগ আলিঙ্গনের সময় লিঙ্গ শিথিল হইয়া পড়ে। Calcarea Carbonica: ক্যালকেরিয়া কার্ব যৌনশক্তি বৃদ্ধির ক্ষেত্রে একটি উৎকৃষ্ট ঔষধ। বিশেষত মোটা, থলথলে স্বাস্থ্যের অধিকারী লোকদের বেলায় এটি ভালো কাজ করে। Natrum carbonicum: যে-সব নারীদের পুরুষরা আলিঙ্গন করলেই বীযর্পাত হয়ে যায় (সহবাস ছাড়াই) অর্থাৎ অল্পতেই তাদের তৃপ্তি ঘটে যায় এবং পরে আর সঙ্গমে আগ্রহ থাকে না, তাদের জন্য উৎকৃষ্ট ঔষধ হলো নেট্রাম কার্ব। এই কারণে যদি তাদের সন্তানাদি না হয় (অর্থাৎ বন্ধ্যাত্ব দেখা দেয়), তবে নেট্রাম কার্বে সেই বন্ধ্যাত্বও সেরে যাবে। Nux Vomica: নাক্স ভমিকা ঔষধটি যৌন শক্তি বৃদ্ধিতে একটি শ্রেষ্ট ঔষধ বিশেষত যারা শীতকাতর, যাদের পেটের সমস্যা বেশী হয়, সারাক্ষণ শুয়ে-বসে থাকে, শারীরিক পরিশ্রম কম করে, মানসিক পরিশ্রম বেশী করে ইত্যাদি ইত্যাদি। Titanium: সঙ্গমে অতি শীঘ্রই বীর্যপাত ও বীর্যপাতলা। Phosphoricum Acidum: সাধারণত টাইফয়েড বা এরকম কোন মারাত্মক রোগের ভোগার কারণে, মাত্রাতিরিক্ত যৌনকর্ম, হস্তমৈথুন, স্বপ্নদোষ ইত্যাদি কারণে যৌন ক্ষমতা কমে গেলে অথবা একেবারে নষ্ট হয়ে গেলে (এবং সাথে অন্য আরো যে-কোন সমস্যা হউক না কেন) এসিড ফস আপনাকে সব ফিরিয়ে দিবে। Kali Bromatum: বিষন্নতা জনিত কারণে যৌন দুর্বলতায় এটি প্রযোজ্য। ইহার প্রধান প্রধান লক্ষণগুলি হলো স্মরণশক্তির দুর্বলতা, স্মায়বিক দুর্বলতা, হাত দুটি সর্বদাই ব্যস্ত থাকে, মৃগী ইত্যাদি ইত্যাদি। বায়োকেমিক Natrum Mur: স্ত্রী লোক দেখিলে কথা বলিলে এমন কি মনে মনে ভাবিলেও অসাড়ে বীর্যপাত হয়ে যায়। Kali Phos: অতিরিক্ত বীর্যক্ষয় জনিত অনিদ্রা,কাজ কর্মে অনিচ্ছা,জননেন্দ্রিয় দুর্বলতা। Silicea: স্বপ্নদোষ,হস্তমৈথুন,অতিরিক্ত স্ত্রী সহবাস ইত্যাদি কুফল এর জন্য।
যে কোন ধরনের পরামর্শ ও চিকিৎসার জন্য যোগাযোগ করুন -
ডাঃ মোঃ রতন মিয়া
ডি ,এইচ, এম , এস
ডিস্ক প্রলাপস,ডায়াবেটিস,হার্ট ব্লক,স্থুলতা বা অতি ওজন, ক্যান্সার, ব্রেন স্ট্রোক, ফ্যাটি লিভার , কিডনি ড্যামেজ , উচ্চ রক্ত চাপ , গ্যাসট্রিক আলসার , সন্তান না হওয়া, থাইরয়েডের সমস্যা ,হরমোন জনিত সমস্যা, যৌন সমস্যা ইত্যাদি রোগের অভিজ্ঞ হোমিও চিকিৎসক ।
ঢাকা চেম্বার :- প্রগতি টাওয়ার (লেভেল-৫),মেরুল বাড্ডা, ঢাকা
নরসিংদী চেম্বার : সাটির পাড়া পৌর ঈদ গাহের সাথে ,নরসিংদী সদর নরসিংদী ।
সিরিয়াল পেতে কল করুন : ০১৯১৬৭২২৮১৬
ঢাকা ক্যান্টনমেন্ট এর রাকিবুল ইসলাম, বয়স ২২। পায়খানা করতে গেলে বীম্য বের হয়ে যাচ্ছে। বীম্য পাতলা হয়েছে। শারীরিক দুর্বলতা। প্রচুর গ্যসটিকের সমস্যা। একনি পর পর পায়খানা হয়। পরিস্কারভাবে হয় না। পায়খানা শক্ত হয়। শরীর প্রচুর ঘামে। পায়ের তলা ঘামে। ঘামে গন্ধ আছে। ঠান্ডালাগলে গলা বেদনা করে। টনসিলের সমস্যা। শীত বেশি। গরুর মাংস বেশি পছন্দ। মাছ অপছন্দ।
এমন অবস্থা নিয়ে আমার সাথে যোগাযোগ করেন। তিনি আমার থেকে প্রায় কয়েকমাস ঔষধ খেয়েছেন। আলহামদুলিল্লাহ্ তিনি এখন সুস্থ আছেন।
আাপনাদের কারো যদি এমন সমস্যা থাকে তাহলে এখনোই চিকিৎসা করুন। রোগ নিয়ে বসে থাকলে, অবহেলা করলে পরবর্তি সময়ে আরো বেশি সমস্যা দেখা দিতে পারে।
এইরকম সব সমস্যার একমাত্র সমাধান হোমিওপ্যাথিক চিকিৎসা। অন্যান্য চিকিৎসায় আপনারা সাময়িক ভাবে আরোগ্য লাভ করলেও সেটি স্থায়ী হবে না।তাই স্থায়ীভাবে আরোগ্য লাভ করতে আপনার দরকার হোমিওপ্যাথিক চিকিৎসা।
