Gk.Omur Teaching

কঠোর পরিশ্রম আর আত্নবিশ্বাসী ব্যর্থত

Photos from Gk.Omur Teaching's post 29/03/2024

প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষকে প্রশ্ন সমাধান

Photos from Gk.Omur Teaching's post 29/03/2024

আজকে অনুষ্ঠিত #প্রাথমিক_সহকারী_শিক্ষক নিয়োগ পরীক্ষার #৩য় ধাপে আসা প্রশ্নের বিস্তারিত সমাধান।

28/03/2024

🔥🔥 ৩৪৮ পদে সমাজসেবা অধিদফতর (dss) এ নিয়োগ বিজ্ঞপ্তি

🇧🇩 নিয়োগ বিজ্ঞপ্তি 🇧🇩
👉 প্রতিষ্ঠানঃ সমাজসেবা অধিদফতর (dss)
👉 পদের নামঃ বিভিন্ন পদ
👉 পদ সংখ্যাঃ ৩৪৮টি
👉 আবেদন ফীঃ ২২৩/- ও ১১২/- টাকা
👉 আবেদন শুরুঃ ১ এপ্রিল ২০২৪
👉 আবেদনের শেষ তারিখঃ ২১ এপ্রিল ২০২৪
👉 আবেদনের লিংকঃ http://dss.teletalk.com.bd/

25/03/2024

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় যে টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসে, সেই টপিকগুলো এখানে দিলাম-

*সবার আগে খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক ও সহকারী উপ-খাদ্য পরিদর্শক পদের পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন সমন্ধে কিছুটা ধারণা নেয়া যাক-

১। বাংলা- ৩০ বা ২৫
২। ইংরেজি - ৩০ বা ২৫
৩। গণিত- ২০ বা ২৫
৪। সাধারণ জ্ঞান- ২০ বা ২৫
= মোট : ১০০ নাম্বার।

🟨তো এবার আসুন কোন বিষয়ের জন্য কী কী পড়বেন
= সর্বপ্রথম বিসিএস প্রিলির বিগত সালের প্রশ্ন সমাধান করুন, কেবল বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, সাধারণ বিজ্ঞান ও ICT ( বিশেষ করে ৩৫- ৪৫তম পর্যন্ত) বাকি সাবজেক্টগুলো বাদ দিন। এখন ব্যাখ্যাসহ না পড়ে কেমল প্রশ্ন ও উত্তরসহ ভালোভাবে রিডিং পড়ুন।
এবার আসি সাবজেক্ট অনুসারে কী পড়বেন-

১। ইংরেজি: এই অংশের জন্য অনেকে ভয় পায়। ভয়ের কিছু নেই।

এখান থেকে সহজেই নাম্বার তুলতে পারবেন নিচের কমন টপিকগুলো পড়লে:

১। প্রথমে ভালোভাবে পড়ে ফেলুন Right Form of Verbs ও Subject-Verb Agreement, কারণ বিগত সালে প্রশ্ন Analysis করে দেখিছি আমরা এখন থেকে ৩-৪ টি প্রশ্ন থাকে গড়ে। এই টপিকগুলোর সাথে
পড়বেন Condition Sentence. এটি মূলত Right Form of Verbs ও Subject-Verb Agreement এর অংশ
২। Preposition: ১-২ থাকে।
৩। Phrases & Idimoms: ৩-৪টি থাকে।
৪। Sentence Correction: 1-2
৫। Synonym ও Antonym. ২-৩ থাকে।
৬। Identification of Parts of Speech. এখান থেকে ১-২ থাকে
*ইংরেজি সাহিত্য থেকেও মাঝে মধ্যে ১-২টি প্রশ্ন থাকে। এর জন্য শুধু ৩৫-৪৫তম বিসিএস প্রিলির প্রশ্নগুলো পড়লেই হবে আশা করি
২। বাংলা: এই অংশে বাংলা ব্যাকরণ ও সাহিত্য দুটি মিলেই প্রশ্ন আসে।
ব্যাকরণ থেকে কোন কোন টপিক গুলো পড়বেন?
যে টপিকগুলোর নাম বলছি তা ধরে ধরে পড়বেন।

