Miftah
সততা ও বিশ্বস্ততাই আমাদের সামনে পথ চলার সঙ্গী।
I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.
Whenever you see the Stars icon, you can send me Stars!
আবারো ফিরতে চাই নিজস্ব সত্তায়।।।
New collection
আসসালামু আলাইকুম
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আর ঈদে নতুন কিছু হবে না তাই হয়।
আমাদের মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতর।এই ধর্মীয় বিশ্বাসকে ভালোবাসায় রুপান্তারিত করে আমরা প্রত্যেকে চাই নিজের প্রিয়জনদের কিছু দিতে।উচ্চ আয়ের মানুষ থেকে নিম্ন আয়ের প্রত্যেকেই চাই নিজের খুশিগুলোকে সবার সাথে ভাগ করে নিতে।
আমি লিজা নাটোর থেকে।কাজ করছি বিভিন্ন ড্রেস, শাড়ী, ও ঘি, মধু নিয়ে।
ওনার ওফঃ Miftah
ঈদ কালেকশন
দাম ও অর্ডার করতে ইনবক্স করুন
NEW COLLECTION
আসসালামু আলাইকুম
শীত মানেই পিঠা পুলি আর বিয়ের মৌসুম।আর বিয়ে মানেই সাজসজ্জা।ব্রাইডাল গহনা আর গর্জিয়াস ড্রেস। বাংঙালী নানারকম ড্রেসের পাশাপাশি ইনডিয়ান ড্রেসের জুড়ি নেই।ইনডিয়ান গর্জিয়াস থ্রি পিস শাড়ী আমাদের বিয়েতে আজকাল সচরাচর দেখা যায়।এই থ্রি পিস গুলোও সত্যি মনকাড়া।
প্রায়ই দেখা যায় একেক অনলাইন শপে একেক রকম।
আমরা অনেকেই সবদিক চিন্তা না করেই পণ্যের দাম ঠিক করে ফেলি।এতে বড় অসুবিধা হলো নিজের বিজনেসের ক্ষতি।কাস্টমার মনে করে এখানে এত বেশি অন্য পেজে কম।বা এখানে এত কম অন্য পেজে বেশি।মানে পণ্যের মাঝে প্রবলেম আছে।
আসলে এটা ভুল।কারন একেক জনের পণ্যের মান বা ক্রয় করার খরচ আলাদা হয়।কেউ নিজে তৈরি করে।কেউ কিনে সেল করে।কারো আনার কস্ট বেশি কারো কম।
তাই পণ্যের,দাম ঠিক করার আগে প্রথম থেকে শেষ পর্যন্ত সব খরচের হিসাব রাখতে হবে।
ম্যাটেরিয়ালের খরচ
যাতায়াতের খরচ
প্যাকেজিং খরচ
ফোনের বিল
বিকাশ চার্জ
কর্মী থাকলে তার মজুরি
ডেলেভারি খরচ
সময়ের মূল্য
মেধার মূল্য
অন্যান্য খরচ
মূল্য নির্ধারণ করার সময় এই গুলো মাথায় রেখে মূল্য নির্ধারণ করতে হবে।
নতুনের আগমন
২০২১❤❤❤💚💚💚
২০২০ সালটা স্বরণীয় একটা সাল।জীবনের হতাশার একটা সাল হলো এটা।তবুও পাওয়া না পাওয়ার মাঝে আমরা নতুনের স্বপ্ন দেখি। ২০২১ সালটা যেন আমাদের সবার জন্য ভালো হয়।ভালো কিছু নিয়ে আসে এটাই প্রত্যাশা।সব জরাজীর্ণ ভুলে আমরা যেন নতুন ভাবে বাঁচতে পারি।সামনে এগিয়ে যেতে পারি এটাই কামনা করছি।
Happy new year 2021
💎 লেট মি রিইনট্রুডিউস মাইসেলফ মানে আমাকে আবার পরিচয় করিয়ে দিন💎
ধরে নিলাম বাংলা সিনেমার মত অনেক বছর আমার কিছু মনে নেই।হঠাৎ বাসার কলিংবেল বাজাচ্ছি আমি দরজা খুলে দিল আমার স্বামী। আমাকে দেখে খুবই খুশি।খুশিতে আত্নহারা সে।এত বছর পর আমি কোথা থেকে আসলাম।বাচ্ছারা মা মা বলে ডাকা শুরু করল।কিন্তু আমি খুবই বিরক্ত।আমি খুব অভিভূত হয়ে গেলাম এই বাচ্ছারা আমাকে মা মা বলে ডাকছে কেন?তবে মনে মনে খুব ভালো লাগছে এত কিউট বাচ্ছাগুলো মা মা বলে ডাকছে।একটু পর আব্বু আম্মু এসে হাজির তারাও আমাকে দেখে আনন্দে চিৎকার করে উঠছে।আমার আসা উপলক্ষে আরো আরো কত জন আপন জন এসে হাজির।আমি তো পুরাই তাজ্জব, আসছিলাম একা আর এসে এখানে কত শত উপহার পাচ্ছি।
একটু গভীর ভাবে ভালো করে চিন্তা করে দেখুন তো, আমরাও পৃথিবীতে একা আসছিলাম এসে কত কত উপহার পেয়ে গেলাম।
আমাদের জীবন রিযিক রুজিরোজগার আল্লাহর তরফ থেকে উপহার স্বরূপ। কত কত উপহার দিলো আল্লাহ।অথচ আমরা আমরা মনে করি এগুলো আমাদের পাওয়াই ছিলো।আর যেটা পাচ্ছি না সেটা নিয়ে কত দুঃখ।আমরা যে জিনিস না পাই সেটা নিয়েই সারাক্ষণ হতাশ হয়ে থাকি।এই হতাশ হতাশ চিন্তা শেষ পর্যন্ত আমাদের সুখ কেড়ে নেয়।