ডাঃ মোঃ রতন মিয়া
ডি ,এইচ, এম , এস
ডিস্ক প্রলাপস,ডায়াবেটিস,হার্ট ব্লক,স্থুলতা বা অতি ওজন, ক্যান্সার, ব্রেন স্ট্রোক, ফ্যাটি লিভার , কিডনি ড্যামেজ , উচ্চ রক্ত চাপ , গ্যাসট্রিক আলসার , সন্তান না হওয়া, থাইরয়েড,হরমোন জনিত সমস্যা,
যৌন সমস্যা ইত্যাদি রোগের অভিজ্ঞ হোমিও চিকিৎসক।
🏠 ঢাকা চেম্বার : অর্কিড জ্যামশেদ টাওয়ার, (লেভেল-5,লিফটের-4),মেরুল বাড্ডা, ঢাকা-১২১২,
🏠 নরসিংদী চেম্বার :গোলেস্থা গিয়াস মাকেট, সাটির পাড়া ( সুরভী সিনেমা হলের সাথে) ,নরসিংদী সদর নরসিংদী ।
⏰ সিরিয়াল পেতে কল করুন : ☎ 01916-722 816
বিঃ দ্রঃ আমরা পুরো বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ঔষধ পাঠায়।
চট্টগ্রামের আবদুল মমিন, বয়স ৩৫, ১২ বছর যাবৎ কোমর বেদনা করে। ডান পায়ের ২ ও ৩ নাম্বার আঙ্গুলে ঝিম ঝিম করে। ডান পায়ের গোড়ালীতে জ্বালাপোড়া করে। ডান পায়ের গোড়ালীতে টান লাগে। সকালবেলা বিছানা থেকে উঠার পর কোমরে টান লাগে। কিছুক্ষন হাটার পর স্বাভাবি হয়। কোমর থেকে বেদনা পায়ের দিকে যায়। মাঝে মাঝে মাথা চক্কর দেয়। মাথা ঝিম ঝিম করে। সব সময় ঠান্ডা সর্দি লেগে থাকে। নাক বন্ধ হয়ে যায়। হাচিঁ হয়। Cold Allergies এলার্জি সমস্যা।
রোগীর MRI রিপোর্ট:
Level.
Diffuse disc bulge with pastenion disc herniation at L5-S1 level
Causing thecal with compression of contained traversing nerve roots and bilateral neural foraminal narrowing.
এমন অবস্থা নিয়ে আমার সাথে যোগাযোগ করেন। তিনি আমার থেকে প্রায় কয়েকমাস ঔষধ খেয়েছেন। আলহামদুলিল্লাহ্ তিনি এখন সুস্থ আছেন।
আাপনাদের কারো যদি এমন সমস্যা থাকে তাহলে এখনোই চিকিৎসা করুন। রোগ নিয়ে বসে থাকলে, অবহেলা করলে পরবর্তি সময়ে আরো বেশি সমস্যা দেখা দিতে পারে।
এইরকম সব সমস্যার একমাত্র সমাধান হোমিওপ্যাথিক চিকিৎসা। অন্যান্য চিকিৎসায় আপনারা সাময়িক ভাবে আরোগ্য লাভ করলেও সেটি স্থায়ী হবে না।তাই স্থায়ীভাবে আরোগ্য লাভ করতে আপনার দরকার হোমিওপ্যাথিক চিকিৎসা।
ডাঃ মোঃ রতন মিয়া
ডি ,এইচ, এম , এস
ডিস্ক প্রলাপস,ডায়াবেটিস,হার্ট ব্লক,স্থুলতা বা অতি ওজন, ক্যান্সার, ব্রেন স্ট্রোক, ফ্যাটি লিভার , কিডনি ড্যামেজ , উচ্চ রক্ত চাপ , গ্যাসট্রিক আলসার , সন্তান না হওয়া, থাইরয়েড,হরমোন জনিত সমস্যা,
যৌন সমস্যা ইত্যাদি রোগের অভিজ্ঞ হোমিও চিকিৎসক।
🏠 ঢাকা চেম্বার : অর্কিড জ্যামশেদ টাওয়ার, (লেভেল-5,লিফটের-4),মেরুল বাড্ডা, ঢাকা-১২১২,
🏠 নরসিংদী চেম্বার :গোলেস্থা গিয়াস মাকেট, সাটির পাড়া ( সুরভী সিনেমা হলের সাথে) ,নরসিংদী সদর নরসিংদী ।
⏰ সিরিয়াল পেতে কল করুন : ☎ 01916-722 816
বিঃ দ্রঃ আমরা পুরো বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ঔষধ পাঠায়।
রংপুরের আশরাফুল আলম, বয়স ৩৫ বছর, ১০ বছর যাবৎ কোমর বেদনা। বর্তমানে দাড়াইয়া থাকলে কোমরে বেদনা করে। পায়ের মাংসপেশীতে জ্বালাপোড়া করে। পাছার মাংসপেশীতে বেদনা করে। ভাড়ী জিনিস উঠাতে গেলে বেদনা করে। বিকালে বেদনা বেশি করে। বেদনা কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত যায়। সামনে ঝুকলে ও হাটাচলা করলে বেদনা বেশি করে। বেশিক্ষণ বসে পা ঝিম ঝিম করে। গরম পানির সেক দিলে আরাম লাগে। শুয়ে থাকলে আরাম লাগে। পিছনে হেলান দিয়ে বসলে আরাম লাগে।
রোগীর MRI রিপোর্ট:
Early degenerative disc disease At L3-L4 & L4-L5 Levels: Anterior Thecal sac indestation lateral necess and neural foraminal narrowing due to circeenferestial disc bulging posterolateral osteophytes floval and bilateral fecel hypertrophy
এমন অবস্থা নিয়ে আমার সাথে যোগাযোগ করেন। তিনি আমার থেকে প্রায় কয়েকমাস ঔষধ খেয়েছেন। আলহামদুলিল্লাহ্ তিনি এখন সুস্থ আছেন।
আাপনাদের কারো যদি এমন সমস্যা থাকে তাহলে এখনোই চিকিৎসা করুন। রোগ নিয়ে বসে থাকলে, অবহেলা করলে পরবর্তি সময়ে আরো বেশি সমস্যা দেখা দিতে পারে।
এইরকম সব সমস্যার একমাত্র সমাধান হোমিওপ্যাথিক চিকিৎসা। অন্যান্য চিকিৎসায় আপনারা সাময়িক ভাবে আরোগ্য লাভ করলেও সেটি স্থায়ী হবে না।তাই স্থায়ীভাবে আরোগ্য লাভ করতে আপনার দরকার হোমিওপ্যাথিক চিকিৎসা।
ডাঃ মোঃ রতন মিয়া
ডি ,এইচ, এম , এস
ডিস্ক প্রলাপস,ডায়াবেটিস,হার্ট ব্লক,স্থুলতা বা অতি ওজন, ক্যান্সার, ব্রেন স্ট্রোক, ফ্যাটি লিভার , কিডনি ড্যামেজ , উচ্চ রক্ত চাপ , গ্যাসট্রিক আলসার , সন্তান না হওয়া, থাইরয়েড,হরমোন জনিত সমস্যা,
যৌন সমস্যা ইত্যাদি রোগের অভিজ্ঞ হোমিও চিকিৎসক।
🏠 ঢাকা চেম্বার : অর্কিড জ্যামশেদ টাওয়ার, (লেভেল-5,লিফটের-4),মেরুল বাড্ডা, ঢাকা-১২১২,
🏠 নরসিংদী চেম্বার :গোলেস্থা গিয়াস মাকেট, সাটির পাড়া ( সুরভী সিনেমা হলের সাথে) ,নরসিংদী সদর নরসিংদী ।
⏰ সিরিয়াল পেতে কল করুন : ☎ 01916-722 816
বিঃ দ্রঃ আমরা পুরো বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ঔষধ পাঠায়।
নোয়াখালীর জাকির হোসেন, বয়স ২৬ বছর, ৩বছর যাবৎ কোমর বেদনা। বর্তমানে কোমরে তীব্র বেদনা। কোমর থেকে বেদনা পায়ের পাতা পর্যন্ত যায়। হাটুতে বেদনা করে। পায়ের মাংসপেশীতে শক্ত হয়ে যায়। ঘাড়ের মধ্যেও বেদনা করে। হাটাহাটি করলে বেদনা করে। দাড়ালে বেদনা করে। শুয়ে থাকলে ও বসে থাকলে বেদনা কম করে। থাইয়ের মধ্যে বেদনা বেশি করে। মাঝে মাঝে পায়খানার সাথে রক্ত যায়।
রোগীর MRI রিপোর্ট:
Early degeneration of L4-5 disc, Level L4-5: central bilateral paracentral protrusion of L4-l5 disc with mild compression on L5 bilateral exiting nerve roofs Level L5-S1: Posterior bulging of the L5-S1 Disc Without significant compression on corresponding exiting nerve roofs
এমন অবস্থা নিয়ে আমার সাথে যোগাযোগ করেন। তিনি আমার থেকে প্রায় কয়েকমাস ঔষধ খেয়েছেন। আলহামদুলিল্লাহ্ তিনি এখন সুস্থ আছেন।
আাপনাদের কারো যদি এমন সমস্যা থাকে তাহলে এখনোই চিকিৎসা করুন। রোগ নিয়ে বসে থাকলে, অবহেলা করলে পরবর্তি সময়ে আরো বেশি সমস্যা দেখা দিতে পারে।
এইরকম সব সমস্যার একমাত্র সমাধান হোমিওপ্যাথিক চিকিৎসা। অন্যান্য চিকিৎসায় আপনারা সাময়িক ভাবে আরোগ্য লাভ করলেও সেটি স্থায়ী হবে না।তাই স্থায়ীভাবে আরোগ্য লাভ করতে আপনার দরকার হোমিওপ্যাথিক চিকিৎসা।
ডাঃ মোঃ রতন মিয়া
ডি ,এইচ, এম , এস
ডিস্ক প্রলাপস,ডায়াবেটিস,হার্ট ব্লক,স্থুলতা বা অতি ওজন, ক্যান্সার, ব্রেন স্ট্রোক, ফ্যাটি লিভার , কিডনি ড্যামেজ , উচ্চ রক্ত চাপ , গ্যাসট্রিক আলসার , সন্তান না হওয়া, থাইরয়েড,হরমোন জনিত সমস্যা,
যৌন সমস্যা ইত্যাদি রোগের অভিজ্ঞ হোমিও চিকিৎসক।
🏠 ঢাকা চেম্বার : অর্কিড জ্যামশেদ টাওয়ার, (লেভেল-5,লিফটের-4),মেরুল বাড্ডা, ঢাকা-১২১২,
🏠 নরসিংদী চেম্বার :গোলেস্থা গিয়াস মাকেট, সাটির পাড়া ( সুরভী সিনেমা হলের সাথে) ,নরসিংদী সদর নরসিংদী ।