১। শুদ্ধ শব্দ। বাক্য শুদ্ধিকরণ এখন আর পড়ার দরকার নেই। এই টপিক থেকে ২-৩ পেতে পারে।
২। সমার্থক/প্রতিশব্দ। এই টপিক থেকে ২-৩ পেতে পারেন।
৩। বিপরীত শব্দ। এখান থেকে ১-২ পেতে পারেন।
৫। সমাস। ১-২ থাকে।
৬। সন্ধি। ১-২ থাকে। এখন শুধু বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো পড়ুন।
৮। এক কথা প্রকাশ। ১-২ থাকে। এখন শুধু বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো পড়ুন।
৯। কারক-বিভক্তি। ২-৩ থাকে।
১০। বাংলা ব্যাকরণের আলোচ্য ৪টি বিষয় পড়ুন ভালো করে। পড়া অল্প কিন্তু ১ থাকে সাধারণত এখন থেকে।
১১। বাগধারা। ১-২ থাকে। বিগত সালে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো পড়লেই হবে।
১২। বাংলা ধ্বনি ও বর্ণ। ২-৩ টি
১৩। বাংলা ভাষায় ব্যবহৃত বিভিন্ন ধরনের শব্দ।
১৪। উপসর্গ

*বাংলা সাহিত্যের জন্য যা যা পড়বেন-
১। রবীন্দ্রনাথ
২। নজরুল
৩। জসীম উদদীন
৪। বঙ্গিমচন্দ্র
৫। মধ্যযুগ বিস্তারিত বইয়ে যা দেয়া মধ্যযুগ নিয়ে শুধু তা পড়লেই হবে।]
৬। বাংলা সাহিতের প্রথম
৭। বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয়ের জনক।
৮। কবি সাহিত্যিকের ছদ্মনাম।
৯। বাংলা সাহিত্যের বিখ্যাত সংবাদপত্র
১০। বাংলা লিপির উৎপত্তি।

#গণিত:
১। বীজ গণিতের মান নির্ণয় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। ১-২টি।
২। লাভ-ক্ষতি (শতকরা)। ১-২টি
৩। সুদ-কষা (শতকরা)। ১-২টি
৪। কাজ ও সময়। ১টি
৫। বয়স। ১টি
৬। অনুপাত ১-২ টি
৭। লসাগু ও গসাগু ১-২ টি
৮। বৃত্ত ১ টি
৯। ত্রিভুজ (সমকোণী, সমবাহু, সম-দ্বিবাহু, বিষম বাহু). ১-২টি
১০। বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র।
১১। সংখ্যা ও গড়। ১-২টি
১২। বৃহত্তম ও ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয়।
১৩। দশমিক ও দশমিকের বির্গমূল নির্ণয়।

#সাধারণ জ্ঞান:
এই অংশে বাংলাদেশ + আন্তর্জাতিক + বিজ্ঞান+ ICT মিলিয়ে প্রশ্ন হয়।

তাই এখন পড়ুন-
১। বাংলাদেশের ভৌগোলিক বিষয়াবলি,
বাংলাদেশ ও জাতিসংঘ সম্পর্কিত প্রশ্ন।
২। বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থায় বাংলাদেশের সদস্যপদ লাভ
৩। মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন, মুজিবনগর সরকার।
৪। ৬ দফা, যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬৯ এর গণ অভুত্থান, ১৯৭০ এর নির্বাচন, আগরতলা ষড়যন্ত্র মামলা।
৫। ইউনেস্কো স্বীকৃত বাংলাদেশের বিশ্ব ঐতিহ্য, ৭ ই মার্চের ভাষণ, ২১ ফেব্রুয়ারি ও সুন্দরবনের স্বীকৃতি।
৬। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৭। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১, পদ্মাসেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু ট্যানেল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে
৮। বাংলাদেশের অর্থনীতির অগ্রগতি ও উন্নয়ন। যেমন GDP প্রবৃদ্ধি, মাথাপিছু আয়।
৯। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ পুরস্কার ও উপাধি
১০। বাংলাদেশের দর্শনীয় ও ঐতিহাসিক স্থান ও স্থাপনের অবস্থান ও প্রতিষ্ঠা।
১১। বাংলা নববর্ষ সম্পর্কিত প্রশ্ন
১২। আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর
১৩। বিভিন্ন দেশের মুদ্রার নাম। শুধু বিগত সালে বিভিন্ন পরীক্ষায় যেসব দেশের মুদ্রার নাম এসেছে তা পড়ুন এখন।
১৪। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস। যে দিবসগুলো ভিন্ন পরীক্ষায় এসেছে তাতে বেশি জোর দিন।
১৫। ক্রিকেট খেলা ও বিশ্বকাপ ফুটবল-২০২২।

