Petals of Patterns
Finding healing in art. loose-floral aesthetics x Islam x healing
So when Allah tests us to make clear what's in our hearts... it's not because He doesn't know, nor is it because He is intentionally setting us up. No. It's for us. We need to know. That doesn't mean that if you see a disease of your heart exposed, you give up and despair. You aren't doomed. Rather, you take note and take the right steps to fix it before the end arrives. Anything that Allah sends your way, if you can utilize it to get closer to Allah, you have succeeded.
muslimah Allah's love floral acrylic
One thing we need to work on again and again is correcting our thoughts about Allah. In our pain, are we thinking of Him in a light that's not true?
Our pain is the best time to start learning about Allah, ditch the wrong understanding and thoughts, and solidify our connection with Him.
muslimah artist acrylic islam
To fellow sisters who have experienced a loss they couldn't fathom,
have you ever felt unable to be grateful, not because you don't recognize that Allah has given you so many things, but because you were too caught up in feeling like you don't deserve them, or because you were too drowned in feeling that this life is only a place of hard work?
Albeit, the world is a place of hard work. We continuously struggle. And we are meant to send forth good deeds before we can no longer return or send forth good deeds. Yet... Allah's deen has the concept of "shukr". Allah's kalam has ayat of reassurance, and the particular ayat I want to remind you of here is "Surely, with hardship, there is ease".
Allah, our Creator, knows how we are. He knows we need ease; we need reassurances; we need to look at the world and find beauty. If you can look at the world, find beauty, blessings, and ease, and connect it back to their origin, don't you think, it will help you send forth more good deeds?
Journaling Muslimah Shukr Gratitude
Roses! Overhyped? yes. Still like? Yes. Because every flower has its own grace.
কেমন আছেন সবাই? বরাবরের মত আবার hiatus এ চলে গিয়েছিলাম। ফিরে এলাম একটা সিম্পল গ্র্যাফিক্স নিয়ে। ফটোগ্রাফি কিন্তু আমার না, শুধু এডিট করেছি। I personally find this format aesthetic. Hope you like it too!
For black lovers... 🖤🩶🤍
Belated Eid Mubarak everyone!
Yours truly always liked creating pics like this but clearly was too lethargic to post. The algorithm was also crazy, so here it is now.
Hope you had a lovely Eid! And if you did not, know you're not alone. Allah is with you. May His rahma envelop you especially more.
খেয়াল করে দেখতে গেলে, ক্যানভাস পেইন্টিংগুলো বরাবরই স্পেশাল মানুষগুলোর জন্য করা হয়েছে। এটা এমন একজনের জন্য করেছিলাম যিনি নিজ চোখে কখনও শরতের এরকম বিদেশী দৃশ্য দেখেননি। যেদিন প্রথম মোবাইলে ছবি দেখেছিলেন সেদিন বিস্ময়ে বিমূঢ় হয়ে শুধু রবের প্রশংসা করেছেন। বারাকাল্লাহু ফিহা। 🍁🍂
হ্যান্ডপেইন্টেড টোট ব্যাগ 🌻
আনাস ইবনে মালেক (রাঃ) থেকে বর্ণিত: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যদি কিয়ামত এসে যায় এবং তখন তোমাদের কারো হাতে একটি চারাগাছ থাকে, তবে কিয়ামত হওয়ার আগেই তার পক্ষে সম্ভব হলে যেন চারাটি রোপন করে।
📖(আহমাদঃ ১২৯৩৩ ও ১৩০১২)
Ramadan Mubarak to all the beautiful souls 🌼
Ayat of the day:
"When My servants ask you ˹O Prophet˺ about Me: I am truly near. I respond to one’s prayer when they call upon Me. So let them respond ˹with obedience˺ to Me and believe in Me, perhaps they will be guided ˹to the Right Way˺."