⏰ সিরিয়াল পেতে কল করুন : ☎ 01916-722 816
বিঃ দ্রঃ আমরা পুরো বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ঔষধ পাঠায়।
কুড়িগ্রামের মোঃ আলমগীর হোসেন, বয়স ৪৫ বছর,
২০ বছর যাবৎ IBS ৩বছর যাবৎ ডায়াবেটিস, কাশি হয়। এসির ভিতর গেলে কাশি হয়। ঠান্ডা পানি খেলে কাশি হয়। ৮-১০ বছর আগে টনসিলের সমস্যা। শীতকালে টনসিলের সমস্যঅ দেখা দিত। প্রস্বাবের Flow কম। প্রস্বাবের রাস্তায় কি যেন আছে। যৌন দুর্বলতা মারাত্বক পর্যায়ের। চোখের রেটিনাতে রক্তক্ষরণ হয়।
এমন অবস্থা নিয়ে আমার সাথে যোগাযোগ করেন। তিনি আমার থেকে প্রায় কয়েকমাস ঔষধ খেয়েছেন। আলহামদুলিল্লাহ্ তিনি এখন সুস্থ আছেন।
আাপনাদের কারো যদি এমন সমস্যা থাকে তাহলে এখনোই চিকিৎসা করুন। রোগ নিয়ে বসে থাকলে, অবহেলা করলে পরবর্তি সময়ে আরো বেশি সমস্যা দেখা দিতে পারে।
এইরকম সব সমস্যার একমাত্র সমাধান হোমিওপ্যাথিক চিকিৎসা। অন্যান্য চিকিৎসায় আপনারা সাময়িক ভাবে আরোগ্য লাভ করলেও সেটি স্থায়ী হবে না।তাই স্থায়ীভাবে আরোগ্য লাভ করতে আপনার দরকার হোমিওপ্যাথিক চিকিৎসা।
ডাঃ মোঃ রতন মিয়া
ডি ,এইচ, এম , এস
ডিস্ক প্রলাপস,ডায়াবেটিস,হার্ট ব্লক,স্থুলতা বা অতি ওজন, ক্যান্সার, ব্রেন স্ট্রোক, ফ্যাটি লিভার , কিডনি ড্যামেজ , উচ্চ রক্ত চাপ , গ্যাসট্রিক আলসার , সন্তান না হওয়া, থাইরয়েড,হরমোন জনিত সমস্যা,
যৌন সমস্যা ইত্যাদি রোগের অভিজ্ঞ হোমিও চিকিৎসক।
🏠 ঢাকা চেম্বার : অর্কিড জ্যামশেদ টাওয়ার, (লেভেল-5,লিফটের-4),মেরুল বাড্ডা, ঢাকা-১২১২,
🏠 নরসিংদী চেম্বার :গোলেস্থা গিয়াস মাকেট, সাটির পাড়া ( সুরভী সিনেমা হলের সাথে) ,নরসিংদী সদর নরসিংদী ।
⏰ সিরিয়াল পেতে কল করুন : ☎ 01916-722 816
বিঃ দ্রঃ আমরা পুরো বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ঔষধ পাঠায়।
চট্টগ্রামের শ্যামল দাস, বয়স ৩৮ বছর, ৭ বছর যাবৎ কোমর বেদনা। বর্তমানে কোমরে তীব্র বেদনা। ঘাড় ও বেদনা করে। হাটতে গেলে পায়ের মাংসপেশীতে টান লাগে। বাম পাশে বেশি বেদনা করে। সকালে ঘুম থেকে উঠার পর বেশি করে। কিছুক্ষণ হাটার পর কম করে। ভাড়ী জিনিস উঠার কাজ করে। বসে থাকলে সমস্যা বেশি করে। গরম সেক দিলে ও মেসেজ করলে বেদনা কম করে। হাঁপানী আছে। ঠান্ডা সর্দি লেগে থাকে। নাকে পলিপ আছে। হাচি ও কাশি হয়। ধুলাবালিতে গেলে হাঁচি হয়। থাইরয়েডের সমস্যা । গ্যাস্ট্রিকের সমস্যা আছে। পায়খানা কষা হয়। পায়খানার রাস্তা ফেটে যায়। উচ্চ রক্তচাপ আছে। মাইগ্রেনের সমস্যা আছে।
রোগীর MRI রিপোর্ট:
Lumbar spondylosis most marked at L3-L4 and L4-L5 Level
এমন অবস্থা নিয়ে আমার সাথে যোগাযোগ করেন। তিনি আমার থেকে প্রায় কয়েকমাস ঔষধ খেয়েছেন। আলহামদুলিল্লাহ্ তিনি এখন সুস্থ আছেন।
আাপনাদের কারো যদি এমন সমস্যা থাকে তাহলে এখনোই চিকিৎসা করুন। রোগ নিয়ে বসে থাকলে, অবহেলা করলে পরবর্তি সময়ে আরো বেশি সমস্যা দেখা দিতে পারে।
এইরকম সব সমস্যার একমাত্র সমাধান হোমিওপ্যাথিক চিকিৎসা। অন্যান্য চিকিৎসায় আপনারা সাময়িক ভাবে আরোগ্য লাভ করলেও সেটি স্থায়ী হবে না।তাই স্থায়ীভাবে আরোগ্য লাভ করতে আপনার দরকার হোমিওপ্যাথিক চিকিৎসা।
ডাঃ মোঃ রতন মিয়া
ডি ,এইচ, এম , এস
ডিস্ক প্রলাপস,ডায়াবেটিস,হার্ট ব্লক,স্থুলতা বা অতি ওজন, ক্যান্সার, ব্রেন স্ট্রোক, ফ্যাটি লিভার , কিডনি ড্যামেজ , উচ্চ রক্ত চাপ , গ্যাসট্রিক আলসার , সন্তান না হওয়া, থাইরয়েড,হরমোন জনিত সমস্যা,