=== সাধারণ বিজ্ঞানঃ সাধারণ বিজ্ঞান থেকে কিছু কমন প্রশ্ন আসে; যেমন বিজ্ঞান নির্ণায়ক যন্ত্রের নাম, বিভিন্ন প্রকার কালচার (যেমন- এপি কালচার, পিস

20/03/2024

🟡বিভিন্ন প্রাণীর প্রজনন কেন্দ্র🟡
✅হরিণ-চকোরিয়া, কক্সবাজার;
✅কুমির-করমজল, সুন্দরবন; ✅বন্য প্রাণী-ডুলাহাজরা, কক্সবাজার;
✅মহিষ-ফকিরহাট, বাগেরহাট; ✅গরু-সাভার, ঢাকা।
🎯বলতে হবে ছাগল প্রজনন কেন্দ্র কোথায়❔

20/03/2024

🟩 বাংলাদেশকে সোনালি আঁশের দেশ বলা হয়।
🟩 সানফ্রান্সিসকোকে সোনালি তোরণের শহর বলা হয়।
🟩 অস্ট্রেলিয়াকে সোনালী পশমের দেশ বলা হয়।

🛑 আচ্ছা বলুনতো কোন দেশকে সোনালি প্যাগোডার দেশ বলা হয়❓

Photos from Gk.Omur Teaching's post 20/03/2024

পার্টিগনিত নিয়ে যাদের সমস্যা, এই নোট শেষ করতে পারলে পাটীগণিতে আর কোনো সমস্যাই হবে না ইনশাআল্লাহ ।

Photos from Gk.Omur Teaching's post 20/03/2024

বিভিন্ন পরীক্ষায় এসে থাকে,,,,,
বিভিন্ন চুক্তি ও প্রণালী...

Photos from Gk.Omur Teaching's post 20/03/2024

Bcs বাংলা সাহিত্য নিয়ে আর ভয় থাকবে না

18/03/2024

NTRCA কর্তৃক নিয়োগ প্রাপ্তদের বেতন ও সুযোগ সুবিধা
নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো:

NTRCA - Non-Government Teachers Registration & Certification Authority

১. লেকচারারঃ কলেজ (নবম গ্রেড)

• মূল বেতনঃ ২২,০০০/=
• বাড়ি ভাড়াঃ ১,০০০/=
• চিকিৎসা ভাতাঃ ৫০০/=
সর্বোমোটঃ ২৩,৫০০/=✅

১০ বছর পরে অ্যাসিসটেন্ট প্রফেসর হলে
• মূল বেতন ৩৫,০০০/=
• বাড়িভাড়া ১০০০/=
• চিকিৎসা ভাতা ৫০০/=
সর্বমোট ৩৬,৫০০/=✅

প্রিন্সিপাল হলে
• বেতন ৫০,০০০/=
• বাড়িভাড়াঃ ১,০০০/=
• চিকিৎসা ভাতাঃ ৫০০/=
সর্বমোটঃ ৫১,৫০০/= ✅

২. সহকারী শিক্ষকঃ স্কুল (এগারো গ্রেড)

• মূল বেতনঃ ১২,৫০০/=
• বাড়ি ভাড়াঃ ১,০০০/=
• চিকিৎসা ভাতাঃ ৫০০/=
সর্বমোটঃ ১৪,০০০/=✅

যদি বিএড ডিগ্রি থাকে তাহলে দশম গ্রেড হবে তার, তখন বেতন হবে -
• মূল বেতন ১৬,০০০/=
• বাড়ি ভাড়াঃ ১,০০০/=
• চিকিৎসা ভাতাঃ ৫০০/=
সর্বমোটঃ ১৭,৫০০/=✅