Sura Baqara 186
জীবনের পরীক্ষায় জর্জরিত হয়ে যদি আপনার কখনও মনে হয় যে আপনার ভাল কাজের আদৌ কোনো দাম আছে কীনা, এই আয়াতটা পড়ে নিবেন। আল্লাহ, আশ-শাকুর এমনভাবে আমাদের চেষ্টা অ্যাপ্রিশিয়েট করেন যেটা কখনও কোনো মানুষ পারেনা। তাই মানুষের না পারাতে হতাশ হবেন না, আর আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না।
Your pain and your struggles aren't unseen; your good deeds and sabr aren't overlooked. 🌼
চা ছাড়া যাদের দিন অসম্পূর্ণ তাদের জন্য ☺️☕
Tried painting on ceramics! Alhamdulillah 🌼🌼🌼
some watercolor love 💙🤎
এই মিষ্টি বোনটা যতবার অর্ডার দেয় একটা করে রিভিউ দেয়। 🥰🌼🌞
যেসব কাস্টমার রিভিউ দেয় তাদের প্রতি অন্যরকম কৃতজ্ঞতা থাকে, তারা নিজেদের সাধ্যে যতটুকু কুলায়, ততটুকু দিয়েই ছোট্ট বিজনেসগুলো গ্রো করতে হেল্প করে।
হিলিং-- buzzword এখনকার, তাইনা? Buzzword গুলোর সমস্যা হল সচেতনতা যতটা না বাড়ে শব্দগুলো তার থেকে অনেক বেশি হালকা আর ঠুনকো হয়ে যায়-- এককথায় অর্থহীন হয়ে যায় কারণ মানুষ শেখার চেয়ে বেশি ভকাবুলারি বাড়াতে তৎপর।
মেন্টাল হেলথ, হিলিং এগুলো নিয়ে ফাকা বুলি নয়, সচেতনতা আরও বাড়ুক, ট্যাবুগুলো কাটুক, ডিস্ক্রিমিনেশন বন্ধ হোক: সত্যিকারের পজিটিভ চেঞ্জ আসুক--এটা খুব করে চাই।
যারা সিরিয়াসলি হিলিং এর জার্নিতে আছেন, তাদের জন্য আজকের ছোট্ট মেসেজ-- হিলিং এর জার্নিটা অনেকটাই চড়াই-উৎরাই এর। জীবনটা যেমন ছকে সাজানো যায়না, এটাও ছকের দাগকেটে সোজাভাবে চলে যাওয়া লাইন না। তাই যদি থেকে থেকে নিজেকে আবার অন্ধকারে আবিষ্কার করেন, ভাববেন না যে হেরে যাচ্ছেন। আপনি জিতছেন। হিলিং এর পথ ধরে আপনি চলতে থাকুন। সময়ের সাথে সাথে সূক্ষ্ণ সূক্ষ্ণ পরিবর্তন আপনি নিজেই খেয়াল করতে পারবেন।
Healing isn't linear 💛
ফিলি/স্তিনের নীল আকাশে আবার পাখি উড়ুক 🤲
এদিনগুলো অস্থিরতায় ভরা। উম্মাহর একাংশের এই চরম কঠিন মুহুর্তে বাকি উম্মাহ অসুস্থ বোধ করবে এটাই তো স্বাভাবিক।
দুয়ার পাশাপাশি আরো কি করা যায় দৈনন্দিন জীবনে আমাদের ভাইবোনদের সাপোর্ট করার জন্য? যদি আমাদের বলা হয় নিজেকে বেটার মুসলিম করে তোলা একটা কোর সাপোর্ট, আমরা কি আজও মুখ ঘুরিয়ে নিব?
আমাদের অনেককেই সবচেয়ে বেশি ধাক্কা দিয়েছে এই ঘৃণ্য বাস্তবতা যে বিশ্বের বেশিরভাগ মানুষের কাছে প্রমাণ দেয়া লাগছে যে আমাদের ভাইবোনরা মানুষ, তারা সাবহিউম্যান কিংবা পশু না, তাদের ভালভাবে বেঁচে থাকার অধিকার আছে। তাহলে যাদের কাছে এটা প্রমাণ করতে হচ্ছে তাদেরকে কি আমরা আজও ফলো করব?
বুঝতে পেরেছেন কাদের কথা বলছি? সেলেব্রিটি, মুভি স্টারস, ইনফ্লুয়েন্সারস। পারব আমরা আমাদের প্রিয় মুভি, ড্রামা, মিউজিক-গান ছেড়ে দিতে? নাকি আজও ঘুমন্ত চোখে ইতস্ততঃ করব? মিথ্যা প্রেফারেন্সের জালে আমাদের আইডেন্টিটি দমবন্ধ, মুমূর্ষু হয়েই পড়ে থাকবে?
আমরা পারব। এই উম্মাহ পারবে। এই উম্মাহ নিজেদেরকে ধ্বংসের চোরাবালি থেকে টেনে তুলতে পারবে। আমাদের ব্যাথাতুর মন সেটাই বলে। প্রয়োজন শুধু একটু দৃঢ় প্রচেষ্টার।
Let's go! Towards a better us, a better future.