তাই কোন কিছু নিয়ে হতাশ না হয়ে নিজের চেস্টাই সামনে এগিয়ে যেতে হবে।
আর আমাদের উদ্যোক্তা জীবনে সফলতা, হতাশা আসবেই।ধৈর্যের সাথে সব মোকাবিলা করতে হবে।
আমার দেশে শীত মানেই পিঠা পুলি উৎসব। শীতে পিঠা পায়েস খাওয়া হবেনা এমনটা সম্ভব নয়। দুধ চিতই, দুধ পুলি, পাটিসাপটা, ভাপা পিঠা হাজারো রকমের পিঠা তৈরি হয় আমাদের ঘরে।তবে এই সব পিঠার স্বাদ হাজার গুন বাড়িয়ে দেয় খেজুরের গুড়। খেজুরের গুড়ের পিঠা পুলির তুলনা হয় না।হিম শীতে খেজুরের গুড়ের পায়েস যেন অমৃত। ভাপা পিঠায় খেজুরের গুড় আর নারিকেলের মিশ্রণ যেন ভিন্ন স্বাদের মাত্রা এনে দেয়।শীতের সকালে চুলার পাশে বসে ভাপ উঠা ভাপা পিঠা খাওয়া আর ঠান্ডা দুধ পুলি দুধ চিতই শীতের আমেজ কে হাজার গুন বাড়িয়ে দেয়।
ঝোলা খেজুরের গুড় দিয়ে মোটা ধানের মুড়ি খুবই মুখরোচক।
আমি লিজা।নাটোর থেকে।কাজ করি ড্রেস, মধু, ঘি, কুমড়ো বড়ি ও খেজুরের গুড় নিয়ে।
ওনার ওফঃ Miftah
সোয়েটার
আমরা জাতি হিসেবে আধুনিকতার অনেক ট্রেন্ড ফলো করি।আমরা মোটেও আধুনিকতার ধরাছোঁয়ার বাইরে নই।
আজ কাল কাপল ড্রেস ব্যবহারে আমরা খুব ইচ্ছুক। আর এই কাপল ড্রেসের পাশাপাশি বাবা ছেলে মা মেয়ে সেম ড্রেস ব্যবহার করতে দেখা যায়। সত্যি এই জিনিস গুলো অনেক ভালো লাগে।সবাই এক।কেউ কারো থেকে আলাদা নয়।নিজেদের মধ্যে বন্ধন গুলো অনেক অটুট। আধুনিকতার পাশাপাশি পরিবারের সবাই যে একই আঙ্গিকে বাঁধা সেটা প্রকাশ পায়।মা বোন ভাই ছেলে মেয়ে বাবা সবাই এক সূতোয় গাঁথা।।।
একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার।
সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার।।
লাল সবুজ পতাকার আজ ৫০ তম জন্মদিন। ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছিলো। বাংলার আকাশে উড়েছিলো লাল সবুজের পতাকা।
অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই বিজয়।যাদের ত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা তাদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা। হাজার হাজার সালাম।
সবাই জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
প্রাপ্তির ঝোলায় আরও একটু প্রাপ্তি।আলহামদুলিল্লাহ 😍😍
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Contact the business
Telephone
Website
Address
Natore City Bypass
Rajshahi
6400
অকট্রয় মোড় , কাজলা, রাজশাহী ।
Rajshahi
হাতের কাজের জামা, মশারী ও পিলো কভার , এপলিক বিছানার চাদর ।
Bosepara, Boalia
Rajshahi, 6100
TrendMe is an online store for traditional & trendy Bangladeshi apparel & clothing. Customer satisfa
Rajshahi
A wardrobe full of modest pieces that you can wear to feel comfortable and honorable in public 🧕
Bahorompur, Rajpara
Rajshahi, 6251
পোশাকেই ফুটে উঠুক আপনার ব্যক্তিত্ব
Rajshahi Sadar
Rajshahi, 6000
Premium baby care and lifestyle. We deliver our products anywhere in Bangladesh. Alhamdulillah!
Rajshahi, 6000
Welcome To Sassy Boo for men and women Where you can find your desired, most unique and exclusive fashion wear. Come join us and be amazed by the most aristocratic fashion line-up ...
Rajshahi, 6201
We are famous fashion house in Rajshahi, Bangladesh.We sell all kinds of women's dresses, jeans pants