নোটঃ শুরুর দিকে বিএড করার জন্য ৫ বছর সময় দেয়।এবং ১০ বছর দশম গ্রেডে চাকুরি করার পর সিনিয়র শিক্ষকে উন্নিত হবেন (নবম গ্রেডে)

৩. জুনিয়র শিক্ষকঃ ইস্কুল-২ (ষোল গ্রেড)

• মূল বেতনঃ ৯,৩০০/=
• বাড়ি ভাড়াঃ ১,০০০/=
• চিকিৎসা ভাতাঃ ৫০০/=
সর্বমোটঃ ১০,৮০০/=✅

উপরের ৩ ক্যাটেগরির সকলেই প্রতি বছর তার ব্যাসিক বেতনের ২৫% করে ২ টা উৎসব ভাতা পাবেন।

মূল/বেসিক বেতনের ২০% বৈশাখি ভাতা পাবেন বছরে একবার।

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য জুলাই মাসে বেসিকের ৫% একটা ভাতা দেয়া হয়।

এছাড়া কিছু স্কুল-কলেজ (সংখ্যাটা খুবই সামান্য) ছাত্র-ছাত্রীদের থেকে বাৎসরিক যে বেতন+ফিস নেয় তা খরচ করার পরেও যদি স্কুল/কলেজ ফান্ডে টাকা বেচে যায় তা শিক্ষকদের মধ্যে ভাগ করে দেন।

উপরের ৩ ক্যাটেগরির সকলেই প্রতি বছর তার ব্যাসিক বেতনের ৫% ইনক্রিমেন্ট পান।
সংগৃহীত

Photos from Gk.Omur Teaching's post 23/02/2024
Photos from Gk.Omur Teaching's post 21/02/2024

সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা...

26/12/2023

অবশেষে আন্দোলন সফল।

২০২২ সাল ভিত্তিক সমন্বিত ৩টি ব্যাংক নিয়োগে বয়স পুনঃনির্ধারণ প্রসঙ্গে:
☞নতুন বয়সসীমা: ১লা মার্চ, ২০২৩।

Photos from Gk.Omur Teaching's post 26/12/2023

৪৩তম বি.সি.এস. পরীক্ষা - ২০২০ এর ক্যাডার এবং নন ক্যাডার পদের ফলাফল।
নির্বাচিতঃ ২,১৬৩ জন
নন ক্যাডার ৬৪২ জন
সকলেই অভিনন্দন

21/12/2023

২০২২ সালভিত্তিক সমন্বিত ৯ ব্যাংক / আর্থিক প্রতিষ্ঠানে অফিসার (সাধারণ) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ!

শূন্যপদের সংখ্যা: ১৫৯৭ টি

20/12/2023

প্রাইমারি শিক্ষক নিয়োগের ১ম ধাপের ফলাফল।
পাস: ৯,৩৩৭ জন।
পরীক্ষার্থী ছিলঃ ৩,৬০,৬৯৭ জন।ফেল- ৩,৫১,৩৬০ জন, পা‌সের হারঃ ২.৫৯%

Photos from Gk.Omur Teaching's post 20/12/2023

আজকে অনুষ্ঠিত #পিএসসি এর #ইলেকট্রিক্যাল ইন্সপেক্টর পদে আসা প্রশ্নের সমাধান।

20/12/2023

Die নিয়ে কিছু কনফিউশান
দূর;-
die of : কোন রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া ক্ষেত্রে (He died of cholera).

Die from : কোন কারনে মারা যাওয়া ক্ষেত্রে ( He died from over eating.)

Die for : আত্মত্যাগ করা ক্ষেত্রে ( He died for his country.)

Die by : কোন কিছু দ্বারা মারা যাওয়া ক্ষেত্রে ( He died by poison)
Die in : শান্তি তে মারা যাওয়া ক্ষেত্রে ( let me died in peace)

Prepared by gk omur Farouque.