যারা আল্লাহর কাছেই সমস্তটা বুঝে নেয়ার পথ ধরে চলতে চায় এবং চলে, তাদের অন্তরে এক অন্যরকম সুকুন থাকে। তাদেরকেও আল্লাহ পরীক্ষা করেন ক্ষুধা ও ভয় দিয়ে; বরং আমরা তো জানি আল্লাহ তাঁর প্রিয় বান্দাদেরকেই বেশি পরীক্ষায় ফেলেন, কিন্তু আল্লাহ তাদের অন্তরে যে সন্তুষ্টি দিয়েছেন, সেটা শূন্য অন্তরে গোটা দুনিয়া হাতে নিয়েও পাওয়া সম্ভব না।
শুনতে খুবই তাত্ত্বিক লাগে, তাই না? এরাও কিন্তু মানুষ, দুঃখ-কষ্টে এদেরও চোখ দিয়ে পানি পড়ে। তাহলে কীভাবে গড়ে তুলেন তারা নিজেদেরকে এভাবে?
"এরা extraordinary" বলে কি আমরা হাল ছেড়ে দিতেই থাকব? টপার হওয়ার চেষ্টা করব না?
আমাদের রব কিন্তু অপেক্ষায় আছেন, তিনি চান আমরা জান্নাতুল ফিরদাউস এ পৌঁছায়। আমরা তার দেয়া গাইড ফলো করে হাটছি তো? মনগড়া একটা পথে চলেই কি টপার হওয়া যায়? নাকি আমরা টপারদের সব সিক্রেট টিপস জানতে মুখিয়ে থাকি? জান্নাতের ক্ষেত্রেই শুধু সেটা করব না, তেমন কি হয়?
🌸🌸🌸
হাবিবা মুবাশ্বেরা আপুর খুব সুন্দর একটা উদ্যোগ এই প্ল্যাটফর্ম। খুব এক্সাইটেড ছিলাম যখন আইডিয়া শুনেছিলাম, তারপর যখন launch হল। সত্যি বলতে খানিকটা সংকোচে ছিলাম আমার পেজের তেমন গ্রোথ না থাকায়। কিন্তু সংকোচটা খুব সুন্দরভাবে কাটিয়ে দিলেন আল্লাহ। আপুর কাছে অনেক কৃতজ্ঞ। এত সুন্দর প্লাটফর্মে অন্য অনেক গুণবতী আপুদের পাশে নিজের স্বপ্নের নামটা আছে দেখলে আমার খুব, খুব ভাল লাগে, অনুপ্রেরণা পাই। It's truly such a big honor for me!
আল্লাহ আপুর উত্তম কাজগুলো কবুল করে নিক, আরো উত্তম ও অনুপ্রেরণামূলক কাজ করতে থাকার তাওফিক দিক, এবং দুনিয়া আখিরাতে সফলতা দিক। আমীন।
E-hutt এ আমার পেজ ঘুরে আসতে পারবেন এই লিংক এ:
https://e-hutt.ilmaemporium.com/petals-of-patterns/
E-hutt ওয়েবসাইট লিংক: https://e-hutt.ilmaemporium.com/
যারা নিজেদের পেজ রেজিস্ট্রেশন করাতে আগ্রহী তারা Ilma Emporium এ যোগাযোগ করতে পারেন। 🌼
Petals of Patterns – e-Hutt Petals of Patterns এর স্বপ্ন হল শিল্পের মাধ্যমে হিলিং আর পজিটিভিটির রঙ আপনাদের জীবনে ছড়িয়ে দেয়া। তাই আত্ত্বিক আর মানসিক দুই .....