যৌন সমস্যা ইত্যাদি রোগের অভিজ্ঞ হোমিও চিকিৎসক।
🏠 ঢাকা চেম্বার : অর্কিড জ্যামশেদ টাওয়ার, (লেভেল-5,লিফটের-4),মেরুল বাড্ডা, ঢাকা-১২১২,
🏠 নরসিংদী চেম্বার :গোলেস্থা গিয়াস মাকেট, সাটির পাড়া ( সুরভী সিনেমা হলের সাথে) ,নরসিংদী সদর নরসিংদী ।
⏰ সিরিয়াল পেতে কল করুন : ☎ 01916-722 816
বিঃ দ্রঃ আমরা পুরো বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ঔষধ পাঠায়।
মৌলভীবাজারের রায়হান মিয়া, বয়স ২৭ বছর, কোমরে তীব্র বেদনা। হাটাহাটি ও বসে থাকলে বেদনা করে। শুয়ে থাকলে বেদনা করে। ডান পায়ে মরিচের মত জ্বালাপোড়া করে। উভয় পায়ে শক্তি কম পায়। লাঠি ছাড়া চলাফেরা করতে পারে। কোমর থেকে বেদনা পায়ের দিকে যায়।
এমন অবস্থা নিয়ে আমার সাথে যোগাযোগ করেন। তিনি আমার থেকে প্রায় কয়েকমাস ঔষধ খেয়েছেন। আলহামদুলিল্লাহ্ তিনি এখন সুস্থ আছেন।
আাপনাদের কারো যদি এমন সমস্যা থাকে তাহলে এখনোই চিকিৎসা করুন। রোগ নিয়ে বসে থাকলে, অবহেলা করলে পরবর্তি সময়ে আরো বেশি সমস্যা দেখা দিতে পারে।
এইরকম সব সমস্যার একমাত্র সমাধান হোমিওপ্যাথিক চিকিৎসা। অন্যান্য চিকিৎসায় আপনারা সাময়িক ভাবে আরোগ্য লাভ করলেও সেটি স্থায়ী হবে না।তাই স্থায়ীভাবে আরোগ্য লাভ করতে আপনার দরকার হোমিওপ্যাথিক চিকিৎসা।
ডাঃ মোঃ রতন মিয়া
ডি ,এইচ, এম , এস
ডিস্ক প্রলাপস,ডায়াবেটিস,হার্ট ব্লক,স্থুলতা বা অতি ওজন, ক্যান্সার, ব্রেন স্ট্রোক, ফ্যাটি লিভার , কিডনি ড্যামেজ , উচ্চ রক্ত চাপ , গ্যাসট্রিক আলসার , সন্তান না হওয়া, থাইরয়েড,হরমোন জনিত সমস্যা,
যৌন সমস্যা ইত্যাদি রোগের অভিজ্ঞ হোমিও চিকিৎসক।
🏠 ঢাকা চেম্বার : অর্কিড জ্যামশেদ টাওয়ার, (লেভেল-5,লিফটের-4),মেরুল বাড্ডা, ঢাকা-১২১২,
🏠 নরসিংদী চেম্বার :গোলেস্থা গিয়াস মাকেট, সাটির পাড়া ( সুরভী সিনেমা হলের সাথে) ,নরসিংদী সদর নরসিংদী ।
⏰ সিরিয়াল পেতে কল করুন : ☎ 01916-722 816
বিঃ দ্রঃ আমরা পুরো বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ঔষধ পাঠায়।
বশিরুল ইসলাম, বয়স ৩৭ বছর, ৪ বছর যাবৎ কোমর বেদনা। বর্তমানে বিছানা থেকে উঠতে পারে না। কিছুক্ষণ হাটার পর আর হাটতে পারে না। কোমর থেকে বেদনা পায়ের দিকে যায়। পায়ের মাংসপেশীতে খিচুনী হয়। গরম সেক দিলে আরাম লাগে। মাইগ্রেনের সমস্যা আছে। পায়খানা কষা থাকে। হার্টের সমস্যা আছে।
রোগীর MRI রিপোর্ট:
Degenerative disc disease with lumbar spondylosis with grade 11 asterior spondylolisthesis of L5 Over S1 With posterior paseudo disc bulge causing thecal sac indentation and lilateral foraminal narrowing
এমন অবস্থা নিয়ে আমার সাথে যোগাযোগ করেন। তিনি আমার থেকে প্রায় কয়েকমাস ঔষধ খেয়েছেন। আলহামদুলিল্লাহ্ তিনি এখন সুস্থ আছেন।
আাপনাদের কারো যদি এমন সমস্যা থাকে তাহলে এখনোই চিকিৎসা করুন। রোগ নিয়ে বসে থাকলে, অবহেলা করলে পরবর্তি সময়ে আরো বেশি সমস্যা দেখা দিতে পারে।
এইরকম সব সমস্যার একমাত্র সমাধান হোমিওপ্যাথিক চিকিৎসা। অন্যান্য চিকিৎসায় আপনারা সাময়িক ভাবে আরোগ্য লাভ করলেও সেটি স্থায়ী হবে না।তাই স্থায়ীভাবে আরোগ্য লাভ করতে আপনার দরকার হোমিওপ্যাথিক চিকিৎসা।
ডাঃ মোঃ রতন মিয়া
ডি ,এইচ, এম , এস