Any important job information follow :
Gk.Omur Teaching

Gk Omur Farouque

Photos from Gk.Omur Teaching's post 20/12/2023

#সমন্বিত ৮ ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের #সিনিয়র অফিসার এর #৯৭৪টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত।

Photos from Gk.Omur Teaching's post 18/12/2023

💥💥সিলেবাস অনুযায়ী প্রাইমারি শিক্ষক নিয়োগ ১ম ধাপের পূর্ণাঙ্গ (৭৫টি) প্রশ্ন বিশ্লেষণ!!সিলেবাস পর্যালোচনাটি ২য় ও ৩য় ধাপের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আগামী দিনগুলোতে এই টপিকগুলো ধরে ধরে প্রস্তুতি নিয়ে নিশ্চিত করুন প্রতিটি নাম্বার।

তথ্য সংগ্রহে
Gk.Omur Teaching
Gk Omur Farouque

15/12/2023
Photos from Gk.Omur Teaching's post 15/12/2023

নদী ও নদীর উৎপত্তিস্থল

10/12/2023

আপডেট তথ্য:-

★ সিলেটের জয়ন্তপুর ও মৈনাটঘাটে তেলের খনির সন্ধান পাওয়া গেছে। গত ৮ ডিসেম্বর তেলের উপস্থিতি জানা যায়।
★ সিলেট-১০ নং গ্যাসকূপে প্রাপ্ত এই খনিতে মজুত তেলের পরিমাণ ৪৩-১০০ বিলিয়ন ঘনফুট।প্রতিদিন উৎপাদন ক্ষমতা ৬০০ ব্যারেল
★ উল্লেখ্য, ১৯৮৬ সালে দেশে ১ম তেলের সন্ধান পাওয়া যায় হরিপুরে, যা ৫ বছর স্থায়ী ছিল।

Photos from Gk.Omur Teaching's post 08/12/2023

💥 তারিখ: ০৮/১২/২০২৩
💥 প্রতিষ্ঠানের নাম: #প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
💥 পদের নাম: #সহকারী_শিক্ষক_২০২৩ (যুমনা) - প্রথম ধাপ
#প্রশ্ন_সমাধান

Photos from Gk.Omur Teaching's post 08/12/2023

💥 তারিখ: ০৮/১২/২০২৩
💥 প্রতিষ্ঠানের নাম: #প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
💥 পদের নাম: #সহকারী_শিক্ষক_২০২৩ (সেট: ৪৭৭৪; মেঘনা) - প্রথম ধাপ
#প্রশ্ন_সমাধান

Photos from Gk.Omur Teaching's post 30/11/2023

🔥৩,১৪০ পদে ৪৬তম BCS এর বিজ্ঞপ্তি প্রকাশ।
👉মোট পদ-৩১৪০
👉জেনারেল ক্যাডার পদ-৪৮৯
👉শিক্ষা ক্যাডার-৪১৯

প্রশাসন ক্যাডার -২৭৪
পুলিশ-৮০
ফরেন-১০
ট্যাক্স-৩৮
কাস্টমস -০৬

✅আবেদন শুরুর তারিখ: ১০ ডিসেম্বর, ২০২৩
✅আবেদন শেষ তারিখ: ৩১ ডিসেম্বর, ২০২৩
✅সম্ভাব্য পরীক্ষা: মার্চ, ২০২৪

24/11/2023

ব্রেকিং নিউজ

৪৫তম বিসিএস লিখিত পরীক্ষা স্থগিত করা হলো!

17/11/2023

১৮ তম বেসরকারি শিক্ষক নিবন্ধন
আবেদন করতে যা যা লাগবে।
পোস্টের নাম:
শিক্ষা প্রতিষ্ঠানের নাম: দাখিল মাদ্রাসা /ভোকেশনাল দাখিল মাদ্রাসা/ হাই স্কুল/ ভোকেশনাল হাই স্কুল
বিষয়ের নাম: আপনি যে বিষয়ে অবেদন করবেন
নিজের নাম( ইংরেজি ):-
পিতার নাম (ইংরেজি):-
মাতার নাম (ইংরেজি):-
জন্ম তারিখ:-
ধর্ম :-
লিঙ্গ :-
এনআইডি নাম্বার:-
কোটা যদি থাকে উল্লেখ করতে হবে:
বৈবাহিক অবস্থা:
বিবাহিত হলে হাজব্যান্ড ওয়াইফের না:
মোবাইল নাম্বার :-
ইমেইল আইডি:-

[ ] ঠিকানা ( অবশ্যই ইংরেজিতে লিখতে হবে)
গ্রামের নাম:-
ইউনিয়নের নাম :-
ইউনিয়ন কোড:-
থানার নাম :-
জেলার নাম:-