Choose long term satisfaction over instant gratification. বীজ লাগানো, যত্ন নেয়া, আর ফল পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষার মাঝেও কিন্তু সুখ লুকিয়ে থাকে। ওগুলোও কুড়াতে থাকলে জার্নি সহজ হয়। ইন ফ্যাক্ট, ওগুলোর জন্যই হয়ত টিকে থাকা যায়।
আর নিজের ফলানো মিষ্টি ফল আস্বাদনের যে সুখ সেটা তো আছেই।
🦋🦋🦋
চলুন আজকে একটু cue নিয়ে আলোচনা করি। Cue কে মনে হয় খুব সহজ ভাষায় সিগ্ন্যাল বলা যায়। যেমন, একটা খাবারের ছবি দেখলেন, ছবিটা দেখে আপনার মধ্যে খাবারটা খাওয়ার ইচ্ছা হল। যদি বারবার ছবিটা আপনার সামনে আসে, সাথে সাথে না হলেও, ঘুরে ফিরে কোনো একদিন আপনি সেটাই খেতে চাইবেন । সেটার দিকেই পদক্ষেপ নিবেন। এখানে এই ছবিটা একটা cue ছিল।
যারা বুঝেন যে সোশ্যাল মিডিয়া কি পরিমাণ ডিস্ট্র্যাকশন হিসেবে কাজ করে, স্পেশালি দ্বীনের ক্ষেত্রে, তারা চাইলে এই কন্সেপ্টটা কাজে লাগাতে পারেন। দুনিয়াবি cue দিয়ে আমাদেরকে একটু একটু করে খুব সন্তর্পণে শয়তান আল্লাহবিমুখ করে দেয়। চলুন আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য একটা একটা করে cue তৈরি করি যতক্ষণ না কার্যকরী একটা cue পাই। এজন্য ইসলামিক প্রডাক্টগুলো অনেক উপকারী হতে পারে (যদি আল্লাহ চান)। কিন্তু তারপরও যদি ডিস্ট্র্যাকশন কমিয়ে আনা না যায়, খুব সহজেই এগুলো আর কার্যকরী থাকেনা। আমাদের উদাস চাহনী আয়াতুল কুরসী লেখা ছবিটার ওপর দিয়ে ঘুরে আসে, কিন্তু মুখে সেটা উচ্চারিত হয় না, হৃদয়ে আলোড়ন তুলে না। সেজন্য খুব তৎপর হতে হবে--দুটো একসাথে করার চেষ্টা করতে হবে, আর করতে হবে অনেক অনেক দুয়া।
নিতু পুরাই বইপাগল। ওর বান্ধবীরা ওকে জ্ঞানপিপাসু বলেই চিনে। কাউকে যদি কিছু গিফট দেয়, একটা বই দিবেই দিবে। কিন্তু আজকে গিফট পেয়েছে ও নিজে।
খুব যত্ন করে ওর বেস্ট ফ্রেন্ডের দেয়া বইগুলো নাড়াচাড়া করছিল। আনা বইগুলোর মাঝে একটা খাকি রঙের খাম। "চিঠি লিখেছে নাকি?" ভাবতে ভাবতে খুলেই মনটা ভরে গেল। এযে ওর খুব প্রিয় একটা দুয়া লেখা কার্ড! দুয়াটা পড়ে, কার্ডটাকে সামনে রেখেই যে বইটা বেশি মন কেড়েছিল সেটা হাতে তুলে নিল। বইয়ের জগত ছেড়ে উঠার সময় কার্ডটার দিকে চেয়ে আবার মন কেমন স্নিগ্ধতায় ভরে গেল, কিছুক্ষণ পরখ করে বইয়ের ফাঁকে রেখে দিল যত্ন করে। সেই ছোট্টবেলায় মায়ের শিখিয়ে দেয়া কুরআনের এই দুয়াটা ওর জ্ঞানশিক্ষার পথের বিশাল জায়গা জুড়ে আছে। কার্ডটা পড়ার ফাঁকে ফাঁকেই আল্লাহর কাছেই জ্ঞান চাওয়ার কথা আরেকটু বেশি করে মনে করিয়ে দেয়। মনে করিয়ে দেয় যে জ্ঞানঅন্বেষণ হতে হবে আল্লাহর জন্য।
🌸✨🌸✨🌸✨🌸✨🌸
এহেম, একটু বলে রাখি, সম্পূর্ণ হ্যান্ডপেইন্টেড কার্ড কিন্তু পেটালস অব প্যাটার্নস এর।
নিজেকে আজকে কি গিফট দিবেন একটু ভেবেছেন?
সকালের মিষ্টি রোদে বারান্দায় ৫মিনিট এর স্থিরতা?
কিংবা হয়তো কাজের ফাঁকে চা-কফি?
বা হয়তো বুক ভরে শ্বাস?
#একটুএকটুহিলিং
🌻🌻
Indeed my Lord is very near and always responsive. Quran 11:61
a very sweet review ^^
Because black is always gorgeous ^^
Click here to claim your Sponsored Listing.
Category
Address
Rajshahi
Sujabad ( Dohopara ), Shajahanpur , Bogura
Rajshahi, 5800
TMSS Institute of Science & ICT (TISI) is the best technical education institution in Bogura.
Nowhata, Paba
Rajshahi, 6210
Hey There !! Graphic design is the process of visual communication through the use of typography, photography, iconography and illustration. I'm experienced in Graphic Design. For...
Shomobay Super Market
Rajshahi
Tanvir Stationary_ Online Stationary Shop