ডিস্ক প্রলাপস,ডায়াবেটিস,হার্ট ব্লক,স্থুলতা বা অতি ওজন, ক্যান্সার, ব্রেন স্ট্রোক, ফ্যাটি লিভার , কিডনি ড্যামেজ , উচ্চ রক্ত চাপ , গ্যাসট্রিক আলসার , সন্তান না হওয়া, থাইরয়েড,হরমোন জনিত সমস্যা,
যৌন সমস্যা ইত্যাদি রোগের অভিজ্ঞ হোমিও চিকিৎসক।
🏠 ঢাকা চেম্বার : অর্কিড জ্যামশেদ টাওয়ার, (লেভেল-5,লিফটের-4),মেরুল বাড্ডা, ঢাকা-১২১২,
🏠 নরসিংদী চেম্বার :গোলেস্থা গিয়াস মাকেট, সাটির পাড়া ( সুরভী সিনেমা হলের সাথে) ,নরসিংদী সদর নরসিংদী ।
⏰ সিরিয়াল পেতে কল করুন : ☎ 01916-722 816
বিঃ দ্রঃ আমরা পুরো বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ঔষধ পাঠায়।
ডাঃ মোঃ রতন মিয়া
🏠 ঢাকা চেম্বার : অর্কিড জ্যামশেদ টাওয়ার, (লেভেল-5,লিফটের-4),মেরুল বাড্ডা, ঢাকা-১২১২,
🏠 নরসিংদী চেম্বার :গোলেস্থা গিয়াস মাকেট, সাটির পাড়া ( সুরভী সিনেমা হলের সাথে) ,নরসিংদী সদর নরসিংদী ।
⏰ সিরিয়াল পেতে কল করুন : ☎ 01916-722 816
বিঃ দ্রঃ আমরা পুরো বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ঔষধ পাঠায়।
ডায়াবেটিসের লক্ষণসমূহঃ
ক. ঘন ঘন প্রস্রাব হওয়া
খ. খুব বেশি পিপাসা লাগা
গ. বেশি ক্ষুধা পাওয়া
ঘ. যথেষ্ট খাওয়া সত্ত্বেও ওজন কমে যাওয়া
ঙ. ক্লান্তি ও দুর্বলতা বোধ করা
চ. ক্ষত শুকাতে বিলম্ব হওয়া
ছ. খোস-পাঁচড়া, ফোঁড়া প্রভৃতি চর্মরোগ দেখা দেওয়া
জ. চোখে কম দেখা।
ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার কারণ সমূহঃ
যে কেউ যে কোনো বয়সে যেকোনো সময় ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন। তবে নিম্নোক্ত শ্রেণীর ব্যক্তিদের মধ্যে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে:
ক. যাদের বংশে বিশেষ করে বাবা-মা বা রক্ত সম্পর্কিত নিকটাত্মীয়ের ডায়াবেটিস আছে।
খ. যাদের ওজন অনেক বেশি ও যারা ব্যায়াম বা শারীরিক পরিশ্রমের কোনো কাজ করেন না।
গ. যারা বহুদিন ধরে কর্টিসোল জাতীয় ওষুধ ব্যবহার করেন।
ঘ. যেসব মহিলার গর্ভাবস্থায় ডায়াবেটিস ছিল আবার যেসব মহিলা ৯ পাউন্ডের বেশি ওজনের বাচ্চা প্রসব করেছেন।
ঙ. যাদের রক্তচাপ আছে এবং রক্তে কোলেস্টেরল বেশি থাকে।
ডাঃ মোঃ রতন মিয়া
ডি ,এইচ, এম , এস
🏠 ঢাকা চেম্বার : অর্কিড জ্যামশেদ টাওয়ার, (লেভেল-5,লিফটের-4),মেরুল বাড্ডা, ঢাকা-১২১২,
🏠 নরসিংদী চেম্বার :গোলেস্থা গিয়াস মাকেট, সাটির পাড়া ( সুরভী সিনেমা হলের সাথে) ,নরসিংদী সদর নরসিংদী ।
⏰ সিরিয়াল পেতে কল করুন : ☎ 01916-722 816
বিঃ দ্রঃ আমরা পুরো বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ঔষধ পাঠায়।
রামু কক্সবাজারের মোঃ রাকিবুল হাসান, বয়স ৩৭ বছর, ৬ বছর যাবৎ কোমর বেদনা। বর্তমানে কোমরে তীব্র বেদনা করে। বেদনা কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত যায। বর্তমানে পা অবশ অবশ ও ঝিন ঝিন করে। হাটতে গেলে পা অবশ হয়ে যায়। শুয়ে থাকলে বেদনা কম করে। মাইগ্রেনের সমস্যা আছে। Cold Allergy পাইলসের সমস্যা আছে। শরীর দুর্বল
রোগীর MRI রিপোর্ট:
disc bulge with disc height loss & disc desiccation at Level L4-L5 Causing indentation of spinal theca and mild compression of bilateral exiting L4 Nerve roofs
এমন অবস্থা নিয়ে আমার সাথে যোগাযোগ করেন। তিনি আমার থেকে প্রায় কয়েকমাস ঔষধ খেয়েছেন। আলহামদুলিল্লাহ্ তিনি এখন সুস্থ আছেন।
আাপনাদের কারো যদি এমন সমস্যা থাকে তাহলে এখনোই চিকিৎসা করুন। রোগ নিয়ে বসে থাকলে, অবহেলা করলে পরবর্তি সময়ে আরো বেশি সমস্যা দেখা দিতে পারে।