[ ] শিক্ষাগত যোগ্যতা:
দাখিল / এসএসসি:-
শিক্ষা বোর্ড :-
রোল নাম্বার:-
সিজিপিএ:-
গ্রুপ :-
পাশের সাল:-
[ ] HSC/ ডিপ্লোমা:
শিক্ষা বোর্ড:
রোল নাম্বার :-
সিজিপিএ :-
গ্রুপ:
পাশের সাল:-
পরীক্ষার কেন্দ্রের নাম:
ছবি ও সিগনেচার:

আবেদনের শেষ তারিখ: ৩০-১১-২৩
জনস্বার্থে কেরিয়ার ড্রিম বর্ন গ্রুপ
এডমিন প্যানেল
Gk Omur Farouque
Gk.Omur Teaching

Want your business to be the top-listed Media Company in Rajshahi Division?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা, ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা ল...
💦💦বৃষ্টি আসুক বা না আসুক আজ বর্ষা প্রথম দিন💦💦
বুদ্ধিজীবি বাঙালি  মোটামুটি অপরাধ ধারী😁😁😁😁😁😁এই রকম মোটামুটি অপরাধী শেয়ার দেন😁😁😁😁😔
৫৬ বর্গমাইল  বাংলায়অনেক মানুষের  এমন কষ্টে কথা গুলো হয়ত আমরা, একটু শুনি, একটু অনুসূচনা অনুভব করি।কিন্তু  প্রকৃতি পক্ষে ত...
তুরস্কে বিমানে চড়ে শিক্ষক, একই বিমানের পাইলট এই সম্মানিত শিক্ষকের ছাত্র ছিলেন । শিক্ষককে নিজ বিমানে দেখে আনন্দ প্রকাশ ক...
বাবুইপাখি বাসাএখন খুব কমেই চোখে পরে!!
এইচএসসি ২০২৩/২৪ এবং  জবের জন্য গুরুত্বপূর্ণ টপিকপরিপূরক যোগের কাজ!
বাচিয়ে রাখার ক্ষমতা শুধু আল্লাহকথায় আছে রাখে আল্লাহ মারে কে!বড় বিপদ থেকে রক্ষা পেলো এক ছাত্র :আজ কিছুক্ষণ পূর্বে, স্কুল...
ভাইয়ে কি দরকার ছিলো চাপ নেওয়ার
topic Right From of verbTeacher by Gk Omur Farouque. Following py page,get to Important information.
প্যারাসুট ছাড়াই মাঝ আকাশ থেকে পৃথিবীতে অবতরণ

Category

Website

Address


Rajshahi Division
2223

Other Digital creator in Rajshahi Division (show all)
Dada's Routine Dada's Routine
Canberra Street
Rajshahi Division, 4114

Basic Cooking 😊

Rakib King 736 Rakib King 736
Rajshahi Division

Is the page created especially for the latest flash videos keep the latest tech and the

Cristian Corralejas Cristian Corralejas
CRA12CALLE40E/24
Rajshahi Division, 700001

AMOR POR LO QUE HAGO DIA TRAS DIA EN CADA CORRALEJA, PARA LLEVARLES LO MEJOR A TODOS USTEDES DIOS LB.

Suroj khan Suroj khan
Rajshahi Division

General

Pran tosh Bilua Pran tosh Bilua
Patuakhli
Rajshahi Division

bhatt_danu20 bhatt_danu20
S K Payeen
Rajshahi Division

Foxy Gadgets Foxy Gadgets
Gandhi Nagar Gali No 2
Rajshahi Division, 477001

Welcome to foxy Gadgets..! Here we provide cool gadgets post nd vedios for your make your easy life.

Moyen Uddin Moyen Uddin
Moyen Uddin
Rajshahi Division, 1234

I'm moyen

Maria's dreams. Maria's dreams.
Rajshahi Division

I love to party grand rapids I do tattoos $ hot M**F -Always message back, but tips have first priority! ANYTHING I DONT HAVE UP HERE JUST ASK my 2 favorite things are to make...

Rofik 762 Rofik 762
Rajshahi Division

©abbas bhai jaan ™ ©abbas bhai jaan ™
Rajshahi Division

Satta King badsaha Satta King badsaha
Rajshahi Division, 301025