এই রকম সব সমস্যার একমাত্র সমাধান হোমিওপ্যাথিক চিকিৎসা। অন্যান্য চিকিৎসায় আপনারা সাময়িক ভাবে আরোগ্য লাভ করলেও সেটি স্থায়ী হবে না।তাই স্থায়ীভাবে আরোগ্য লাভ করতে আপনার দরকার হোমিওপ্যাথিক চিকিৎসা।
ডাঃ মোঃ রতন মিয়া
ডি ,এইচ, এম , এস
ডিস্ক প্রলাপস,ডায়াবেটিস,হার্ট ব্লক,স্থুলতা বা অতি ওজন, ক্যান্সার, ব্রেন স্ট্রোক, ফ্যাটি লিভার , কিডনি ড্যামেজ , উচ্চ রক্ত চাপ , গ্যাসট্রিক আলসার , সন্তান না হওয়া, থাইরয়েড,হরমোন জনিত সমস্যা,
যৌন সমস্যা ইত্যাদি রোগের অভিজ্ঞ হোমিও চিকিৎসক।
🏠 ঢাকা চেম্বার : অর্কিড জ্যামশেদ টাওয়ার, (লেভেল-5,লিফটের-4),মেরুল বাড্ডা, ঢাকা-১২১২,
🏠 নরসিংদী চেম্বার :গোলেস্থা গিয়াস মাকেট, সাটির পাড়া ( সুরভী সিনেমা হলের সাথে) ,নরসিংদী সদর নরসিংদী ।
⏰ সিরিয়াল পেতে কল করুন : ☎ 01916-722 816
বিঃ দ্রঃ আমরা পুরো বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ঔষধ পাঠাই।
যারা বাজে ভিডিও দেখে অথবা খারাপ কাজ করে, হস্তমৈথুন করে এখন যৌন দুর্বলতায় ভুগছেন। বিবাহ করতে ভয় পাচ্ছেন, বিবাহ্ করে সংসারে অশান্তি, স্ত্রী আপনার প্রতি অসন্তুষ্ট। এমন যারা আছেন দয়া করে চিন্তা ভাবনা করে চিকিৎসা গ্রহণ করুন, ইনশাআল্লাহ্ ভালো হয়ে যাবেন।
আমাদের এমন অনেক রোগী আছে যারা এই সমস্যা থেকে উদ্ধার হয়েছেন।
ডাঃ মোঃ রতন মিয়া
🏠 ঢাকা চেম্বার : অর্কিড জ্যামশেদ টাওয়ার, (লেভেল-5,লিফটের-4),মেরুল বাড্ডা, ঢাকা-১২১২,
🏠 নরসিংদী চেম্বার :গোলেস্থা গিয়াস মাকেট, সাটির পাড়া ( সুরভী সিনেমা হলের সাথে) ,নরসিংদী সদর নরসিংদী ।
⏰ সিরিয়াল পেতে কল করুন : ☎ 01916-722 816
বিঃ দ্রঃ আমরা পুরো বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ঔষধ পাঠায়।
বগুড়ার সারোয়ার হোসেন, বয়স ৩২ বছর,
৬ বছর যাবৎ কোমর বেদনা। বর্তমানে বেশিক্ষণ দাড়াইয়া থাকতে পারে না। কোমরের বেদনা পায়ের দিকে যায়। ঘাড়ের মধ্যে বেদনা। হাতের কনুই ও কবজিতে হাটাহাটি করলে বেদনা করে। শুয়ে থাকলে বেদনা কম করে। মানসিক টেনশন করলে বেদনা বেশি করে। হাঁপানি, Cold Allergy যৌন দুর্বলতা আছে। অন্ডকোষ বেদনা। বুকে চাপ , বুক বেদনা। কোমরের মাংসপেশীতে জ্বালাপোড়া করে। পায়ের মাংসপেশীতে কাপুনী হয়।
Bulged disc indenting ventral thecal sac & abutting exiting nerve root of both sider
schmorl's node in d10x d11 vertebral bodies. Cervical spine: Mild Disc Bulged at Level C3/C4 C5/C6 Indenting ventral thecal sac without cervical cord Compression
এমন অবস্থা নিয়ে আমার সাথে যোগাযোগ করেন। তিনি আমার থেকে প্রায় কয়েকমাস ঔষধ খেয়েছেন। আলহামদুলিল্লাহ্ তিনি এখন সুস্থ আছেন।
আাপনাদের কারো যদি এমন সমস্যা থাকে তাহলে এখনোই চিকিৎসা করুন। রোগ নিয়ে বসে থাকলে, অবহেলা করলে পরবর্তি সময়ে আরো বেশি সমস্যা দেখা দিতে পারে।
এইরকম সব সমস্যার একমাত্র সমাধান হোমিওপ্যাথিক চিকিৎসা। অন্যান্য চিকিৎসায় আপনারা সাময়িক ভাবে আরোগ্য লাভ করলেও সেটি স্থায়ী হবে না।তাই স্থায়ীভাবে আরোগ্য লাভ করতে আপনার দরকার হোমিওপ্যাথিক চিকিৎসা।
ডাঃ মোঃ রতন মিয়া
ডি ,এইচ, এম , এস
ডিস্ক প্রলাপস,ডায়াবেটিস,হার্ট ব্লক,স্থুলতা বা অতি ওজন, ক্যান্সার, ব্রেন স্ট্রোক, ফ্যাটি লিভার , কিডনি ড্যামেজ , উচ্চ রক্ত চাপ , গ্যাসট্রিক আলসার , সন্তান না হওয়া, থাইরয়েড,হরমোন জনিত সমস্যা,
যৌন সমস্যা ইত্যাদি রোগের অভিজ্ঞ হোমিও চিকিৎসক।
🏠 ঢাকা চেম্বার : অর্কিড জ্যামশেদ টাওয়ার, (লেভেল-5,লিফটের-4),মেরুল বাড্ডা, ঢাকা-১২১২,
🏠 নরসিংদী চেম্বার :গোলেস্থা গিয়াস মাকেট, সাটির পাড়া ( সুরভী সিনেমা হলের সাথে) ,নরসিংদী সদর নরসিংদী ।
⏰ সিরিয়াল পেতে কল করুন : ☎ 01916-722 816
বিঃ দ্রঃ আমরা পুরো বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ঔষধ পাঠায়।
আইবিএস হচ্ছে পেটের পীড়ার কয়েকটি উপসর্গ বা লক্ষণের সমষ্টি। এ রোগে পেট অধিকতর স্পর্শকাতর হয় বলে স্বাভাবিকের চেয়ে বেশি ক্রিয়াশীল হয়ে থাকে।
বাংলাদেশে প্রতি ১০০ জন পুরুষের মধ্যে ২০ জন ও প্রতি ১০০ জন নারীর মধ্যে ২৭ জন এ রোগে আক্রান্ত।
আইবিএস হলো মানবদেহের একটি বিশৃঙ্খল অবস্থা যা পেটে ব্যথা (অ্যাবডোমিনাল পেইন) এবং ঘন ঘন পায়খানায় (টয়লেটে) ছুটে যাওয়ার ইচ্ছার মাধ্যমে প্রকাশ পায়। এটি একটি অধিকতর গুরুত্বপূর্ণ ইন্টেস্টাইন রোগ (ভাওয়েল ডিজিজ)। অধিকাংশ মানুষের মধ্যে এ রোগটির লক্ষণ অল্প অল্প দৃষ্টিগোচর হয়ে থাকে। এটির প্রাথমিক বৈশিষ্ট্য হলো গ্যাস্ট্রোইনটেস্টাইনাল বিশৃঙ্খলা। পেটের নিম্নভাগ হালকা ব্যথা (ডিসকম্পোর্ট) সহ ঘন ঘন মল (স্টুল) বের করে দেওয়ার প্রবণতা। বিভিন্ন সময়ে মলের পরিমাণ ও ঘনত্ব বিভিন্ন প্রকারের হয়ে থাকে। কখনো কোষ্টবদ্ধ (শক্তমল) আবার কখনো উদরাময় (নরম বা পানির মতো তরল মল)। অনেক সময় মল বের হওয়ার আগে কিংবা পরে যথেষ্ট পরিমাণ মিউকাস ক্ষরণ হয়ে থাকে।
আইবিএস তিন ধরণের হয়ে থাকে।
------------------------------------
🔎 ১. স্প্যাস্টিক কোলন: পেটে ব্যথা এবং কোষ্টবদ্ধতা এটির প্রধান বৈশিষ্ট্য। সাধারণত পেটের বামপাশে অস্বস্তি থাকে এবং টয়লেট সেরে নেওয়ার পর কিছুটা শান্তি পাওয়া যায়। এক্ষেত্রে অনেক সময় কোষ্টবদ্ধতার পর উদরাময় দেখা যেতে পারে।
🔎 ২. ফানসান্যাল ডায়রিয়া: ঘন ঘন উদরাময় হওয়ার প্রবণতা। তবে অধিকাংশ ক্ষেত্রে খুব ভোর বেলায় ঘুম থেকে জেগে ওঠার পরপরই পায়খানায় ছুটে যেতে হয়। মল পাতলা পানির মতো হতে পারে। এক্ষেত্রে রোগী দীর্ঘ সময় পর্যন্ত টয়লেটে যাতায়াত করে থাকে।
🔎 ৩. ফোরগাট ডিসমোটিলিটি: পেটে প্রচণ্ড গ্যাস হওয়া এবং খাবার গ্রহণের পরে পেটে অস্বস্তিবোধ। প্রায়ই পেট ফেঁপে আকারে বড় হয়ে থাকে এবং ডানপাশে ব্যথা হয়।
ডাঃ মোঃ রতন মিয়া
ডি ,এইচ, এম , এস
ডিস্ক প্রলাপস,ডায়াবেটিস,হার্ট ব্লক,স্থুলতা বা অতি ওজন, ক্যান্সার, ব্রেন স্ট্রোক, ফ্যাটি লিভার , কিডনি ড্যামেজ , উচ্চ রক্ত চাপ , গ্যাসট্রিক আলসার , সন্তান না হওয়া, থাইরয়েড,হরমোন জনিত সমস্যা,
যৌন সমস্যা ইত্যাদি রোগের অভিজ্ঞ হোমিও চিকিৎসক।
🏠 ঢাকা চেম্বার : অর্কিড জ্যামশেদ টাওয়ার, (লেভেল-5,লিফটের-4),মেরুল বাড্ডা, ঢাকা-১২১২,
🏠 নরসিংদী চেম্বার :গোলেস্থা গিয়াস মাকেট, সাটির পাড়া ( সুরভী সিনেমা হলের সাথে) ,নরসিংদী সদর নরসিংদী ।
⏰ সিরিয়াল পেতে কল করুন : ☎ 01916-722 816
বিঃ দ্রঃ আমরা পুরো বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ঔষধ পাঠায়।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the practice
Website
Address
Pragati Tower ( Lift-4), Merul Badda , Dhaka
Rajarbag
1212
Rajarbag, 1207
Welcome to Asian sky Shopping Online We always try to give you quality products And we always try to